মাছের খাবারে সরিষার খইল কি নিষিদ্ধ নাকি হারাম!Is Mastard oil cake harmful or restricted?Abeed Lateef

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2021
  • We can feed mustard oil cake as a source of protein in fish diet.
    But mustard oil cake contains an anti-nutrient ingredient which is natural MARSH GAS (Allyl Hydrogen Thiocyanate or HCN).
    It causes adverse reactions when the fish take as feed and causes anorexia.
    In order to get rid of this condition, Mastard oil cake has to be soaked for 48 hours or boiled for 2-5 hours.
    I have described here how a farmer can soak the Mastard oil cake and feed it step by step.
    Thanks everyone.
    #সরিষার_খইল, #মাছের_খাদ্যে_আমিষ,
    #Proteininfish feed, #Mastardoilcake, #fishfeed,
    #AbeedLateef, #AbedLatif
    #উদ্ভিজআমিষ, #সরিষারখইল, #মাছেরখাদ্যেরআমিষ, #রুইকাতলামাছের খাবার, #মাছেরখাদ্য,
    মাছের খাদ্যে আমিষের উৎস হিসাবে সরিষার খইল খাওয়াতে পারি।
    কিন্তু সরিষার খইল এর মধ্যে একটা পুষ্টি বিরোধী উপাদান থাকে যেটা হচ্ছে প্রাকৃতিক MARSH GAS (এলাইল হাইড্রোজেন থায়ো সায়ানেট বা HCN)।
    এটি মাছের পেটে খাদ্য হিসাবে টাটকা অবস্থায় গেলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং মাছের ক্ষুধামান্দ সৃষ্টি করে।
    এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য খইলকে হয় ৪৮ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে নয়ত ২-২'৫ ঘণ্টা জ্বাল দিতে হবে।
    আমি এখানে একজন চাষী কিভাবে খইল ভিজিয়ে পর্যায় ক্রমিক ভাবে খাওয়াবেন সেটিই বর্ণনা করেছি।
    সবাইকে ধন্যবাদ।

ความคิดเห็น • 474

  • @tapashroy7598
    @tapashroy7598 3 ปีที่แล้ว +7

    ধন্যবাদ ‍স‍্যার 🙏 আপনার দেওয়া পরামর্শে 50%খইল 48ঘণ্টা ভিজিয়ে 15%গমের ভুসি 20%দেশি ব্রাণ 10%খেসেরি 5%এংকর মিসিয়ে100কেজি খাবার বানিয়ে দিচ্ছি র্কাপমিশ্র চাষে

  • @mdmarufhossain2065
    @mdmarufhossain2065 3 ปีที่แล้ว +4

    আমি জল ফুটিয়ে সরিষার খৈল দু- তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে সরিষার খৈল ব‍্যবহার করি। এখনো পর্যন্ত মাছের বৃদ্ধি যতেষ্ট ভালো বলেই মনে হয়।

  • @abulbashar9962
    @abulbashar9962 3 ปีที่แล้ว +8

    আসসালামু আলাইকুম স্যার। শত্রুরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারছে প্রায় সময়ই।আমার পুকুরেও ৪/৭/২১ তারিকে দিয়েছে,পরবর্তী সময় দিলে তৎক্ষণাৎ আমাদের করণীয় কি যাতে করে আমরা মাছকে কিছুটা হলেও বিষ মুক্ত করতে পারি। এমন প্রশ্ন আমাদের সকলের মাঝে জানতে পারলে সবাই উপকৃত হতাম স্যার।

  • @md.alammehedihossain7996
    @md.alammehedihossain7996 2 ชั่วโมงที่ผ่านมา

    স্যার, আমি নতুন চাষি। শিক্ষকতা করি। বয়স ৫৭ বছর ৮ মাস। আপনার ভিডিও দেখে মাছ চাষ করতে উৎসাহিত হয়েছি। পুকুরের পরিমাণ ২০০ শতক। পানি গড়ে ২ ফুট। স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে আর পারছি না। কাতলা ৪০০, সিলভার ৪০০, রুই ৪০০, মৃগেল ৪০০, জাপানি কারফিউ ৪০০ মোট ২০০০টি=২৮০কেজি মাছ দিয়েছি।আপনার পরামর্শ বড়ই প্রয়োজন। আসসালামু আলাইকুম।

  • @pankajhalder4537
    @pankajhalder4537 ปีที่แล้ว

    আপনার বুদ্ধিতে চাষ করলে সখের মাছচাষ হবে , বানিজ্যিক ভাবে হবে না।আর সবথেকে কথা ভাষন দেন এতো ওতো কিন্তু কোনোদিনই নিজের পুকুরের মাছ কতো বড়ো হলো তার update দেন না।আমি জানতে চাইছি কেনো????

  • @viky9281

    স্যার যতবারই আমি বেশি পানি প্রয়োগ করি তাতে খুব বেশি তরল হয়ে যায় যা DORB সাথে মেশানো কঠিন করে তোলে। ভিজানোর সময় পানির পরিমাণ টা কি হবে? 1 বাল্টি খোল দিল কি 2 বাল্টি পানি না বেসি দিবো?

  • @satyagopaldas5141
    @satyagopaldas5141 3 ปีที่แล้ว +7

    স্যার আপনার আশীর্বাদেই আমাদের মাছ চাষের চলার পথ আরও সুগম হোক। আপনি ভাল থাকুন সুস্থ থাকুন ,আমাদের হৃদয়ে থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @MasudRana-zv2qq

    ভুট্টা আটা ৫০%+সরিষার খৈল ৫০% মোট ১০০%

  • @user-no9yw9yt2v

    Sir আমার এলাকায় dorb আর সরিষার খৈল সহজলভ্য এছাড়া আমিষের চাহিদা পূরন করার রাস্তা নেই বললেই চলে এমতাবস্থায় কি করা যেতে পারে??

  • @naeemislam6965
    @naeemislam6965 ปีที่แล้ว

    নতুন পুকুর কেটে পুকুর প্রস্তুতি হিসাবে খৈল দেয়ার নিয়ম

  • @shaktipadadas9080
    @shaktipadadas9080 2 ปีที่แล้ว +6

    স্যার আপনার প্রত্যেকটে কথা আমাদের কাছে মূল্যবান। ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে। উপরওয়ালা চ

  • @raselmiah133
    @raselmiah133 ปีที่แล้ว +1

    এত তথ্য নির্ভর পরামর্শ আমি অন্য কারো কাছে পাইনি স্যার। আপনাকে অসংখ ধন্যবাদ।

  • @tabligtv5447
    @tabligtv5447 2 ปีที่แล้ว +1

    স্যারকে অনেক ধন্যবাদ। আন্তরিক দোয়া রইল

  • @NasirUddin-gh2hw
    @NasirUddin-gh2hw 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ ওস্তাদজী আমাদের এলাকায় এই খৈল পাওয়া যায় 😍

  • @abedali2539
    @abedali2539 2 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে আজ নতুন এক তথ্য জানতে পারলাম।

  • @shahabdullahal-munnah6841
    @shahabdullahal-munnah6841 3 ปีที่แล้ว

    Thanks a lot, Sir

  • @vaskardum4660
    @vaskardum4660 3 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার এত সুন্দর - তথ্যমূলক ভিডিও শেয়ার করার জন্য ❤️।ঈশ্বর আপনার মংগল করুন 🙏

  • @bishunaskar34
    @bishunaskar34 3 ปีที่แล้ว +1

    Khub sundor laglo sir.. vlo thakben

  • @abuesa292
    @abuesa292 3 ปีที่แล้ว +4

    আবেদ স্যার স্যার আমাকে বলতে পারেন শুধু সরিষার খৈল ব্যবহার করে মাছ চাষ করা সম্ভব কিনা এবং তা যদি হয় তাহলে আমি কিভাবে ব্যবহার করতে পারি

  • @awladhossen6541
    @awladhossen6541 3 ปีที่แล้ว +4

    স্যার তেলাপিয়া মাছের খাবারে সরিষার খৈল ও ভুট্টার আটা কত কেজি দেব?