দাদা রেণু মাছ চাষের একটা ভিডিও দেন । পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পোনা 4 " হওয়া পর্যন্ত খুটিনাটি সকল বিষয় দিয়ে একটি ভিডিও একান্ত জরুরী দাদা আমার জন্য 🙏 ধন্যবাদ দাদা ❤️
দাদা আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি। আপনার কাছে আমার একটা জিনিস জানার। আছে। আমি আপনাকে যে খাদ্যের শিডিউল দিয়ে দিচ্ছি সেটা কি মান সম্মত হবে কিনা। এবং তাতে প্রোটিনের পরিমাণ কত হতে পারে। অবশ্যই জানাবেন। মিটবন,ফিসমিল, সয়াবিন,রাইস বান, সরিষার খৈল, রেপ সিন অয়েল কেক, ডিওআরবি,এংকর ডাল, গমের গুঁড়া, ভুট্টা গুঁড়া,। দশটি আইটেম। 100 কেজি খাদ্য বানাতে চাই। তেলাপিয়া মাছের জন্য। ভালো হবে না খারাপ হবে অবশ্যই। ধন্যবাদ ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য
Khub upokar holo apnar 🙏 apnar kache akta request amar 100 kg khaber modhye 30 kg mustard oil cake dea chi ami hisab korte parchi na par kg koto ta hobe please aktu help korun
Vai ami sinking feed toiri kora mas ka khabar dai. Ami aibar floating feed banata chassi.fish oil kototoku dibo aita janala upokrito hobo. R fishoil koto % protin thaka . Dhonbad
@@AMAQUA ei readymade feed niyei aami Tomar saathe kotha bolte chai... J 1) fish farming ta k ekta next level e ki bhabe niye jawa jaay.2) Aamader maach chaasi bhai der ki bhabe unnoti kora jete paare... Tai niye aalochona korte chai... Taar jonno aami tomake mail korechi... Ek baar dekhe nio.. r reply deo plz...🙏
বড় ভাই এই কারণ আমরা ও আপনারা কারন যেভাবে ইউটিউবে অনেক জন ভিডিও দেখছি যার কারণে এক দিগে উপকার হচ্ছে আরেক দিগে খাবার গুলো দাম ও বাড়াচ্ছে সাথে ভেজাল মিক্সচার হচ্ছে
আমরা বা আপনারা video না করলে বা না দেখলে কি দাম কমে যাবে...? কোন কিছুর দাম কখন বাড়ে বা কমে সেটা আগে বুঝতে হবে। আমাদের চাহিদা সঠিক পথে নিতে হবে। তাহলেই সব ঠিক হয়ে যাবে।
দাদা আমি পুকুরে ছোট সাদা ও ট্যাংরা মাছ ছেড়েছি।কিন্তু,আমি মাছ ছাড়ার পর ফাইটোপ্লাঙ্কটনের জন্য সরিষার খোল,ধানের ভূষি,আটা,চিটাগুড় ভিজিয়ে দিয়েছিলাম।কিন্তু প্লাঙ্কটন হয়নি।খাবারের অনুপাত ছিল 5K.G500খোল,আটা 2K.G 500,চিটা গুড় 1K.G ইস্ট 100 GRAM,ধানের ভূষি 2 K.G 500 দিয়েছিলাম আনুমানিক পনের কাঠা পুকুরের জন্য।জলের উচ্চতা ছিল প্রায় সাত ফুট। যদি পরামর্শ দেন কিভাবে পুনরায় প্লাঙ্কটন করার জন্য।
th-cam.com/video/fO9cuhTV7AU/w-d-xo.html th-cam.com/video/wi1INiAF1aY/w-d-xo.html th-cam.com/video/bcReoINL3us/w-d-xo.html th-cam.com/video/LFD-Ij2ykXk/w-d-xo.html Video গুলি দেখুন। আরো অনেক দরকারী ভিডিও দেওয়া আছে দেখে নেবেন কাজে লাগবে।
দাদা আমার একটা উপকার করবেন। আমি ভেটকি মাছ চাষ করব ফিড খাওয়ে।এ জন্য আমার ৫০%প্রুটিন ও উচ্চ এমাইনু এসিড সমিদ্ধ ১০০ কেজি খাবারের উপাদান লিখে দিলে খুব উপক্রিত হব।
আমার পুকুরে ছোটো সাদা মাছ ছেড়েছি।প্রথমে সরিষায খোল এবং কিছুদিন পরে ফাইটোপ্লাঙ্কটনের জন্য সরিষার খোল,ধানের গুড়ো,আটা,চিটাগুড় এবং ইস্ট দিয়ে ভিজিয়ে রেখে দুইদিন পরে ছড়িয়ে দিয়েছি।কিন্তু জলের রং কিন্তু সবুজ হয়নি।আমার দেওয়ার পরিমাণটি হল 5k.500gram খোল,আটা 2k.g.500gram,ধানের গুড়ো 2k.g 500 ইস্ট 100 gram. এখন করণীয় কি?আবার কি পরিমাণ বাড়িয়ে তৈরী করে দেওয়া যাবে?আর একটি কথা পুকুরে যদি বাদাম খোল দিই তবে,ভিজিয়ে দিতে হবে?
মাছের জাত অনুযায়ী প্রোটিন ও কার্বোহাইড্রেট হিসাব করে খাবার দিব।মাছকে প্রতিদিন কত কেজি খাবার দিব সেটা কিভাবে বের করব। সেটা কি পুকুরে মোট মাছের ওজনের ৫% হিসেবে নাকি আরও কম দিব?
দাদা আমি বাংলাদেশ থেকে অনুরোধ করছি প্লিজ দাদা শোল মাছের জ্যানো খাবার তুয়রী করতে চাই 55-60% প্রটিন থাকতে হবে 10 কেজি খাবার বানাতে কি কি উপাদান হিসেবে কতটুকু দিতে হবে একটু জানাবেন প্লিজ
আমার প্রশ্ন হল চা পাতা যেটা আমরা চা করে খাই ওটা কত পারসেন আমিষ আছে পার্সেন্ট মিনারেল আছে মাছ খাওয়ার হিসাবে জাবে কি না রুই কাতল সিলভার কাপ আমেরিকান কাল বায়োস আগে থেকে কোনো মাছ নেই আমি একদম নতুন
দাদা আমি ৩ বস্তা ২৫ কেজি ওজনের Fish Feed কিনেছি দাম নিয়েছে ১২৯৯ করে ৩*১২৯৯=৩৮৯৭ টাকার ।আর ১ লিটার এর একটা vitamin and Bloomer আমার এই সব কিনতে মোট খরচ ৬২১৬ টাকা, আর আমার পুকুরের পরিমাণ ১:৫০ (দেড় বিঘার মতো) ।এ বছর প্রথম কেনা খাবার ব্যবহার করছি লাভ করতে পারবো কি পারবো না তার জন্য সংশয়ে আছি 🤔🤔🤔😮😮
@@AMAQUA আমি রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল,আর আমেরিকান রুই ছাড়ি , আমাদের এ দিকে বড় সাইজের পাওয়া যায় না তাই রুই কাতলা আর মৃগেল টা রেনু ছাড়ি আর আমেরিকান রুই আর সিলভার কার্প টা ছোট ধানি পোনা ছাড়ি ।আর খাবারের মধ্যে মোটামুটিভাবে ২৮-৩০ % এর মতো পোরটিন আছে বলে আমাকে বলেছে ,যেখান থেকে আমি খাবার গুলো এনেছি ।তো আমি আপনার সব ভিডিও দেখি দয়া করে বলবেন আমার কিছু লাভ হবে তো , মানে আমি নতুন এ রকম ভাবে চাষ করছি ,তাই জিজ্ঞেস করলাম।।।। ধন্যবাদ আপনাকে 👍❤️👍
@@nabakumarmahato9295 কেনা খাবার দেবার পরামর্শ কে দিয়েছে জানিনা। কিন্ত মাছ চাষ করার আগে কোন অভিজ্ঞ চাষীর মতামত জানলে। এই ভুলটা করতেন না। ভেবেছেন কতদিন লাগবে মাছ গুলি বড় করতে...?মাত্র 75 কেজি খাবার দিয়ে কি মাছ চাষ টা করা সম্ভব হবে...? একটা কথাই বলবো যে প্রোটিন % এর খাবার দেবেন দামটা যদি তার আশেপাশে থাকে কেজি প্রতি তবেই ভাববেন লাভ করা সম্ভব।
@@AMAQUA আমাদের এদিকে গ্রাম কেন্দ্রীক এলাকা দাদা এ দিকে বড় মাছের চাহিদা নেই ,ঔই ২০০-২৫০ গ্রাম ওজনের চাহিদাটা বেশি ,তাই আমরা ঔই ছোট বয়সেই মাছ বিক্রি করে দিয়ে থাকি ।।।আর ঔই শুধু ৭৫ কেজি খাবার নয় ,এর সাথে আমি মাঝে মধ্যে নিজের বাড়িতে বানানো খুব ভালো পোরটিন সমৃদ্ধ খাবার প্রদান করে থাকি।। আর পুকুরটাই জল থাকে মাত্র ৬-৭ মাস এর মতো আমার।।। ধন্যবাদ 👍
ইউটিউবে দেখছি অনেক মাছ চাষী বলছে আমরা রিগেইন ভিটাকেয়ার ব্যাবহার করছি আর তাতেই সফল হচ্ছি এবং সেই সব চাষীরা বলছে এটা ব্যাবহারের ফলে আমাদের অন্য খাবার তেমন ভাবে ব্যাবহার করতে হচ্ছে না এবং এই রিগেইন ভিটাকেয়ার ব্যাবহার করলে তিন চার মাসে মাছ এক কেজি ওজন এসে যাচ্ছে আর এতে জল দূষণ থেকে সম্পূর্ণ নিরাপদ আমার জানার বিষয় যে এটা কতো সত্যি জানালে খুশি হবো
কথাটা আপনার নিজের কতটা যুক্তিসম্মত মনে হচ্ছে ? প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে মাছ চাষ সম্ভব কিন্তু সেটা দীর্ঘ মেয়াদী হবে।কম ঘনত্বে মাছ চাষ করতে হবে। 3-4 মাসে 1 কেজির যে গল্পটা দিলেন...তাতে কত ওজনের মাছ ছাড়তে হবে ,সেটা তো বললেন না...? এগুলি soil based probiotics . আপনি নিজে একবার করে দেখুন...বলবেন কাজ দেখে টাকা দেবো । তারপর সত্যিটা নিজেই বুঝতে পারবেন।
আমার মাছের প্রতিদিনের খাদ্য চাহিদা ২ কেজি। এই দুই কেজি খাবারে কি জিনিষ দিয়ে মাছের খাবার তৈরি করবো। আমার এখানে১. সরষের খোল পাওয়া যায় ৩৫ টাকা কেজি ২.গমের আটা ১২ টাকা কেজি ৩. গম ১৫ টাকা কেজি এখানে মোলাসেস, রেপসিড ওয়েল, সোওয়াবিন মিল পাওয়া যায় না। তবে শুঁটকি মাছের গুঁড়ো পাওয়া যায়।
Dada ami apnar kache kahbar nite chai jogajog ki rokom korbo apnar namber ta dile bhalo hoto ami uttar dinaj pur theke bolchi thana raiganj bhalo thakben
@@AMAQUA প্রোটিনের পরিমাণ বেশি হলে কি মাছের বৃদ্ধি দ্রুত হবে? আমাদের একটা পয়েন্টে (প্রায় ৬০ ডেসিমল) লাল বর্ণের সর (আস্তরণ ) হয় । জলের রং ও সবুজ আছে, আপনার ভিডিও অনুয়ায়ী মাসিক পরিচর্যা ও করছি কিন্তু সেই সর কাটতে পারছি না। শুধু জোরে বাতাস বইলে অথবা বৃষ্টি হলে সেটা থাকে না।আর ফিসারিটি ছোট এবং উত্তর- দক্ষিনে বৃস্তিত হওয়ায় বাতাসের ও তেমন একটা প্রভাব পড়ে না। তাই দয়াকরে আপনি একটা উপায় বলে দিন কীভাবে এই লাল আস্তরণ কাটানো যাবে।
রোদ এবং ছায়ায় যদি লাল রং থাকে। তবে এটা আয়রন জনিত সমস্যা। চুন প্রয়োগ করতে হবে। বাশ দিয়ে টেনে পরিষ্কার করতে পারেন। দিনে লাল কিন্তু ছায়ায় বা রাতে সবুজ রং থাকে তবে এই স্তর বাশ দিয়ে টেনে পরিষ্কার করতে হবে। তাজা চুন এই স্তরের উপর ছিটিয়ে দিলে ভালো ফল পাওয়া যাবে কিন্তু সতর্ক ভাবে করতে হবে।
দাদা আমি কার্প জাতীয় মাছের চাষ করেছি আমার ডেইলি মাছের খাদ্য চাহিদা 4 কেজি আমি গমের ভুসি ও সরিষার খোল 1 কেজি 1 কেজি করে সকাল ও বিকালে দি দাদা আমার তোমার কাছে একটা বিষয় জানার আছে যে এই খাদ্য দিয়ে মাছ কে বড় করা সম্ভব। মাছের সাইজ 10 গ্রাম চাষ কাল সময় ছয় থেকে সাত মাস
দাদা ফিস মিল মানে কি আমি সিদল গমের ভুসি রাইস ব্যান্ড এবং খৈল সাথে কাঁচা গোবর দিয়ে 48 ঘন্টা রেখে পুকুরে ছিটিয়ে দেই এতে কত পার্সেন্ট প্রোটিন পাব সব সমপরিমাণ
@@AMAQUA প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ,,,, আমার ৫০ শতাংশ একটা পুকুর,,, ৮০ শতাংশ একটা পুকুর,,,,, আমার প্রতিদিন ৫০ কেজি খাদ্যে লাগে,,,এই ক্ষেত্রে রেডিমেড খাবার কিনে আমি হিমসিম খেয়ে যাচ্ছি,,,,এখন আমি নিজে খাবার তৈরি করতে চাই,,,, আমার এলাকায় সরিষার খৈল ৪৫ টাকা গমের ভুসি ৩৮ টাকা,,, এখন আমি সহজলভ্য এমন কি কি দিয়ে খাদ্য তৈরি করতে পারে?আশা করি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন! অগ্রিম ধন্যবাদ,,,🥰
ধানের গুড়া,ভুট্টা,চিকন ভুসি, সয়াবিনের ভুসি, রাব, শুটকি গুড়া, এগুলো কোনটা কি পরিমাণ দিয়ে খাদ্য তৈরি করা যায়?
Really Amazing video, so helpful, Enjoed this video, Thankyou.👍🐠🐟🇮🇳
Thank you
এই উপদান গুলির মধ্য থেকে কোন কোন গুলি নেবো এবং কি পরিমাণ নেবো ও কিভাবে খাবার বানাবো এ সম্পর্কের একটি ভিডিও দেবেন অপেক্ষায় রইলাম
Aquarium fish guppy ki khete parbe?
একুরিয়ামের জল নষ্ট হয়ে যাবে।
দাদা রেণু মাছ চাষের একটা ভিডিও দেন ।
পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পোনা 4 " হওয়া পর্যন্ত খুটিনাটি সকল বিষয় দিয়ে একটি ভিডিও একান্ত জরুরী দাদা আমার জন্য 🙏 ধন্যবাদ দাদা ❤️
OK... আগামী কাল আমি নিজেই পুকুরে রেনু ছাড়বো।
Bah khub valo laglo,kintu apni jodi আটা র ভুসি গমের আটা ভুট্টার গুঁড়ো এইগুলোর খাদ্য গুন টা বলেন খুব ভালো হয়
Carbohydrate নিয়ে ভিডিও দেওয়া হবে।
@@AMAQUA 🙏
Thik achhe
Dada apnader okhan theke shutki maas amader ekhane orthat north 24 paraganas, habra te nite gele ki price porbe
Update pae jaben.
রাইস ব্রান না দিয়ে সরাসরি ধান মিলে ভাঙ্গিয়ে পাওডার করে সেটা দিলে হবে কি?
দাদা আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি। আপনার কাছে আমার একটা জিনিস জানার। আছে। আমি আপনাকে যে খাদ্যের শিডিউল দিয়ে দিচ্ছি সেটা কি মান সম্মত হবে কিনা। এবং তাতে প্রোটিনের পরিমাণ কত হতে পারে। অবশ্যই জানাবেন। মিটবন,ফিসমিল, সয়াবিন,রাইস বান, সরিষার খৈল, রেপ সিন অয়েল কেক, ডিওআরবি,এংকর ডাল, গমের গুঁড়া, ভুট্টা গুঁড়া,। দশটি আইটেম। 100 কেজি খাদ্য বানাতে চাই। তেলাপিয়া মাছের জন্য। ভালো হবে না খারাপ হবে অবশ্যই। ধন্যবাদ ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য
Bhai ami hate banano feed khayai,,,,,butta banga,,mosur dal,,sorishar khol,,,fish mil,,,rep sheed oil cake,,,khomer mota bushi,,,chita gur,,,dorb,,,,khom khud
Khub upokar holo apnar 🙏 apnar kache akta request amar 100 kg khaber modhye 30 kg mustard oil cake dea chi ami hisab korte parchi na par kg koto ta hobe please aktu help korun
30% mustard oil cake holo.
Dada;
South 24 Paraganas Nepalganj e dike ekta point korte paren.Okhane onek pukur achee r mach cultivation hoy.Nepalganj Pailan r kache
Update পেয়ে যাবেন।
আমি নেপালগঞ্জ এর কাছেই থাকি। উল্লিখিত খাওয়ার গুলো কি ওখানে পাওয়া যায়।
বলতে পারবো না।
Vai ami sinking feed toiri kora mas ka khabar dai. Ami aibar floating feed banata chassi.fish oil kototoku dibo aita janala upokrito hobo. R fishoil koto % protin thaka . Dhonbad
Ami fish farming start karte chaichi, apnar sathe jogajog ta ki kare karbo
Excellent reasearch about readymade feed... Great work younger Brother..🙏
Thank you.
@@AMAQUA ei readymade feed niyei aami Tomar saathe kotha bolte chai...
J 1) fish farming ta k ekta next level e ki bhabe niye jawa jaay.2) Aamader maach chaasi bhai der ki bhabe unnoti kora jete paare... Tai niye aalochona korte chai... Taar jonno aami tomake mail korechi... Ek baar dekhe nio.. r reply deo plz...🙏
Ami already reply diachi .
আপনার উত্তরের জন্য অপেক্ষাই আছি
Kolkatar south 24pgs Jodi kono point koren khub khub upokrito hobo
Ekhane rice bran, soya mil, dorb paua jayna r galeoo gunogato man khub kharap & prochur dam
Update pae jaben.
Thanku ❤️
Dada, amer fish meal, soiaben meal, ar repsid oil cake, lagbe. Gaigjata, north 24 pgs thake bolchi.
Apni whatsapp a details Dia rakhun. Apnar Sathe contact Kara hobe.
Khabarer, carbohydrate, protein percentage list kore, list ta prokash korben . R Ekta vutta ater percentage ta bolben
Next video te Paben.
বড় ভাই
এই কারণ আমরা ও আপনারা
কারন যেভাবে ইউটিউবে অনেক জন ভিডিও দেখছি যার কারণে এক দিগে উপকার হচ্ছে আরেক দিগে খাবার গুলো দাম ও বাড়াচ্ছে সাথে ভেজাল মিক্সচার হচ্ছে
আমরা বা আপনারা video না করলে বা না দেখলে কি দাম কমে যাবে...?
কোন কিছুর দাম কখন বাড়ে বা কমে সেটা আগে বুঝতে হবে। আমাদের চাহিদা সঠিক পথে নিতে হবে। তাহলেই সব ঠিক হয়ে যাবে।
আপনার ভিডিও গুলো আনেক ভালো,আচ্ছা ভাই আমি যদি সম্পুরক খাবার পুকুরে না দিতে পারি তাহলে কোন মাছ কত পিচ দিব
শতকে 15 -20 কেজি হারে হিসাব করে বের করে নিন।
ভাই সিং এবং টেংরা মাছের খাদ্য কি ভাবে তৈরী করব পটিন কত টুকু
30-32% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে।
Sir bolchi 80 kilo bata macher..600- 700 line er macher koto kilo kore khabar dite hobe ????????
4-5কেজি খাবার দিন।
@@AMAQUA ok thank you sir
ভাই আমি পুকুরে যেন সব সময় খাবার দিতে পারি এবং কিভাবে তা তৈরি করব প্লিয দাদা বলে দিন??
নমস্কার দাদা আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে মাছের খাবারের মধ্যে সরষের তেলের কি ভূমিকা একটু জানালে উপকৃত হব
রেনু পুকুরে অনেকে দেয়। সেটার কথা কি বলতে চাইছেন ?
@@AMAQUA রেনু মাছে এবং বড় মাছের দুটোতেই
Thanks.
Dada amader Bankura te 1ta point korun. Ai dike amader oner customer hoye jabe
👍
Point korben
Krle khub valo hoto
দাদা আমি পুকুরে ছোট সাদা ও ট্যাংরা মাছ ছেড়েছি।কিন্তু,আমি মাছ ছাড়ার পর ফাইটোপ্লাঙ্কটনের জন্য সরিষার খোল,ধানের ভূষি,আটা,চিটাগুড় ভিজিয়ে দিয়েছিলাম।কিন্তু প্লাঙ্কটন হয়নি।খাবারের অনুপাত ছিল 5K.G500খোল,আটা 2K.G 500,চিটা গুড় 1K.G ইস্ট 100 GRAM,ধানের ভূষি 2 K.G 500 দিয়েছিলাম আনুমানিক পনের কাঠা পুকুরের জন্য।জলের উচ্চতা ছিল প্রায় সাত ফুট। যদি পরামর্শ দেন কিভাবে পুনরায় প্লাঙ্কটন করার জন্য।
th-cam.com/video/fO9cuhTV7AU/w-d-xo.html
th-cam.com/video/wi1INiAF1aY/w-d-xo.html
th-cam.com/video/bcReoINL3us/w-d-xo.html
th-cam.com/video/LFD-Ij2ykXk/w-d-xo.html
Video গুলি দেখুন।
আরো অনেক দরকারী ভিডিও দেওয়া আছে দেখে নেবেন কাজে লাগবে।
Dada ami amar pukur a mach k sopthai 3 din khabar di. Jar modhye a6e macher factoryr banano starter feed, khoil,vutta dust, rice bran,kura , atta, rice . Khabar ta kotota gunogota ektu janaben.
কি পরিমানে দেন সেটা জানান।
50- 70 kg
কোন উপাদান কি পরিমানে দেন সেটা বলেন।
দাদা আমার একটা উপকার করবেন। আমি ভেটকি মাছ চাষ করব ফিড খাওয়ে।এ জন্য আমার ৫০%প্রুটিন ও উচ্চ এমাইনু এসিড সমিদ্ধ ১০০ কেজি খাবারের উপাদান লিখে দিলে খুব উপক্রিত হব।
দাদা এইরমিটেল গুলো আমাদের কাছে পাওয়া যায় আমার ঠিকানা কুষ্টিয়া মিরপুর আমলা খুড়সা পাইকারি পাওয়া যায়
apnar okhan thake jodi kichu babostha korte parne setao ektu dekhun
Update pae jaben.
আমি মিশ্র চাষ করি। পুকুর দু বিঘা। কি খাওয়ার কি ভাবে দেবো এবং কতো বার দেবো জানালে উপকৃত হব।
22-24% প্রোটন সমৃদ্ধ খাবার দেবেন। সকাল এবং বিকালে খাবার দেবেন। খাবার তৈরি করার video upload করা আছে দেখে নেবেন।
Fishmill or Fish mill analog er different ta ektu bolben
লিখতে সময় লাগবে একদিন video করে দেবো।
মাছের তেল বের করার পর যেটা পাওয়া যায় সেটার ডাস্ট হল ফিস মিল ।
ফিসমিল এনালগ এরকমই কিন্তু অনেকটা advance process.
Thanks 👍👍
Dada apnar bari kothi aktu janale khub bhalo hoto dada apnake khub dekhar ecche korche
Mathabhanga, Coochbehar district
Purush telapia chener upai ki assam
রেপসিড জিনস কি? এটাকি সরিষার খোল ?আর সোয়াবিন মিল ও Drbo, Mbmএই গুল সম্বন্ধে যে একটু বিস্তারিত জানালে ভালে হতো!
Dada Amar akhane DORB MUSTARD Oil cack and .Rich available.
আমার পুকুরে ছোটো সাদা মাছ ছেড়েছি।প্রথমে সরিষায খোল এবং কিছুদিন পরে ফাইটোপ্লাঙ্কটনের জন্য সরিষার খোল,ধানের গুড়ো,আটা,চিটাগুড় এবং ইস্ট দিয়ে ভিজিয়ে রেখে দুইদিন পরে ছড়িয়ে দিয়েছি।কিন্তু জলের রং কিন্তু সবুজ হয়নি।আমার দেওয়ার পরিমাণটি হল 5k.500gram খোল,আটা 2k.g.500gram,ধানের গুড়ো 2k.g 500 ইস্ট 100 gram. এখন করণীয় কি?আবার কি পরিমাণ বাড়িয়ে তৈরী করে দেওয়া যাবে?আর একটি কথা পুকুরে যদি বাদাম খোল দিই তবে,ভিজিয়ে দিতে হবে?
এই রকম ডোজ আমার জানা নেই।
আমি কিভাবে জলের রং সবুজ করি তার video upload করা আছে দেখে নেবেন কাজে লাগবে।
আপনার ঐ পদ্ধতিতে যদি করি তাহলে আমার তো মাছ ছাড়া হয়ে গেছে।মাছের কোনোরকম ক্ষতি হবে কি?
এগুলি মাছ ছাড়ার পরেই দিতে হয়।
আপনি আমার upload করা video গুলি দেখে নিন। তাহলে doubts গুলি পরিষ্কার হয়ে যাবে।
দাদা সুর্য মুখি খোলের প্রোটিন ও কার্বোহাইড্রেটের হিসাবটা একটু বলবেন। এবং এর মাছের ক্ষেত্রে কতটা উপকারী।
দাদা কই মাছকে কি খোল আর ভুসি মিসিয়ে দেওয়া যাবে ,, অথবা শুধু সরিষা খোল ,,, কত টুকু সরিষা খোল আর কত টুকু গমের ভুসি দিবো
যেহেতু প্রতিদিন খাবার দিতে হবে তাই সরিষার খোল এতো বেশি দেওয়া উচিত হবে না। 30-32% প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরির পদ্ধতি video আকারে দেওয়া হবে।
Dada ami sudhu Dorb r mustard oil cake mixed kore khawai.. Amar protein ki thik thak moto hoy
বানানো ফিড পারফেক্ট।
মাছের জাত অনুযায়ী প্রোটিন ও কার্বোহাইড্রেট হিসাব করে খাবার দিব।মাছকে প্রতিদিন কত কেজি খাবার দিব সেটা কিভাবে বের করব। সেটা কি পুকুরে মোট মাছের ওজনের ৫% হিসেবে নাকি আরও কম দিব?
হ্যাঁ। প্রোটিন এবং কার্বোহাইড্রেড জাতীয় খাবার মিশিয়ে তৈরি করতে হবে।
মাছের গড় টোটাল ওজনের উপর খাবার দিতে হবে। video upload করা হবে।
@@AMAQUA ধন্যবাদ দাদা
আপ্নের হাতে বানানো খাবার বাংলাদেশ এ কি দেওয়া যাবে?
দাদা মাগুর মাছের খাবারের list দিলে ভালো হয়
পেয়ে যাবেন। video upload করা হবে।
দাদা আমার পুকুরটা 120 শতক দাদা এই পুকুরে মাছ আছে আট মন মত মিক্স মাছ
এখন কি পরিমান খাবার দিতে হবে প্রতি দিন ছোয়াবিন আর শরিশার খিল মিক্স করে দিলে হবে
শুটকির ঘোড়া বা ফিশ মিল এতে কার্বোহাইড্রেটের পরিমাণ কত
নেই বললেই চলে
দাদা বাংলাদেশ থেকে বলছি মিশ্রমাছ চাস ১০০ কেজির খাবার বানব পিল্লজ কোন উপাদান কি পরিমান দিব জায়িয়েন।
Video দেওয়া আছে দেখে নেবেন।
সরিশা খোল আর গমের ভুসি এই দুইটা মিশিয়ে কি কই মাছকে খাওয়ানো যাবে
কি পরিমানে দিতে চাইছেন সেটা জানান।
১ সরিষা খোল এর সাথে কত টুকু ভুসি দিলে প্রাটিন ৩০% থাকবে দাদা
তা না হলে শুধু কি সরিষা খোল দেওয়া যাবে,,, একটু যানাবেন দাদা ভাঈ
দেওয়া যাবে না।
Video upload করা হবে।
আপনার মতে খাবার দিলে এক বছরে মাছের ওজন কত হবে
Dada, mono sex telapiya tairyr ekta vdo banan, telapiyar kabar padhyati balun
Ok.video upload Kara hobe.
মেয়াদ উত্তীর্ণ রুটি, বন মাছকে খাবার হিসেবে ব্যবহার করতে পারবো, প্লিজ জানাবেন
আমি মাহবুব বলছি আমি রেফসিড ওয়েল কেক কি ভাবে পাবো?
Meesho theke order karun
Fish scale powder ki lage
আমার পুকুরে সব রকমের মিক্স মাছ আছে.... কিনতু মাছের বয়স 1 বছর হয়ে যাচ্ছে মাছের ওজন 500 গ্রাম মাছ বড় হচ্ছে না.... সে জন্য কি করব একটু বলবেন...?
th-cam.com/video/ZJnyPSAvHFs/w-d-xo.html
দেখে নিন। তারপর বলুন কি কারনে হচ্ছে?
দাদা রিগেইন ভিটাকেয়ার আসলে কি এতোটা কায্যকারি? আপনি তো ইনডিয়া থাকেন ভালো জানবেন জোদি একটু বোলতেন? প্লিজ
দাদা, বুট ও এ্যাংকর কি আলাদা?
যে গুলি আমি ব্যাবহার করি সেই গুলির আমাদের নর্থ 24 পরগনা, হাবরার দামদর ব্যাখ্যা করলাম।
সরিষা খোল=33 টাকা।
আটা=15 টাকা।
গমের ভুষি=19.47 প য়সা।
বাদাম খোল=54 টাকা
ধন্যবাদ
Ami Kalyani,Nadia te thaki,soyabin mill,fish meal,rice Brian dorkar,kothay pete pari?
বলতে পারছি না দাদা।
কিন্তু আমরা এই নিয়ে কাজ শুরু করেছি যাতে আপনারা সহজে এই উপাদান গুলি পেতে পারেন। ধন্যবাদ
আমিও কল্যাণী তে থাকি, এইসব কোথায় পাবো?
পেয়ে যাবেন।
মিট বোন মিল বলতে কি বোঝায় বা কাকে বলে দাদা একটু জানাবেন প্লিজ
এগুলি প্রানীজ উচ্চ মানের প্রোটিন।
Gorur har diye ki toiri hoi??
Sir MURRELL fish for feed 40% protein feed formula chepandi.. fish meal metirial with out
For murrell better growth you have to give animal based protein ingredients in your feed formula.
vuttta te koto percent protein ?
বাদাম খোল 55 টাকা .ব্রায়ান 30 টাকা .ভুট্টা 18 টাকা .সরিষার খোল 30 টাকা .
ধন্যবাদ দাদা
@@AMAQUA দাদা চিঙরি মাছের খোলা আর মাথা শুকিয়ে গুঁড়ো করলে কত % প্রোটিন পাবো ?
বিশেষ একটা প্রোটিন পাবেন না। মাছের মাংসটা লাগবে।
আচ্চা দাদা আলু কিভাবে মাচ কে খাওয়ানো যাবে প্লিজ
কি মাছ আছে...?
মিনার কাপ।সিলভার।রুই মিরগা। গ্লাস কাপ। হাংগেরি।
আলু দিতে দেখেছি অনেক চাষীকে কিন্তু আমি নিজে প্রয়োগ করিনি। শুনেছি পুটি মাছ ভালো খায়।
সিদ্ধ আলু খল ভুসি লবন মিক্স করে বল করে খাওয়া লে কেমন হয়্য
ভালো হবে না। আলু তে প্রোটিন 2%
সরষা খোল 35
বাদাম 48
ডিওরবি 9
Amar 23.2 present hoyeche kintu per kg te mustered oil cake koto ta hobe
বুঝতে পারলাম না।
দাদা কই মাছকে সরিষা খোল দিনে একবার দিয়ে ,, অন্য বেলা রেডিমেড খাবার ২৫ % প্রাটিন দিলে কি হবে
কেন আপনি রেডিমেড খাবার দিতে চাইছেন...?
তাহলে কি দিবো ,,, একটু বলে দেন দাদা
@@amilemamun7615 video upload করা হবে।
Dada Dal ta Ki poriman dibo
মাছ যাতে দ্রুত বারে এমন খাবারের লিষ্ট দিন দাদা প্লিয??
Apnar sathe jogajog karbo ki bhabe
দাদা আমি বাংলাদেশ থেকে অনুরোধ করছি প্লিজ দাদা শোল মাছের জ্যানো খাবার তুয়রী করতে চাই 55-60% প্রটিন থাকতে হবে 10 কেজি খাবার বানাতে কি কি উপাদান হিসেবে কতটুকু দিতে হবে একটু জানাবেন প্লিজ
আমার প্রশ্ন হল চা পাতা যেটা আমরা চা করে খাই ওটা কত পারসেন আমিষ আছে পার্সেন্ট মিনারেল আছে মাছ খাওয়ার হিসাবে জাবে কি না
রুই কাতল সিলভার কাপ আমেরিকান কাল বায়োস আগে থেকে কোনো মাছ নেই আমি একদম নতুন
চায়ের পাতার দাম কম নাকি অপনাদের ওখানে...?
@@AMAQUA আমরা যেটা চা দোকানে দুদ চা করে খায় ও চাপাতির টা ফেলে দিয়ে ছ কত পারসেন আমিষ আছে মাছের খাবার হিসাবে কী ব্যবহার করতে পারবো
এগুলি পচিয়ে জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
দাদা আমি ৩ বস্তা ২৫ কেজি ওজনের Fish Feed কিনেছি দাম নিয়েছে ১২৯৯ করে ৩*১২৯৯=৩৮৯৭ টাকার ।আর ১ লিটার এর একটা vitamin and Bloomer আমার এই সব কিনতে মোট খরচ ৬২১৬ টাকা, আর আমার পুকুরের পরিমাণ ১:৫০ (দেড় বিঘার মতো) ।এ বছর প্রথম কেনা খাবার ব্যবহার করছি লাভ করতে পারবো কি পারবো না তার জন্য সংশয়ে আছি 🤔🤔🤔😮😮
কত % প্রোটিন সমৃদ্ধ খাবার...?
কি মাছ চাষ করছেন...?
@@AMAQUA আমি রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল,আর আমেরিকান রুই ছাড়ি , আমাদের এ দিকে বড় সাইজের পাওয়া যায় না তাই রুই কাতলা আর মৃগেল টা রেনু ছাড়ি আর আমেরিকান রুই আর সিলভার কার্প টা ছোট ধানি পোনা ছাড়ি ।আর খাবারের মধ্যে মোটামুটিভাবে ২৮-৩০ % এর মতো পোরটিন আছে বলে আমাকে বলেছে ,যেখান থেকে আমি খাবার গুলো এনেছি ।তো আমি আপনার সব ভিডিও দেখি দয়া করে বলবেন আমার কিছু লাভ হবে তো , মানে আমি নতুন এ রকম ভাবে চাষ করছি ,তাই জিজ্ঞেস করলাম।।।। ধন্যবাদ আপনাকে 👍❤️👍
@@nabakumarmahato9295 কেনা খাবার দেবার পরামর্শ কে দিয়েছে জানিনা। কিন্ত মাছ চাষ করার আগে কোন অভিজ্ঞ চাষীর মতামত জানলে। এই ভুলটা করতেন না।
ভেবেছেন কতদিন লাগবে মাছ গুলি বড় করতে...?মাত্র 75 কেজি খাবার দিয়ে কি মাছ চাষ টা করা সম্ভব হবে...?
একটা কথাই বলবো যে প্রোটিন % এর খাবার দেবেন দামটা যদি তার আশেপাশে থাকে কেজি প্রতি তবেই ভাববেন লাভ করা সম্ভব।
@@AMAQUA আমাদের এদিকে গ্রাম কেন্দ্রীক এলাকা দাদা এ দিকে বড় মাছের চাহিদা নেই ,ঔই ২০০-২৫০ গ্রাম ওজনের চাহিদাটা বেশি ,তাই আমরা ঔই ছোট বয়সেই মাছ বিক্রি করে দিয়ে থাকি ।।।আর ঔই শুধু ৭৫ কেজি খাবার নয় ,এর সাথে আমি মাঝে মধ্যে নিজের বাড়িতে বানানো খুব ভালো পোরটিন সমৃদ্ধ খাবার প্রদান করে থাকি।।
আর পুকুরটাই জল থাকে মাত্র ৬-৭ মাস এর মতো আমার।।। ধন্যবাদ 👍
Sorry 6-7 month noi motamuti 9-10 month er moto Jol thake amr pukure
দাদা শুধু উদ্ভিদ প্রোটিন দিয়ে খাদ্য তৈরি করা যায় কি জানাবেন? যদি যায় তাহলে পরিমান টা বলবেন প্লিজ
কি পরিমান বলবো...?
আপনি কি কি উপকরন পাচ্ছেন সেটা বলুন।
ইউটিউবে দেখছি অনেক মাছ চাষী বলছে আমরা রিগেইন ভিটাকেয়ার ব্যাবহার করছি আর তাতেই সফল হচ্ছি এবং সেই সব চাষীরা বলছে এটা ব্যাবহারের ফলে আমাদের অন্য খাবার তেমন ভাবে ব্যাবহার করতে হচ্ছে না এবং এই রিগেইন ভিটাকেয়ার ব্যাবহার করলে তিন চার মাসে মাছ এক কেজি ওজন এসে যাচ্ছে আর এতে জল দূষণ থেকে সম্পূর্ণ নিরাপদ
আমার জানার বিষয় যে এটা কতো সত্যি জানালে খুশি হবো
কথাটা আপনার নিজের কতটা যুক্তিসম্মত মনে হচ্ছে ?
প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে মাছ চাষ সম্ভব কিন্তু সেটা দীর্ঘ মেয়াদী হবে।কম ঘনত্বে মাছ চাষ করতে হবে। 3-4 মাসে 1 কেজির যে গল্পটা দিলেন...তাতে কত ওজনের মাছ ছাড়তে হবে ,সেটা তো বললেন না...?
এগুলি soil based probiotics .
আপনি নিজে একবার করে দেখুন...বলবেন কাজ দেখে টাকা দেবো । তারপর সত্যিটা নিজেই বুঝতে পারবেন।
Ami Sab share korbi
Korbo
দাদা বোন মিল এ কার্বোহাইডেড কত % থাকে ?
আমার মাছের প্রতিদিনের খাদ্য চাহিদা ২ কেজি। এই দুই কেজি খাবারে কি জিনিষ দিয়ে মাছের খাবার তৈরি করবো।
আমার এখানে১. সরষের খোল পাওয়া যায় ৩৫ টাকা কেজি
২.গমের আটা ১২ টাকা কেজি
৩. গম ১৫ টাকা কেজি
এখানে মোলাসেস, রেপসিড ওয়েল, সোওয়াবিন মিল পাওয়া যায় না। তবে শুঁটকি মাছের গুঁড়ো পাওয়া যায়।
Video পেয়ে যাবেন যেখানে আরো উপকরন গুলি ব্যবহার করা হবে।
দাদা আপনার বাড়ি কোথায় আমার শুটকি মাছের গুরো লাগবে
Update পেয়ে যাবেন।
Soyabin meal kothay pabo
সরিষার খৈল ২ কেজি
রাইচ ব্রান ৩ কেজি
গমের ভুষি ১ কেজি
ভুট্টার গুড়া ১ কেজি
মোট= ৭ কেজি।
এই খাবারে কতো পার্সেন্ট প্রোটিন আছে?
কার্প জাতীয় মাছের জন্য।
দাদা আমার সুটকির গুরো লাগবে নদীয়া শান্তিপুর থেকে বলছি। কেউ যোগাযোগ করে দিলে খুব উপকার হয়
Updates পেয়ে যাবেন।
amader akhane sorisa khol 28 taka kg
খোলের রং কি...?
দাদা, সরষের খলে ৩৩% আর বাদাম খলে যদি ৩২% প্রোটিন থাকে তাহলে বাদাম খলের দাম ৬৫ টাকা কেনো??
দাদা আমি ১০০ কেজি গলদা চিংড়ি মাছের সঠিক খাবার বানাতে চাই। আমি কি কি উপাদান ব্যবহার করতে পারি এটা যদি একটু বলেন।
Dada ami apnar kache kahbar nite chai jogajog ki rokom korbo apnar namber ta dile bhalo hoto ami uttar dinaj pur theke bolchi thana raiganj bhalo thakben
Update pae jaben. Ektu wait Karun.
Ankor dal ki ?
মটর বা মটরশুঁটি ডাল। ঘোড়াকে যেটা দেয়।
Sir...soyabean meal kothay paoya jaay....? Ami Jalpaiguri district er Maynagurite theke bolchi
Update pae jaben.
জাপানি পুঁটি মছকে (৩০০-৪০০পিস/কেজি) কত%প্রোটিন যুক্ত খাওয়ার দেব?
অনান্য তথ্য গুলো আমি একদিন পরে সঠিকভাবে জেনে আপনাকে জানাবো।
24%
@@AMAQUA প্রোটিনের পরিমাণ বেশি হলে কি মাছের বৃদ্ধি দ্রুত হবে?
আমাদের একটা পয়েন্টে (প্রায় ৬০ ডেসিমল) লাল বর্ণের সর (আস্তরণ ) হয় । জলের রং ও সবুজ আছে, আপনার ভিডিও অনুয়ায়ী মাসিক পরিচর্যা ও করছি কিন্তু সেই সর কাটতে পারছি না। শুধু জোরে বাতাস বইলে অথবা বৃষ্টি হলে সেটা থাকে না।আর ফিসারিটি ছোট এবং উত্তর- দক্ষিনে বৃস্তিত হওয়ায় বাতাসের ও তেমন একটা প্রভাব পড়ে না। তাই দয়াকরে আপনি একটা উপায় বলে দিন কীভাবে এই লাল আস্তরণ কাটানো যাবে।
বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার দিলে এমোনিয়া তৈরি হবে। মাছের যতটুকু চাহিদা সে ততটুকুই গ্রহন করবে। বাকিটা মল দিয়ে বেরিয়ে পুকুরে অতিরিক্ত গ্যাস তৈরি করবে।
রোদ এবং ছায়ায় যদি লাল রং থাকে। তবে এটা আয়রন জনিত সমস্যা। চুন প্রয়োগ করতে হবে। বাশ দিয়ে টেনে পরিষ্কার করতে পারেন।
দিনে লাল কিন্তু ছায়ায় বা রাতে সবুজ রং থাকে তবে এই স্তর বাশ দিয়ে টেনে পরিষ্কার করতে হবে।
তাজা চুন এই স্তরের উপর ছিটিয়ে দিলে ভালো ফল পাওয়া যাবে কিন্তু সতর্ক ভাবে করতে হবে।
@@AMAQUA ধন্যবাদ দাদা।
Butta banga,,, 35 tk,,,dorb,,37,,,rep sheed oil cake 46,,,moshur dal 70,,,fish mil 44,,,,,cholachur 47,,,mota busi 37,,,,,chita gur,,44,,,,
দাদা আমি কার্প জাতীয় মাছের চাষ করেছি আমার ডেইলি মাছের খাদ্য চাহিদা 4 কেজি আমি গমের ভুসি ও সরিষার খোল 1 কেজি 1 কেজি করে সকাল ও বিকালে দি দাদা আমার তোমার কাছে একটা বিষয় জানার আছে যে এই খাদ্য দিয়ে মাছ কে বড় করা সম্ভব। মাছের সাইজ 10 গ্রাম চাষ কাল সময় ছয় থেকে সাত মাস
আপনার 17% প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে। এতে মাছের বৃদ্ধি আশানুরুপ হবে না।
S u b h a s h Mal 🥊wb bhurbhum nalhati
Mail me with full details and price
( amaquafarms@gmail.com)
দাদা ফিস মিল মানে কি আমি সিদল গমের ভুসি রাইস ব্যান্ড এবং খৈল সাথে কাঁচা গোবর দিয়ে 48 ঘন্টা রেখে পুকুরে ছিটিয়ে দেই এতে কত পার্সেন্ট প্রোটিন পাব সব সমপরিমাণ
দাদা কাঁচা বাদামে কত পার্সেন্ট প্রোটিন পাব
9-10%
মাছের তেল বের করার পর যেটা পাওয়া যায় । সেটাই ফিস মিল।
কি পরিমানে দেন সেটা না বললে কি করে বলি ...?
10 kg করে
কাঁচা বাদামের প্রোটিনের মাত্রা কম কেন
দাদা আপনার ফোন নাম্বার টা দিবেন আমি আপনার সাথে বিজনেস কারার ইচ্চে হলো
কি বিজনেস...?
Send me the details in my mail id - amaquafarms@gmail.com
@@AMAQUA প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ,,,,
আমার ৫০ শতাংশ একটা পুকুর,,,
৮০ শতাংশ একটা পুকুর,,,,,
আমার প্রতিদিন ৫০ কেজি খাদ্যে লাগে,,,এই ক্ষেত্রে রেডিমেড খাবার কিনে আমি হিমসিম খেয়ে যাচ্ছি,,,,এখন আমি নিজে খাবার তৈরি করতে চাই,,,,
আমার এলাকায় সরিষার খৈল ৪৫ টাকা গমের ভুসি ৩৮ টাকা,,,
এখন আমি সহজলভ্য এমন কি কি দিয়ে খাদ্য তৈরি করতে পারে?আশা করি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন! অগ্রিম ধন্যবাদ,,,🥰
দাদা আপনার নাম্বার টা কি পাওয়া jabe
9083500490
দাদা ফোননম্বরটা দেবেন
কিছু দিন পর পেয়ে যাবেন। সাথে থাকবেন
Dada ami Floating feed er Machine kinechi..but banata parchina..Jodi help korten upokrito hotam ...my no 8609368602
Phone no ta Pathan
Update pae jaben.
Dada apnar phn no deben
আপনার সমস্যা বিস্তারিত ভাবে বলতে পারেন। অথবা mail করুন।
amaquafarms@gmail.com
Ph no dao
Butta banga,,, 35 tk,,,dorb,,37,,,rep sheed oil cake 46,,,moshur dal 70,,,fish mil 44,,,,,cholachur 47,,,mota busi 37,,,,,chita gur,,44,,,,