আমি নিজে বৌদ্ধ হয়ে ও কখনো তিব্বত বাস্তবে দেখতেই পারবোনা। কিন্তূ আপনি সেই আমার প্রাণ প্রিয় সালাউদ্দিন সুমন ভাই দেখেয়িছেন, বুঝাতে পেরেছেন।।। অনেক অনেক খুশি হলাম ভাইয়া।আপনার দির্ঘায়ূ হোক অনেক শুভকামনা। আল্লাহ আপনাকে যেন সবসময় ভালো রাখে। এগিয়ে যাও।🙏🙏🙏
সুমন ভাই এবং নিলয় ভাই আপনারা যেভাবে লাসা ভ্রমণ করে ভিডিও করলেন আমার খুবই ভালো লাগছে, আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন এবং সাথে ভালোবাসা ।
Your style of speaking is nice and I like it a lot. I watched your videos from London and for the first time, I found a Bangladeshi brother who travels around the country and abroad and makes such videos for us. That's why I have a lot of love for you.😊💕🤝👍🙌🇧🇩🇨🇳
থামুন না ভাই? সব কিছুতেই আল্লা আল্লা না করলেই নয়? দেখছেন বৌদ্ধ ধর্মের পীঠস্থান তিব্বত আর বলছেন আল্লার কেরামতি। ওখানেতো আল্লার কিছু ছিল না? সব জায়গায় নিজেদের ধর্ম প্রচার করতে যাবেন না,এগুলো খুব বাজে অভ্যাস আপনাদের?
@@lakshmimaity3976 comment word tar ortho janen? Kar TH-cam channel er comment box e esechen janen? R sotti bolte apnar moto go muttro khor gandu hindu der kothay amar fateni fateo na. Main kotha holo j jar montobbo prokash korte pare apnar valo lageni apni avoid koren..beshi kotha bolte asen keno? Apnake se kichu boleche? Naki apnar ma k kichu boleche?
এত দিন পর তিব্বত দেখতে পেলাম আপনার ভিডিও দেখে খুব খুশি হোওলাম আপনার উপস্থাপনা ও ধারাবিবরণী শুনতে ভালো লাগে যাইহোক ধন্যবাদ চমৎকার খুব সুন্দর দারুন আসমসালা ❤
Assalamualikum সালাউদ্দীন ভাই আমি আপনার একজন ফ্যান। আপনার কথা বলার ভাষা গুলো খুব প্রানবন্ত চমৎকার। তিব্বত এত সুন্দর শুধু পড়েছি, আপনার জন্য দেখতে পেলাম ভিডিওতে।দোয়া করি আরো অনেক দেশ ভ্রমণ করুন। আপনাকে অশেষ ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
আসসালামুয়ালাইকুম ভাইয়া। আমি আগে ইউটিউব ইউজ করতাম না শুধু ফেসবুক এ দেখতাম। আপনার ভিডিওগুলো দেখে আমি উৎসাহ এখন ইউটিউব ইউজ করি আপনার প্রত্যেকটা ভিডিও আমি এখন দেখি🎉🎉
সুমন ভাই আসসালামু আলাইকুম,আমি ইউটিউব দেখিই শুধু আপনি এবং আরও কিছু পছন্দের ইউটিউবারের ভ্রমণ কাহিনি দেখার জন্য আর গর্ব অনুভব করি আপনারা জন্য কারণ আপনারা বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশকে পরিচিত করেন।👍💚🇧🇩
বড় ভাই আপনার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলাম। ধন্যবাদ আপনাকে আবারো নতুন কিছু দেখানোর জন্য। এরকম নতুন নতুন ভ্রমণ স্থান দেখার জন্য মন উদগ্রীব হয়ে থাকে সবসময়। বিশেষ করে আপনার ভিডিও দেখার জন্য সব সময় মন উদগ্রীব হয়ে থাকে যে কখনো আপনি নতুন ভিডিও ছাড়বেন
সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশের জনজীবন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এবং তাদের জীবনধারা তাদের বৈচিত্র তাদের ইতিহাস সম্পর্কে ধারণা উপস্থাপন করার জন্য। আশা করি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে মনমুগ্ধ করবেন ধন্যবাদ❤
অসংখ্য ধন্যবাদ, প্রিয় সালাউদ্দিন সুমন ভাইয়া, তিব্বত এর অজানা ইতিহাস ও রহস্যময় নিদর্শন গুলো তুলে ধরার জন্য। শুভ কামনা আপনাদের প্রতি ❤🌹 তিব্বত ভ্রমণের দ্বিতীয় ভিডিও টি ও খুব গুরুত্ব সহ মনোযোগ দিয়ে দেখেছি। 🤗 অসাধারণ এক কথায় মুগ্ধ হয়ে গেলাম।💖💖💖
সুমন ভাই আপনার অসাম্প্রদায়িক ব্যাক্তিত্ব দেখে সত্যিই অভিভুত হলাম। আপনার জীবন স্বার্থক। আর আপনার কারনে অনেক অদেখা দৃশ্য দেখে মানসিক ও আত্বিক শান্তি অনুভুতি হচ্ছে। আপনি আমাদের দেশের গর্ব। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
সুমন ভাই কোলকাতা থেকে লিখছি। লাসার শহরের বিশাল প্রাসাদ দেখে আপনার কৃপায় হিমাচল প্রদেশের ধরমশালার বর্তমান ঠিকানার প্রাসাদের কথা মনে পড়ল। লাসার তুলনায় ধরমশালার প্রাসাদ যথেষ্ট ক্ষুদ্র।
চমৎকার। তিব্বত সম্পর্কে সব সময় জানার আগ্রহ থাকে। আপনার মাধ্যমে দেখে ভালো লাগলো। তিব্বতের স্থানীয় জনজীবন সম্পর্কেও জানতে আগ্রহী। তাই সম্ভব হলে সেই বিষয়টি আগামী যে কোন পর্বে তুলে ধরার অনুরোধ রইলো।
গাজা ও লেবাননের মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন । কেউ খাবার নষ্ট করবেন না । দেখেন গাজা ও লেবাননের হাজারো মানুষ না খেয়ে কত কষ্টে আছে😢🇵🇸🇱🇧🤲🕋 জাযাকাল্লাহু খায়রান
মঠ প্রাসাদ মন্দির বহু পাহাড় পর্বত এই নিয়ে নয়নাভিরাম তিব্বত। রয়েছে সুদৃশ্য নাম তাসো হ্রদ যা চুমে Nyenchen Tanglha এর পদ। আছে মেষ পালকের দল কৈলাস পর্বত মানস সরোবরের জল। দালাই লামার সুদৃশ্য প্রাসাদ এসব অদ্ভুত সুন্দর দৃশ্যাবলীর স্বাদ। ধন্যবাদ সুমন ভাই ।ভালো থাকবেন ।সাবধানে থাকবেন। সুস্থ্য থাকবেন।
দখল করবে কেন? দখল করাটাই জঘন্য অপরাধ। তিব্বত নিজেদের সংস্কৃতি নিয়ে নিজেদের মত থাকলে সমস্যা কি হতো? এসব সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের ফলে পৃথিবীতে এখনো এত অশান্তি।
তিব্বত শহরটি দেখে ভিডিওতে অনেক ভালো লাগছে । আমাদের শহরে চলার পথে অনেক অপরিষ্কার দেখা যায় তাদের শহর দেখলাম অনেক পরিস্কার ভাই আপনে তো সরাসরি দেখছেন আমাদেরও তাদের মাঝে এতটা পার্থক্য ভাবলেই অবাক লাগে
দীর্ঘ অপেক্ষার পর নতুন ভিডিও পাইলাম অপেক্ষায় ছিলাম এতদিন সুমন ভাই ভালো থাকবেন নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিও এর আশায় আবারো থাকবো
আমি নিজে বৌদ্ধ হয়ে ও কখনো তিব্বত বাস্তবে দেখতেই পারবোনা। কিন্তূ আপনি সেই আমার প্রাণ প্রিয় সালাউদ্দিন সুমন ভাই দেখেয়িছেন, বুঝাতে পেরেছেন।।। অনেক অনেক খুশি হলাম ভাইয়া।আপনার দির্ঘায়ূ হোক অনেক শুভকামনা। আল্লাহ আপনাকে যেন সবসময় ভালো রাখে। এগিয়ে যাও।🙏🙏🙏
😂❤
বৌদ্ধ রা আল্লাহ কি আল্লাহ বলে
কেন যেতে পারবেন না
佛教不同派系之间差异也很大。至少西藏的佛教和中国其他区域以及日本韩国的佛教差异巨大。只是名字定义为佛教,实质内容差异很大。还有东南亚泰国和缅甸的佛教和东亚的佛教差异也巨大。西藏的佛教有它恐怖的一面。具体内容不能说,自己去了解。
Chang chung fung😂
এত সুন্দর উপস্থাপনায় নিষিদ্ধ তিব্বত দেখতে পেরে খুবই মুগ্ধ হলাম❤️❤️❤️
আপনার ভিডিও দীর্ঘ অপেক্ষায় ছিলাম। আমার দৃষ্টিতে বাংলাদেশের সব চাইতে সেরা ইউটিউবার
Right
Nadir On the go
১ নং
সালাউদ্দিন ভাই ২ নং
আমি সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও সবসময় দেখি আমার কাছে খুব ভালো লাগে
সহমত
এক মত
এমন স্নিগ্ধ মনোরম দৃশ্য দেখতে পারাটাও শান্তির
নমোঃ বুদ্ধায়🙏
সঠিক বলেছেন 😇
Namo buddhaya
সুমন ভাই এবং নিলয় ভাই আপনারা যেভাবে লাসা ভ্রমণ করে ভিডিও করলেন আমার খুবই ভালো লাগছে, আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন এবং সাথে ভালোবাসা ।
www.youtube.com/@sokhishikdar5691
তিব্বত হলো সৌন্দর্যের জায়গা। ভিডিও দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ
Your style of speaking is nice and I like it a lot. I watched your videos from London and for the first time, I found a Bangladeshi brother who travels around the country and abroad and makes such videos for us. That's why I have a lot of love for you.😊💕🤝👍🙌🇧🇩🇨🇳
সবকিছুর মালিক আল্লাহ তায়ালা কত সুন্দর সৃষ্টি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ
থামুন না ভাই? সব কিছুতেই আল্লা আল্লা না করলেই নয়? দেখছেন বৌদ্ধ ধর্মের পীঠস্থান তিব্বত আর বলছেন আল্লার কেরামতি। ওখানেতো আল্লার কিছু ছিল না?
সব জায়গায় নিজেদের ধর্ম প্রচার করতে যাবেন না,এগুলো খুব বাজে
অভ্যাস আপনাদের?
@@lakshmimaity3976 toke boleni..tor eto fatche kno?
@@AbuUbaida12345 আমার কিছু
ফাটেনি। আমার কথায় মনে হয়,আপনার খুব জোর ফেটেছে?
@@lakshmimaity3976 comment word tar ortho janen?
Kar TH-cam channel er comment box e esechen janen?
R sotti bolte apnar moto go muttro khor gandu hindu der kothay amar fateni fateo na.
Main kotha holo j jar montobbo prokash korte pare apnar valo lageni apni avoid koren..beshi kotha bolte asen keno?
Apnake se kichu boleche? Naki apnar ma k kichu boleche?
@@lakshmimaity3976 Haha What a Logic. Where these people come from? Like you?😂😂😂
ধন্যবাদ সালাউদ্দিন ভাই,, আপনার জন্য অসাধারণ সব দৃশ্য দেখা হয় অসম্ভব সব সুন্দর সুন্দর প্রকৃতি দেখে আবেগাপ্লুত হয়ে যাই৷ ভ্রমণের স্বপ্ন গুলো পুর্ন হয়৷ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন৷৷
আপনার মাধ্যমে তিব্বত দেখা হচ্ছে অনিন্দ্য সুন্দর তিব্বত
এত দিন পর তিব্বত দেখতে পেলাম আপনার ভিডিও দেখে খুব খুশি হোওলাম আপনার উপস্থাপনা ও ধারাবিবরণী শুনতে ভালো লাগে যাইহোক ধন্যবাদ চমৎকার খুব সুন্দর দারুন আসমসালা ❤
এক কথায় অনবদ্য। সুমন ভাই আপনি অনেক ভাগ্যবান। এমন পেশা বেছে নিয়েছেন যা জীবনের স্বার্থকতা বয়ে আনছে। আপনি ট্রাভেল ব্লগারের মধ্যে আমার আইডল।
অসাধারণ, আপনাদের মাধ্যমে তিব্বতের অপার সুন্দর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেলো মুগ্ধ হয়ে গেলাম।
www.youtube.com/@sokhishikdar5691
Assalamualikum সালাউদ্দীন ভাই আমি আপনার একজন ফ্যান। আপনার কথা বলার ভাষা গুলো খুব প্রানবন্ত চমৎকার। তিব্বত এত সুন্দর শুধু পড়েছি, আপনার জন্য দেখতে পেলাম ভিডিওতে।দোয়া করি আরো অনেক দেশ ভ্রমণ করুন। আপনাকে অশেষ ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। এবং বড় একটি পর্ব পেয়ে মন ভরে গেল❤
আসসালামুয়ালাইকুম ভাইয়া। আমি আগে ইউটিউব ইউজ করতাম না শুধু ফেসবুক এ দেখতাম। আপনার ভিডিওগুলো দেখে আমি উৎসাহ এখন ইউটিউব ইউজ করি আপনার প্রত্যেকটা ভিডিও আমি এখন দেখি🎉🎉
তিব্বত আমার থেকেও খুব ভালো লাগে আমি আপনার ভিডিও গুলো দেখি খুব সুন্দর লাগে আমার টিপা
ভাইয়া আপনি যে ধীরে ধীরে কথা বলেন এটা আমার খুব ভালো লাগে❤
আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দুই বছর যাবত থেকে দেখে আসছি কিন্তু প্রথম কমেন্টস করলাম আজ। আপনার উপস্থাপনা ভাই সত্যিই অনেক সুন্দর।
ভিডিওটা যত দেখছি তত তিব্বতের সৌন্দর্য এবং ঐতিহ্যর প্রেমে পড়ে যাচ্ছি!
সুমন ভাই অনেক বড় মানের একজন ইউটিউবার তার সাথে সাক্ষাৎ করতে পেরেছি। খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে।
সুমন ভাই আসসালামু আলাইকুম,আমি ইউটিউব দেখিই শুধু আপনি এবং আরও কিছু পছন্দের ইউটিউবারের ভ্রমণ কাহিনি দেখার জন্য আর গর্ব অনুভব করি আপনারা জন্য কারণ আপনারা বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশকে পরিচিত করেন।👍💚🇧🇩
বড় ভাই আপনার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলাম। ধন্যবাদ আপনাকে আবারো নতুন কিছু দেখানোর জন্য। এরকম নতুন নতুন ভ্রমণ স্থান দেখার জন্য মন উদগ্রীব হয়ে থাকে সবসময়। বিশেষ করে আপনার ভিডিও দেখার জন্য সব সময় মন উদগ্রীব হয়ে থাকে যে কখনো আপনি নতুন ভিডিও ছাড়বেন
আপনার ভিডিও সব সময় অন্যদের চাইতে অনেকটাই আলাদা এবং সুন্দর গোছানো। ধন্যবাদ আপনাকে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।। 🎀🌹
সঠিক বলেছেন ভাইয়া 😊
সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশের জনজীবন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এবং তাদের জীবনধারা তাদের বৈচিত্র তাদের ইতিহাস সম্পর্কে ধারণা উপস্থাপন করার জন্য। আশা করি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে মনমুগ্ধ করবেন ধন্যবাদ❤
তিব্বতের আপডেট দেখার জন্য অপেক্ষা করছিলাম সালাউদ্দিন সুমন ভাইকে অনেক ধন্যবাদ
Johnny
আমি আপনার ভিডিওর জন্য অপেক্ষা করতেছি ভাইয়া ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য
অপেক্ষায় ছিলাম, আপনার উছিলায় পৃথিবী দেখার স্বাদ পূরণ হচ্ছে, ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে দীর্ঘ ভিডিও দেয়ার জন্য ❤
ভাই আপনারা অনেক ভাগ্যবান। আপনাদের জন্ম নিয়ে সার্থকতা লাভ করেছেন। এমন জায়গায় যাওয়াটা সবার কপালে জোটে না।❤❤❤
খুব ভালো লাগলো এই পর্বের ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলাম তিব্বত সম্পর্কে। ধন্যবাদ ভাই ❤️
অসংখ্য ধন্যবাদ, প্রিয় সালাউদ্দিন সুমন ভাইয়া, তিব্বত এর অজানা ইতিহাস ও রহস্যময় নিদর্শন গুলো তুলে ধরার জন্য।
শুভ কামনা আপনাদের প্রতি ❤🌹
তিব্বত ভ্রমণের দ্বিতীয় ভিডিও টি ও খুব গুরুত্ব সহ মনোযোগ দিয়ে দেখেছি। 🤗 অসাধারণ এক কথায় মুগ্ধ হয়ে গেলাম।💖💖💖
তিব্বত ভ্রমণের প্রথম ভিডিও ট্রেন জার্নি দেখার পর দ্বিতীয় পর্ব দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলাম... THANK YOU BOSS.🤝💝
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর,সুবহানাল্লাহ। কমেন্টে রেখে দিলাম।
দেখতে অসম্ভব সুন্দর দৃশ্য।
আপনার প্রতি সীমাহীন ভালোবাসা আর শুভকামনা রইলো
এতো কষ্ট করে।
এতো সু্ন্দর ভিডিও দেয়ার জন্য সুমন ভাই আর নিলয় ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি❤️❤️❤️❤️❤️সৌদি আরব থেকে।
হে বাহিরের দৃশ্য আল্লাহর সৃষ্টি তাই অনেক সুন্দর কিন্তু প্রাশাদের বিতরে পুরো টাই জংগলের মতো
আমি কাল থেকেই অপেক্ষা করতেছিলাম ভিডিওর জন্য অবশেষে পেয়ে গেলাম...সত্যিই অসাধারণ ভিডিও 🥰🥰
সুমন ভাই আপনার অসাম্প্রদায়িক ব্যাক্তিত্ব দেখে সত্যিই অভিভুত হলাম। আপনার জীবন স্বার্থক। আর আপনার কারনে অনেক অদেখা দৃশ্য দেখে মানসিক ও আত্বিক শান্তি অনুভুতি হচ্ছে। আপনি আমাদের দেশের গর্ব। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
ধন্যবাদ, যেটার অপেক্ষায় ছিলাম সেই, লাসা ভিডিও পেয়ে গেলাম পোষ্ট করার ৩০ মিনিট পরেই পেয়ে গেলাম ধন্যবাদ।
সুমন ভাই আপনার ভিডিও অনেক সুন্দর ইতিহাস তুলে ধরে আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো
সুমন ভাই আপনাদের ভ্রমণ দেখে মনে হচ্ছে আমি ও আপনাদের সাথে ঘুরছি। খুব ভালো লাগছে। আপনার ভিডিও গুলো খুব ভাল হয়।
তিব্বতের সব পর্ব দেখব তাই নোটিফিকেশন অন করলাম।
যত দেখি তত দেখতে ইচ্ছে করে আপনার ভিডিও ❤❤❤❤🎉🎉
সালাউদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ,, আপনার মাধ্যমে এই সুন্দর জায়গা গুলো দেখার সৌভাগ্য হলো
ভাই আপনি ভিডিও গুলো অনেক সুন্দর লাগে অনেক বিউটিফুল লাগে ❤❤❤
সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে অদেখাকে পৃথিবী কে সুন্দর ভাবে ঘুরে দেখানোর জন্য।
এই ভিডিওটার জন্য ভাই গত তিন দিন ধরে অপেক্ষা করছিলাম অবশেষে পেলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো
❤❤❤❤❤❤❤
খুব ভালো লাগে আপনার এপিসোড গুলো
প্রতিদিন অফিস থেকে এসে আপনার ভিডিও দেখি
সালাউদ্দিন ভাই আপনাকে স্বাগতম
বিশ্ব ঘুরে ঘুরে দেখানোর জন্য!
❤❤❤
অসাধারণ উপস্থাপন। ধন্যবাদ সুন্দর দৃশ্য দেশে থেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য
সালাউদ্দিন সুমন ভাই বরাবরই মত আবারো আপনার ভিডিও ব্লগ দেখার উপেক্ষায় আছি আমি রায়হান আহমেদ নরসিংদী, বেলাব থেকে বলছি।
আমি ঢাকা থেকে
সুমন ভাই আপনার ভ্রমনটা আর রমান্চকর হয়েছে দুজন বাংগালি সহযাত্রি পেয়েছেন ধন্যবাদ আপনাকে আল্লাহ সহায় হউক
বাহ কি চমৎকার। আগের পর্ব দেখতে দেখতেই ২য় পর্ব হাজির। ☺️
বাঙালি হিসেবে আপনি প্রথম তিব্বত যাওয়াই অসংখ্য অভিনন্দন ❤️❤️
দেখা শুরু করলাম
অসাধারণ উপস্থাপন ও ক্যামেরাম্যান, প্রথম থেকে দেখে ভালোই লাগলো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই আপনার মাধ্যম অনেক কিছু দেখতে ও শিখতে পারছি ভবিষ্যতে কাজে লাগবে ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম
সালাউদ্দিন সুমন ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল.. আপনি আরো সামনের দিকে এগিয়ে যান এই প্রত্যাশা করি 💞
তিব্বতে আপনার যাওয়ার ভিডিও দেখার পর, পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় ছিলাম ❤❤❤❤❤
আমি ও
আমিও এই ভিডিওটা খুবই জন্য অপেক্ষায় ছিলাম❤❤
আমিও অপেক্ষায় ছিলাম
সুমন ভাই কোলকাতা থেকে লিখছি। লাসার শহরের বিশাল প্রাসাদ দেখে আপনার কৃপায় হিমাচল প্রদেশের ধরমশালার বর্তমান ঠিকানার প্রাসাদের কথা মনে পড়ল। লাসার তুলনায় ধরমশালার প্রাসাদ যথেষ্ট ক্ষুদ্র।
অসাধারণ সুন্দর ❤ দেখছি আর মুগ্ধ হচ্ছি
চমৎকার। তিব্বত সম্পর্কে সব সময় জানার আগ্রহ থাকে। আপনার মাধ্যমে দেখে ভালো লাগলো। তিব্বতের স্থানীয় জনজীবন সম্পর্কেও জানতে আগ্রহী। তাই সম্ভব হলে সেই বিষয়টি আগামী যে কোন পর্বে তুলে ধরার অনুরোধ রইলো।
আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তানকে ধন্যবাদ। ❤এত সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
কোথায় উনার বাড়ি?
অজানা তথ্য জানতে পারলাম। শহরের পরিবেশটা ও বেশ মনোমুগ্ধকর ❤
বাংলাদেশ ভারত শ্রীলংকা বৌদ্ধ ভিক্ষুদের থেকে অনেকটাই অন্যরকম তিব্বতের বৌদ্ধ ভিক্ষুরা🙏🙏🙏
ভাই তিব্বতের লাছা শহরের দিশ্য সত্যিই অসাধারণ সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ ভাইয়া,
আসসালামু আলাইকুম ভাই, এই ভিডিও টির জন্য অপেক্ষায় ছিলাম "
খুবই মনোযোগ দিয়ে দেখি আপনার ভিডিও গুলো।
অনেক অনেক সুন্দর শহর তিব্বত ❤❤
Very nice vlog. Excellent views of the monastery. Interesting Serbian 100 Dinara note featuring the inventor Nikola Tesla (28:13).
গাজা ও লেবাননের মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন ।
কেউ খাবার নষ্ট করবেন না ।
দেখেন গাজা ও লেবাননের হাজারো মানুষ না খেয়ে কত কষ্টে আছে😢🇵🇸🇱🇧🤲🕋 জাযাকাল্লাহু খায়রান
Obviously 😊
❤❤❤❤
@saidehasan9179 Tobla Remon err fan 🤣😂
@Xunxi-k2e 😷😷😷
@@saidehasan9179 Asoli amio onar fan 🫡😁
দারুণ ভিডিও । দুটো পর্ব দেখলাম কিন্তু নানা শারীরিক অসুস্থতার জন্য সাহস করতে ও ভয় হয়। আপনার গেঞ্জি টা খুব সুন্দর । মাশাআল্লাহ চমৎকার মানিয়েছে।
ভাইয়া তিব্বত না নিষিদ্ধ শহর 😮 একজন বাংলাদেশী হিসেবে আপনি নিষিদ্ধ শহর যেভাবে ঘুরে দেখলেন অনেক অনেক ধন্যবাদ❤
এগুলা আগে ছিল,এখন সচারাচর অনেকে যেতে পারে
❤❤
কেন তিব্বত বল্লে তোমাদের আব্বু চিন রাগ কোরবে
Toder redia der to jawar onumoti a nai 😂😂@@Krish.khilari
@@utsoop4695 কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর
অসাধারন তিব্বতের সুন্দর দৃশ্য। আপনার ভিডিও ফুটেজ আমি খুবই পছন্দ করি
আপনার মাধ্যমে দেশ বিদেশের অনেক কিছু অজানা জানতে ও দেখতে পারলাম, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি
এই পর্ব জন্য আমি বার বার আপনার চ্যানেল এর সার্চ করেছি। আমি ভাবছিলাম আপনাদের আবার কোন বিপদ হলো কিনা। আলহামদুলিল্লাহ এখন ভালো রাখছে
জী
অপেক্ষা করে ছিলাম ভিডিও টা দেখার জন্য।
সঠিক বলেছেন ভাইয়া আমিও অপেক্ষায় ছিলাম 😊
মঠ প্রাসাদ মন্দির
বহু পাহাড় পর্বত
এই নিয়ে নয়নাভিরাম
তিব্বত।
রয়েছে সুদৃশ্য
নাম তাসো হ্রদ
যা চুমে Nyenchen
Tanglha এর পদ।
আছে মেষ পালকের
দল
কৈলাস পর্বত মানস
সরোবরের জল।
দালাই লামার
সুদৃশ্য প্রাসাদ
এসব অদ্ভুত সুন্দর
দৃশ্যাবলীর স্বাদ।
ধন্যবাদ সুমন ভাই ।ভালো থাকবেন ।সাবধানে থাকবেন। সুস্থ্য থাকবেন।
দাদা💕
চায়না দখল করে নিয়েছে বলেই তিব্বত এত সুন্দরভাবে পরিপাটি সাজানো গোছানো রয়েছে
www.youtube.com/@sokhishikdar5691
একদম ঠিক বলেছেন। এটা যদি কোনো বর্বর তুর্কী, মোঘল কিবা আফগানদের হাতে যেতো, তাহলে এই স্থাপত্য গুলো কবেই ধংস করে ফেলতো। এদের মতো অসভ্য আর কেউ নেই
আর যদি ভারত দখল করতো তাহলে এটার পরিবেশ কেমন হতো একটু ভেবে দেখুন 😂
দখল করবে কেন? দখল করাটাই জঘন্য অপরাধ। তিব্বত নিজেদের সংস্কৃতি নিয়ে নিজেদের মত থাকলে সমস্যা কি হতো?
এসব সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের ফলে পৃথিবীতে এখনো এত অশান্তি।
হ্যাঁরে হাউয়ার পুত।।ধনী রাষ্ট্র থেকে ফকির হয়ে গেছে তিব্বত।।।আন্তর্জাতিক সকল ব্যাবসা বানিজ্য বন্ধ।।😅😅
আমার দেখা যতোগুলো ভিডিও এর মধ্যে তিব্বত-ই সেরা,,,
Vai aponar video gulo ❤❤❤onek sundor
❤❤❤❤ঠিক বলছেন
আপনার বিডিও দেখার জন্য অপেক্ষায় আছি। অনেক ধন্যবাদ,,,আরিফ ইতালি রোম।
西藏是个 好地方...我父亲在西藏医院当了很多年医生. 主要是高原缺氧. 所以我一直没有去
আপনারা কতটা ভাগ্য বান
ভারত থেকে দেখছি 🇮🇳
আপনার ভিডিও আমার খুব ভালো লাগে❤❤
কে কে নোটিফিকেশন আসার সাথে সাথে চলে এসেছেন 🤔🤔
Ami
আমি ❤
আমি
আমি
❤
সুমন ভাই আপনার উপস্থাপনে ধরন সত্যি আলাদা অনেক সুন্দর।
কে কে সালাউদ্দিন সুমনের ভিডিও দেখেন
এসব ফালতু পোস্ট দিয়ে লাভ কি হয়, কমেন্ট করার কি আর কিছু নেই?
আমি দেখি সব সময়
তিব্বত শহরটি দেখে ভিডিওতে অনেক ভালো লাগছে । আমাদের শহরে চলার পথে অনেক অপরিষ্কার দেখা যায় তাদের শহর দেখলাম অনেক পরিস্কার ভাই আপনে তো সরাসরি দেখছেন আমাদেরও তাদের মাঝে এতটা পার্থক্য ভাবলেই অবাক লাগে
youtube.com/@sokhishikdar5691?si=wTOpMlHFU2JuaknV
Suman da very nice video ♥️♥️♥️♥️♥️ thanks and onek onek subhokamona janalam 🌺🥀🌹♥️🍇🍉🍇🍉🍎
অপেক্ষায় ছিলাম কখন এই ভিডিওটা পাবো খুব ভালো লাগে ভিডিওগুলো আপনার বিশেষ করে চীনা তিব্বত নিয়ে ভিডিও গুলো❤❤❤
আপনাকে ধন্যবাদ ভাই। আপনার ভিডিও জন্য অপেক্ষা থাকি। সব সময় ভিডিও দেখি। ❤❤
সুমন ভাই আপনার মাধ্যমে তিব্বত শহরটা দেখা হয়ে গেল।ধন্যবাদ ভাই সুন্দর একটাা ভিডিও দেওয়ার জন্য।
অনেক ভালো লাগে ভাই আপনার ভিডিওগুলি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম ❤❤
সত্যি অনেক সুন্দর একটা শহর দেখলাম ভালো লাগলো
আপনার লাসা ভ্রমণের ভিডিও দেখে অনেক উল্লসিত হচ্ছি! অসংখ্য ধন্যবাদ ❤️
সত্যিই আপনার ভিডিওগুলো খুব সুন্দর
অসাধারণ সালাউদ্দিন সুমন ভাই, আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে
সবকিছু মিলিয়ে অসাধারণ দৃশ্য
সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে আমি সবসময় দেখি উনার জন্য সব সময় আমার পক্ষ থেকে দোয়া রইল
দীর্ঘ অপেক্ষার পর নতুন ভিডিও পাইলাম অপেক্ষায় ছিলাম এতদিন সুমন ভাই ভালো থাকবেন নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিও এর আশায় আবারো থাকবো