ইলেকট্রিক কেটলি কিভাবে মেরামত করবেন।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 69

  • @abrarblog9338
    @abrarblog9338 10 หลายเดือนก่อน +3

    ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখে আমাকে ঠিক করতে পেরেছি।

  • @mehedihasanfardin624
    @mehedihasanfardin624 ปีที่แล้ว +4

    অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ❤️
    আপনার ভিডিও দেখে নিজে নিজেই ঠিক করে ফেলেছি 🙂

    • @MosahidMiah-m8q
      @MosahidMiah-m8q 10 หลายเดือนก่อน

      কোয়েল দাম কত বলবেন

  • @abosaddam9275
    @abosaddam9275 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম প্রিয় ভাই অনেক সুন্দর হয়ছে ❤❤❤🎉🎉🎉

    • @ServiceCentre50
      @ServiceCentre50  ปีที่แล้ว

      Thakns Bro.... 🥰

    • @mdramen6220
      @mdramen6220 ปีที่แล้ว

      ​@@ServiceCentre50😊হ 4:58 4:59

  • @md.ashrafulalam4403
    @md.ashrafulalam4403 ปีที่แล้ว +2

    ভিডিওটা খুব উপকারী। মিউজিক সাউন্ড খুব বাজে।

  • @shawonchamp719
    @shawonchamp719 ปีที่แล้ว +2

    ভাই আমার জগ টার পানি ছাড়া লাইন দিয়েছিলো, মনে করেছিলো যে পানি আছে, তবে জগে পানি ছিলো না, পরে একটা সব্দ হয়ে বন্ধ হয়ে গেছে,,, এখন কি এটার কয়েল গেছে?

  • @hafejredowanulbari5123
    @hafejredowanulbari5123 5 วันที่ผ่านมา

    আমার কেটলিটার একটা সমস্যা হয়েছে।
    কারেন্টে লাগাইলে লাইট জ্বলে এবং পানিও গরম হয়,কিন্তু পানি সামান্য গরম হলেই কারেন্টের সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যায়।
    বারবার চেষ্টা করলেও সংযোগ আসে না, আবার ১৫/২০ মিনিট পরে ট্রাই করলে কিছুক্ষণ চলে আবার বন্ধ হয়ে যায়।

    • @ServiceCentre50
      @ServiceCentre50  4 วันที่ผ่านมา

      ভাই আপনার কেটলির কয়েলের নিচে ওভার হিট রিলে আছে ওইটা খারাপ হয়ে গেছে,
      আপনি কেটলির ঢাকনা খুলে পানি গরম দিবেন, পানি গরম উঠিয়ে ফেলবেন।
      এভাবেই চালাতে হবে।
      অথবা মেকার দিয়ে ঠিক করে নিতে পারেন।

  • @SaifulIslam-r2z5z
    @SaifulIslam-r2z5z 11 หลายเดือนก่อน

    Digital meter diya kivabe map dibo jodi aktu bolten

  • @kawsarmahmud9455
    @kawsarmahmud9455 5 หลายเดือนก่อน

    ভাই আমার হিটার জগটা অটো বন্ধ হয় না। কি করা যায়?

  • @HfGu-dx6du
    @HfGu-dx6du ปีที่แล้ว +1

    ভাই আমারজগের সুইস অন করলে কারেন ভিতরে জায় জগে লাইল জলে কিন্ত পানি গরমহয় না ভাই দয়া করে বিডিও দিবেন

  • @uttampaul-j9m
    @uttampaul-j9m 17 ชั่วโมงที่ผ่านมา

    আমার জগটা পনি হিট হয়ে আসে আসে অমনি টপ করে বন্ধ হয়েজায় পুরাপুরি হিট হয়না কি করবো দয়া করে একটু বলবেন

    • @ServiceCentre50
      @ServiceCentre50  12 ชั่วโมงที่ผ่านมา

      @@uttampaul-j9m ভাই আপনার কেটলির কয়েলের নিচে ওভার হিট রিলে আছে ওইটা খারাপ হয়ে গেছে,
      আপনি কেটলির ঢাকনা খুলে পানি গরম দিবেন, পানি গরম উঠিয়ে ফেলবেন।
      এভাবেই চালাতে হবে।
      অথবা মেকার দিয়ে ঠিক করে নিতে পারেন।

  • @riponraj03
    @riponraj03 11 หลายเดือนก่อน

    ভাই আমার ইলেকট্রিক কেটলি প্রথম দিন সকেটে দিয়েছি সকেটি পুরে প্রায় গলে গেছে অল্প কিছু। তার পর বাসায় মেন সকেটে যখন দিয়েছি তার সাথে পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। করনীয় কি জানাবেন।

    • @ServiceCentre50
      @ServiceCentre50  11 หลายเดือนก่อน

      ভাই আপনার কি প্লিজ তারটা আছে ওই তারটা হয়তোবা শর্ট হয়ে গেছে অথবা কেটলির বডি শট হয়ে গেছে ভালো কোন মেকার দেখান অথবা আপনি যদি ইলেকট্রনিকস কাজ জেনে থাকেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ।

  • @mdmomin4783
    @mdmomin4783 10 หลายเดือนก่อน

    সঠিক উত্তর দিন, আপনাকে মনে রাখতে হবে এ-ই সব কাজ আরও অনেকেই আপনার চেয়ে অনেক ভালো করে বিঝে,,,
    পাতি পাতি করতেছেন এখানেও অটো কন্ট্রোল কাজ করে, আর সুইচ থেকে যে তার এসেছে যে কোনো এক যায় গায় লাগানো যাবে,,,
    সুইচের কাজ হচ্ছে পানি গরম হয়ে গেলে সঠিক তাপমাত্রায় অটো অফ হয়ে যায়,
    সর্ব ক্ষেত্রেই লুচ থাকার জন্যই সমস্যার সৃষ্টি হয়ে থাকে,

    • @ServiceCentre50
      @ServiceCentre50  10 หลายเดือนก่อน

      কথা শুনে হাসি পেলো।😄😄😄😃
      সুইচ কখনোই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না
      কিছু কিছু সুইচ আছে যার ভিতরে ওটো রিলে থাকে, পানি গরম হলে সেটা অফ হয়ে যায়, আবার কিছু কিছু কেটলি আাছে যেগুলোর নিচে অটো রিলে থাকে।ভাই ওটা কন্ট্রোলার হবে না,বা পাতি হবে না ওটা হলো অটো রিলে।

    • @mdmomin4783
      @mdmomin4783 10 หลายเดือนก่อน

      @@ServiceCentre50 বোদাই

  • @komoleshmondal2883
    @komoleshmondal2883 ปีที่แล้ว +1

    ধন্যবাদ

  • @abrarblog9338
    @abrarblog9338 10 หลายเดือนก่อน

    সরি আমি ঠিক করতে পেরেছি।

  • @HabiburRahman-vf9hs
    @HabiburRahman-vf9hs ปีที่แล้ว +1

    ভাই আমার কেটলির সমস্যা হলো পানি দেয়ার পরে কিছু ক্ষন লাইন চলার পর অটো বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রে কি করনিয়...?

    • @ServiceCentre50
      @ServiceCentre50  ปีที่แล้ว +1

      ভাই আপনার কিতলীর নিচের অংশে, ছোট্ট একটা অটো রেলে থাকে, ওই রিলেটা পরিবর্তন করতে হবে, যদি রিলে না পাওয়া যায় তবে, রিলে বাদ দিয়ে সরাসরি লাইন দিতে হবে। এতে কোন সমস্যা হবে না।

    • @NATURALSCENERY-e1c
      @NATURALSCENERY-e1c ปีที่แล้ว

      এটাকে এমন করে-ই তৈরী করা হয়েছে,শুধু আপনারটা না সব কেতলি পর্যাপ্ত পরিমাণ গরম হলে অটোমেটিক বন্ধ হয়ে যায়।

    • @mdmomin4783
      @mdmomin4783 10 หลายเดือนก่อน

      এটা কেমন কথা সরাসরি লাইন দিবে, সরাসরি লাইন দিলে আপনাকে প্রশ্ন করে লাভ কি,,
      যদি টেকনিশিয়ান হয়ে থাকেন সঠিক উত্তর দিন

  • @roniahmed8857
    @roniahmed8857 ปีที่แล้ว

    ভাই,,, সুইচের লাইন,ও লাইটের লাইন আউট করে দিলে সরাসরি কয়েল সংযোগ দিলে চলবে কি?

  • @talukder94
    @talukder94 ปีที่แล้ว

    ভইয়া আমারটার, হঠাৎ কিছুদিন ব্যবহার করা যায় কিন্তু আবার সংযোগ আসেনা।
    এ মুহুর্তে আমার করনীয় কি বলেন প্লিজ❤😢🫶🫶🫶🙏

    • @talukder94
      @talukder94 ปีที่แล้ว

      অর্থাং কিছুদিন পরপর ডিসকানেকটেড হয়ে যায়

    • @ServiceCentre50
      @ServiceCentre50  ปีที่แล้ว

      ভাই কেটলির নিচের পাটে ছোট ছোট ২টা পাতি আছে সেগুলো পাতলা কিছু দিয়ে ঘসে দিন, ওকে হয়ে জাবে

    • @talukder94
      @talukder94 ปีที่แล้ว

      ভাইয়া আমারটা দিনে চলে কিন্তু সন্ধার পরে এটা অন করলে সম্পূর্ণ বাসার কানেকশন চলে যায় কেনো?
      এখন আমার করণীয়?

  • @আমরাক্রিকেটপাগল

    সবই ভালো দেখলাম মিউজিক এর জন্য কথা বুঝা গেলো না ।

  • @Varieties_blog
    @Varieties_blog ปีที่แล้ว

    লাইন ডাইরেক করে দিছি গিটার এর সাথে কোন সমস্যা হবে?

    • @ServiceCentre50
      @ServiceCentre50  ปีที่แล้ว

      না, কোনো সমস্যা হবে না।

  • @MdHarun-qy7pg
    @MdHarun-qy7pg ปีที่แล้ว

    ভাই কয়েলটা কিভাবে চেক করবো

  • @user-um4mh5cn2j
    @user-um4mh5cn2j ปีที่แล้ว

    ভাই সব কিছু ঠিক আছে, সুইচ দিলে এন্টকাটার চলে কিন্তু পানি গরম হয় না কেন.?

    • @ServiceCentre50
      @ServiceCentre50  ปีที่แล้ว

      সুইজের তার শট করে দেখেন ওকে হয়ে যাবে।

    • @ServiceCentre50
      @ServiceCentre50  10 หลายเดือนก่อน

      @@mdmomin4783 আপনি কোন কিছু না জেনে বুঝেই শুধু শুধু মন্তব্য করতেছেন আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র মডিফাই করে কিভাবে কাজ করা যায় সেই ভিডিও গুলো আপলোড করি যেই জিনিসটা আর কাজ করবে না সেই জিনিসটা আপনি ফেলে না দিয়ে কিভাবে সেটা চালাতে পারেন সেই বিষয়ে এই চ্যানেলে তুলে ধরা হয় শুধু শুধু উল্টাপাল্টা মন্তব্য করবেন না।

  • @sadikhasan5867
    @sadikhasan5867 ปีที่แล้ว

    ভাই আমার কেটলি তে করেন্ট সংযোগ দিলে মাল্টিপ্লাগ গলে যায় সমস্যা টা কি ?

    • @smsujon3546
      @smsujon3546 ปีที่แล้ว

      কেটলির ওয়াট বেশি,মাল্টি প্লাগ ভালোটা লাগান

  • @sahuddinbepari9725
    @sahuddinbepari9725 ปีที่แล้ว

    হিটার জগ পানি গরম হুচ্চে কিন্ত অটো কাজকরেনা এটার সমাধান কি ভরাইয়া আশাকরি উত্তর দিবেন?

    • @md.habibullah9328
      @md.habibullah9328 ปีที่แล้ว

      সম্ভবত আপনার সুইচ চেঞ্জ করতে হবে

    • @Mnelectronic.s
      @Mnelectronic.s ปีที่แล้ว

      থার্মোস্ট্যাট চেঞ্জ করুন

    • @Mnelectronic.s
      @Mnelectronic.s ปีที่แล้ว

      থার্মোস্ট্যাট চেঞ্জ করুন

    • @mdaziz1285
      @mdaziz1285 ปีที่แล้ว

      হিটার জগের যে কারেন্টেের প্লাক আছে ওটা পাওয়া যাবে।

    • @mdaziz1285
      @mdaziz1285 ปีที่แล้ว

      আমার একটা প্রয়জন

  • @SaifulIslam-r2z5z
    @SaifulIslam-r2z5z 11 หลายเดือนก่อน

    কেটলির সব জায়গায় লাইন ঠিক পায়, কিন্তু পানি হিট হয় না কারন কি

    • @ServiceCentre50
      @ServiceCentre50  11 หลายเดือนก่อน

      আপনার কেটলির সুইস খারাপ হয়েছে কিনা চেক করে দেখুন।

    • @mdmomin4783
      @mdmomin4783 10 หลายเดือนก่อน

      কেটতির সব যায়গায় লাইন ঠিক আছে,
      আর টেকনিশিয়ান বলে সুইচের সমস্যার আছে 😁😁🌿🌿🌿😁😁😁😁😁

    • @ServiceCentre50
      @ServiceCentre50  10 หลายเดือนก่อน

      @@mdmomin4783 আপনার পেটে গুরা ক্রিমি আছে 😄 না হলে আপনি আমার পেছনে পড়ে আছেন কেন🥴

  • @brokenbd4658
    @brokenbd4658 ปีที่แล้ว +1

    ভাই কয়েল চেইঞ্জ করার কোন পথ আছে।

    • @ServiceCentre50
      @ServiceCentre50  ปีที่แล้ว

      না ভাই, এগুলো ওয়ান টাইম কয়েল।
      পরিবর্তন করা যাবেনা।
      চেনেলটা সাবসক্রাইবার করার অনুরোধ রইলো 🥰

  • @mirjamokul3379
    @mirjamokul3379 ปีที่แล้ว

    Body hoye jachhe.Body te current mare

  • @s.amultimeadia294
    @s.amultimeadia294 2 ปีที่แล้ว

    Vai amar kettle r signal light jole but pani gorom hoy na

    • @ServiceCentre50
      @ServiceCentre50  2 ปีที่แล้ว

      এস এ মাল্টিমিডিয়া কমেন্ট এর জন্য ধন্যবাদ। 🥰 ভাই কেবলির নিচের অংশটা খুলে একটু চেক করে দেখেন হয়তোবা কোয়েলের সাইট থেকে কোন তার ছুটে রয়েছে, অথবা সুইচটা খারাপ আছে।

    • @villagetv1936
      @villagetv1936 2 ปีที่แล้ว +2

      একটা ভিডিও দেন
      কিভাবে ঠিক করে দেখি
      আমারো সেম প্রবলেম

    • @ServiceCentre50
      @ServiceCentre50  2 ปีที่แล้ว

      @@villagetv1936 vi bujeya bolan bujlam na

    • @roniahmed8857
      @roniahmed8857 ปีที่แล้ว

      এভাবে চলবে কি?

  • @FEROZAKHATUN-k6d
    @FEROZAKHATUN-k6d 6 วันที่ผ่านมา

    এই টার কয়েল ঠিক করা যায় না।

    • @ServiceCentre50
      @ServiceCentre50  5 วันที่ผ่านมา

      @@FEROZAKHATUN-k6d না ভাই একবার নস্ট হলেই শেষ। কিন্তুু কেটলির কয়েল সহজে নষ্ট হয় না।

  • @silvergolden2349
    @silvergolden2349 3 หลายเดือนก่อน

    মিউজিক দেয়ার সিস্টেম টা বাজে

  • @Rubel.hossin
    @Rubel.hossin ปีที่แล้ว

    আপনার ফোন নামবার দেন

  • @mojibur4202
    @mojibur4202 ปีที่แล้ว +1

    ব্যাক রাউন্ড মিউজিক খুবই বিরক্তি কর।তাই লাইক দিলাম না।

  • @bab-beta
    @bab-beta 2 ปีที่แล้ว +1

    মিওজিকের জন্য কিছুই বুঝলাম না। বিরক্তিকর।

    • @ServiceCentre50
      @ServiceCentre50  2 ปีที่แล้ว

      মোঃ মিজানুর রহমান, আমারা আন্তরিক ভাবে দুঃখিত।