আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আপনাকে নেক হায়াত দান করে অনেকদিন পরে অপেক্ষায় ছিলাম কৃষি কাজের ভিডিও ইনশাল্লাহ সেটা আপলোড করছেন আপনার জন্য অনেক দোয়া রইল
রিপ্লাই পড়ে দেখ খানকির পোলা তোদের কমেন্ট এখন আযানও প্রশ্ন বিদ্ধ। কতদিন ছিল সাকিব খান শাহরুখ খানের সাথে নবীর তুলনা আর এখন আযান এর সাথে গানের তুলনা। লেখাপড়া আরো শিখতে হবে আযানের সাথে গানের তুলনা চলে ? ধর্ম নিয়ে ভন্ডামি বাড়াবাড়ি করলে এধরনের কমেন্ট ফেরত পাবি।
‘কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ সঠিক হয় তাহলে তার সব আমল ঠিক, আর নামাজ যদি নষ্ট হয়, তাহলে সব আমল নষ্ট।’ --- ( তাবরানি : ২৪০) রাসূল সাল্লাল্লাহু ‘‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘আমাদের ও কাফেরদের মধ্যে ব্যবধান শুধু নামাজের। যে নামাজ ত্যাগ করল সে কাফের হয়ে গেল।’ -তিরমিজি : ২৬২১. " আমার বান্দাদের জানিয়ে দাও যে, আমি নিশ্চয় ক্ষমাশীল, পরম দয়ালু। " --- ( আল-হিজর ১৫:৪৯ ) আর তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ। ----- ( আল-আহযাব ৩৩:৪৭). “নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার।” -- [সূরা আন-নাজম, আয়াত: ৩২] ‘যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন।আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ --- (সুরা : ফুরকান, আয়াত : ৭০) ‘যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না। ’ (আবু দাউদ, হাদিস: ১৫১৮) ‘হে মুমিনগন, তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো।’ --(সূরা নিসা : ৫৯) “যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করল।..” -- (সূরা নিসা-৮০)। "...যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে দাখিল করবেন জান্নাতে...” -- (সূরা ফাতাহ-১৭)। “...রাসূল তোমাদেরকে যা দেয়, তা গ্রহণ কর। আর তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় করে চল।... ” -- (সূরা হাশর-৭) " আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য কর যাতে তোমরা দয়া লাভ করতে পার। " -- (আল-ইমরান ৩:১৩২) আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলেও তা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। (বুখারি :৩৪৬১) ‘নিশ্চয়ই মানুষকে ভাল কথা শিক্ষাদানকারীর প্রতি আল্লাহ তা‘আলা দয়া করে থাকেন এবং ফেরেশতাগণ, আসমান ও যমীনের অধিবাসীরা এমনকি গর্তের পিপিলিকা ও পানির মৎসও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে’। --- [জামে তিরমিযী হাদীছ২৬০৯ ]
@@HistoryByNazninKhan রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম )এর দৃষ্টিতে উত্তম মানুষ যারা : দয়াল নবীজি রাসূলে পাক (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ) এর দৃষ্টিতে আদর্শবান উত্তম মানুষঃ ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ (বুখারি শরীফ, হাদিস নম্বর : ৩৫৫৯) ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। (বুখারি শরীফ, হাদিস নম্বর : ৬০৩৫) ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ (তিরমিজি শরীফ, হাদিস নম্বর : ২২৬৩/২৪৩২) ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর : ৪১৭৭) ‘সর্বোত্তম মানুষ সে, যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী। (সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৮৯) ‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। (সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৯১) ‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।' (তিরমিজি শরীফ, হাদিস নম্বর : ১৯৪৪) ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। ’ (বুখারি, হাদিস নম্বর : ৫০২৭) ‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। (বুখারি শরীফ, হাদিস নম্বর : ২৩০৫) ‘সেরা মানুষ সে, যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হয়।’ (জামিউল হাদিস, হাদিস নম্বর : ১২১০১)
@@HistoryByNazninKhan "তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হত, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত।" --- [ আন নিসা ৪:৮২]
“তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?" --- [মুহাম্মাদ ৪৭: ২৪] "এ কুরআনকে যদি আমি পাহাড়ের ওপর নাযিল করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে, আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ। মানুষের জন্য আমি এ উদাহরণগুলি পেশ করি; হয়ত তারা চিন্তাভাবনা করবে।" --- [আল-হাশর ৫৯:২১] " আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি? " --- (সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)
আপু..!আমি অনেক দিন যাবত আপনার ভিডিও দেখি মাশাল্লাহ চমৎকার হয় সব ভিডিও এন্ড উপকারী।তো,যদি আপনি কষ্ট করে জাস্ট বেসিক ইটালি ভাষা শিখার জন্য,ভিডিও করতেন তাহলে উপক্রিত হতাম,,।প্লিজ কথা টা একটু হলেও ভেবে দেখার অনুরোধ রইল।ধন্যবাদ 😊
আপু,আমি মালায়সিয়াতে কৃষি কাজ করছি,আমার কৃষি কাজে অভিগতা আছে,আমি চিন্তা ভবনা করছি,আসবো ইটালিতে,এখন সে ক্ষেত্রে কি আমার কোনু সমস্যা হবে আসলে ইটালিতে,আমার কাজে কোনু সমস্যা নেই,কিন্তু ভষাটা সময় লাগবে শিখতে,ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝানোর জন্য,♥️♥️♥️♥️
যোগাযোগ করতে পারেন : Facebook page : facebook.com/HisyoryByNazninkhan/ NB : আমি ভিসা প্রসেসিং করি না এবং কোনো বিশ্বস্থ এজেন্সী কিংবা লোক আমার পরিচিত নেই, আমি শুধু মাত্র ভিসা এবং কাজ সম্পর্কিত তথ্য দিতে পারবো | Thanks.....
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
আপু একটা কথা আপনার কাছে শেয়ার করি আমার না ইতালিতে আসার অনেক সপ্ন,,, আমার ফ্যামেলি রাজি নাই ,, কিন্তুু আমাদের টাকা আছে কিন্তুু কেউ রাজি নাই যে ইতালিতে আসার জন্য
ভাইয়া... একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী | সত্যিকারের সৎ লোকের খোঁজ কিংবা কোনো বিশ্বস্থ এজেন্সির খোঁজ আমার কাছে নেই যে আপনার জন্য আবেদন জমা করে দিতে পারবে, অনেক..... দুঃখিত |
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
আসসালামু আলাইকুম আপু আমার জন্য দোয়া করবেন আমি আমার বন্ধুর কাছে পাসপোর্ট দিয়েছি দেখি আল্লাহ কপালে কি রাখেছে আল্লাহ ভালো জানে আল্লাহ হাফেজ জাযাকাল্লাহু খাইরান
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
আসলে কারো জন্য ভিসার আবেদন চাইলেও করা সম্ভব না, এই ব্যাপারটি অনেক কঠিন বিষয়| সবার আগে একজন বড় ব্যাবসায়ী হতে হবে, তবে যেকোনো ব্যাবসায়ী হলেই হবে না | কারণ সরকার ভিসা জমা করার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবসা উল্লেখ করে দেয় | একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী | আমি ভিসা প্রসেসিং করি না এবং কোনো বিশ্বস্থ এজেন্সী কিংবা লোক আমার পরিচিত নেই, আমি শুধু মাত্র ভিসা এবং কাজ সম্পর্কিত তথ্য দিতে পারবো | অনেক..... দুঃখিত |
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
আপনার নাম্বার দিন আপু আমি কৃষি কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। খুবই গরীব ঘরের ছেলে আমাকে একটু উপকার করুন আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করুন আমীন।
আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে ইতালির ওয়ার্কপারমিট ভিসার আবেদন ইতালি থেকে একজন ব্যাবসায়ী মালিক তার কর্মীর জন্য করতে পারবে যখন সরকার ঘোষণা দিয়ে থাকেন ইতালির বাহির থেকে কাজের জন্য লোক আনার, আত্মীয় স্বজন ছাড়া এই ব্যাবসায়ী খুঁজে পাওয়া মুশকিল | আমি ভিসা প্রসেসিং করি না এবং কোনো বিশ্বস্থ এজেন্সী কিংবা লোক আমার পরিচিত নেই, আমি শুধু মাত্র ভিসা এবং কাজ সম্পর্কিত তথ্য দিতে পারবো | একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী | অনেক..... দুঃখিত |
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন আপু আমি আপনার সব গুলো ভিডিও আমি দেখি আপনার ভিডিও দেখে ১ থেকে ৫০ পযন্ত শিখেছি আপু ইতালির ভিসা আবেদন কি ভাবে করে যদি বলেন খুব বেশি উপকার হবে অনুরোধ আপু
ভাইয়া... একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী | সত্যিকারের সৎ লোকের খোঁজ কিংবা কোনো বিশ্বস্থ এজেন্সির খোঁজ আমার কাছে নেই যে আপনার জন্য আবেদন জমা করে দিতে পারবে, অনেক..... দুঃখিত |
আসসালামু আলাইকুম, প্রিয় আপু আমার, আশা করি আল্লাহ রহমতে ভালো আছে, আপু আমার একটা প্রশ্ন ছিলো, আশা করি উত্তর দিবেন, রোম শহর থেকে এগ্রিকালচার এর জন্য কাগজ জমা করলে কি নুডুস্তা উঠে, আর যদি উঠে তাহলে রোম শহর থেকে কত % উঠে অন্য শহরের তুলনায়, রোম শহরে বেশি উঠে, নাকি অন্য শহরে বেশি উঠে এগ্রিকালচার এর নুডুস্তা, প্লিজ আপু আপনার ছোট ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিবেন, ধন্যবাদ আপু
আমার একটা প্রশ্ন ? আমি কৃষি খাতে ভিসা নিয়ে ইতালিতে আসলাম। কিন্তু মালিকের খোঁজ খবর পাইতেছি না।কিন্তু আমার ভিসার সময় থাক অবস্থা। আমি রাজমিস্ত্রী কাজের ডুকোমেন্ট দিয়ে।কাজের পারমিট পাইমু।ইতালি শ্রম আইন নিয়মে কি বলে।
আচ্ছা আপু, qualifications এর দরকার পড়বে কি?? আমি এসএসসি ✅ । আমার আঙ্কেল ইটালী থাকে। আমি agriculture ভিসায় যেতে ইচ্ছুক। আমার আঙ্কেল এর মাধ্যমে কি যাওয়া যাবে? প্লীজ একটু জানতে পারলে উপকৃত হতাম আপু
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আপনাকে নেক হায়াত দান করে অনেকদিন পরে অপেক্ষায় ছিলাম কৃষি কাজের ভিডিও ইনশাল্লাহ সেটা আপলোড করছেন আপনার জন্য অনেক দোয়া রইল
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,
আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য |
একটা গান ৩/৪ বার শুনলে বিরক্ত লেগে যায় ।। কিন্তু আযান শুনলে মন ভাল হয়ে যায় 🥰🥰।। সুবাহানআল্লাহ ❤❤
ভুল বলছেন, এটা সত্যি বিরক্তিকর, এটা পঁচা সুর তাই মাইক লাগানো লাগে
((poet ((p0ppp0p0ppp0ppppppppp
(
@@nton5745 qqq1q1qqqqqqqqqqqqqq1q1q11qqqqqqqqq1qqqqqqqqqqq1111 qqqq
রিপ্লাই পড়ে দেখ খানকির পোলা তোদের কমেন্ট এখন আযানও প্রশ্ন বিদ্ধ। কতদিন ছিল সাকিব খান শাহরুখ খানের সাথে নবীর তুলনা আর এখন আযান এর সাথে গানের তুলনা। লেখাপড়া আরো শিখতে হবে আযানের সাথে গানের তুলনা চলে ? ধর্ম নিয়ে ভন্ডামি বাড়াবাড়ি করলে এধরনের কমেন্ট ফেরত পাবি।
আপু আপনি অনেক ভালো। সবার প্রশ্নের উত্তর দিয়েছেন। আর অনেক সুন্দর করে গুছিয়ে বলছেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
@@HistoryByNazninKhan আপু আমি আপনার আপু husband er নামে I'd চালায়।
‘কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ সঠিক হয় তাহলে তার সব আমল ঠিক, আর নামাজ যদি নষ্ট হয়, তাহলে সব আমল নষ্ট।’
--- ( তাবরানি : ২৪০)
রাসূল সাল্লাল্লাহু ‘‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
‘আমাদের ও কাফেরদের মধ্যে ব্যবধান শুধু নামাজের। যে নামাজ ত্যাগ করল সে কাফের হয়ে গেল।’
-তিরমিজি : ২৬২১.
" আমার বান্দাদের জানিয়ে দাও যে, আমি নিশ্চয় ক্ষমাশীল, পরম দয়ালু। "
--- ( আল-হিজর ১৫:৪৯ )
আর তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ।
----- ( আল-আহযাব ৩৩:৪৭).
“নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার।”
-- [সূরা আন-নাজম, আয়াত: ৩২]
‘যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন।আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’
--- (সুরা : ফুরকান, আয়াত : ৭০)
‘যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না। ’ (আবু দাউদ, হাদিস: ১৫১৮)
‘হে মুমিনগন, তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো।’
--(সূরা নিসা : ৫৯)
“যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করল।..”
-- (সূরা নিসা-৮০)।
"...যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে দাখিল করবেন জান্নাতে...”
-- (সূরা ফাতাহ-১৭)।
“...রাসূল তোমাদেরকে যা দেয়, তা গ্রহণ কর। আর তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় করে চল।... ”
-- (সূরা হাশর-৭)
" আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য কর যাতে তোমরা দয়া লাভ করতে পার। "
-- (আল-ইমরান ৩:১৩২)
আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলেও তা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। (বুখারি :৩৪৬১)
‘নিশ্চয়ই মানুষকে ভাল কথা শিক্ষাদানকারীর প্রতি আল্লাহ তা‘আলা দয়া করে থাকেন এবং ফেরেশতাগণ, আসমান ও যমীনের অধিবাসীরা এমনকি গর্তের পিপিলিকা ও পানির মৎসও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে’।
--- [জামে তিরমিযী হাদীছ২৬০৯ ]
❤️❤️❤️❤️
@@HistoryByNazninKhan রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম )এর দৃষ্টিতে উত্তম মানুষ যারা :
দয়াল নবীজি রাসূলে পাক (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ) এর দৃষ্টিতে আদর্শবান উত্তম মানুষঃ
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ (বুখারি শরীফ, হাদিস নম্বর : ৩৫৫৯)
‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। (বুখারি শরীফ, হাদিস নম্বর : ৬০৩৫)
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ (তিরমিজি শরীফ, হাদিস নম্বর : ২২৬৩/২৪৩২)
‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর : ৪১৭৭)
‘সর্বোত্তম মানুষ সে, যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী। (সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৮৯)
‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর
রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে?
যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। (সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৯১)
‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।' (তিরমিজি শরীফ, হাদিস নম্বর : ১৯৪৪)
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। ’ (বুখারি, হাদিস নম্বর : ৫০২৭)
‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। (বুখারি শরীফ, হাদিস নম্বর : ২৩০৫)
‘সেরা মানুষ সে, যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হয়।’ (জামিউল হাদিস, হাদিস নম্বর : ১২১০১)
@@HistoryByNazninKhan ‘যারা ঈমান আনে আর তাদের অন্তরসমূহ আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়।
জেনে রাখ! আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’
--- (সুরা রাদ : আয়াত ২৮)
@@HistoryByNazninKhan "তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হত, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত।"
--- [ আন নিসা ৪:৮২]
“তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?"
--- [মুহাম্মাদ ৪৭: ২৪]
"এ কুরআনকে যদি আমি পাহাড়ের ওপর নাযিল করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে, আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ।
মানুষের জন্য আমি এ উদাহরণগুলি পেশ করি; হয়ত তারা চিন্তাভাবনা করবে।"
--- [আল-হাশর ৫৯:২১]
" আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি? "
--- (সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)
ধন্যবাদ ,অনেক তথ্য পেলাম।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
মাশাআল্লাহ খুবই চমৎকার ভিডিও দেখলাম, আপনাকে অনেক ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,আপনার মূল্যবান মন্তব্যের জন্য |
সৌদি আরব বসে বসে আপনার ভিডিও দেখলাম ভালো 🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
খুব সুন্দর একটা পোস্ট খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
আপু..!আমি অনেক দিন যাবত আপনার ভিডিও দেখি মাশাল্লাহ চমৎকার হয় সব ভিডিও এন্ড উপকারী।তো,যদি আপনি কষ্ট করে জাস্ট বেসিক ইটালি ভাষা শিখার জন্য,ভিডিও করতেন তাহলে উপক্রিত হতাম,,।প্লিজ কথা টা একটু হলেও ভেবে দেখার অনুরোধ রইল।ধন্যবাদ 😊
ইনশাল্লাহ... চেষ্টা করবো ভাইয়া, thank you ☺️
Italy Onk Beautiful Ma Sha Allah onk valo laglo, Onk Shundor Chilo Apu. 😊 Walaikumassalam
Thank you so much choto bhai...☺️
অনেক ইচ্ছা ছিলো ইতালি যাওয়া। যদি আল্লাহ যদি ইচ্ছা মনের পূর্ণ করে।।
❤️🔥❤️🔥এগিয়ে যান ভাই পাশে আছি।❤️🔥❤️🔥
আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ালেই ,এগিয়ে যাবে আমাদের সমৃদ্ধময় এই দেশ।।❤️❤️
ইনশাআল্লাহ, অনেক অনেক দোয়া রইলো ভাইয়া
অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত দেয়ার জন্য ধন্যবাদ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
ইনশাআল্লাহ আল্লাহ জদি নসিভ করেন ইনশাআল্লাহ ইতালি জেতে চাই দুয়া করবেন আমার জন্য ইতালি গিয়ে রুজা রাকতে পারি
ইতালির রোম শহরে আমার এক নিকট আত্মীয় স্বজন ব্যবসা করে মাসে 30 লাখ টাকা ইনকাম করে ❤❤❤❤❤❤❤
Mashallah
Hi
Plzzz vai amak phn diyen
Ba apnar imo ba whatsapp nambar ta diyen
কিসের ব্যবস্থা করে ভাইয়া
Thanks Nazneen for such a valuable statement, which will help the Bangladeshis willing to go to Italy.
Thank you so much for your compliments brother.
Koto lage
নন সিজনাল / স্পনসর ভিসা - ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ
সিজনাল / কৃষি ভিসা - ৭ লক্ষ থেকে ৮ লক্ষ ( খরচ হবে আনুমানিক)
আপু,আমি মালায়সিয়াতে কৃষি কাজ করছি,আমার কৃষি কাজে অভিগতা আছে,আমি চিন্তা ভবনা করছি,আসবো ইটালিতে,এখন সে ক্ষেত্রে কি আমার কোনু সমস্যা হবে আসলে ইটালিতে,আমার কাজে কোনু সমস্যা নেই,কিন্তু ভষাটা সময় লাগবে শিখতে,ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝানোর জন্য,♥️♥️♥️♥️
কোনো সমস্যা নাই ইতালি আসতে... ইনশাল্লাহ...দোয়া রইলো
@@HistoryByNazninKhan আপু আপনার fb পেজের লিংক দেন
@@HistoryByNazninKhan অ মাই গট
@@HistoryByNazninKhan আর মনে যদি কিছু করেন সে জন্য সোরী🙏
যোগাযোগ করতে পারেন :
Facebook page :
facebook.com/HisyoryByNazninkhan/
NB : আমি ভিসা প্রসেসিং করি না এবং কোনো বিশ্বস্থ এজেন্সী কিংবা লোক আমার পরিচিত নেই, আমি শুধু মাত্র ভিসা এবং কাজ সম্পর্কিত তথ্য দিতে পারবো |
Thanks.....
অসাধারণ উপস্থাপন হয়েছে আপু।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
আপু আর কতদিন লাগতে পারে নতুন ফ্লুসির ঘোষণা আসতে??
এই বছরের শেষে আশা আছে... ইনশাল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ
বিডিও টা দেখে আমি অনেক কিছু শিখেছী
Thanks bhaia ☺️
এগুলো বাংলাদেশে হলে কেউ করেনা কিন্তু ইতালি টাকার মান বেশি বলে। এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশে কৃষি কাজের কনো মূল্য নেই
আপু আপনার কথা গুলি খুব মনযোগ দিয়ে শুনলাম,আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
আচ্ছা আপু যার কোনো কাগজপত্র নাই।। তাদের কি কাজ সবচেয়ে ভালো
ভাইয়া, কাগজ ছাড়া ভালো বেতন আর ভালো কাজ পাওয়া মুশকিল, সেই ক্ষেত্রে বলবো যে কাগজ ছাড়া কাজ পাওয়া বড় বিষয়
@@HistoryByNazninKhan কাগজপত্র জন্য আবেদন করলে কতদিন পর সৌজন্য পাওয়া যাবে???
ধন্যবাদ আপু অনেক সুন্দর করে বুজিয়েছেন 💝
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ইনশাআল্লাহ
আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারে
আপনার উপস্থাপনা সেই ভালো লাগে আপু♥️♥️♥️✅
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
দিদি আমি কৃষি কাজে যেতে চাই ইন্ডিয়া থেকে
আপনার ভাষা/ কথা গুলো অনেক সুন্দর । শুভ কামনা রইলো আপনার জন্য আপু ❣️♥️
অনেকেই কথা বলে না ঘেউ ঘেউ করে বুঝা যায় না, সরি ভুল করে থাকলে 🙏🙏
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,অনেক অনেক দোয়া রইল
কিভাবে কাজটি পেতে পারি?
মাশাল্লাহ চমৎকার কন্টেন্ট।
আমি ইতালি যেতে চাই কত টাকা ভিসা লাগবে
ইনশাল্লাহ যাবো একদিন না একদিন
আপু আমিও যেতে চাই কিভাবে জাবো আমাকে জানিয়ে দিবেন বিস্তারিত বাংলাদেশের দালাল রা টাকা বেশি চায় আপনার কথা শুনে ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
ধন্যবাদ আপু . আললাহ আপনাকে নেক হায়াত দান করুন . আপনার দারা অনেক মানুষেমানুষের উপকার হচ্ছে ☘️🌸🍀🌼
অনেক অনেক ধন্যবাদ ☺️☺️
আমার ইতালি যাবার অনেক স্বপ্ন ছিল, কিন্তু কি ভাবে যাব এমন লোক তো পাচ্ছি না।
কোথায় বাসা
Libiya diye jan 🙂
এগ্রিকালচার নাকি তেল পাম্পের কাজ ভালো হবে এবং দুইটার স্যালারি কেমন আসতে পারে প্লিজ জানানবেন
প্লিজ আপু আমি যেতে চাই কিন্তু কিভাবে যাবো???
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে,
এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন |
এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ ☺️
আমি যেতে চাই কি ভাবে যাব জানাবেন?
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে,
এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন |
এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
আসসালামু আলাইকুম খুব সুন্দর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে
আপু একটা কথা আপনার কাছে শেয়ার করি আমার না ইতালিতে আসার অনেক সপ্ন,,, আমার ফ্যামেলি রাজি নাই ,, কিন্তুু আমাদের টাকা আছে কিন্তুু কেউ রাজি নাই যে ইতালিতে আসার জন্য
যদি বাংলাদেশে ভালো কিছু করার সুযোগ থাকে তাহলে ফ্যামিলির ইচ্ছাকে মূল্যায়ন করবেন
Apu apnar video gula onak valo lage 😊
Thanks a lot bhaia ☺️
আপু আমি একবার ইতালির যাওয়ার চেষ্টা করে আমার অনেক গুলো টাকা মেরে দিয়েছে, আমি অনেক কষ্টে সৌদি এসেছি, আপু আমার জন্য কি কিছু করতে পারবেন....
ভাইয়া... একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী |
সত্যিকারের সৎ লোকের খোঁজ কিংবা কোনো বিশ্বস্থ এজেন্সির খোঁজ আমার কাছে নেই যে আপনার জন্য আবেদন জমা করে দিতে পারবে,
অনেক..... দুঃখিত |
@@HistoryByNazninKhan সত্য বলতে কি আপনজন বিহীন খুব সমস্যা
ধন্যবাদ, ভালো তথ্য দেয়ার জন্য
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ইতালিতে কিভাবে ঢুকা যায় সেই পরামর্শ দিবেন দয়া করে
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে,
এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন |
এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
@@HistoryByNazninKhan ধন্যবাদ আপু
আসসালামু আলাইকুম আপু আমার জন্য দোয়া করবেন আমি আমার বন্ধুর কাছে পাসপোর্ট দিয়েছি
দেখি আল্লাহ কপালে কি রাখেছে আল্লাহ ভালো জানে আল্লাহ হাফেজ জাযাকাল্লাহু খাইরান
ইনশাআল্লাহ, অনেক অনেক দোয়া রইলো ভাইয়া
আসসালামু আলাইকুম, আপু আপনার সাথে যোগাযোগ করতে চাই, আমি ইটালিতে যেতে অনেক আশা,প্লিজ প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করবেন
ওয়ালাইকুম আসসালাম,
th-cam.com/video/3TBdCx-HuPE/w-d-xo.html
এই ভিডিওতে ইনফরমেশন দিয়েছি
গ্রিসে এগ্রিকালচার ভিসায় যেতে চাইলে যোগাযোগ করতে পারেন
ছেম
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বুজিয়ে বলার জন্যে
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
আপু আপনার সাথে কি কথা বলা জাবে
কৃষি কাজে অভিজ্ঞ,দুবাই মার্কেটিং অভিজ্ঞতা আছে আরও। ইতালিতে যেতে চাই।
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে,
এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন |
এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
টাকা কোন বিষয় না একটা ভিসা চাই। ঢাকা থেকে।
আসলে কারো জন্য ভিসার আবেদন চাইলেও করা সম্ভব না, এই ব্যাপারটি অনেক কঠিন বিষয়|
সবার আগে একজন বড় ব্যাবসায়ী হতে হবে,
তবে যেকোনো ব্যাবসায়ী হলেই হবে না |
কারণ সরকার ভিসা জমা করার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবসা উল্লেখ করে দেয় |
একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী |
আমি ভিসা প্রসেসিং করি না এবং কোনো বিশ্বস্থ এজেন্সী কিংবা লোক আমার পরিচিত নেই, আমি শুধু মাত্র ভিসা এবং কাজ সম্পর্কিত তথ্য দিতে পারবো |
অনেক..... দুঃখিত |
খুব সুন্দর তথ্য আপু ❤
Thanks bhaia ☺️
ভিসা কোথায় পাবো
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে,
এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন |
এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
আসসালামু আলাইকুম আপু ইতালিতে জমি লিজ নেয়ার নিয়মনীতি নিয়ে ভিডিও তৈরি করেন দয়াকরে।
কিভাবে কাজ পাবে
আপু ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
আমি জেতে চাই কি বাবে জাওয়া জাবে
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে,
এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন |
এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
চমৎকার ভিডিও
আপনার নাম্বার দিন আপু আমি কৃষি কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। খুবই গরীব ঘরের ছেলে আমাকে একটু উপকার করুন আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করুন আমীন।
আসসালামু আলাইকুম ভাইয়া,
আসলে ইতালির ওয়ার্কপারমিট ভিসার
আবেদন ইতালি থেকে একজন ব্যাবসায়ী মালিক তার কর্মীর জন্য করতে পারবে যখন সরকার ঘোষণা দিয়ে থাকেন ইতালির বাহির থেকে কাজের জন্য লোক আনার, আত্মীয় স্বজন ছাড়া এই ব্যাবসায়ী খুঁজে পাওয়া মুশকিল |
আমি ভিসা প্রসেসিং করি না এবং কোনো বিশ্বস্থ এজেন্সী কিংবা লোক আমার পরিচিত নেই, আমি শুধু মাত্র ভিসা এবং কাজ সম্পর্কিত তথ্য দিতে পারবো |
একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী |
অনেক..... দুঃখিত |
@@HistoryByNazninKhan Ok
ইনশাআল্লাহ আমি যাব
Grazia
Prego
আমি জেতে চাই
প্রতিজ্ঞা করেছি। নিজের জীবনের বিনিময়ে হলেও পরিবারের মুখে একদিন হাসি ফোটাবো ইনশাআল্লাহ।
ইটালি এক রিয়ো বা;লাদেশের কত হয় জানাবেন
আজকের কারেন্সি এক ইউরো = ৯৮ টাকা
ম্যাডাম ভিডিওটা অনেক সুন্দর❤❤❤
আসসালামু আলাইকুম আপু আমি রোম শহরে কোন কাজ পাচ্ছি না।
আমি যেতে চাই আমাকে মালিক বা কোন বাঙালির নাম্বার দিয়ে উপকার করুন প্লিজ।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া,
কষ্ট করে আমাকে Face book page নক করবেন,Thanks.
Facebook page :
facebook.com/HisyoryByNazninkhan/
আপু আপনার ভিডিও গুলো আমি সব সময় দেখি অনেক সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে ❤️❤️❤️❤️
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
আপু ইতালি কিভাবে জাবো
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে,
এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন |
এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
ধন্যবাদ পরিচালক কে
অনেক অনেক দোয়া
ইতালির ১টাকা = বাংলাদেশের কত টাকা?
প্রতি দিন কারেন্সী বদলায়, তাই Google থেকে কষ্ট করে চেক করবেন ভাইয়া
৭৭টাকা
Bortoman 116 tk
৳132.11
132 tk
Subscribe kore dilam... Onek Valo Information disen...❤
আমাক একটা ভিসা দিবেন
Good job
I am interesting ❤
সব কিছু ঠিক থাকলে আমিও কিছুদিন পর চলে যাবো ইনশাল্লাহ 😊 আমার সাথে আর কেউ যেতে চাইলে নক দিতে পারেন ১০০% কোনো জামেলা হবে না ইনশাআল্লাহ
কিভাবে যোগাযোগ করবো ভাই? নাম্বার দেন
আমি যেতে চাই
ভাই আপনার নাম্বার টা দেন
আমি জেতে চাই ভাই
ভাই আপনার ঠিকানা ও ফোন নাম্বারটি দিন
দোয়া ও শুভকামনা রইল..
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@@HistoryByNazninKhan বর্তমান ওয়ার্ক পারমিট নিয়ে দুবাই আছি
কিন্তু অনেক ইচ্ছে রোমানিয়া হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার।।
ইতালিতে বাসা বাড়ির কাজের মহিলা নেওয়া হয়
Hi
ওই
আমিও কৃষি বিশায় ইতালি যেতে চাই।
আমি কি করে ইতালিতে যাবো?
আসসালামু আলাইকুম,
th-cam.com/video/3TBdCx-HuPE/w-d-xo.html
এই ভিডিওতে ইনফরমেশন দিয়েছি visa নিয়ে
আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন আপু আমি আপনার সব গুলো ভিডিও আমি দেখি আপনার ভিডিও দেখে ১ থেকে ৫০ পযন্ত শিখেছি আপু ইতালির ভিসা আবেদন কি ভাবে করে যদি বলেন খুব বেশি উপকার হবে অনুরোধ আপু
আমাকে নিয়া জান ইতালি
ভাইয়া... একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী |
সত্যিকারের সৎ লোকের খোঁজ কিংবা কোনো বিশ্বস্থ এজেন্সির খোঁজ আমার কাছে নেই যে আপনার জন্য আবেদন জমা করে দিতে পারবে,
অনেক..... দুঃখিত |
বাংলাদেশ থেকে বলছি 🥰
একটা ইতালির ভিসা দিতে পারবেন😳
ছোট বেলার স্বপ্ন ইতালি যাবো তবে ভাগ্যে হবে কিনা জানিনা
আমি যাব যদি তথ্য দেন আপনার ফোন নাম্বারটা দেন
আপনার ভিডিও দেখি সব সময়
আসসালামু আলাইকুম, প্রিয় আপু আমার, আশা করি আল্লাহ রহমতে ভালো আছে, আপু আমার একটা প্রশ্ন ছিলো, আশা করি উত্তর দিবেন, রোম শহর থেকে এগ্রিকালচার এর জন্য কাগজ জমা করলে কি নুডুস্তা উঠে, আর যদি উঠে তাহলে রোম শহর থেকে কত % উঠে অন্য শহরের তুলনায়, রোম শহরে বেশি উঠে, নাকি অন্য শহরে বেশি উঠে এগ্রিকালচার এর নুডুস্তা, প্লিজ আপু আপনার ছোট ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিবেন, ধন্যবাদ আপু
আপু হাপনার ফোন নাম্বারটা দিয়েন
আমার একটা প্রশ্ন ? আমি কৃষি খাতে ভিসা নিয়ে ইতালিতে আসলাম। কিন্তু মালিকের খোঁজ খবর পাইতেছি না।কিন্তু আমার ভিসার সময় থাক অবস্থা। আমি রাজমিস্ত্রী কাজের ডুকোমেন্ট দিয়ে।কাজের পারমিট পাইমু।ইতালি শ্রম আইন নিয়মে কি বলে।
আপু আপনার নামবার টা দিবেন
অনেক কিছু জানলাম।
ধন্যবাদ ভাইয়া ☺️
ভিডিওটি খুব ভালো লাগলো আপু আমিও কৃষি ভিসা আসার জন্য আগ্রহী
Amar khup iccha Italy ashar allah pak kobe amar moner asha puron korben 🤲🏻💚💚
Wonderful job ☺️😃
Thanks a lot ☺️
দারুন ভিডিও টা ❤🎉
আচ্ছা আপু, qualifications এর দরকার পড়বে কি?? আমি এসএসসি ✅ । আমার আঙ্কেল ইটালী থাকে। আমি agriculture ভিসায় যেতে ইচ্ছুক। আমার আঙ্কেল এর মাধ্যমে কি যাওয়া যাবে? প্লীজ একটু জানতে পারলে উপকৃত হতাম আপু
খুব গুরুত্বপূর্ণ কথা
আসসালামুয়ালাইকুম আপা ইতালি কৃষি কাজে যেতে চাই কোম্পানি কোম্পানি টাকা পয়সা দিয়ে আমাকে কি নেবে
Amar boyos ৬২ bochhor... Ami Italy te kajer jonno jete chai, Ami ki job visa Pete pari ? Flight vara saho total koto khoroch porbe jawar jonno?
অসাধারণ
আপনার সুস্থতা কামনা করি
যাওয়ার ইচ্ছে ছিল ইটালি
কি করে যাবো আমি যে গরীব মানুষ
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে,
এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন |
এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
@@HistoryByNazninKhan আপু ড্রাইভিং ভিশায় মেয়েরা ইতালিতে যাওয়া যায় না নাকি
Thanks a lot for
The information
আপনাকে অনেক ধন্যবাদ আপু
আপূ কেমন আছেন?
আপু ইতালিতে পরিবার নিতে চাইলে ঐ দেশের Gov.কে কত টাকা সর্বনিন্ম ইনকাম দেখানো লাগে?