প্রমিত উর্দু ভাষা ঢাকাইয়া উর্দু ভাষার মা ভাষা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2024
  • প্রমিত উর্দু ভাষা ঢাকাইয়া উর্দু ভাষার "মা" ভাষা। তেমনি হায়দ্রাবাদি উর্দু, ক্যালকেশিয়ান উর্দু, লাহোরি উর্দু ইত্যাদি আঞ্চলিক উর্দু ভাষারও "মা" ভাষা হলো প্রমিত উর্দু। তাই এই সমস্ত আঞ্চলিক উর্দু মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রমিত উর্দু ভাষার আরোও বিকাশ ,উন্নয়ন ও প্রচার কামনা করি ।
    প্রমিত উর্দু ভাষা বিভিন্ন ভাষাভাষীর ভিতর একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা এবং বর্তমান সময়ে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজে ভূমিকা পালন করছে । অপরদিকে আঞ্চলিক উর্দু ভাষাগুলি হলো সেই অঞ্চলের জনগণের মুখের ভাষা ও মাতৃভাষা ।ঢাকাইয়া উর্দুও প্রকৃত পক্ষে উর্দু ভাষা , তবে এতে কিছু বাংলা মিশ্রিত আছে। যেমনটা ভারতেও আছে।
    ঢাকাইয়া উর্দুকে অন্তত পক্ষে লিখিতভাবে বাঁচিয়ে রাখার জন্য বর্তমানে আমাদের উর্দু হরফের পরিবর্তে বাংলা হরফে লেখা ছাড়া কোনো উপায় নেই। কারণ অনেকে এখন বিশেষ করে তরুনেরা বর্তমানে আরবি বা উর্দু হরফ লেখতে পড়তে পারেনা যেমনটা আমরা ও আমাদের মুরুব্বিরা পারতেন। আমাদের পূর্বপুরুষদের কথ্য ভাষা ঢাকাইয়া উর্দু, কিন্তু লিখতেন নাস্তালিক অর্থাৎ উর্দু লিপিতে।
    ঢাকার নতুন প্রজন্মকে আরবি ও উর্দু বর্ণমালা শেখার আহ্বান জানাচ্ছি। তারা যখন উর্দু বর্ণমালা বুঝতে ও পড়তে পারবে তখন ঢাকাইয়া উর্দুর লেখাও পরিপূর্ণ কার্যকর হবে। তাই বলতে হয় “হালাত মে মাজবুর", শুক্রিয়া।

ความคิดเห็น •