জনাবা উপস্থাপিকা খুবই লেইম প্রশ্ন দিয়ে হাসনাত এর সাথে কথা শুরু করেছেন। এটা না পারাটাই হাসনাত এরজন্য গৌরব এর গর্বের বিষয়, লজ্জার নয়।কারণ অপসংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে তাই স্যালুট জানাই হাসনাত কে।
উপস্থাপিকা ম্যাডাম আমি আপনার ফ্যান হয়ে গেছি। এখন টিভির কোন নাটক সিনেমা দেখি না শুধু যমুনা টিভি দেখি।কখন কি ঘটছে নতুন নতুন এত খবর প্রচার হচ্ছে এই চ্যালেনে।সত্য প্রচারে অনবদ্য যমুনা টিভি। অসংখ্য ধন্যবাদ।
এই উপস্থাপিকার এতো গলার জোর এতো দিন কথায় ছিলো!!! বেশি অহংকার কিন্তু পতনের মূল... যমুনা টিভির এটা মাথায় রাখা উচিত। এই ছেলে গুলোই কিন্তু নিজের বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো উপস্থাপিকার ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। ধিক্কার জানাই এধরনের এটেনশনর সিকার প্রোগ্রাম যা যমুনায় প্রচারিত হলো।।
@@merinamili9014 দেশ কয়বার স্বাধীন হয়?নাটক শুরু করেছেন সব? বলেন যে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে।কোনো রাজনৈতিক দলের পতন কে দেশের স্বাধীনতা বলে চালাবেন না।
কি দেখবে? আপনারা কোন ভালো একজনকে দেখাতে পারবেন যাকে আপনারা সামনে এনেছেন? যে কয়টা মেয়েকে শিরোনাম করেছেন তারা তো এক একটা কাপানো প্লেয়ার,,কি কাপানো সেটা মানুষ এখন বুঝতেছে,আপনারা তো দেশে ঘটে যাওয়া লুটপাট,বেহায়াপনা নিয়ে কখসো কাউকে প্রশ্ন করেন নি বরং আপনারাও সেটার সাথে উল্লাস করেছেন,,আসলে কি বলুন তো আপনারাও তো এইসব মেধাবীদের মতই মেধাবী সেজন্য এই অবস্থা
রাতে যারা লুঙ্গি ডান্স করেছে ওরা জানে মুজীবের আসল রূপ। তারা জানে মুজীব দেশের মানুষকে খুধায় মেরে নিজের ছেলের ধুমধামে বিয়ে দিয়েছে। ওরাই মূলত সঠিক আর সত্য জানে ওরা জানে কে জুলুম করেছে, ওরা জানে কে মীর জাফর গিরি করেছে। ওদের জ্ঞান বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অনেক বাইরে যা সত্য ও বিস্তৃত। আফসোস এযুগের মানুষ -"ভাত দে নইলে মানচিত্র চিবিয়ে খাব" লাইনটার মানে এখনো জানে না। আর যাই হোক জোর করে তো আর শোক দিবস পালন করানো যায় না।
প্রথমেই উপস্থাপিকাকে ধন্যবাদ জানাই চমৎকার একটি প্রশ্নের জন্য। ছাত্রদের উদ্দ্যশে বলছি, সেই অতীত রাজনীতিবিদদের মতই দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা। নিজেদের ভুল স্বীকার না করে সাফাই গাওয়া। এই তো হলো ক্ষমতার চরিত্র।
বোঝার জন্য ধন্যবাদ। এক কথায় এই দেশে লুকিয়ে আছে অসংখ্য "পাক সার জমিন সাদ বাদ" হৃদয়ে লালনকারী।যেই লাউ সেই কদু।রক্তে মিশে থাকা দুর্নীতি,লালসা যেমন মোচনীয় নয়,তেমনি পাকিস্তানি দোসরদের চেতনা ও অমোচনীয়। হৃদয়ে আমাদের লালসা,রক্তে আমাদের বেঈমানী,যারা নিজেদের স্বাধীনতার ইতিহাস,শ্রেষ্ঠ বাঙালিকে অসম্মান করে,তার স্মৃতি পোড়ায় সেই জেনারেশন থেকে আর কি বা আশা করা যায়!
আচ্ছা আব্দুল্লাহ ভাই আপনি যে বললেন সব তো আপনারাই ছিলনা কাজকে করল তাদের কেন আপনি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিবেন না আপনাকে সুন্দর ভাবে বলতেছেন ছাত্র আন্দোলন আপনি যে সব কথা বলতাছেন আপনারা কেন ব্যবস্থা নিলেন
@@ndrzmn মুজিব আসিল খুব বড়ো রকমের স্বৈরাচার, এইটা এরা বুঝে না। এই মহিলাও জানে না দেশের ইতিহাস, এখন মুজিব এর দালালি করতে আইসে আর মানুষ এইটারে নিয়ে নাচানাচি করতাসে
@@Dittp তার উপস্থাপনার অনেক জ্ঞান ই নেই,অহংকারী একটা ভাব নিয়ে পর্দার সামনে আসে, সেই অনুষ্ঠানটাতে আসে মূলত এটেনশন সিকার হিসেবে,এরা সুযোগ পেলেই মুখ খুলে, নতুবা নয়।
@@Dittp আগে আওয়ামী লীগ চাইত কোন টেলিভিশন তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। এখন তারা চাই কেউ স্রোতের বিপরীতে বলতে পারবে না। তাদের মতে এখন শিক্ষার্থীরা যা বলবে তাই । তাদের সিদ্ধান্তের কিংবা কাজকর্মের কোনো সমালোচনা করা যাবে না বা প্রশ্নবিদ্ধ করা যাবে না।
@@hasibulhasanshanto1052এটা প্রশ্ন না হওয়ারানি করার ধরন,,,,তিনি একটা সাদামাটা ভাবে বলতে পারতেন,,মনে করবেন তাদের ত্যাগ কিন্তু আপনার আমার চেয়ে অনেক বেশি,, so be respectful
যমুনা টিভি উপস্থাপিকা কে বলতে চাই , মাঝ রাতে যখন গান বাজছিলো তখন ধানমন্ডি 32 নম্বরের পুলিশ গুলো কোথায় ছিল? গান বন্ধ করা তো স্থানীয় পুলিশের দায়িত্ব ছিল। হেডম থাকলে 32 নম্বরের পুলিশদেরকে এনে কাঠগড়ায় দাড় করিয়ে প্রশ্ন করুন, উনারা কেন তাদের ডিউটি পালন করতে ব্যর্থ হলো? ছাত্রদের উপর গুলি বর্ষণ করার সময় তো উনাদেরকে খুব পাওয়া যায়
Lokkho hajar koti taka pachar hoye gese tader bichar niya kotha nai ..... Gono hottakarider name kotha nai ...... Chadabaj omanush golir biruddhe kono kotha nai ..... Bangladesh sei ager poradhin hoye ase ... Poribartronto ar taka pachartronto thake ar mukti milbe na ....
সব যদি ওরাই করে, আপনারা কি করছেন? ১৬ বছর ধরেতো আংগুল চুষলেন। ঘরে বসে থেকে চোখ বন্ধ করে বসে এটা ঠিক হয় নাই, ওটা ঠিক হয় নাই না বলে, বরং বাহিরে এসে সহযোগিতা করুন।
আপনি সত্যি বলছেন তাই বলে যারা গনহত্যা করছে তাদের পক্ষে কথা বলা অধিকার কে দিয়েছে তারা অনুষ্ঠান করতে পারেনায় তাতে যদি আপনার জলে তাহলে আপনি ও স্বৈরাচারী সরকার এ যুক্ত ছিলেন ধীক্কার জানায় যারা খুনি আর যারা সত্যের পক্ষে তাদের অধিকার কিভাবে এক হতে পারে
সত্যি বলছেন ভাই, আওয়ামী লীগের সরকার মানুষের অধিকার হরণ করেছে।এরা কিন্তু তার চেয়ে বেশি করছে এবং পিটিয়ে মারছে সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশ এদেশে কাছে জিম্মি
রাতে যারা লুঙ্গি ডান্স করেছে ওরা জানে মুজীবের আসল রূপ। তারা জানে মুজীব দেশের মানুষকে খুধায় মেরে নিজের ছেলের ধুমধামে বিয়ে দিয়েছে। ওরাই মূলত সঠিক আর সত্য জানে ওরা জানে কে জুলুম করেছে, ওরা জানে কে মীর জাফর গিরি করেছে। ওদের জ্ঞান বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অনেক বাইরে যা সত্য ও বিস্তৃত। আফসোস এযুগের মানুষ -"ভাত দে নইলে মানচিত্র চিবিয়ে খাব" লাইনটার মানে এখনো জানে না। আর যাই হোক জোর করে তো আর শোক দিবস পালন করানো যায় না।
সাবাশ উপস্থাপিকা ম্যাডাম।। আমি একজন সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলন এ রাস্তায় থাকা শিক্ষার্থী হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের এই অসহনশীল এবং রাজনৈতিক ভাবে উত্তর টানাকে খুব ভাল দৃষ্টিতে দেখছি না। বলতে গেলে হতাশ! আল্লাহ এদের বুঝ দিক৷ একই পথে না হাটুক।।
ওরা রাজনৈতিক দল গঠন করবে, রাজনিতী করবে শিক্ষার্থীদের ব্যবহার করে- এটাই লক্ষ্য। তারপর যাকে ইচ্ছা আলটিমেটাম দিবে, কর্মসুচী৷ পালনে বাধা দিবে,- যেমন ৩২ নম্বরে যারা গিয়েছে তাদের মেরে মোবাইল, মানিব্যগ ছিনিয়ে নিয়ে মেরে জামা কাপড় ছিড়ে রশি দিয়ে বেঁধে রেখেছে - যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। তারপর রাতে চর দখলের মত ৩২ নম্বর দখলে নেওয়া, কাউকে ঢুকতে না দেওয়া, ৩২ নম্বরে হিন্দি গান ড্যান্স, লুঙ্গি ড্যান্স তো চলছে- এগুলো হলো বৈষম্য বিরোধী স্বাধীনতার সুফল - যা জাতি দেখতে পাচ্ছে। স্বাধীনতা বলে কথা।
ভাই যদি ঘুড়িয়ে পেচিয়ে না বলে। যদি বলেন যে আমাদের কিছু সদস্য হয়তো ভুল করতে পারে সেটার জন্য দুঃখিত ভবিষ্যতে আমরা সর্বোচ্চ মনিটর করার চেষ্টা করবো। এভাবে বললে মানুষের রেসপেক্ট বারবে মানুষ কাইন্ডলি নিবে। ভুল হয়ে গেলে আমরা শিকার করে নিব আরেকজন কে দোষ দিব না❤। আর ভুল করবো না
উপস্থাপিকা আপনি এখন যেভাবে হাসনাত আব্দুল্লাহ কে থামিয়ে থামিয়ে প্রশ্ন করছেন জীবনে কোনদিন ক্ষমতাসীন মন্ত্রী দের এভাবে প্রশ্ন করতে পারছেন কি । এটাই স্বাধীনতা ।আর ভাষা পরিবর্তন করুন
যমুনা টিভিকে ধন্যবাদ। আপনারা সবসময় সত্য এবং ন্যায় এর সাথে খবর প্রচার করে আসছেন। তাই আপনাদের কে ভালোবাসে দেশের ১৮ কোটি মানুষ। এটা আপনাদেএ প্রাপ্য ❤️❤️❤️
এই মহিলাটাকে বিরক্ত লাগে রীতিমত। উদ্ভট। এখন ছাত্রদের নামে অনেকেই আন্দোলন করছে যারা ছাত্রদলের ছেলে। এখানে বৈষম্যবিরোধী ছাত্রদের মিলিয়ে ফেলার তো দরকার নেই।
হাসনাত সাহেব আপনি উপস্থাপিকার প্রশ্নের উত্তর দিলেন ন কেন? রচনা মুখস্থ বাদ দিন৷ সৈরাচার তো নিপাত গেছে আপনারা যা করছেন তা কি শোভনীয়? সাদা কে সাদা বলতে শিখুন৷ বঙ্গবন্ধুর ঢাকে সারা দিয়ে মানুষ যুদ্ধে নেমেছিলো৷ ততকালীন সময়ে ৭ লক্ষ মানুষের সমাগম হয়েছিলো৷ দেশে যদি নিজেদের আধিপত্য স্থাপন করতে চান তাহলে জনগণ সেটা শক্ত হাতে দমন করবেন৷
মাত্র ১০ দিন আগের সহযোদ্ধাদের তাজা লাশের রক্তের গন্ধ ভুলে লুঙ্গিড্যান্স দিচ্ছেন অথচ আমরা ৫০ বছর আগের রক্তের ঋণে এখনো কাঁদি!!!🥲 এটাই দল ও দেশের প্রতি কর্মীর কমিটম্যান্ট ও ভালোবাসা!!
হাসনাত আপনার অনেক বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ। এটা একটা দেশ কোন ডিবেটিং র মঞ্চ নয় এক নিঃশ্বাসে বলে দিলেন না হয় গনঠি পরে যাবে। শোক দিবস পালন যেহেতু করতে দিবেন না গানবাজনা বন্ধ করতে বৈষম্য দেখালেন কেন? ইতিহাস ছাড়বে না আপনাদের,,,,
এতোদিন এই উপস্থাপিকাকে কি কেউ দেখছেন,এরকম প্রশ্ন করতে? তার মানে এই পর্যায়ে আসার পিছনে ছাত্র আন্দোলনের ক্রেডিট অসাধারণ।। উপস্থাপিকা প্রশ্নপত্র নিয়ে আসছে,প্রশ্ন করার জন্যে,এখানে একটা বিসিএস পরিক্ষার্থী থাকলে ভালো হতো 😂😂
আমি সাংবাদিককে এটাকে বলতেছি নিজের কথাকে কখনো এতটুক তাকে দুর্বল করে তুলে ধরবেন না আপনারা যখন 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আপনাদের মুখ দিয়ে এত কথা বাড়ায়নি তখন আপনারা সাপোর্ট নিয়েছিলেন মন্ত্রীদের এমপিদের জনমুখী টস করতে যারা কথা বলত তারা আমাদের বিএনপির স্পিকার কেড়ে নিতো অনেক কিছু ছবি তোক আপনারা আমাদের দেশের ছাত্র সমাজকে আপনারা সাংবাদিক কখনো এভাবে লাঞ্ছিত করবেন না অথচ আমরা যে ছাত্র-ছাত্রীদের সম্মান করার চেষ্টা করবে
যেদিন টিএসসিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উপরে ছাত্রলীগ হামলা করে ছাত্রীদের রক্তাক্ত করে 🥹 টিএসসিতে বক্সে গান বাজাচ্ছিল বিরিয়ানি খাচ্ছিল সেদিন যমুনা তুমি কোথায় ছিলে...?!? সেদিন কি যমুনা তোমার এরকমের খবর প্রচার করার স্বাধীনতা ছিল???
@@MdAnamulHaqueBijoy-p1l হেডার লাইন দেখে আমি যা বুঝলাম আজ যারা লুঙ্গি ডান্স করছে তাহারাই তারা যারা সেই দিন আন্দোলনে ছাত্রলীগের ছেলেদের হাতে হয়রানি মারধর এর শিকার হয়েছিল...?
ভাইয়ে তো দেখি ভালই পলিটিক্স শিখে গেছে আর হাসনাত ভাইয়া আপনি কোন সালে জন্ম নেওয়া লোক ২০১৩ সালের এতো হিট একটা সং লুঙ্গি ড্যান্স সেটা জানেন না!! গুড answer bro😂
এদের কতটুকু রাজনৈতিক জ্ঞান আছে কিংবা দেশ চালানোর জ্ঞান আছে কিংবা কতটা সত্যের পক্ষে আছে সেটা তাদের কথাবার্তাই বুঝা যায় আপনি তাদেরকে যেকোনো প্রশ্নই করেন না কেন তারা ঘুরেফিরে সেই ছাত্র আন্দোলনে চলে যাবে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে কথা শুরু করবে এখানে তাকে কি প্রশ্ন করছে আর সে উত্তরটা দিচ্ছে একটা স্বৈরাচারের মত ঘুরিয়ে পেঁচিয়ে সোজা কোন উত্তর নেই সুতরাং এতে বুঝা যায় এদের হাতে দেশ নিরাপদ না আসলে কিন্তু একটা সত্যআপনি আমাকে গালি দিতে পারেন কিন্তু এটাই সত্য
@@baborbiswas2045 গতো ১৬ টা বছর আপনাদের এ সুশীলতা কই ছিলো.? এতো গুলো মানুষ যারা মারলো তাদের পক্ষ নিয়ে সাফাই গান কেনো লজ্জা থাকা উচিৎ এসব বলার আগে। অরাজগতা যা হচ্ছে সব আওয়ামী লীগ করে যাচ্ছে ওরা যা করছে সেটা বলতে গেলে বলেন দেশ কি স্বাধীন হলো তাইনা.? আপনাদের মতো মুখ গুজে থাকা মানুষ দের জন্যে যতো সমস্যা, সৈরাচার থাকলে মুখ বন্ধ, আবার তাদের কিছু বললে জলন শুরু। এতো কিছু দেখার পর ও যখন আপনার দিলে এদের জন্য মায়া তাহলে বুঝতে হবে আপনার ভিতর পঁচে গেছে।
আপনার কথা শুনে সত্যিই হাসি পেল।প্রশ্নটা এমন হলো কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি হিসেবে যদি হত্যাকারীকে হত্যা করা হয় তাহলে পার্থক্যটা কোথায়। ন্যূনতম কমনসেন্স থাকলেও এটা বোঝা উচিত জামাত বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ গুলো দেওয়া হতো তার কোনোটিরই প্রমাণ জনগণের কাছে দৃশ্যমান ছিল না। কিন্তু আওয়ামীলীগের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দেশবাসীর কাছে স্পষ্ট দৃশ্যমান। অর্থাৎ হাসিনা বলতো অন্যায় ভাবে আর ছাত্ররা বলছে ন্যায় ভাবে। এটাই পার্থক্য। এটাই পরিবর্তন।
@@baborbiswas2045sadhinota ki jante hole jara ayna ghore DB office bina karone nirjatoner sikhar chilo juger por jug tader jeye jigas koro.. Ghore boisa potor potor korle desh sadhin hoi na sadhin er por ta rokkha korte hoi ta korecho kichu? Net paia dhum dham comment korle illogical mansuh chotur na boka bolbe 😊
রাজনীতি করলে সমস্যা কুথাই ?! আমরা ও চাই নিউ রাজনৈতিক দল আসুক বাংলাদেশে।১৬বছর বাদ এ দিলাম জেইপরিমান মানুষ মারছে এই আন্দোলন এ তাদের বিচার নাকরে কেমনে কেউ অন্য শোক দিবস পালন করতে পারে যাকে মারার বিচার এন্ড কাজ্যকর উভয়ই হইছে আমার বোঝে আসছেনা।😢
@bdstudent24 na apnar ma korbe. Fazil ma baba niya kotha bola kon boiye shikcen? R jar comments e apni ei comments korlen oni kothayo kono dol er kotha boleni kinto? Ta hole apnar eto chulkay keno onar ma k niye? Protibondhir moto kotha bolben na e desh jmn apnar e desh tar o amr o
বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে রাজনীতি প্রতিটি সেক্টরে রাজনীতি। রাজনীতি ছাড়া দেশ চলে না বর্তমান এটাই বাস্তব। ভাই খুব সুন্দর ব্যাখ্যা করে উত্তর দিয়েছেন 💪🇧🇩
উপস্থাপিকা জনপ্রিয়তা লাভের জন্য একে একে নতুন ট্রিক খাটাইতে আসিলো। পানি লাগবে পানি, হাওয়া ভবন বনাম আয়নাঘর। কিন্তু এবার জনপ্রিয় হওয়ার বদলে অজনপ্রিয়ই হলেন তিনি।
নতুন প্রজন্মে নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি, লুংগি ডান্স, ন্যুড ডান্স, কান ধরে ওঠবস ডান্স, লাঠির তালে তালে গীতিনাট্য। আগামীতে আরও নতুন নতুন আইটেমের আশায় আছি।
ক্ষমতা পাওয়ার আগে এবং পরের শেখ মুজিবের চেহারা ছিল পুরোপুরি ভিন্ন। শেখ মুজিব কখনো আদৌতে গণতান্ত্রিকই ছিলেন না। নিজের ক্ষমতা নিয়েও ছিলেন সন্দিহান। কখনো নিজে প্রধানমন্ত্রী তো আবার কখনো প্রেসিডেন্ট। জহির রায়হানকে গুম করার মধ্য দিয়ে শেখ মুজিবের আমলেই প্রথম গুমের ঘটনা ঘটে। দুর্নীতি, লুটপাট আর অপশাসনের মহানায়ক ছিলেন শেখ মুজিব। সেনাবাহিনীর ক্ষমতা কমানোর জন্য গঠন করেন রক্ষীবাহিনী। যেটি দিয়ে দমন করতেন বিরোধী মত আর দলকে। তার আমলেই হত্যা করা হয় জাসদের হাজার হাজার নেতাকর্মীকে। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম নির্বাচনেও জোরপূর্বক ভোটডাকাতি করে জিততে হয় শেখ মুজিবকে। হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স চুরি করে নিজের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনেন শেখ মুজিব। নিজে পছন্দ করতেন তেলবাজি, তাই নিজের আশপাশ থেকে যোগ্য লোকদের সরিয়ে দিতেন। ক্ষমতার দম্ভে শেখ মুজিব ছিলেন ভীষণ অহংকারী। সিরাজ শিকদারকে হত্যা করার পর নিজেই সংসদে বলছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? নিজের সিনিয়রদেরও বলতেন তুইতোকারি করে। বিদেশী মিডিয়ার সামনেও চুরুট টেনে ধূমপান করতেন। চুয়াত্তরের দুর্ভিক্ষে ২৭ হাজার মানুষ মারা যাওয়ার পরেও উপহাস করে বলতেন, আমরা ফ্রি ফ্রি খাবার বিতরণ করেছি বলেই এত কম মানুষ মরেছে। কবি রফিক আজাদ লিখেছিলেন, 'ভাত দে হারমজাদা, তা না হলে মানচিত্র খাবো।' পরবর্তীতে এ কবিতা লেখার জন্য রফিক আজাদকে জেল খাটতে হয়। অবস্থা বেগতিক দেখে এবং ক্ষমতা হারানোর ভয়ে এক দেশ এক শাসনের নাম করে এরপর শেখ মুজিব বাকশাল গঠন করে। বিচারবিভাগসহ দেশের সকল ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখেন তিনি। শেখ মুজিবই ছিলেন বাংলাদেশের প্রথম স্বৈরশাসক। বাকশাল গঠন করার পর তাজউদ্দিন আহমেদ মুজিবকে বলেছিলেন, আপনাকে ক্ষমতা থেকে সরানোর গণতান্ত্রিকভাবে কোনো বৈধ পথই খোলা রাখলেন না। কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না৷ ১৫ই আগস্টে শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার জন্য ভিন্ন কোনো পথ তিনি নিজেই খোলা রাখেন নি। সপরিবারে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর তার কাছের চামচা আব্দুল মালেক উকিল নিজেই বলেছিলেন, জাতি আজ ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে। শেখ মুজিবকে হত্যাকাণ্ডের পর সারাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল। পুরো দেশ উৎসবে পরিণত হয়েছিল। দেশের প্রথম স্বৈরশাসকের মৃত্যুতে তাই রাষ্ট্রীয় শোক পালন ভীষণ আহাম্মকি, এটি বরং পারিবারিক শোক বলাই শ্রেয়।
ছাত্রদের পুজি করে আর কতো এখন যা হচ্ছে এটা ছাত্র বৈশম্য আন্দোলন না, ছাত্রদের পুজি করে বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ আসিল করাই এদের উদ্দেশ্য এটা এখন পরিস্কার - ছাত্রদের এখন ঘরে ফেরা দরকার পড়াশোনায় মনযোগ দেয়া প্রয়োজন। ধন্যবাদ যমুনা টিভি-
কে লীগ কে দল আর কে সমন্বয়ক এসব দেখবেন না।সত্য প্রচার চালিয়ে যান। যমুনার সাথে আছি
Akdom 👍👍
বিএনপি ক্ষমতায় আসলে দেখবেন তারেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
Right
Right
Ra Bhai hasnat shibir
Focus er teacher, ektu jene nen focus university coaching a Kara poray
মাপ চাই ভাই। যমুনা সবাইরে ধরতেছে 😮😂
কেউ বাদ যাচ্ছে না দেখি 😂
Salute Jamuna TV ❤️🇧🇩
Edite : OMG 4K 😯🤙[ almost in 38 hr ]
এটাই হওয়া উচিৎ, জবাবদিহিতা থাকতে হবে,তাহলে দূর্নীতি কম হবে।
নিরপেক্ষ টিভি চ্যানেল ❤️
এত সুশীল হতে যেওনা সোনারা
❤❤❤
জনগনের ক্ষোভের কারনে এই গান বাজানো হয়েছে। আপনার বাপ ভালো থাকলে, আপনারো উচিৎ উনার মর্যাদা বাচানোর জন্য নিজেকে তৈরি করা।
এরকম উপস্থাপিকা থাকলে আর দেশে কোনদিন কেউ অন্যায় করতে সাহস পাবে না। এগিয়ে যাও যমুনা টিভি ❤
R8
লু্ঙ্গী ড্যান্সতো ভালো গান
Ra Bhai hasnat shibir
Focus er teacher, ektu jene nen focus university coaching a Kara poray
স্বাধীনতা এরাই এনেছে কথা বলার,
Eta akhon kortece, karon sujog peyece!! Er age eta kothai cilo!!
জনাবা উপস্থাপিকা খুবই লেইম প্রশ্ন দিয়ে হাসনাত এর সাথে কথা শুরু করেছেন। এটা না পারাটাই হাসনাত এরজন্য গৌরব এর গর্বের বিষয়, লজ্জার নয়।কারণ অপসংস্কৃতি থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে তাই স্যালুট জানাই হাসনাত কে।
Absolutely agree with you...
Absolutely.....
Absolutely
Absolutely right
গানটার খারাপ দিক জানে।ভালো দিক জানে না
উপস্থাপিকা ম্যাডাম আমি আপনার ফ্যান হয়ে গেছি। এখন টিভির কোন নাটক সিনেমা দেখি না শুধু যমুনা টিভি দেখি।কখন কি ঘটছে নতুন নতুন এত খবর প্রচার হচ্ছে এই চ্যালেনে।সত্য প্রচারে অনবদ্য যমুনা টিভি। অসংখ্য ধন্যবাদ।
আমিও
আপু চান্সে মাইরা দিলেন তাই না?
Shame 2
কোথাও কি লেখা আছে ১৫ আগষ্ট ডিজে গান বাজানো যাবে না?? আমার প্রশ্নের উত্তর চাই এই উপস্থাপকের কাছে।
ঠিক😂
ধন্যবাদ যমুনা টিভিকে, সঠিক সময় সঠিক প্রশ্ন। একটা ব্যপার লক্ষ করলাম হাসনাত কিন্তু রাজনৈতিক কৌশলে উত্তর দিয়েছে। এটাই চির চেনা বাংলাদেশ।
She o ek time e political party join korbe ….. kisui na shobai dosh dhakbe eta jug jug dhorei chole ashce
এখন শুধুই পাওয়ার পালা.....
একদম সঠিক বলেছেন😅😅
Right
বুঝলাম না রে ভাই তোরা এতো হাসনাত ভাইয়ের পিছে পইরা আচোস কেন
এই উপস্থাপিকার এতো গলার জোর এতো দিন কথায় ছিলো!!! বেশি অহংকার কিন্তু পতনের মূল... যমুনা টিভির এটা মাথায় রাখা উচিত। এই ছেলে গুলোই কিন্তু নিজের বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো উপস্থাপিকার ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। ধিক্কার জানাই এধরনের এটেনশনর সিকার প্রোগ্রাম যা যমুনায় প্রচারিত হলো।।
❤❤
@@merinamili9014 দেশ কয়বার স্বাধীন হয়?নাটক শুরু করেছেন সব? বলেন যে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে।কোনো রাজনৈতিক দলের পতন কে দেশের স্বাধীনতা বলে চালাবেন না।
Right
কোনো সমন্বয়করা বুকের তাজা রক্ত দেয় নাই তাজা রক্ত যারা দিছে তাদের আজ খোঁজ ও নাই।
আপনি হয়তো নিকোল আপা কে আগে থেকে চিনেন না।এই অনুষ্ঠানের শেখ হাসিনা সরকার থাকার সময়ের এপিসোড গুলো দেখেন।তাহলে বুঝবেন উনি আসলেই কাউকে কখনো ছাড় দেননি।
উপস্থাপিকা কে বলছি আপনি পরিবর্তন খুঁজে পাচ্ছেন না। পরিবর্তনটা হলো এখানে আগে আপনি টকশোতে বিলাইয়ের মত কথা বলতেন এখন বাঘিনী মত কথা বলছেন।
100%
উনি আগেও এভাবেই কথা বলতেন । ওনার আগের ভিডিও গুলা দেখেন।
Abal naki tui onar sob video tei dekhi valo korei sobai dhoy
কি দেখবে? আপনারা কোন ভালো একজনকে দেখাতে পারবেন যাকে আপনারা সামনে এনেছেন? যে কয়টা মেয়েকে শিরোনাম করেছেন তারা তো এক একটা কাপানো প্লেয়ার,,কি কাপানো সেটা মানুষ এখন বুঝতেছে,আপনারা তো দেশে ঘটে যাওয়া লুটপাট,বেহায়াপনা নিয়ে কখসো কাউকে প্রশ্ন করেন নি বরং আপনারাও সেটার সাথে উল্লাস করেছেন,,আসলে কি বলুন তো আপনারাও তো এইসব মেধাবীদের মতই মেধাবী সেজন্য এই অবস্থা
সেটায়
এরকম নিরপেক্ষ সাংবাদিকতা চাই❤।
এরকম সাংবাদিকতাই দেশকে সঠিক পথে রাখবে।
কোথায় নিরপেক্ষ দেখলেন আপনি? লীগের শাসনামলে তো এভাবে প্রশ্ন করেনি
শ্রদ্ধেয় মাহমুদুর রহমানকে দেশে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হোক।@user-mb6eu9pw4u
শ্রদ্ধেয় মাহমুদুর রহমানকে দেশে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হোক।@user-mb6eu9pw4u
ছোট ছোট বাচ্চাদের হাতে এই দেশ ও নিরাপদ তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া মানে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া
সহমত
গত ১৫ বছর যারা হিন্দি গানের সাথে শোক দিবস পালন করেছে,তারা এই ১৫ আগস্ট গান বাজানোর সমালোচনা করতেছে😁।
অদ্ভুত!!!
😂😂😂waht da loguc
ধন্যবাদ আপনাকে
🍌
তাহলে আপনার কথা মতে দেশে বৈষম্য, প্রতিহিংসা থাকবেই?
ভাই তুই বুকে আয়।
হাসনাতের কথাগুলো আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক বক্তব্য সেই ঘুরিয়ে ফিরিয়ে কথা
নাগিন ডেনস দরকার ছিলো 15 তারিখ
শেষ পর্যন্ত বক্তব্য শুনছেন কি???
না হুদাই, না মুখস্ত বিদ্যা কমেন্ট???
শেষের দিকে কি বলেছে বলেন দেখি???😂😂😂
@@asrafbinmustak2382😂😂😂😂
নাগিন ডান্স হবে এবার😂😂
@@asrafbinmustak2382আপনি তো দেখি ভারাটে কমেন্টার। জারা উনার বক্তব্য কে নিয়ে মত প্রকাশ করেছে তআদের কমেন্ট এ গিয়ে জাস্ট পেস্ট করা একই কথা বলছেন।
হাসনাত ভাইকে অসংখ্য ধন্যবাদ, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য
এমন উপস্থাপনা যেনো যুগে যুগে জন্ম হয়।সাবাস যমুনা টিভি।
রাতে যারা লুঙ্গি ডান্স করেছে ওরা জানে মুজীবের আসল রূপ। তারা জানে মুজীব দেশের মানুষকে খুধায় মেরে নিজের ছেলের ধুমধামে বিয়ে দিয়েছে। ওরাই মূলত সঠিক আর সত্য জানে ওরা জানে কে জুলুম করেছে, ওরা জানে কে মীর জাফর গিরি করেছে। ওদের জ্ঞান বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অনেক বাইরে যা সত্য ও বিস্তৃত।
আফসোস এযুগের মানুষ -"ভাত দে নইলে মানচিত্র চিবিয়ে খাব" লাইনটার মানে এখনো জানে না।
আর যাই হোক জোর করে তো আর শোক দিবস পালন করানো যায় না।
সাহসী, মেধাবী, বস্তুনিষ্ঠ, অনুসন্ধিৎসু ও অসাধারণ উপস্থাপিকাকে নির্বাচনের জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ।
প্রথমেই উপস্থাপিকাকে ধন্যবাদ জানাই চমৎকার একটি প্রশ্নের জন্য।
ছাত্রদের উদ্দ্যশে বলছি, সেই অতীত রাজনীতিবিদদের মতই দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা। নিজেদের ভুল স্বীকার না করে সাফাই গাওয়া। এই তো হলো ক্ষমতার চরিত্র।
আসলে সত্যিই আমি হতবাক হয়ে গেছি আগের মতই রাজনীতিবিদরা যেরকম অন্যের উপর ঘাড়ে দোষ দিত এ ও দিচ্ছে
বোঝার জন্য ধন্যবাদ।
এক কথায় এই দেশে লুকিয়ে আছে অসংখ্য "পাক সার জমিন সাদ বাদ" হৃদয়ে লালনকারী।যেই লাউ সেই কদু।রক্তে মিশে থাকা দুর্নীতি,লালসা যেমন মোচনীয় নয়,তেমনি পাকিস্তানি দোসরদের চেতনা ও অমোচনীয়। হৃদয়ে আমাদের লালসা,রক্তে আমাদের বেঈমানী,যারা নিজেদের স্বাধীনতার ইতিহাস,শ্রেষ্ঠ বাঙালিকে অসম্মান করে,তার স্মৃতি পোড়ায় সেই জেনারেশন থেকে আর কি বা আশা করা যায়!
সাধারণ ব্যাপার এটা থাকবেই 😊
এরাও রাজনীতি শিখে গেছে
অবশ্যই দিবে৷ কাটা দিয়েই কাটা তুলতে হবে৷ আপনার নেতা নেত্রী রা গু খাবে মানুষ রে গু খাওয়ানোর ট্রাই করবে, তো তাদের যখন সময় আসবে তারা তো গু টা উগড়ে দিয়ে বিরানীই খাইতে চাইবে৷ এটাই স্বাভাবিক। লাউড এন্ড ক্লিয়ার
এই উপস্থাপিকাকে লুঙ্গি ড্যান্স সিনেমার উপর নোবেল প্রাইজ দেয়া হোক।তিনি লুঙ্গি ড্যান্স নিয়ে প্রচুর লেখা-পড়া করেছেন।
O ektu beshii buje gechhe.
তুমি মিয়া খলিফা নিয়ে গবেষণা করতে পারো, ইনি লুঙ্গি ডান্স নিয়ে গবেষণা করতে পারবে না 👍বাহ অসাধারণ।
উপস্থাপিকা আপু ওভার স্মার্ট। আমি দেখেছি তার কথাবার্তা। এরকম বাজে ভাবে আক্রমণ করা কেবল অশোভন না, উদ্দেশ্য প্রণোদিত।
নিকোল থাকেন, কিড হয়েন না।
😂😂😂😂
সে কি খারাপ বলেছে?শুধু বিএনপি, জামাতের পক্ষে কথা বললে ঠিক কথা বলা হয় তাই না।
Ji thik bolsen
😆😆😆 oh ti naki......
thik bolsen
এমন উপস্থাপিকা প্রতিটি টিভি চ্যানেলে দরকার❤❤
প্রেমে পড়ে গেলেন নাকি।
যমুনা টিভির প্রতি সম্মান বেড়ে গেল,,, সে যে দলেরই হোক সত্যি বলতে কাউকে ছাড় দিবেন না,,❤
আচ্ছা আব্দুল্লাহ ভাই আপনি যে বললেন সব তো আপনারাই ছিলনা কাজকে করল তাদের কেন আপনি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিবেন না আপনাকে সুন্দর ভাবে বলতেছেন ছাত্র আন্দোলন আপনি যে সব কথা বলতাছেন আপনারা কেন ব্যবস্থা নিলেন
you think she is neutral? Hasina is bad but Mujib was good? Read our history from books not political propaganda...
পক্ষে বললে বেড়ে যায়, বিপক্ষে গেলে কমে যায়
@@ndrzmn মুজিব আসিল খুব বড়ো রকমের স্বৈরাচার, এইটা এরা বুঝে না। এই মহিলাও জানে না দেশের ইতিহাস, এখন মুজিব এর দালালি করতে আইসে আর মানুষ এইটারে নিয়ে নাচানাচি করতাসে
@@ndrzmnকিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি।
যমুনা টেলিভিশন এর এই উপস্থাপিকার ন্যূনতম জ্ঞান নেই। এই যুক্তিগুলো 16 বছর ধরে কোথায় ছিল
আগে বলতে পারেননি, এখন বলার স্বাধীনতা ফেরত পেয়েছেন, বলছেন। এই স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছেন কেন?
@@Dittp তার উপস্থাপনার অনেক জ্ঞান ই নেই,অহংকারী একটা ভাব নিয়ে পর্দার সামনে আসে, সেই অনুষ্ঠানটাতে আসে মূলত এটেনশন সিকার হিসেবে,এরা সুযোগ পেলেই মুখ খুলে, নতুবা নয়।
@@Dittp আগে আওয়ামী লীগ চাইত কোন টেলিভিশন তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। এখন তারা চাই কেউ স্রোতের বিপরীতে বলতে পারবে না। তাদের মতে এখন শিক্ষার্থীরা যা বলবে তাই । তাদের সিদ্ধান্তের কিংবা কাজকর্মের কোনো সমালোচনা করা যাবে না বা প্রশ্নবিদ্ধ করা যাবে না।
@@hasibulhasanshanto1052এটা প্রশ্ন না হওয়ারানি করার ধরন,,,,তিনি একটা সাদামাটা ভাবে বলতে পারতেন,,মনে করবেন তাদের ত্যাগ কিন্তু আপনার আমার চেয়ে অনেক বেশি,, so be respectful
উনি এতদিন লুঙ্গি ড্যান্স নিয়ে গবেষণায় ব্যস্ত ছিলেন। উনাকে পরবর্তী অনুষ্ঠান এ পরে আসার জন্য একটা লুঙ্গি উপহার দেয়া হোক
এমনই হওয়া উচিত সবাইকে জবাব দিহিতা করতে হবে, ধন্নবাদ যমুনা টেলিভিশন
বাক সাধিনতা কোথায় বুঝলাম না, আমি গান গাইব কেন, তার ও জবাব দিহিতা করতে হবে? সাধিনতা তুমি কোথায় হারালে,,৷
সাংবাদিক হলে এইভাবে হওয়ার দরকার। ধন্যবাদ জানাই যমুনা টেলিভিশনের সাংবাদিককে
Atodin jamuna TV silona Vai. Hasinar kono oniyom tara ajo dekhte parini.
সঠিক সহমত দোয়া রইলো সাংবাদিক বোনের জন্য
রাজনীতি আবার চিরে চেনা রূপে ফিরে এসেছে 😢,আবার শুরু হয়েছে রাজনৈতিক বক্তব্য, এটাই আমাদের বাংলাদেশ 😅
ওনার কথা সবসময়ই এমনই শুনেছি। একটু দীর্ঘ হয়ে যায় আর ডিবেট প্রোগ্রামের মত তাই অনেকে ভুল বুঝে। আমি মনে করি।
BNP tandoblila suru korche tarpor eder natok kothao shanti nai
Natok suro hoye gese....
Lokkho hajar koti taka pacharkarider namer list mritto-dondo niya kotha nai....
Gono hottakarider namer list mritto-dondo niya kotha nai....
Chadabaj omanush golir name kono kotha nai ....
Baler news suro hoice ...
স্বার্থ ছাড়া আবার কেউ বাংলাদেশে এইসব করে !
@@SharminAktarbdরাইট
১৫ বছর ধরে কই ছিলেন, আর যারা বাকস্বাধীনতা এনেদিছে,যারা ১৫ আগস্ট নাচে নাই তাদেরকে কথা শোনাচ্ছেন। কারো ব্যক্তিগত শোক কখনই রাষ্ট্রীয় শোক হতে পারে না।
আজকে উচিত শিক্ষা হয়েছে,সবকটাকে এইভাবে ধরতে হবে । আশা করি অন্য টিভি চ্যানেলগুলো একই পথে অগ্রসর হবে
আওমী কুওারা যখন সৈরাচারী করছে তখন কোথায় ছিলেন
@@Ranashekh-deth.humanitytokhon uni protibad krcilo naki kore nai apni janen? hudai foul comment koren
@@Shahinur-y6i apni na bujhe reply korlen keno je kota somnnoyok der dhorar kotha bolce tare bolci uposthapika ke bolini bujhe reply diben
@@smshirshoyt9397.... Vai hujuge lafay...ki hoise ki ghotche khobor nai
ধারুণ উওর।
এ উপস্থাপিকার প্রশ্ন ,প্রশ্ন না ভাই এক একটা মাইর, প্রতিটা টিভি চ্যানেলে এরকম এক একটা দরকার।
heda, hasanat er dol korar dhandha, tai sotto lukiye iniye biniye kotha bole
ভাই তুই যে নাম্বার ১ চিটার,,,,,,চমৎকার ভাবে তা ফুটে উঠেছে 😅 ধন্যবাদ যমুনা
Bhai right you are
XD awami league er Shok vulte partesei na manushjon
Right
😂😂😂
ধন্যবাদ
গত ১৫ বছর শরে শুনছেন মুখ ফোটে নাই তখন, এখন আপনাদের মুখ ও ফুটেছে, যে রেস্পেক্ট অর্জন করছেন এসব অবাঞ্চিত প্রশ্ন করে সেটা হারাইয়েন না
Thik , mukh beshi fute gese😒
যাদের জন্য বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এখন তাদের উপর দিয়েই এরা এটা প্রয়োগ করছে 😂😂
@@Oishee-rv8md 😄😄😆
😆😆😆
@@SanuKhanSyl 😆😆😆
খালেদ মহিউদ্দিনের পর কারো টকশো দেখে খুব ভাল লাগে। উনার সাহসী উপস্থাপনা অসাধারণ। যমুনা টেলিভিশনের জন্য সম্পদ। 👍
শ্রদ্ধেয় মাহমুদুর রহমানকে দেশে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হোক।
আমি উপস্থাপিকার ফ্যান হয়ে গেছি,
এগিয়ে যান ❤
Ami o
সঠিক উত্তর চাপা রয়েই গেল। আমরা সবাই এই স্বাধীনতা চেয়েছি কিন্তু মহানায়কের অপমান চাইনি।ধন্যবাদ
Sheikh Mujib was not a “mahanayak.” He was a dictator and used to kill his political opponents.
যমুনা টিভি উপস্থাপিকা কে বলতে চাই , মাঝ রাতে যখন গান বাজছিলো তখন ধানমন্ডি 32 নম্বরের পুলিশ গুলো কোথায় ছিল? গান বন্ধ করা তো স্থানীয় পুলিশের দায়িত্ব ছিল। হেডম থাকলে 32 নম্বরের পুলিশদেরকে এনে কাঠগড়ায় দাড় করিয়ে প্রশ্ন করুন, উনারা কেন তাদের ডিউটি পালন করতে ব্যর্থ হলো? ছাত্রদের উপর গুলি বর্ষণ করার সময় তো উনাদেরকে খুব পাওয়া যায়
সহমত ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
কথা ঘুরাইতে ঘুরাইতে ৭ মহাদেশ পেচিয়ে এখন নোয়াখালীতে নিয়ে গেসে🤣🤣🤣
হাসনাত ভাই কথা শুনে যমুনা টিভির উপস্থাপিকা নিজেই বলদ হয়ে গেল।😂😂😅
জীবনে অনেক বড় সাংবাদিক হও মা মনি। অনেক আশীর্বাদ রইল তোমার জন্য।
আলহামদুলিল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ
ও বাবা মুখে বলি ফুটেছে দেখি
বাহ দারুন তো দিব্যি সুন্দর আগের রাজনীতিবিদদের মত কথা শিখে গেছে। carry on please carry on 😅😅😅
আবার সেই 3য় পক্ষ , লাভ কি হলো?
পুরাই বাটপারি লাইন ধরছে।
Mittha o age theke e bole...
Lokkho hajar koti taka pachar hoye gese tader bichar niya kotha nai .....
Gono hottakarider name kotha nai ......
Chadabaj omanush golir biruddhe kono kotha nai .....
Bangladesh sei ager poradhin hoye ase ...
Poribartronto ar taka pachartronto thake ar mukti milbe na ....
এরা আগে থেকেই জামায়াত,শিবির রাজনীতিতে সম্পৃক্ত ছিল
16 বছর আগে উপস্থাপিকার এই চ্যাটাং চ্যাটাং কোথায় ছিল?
১৬ বছর দেশ স্বাধীন ছিল না। এখন দেশ স্বাধীন হয়েছে। কথা বলার স্বাধীনতা থাকতে হবে। ১৬ বছর দেশ যেমন ছিল এখন তেমন থাকার জন্য কি এতগুলো মানুষ রক্ত দিয়েছে?
হাসনাত বাবা!
শুধু দায় নিলেই হবে না এসব ঘৃণ্য কাজ যেন কেউ না করতে পারে সে বিষয়ে কড়া নজর রাখতে হবে
জ্বী
কিভাবে একটা দল ৩ দিনের মধ্য শান্তি সমাবেশ করলো?? আর এটা ছাত্র সমাজ কিভাবে মেনে নিলো
ঠিক বলেছেন ভাই
শ্রদ্ধেয় মাহমুদুর রহমানকে দেশে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হোক।
সব যদি ওরাই করে, আপনারা কি করছেন? ১৬ বছর ধরেতো আংগুল চুষলেন। ঘরে বসে থেকে চোখ বন্ধ করে বসে এটা ঠিক হয় নাই, ওটা ঠিক হয় নাই না বলে, বরং বাহিরে এসে সহযোগিতা করুন।
ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। আমরা ১৬ বছর ধরে যা দেখে শুনে আসছি আজকেও তাই দেখতেছি ও শুনতেছি তা আর কোন দিন পরিবর্তন হবে না। এটাই হল রাজনীতি
আপনি সত্যি বলছেন তাই বলে যারা গনহত্যা করছে তাদের পক্ষে কথা বলা অধিকার কে দিয়েছে তারা অনুষ্ঠান করতে পারেনায় তাতে যদি আপনার জলে তাহলে আপনি ও স্বৈরাচারী সরকার এ যুক্ত ছিলেন ধীক্কার জানায় যারা খুনি আর যারা সত্যের পক্ষে তাদের অধিকার কিভাবে এক হতে পারে
সত্যি বলছেন ভাই, আওয়ামী লীগের সরকার মানুষের অধিকার হরণ করেছে।এরা কিন্তু তার চেয়ে বেশি করছে এবং পিটিয়ে মারছে সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশ এদেশে কাছে জিম্মি
😂 tai?
ঠিক
রাতে যারা লুঙ্গি ডান্স করেছে ওরা জানে মুজীবের আসল রূপ। তারা জানে মুজীব দেশের মানুষকে খুধায় মেরে নিজের ছেলের ধুমধামে বিয়ে দিয়েছে। ওরাই মূলত সঠিক আর সত্য জানে ওরা জানে কে জুলুম করেছে, ওরা জানে কে মীর জাফর গিরি করেছে। ওদের জ্ঞান বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অনেক বাইরে যা সত্য ও বিস্তৃত।
আফসোস এযুগের মানুষ -"ভাত দে নইলে মানচিত্র চিবিয়ে খাব" লাইনটার মানে এখনো জানে না।
আর যাই হোক জোর করে তো আর শোক দিবস পালন করানো যায় না।
সাবাশ উপস্থাপিকা ম্যাডাম।।
আমি একজন সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলন এ রাস্তায় থাকা শিক্ষার্থী হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের এই অসহনশীল এবং রাজনৈতিক ভাবে উত্তর টানাকে খুব ভাল দৃষ্টিতে দেখছি না। বলতে গেলে হতাশ! আল্লাহ এদের বুঝ দিক৷ একই পথে না হাটুক।।
তারা রাজনৈতিক দল ঘঠন করতেছে তাই এখন থেকেই রাজনৈতিক বক্তব্য অনুশিলন করছে😄😄😄
আওয়ামী লীগের কর্মী বা সমর্থক যারা ছিল তাদের জীবনকে বিএনপি র কিছু সন্ত্রাসীরা দূর্বিষহ করে তুলেছে।সবারইতো বাঁচার অধিকার আছে।এটা স্বাধীন দেশ না
ওরা রাজনৈতিক দল গঠন করবে, রাজনিতী করবে শিক্ষার্থীদের ব্যবহার করে- এটাই লক্ষ্য।
তারপর যাকে ইচ্ছা আলটিমেটাম দিবে, কর্মসুচী৷ পালনে বাধা দিবে,- যেমন ৩২ নম্বরে যারা গিয়েছে তাদের মেরে মোবাইল, মানিব্যগ ছিনিয়ে নিয়ে মেরে জামা কাপড় ছিড়ে রশি দিয়ে বেঁধে রেখেছে - যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।
তারপর রাতে চর দখলের মত ৩২ নম্বর দখলে নেওয়া, কাউকে ঢুকতে না দেওয়া, ৩২ নম্বরে হিন্দি গান ড্যান্স, লুঙ্গি ড্যান্স তো চলছে- এগুলো হলো বৈষম্য বিরোধী স্বাধীনতার সুফল - যা জাতি দেখতে পাচ্ছে।
স্বাধীনতা বলে কথা।
এই মহিলা সাংবাদিকের দেখি বঙ্গবন্ধুর প্রতি খুব ভালোবাসা 😆😆😆😆 এর আগে কখনো আওয়ামী লীগের কোন নেতা কে এভাবে তো প্রশ্ন করিনি যমুনার কোন সাংবাদিক😮😮😮
জেল থেকে যেভাবে দাগী বড়ো ভাইদের ছেড়ে দেওয়ার উৎসব শুরু হয়েছে, এর প্রতিফলের অপেক্ষায় আমরা সাধারণমানুষ।
তুমি জেলে যাও😂
@@MdJabedHossain-d9x জেল থেকে আসলাম পরশু দিন
@@sayamalkantidey850😀😀😀
@@sayamalkantidey850 well said 😅
@@sayamalkantidey850আওয়ামী প্রেতাত্মারা ষোলো বছর দেশটা লুটপাট করে খেয়েছে। কিন্তু মার খেলে বলে- আমি সংখ্যালঘু, আমি সনাতন, হিন্দু নিপীড়ন হচ্ছে😂😂😂😂😂।
ভাই যদি ঘুড়িয়ে পেচিয়ে না বলে। যদি বলেন যে আমাদের কিছু সদস্য হয়তো ভুল করতে পারে সেটার জন্য দুঃখিত ভবিষ্যতে আমরা সর্বোচ্চ মনিটর করার চেষ্টা করবো। এভাবে বললে মানুষের রেসপেক্ট বারবে মানুষ কাইন্ডলি নিবে।
ভুল হয়ে গেলে আমরা শিকার করে নিব আরেকজন কে দোষ দিব না❤। আর ভুল করবো না
স্বাধীন দেশে লুঙ্গি ডান্স শুনলে কি সমস্যা? এটাও কি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গান!
ai nuk do ta ketë
গতশোক দিবসে যারা হিন্দিগান বাজালো,,তারা কারা 😂???😅
সহমত
ধন্যবাদ যমুনাকে সবাইকে একই নজরে দেখার জন্য
সত্যি যমুনা টেলিভিশনের জন্য অন্য রকম ভালো বাসা তৈরি হয়ে গেলো❤❤❤
হুম
উপস্থাপিকা আপনি এখন যেভাবে হাসনাত আব্দুল্লাহ কে থামিয়ে থামিয়ে প্রশ্ন করছেন জীবনে কোনদিন ক্ষমতাসীন মন্ত্রী দের এভাবে প্রশ্ন করতে পারছেন কি । এটাই স্বাধীনতা ।আর ভাষা পরিবর্তন করুন
অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া মনে হয় আমাদের রাজনীতির একটা নীতি, 😂😂😂
পনের বছরের চর্চা, ভুলতে সময় লাগবে।
অন্যের উপর দোষ চাপানোর অপচেষ্টা।
@@wisdom_94 সেখ হাসিনারে ২টা দিন ও দেয় নাই ঠিকমত। আর এরা লাশের কথা ভুলে গিয়ে,হত্যার বিচার না করেই ডিজে পার্টি করে সারারাত।
সুন্দর কথা বলেছেন
R8
যমুনা আসলেই জনগনের। সে কাউকেই ছাড় দেয়না!🥰🥰🥰
গত ১৫ বছর ধরে শোক দিবসে হিন্দি গান বাজানো হয়েছিলো তখন কই ছিলো আপনার এমন প্রশ্ন,,, তখন তো বিড়ালের মতো ম্যাও ম্যাও করে নেতাদের সাথে কথা বলতেন,,,,,
ভারতের জাতীয় সঙ্গীত ওনার বাসার কাছে গাওয়া হইছিলো উনি মনে মনে তা আওরাইছিলো। ৩২ নম্বর পিরীতি আসে কোত্থেকে !!!
যমুনা টিভিকে ধন্যবাদ। আপনারা সবসময় সত্য এবং ন্যায় এর সাথে খবর প্রচার করে আসছেন। তাই আপনাদের কে ভালোবাসে দেশের ১৮ কোটি মানুষ। এটা আপনাদেএ প্রাপ্য ❤️❤️❤️
প্রথমেই ধন্যবাদ জানাই যমুনা টিভি এবং উপস্থাপিকা কে। আর যারা লুঙ্গি ড্যান্স করছে এদের কে আবার ও নাচতে হবে, তবে এবার আর নিজেরা না সরকার ওদেরকে নাচাবে।
আপনে ধীরে ধীরে দেশ সেরা উপস্থাপিকা হয়ে উঠছেন,স্যালুট আপনাকে।
একদিন সিগমা ট্যাগ পেয়ে ম্যাডাম চান্দে চলে গেছেন । ভাবছেন প্রতিদিন মার্কেট পাবেন 🤣
As like Indian bachelor lady presenter.
asolei
যমুনা সবাইরে ধরতেছে
কেউ বাদ যাচ্ছে না দেখি
Salute Jamuna TV 🇧🇩
@@pankagbachar3818 কিরে ভাই আমার প্রথম comment টা Copy করলেন নাকি 😆😆।
খুব সুন্দর 😆
@@Shafrin..... hmm vai..
ভাই দেখি আওয়ামীলীগ বিএনপির নেতাদের মত কথা বলতেছে।ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলা শিখে গেছে।
Era Shibir
তোর আব্বা @@begumsabiha3016
@@begumsabiha3016 বুঝি নাই আপু আমাকে শিবির বললেন?
কেন সে কি ভুল কিছু বলেছে? ঘুরিয়ে পেচিয়ে বুঝিয়ে বলেছে।
@@begumsabiha3016 এখানে ওবায়দূর কাদের থাকলে কি বলত শুনি?
এই মহিলাটাকে বিরক্ত লাগে রীতিমত। উদ্ভট। এখন ছাত্রদের নামে অনেকেই আন্দোলন করছে যারা ছাত্রদলের ছেলে। এখানে বৈষম্যবিরোধী ছাত্রদের মিলিয়ে ফেলার তো দরকার নেই।
হাসনাত অনেক সুন্দর করে উত্তর দিয়েছে। ধন্যবাদ
কেউ বাদ যাবেন-- ধন্যবাদ যমুনা টিভি ❤
স্বৈরাচার বিদায় করে, নিজেরাই আবার স্বৈরাচার হয়ে গেছে।
এই দেশ কখনোই পরিবর্তন হবে না😂😂😂
রাইট যে হারে মোবাইল চেক করছে উনারা
সহমত
RIGHT
হাসনাত সাহেব আপনি উপস্থাপিকার প্রশ্নের উত্তর দিলেন ন কেন? রচনা মুখস্থ বাদ দিন৷ সৈরাচার তো নিপাত গেছে আপনারা যা করছেন তা কি শোভনীয়? সাদা কে সাদা বলতে শিখুন৷ বঙ্গবন্ধুর ঢাকে সারা দিয়ে মানুষ যুদ্ধে নেমেছিলো৷ ততকালীন সময়ে ৭ লক্ষ মানুষের সমাগম হয়েছিলো৷ দেশে যদি নিজেদের আধিপত্য স্থাপন করতে চান তাহলে জনগণ সেটা শক্ত হাতে দমন করবেন৷
অসংখ্য অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনের সম্মানিত উপস্থাপিকা বোন কে।
মাত্র ১০ দিন আগের সহযোদ্ধাদের তাজা লাশের রক্তের গন্ধ ভুলে লুঙ্গিড্যান্স দিচ্ছেন অথচ আমরা ৫০ বছর আগের রক্তের ঋণে এখনো কাঁদি!!!🥲 এটাই দল ও দেশের প্রতি কর্মীর কমিটম্যান্ট ও ভালোবাসা!!
শেষ পর্যন্ত শুনেন মিয়া
Vai?? Ora oder khob jharce bujen na ken
Downfall suru
শত্য
কাইন্দে আর লাভ নেই
ওরা আসলেই মেধাবী , স্বল্প সময়ে খুব ভালো রাজনীতি শিখে গেছে। যে লাউ সেই কদু।
tui ki
ওরা আগেই থেকেই করে, তোমরা বুঝতে পারো নি
😳😳
শেষ পর্যন্ত বক্তব্য শুনছেন কি???
না হুদাই, না মুখস্ত বিদ্যা কমেন্ট???
শেষের দিকে কি বলেছে বলেন দেখি???😂😂😂
রাইট
হাসনাত আপনার অনেক বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ। এটা একটা দেশ কোন ডিবেটিং র মঞ্চ নয় এক নিঃশ্বাসে বলে দিলেন না হয় গনঠি পরে যাবে। শোক দিবস পালন যেহেতু করতে দিবেন না গানবাজনা বন্ধ করতে বৈষম্য দেখালেন কেন? ইতিহাস ছাড়বে না আপনাদের,,,,
ডিবেটিং করতে করতে সেই অভ্যেস টা রপ্ত হয়ে গেছে।😂😂
Ekdin eshob kichur bichar edeser jonogon korbe Insha allah . joto gulo somonnoyok ache ektar moddheo kono noitikota nei...agrashi monovab niye boktobbo prodan kore...etei bujha jay tara j nirdisto ekti doler hoye kaj korche...r e jati ochirei ta bujhbe
ইতিহাস কি বলে ভাই জানতে চাই?
@@NazmulHasan-xy3pvসময় বলে দেবে
Absolutely, few political parties behind them.
এতোদিন এই উপস্থাপিকাকে কি কেউ দেখছেন,এরকম প্রশ্ন করতে?
তার মানে এই পর্যায়ে আসার পিছনে ছাত্র আন্দোলনের ক্রেডিট অসাধারণ।।
উপস্থাপিকা প্রশ্নপত্র নিয়ে আসছে,প্রশ্ন করার জন্যে,এখানে একটা বিসিএস পরিক্ষার্থী থাকলে ভালো হতো 😂😂
আগেও তিনি এভাবে প্রশ্ন করতেন। হুদাই ফুটেজ খাওয়া বন্ধ করেন।
স্যালুট যমুনা টিভি ও উপস্থাপক কে।সবসময় এভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবেন।
উনি বলছে ছাত্রলীগ, আওয়ামিলীগ করছে😁
আবার বিকালে ফেসবুক পোস্টে উনিই ক্ষমা চেয়েছে😀
ম্যাডাম, আপনার প্রশ্ন করা দেখে আমি বিস্মিত হয়ে গেছি 🎉আপনাকে না আবার কোনদিন ২৪ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বসে।
হয়তো আল্টিমেটাম দিয়ে বসবে এই উপস্থাপকে ২৪ ঘন্টার বিতরে পদত্যাগ করতে হবে
@@beautiful1538nahole amra moha pora shokti boishommo birodhi chatro shomaj amder gunda rup abr dekhay dibo😅😅😅
আর কই দিন আর আশা রেখো না বিএনপি coming ইনশাল্লাহ সব ক্লিয়ার on the way
😂😂😂😂😂
@@TawsifahmedAjariগাছে কাঁঠাল গোফে তেল।
এরা সরকার পতন করার ক্ষমতা রাখে কিন্তু লুঙ্গি ডান্স গান থামানোর ক্ষমতা রাখেনা😂!
আমি সাংবাদিককে এটাকে বলতেছি নিজের কথাকে কখনো এতটুক তাকে দুর্বল করে তুলে ধরবেন না আপনারা যখন 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আপনাদের মুখ দিয়ে এত কথা বাড়ায়নি তখন আপনারা সাপোর্ট নিয়েছিলেন মন্ত্রীদের এমপিদের জনমুখী টস করতে যারা কথা বলত তারা আমাদের বিএনপির স্পিকার কেড়ে নিতো অনেক কিছু ছবি তোক আপনারা আমাদের দেশের ছাত্র সমাজকে আপনারা সাংবাদিক কখনো এভাবে লাঞ্ছিত করবেন না অথচ আমরা যে ছাত্র-ছাত্রীদের সম্মান করার চেষ্টা করবে
Right
Right
আওয়ামী লীগের সময় তো ভাই বাক স্বাধীনতা ছিল না।এখন তো আছে।তাই সে প্রশ্ন করছে।আপনাদের জ্বলে কেনো এতো প্রশ্ন শুনে?
যেদিন টিএসসিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উপরে ছাত্রলীগ হামলা করে ছাত্রীদের রক্তাক্ত করে 🥹 টিএসসিতে বক্সে গান বাজাচ্ছিল বিরিয়ানি খাচ্ছিল সেদিন যমুনা তুমি কোথায় ছিলে...?!? সেদিন কি যমুনা তোমার এরকমের খবর প্রচার করার স্বাধীনতা ছিল???
বাহ! খুবই ভালো কথা বলেছেন। 🎉
Deshta Valo vave cholte dao,atojamela koro keno,chatrorato valoi chalacce
আপনি মনেহয় হেডলাইন দেখেন নি। হেডলাইন দেখেন আগে, পরে কমেন্ট করেন।
এগুলো সব আওয়ামী লীগের এজেন্ট ABC টিম
@@MdAnamulHaqueBijoy-p1l হেডার লাইন দেখে আমি যা বুঝলাম আজ যারা লুঙ্গি ডান্স করছে তাহারাই তারা যারা সেই দিন আন্দোলনে ছাত্রলীগের ছেলেদের হাতে হয়রানি মারধর এর শিকার হয়েছিল...?
হাসনাতকে কথাই শেষ করতে দিচ্ছেনা। এইটা কোন ধরনের অভদ্রতা।
হীরক রাজার দেশে হীরক রাজা আনন্দ ক রবেই
এটা হকারি করছে মঞ্চ মানে বুঝো?.!
টেলিভিশনের সময়ের দাম আছে। একই প্যাচাল বারবার করার করার মানে হয় না।
আপু একদম উচিত যায়গায় ঘা মেরেছেন
@@ShahadatNoman উলটা পালটা প্রশ্ন করবে। আর আন্সার দিলেই দোষ??
এই মহিলার গলার জোর এতো দিন কোথায় ছিল।।
নিজ দায়িত্বে আনসাবক্রাইব করে নিলাম😅
ভাইয়ে তো দেখি ভালই পলিটিক্স শিখে গেছে আর হাসনাত ভাইয়া আপনি কোন সালে জন্ম নেওয়া লোক ২০১৩ সালের এতো হিট একটা সং লুঙ্গি ড্যান্স সেটা জানেন না!! গুড answer bro😂
Thik
😂
তিনি এখন সাধু সাজচ্ছেন😂
amr graduation 🎓 2014 te ses hoise
পলিটিক্স জানে না এমন না ভাই পলিটিক্স করতেই এরা আসছে
যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ কালকে কাল সাদাকে সাদা বলার জন্য ❤❤❤
League ki sada????
উত্তর শুনতে শুনতে প্রশ্নটাই ভুলে গেছি,,,,
(লুজ্ঞি ড্যান্স করলো কারা) আর উত্তর,,, গরু রচনা,🥴
এদের কতটুকু রাজনৈতিক জ্ঞান আছে কিংবা দেশ চালানোর জ্ঞান আছে কিংবা কতটা সত্যের পক্ষে আছে সেটা তাদের কথাবার্তাই বুঝা যায় আপনি তাদেরকে যেকোনো প্রশ্নই করেন না কেন তারা ঘুরেফিরে সেই ছাত্র আন্দোলনে চলে যাবে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে কথা শুরু করবে এখানে তাকে কি প্রশ্ন করছে আর সে উত্তরটা দিচ্ছে একটা স্বৈরাচারের মত ঘুরিয়ে পেঁচিয়ে সোজা কোন উত্তর নেই সুতরাং এতে বুঝা যায় এদের হাতে দেশ নিরাপদ না আসলে কিন্তু একটা সত্যআপনি আমাকে গালি দিতে পারেন কিন্তু এটাই সত্য
Akdom thik
Hahahahahaha,apnar kotha shunei ami behus😂😂😂😂
সহজ প্রশ্নে এতো ব্যাখ্যা কেন?? অদ্ভুত 🙄🙄🙄
😂😂 It's a student bro
Woman 😂
জামাত কে নিষিদ্ধ করছে তারা তাই আওমিলিকেও নিষিদ্ধ করা যাবে।
শেষ পর্যন্ত বক্তব্য শুনছেন কি???
না হুদাই, না মুখস্ত বিদ্যা কমেন্ট???
শেষের দিকে কি বলেছে বলেন দেখি???😂😂😂
কারণ সহজ প্রশ্নের উত্তর দিতে গেলেই ধরা খাবে।
ভাই হাসনাত আপনার উত্তর শুনে মনে হচ্ছে আমি আওয়ামী লীগ যুগে ফিরে গেছি,আপনার জায়গায় আওয়ামী নেতারা উত্তর দিচ্ছে।
Ami apnar sata ak mot same ans 😂 sob baal ake
😂😂 হাহাহা ঠিক 😊
@@mridulhossain1977 🥺🥺🥺
😂হাসনাত তো দেখি বারবার একই জায়গায় ফিরে আসে,ঐ কুমিরের লেজ খাজ কাটা,খাজ কাটা,,,,,,,,,,,,,😂😂😂😂😂😂😂😂😂
😂
আওয়ামিদের চাইতে বেটার না?
আওয়ামিদের চাইতে বেটার না?
😄😄😄😄
😂😂😂
যমুনা টিভিকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই সব কিছুর সত্যি তুলে ধরার জন্য ❤❤❤
আমরা এমন বৈষম্য বিরোধী আন্দোলন করিনি আপনারা যেভাবে একজন স্বাধীনতার মহান স্থপতি কে নিয়ে হাসি ঠাট্টা করছেন।
এটা পরিকল্পিত মনে হচ্ছে। আর এই এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টায় লিপ্ত এই উপস্থিকা।
সঠিক সহমত
সঠিক সহমত
এদের নিরপেক্ষ মনে হচ্ছে না এদের কথায় অনেক পেচ আছে এতে সন্দেহ নেই
@@rhibenimtiaz9441 sothik prosno korche er lagi to answer dite gia ghurani pechani
হাসিনা বলতো জামাত বিএনপি আপনি বলেন আওয়ামী লীগ পার্থক্যটা কই? পরিবর্তন কোথায়?
মজা লাগেনা তাইনা.? বি.এন.পি জামাত কিছু না করেও যদি দোষী হয়েছিলো, তাহলে আওয়ামী লীগ করলে কেনো দোষ দেয়া যাবেনা কোন ধরনের ভদ্রতা রে ভাই।
@@HMahmud96 তাহলে স্বাধীন হয়েছে দেশ এটা বলার মানে কি😂
আওয়ামী লীগ যা করছে আপনারা তাই করবেন, তাহলে স্বাধীনতা কোথায়..??
@@baborbiswas2045 গতো ১৬ টা বছর আপনাদের এ সুশীলতা কই ছিলো.?
এতো গুলো মানুষ যারা মারলো তাদের পক্ষ নিয়ে সাফাই গান কেনো লজ্জা থাকা উচিৎ এসব বলার আগে।
অরাজগতা যা হচ্ছে সব আওয়ামী লীগ করে যাচ্ছে ওরা যা করছে সেটা বলতে গেলে বলেন দেশ কি স্বাধীন হলো তাইনা.?
আপনাদের মতো মুখ গুজে থাকা মানুষ দের জন্যে যতো সমস্যা,
সৈরাচার থাকলে মুখ বন্ধ,
আবার তাদের কিছু বললে জলন শুরু।
এতো কিছু দেখার পর ও যখন আপনার দিলে এদের জন্য মায়া তাহলে বুঝতে হবে আপনার ভিতর পঁচে গেছে।
আপনার কথা শুনে সত্যিই হাসি পেল।প্রশ্নটা এমন হলো কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি হিসেবে যদি হত্যাকারীকে হত্যা করা হয় তাহলে পার্থক্যটা কোথায়। ন্যূনতম কমনসেন্স থাকলেও এটা বোঝা উচিত
জামাত বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ গুলো দেওয়া হতো তার কোনোটিরই প্রমাণ জনগণের কাছে দৃশ্যমান ছিল না। কিন্তু আওয়ামীলীগের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দেশবাসীর কাছে স্পষ্ট দৃশ্যমান। অর্থাৎ হাসিনা বলতো অন্যায় ভাবে আর ছাত্ররা বলছে ন্যায় ভাবে। এটাই পার্থক্য। এটাই পরিবর্তন।
@@baborbiswas2045sadhinota ki jante hole jara ayna ghore DB office bina karone nirjatoner sikhar chilo juger por jug tader jeye jigas koro..
Ghore boisa potor potor korle desh sadhin hoi na sadhin er por ta rokkha korte hoi ta korecho kichu? Net paia dhum dham comment korle illogical mansuh chotur na boka bolbe 😊
রাজনৈতিক বক্তব্য দিচ্ছে উনি এবং এটা পরিষ্কার এই বক্তব্যের মাধ্যমেই উনি সত্যি রাজনীতি করতেই এসেছে
কেন তোমার মা একাই রাজনীতি করবে
@@BuildingBangladesh2.0 উনার মা করবে কেনো এখন আপনার বাপ করবে রাজনীতি,,শুরু করেছেতো👻
রাজনীতি করা তো প্রত্যেক নাগরিকের অধিকার
রাজনীতি করলে সমস্যা কুথাই ?! আমরা ও চাই নিউ রাজনৈতিক দল আসুক বাংলাদেশে।১৬বছর বাদ এ দিলাম জেইপরিমান মানুষ মারছে এই আন্দোলন এ তাদের বিচার নাকরে কেমনে কেউ অন্য শোক দিবস পালন করতে পারে যাকে মারার বিচার এন্ড কাজ্যকর উভয়ই হইছে আমার বোঝে আসছেনা।😢
@bdstudent24 na apnar ma korbe. Fazil ma baba niya kotha bola kon boiye shikcen? R jar comments e apni ei comments korlen oni kothayo kono dol er kotha boleni kinto? Ta hole apnar eto chulkay keno onar ma k niye? Protibondhir moto kotha bolben na e desh jmn apnar e desh tar o amr o
বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে রাজনীতি প্রতিটি সেক্টরে রাজনীতি। রাজনীতি ছাড়া দেশ চলে না বর্তমান এটাই বাস্তব। ভাই খুব সুন্দর ব্যাখ্যা করে উত্তর দিয়েছেন 💪🇧🇩
হাসনাত আবদুল্লাহ ভাই সত্য কথা বলেন দয়া করে রাজনৈতিক নেতাদের মত কথা বলবেনা।তা হলে আওয়ামী লীগ সরকারের মত আপনাদের অবস্থা হবে ইনশাআল্লাহ।
হাসনাত ভাই আপনাদের সুর বদলে গেছে এটি শুভ লক্ষণ নয় কারো জন্যই
শেষ পর্যন্ত বক্তব্য শুনছেন কি???
না হুদাই, না মুখস্ত বিদ্যা কমেন্ট???
শেষের দিকে কি বলেছে বলেন দেখি???😂😂😂
Ra Bhai hasnat shibir
Focus er teacher, ektu jene nen focus university coaching a Kara poray
আরো বুঝবেন না
বর্ণমালা চলচিত্র দেখার আহবান থাকলো
@@IAintNoJokersomossha ki tor?? Sob jaigai aki comment koriccu ka??
আপনার জনপ্রিয় দিয়ে আমি কি করবো ভাই? আপনাকে ভালো মনে করেছিলাম কিন্তু যা বুঝতে পারতেছি তাতে মনে হচ্ছে নতুন স্বৈরাচার এর রূপ দেখব আবার।
উপস্থাপিকা আপাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ ❤
বাপ রে বাপ যেই প্রশনো করছে উপস্থাপিকা, যমুনা টিভি মানেই আগুন🔥
ধন্যবাদ যমুনা টেভি কে। সময় বুঝে কথা বলার জন্য ❤❤
এখন যে অবস্থা এর চেয়ে অবশ্যই আগের সরকারই ভালো ছিল।
উপস্থাপিকা জনপ্রিয়তা লাভের জন্য একে একে নতুন ট্রিক খাটাইতে আসিলো। পানি লাগবে পানি, হাওয়া ভবন বনাম আয়নাঘর। কিন্তু এবার জনপ্রিয় হওয়ার বদলে অজনপ্রিয়ই হলেন তিনি।
যমুনা টিভিকে সঠিক সময়ের সঠিক প্রশ্ন
সত্য সত্যই হয়,ধন্যবাদ যমুনা টেলিভিশন❤।নাগরিক হিসেবে আমাদের দ্বায়িত্ব কাওকে মাথায় চরতে না দেয়া, হোক সে সমন্বয়ক
একদম ওবায়দুল কাদেরের মতো রাজনীতিবিদ এই ছেলে। 😊
কেন
মাঝে মাঝে এই রকম প্রশ্ন করা উচিত,, ❤❤😂নিকোট আপু
হাসনাত ভাই একদিন আপনার কঠিন বিচার হবে এই বাংলার মাঠিতে
❤❤❤❤
শুধু অপেক্ষার পালা সাজেস্ট ও হাসানা তাদের কঠিন উদ্দেশ্য তারা আসলে বিএনপি করে
Agree
নতুন প্রজন্মে নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি, লুংগি ডান্স, ন্যুড ডান্স, কান ধরে ওঠবস ডান্স, লাঠির তালে তালে গীতিনাট্য। আগামীতে আরও নতুন নতুন আইটেমের আশায় আছি।
আমি একজন প্রবাসী।
বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে একটি সম্মানের জায়গা।
তাকে যারা অসম্মান করে তারা কখনোই ভালো মানুষ হতে পারে না।
সম্মান থাকলেতো অসম্মান করবে ।
@@mizanurrahmanmilon1917tor baper thik nai
সেই সম্মান নষ্ট করতেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা
অল্প বয়সে পাকিলে বা্, কা্ঁদিতে হয় চিরকাল
ক্ষমতা পাওয়ার আগে এবং পরের শেখ মুজিবের চেহারা ছিল পুরোপুরি ভিন্ন। শেখ মুজিব কখনো আদৌতে গণতান্ত্রিকই ছিলেন না। নিজের ক্ষমতা নিয়েও ছিলেন সন্দিহান। কখনো নিজে প্রধানমন্ত্রী তো আবার কখনো প্রেসিডেন্ট।
জহির রায়হানকে গুম করার মধ্য দিয়ে শেখ মুজিবের আমলেই প্রথম গুমের ঘটনা ঘটে। দুর্নীতি, লুটপাট আর অপশাসনের মহানায়ক ছিলেন শেখ মুজিব। সেনাবাহিনীর ক্ষমতা কমানোর জন্য গঠন করেন রক্ষীবাহিনী। যেটি দিয়ে দমন করতেন বিরোধী মত আর দলকে। তার আমলেই হত্যা করা হয় জাসদের হাজার হাজার নেতাকর্মীকে।
১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম নির্বাচনেও জোরপূর্বক ভোটডাকাতি করে জিততে হয় শেখ মুজিবকে। হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স চুরি করে নিজের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনেন শেখ মুজিব। নিজে পছন্দ করতেন তেলবাজি, তাই নিজের আশপাশ থেকে যোগ্য লোকদের সরিয়ে দিতেন।
ক্ষমতার দম্ভে শেখ মুজিব ছিলেন ভীষণ অহংকারী। সিরাজ শিকদারকে হত্যা করার পর নিজেই সংসদে বলছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার?
নিজের সিনিয়রদেরও বলতেন তুইতোকারি করে। বিদেশী মিডিয়ার সামনেও চুরুট টেনে ধূমপান করতেন।
চুয়াত্তরের দুর্ভিক্ষে ২৭ হাজার মানুষ মারা যাওয়ার পরেও উপহাস করে বলতেন, আমরা ফ্রি ফ্রি খাবার বিতরণ করেছি বলেই এত কম মানুষ মরেছে। কবি রফিক আজাদ লিখেছিলেন, 'ভাত দে হারমজাদা, তা না হলে মানচিত্র খাবো।' পরবর্তীতে এ কবিতা লেখার জন্য রফিক আজাদকে জেল খাটতে হয়।
অবস্থা বেগতিক দেখে এবং ক্ষমতা হারানোর ভয়ে এক দেশ এক শাসনের নাম করে এরপর শেখ মুজিব বাকশাল গঠন করে। বিচারবিভাগসহ দেশের সকল ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখেন তিনি। শেখ মুজিবই ছিলেন বাংলাদেশের প্রথম স্বৈরশাসক। বাকশাল গঠন করার পর তাজউদ্দিন আহমেদ মুজিবকে বলেছিলেন, আপনাকে ক্ষমতা থেকে সরানোর গণতান্ত্রিকভাবে কোনো বৈধ পথই খোলা রাখলেন না।
কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না৷ ১৫ই আগস্টে শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার জন্য ভিন্ন কোনো পথ তিনি নিজেই খোলা রাখেন নি। সপরিবারে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর তার কাছের চামচা আব্দুল মালেক উকিল নিজেই বলেছিলেন, জাতি আজ ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে।
শেখ মুজিবকে হত্যাকাণ্ডের পর সারাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল। পুরো দেশ উৎসবে পরিণত হয়েছিল। দেশের প্রথম স্বৈরশাসকের মৃত্যুতে তাই রাষ্ট্রীয় শোক পালন ভীষণ আহাম্মকি, এটি বরং পারিবারিক শোক বলাই শ্রেয়।
সেই ওবায়দুল কাদেরের মত ব্যাখ্যা। হায়রে অভাগা জাতি আমরা। ইচ্ছা করলেই চিরচেনা থেকে একটি ভিন্নতা আনা যেত।
শেষ পর্যন্ত বক্তব্য শুনছেন কি???
না হুদাই, না মুখস্ত বিদ্যা কমেন্ট???
শেষের দিকে কি বলেছে বলেন দেখি???😂😂😂
শেষ পর্যন্ত বক্তব্য শুনছেন কি???
না হুদাই, না মুখস্ত বিদ্যা কমেন্ট???
শেষের দিকে কি বলেছে বলেন দেখি???😂😂😂
Apni nejei to onner coment copy kore replydiccen@@asrafbinmustak2382
Shala bangalee sob eki rokto susto Rajnito ei dese r jonmo nibe na eder k nia asabadhi chilam but eder olpodin er j rajnoitik performance babare baba
Re boka full boktobbo son then reply korish
উপযুক্ত প্রশ্ন ম্যাম এই নিউজটা বহুবার দেখেছি যখনই সামনে চলে আসে আবার দেখি....অসংখ্য ধন্যবাদ আপনাকে ও স্যালুট জানাই!
ছাত্রদের পুজি করে আর কতো এখন যা হচ্ছে এটা ছাত্র বৈশম্য আন্দোলন না, ছাত্রদের পুজি করে বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ আসিল করাই এদের উদ্দেশ্য এটা এখন পরিস্কার -
ছাত্রদের এখন ঘরে ফেরা দরকার পড়াশোনায় মনযোগ দেয়া প্রয়োজন।
ধন্যবাদ যমুনা টিভি-
শেষ পর্যন্ত বক্তব্য শুনছেন কি???
না হুদাই, না মুখস্ত বিদ্যা কমেন্ট???
শেষের দিকে কি বলেছে বলেন দেখি???😂😂😂
ঘুরিয়ে প্যাচিয়েও ঠিকঠাক উত্তর দিতে পারলো না হাসনাত🤣
যেই লাউ সেই কদু🤣
আপনি দেখেন আমার পুরও সংলাপটাই দেখা- আপনি দেখেন🤣
নেতা হয়ে গেছ তোমাদের ভিতর আর কোন অধিকারের ভাষা নেই
Hasinar dalali kora bad den
রাইট
চাপা মারিসনারে হাসানাত জনগন আস্তে আস্তে সব বুজতেছে তোমার চেয়ে সুন্দর ভাষন দিতো সাদ্দাম এখন কোথায় খবর লও
Right bolcen