প্রতিজ্ঞা করছিলাম কাঁদবো না কিন্তু বহিরাগত নাটকে অপুর্বর, তটিনী, রাইসার অভিনয়ে আমাকে কাঁদিয়ে ছাড়লো,বাস্তব গল্প নির্ভর নাটক, আর অপুর্ব যেখানে থাকে সেটা তো অসাধারণ হবেই, বাংলাদেশের নাটক বিশ্বের সেরা ❤️❤️❤️ ধন্যবাদ পরিচালক কলাকৌশলি
অত্যন্ত মর্মাহত নাটক। সত্যিই শিশুরা অত্যন্ত অসহায়। সবথেকে সুন্দর লেগেছে তটিনী ও রাইসার ভালোবাসার বন্ধন। নাটকের অন্তিম পর্বটি দেখে চোখে জল চলে এসেছিল। সত্যিই সুন্দর ভাবে পরিচালিত একটি নাটক।
এগুলো হচ্ছে প্রকৃত নাটক, মানসম্মত কাজ। নাটকটি আসলেই বেশি সুন্দর। অপূর্ব জাস্ট অপূর্ব। তটিনি দিন দিন নিজেকে আরো উচ্চতর জায়গায় নিয়ে যাচ্ছে। এগিয়ে যাও প্রিয় তটিনী।।
'সত্যি 'নাটক দেখে মন ভারী হয়ে আসছে ।অসম্ভব সুন্দর পরিচালনা এবং অভিনয় ।প্রকৃত মায়ের চরিত্রে যিনি ছিলেন , অসাধারণ অসাধারণ ।মুগ্ধ হয়ে গেলাম ওনার অভিনয় দেখে ।অপূর্ব এবং তটিনী বড্ড ভালো ।ওঁদের একসাথে ভারী সুন্দর দেখাচ্ছে ।সবটুকু নিয়ে ফিরে ফিরে দেখার মতো কাজ ।
কি লিখব বুঝতে পারছি না মনের অজান্তেই চোখে পানি চলে আসলো । প্রবাসে থাকি তিন বছর হয়ে গেল বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করার সৌভাগ্য হয় নাই । দুনিয়ার সকল সোনামনি গুলো বাবা মায়ের কাছে আদরে থাকুক সব সময় 🤲🤲🙏🙏
কি অসাধারণ, কি অপূর্ব!! একদমই ভাষায় প্রকাশ করার মত না। বার বার চেষ্টা করেও কান্না থামাতে পারলাম না। অজস্র ধন্যবাদ নাটকটির পরিচালক, সকল অভিনেতা এবং অভিনেত্রীদের।
ফানি আর অশ্লীল ভাষা ব্যবহার করে নাটক হিট বানানো যায় না এইটা আমি বিশ্বাস করি।।কিন্তু ঐসব এলিমেন্ট ছাড়াও যে এত সুন্দর করে গুছিয়ে নাটক বানানো যায় তার দৃষ্টান্ত এই ''বহিরাগত" নাটক টি।।সত্যি চোখের পানি আটকানো যায় নি কোনভাবেই।।খুবই খবই অসাধারণ গল্প।।
নাটকটির দুটি চরিএর মতোই সকল এতিমরা তাদের জীবনে অন্তত একজন খুব ভালো মানুষ পায়।এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ পরিচালক , অপূর্ব ভাইয়া,তটিনী আপু সহ সকলকে।
সত্যিই এগুলো নাটক নয়, এক একটি বাস্তব রূপ। এই নাটকগুলো দেখলে কখন যে চোখের ফাঁক দিয়ে পানি পড়তে থাকে নিজেও বুঝতে পারি না। ভালোবাসি প্রতিটি বাবা-মায়ের পবিত্র ভালোবাসা কে।❤
এই জেনেরেশন এসে প্রেম ভালবাসা নোংরামি ছাড়া কোন নাটক পাওয়া যায় সেটা বোধহয় এই নাটক না দেখলে বুঝতামই না। মা বাবার ভালবাসা কতটা গূরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে বিস্তার করে আছে সেটা এই নাটকে অনুভব করা যায়। নাটক দেখতে দেখতে চোখ গুলো হঠাৎ দেখি অশ্রুশিক্ত মনে হচ্ছে বাস্তব কোন চিত্র আমার চোখের সামনে ভাসছে😭😭❤️🤦🏼♂️
তথাকথিত অবাস্তব একপেশে ভালোবাসাবাসির নাটকের মাঝে এমন কঠিন একটি বাস্তব ও শিশুদের সমস্যা নিয়ে করা নাটক টি খুবই ভালো লাগল। যদি আমরা দেশকে ভালোবাসি এবং একটি সুন্দর জাতি গড়তে চাই তাহলে এ জাতীয় সমস্যা ও সুন্দর সমাধান নিয়ে আরো নাটক হওয়া দরকার। ধন্যবাদ এ নাটকের সকল কলাকুশলীদের।
বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে প্রানবন্ত অসাধারন একটি নাটক 👍 অপূর্ব ভাই, তটিনী বোন ও রুনা বোনের হৃদয় ছুঁয়ে যাওয়া অনবদ্য তুলনাহীন অভিনয় 👌❤️❤️❤️ শিশু শিল্পীর দারুন সুন্দর অভিনয় 👌❤️ খুব ভালো লাগলো 👍
নাটকের যিনি লেখক তাকে জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে লক্ষ কোটি শুভেচ্ছা ও অভিনন্দন.... সমাজের বাস্তব চিত্র ধরার জন্য যাহা একমাত্র আমার জিবনের সাথে হুবহু মিল আছে শুভকামনা রইল নাটকের সাথে জরিত সকল সদস্য বৃন্দ কে..
নাটকটা দেখতে দেখতে কখন যে মনের অজান্তে কেঁদে ফেলেছি নিজেই জানি না, অসাধারণ একটা নাটক, বিবাহ বিচ্ছেদের আগে প্রত্যেক বাবা মার তাদের সন্তানের কথা একবার ভেবে দেখার দরকার
নাটক টা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না😭😭😢আবেগে কেদেঁ পেললাম😢😢😥😥এই নাটক টা দেখে যারা কান্না করেছে, চোখে জল চলে এসেছে তারা সবাই কমেন্ট লাইক দিয়ে যাবেন😭😭🙏🙏🙏
নাটক টি অসাধারণ, আমরা কোলকাতা বাসী রা বাংলাদেশের নাটক এর জন্য পাগল এক কথায়। এ দেশের নাটকের অভিনেতা অভিনেত্রীদের কোন তুলনা নেই। আমাদের কলকাতার শিল্পীদের যে নেই তা নয় কিন্তু কোলকাতা তে নাটকের মান এর চেয়ে ব্যবসাটা বেশি করতে গিয়ে দিনের শেষে জিরো।
দাদা, এটা তো আমরা(ছেলেরা) বুঝি। আমাদের দেশের অনেক মেয়েরা তো আবার কলকাতার কূটনৈতিক সিরিয়ালের জন্য পাগল। কলকাতার আর্ট ফিল্মগুলোর মান অসাধারণ। বাইশে শ্রাবণ, জাতিশ্বর, পস্ত, বেলাশেষে, আরো অনেক আছে, এ গুলো অনবদ্য সৃষ্টি।
কলকাতা থেকে বলছি। বয়েস আমার অনেক (৮২)। চোখে জল সহজে আসেনা। আজ এলো কষ্টে তারপর সুখে। সুখের কান্না। পরিচালক আর তার টীম কে আমার আশীর্বাদ ও শুভেচ্ছা।। আর অপূর্ব, তুমি অসাধারণ 😢আর রুমাও কম নয়। সবশেষে রাইসা-মুনতাহা। বুকে জড়িয়ে অনেক চুম্মা, অনেক অনেক আদর।😘😘😘😘😘
দাদা আপনার অনুভূতি আমার কাছে অসাধারণ লেগেছে। বাকি এর থেকে ও বেশি অনূভুতি কাজ করবে আপনার ইহধামের পরে। কেননা আপনি সব জেনে বুঝে ও সঠিক পথে আলোর পথে আসেননি। দাওয়াত রইল,,যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা,,বইটি পড়ার জন্য।
এর চাইতে চমৎকার অভিনয় আর হতে পারে বলে আমার জানা নাই। নায়ক-নায়িকা সহ পরিচালক কে জানাই আন্তরিক অভিনন্দন। এত সুন্দর নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য।❤❤❤❤
ঝোড়ো হাওয়া যেমন হুট করে ঘরে ঢুকে পড়ে, তটিনীও কেমন যেন সেভাবেই কোনও জানান না দিয়ে হঠাৎ করেই বাংলা নাটকের জগতে ঢুকে পড়লেন একরাশ স্নিগ্ধতা নিয়ে। এত স্বতঃস্ফূর্ত ও পরিশীলিত ওঁর অভিনয়, বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে উনি নতুন অভিনেত্রী। এই নাটকে ওঁর অভিনয় পুরো পরিবেশটাকে অদ্ভুত এক স্নিগ্ধতায় ভরে দিয়েছে। আর নিজের বিপরীতে এমন একজন নায়িকাকে পেয়ে অপূর্বর অপূর্ব অভিনয় আরও অপূর্ব হয়ে উঠেছে। সত্যিই, ভালো শিল্পীরা মানুষকে কত আনন্দই যে অকাতরে দিয়ে থাকেন ভাবলে আশ্চর্য লাগে।
অনেক কান্না করলাম আজ, বাস্তব কাহিনি যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় এ নাটক তার প্রমাণ। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বাবা মা না হয় একটু কষ্ট করে জীবনটাকে কাটিয়ে দিতে পারতো, সুখ তো নিজের কাছেই, চাইলে মানিয়ে চলা যায় মানিয়ে নিতে শিখা উচিত সবাইকে অত্যন্ত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। এ নাটক অনেক বড় একটা শিক্ষা সবার জন্য
নাটকের মাঝখানে প্রচন্ড ঘৃনা জন্মেছিল রুনা খানের প্রতি শেষে এসে তার প্রতি শ্রদ্ধা আর ভালবাসায় মনটা পরিপুর্ন হলো। ধন্যবাদ নাটকের নির্মাতাকে........ রুনা খান, অপূর্ব, টটিনি এবং স্নেহের মুনতাহার জন্য শুভ কামনা
আমি একজন ভারতীয় আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন প্রথম নাটক দেখেছিলাম 2018 সাল, এখন আমার কলেজ এর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হয়েগেলো 2023আজ ও আমি বাংলাদেশ এর নাটক দেখি,,, সত্যিই অনেক ভালো লাগে😍💓❤️
নাটকটি দেখে আমি কান্না করছি! বাস্তবতা থেকে নেওয়া হয়েছে এই নাটকটি। মা-বাবার ইগোর কারনে বাচ্চারা মা-বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়। আর জোর করে বন্দী করাযায় সন্ধি করা যায়না😢 ঈদের সেরা নাটক 💙💙
আমার মনে হলো অপূর্ব নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা উপলব্ধি করেছে,ওর শরীরের ভাষা দেখে বোঝা যাচ্ছিল। অপূর্ব অভিনয় করে নি,নিজের ভিতরের কষ্ট টা উজার করে দিয়েছে।
মন ছুয়ে যাওয়া গল্প.... আসলে বাচ্চাদের কষ্ট বাবা মা বোঝে না ❤ নিজেদের উগোর জন্য এমন করে বাচ্চারা মন থেকে দূরে সরে যায়। বাস্তব ভিত্তিক ঘটনা তুলে ধরা হয়েছে। ধন্যবাদ পরিচালককে। অপুর্ব সত্যিই অসাধারণ অভিনয় এবং তটিনী দারুন ছিলো ❤❤❤
নাটকটা খুব অসাধারণ হয়েছে। অপূর্ব স্যারের প্রত্যেকটা নাটকই বাস্তবতা তুলে ধরেন। উনার নাটক দেখে অনেক কিছু শেখার বোঝার মত। লাস্ট ফিনিশিং টা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনী😢😢
এই নাটক দেখে 😂😂😂😂😂😂😂😂 ইমোশনাল হয়ে পরেছি, এবং অনেক কিছু বুঝতে পারেছি যে কিছু কিছু বাবা, মায়ের কারনে ছোট্ট শিশু গুলোর এতিম এর মতোই জীবন যাপন করতে হয়, তাই সব বাবা মায়ের উছিত এই ছোট্ট অবুঝ শিশু গুলোর দিকে তাকিয়ে সেক্রিফাইস করা টা জরুরি,আর আমাদের কাছে এতো সুন্দর একটা নাটক উপাহার দেওয়া র জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।ইতি আব্দুল রাজ্জাক, কক্সবাজার থেকে আল্লাহ হাফেজ।
বর্তমান যুগের সময় উপযোগী একটি ভালো নাটক। নাটকে সমস্যা সমাধান সুন্দর হয়েছে। নাটকের লেখক, পরিচালক ও অভিনয় শিল্পী অপূর্ব, রুনা,তটিনি সহ সকলের জন্য শুভকামনা।
সত্যি বলছি নাটক টা দেখে চোখ দিয়ে পানি চলে আসলো আমি বুঝিনা যে আমাদের দেশের অধিকাংশ মানুষ বাংলাদেশের এতো সুন্দর নাটক ছেড়ে হিন্দি সিরিয়াল নিয়ে কেন পরে থাকে
বড় ছেলে নাটকের পর এই একটা নাটক যেটা দেখে চোখে অটো পানি চলে আসছে,,, আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা অসাধারণ অভিনয় হয়েছে,, তবে নাটকের ফিনিশিং টা ভাল হয়েছে বাবার মেয়ে বাবার কাছেই আছে তা না হলে ভিতরে আফসোস থেকে যেত 😢😢
এরকম একটা ১০০% সত্যি ,বাস্তব ধর্মী নাটক,আমি নাটকটি দেখে কেঁদে ফেলেছি,এই নাটকের পরিচালক রুবেন হাসানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি,অবাক হয়েছি কিভাবে সাজালেন এই নাটকটি,অপুর্ব এর কান্না দেখেই আমার বেশি কষ্ট লেগেছে,মেয়েরা তো এমনিতেই বাবার আদরের হয়,আর আমার বাবা নেই বলেই বেশি কষ্ট লেগেছে,আমিও আমার বাবার অনেক আদরের ছিলাম,ধন্যবাদ চ্যানেল আইকে,🤙❤️🥲
শুধু রোমান্টিক হিরো নয়, অভিনেতা অপূর্ব❤। দেখতে দেখতে নিজের অজান্তে চোখ থেকে জল বেরোচ্ছে। খুব কষ্ট হচ্ছে। শিশুশিল্পী এমেলিয়াও যথেষ্ট প্রতিভাময়ী। Thanks Mr. Rubel Hasan for casting Apurbo. Kolkata💐
@@mokiturrahman891 দেখবো না কেন ভাই... ভালোকে ভালোবাসা তো ভালো। ভৌগোলিক বর্ডার আছে ম্যাপে, মনে নয়। আমরা তো প্রতিবেশি। আর শিল্প, সংস্কৃতিই পারে বন্ধুত্ব বজায় রাখতে। জয়া আহসান সহ অনেক শিল্পী আছে যারা আমাদের খুব পছন্দের। ভালো থাকবেন💐
আমি আসলে কখনো কোন সিনেমা দেখে কাঁদিনি /নাটক দেখে কাঁদিনি.... কিন্তু এই নাটকের শেষের যে দৃশ্যটা এটা দেখে আমি জানিনা অজান্তেই দেখি চোখ থেকে পানি পড়ে গেছে।
প্রতিজ্ঞা করছিলাম কাঁদবো না কিন্তু বহিরাগত নাটকে অপুর্বর, তটিনী, রাইসার অভিনয়ে আমাকে কাঁদিয়ে ছাড়লো,বাস্তব গল্প নির্ভর নাটক, আর অপুর্ব যেখানে থাকে সেটা তো অসাধারণ হবেই, বাংলাদেশের নাটক বিশ্বের সেরা ❤️❤️❤️ ধন্যবাদ পরিচালক কলাকৌশলি
যারা বাবা হয়েছে শুধু তারাই বুঝবে এই নাটকের মর্ম। অসাধারণ। মনে হয় না কারো পক্ষে সম্ভব চোখের পানি ধরে রাখা।
বাংলাদেশ এর শিল্পীদের অসাধারণ প্রাণবন্ত অভিনয়ের কোনও তুলনা নেই। অপূর্ব অনবদ্য। একজন ভারতীয় বাঙালি হিসাবে চাই আরও এগিয়ে চলুক বাংলাদেশের নাটক।
ধন্যবাদ💖
না❤
ধন্যবাদ ভাই ❤
ঠিক বলছেন
Apurbur toluna sodo apurbu neje ame opurbur onek baru fans ame sodo opurbur natok khuje khuje dekhe r a natok ta usadaron hoyce
অত্যন্ত মর্মাহত নাটক। সত্যিই শিশুরা অত্যন্ত অসহায়। সবথেকে সুন্দর লেগেছে তটিনী ও রাইসার ভালোবাসার বন্ধন। নাটকের অন্তিম পর্বটি দেখে চোখে জল চলে এসেছিল। সত্যিই সুন্দর ভাবে পরিচালিত একটি নাটক।
লাস্ট ১০ মিনিটের এমন দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নি,,,কেন জানি সত্যি চোখের পানি আটকে রাখতে খুব কষ্ট হয়ছে।অসাধারন।।।।
লেখককে অসংখ্য ধন্যবাদ। সুস্থ্য মস্তিষ্কের সূক্ষ্ণ চিন্তাধারার সামাজিক নাকট। শিক্ষণীয় এবং অনুকরণীয়। বেশ ভালো লাগলো।
এগুলো হচ্ছে প্রকৃত নাটক, মানসম্মত কাজ। নাটকটি আসলেই বেশি সুন্দর। অপূর্ব জাস্ট অপূর্ব। তটিনি দিন দিন নিজেকে আরো উচ্চতর জায়গায় নিয়ে যাচ্ছে। এগিয়ে যাও প্রিয় তটিনী।।
অসাধারণ একটা নাটক বিবাহ বিচ্ছেদের আগে তাদের সন্তানদের কথা ভেবে তারা যেন বিচ্ছেদ না করে,বাস্তবতা তুলে ধরছে অসাধারণ 🥀🥀
নাটকটা দেখতে দেখতে কখনঝে নিঝেই কেঁদে ফেলেছি বোজতেই পারিনী😢😢 এক কথায় অশাধারণ ছিলো সবার অভিনায়,,,,২০২৩ সের সেরা অভিনয় পুরুস্কার পাওয়ার জুগ্য
Sm vaiya😭
Lol😆😆😆😆😆😹👽🐸
same byi😢😢
'সত্যি 'নাটক দেখে মন ভারী হয়ে আসছে ।অসম্ভব সুন্দর পরিচালনা এবং অভিনয় ।প্রকৃত মায়ের চরিত্রে যিনি ছিলেন , অসাধারণ অসাধারণ ।মুগ্ধ হয়ে গেলাম ওনার অভিনয় দেখে ।অপূর্ব এবং তটিনী বড্ড ভালো ।ওঁদের একসাথে ভারী সুন্দর দেখাচ্ছে ।সবটুকু নিয়ে ফিরে ফিরে দেখার মতো কাজ ।
কি লিখব বুঝতে পারছি না মনের অজান্তেই চোখে পানি চলে আসলো । প্রবাসে থাকি তিন বছর হয়ে গেল বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করার সৌভাগ্য হয় নাই । দুনিয়ার সকল সোনামনি গুলো বাবা মায়ের কাছে আদরে থাকুক সব সময় 🤲🤲🙏🙏
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
ভালো থাকবেন বাইয়া❤❤
আমাও 🙏😭🥰
Apnarto 3 bochor Holo r Amar 6 bochor tahole Amra kmnne thaki
আমরা প্রবাসীরা মনের কষ্ট বুকে চেপে বালিশে মুখ লুকিয়ে কাদি যখন সন্তানের কথা মনে পরে
কি অসাধারণ, কি অপূর্ব!!
একদমই ভাষায় প্রকাশ করার মত না। বার বার চেষ্টা করেও কান্না থামাতে পারলাম না।
অজস্র ধন্যবাদ নাটকটির পরিচালক, সকল অভিনেতা এবং অভিনেত্রীদের।
ফানি আর অশ্লীল ভাষা ব্যবহার করে নাটক হিট বানানো যায় না এইটা আমি বিশ্বাস করি।।কিন্তু ঐসব এলিমেন্ট ছাড়াও যে এত সুন্দর করে গুছিয়ে নাটক বানানো যায় তার দৃষ্টান্ত এই ''বহিরাগত" নাটক টি।।সত্যি চোখের পানি আটকানো যায় নি কোনভাবেই।।খুবই খবই অসাধারণ গল্প।।
আপনজন আর বহিরাগত নাটক প্রমান করে প্রেম ভালোবাসা ছাড়াও সুন্দর নাটক হয়...অসাধারণ কাহিনী... এসব নাটক নির্মাতাদের ধন্যবাদ ❤
ওরা কারা যারা বাংলা সিনেমার চেয়ে বাংলা নাটক বেশি ভালবাসেন ..? ❤
আমি
আমরা
Ami
Ai je mone koren apni r ami,,,
Ami suraiya soma
আজ মনে হচ্ছে বাংলাদেশের দেশের নাটক আসলেই অতুলনীয়, অসাধারণ! এমন সুন্দর একটা নাটক উপহার দেওয়া র জন্য পরিচালক ও অন্যান্য কুশীলবদের ধন্যবাদ।
অনেকদিন পর বাংলা নাটক দেখে কান্না ধরে রাখতে পারলাম না,, মা বাবার ভুল সিদ্ধান্তের জন্য অবুঝ শিশু গুলো ভোগ করে, অতি সুন্দর অভিনয় ছিল, Awesome🌼❤️
বাঙ্গালী অভিনয় দেখে কাঁদে আর বাস্তবতা দেখে হাসে
@@junayedgaming-n1lরাইট
অপূর্বের কাছের মানুষ দেইখেন
Ami o kansi last ar dike
নাটকটির দুটি চরিএর মতোই সকল এতিমরা তাদের জীবনে অন্তত একজন খুব ভালো মানুষ পায়।এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ পরিচালক , অপূর্ব ভাইয়া,তটিনী আপু সহ সকলকে।
এমন নাটক হলে বারবার দেখতে মন চায়
😢😢😢😢
সত্যিই এগুলো নাটক নয়, এক একটি বাস্তব রূপ। এই নাটকগুলো দেখলে কখন যে চোখের ফাঁক দিয়ে পানি পড়তে থাকে নিজেও বুঝতে পারি না। ভালোবাসি প্রতিটি বাবা-মায়ের পবিত্র ভালোবাসা কে।❤
nice❤
😊😊
এক কথাই অসাধারণ একটা নাটক বলে বুঝানো যাবেনা ভালো বাসা এমন এক বন্ধন যা কেউ চাইলে ও হাজার কোটি টাকার বিনিময়ে আলাদা কোরতে পারবে না 😭😭😭😭😭
অপূর্ব, তটিনী, রুনা এবং রাইসা সবাই অনবদ্য মানে মন ছুঁয়ে যাওয়া অভিনয় করেছে,কাঁদতে হয়েছে আমার, অভিনন্দন অপূর্ব, পরিচালক এবং পুরো টিমকে।
এই জেনেরেশন এসে প্রেম ভালবাসা নোংরামি ছাড়া কোন নাটক পাওয়া যায় সেটা বোধহয় এই নাটক না দেখলে বুঝতামই না।
মা বাবার ভালবাসা কতটা গূরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে বিস্তার করে আছে সেটা এই নাটকে অনুভব করা যায়।
নাটক দেখতে দেখতে চোখ গুলো হঠাৎ দেখি অশ্রুশিক্ত মনে হচ্ছে বাস্তব কোন চিত্র আমার চোখের সামনে ভাসছে😭😭❤️🤦🏼♂️
তথাকথিত অবাস্তব একপেশে ভালোবাসাবাসির নাটকের মাঝে এমন কঠিন একটি বাস্তব ও শিশুদের সমস্যা নিয়ে করা নাটক টি খুবই ভালো লাগল। যদি আমরা দেশকে ভালোবাসি এবং একটি সুন্দর জাতি গড়তে চাই তাহলে এ জাতীয় সমস্যা ও সুন্দর সমাধান নিয়ে আরো নাটক হওয়া দরকার। ধন্যবাদ এ নাটকের সকল কলাকুশলীদের।
প্রত্যেক মানুষের জীবন অর্ধেক জলে, অর্ধেক জালে! মাকে হারিয়েছি ২০১৮ সালের ২৫ শে ডিসেম্বরে, অবশেষে নাটকটির মায়াজালে আমিও পড়লাম, চোখের জলে ভেসে গেলাম.....
বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে প্রানবন্ত অসাধারন একটি নাটক 👍 অপূর্ব ভাই, তটিনী বোন ও রুনা বোনের হৃদয় ছুঁয়ে যাওয়া অনবদ্য তুলনাহীন অভিনয়
👌❤️❤️❤️ শিশু শিল্পীর দারুন সুন্দর অভিনয় 👌❤️ খুব ভালো লাগলো 👍
😂😂
L
L
চোখের কোনায় জমানো জল কোনো কিছু লেখার শক্তিকে যেন বেঁধে রেখেছিল,মনে হলো সন্তানের প্রুতি বাবা মায়ের ভালোবাসার কোন এক লাইভ টেলিকাস্ট। অসাধারণ ,,,,,
অপূর্ব-তটিনীর জুটি সুন্দরভাবে মানিয়ে গিয়েছে❤ নতুন নায়িকাদের সাথেও অপূর্ব সুন্দর মানিয়ে নিচ্ছে। ❤
আসলে রুবেল ভাই মানেই আগন যে ক,তা নাটক নির্মাণ করছেন সব কইতা নাটকই
এক কথায় অসাধারণ 🎉🎉
নাইচ❤
নাটকের যিনি লেখক তাকে জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে লক্ষ কোটি শুভেচ্ছা ও অভিনন্দন.... সমাজের বাস্তব চিত্র ধরার জন্য যাহা একমাত্র আমার জিবনের সাথে হুবহু মিল আছে শুভকামনা রইল নাটকের সাথে জরিত সকল সদস্য বৃন্দ কে..
নাটকটা দেখতে দেখতে কখন যে মনের অজান্তে কেঁদে ফেলেছি নিজেই জানি না, অসাধারণ একটা নাটক, বিবাহ বিচ্ছেদের আগে প্রত্যেক বাবা মার তাদের সন্তানের কথা একবার ভেবে দেখার দরকার
Bastobe ai meyetar ma o Mone hoy divorci.tiktok a dekhlam
হুম 😢
অনেক সুন্দর কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
ইনন্ডিয়ার নাটক না দেখে বাংলাদেশের নাটক দেখা উচিত।
নাটক টা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না😭😭😢আবেগে কেদেঁ পেললাম😢😢😥😥এই নাটক টা দেখে যারা কান্না করেছে, চোখে জল চলে এসেছে তারা সবাই কমেন্ট লাইক দিয়ে যাবেন😭😭🙏🙏🙏
😢😢😢😢😢
আমি
amio vai
😢😢😢😢😢😢
Ami o kedhe pelesi bhai
নাটক টি অসাধারণ, আমরা কোলকাতা বাসী রা বাংলাদেশের নাটক এর জন্য পাগল এক কথায়। এ দেশের নাটকের অভিনেতা অভিনেত্রীদের কোন তুলনা নেই। আমাদের কলকাতার শিল্পীদের যে নেই তা নয় কিন্তু কোলকাতা তে নাটকের মান এর চেয়ে ব্যবসাটা বেশি করতে গিয়ে দিনের শেষে জিরো।
আর আমরা ভারতের সিরিয়াল দেখার জন্য অপেক্ষা 😢
Hi
Akdom thikkkkk❤❤❤❤❤
দাদা, এটা তো আমরা(ছেলেরা) বুঝি। আমাদের দেশের অনেক মেয়েরা তো আবার কলকাতার কূটনৈতিক সিরিয়ালের জন্য পাগল। কলকাতার আর্ট ফিল্মগুলোর মান অসাধারণ। বাইশে শ্রাবণ, জাতিশ্বর, পস্ত, বেলাশেষে, আরো অনেক আছে, এ গুলো অনবদ্য সৃষ্টি।
আপনাদের দেশের নাটক থেকে ঐ কুটনামী দেখার জন্য আবার আপনাদের মহিলারা এক পায়ে খাঁড়া।
কলকাতা থেকে বলছি। বয়েস আমার অনেক (৮২)। চোখে জল সহজে আসেনা। আজ এলো কষ্টে তারপর সুখে। সুখের কান্না। পরিচালক আর তার টীম কে আমার আশীর্বাদ ও শুভেচ্ছা।।
আর অপূর্ব, তুমি অসাধারণ 😢আর রুমাও কম নয়।
সবশেষে রাইসা-মুনতাহা। বুকে জড়িয়ে অনেক চুম্মা, অনেক অনেক আদর।😘😘😘😘😘
দাদা আপনার অনুভূতি আমার কাছে অসাধারণ লেগেছে। বাকি এর থেকে ও বেশি অনূভুতি কাজ করবে আপনার ইহধামের পরে। কেননা আপনি সব জেনে বুঝে ও সঠিক পথে আলোর পথে আসেননি। দাওয়াত রইল,,যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা,,বইটি পড়ার জন্য।
Hi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এর চাইতে চমৎকার অভিনয় আর হতে পারে বলে আমার জানা নাই। নায়ক-নায়িকা সহ পরিচালক কে জানাই আন্তরিক অভিনন্দন। এত সুন্দর নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য।❤❤❤❤
বড় ছেলে,ব্যাচ ২৭,কাছের মানুষ,বহিরাগত সবগুলোতেই অপূর্ব একটা থেকে আরেকটা ছাড়িয়ে গেছে।অসাধারণ অভিনয় দক্ষতা অপূর্বের❤️❤️❤️
অনেক দিন পর একটা অন্য রকম নাটক দেখলাম। প্রেমের নাটকের থেকে আলাদা অন্য একটি বিষয়... ভীষণ ভাবে ভালো লেগেছে।
সত্যি সব কিছু জোড় করে হয় না!❤
বাংলাদেশে এত এত রুচির দুর্ভিক্ষের মাঝখানে এরকম একটি সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
অপূর্বের কঠিন বিচার হওয়া উচিত, সে কেন মানুষকে এতো কান্না করায়!!
চোখের পানি চলে আসলো.....
Hahaha
একদম
অপূর্ব, নিশো তারা আগে থেকেই হিট😊😊😊😊😊😊
তাই তো
😆😆😀
যেমন কাহিনী, তেমন ষ্টারকাস্ট, তেমন অভিনয় কোনটাকেই কোনটা ফালানোর মত নয়।
অসাধারণ নাটক❤
আপনার কমেন্টটাও অসাধারণ 💔🥀
❤😢 shobar upor valobasha tahar upor kisu nei
@@mdriazuddin5169 aayan 😡❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@@shahnitarose3669😊
সবকিছুই ১০০%
নাটক দেখে চোখে পানি চলে আচ্ছে সত্যি এ বছরের সেরা নাটক এটা, 😓💔
100%right
Hmm
Amar oww chokher pani ashe geche really 🥺 last seen tah dekhe onek kostw laghlo💔
S
o
কারো কারো জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে এই নাটকের গল্পঃ
কি নাটক রে ভাই,,,,,মন ছুয়ে গেছে।।।।আমাদের দেশের নাটক নিয়ে গর্ব করা জায়
যারা এইরকম নাটক দেখে , তারা বরাবর ভালো মনের মানুষ ❤
Hmm
রাইট
Ami decktay balobashe 😊
হ আমিও
Hmm
ভীষন বাস্তব, এতো ভালো নাটক যে কি লিখব ঠিক বুঝে উঠতে পারছিনা, চোখে জল এসে গেল গেল অপূর্ব র অভিনয় দেখে। তটিনী ও অসাধারন অভিনয় করেছেন।🙏🙏🙏
ঝোড়ো হাওয়া যেমন হুট করে ঘরে ঢুকে পড়ে, তটিনীও কেমন যেন সেভাবেই কোনও জানান না দিয়ে হঠাৎ করেই বাংলা নাটকের জগতে ঢুকে পড়লেন একরাশ স্নিগ্ধতা নিয়ে। এত স্বতঃস্ফূর্ত ও পরিশীলিত ওঁর অভিনয়, বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে উনি নতুন অভিনেত্রী। এই নাটকে ওঁর অভিনয় পুরো পরিবেশটাকে অদ্ভুত এক স্নিগ্ধতায় ভরে দিয়েছে। আর নিজের বিপরীতে এমন একজন নায়িকাকে পেয়ে অপূর্বর অপূর্ব অভিনয় আরও অপূর্ব হয়ে উঠেছে। সত্যিই, ভালো শিল্পীরা মানুষকে কত আনন্দই যে অকাতরে দিয়ে থাকেন ভাবলে আশ্চর্য লাগে।
ভাষা হারিয়ে ফেলছি, নাটকটি দেখে আমার মনটা সত্যি কেঁদে উঠেছে, এই ফিল্মের সকলকেই অনেক অনেক ধন্যবাদ & সকলের মঙ্গল কামনা করছি ❤
It remembered be, the day Apurba had to say good bye to his son "AYYASH"😥😰😥
বাস্তব জীবনে অপূর্বর নিজের ছেলেটাও মনে হয় এই ছোট্ট বাচ্চাদের মতই। বাস্তব জীবনে যদি অপূর্ব এরকম হত 🙂
সত্যি এত সুন্দর নাটক সহজে হয় না । রুনা খানের অভিনয়ে চোখের পানি ধরে রাখা সত্যি কঠিন ছিল । ধন্যবাদ নির্মাতা ও কলাকৌশলীদের ।
আসলে টটিনির অভিনয় মনোমুগ্ধকর অপুর্ব ত সুপার ষ্টার।
হঠাৎ করে সিরিয়াস মুহূর্ত টাতে চোখে জল এসে গেলো। ভেতর থেকে কান্না পাচ্ছিলো। হার্ট টাচিং একটা নাটক
বাংলাদেশ এর এমন কিছু নাটক যা হৃদয় ছুঁয়ে যায় । না চাইলেও চোখে জল এসে যায়। সত্যি অসাধারণ যা বলে বোঝানো যায় না ।❤❤❤
👍👍
Tar moddhe opurbo best
😌😘👏😗😽😻😸💚💜🩵💙🙀🎂🍰🎁😊❤️💗💞💛🧡🧗🤎🪻🎊❣️🤔🔚🥳🤞🤨😇😋💕🙂
@@md.ismailmia1868😊😅😅😮😢🎉😂❤😊
এরকম অসাধারণ অনবদ্য অভিনয় আর বাস্তবিক নাটক দেখে কমেন্ট না করে পারলাম না।লাস্ট সীন টুকু এক্কেবারে হৃদয় স্পর্শ করার মতো❤️❤️❤️
এর আগেও অনেক কষ্টের নাটক দেখেছি কিন্তু কান্না করিনি আজ কেনো জানি এই নাটক দেখে চোখে পানি চলে আসলো 😢😢😢 এক কথায় অসাধারণ
অসম্ভব সুন্দর একটি নাটক অজান্তেই চোখে পানি চলে আসছে।প্রবাসে থাকলে বুঝা যায় ছেলে মেয়েদের থেকে দূরে থাকা যে কতো কষ্ট। ❤❤❤❤❤❤
ডিভোর্সে ঝরে যায় ছোট ছোট কোমল প্রাণ বাচ্চা গুলোর মায়া ভালোবাসা! বিচ্ছেদ কখনো সুখকর হতে পারেনা! 😢
হুম😢😢😢
@@AirinSultana-fn8jk হুম
অনেক কান্না করলাম আজ, বাস্তব কাহিনি যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় এ নাটক তার প্রমাণ। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বাবা মা না হয় একটু কষ্ট করে জীবনটাকে কাটিয়ে দিতে পারতো, সুখ তো নিজের কাছেই, চাইলে মানিয়ে চলা যায় মানিয়ে নিতে শিখা উচিত সবাইকে অত্যন্ত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। এ নাটক অনেক বড় একটা শিক্ষা সবার জন্য
সত্যি ভাষা হারিয়ে ফেলেছি, আমাদের সমাজে এরকমই হাজারও শিশু, এবং পরিবার রয়েছে, বড়দের ভুলের কারনে ছেলে মেয়েদের জীবন শেষ হয়ে যায়
রুনা খানের সেক্রিফাইজ করাটাও দারুন ছিলো।সমাজেন বিবাহ বিচ্ছেদ গুলো যদি বুঝে এমন ডিসিশন নিতো।
মা-বাবা ঝামেলা হলে একটা বাচ্চা পৃথিবীতে কতটা অসহায় হয়ে যায়।😢
একটু বেশিই সুন্দর হয়েছে নাটকটি।❤
হুম
😢
এরা বাবা মা নামের কলঙ্ক
বাংলাদেশের নাটকের মত নাটক পাওয়া অসম্ভব ❤কে কে আমার সাথে এক মত লাইক করেন ❤
❤
সহমত
নাটকের মাঝখানে প্রচন্ড ঘৃনা জন্মেছিল রুনা খানের প্রতি শেষে এসে তার প্রতি শ্রদ্ধা আর ভালবাসায় মনটা পরিপুর্ন হলো। ধন্যবাদ নাটকের নির্মাতাকে........ রুনা খান, অপূর্ব, টটিনি এবং স্নেহের মুনতাহার জন্য শুভ কামনা
যাদের দাম্পত্য জীবনে মনমালিন্যতা আছে ঐ স্বামী স্ত্রীকে বলবো। আলাদা হতে চাইলে সন্তান হওয়ার আগেই হয়ে যাও। শুধু শুধু শিশু সন্তানদের কে কষ্ট দিও না।
কেও ইচ্ছা করে আলাদা হতে চাই না,এক জনের থেকে যাওয়ার ইচ্ছা আর এক জনের চলে যাওয়ার বাহানা খুজা,এবাভেই আলাদা হয়ে যায় বাবা মা আর হেরে যায় সন্তান
অপূর্ব নিজেই তো ডিভোর্সি তাও একটা ছেলে সন্তান কে রেখে😢নিজের জীবনে তো এই রকম বুঝা উচিত ছিল।
এরকম বাস্তব কাহিনী নিয়ে যারা নাটক করে এরাই প্রকৃত পরিচালক প্রযোজক ধন্যবাদ সবাইকে
অসাধারণ একটা নাটক ,,শেষের অংশে চোখের পানি আটকে রাখতে পারিনি। শুধুই ভাবছিলাম কোন ভাবে যদি মেয়েটাকে বাবার কাছে রেখে যেত ভালো হতো,, শেষমেশ তাই হলো।
হারিয়ে যাই আমি তুটেনির নাটক থেকে
সত্যি বাস্তব মনে হয় আমার কাছে ❤ভালবাসা রইলো পুরো টিমের জন্য
আমি একজন ভারতীয় আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন প্রথম নাটক দেখেছিলাম 2018 সাল, এখন আমার কলেজ এর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হয়েগেলো 2023আজ ও আমি বাংলাদেশ এর নাটক দেখি,,, সত্যিই অনেক ভালো লাগে😍💓❤️
ওই নাটক টার নাম কি বড় ছেলে ছিলো?🤔
Thanks
আপনার বাড়ি কই
@@emranraja5194 basha kothay
@@emranraja5194Hm
কান্না করে দিয়েছি এত সুন্দর একটি নাটক কি যে বলবো ধন্যবাদ ডিরেক্টর ❤
আমি ভাষা হারিয়ে ফেলেছি।এত ভালো গল্প আর এত ভালো অভিনয়। নিজের অজান্তে কান্না এসে পড়েছে।
আসলেই মেয়েদের জন্য কিছু বলার মতো ভাষা নেই,, একজন সব ছেড়ে দেই ভালো থাকার জন্য,আরেক জন ভালো থাকার জন্য আগলে ধরে
নাটকটি দেখে আমি কান্না করছি!
বাস্তবতা থেকে নেওয়া হয়েছে এই নাটকটি। মা-বাবার ইগোর কারনে বাচ্চারা মা-বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়। আর জোর করে বন্দী করাযায় সন্ধি করা যায়না😢
ঈদের সেরা নাটক 💙💙
কিন্তু এই নাটকটি যে আমার বাস্তব জীবনের সাথে মিলে গেছে
আটকে আছি তোর মায়ায় নাটকের সেই ছোট্ট কিউট মেয়েটি আবার ও অপূর্বের মেয়ে।সত্যিই অসাধারণ নাটক।অপূর্ব ভাইয়া এবং তটিণী আপুর অভিনয় সেরা।❤️❤️❤️
আসলে নাটকটা দেখে চোখে পানি চলে এসেছে যার মা বাবা নেই তারাই বোঝে 😢😢😢
অনেক সুন্দর নাটক
রুবেল হাসান কে ধন্যবাদ বাস্তবতার সাথে মিল রেখে নাটক টি তৈরি করার জন্য
আবেগময় নাটক💖💖💖
ম মমঙম
এ
আমার মনে হলো অপূর্ব নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা উপলব্ধি করেছে,ওর শরীরের ভাষা দেখে বোঝা যাচ্ছিল। অপূর্ব অভিনয় করে নি,নিজের ভিতরের কষ্ট টা উজার করে দিয়েছে।
- ঘুম কি অসাধারণ জিনিস।🖤
- যদি আসে সব কিছু ভু'লিয়ে দেয়! আর যদি না আসে, তাহলে সব কিছু মনে করিয়ে দেয়।😓🌸🥀
এসব ফালতু কথা কোথায় পাস?
@@ibrahimpasha7835 Tor ki abal lok
Humm
কাজের ভিড়ে দীর্ঘ সময় নাটক দেখার সুযোগ হয়নি, নাটক টি দেখা র পর মনে হলো নাটকে এখন ও আগের মতো প্রাণ আছে। এক কথায় অসাধারণ। ❤
🍓🍓🍓
সহমত
সত্যিই নাটকটি দেখে আমি মুগ্ধ,কখন যে আমার চোখ দিয়ে পানি চলে এলো বলতেই পারিনা❤❤so impressed❤
মন ছুয়ে যাওয়া গল্প.... আসলে বাচ্চাদের কষ্ট বাবা মা বোঝে না ❤ নিজেদের উগোর জন্য এমন করে বাচ্চারা মন থেকে দূরে সরে যায়। বাস্তব ভিত্তিক ঘটনা তুলে ধরা হয়েছে। ধন্যবাদ পরিচালককে। অপুর্ব সত্যিই অসাধারণ অভিনয় এবং তটিনী দারুন ছিলো ❤❤❤
Hmm ❤❤❤
নাটকটা খুব অসাধারণ হয়েছে।
অপূর্ব স্যারের প্রত্যেকটা নাটকই
বাস্তবতা তুলে ধরেন। উনার নাটক দেখে অনেক কিছু শেখার বোঝার মত। লাস্ট ফিনিশিং টা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনী😢😢
Natokta khub asadharan pratakker avinoy asadharan arAprbar kano katha habe na Apurba beta amar kache ek duranta avineta oaro aro onek baro habe❤god bless you from kalkaka❤❤❤🎉
শেষের কয়েক মিনিট কান্না আটকানো সম্ভব হইনি কারো😭😭
ওদের চেয়ে মনে হচ্ছে দর্শকদের মনে বেশী কষ্ট লেগেছে😭😭
hmm right kotha bolcen 🤣🤣
Right Kotha
Thik bolechen apu..amio onek kanna korechi natokta dekhe
Ai kanna kkono dore rakha jabe na
❤
অনেক দিন পর এতো সুন্দর একটা নাটক দেখলাম । গল্প প্লাস অভিনয় পুরাই ১০০ । অপূর্ব ভাইয়ের অভিনয় টপ ক্লাস । 🎉
এই নাটক দেখে 😂😂😂😂😂😂😂😂 ইমোশনাল হয়ে পরেছি, এবং অনেক কিছু বুঝতে পারেছি যে কিছু কিছু বাবা, মায়ের কারনে ছোট্ট শিশু গুলোর এতিম এর মতোই জীবন যাপন করতে হয়, তাই সব বাবা মায়ের উছিত এই ছোট্ট অবুঝ শিশু গুলোর দিকে তাকিয়ে সেক্রিফাইস করা টা জরুরি,আর আমাদের কাছে এতো সুন্দর একটা নাটক উপাহার দেওয়া র জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।ইতি
আব্দুল রাজ্জাক, কক্সবাজার থেকে আল্লাহ হাফেজ।
ইমোশনাল এখনো হয়নি😂
অপুর্বের নাটকে কোন দরনের অশালিন ভাষা কখনো চোখে পড়েনি!😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Asole vai😊
রাইট বলেছেন,,, আমি অপূর্ব ভাইয়ের কঠিন বক্ত, খুব একটা মিস করি না তার অভিনীত নাটক গুলো
নাটকটা এক কথায় অসাধারণ ছিল । আমি তো দেখে নিজের কান্না ধরে রাখতে পারছিনা 😢😢😢 অপূর্ব আর তটিনী মানে নতুন কিছু 👌👌❤️❤️❤️
ভারত বর্ষ থেকে লিখছি
অসম্ভব সুন্দর একটা নাটক দেখলাম আর দেখলাম দুর্দান্ত অভিনয় অপূর্ব বাবু আর তটিনীর।
Yes ❤
বর্তমান যুগের সময় উপযোগী একটি ভালো নাটক। নাটকে সমস্যা সমাধান সুন্দর হয়েছে। নাটকের লেখক, পরিচালক ও অভিনয় শিল্পী অপূর্ব, রুনা,তটিনি সহ সকলের জন্য শুভকামনা।
ভালো লাগলে
এমন কোনো মানুষ পাওয়া যাবে নাহ, যে কি না এই নাটকটি দেখে কাদবে নাহ! পৃথিবীর সকল বাবা-মা ও সন্তানরা ভালো থাকুক
Thik kotha bolechen dada
চোখের পানি আটকাতে পারিনি। সত্যিই কেঁদে ফেললাম। আমিও যে বাচ্চাদের কে এমনটাই ভালো ভালোবাসি।
সত্যি বলছি নাটক টা দেখে চোখ দিয়ে পানি চলে আসলো আমি বুঝিনা যে আমাদের দেশের অধিকাংশ মানুষ বাংলাদেশের এতো সুন্দর নাটক ছেড়ে হিন্দি সিরিয়াল নিয়ে কেন পরে থাকে
এটা আভিনয় আর আভিনয় দেখে কাঁদতে নেই ❤❤❤❤
হুম সহমত
প্রতিদিন কি নাটক আসে??
হুম,,,,,,,,
একেই বলে মানসম্মত নাটক। এই ঈদের সেরা নাটক ❤️❤️❤️
Kacher manush the best 2023 eidul adha
সহমত পোষণ করলাম ভাই। প্রথমে বহিরাগত দেখে এই কমেন্ট করেছিলাম।
বহিরাগত এবং কাছের মানুষ দুইটাই অসাধারণ নাটক ❤️❤️
বড় ছেলে নাটকের পর এই একটা নাটক যেটা দেখে চোখে অটো পানি চলে আসছে,,, আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা অসাধারণ অভিনয় হয়েছে,, তবে নাটকের ফিনিশিং টা ভাল হয়েছে বাবার মেয়ে বাবার কাছেই আছে তা না হলে ভিতরে আফসোস থেকে যেত 😢😢
😅😅
মা- বাবার ভূল বুঝাবুঝির জন্য কষ্ট পায় বাচ্ছারা...
নাটকটা অপূর্ব আর আয়াশের জীবনের একটা অংশ আমার কাছে মনে হলো....😢
চমৎকার গল্প❤
yes
Yes it was the day , when Apurba had to say good bye to his son "AYYASH"😭😭😭
Apurba, Runa Khan er moto superstar er sathe palla diye obhinoy kore gelo emerging superstar Totini ! Salute to the whole team !
কি নাটক দেখলাম, নিজের অজান্তেই
অশ্রু দিয়ে অটোমেটিক পানি চলে আসল,
ধন্যবাদ
পরিচালক ভাই
😂🎉😢
এরকম একটা ১০০% সত্যি ,বাস্তব ধর্মী নাটক,আমি নাটকটি দেখে কেঁদে ফেলেছি,এই নাটকের পরিচালক রুবেন হাসানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি,অবাক হয়েছি কিভাবে সাজালেন এই নাটকটি,অপুর্ব এর কান্না দেখেই আমার বেশি কষ্ট লেগেছে,মেয়েরা তো এমনিতেই বাবার আদরের হয়,আর আমার বাবা নেই বলেই বেশি কষ্ট লেগেছে,আমিও আমার বাবার অনেক আদরের ছিলাম,ধন্যবাদ চ্যানেল আইকে,🤙❤️🥲
বাংলাদেশের নাটক দেখলেই হৃদয় মন জুড়ে যায়,আর আমাদের কূটনীতি কিছু সিরিয়াল দেখলে ডিসের রিচার্জ করতেই মন চাই না😂😂শুধু বাড়ির চাপে করতে হয়😊😊
শিক্ষনীয় বাস্তব ধর্মীয় একটা নাটক সবার দেখা উচিৎ।
সুড়ঙ্গ দেখলে আবার বাংলা নাটক দেখতে মন চাইবে না।
@@Aashique_Elahee কাছের মানুষ দেখেন হতাশ হবেন না
@@Aashique_Elahee apni dekechn .kmn holo?
😂😂😂
ছোট কাহিনী নিয়ে এত সুন্দর নাটক? প্রান ছুঁয়ে গেছে।
দুর্দান্ত,, প্রাণবন্ত অভিনয়, এক কথায় অনবদ্য সবার জায়গা থেকে অসাধারণ অভিনয় করছে, বর্তমান সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়েছে ❤❤
শুধু রোমান্টিক হিরো নয়, অভিনেতা অপূর্ব❤। দেখতে দেখতে নিজের অজান্তে চোখ থেকে জল বেরোচ্ছে। খুব কষ্ট হচ্ছে। শিশুশিল্পী এমেলিয়াও যথেষ্ট প্রতিভাময়ী। Thanks Mr. Rubel Hasan for casting Apurbo. Kolkata💐
Nije bhuktobhogi to... ... Tai aro bhalo bhabe futiye tulte pereche Apurbo....
আপনারা কোলকাতার দর্শক রা বাংলাদেশের নাটক দেখেন, এ জন্য অনেক অনেক ধন্যবাদ।
@@mokiturrahman891 দেখবো না কেন ভাই... ভালোকে ভালোবাসা তো ভালো। ভৌগোলিক বর্ডার আছে ম্যাপে, মনে নয়। আমরা তো প্রতিবেশি। আর শিল্প, সংস্কৃতিই পারে বন্ধুত্ব বজায় রাখতে। জয়া আহসান সহ অনেক শিল্পী আছে যারা আমাদের খুব পছন্দের। ভালো থাকবেন💐
আমি আসলে কখনো কোন সিনেমা দেখে কাঁদিনি /নাটক দেখে কাঁদিনি....
কিন্তু এই নাটকের শেষের যে দৃশ্যটা এটা দেখে আমি জানিনা অজান্তেই দেখি চোখ থেকে পানি পড়ে গেছে।
নাটক টা দেখে ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো। সত্যিই অসাধারণ একটি নাটক