মানবতা প্রেমিক দাদাকে আল্লাহ সুবানাল্লাহ্তালা মৃতুর আগে মনে হয় ঈমান দিবেন বেহেস্তে নিয়ে যাবার জন্য উনার কর্মের পুরস্কার স্বরূপ । আমরাও উনার মতো চেষ্টা করি মানবতাসম্পন্ন কাজে নিয়জিত হবার সেটা হতে পারে মানুষের সাথে সুন্দর করে কথা বলা, একটু হাসি, ভালো এডভাইস দেয়া, কারো ক্ষতি না করা, একজনের সাথে আর একজনের সম্পর্ক নষ্ট না করা, কারো সম্পত্তি দখল না করা , আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা , অন্যের অযথা দোষ না খুঁজে নিজের দোষ ত্রুটি কাটিয়ে উডার চেষ্টা করা। বিশ্বাস করুন, পৃথিবীর সমস্ত সুখ হচ্ছে মনটা পরিষ্কার রাখা।
আজকে দুই একজন জ্ঞানীদের কথা নিয়ে কিছু লিখি,কারন ইলিয়াস কাঞ্চনও নির্বাচন কমিশন সংষ্কারের ৩ দফা প্রস্তাব দিয়েছেন। ১) "না"ভোটের জন্য অনেকেরই অনেক দিন যাবৎ টকশোতে, বিবিধ আলোচনায় এমন ভাবে বলতে শুনি মনে হয় "না"ভোটের অপশন না থাকাতেই আমাদের নির্বাচনের এই দূর্দশা।"না" ভোট থাকলে সব ভোটার লাইন ধরে হুমড়ি খেয়ে "না" তে লক্ষ লক্ষ কোটি কোটি সিল মেরে সব দুষ্টু দূর্বিনীত দলীয় ষণ্ডাদের(প্রার্থী) পরাস্থ করে সারাবিশ্বব্যাপী ব্যাতিক্রমী এক জয়জয়কার ফেলে দিত। এটা অতি অবশ্যই একটি ফালতু অপশন।আজ অবধি নিবন্ধিত ৪৮ টি রাজনৈতিক দল যদি সাধু কোন প্রার্থী দ্বার করাতে লোক না পায়, তাহলে "না" ভোট মেরে "হ্যাঁ জয়যুক্ত হয়েছে", "হ্যাঁ জয়যুক্ত হয়েছে", "হ্যাঁ জয়যুক্ত হয়েছে" মার্কা সংসদ গঠন করতে আপনি কতটুকু বাধা দিতে পারবেন। চ্যাংদোলা করে যে ভূয়া ভোটের আয়োজনে আপনাকে নিয়ে যাওয়া যায় না সেই আপনি "না" ভোট দিতে কোন লক্ষ্যে ভোটকেন্দ্রে যাবেন? ধরলাম আপনারা "না" ভোট এত বেশি দিলেন যে, আপনারাই সর্বোচ্চ ভোট পাইলেন। তারপর। আবার নির্বাচন দেয়া হলে আপনার পছন্দের প্রার্থী কোথা থেকে আসবে? গনতন্ত্রের মূলমন্ত্রই হইলো তুলনা মুলক ভালো প্রার্থী নির্বাচন করা।সিলেকশনটা তো ভোটাররাই করবে। যারা দেশের মালিকদের মধ্য থেকে সাবালক (১৮ বছর বয়সী) অংশ। তবে এই ক্ষেত্রে যে বিধানটা করা যায় সেটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের অপশন বন্ধ করে দিতে হবে। আরেকটা বিষয় মোট ভোটারের কত শতাংশ ভোট দিলে ভোট বৈধতা পাবে সেইটা নিয়া ভাবেন। ফালতু জিনিস নিয়ে ভেবে ভেবে জীবন শেষ করে দেওয়ার কোন মানে নাই। ২) স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনঃ বর্তমানে ভোটারের গোপনীয়তার আইন অমান্য করে ১% ভোটারের লিখিত সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করার বিধান একটি বিশেষ ধরনের ফালতু বিধান। যারা স্বতন্ত্র নির্বাচন করতে চান তাদেরকে অবশ্যই যে কোন দলের সদস্য হয়ে থাকলে নির্বাচনের নির্ধারিত তারিখের ৬ মাস পূর্বে দল থেকে পদত্যাগ করতে হবে এবং স্বতন্ত্র প্রার্থী নিসেবে নির্বাচন কমিশনে রেজিষ্ট্রেশন করতে হবে। এই ক্ষেত্রে নির্বাচনে প্রার্থী হওয়ার যেসকল শর্ত আছে সেটা পুরন করলেই চলবে। অতিরিক্ত বিশেষ কোন বিধান থাকার দরকার নাই। রাজনৈতিক দলগুলোও তাদের প্রার্থী তালিকা প্রতি আসনের বিপরীতে অনধিক ৩ বা ৪ জন করে মনোনীত করে নির্বাচন কমিশনে রেজিষ্ট্রেশন করাবেন নির্বাচনের জন্য নির্ধারিত তারিখের ৩-৬ মাস পূর্বেই। ফলে প্রার্থী যাচাই বাছাইয়ের কাজটা নির্বাচন কমিশন সময় নিয়ে করতে পারবে। ফলে দলগুলোর ফাইনাল নমিনেশনের পর আর আপিল করতে পুনরায় নির্বাচন অফিসে, হাইকোর্টে দৌড়াতে হবে না। অযথা রাজনৈতিক দলগুলোর এবং নির্বাচন কমিশনের পেরেশানি হতে হবে না। প্রার্থী রেজিষ্ট্রেশন হলে ঐ প্রার্থী চুড়ান্ত নমিনেশন না পেলেই অন্য দলে রাতারাতি যোগ দিয়ে অথবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার খারাপ সুযোগ বন্ধ হবে। ৩) দলীয় কর্মী সমর্থক গনেরও রেজিষ্ট্রার্ড দলীয় ভোটার হওয়ার বিধান করা উচিৎ। যারা অগ্রীম ভোট দিতে পারবেন। লিখাটা চলমান...
ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে পায়ে চালিত ১.রিকশা ব্যবহার করা উচিত। ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করলে ব্যয় বেড়ে যায় এবং এটি সাশ্রয়ী নয়। ২. ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়মের তোয়াক্কা করে না।তারা সড়কপথে যত্রতত্র চলাচল করে এবং যেখানে খুশি সেখানে পার্ক করে, যার ফলে যানজট সৃষ্টি হয়। ৩. চলন্ত রাস্তায় অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ ধরনের রিকশা হঠাৎ করে দিক পরিবর্তন করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। ৪. অনিরাপদ গতির প্রতিযোগিতা করে। ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে সিএনজি, মিনি ট্রাক, এমনকি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে। ৫. নিয়ম মেনে চলার জন্য সচেতনতা ও পদক্ষেপ গ্রহণ জরুরি। কর্তৃপক্ষের উচিত এ রিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতে এবং সঠিক নিয়মে সড়ক ব্যবহারে বাধ্য করা।
ভাই উনি ফ্রান্সে একজন শরণার্থী হিসেবে বসবাস করতেছে উনি বাংলাদেশের প্রবেশ করা ছাড়া বাকি সকল দেশে যেতে পারবে অর্থাৎ উনি বাংলাদেশে আসতে পারবে না উনি এ বিষয়টা অনেক আগেই ক্লিয়ার করছে😊
ভাই উনি বর্তমানে সকল উপদেষ্টার থেকেও ভালো কাজ করছেন। উনি সরকারের অংশ হলে উনাকে বিতর্কিত করা সহজ হবে। সরকারের উচিত পিনাকী দাদার পরামর্শ গ্রহণ করে কাজ করা।
চমৎকার একটি আইডিয়া। এটা বাস্তবায়ন করা দরকার। আমিতো মনে করি মন্ত্রণালয়ের উপর নির্ভর না করে তরুণদের মাধ্যমেই এটা বাস্তবায়ন সম্ভব। শুধু উদ্যোগটা নিতে হবে। বিপ্লব যেহেতু বৈষম্যবিরোধী ছাত্রদের হাত ধরে এসেছে, তাই এ উদ্যোগটা তারাই নিতে পারে। আমরা যারা জুলাই অভ্যুত্থানে রক্ত দিতে পারিনি এ সুযোগে দিয়ে দিলাম। ধন্যবাদ পিভদা।
চাতক পাখির মত তাকিয়ে থাকি। পিনাকি দাদার ভিডিও নোটিফিকেশনের জন্য।কারণ পিনাকী দাদার ভিডিওতে যত সঠিক তথ্য পেয়েছি। তত সঠিক তথ্য স্কুলের কোন পাঠ্য বইতে পাইনি।
@@asadrman9236restriction ase bhai ai jonno aste paren na and 2nd hoilo uni asben na akhon,,,,,,, uni age movie + book create korben then asben..........
আপনার চিন্তাভাবনা গুলো, আমাদের বুদ্ধিজীবীদের চিন্তা করা উচিত, দাদা আপনি অনেক দূরে এগিয়ে যান, কিছু লোকের কথায় কখনো পিছপা হবেন না, সারা জীবন এভাবেই সাধারণ মানুষের পাশে থাকবেন
ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে পায়ে চালিত ১.রিকশা ব্যবহার করা উচিত। ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করলে ব্যয় বেড়ে যায় এবং এটি সাশ্রয়ী নয়। ২. ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়মের তোয়াক্কা করে না।তারা সড়কপথে যত্রতত্র চলাচল করে এবং যেখানে খুশি সেখানে পার্ক করে, যার ফলে যানজট সৃষ্টি হয়। ৩. চলন্ত রাস্তায় অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ ধরনের রিকশা হঠাৎ করে দিক পরিবর্তন করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। ৪. অনিরাপদ গতির প্রতিযোগিতা করে। ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে সিএনজি, মিনি ট্রাক, এমনকি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে। ৫. নিয়ম মেনে চলার জন্য সচেতনতা ও পদক্ষেপ গ্রহণ জরুরি। কর্তৃপক্ষের উচিত এ রিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতে এবং সঠিক নিয়মে সড়ক ব্যবহারে বাধ্য করা।
আপনারা সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, পিনাকী দাদা, সম্পাদক শফিক রেহমান সাহেব সহ দেশে বিদেশে ছড়িয়ে থাকা পরিক্ষিত দেশপ্রেমিক লোকদের নিয়ে একটা বৈপ্লবিক নতুন রাজনৈতিক দল গঠন করুন । যেখানে থাকবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক বীর তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি, এবং ভারতীয় হেজিমনির বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা সহ বিশ্ব রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা পৃথিবীর নির্যাতিত,চির বঞ্চিত আর শোষিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের অব্যাহত অংগীকার ।
ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে পায়ে চালিত ১.রিকশা ব্যবহার করা উচিত। ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করলে ব্যয় বেড়ে যায় এবং এটি সাশ্রয়ী নয়। ২. ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়মের তোয়াক্কা করে না।তারা সড়কপথে যত্রতত্র চলাচল করে এবং যেখানে খুশি সেখানে পার্ক করে, যার ফলে যানজট সৃষ্টি হয়। ৩. চলন্ত রাস্তায় অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ ধরনের রিকশা হঠাৎ করে দিক পরিবর্তন করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। ৪. অনিরাপদ গতির প্রতিযোগিতা করে। ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে সিএনজি, মিনি ট্রাক, এমনকি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে। ৫. নিয়ম মেনে চলার জন্য সচেতনতা ও পদক্ষেপ গ্রহণ জরুরি। কর্তৃপক্ষের উচিত এ রিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতে এবং সঠিক নিয়মে সড়ক ব্যবহারে বাধ্য করা।
অপূর্ব। অটোরিকশা নিয়ে কয়েকবার লিখেছি অসুবিধা,বেপরোয়া এবং এক্সিডেন্ট নিয়ে কিন্তু এখন জানা হলো সম্ভব ভালো কিছু করার এই ভাইদের জন্য। আজ দাদা রক্তদান নিয়ে যা বললেন ডোনেশন এবং ভলেন্টিয়ার নিয়ে,আমি বা বিডিআরসিএস এই কাজ টি করে থাকে। আমরা উৎসাহিত করব ব্ল্যাল্ড ডোনেশান প্রোগ্রাম গুলো তে। আপনার চিন্তা ধারা গুলো সাবমিট করার ব্যাপারে। ইনশাআল্লাহ্
আলহামদুলিল্লাহ। কি দারুণ চিন্তাভাবনা। স্যালুট হে দেশপ্রেমিক পিনাকী দা................ এমন একটা ইউনিক চিন্তা কিভাবে একটা মানুষের মাথায় আসতে পারে। দাদা আপনি বস
5:41 দাদা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমার একটা আইডিয়া আছে, ব্যাটারি চালিত রিকশাতে একটা কন্ট্রোল বোর্ড থাকে আর ওই কন্ট্রোল বোর্ড থেকে স্পিরিট নিয়ন্ত্রণ করা যায়, আর প্রতিটা রিক্সাওয়ালাকে রোড ট্রাফিক আইনের উপর ট্রেনিং দিয়ে একটা কার্ড দিয়ে দেওয়া, 😢তারপর দেখা যাবে কে আইন অমান্য করে l
অসংখ্য ধন্যবাদ পিনাকী দাদাকে,, শত সমস্যার সমাধান একসাথে হয়ে যেত যদি পিনাকী দাদা উপদেষ্টা মন্ডলীতে থাকতো। প্রধান উপদেষ্টার কাছে দাবি,, অতি দ্রুত পিনাকী দাদাকে দেশে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে সংযুক্ত করুন।।
পিনাকী দাদাকে আগে শুধু সচেতন মানুষরাই চিনতো, এখন রিস্কাওয়ালা থেকে শুরু করে সারা দেশের মানুষ আপনাকে চেনে,সামনের দিনগুলোতে এভাবেই এগিয়ে যাবেন দাদা, ভালোবাসা রইলো আপনার প্রতি ❤❤❤
ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে পায়ে চালিত ১.রিকশা ব্যবহার করা উচিত। ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করলে ব্যয় বেড়ে যায় এবং এটি সাশ্রয়ী নয়। ২. ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়মের তোয়াক্কা করে না।তারা সড়কপথে যত্রতত্র চলাচল করে এবং যেখানে খুশি সেখানে পার্ক করে, যার ফলে যানজট সৃষ্টি হয়। ৩. চলন্ত রাস্তায় অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ ধরনের রিকশা হঠাৎ করে দিক পরিবর্তন করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। ৪. অনিরাপদ গতির প্রতিযোগিতা করে। ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে সিএনজি, মিনি ট্রাক, এমনকি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে। ৫. নিয়ম মেনে চলার জন্য সচেতনতা ও পদক্ষেপ গ্রহণ জরুরি। কর্তৃপক্ষের উচিত এ রিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতে এবং সঠিক নিয়মে সড়ক ব্যবহারে বাধ্য করা।
মাসাআল্লাহ মাসাআল্লাহ মাসাআল্লাহ আমি পিনাকী ভট্টাচার্য সার কে যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আল্লাহ পাক আপনার সকল সৎ কাজ কে কবুল করুন সাথে আপনাকেও দিনের পথে কবুল করুন আমীন আমীন আমীন
খুবই দারুন একটি প্রস্তাব দিয়েছেন আমি বিগত 20 বছর ধরে রক্ত দিচ্ছি বিভিন্ন লোকজনকে বিভিন্ন রোগীকে এবং আমাদের একটা গ্রুপ আছে আমরা আগ্রাবাদ ছাত্র ও যুব সংস্থা আমাদের একটা সংগঠন আছে এখান থেকেও আমরা রক্তদান করে আমরা এই প্রস্তাব যদি গ্রহণযোগ্য হয় বা রাজি হয় সরকারের তরফ থেকে তাহলে আমাদের মত এরকম তরুণ প্রজন্মের অবশ্যই এই বিষয়ে 100% সায় দিবে আমরা সবাই মিলে এইখানে এই বিপ্লবে এই বিপ্লবে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত হবো
আপনার প্রতিটি বাক্য জনগণের মনের ভাষা। আপনি আমি ফার্স্ট জেনারেশন, স্বাধীনতার আগে পিছে জন্ম আমাদের, আমরা হাল ছেড়ে দিব না নিশ্চিত থাকুন, আমরা সংখ্যায় কম না, আমরা নিঃস্বার্থ দেশ কে সেবা ও এগিয়ে রেখে যাব। আপনি আমাদের পথ হারানো জাতি সঠিক পথে ধাবিত করবেন, দোয়া আর্শীবাদ চলমান থাকবে সকল মজলুমের পক্ষে থেকে।
আসলেই অসাধারণ আইডিয়া দাদার এই প্ল্যান বাস্তবায়ন হলে ২৪ শে জুলাই এর স্মৃতির কথা কেউ সহজে ভুলবে না শহীদদের কথাও সবার মনে থাকবে,বছরের পর বছর,সারা বিশ্বে এবং বাংলাদেশের,মানুষের অন্তরে।।
পিনাকী দাদা, আপনি নিশ্চয়ই একজন প্রকৃত দেশ প্রেমিক, গরীব ও অসহায় মানুষের পাশে সবসময়ই থাকা ও কথা বলার জন্য আপনাকে আন্তরিক ভাবে অভিনন্দন, দুয়া ও শুভকামনা রইল অবিরাম।
আপনার কথা শুধু শুনতেই ভাল্লাগে।ভিডিও আপলোড করার সাথে সাথে রাস্তায় থাকাকালীন চোখে পড়লেও একটানা দেখি।বাংলাদেশের মানুষের আপনাকে খুব দরকার।আমরা সাধারণ মানুষ সবসময় আপনার পাশে আছি।
🌹🌿ডক্টর পিনাকী কে আমি অনেক ভালোবাসি l সে আসলেই অনেক উদার এবং জ্ঞানী মানুষ আজকে আবার প্রমাণ পেলাম l আল্লাহ আপনি ডাক্তার পিনাকী ভট্টাচার্যকে ইসলামের জন্য কবুল করেন, আমিন❤️❤️❤️
আদাব দাদা। দাদা আপনার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আমি ভলান্টিয়ার হিসেবে এ কাজের সাথে সম্পৃক্ত হতে চাই উইদাউট কস্ট আমি নগণ্য অতি ক্ষুদ্র কৃষকের ছেলে এবং কৃষক আমি আপনার এই উদ্যোগকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব শুধু চেষ্টা নয় কাজ করে যাব ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম। দাদা, আপনার প্রায় কোনো ভিডিওই আমি মিস করি না। কখনও কমেন্ট করা হয়নি। অন্ধকারের দিনগুলিতে আপনার কথাগুলো আমাদের কাছে ছিলো বাতিঘরের আলো। আপনার কথা শুনতে শুনতে কতোবার যে চোখের জল গড়িয়েছে হিসাব নেই। আজকের ভিডিও দেখেও চোখ জলে ভিজেছে। এতো স্বপবাজ, এতো প্রাণ প্রাচূর্যে ভরপুর একজন মানুষ। আপনি বিপ্লবী। আমরা হয়তো জাতি হিসেবে আপনাদের ধারন করার যোগ্যতা রাখি না। আপনাদের স্বপ্নগুলো বাস্তব হোক সেই দোয়া করি। আর দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুন।
পিনাকী দাদা বাংলাদেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক দিনমজুর মজলুমের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি বেচে থাকবে শত শত বছর বাংলার মানুষের মাঝে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক ও দীর্ঘ নেক হায়াত দান করুক। আমিন
Excellent ! Dada such a brilliant idea that makes the global nations close neighbors to us addressing the July -August , 2024 revolution can be invented from your cordial thoughts. Salute Phinaki dada . Let us perfectly think about the idea how to utilize it to spread the spirit of July -August revolution through out the world .
আইডিয়া টা দারুন, আমার খুব পছন্দ হয়েছে | কি অসাধারণ আপনারা চিন্তা ভাবনা | স্যালুট আপনাকে | ঠিক এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আপনার মতো ক্রিয়েটিভ, কর্মঠ এবং সৎ নেতারা দেশ পরিচালনা করবে, গরিবদের তিন বেলা পেট ভরে খাওয়া নিশ্চিত করবে, বিপ্লবের চেতনাকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবে এবং একটা দুর্নীতিমুক্ত পরিশ্রমী জাতি হিসেবে দেশটাকে সারা বিশ্বে পরিচিত করাতে পারবে |
ওরে বাপরে বাপ🙄 এমন একটা ইউনিক চিন্তা কিভাবে একটা মানুষের মাথায় আসতে পারে। দাদা আপনি বস❤
সত্যি এটা বাস্তবায়ন করা দরকার
❤❤
একজন জ্ঞানী ব্যক্তির দ্বারাই সম্ভব
মানবতা প্রেমিক দাদাকে আল্লাহ সুবানাল্লাহ্তালা মৃতুর আগে মনে হয় ঈমান দিবেন বেহেস্তে নিয়ে যাবার জন্য উনার কর্মের পুরস্কার স্বরূপ । আমরাও উনার মতো চেষ্টা করি মানবতাসম্পন্ন কাজে নিয়জিত হবার সেটা হতে পারে মানুষের সাথে সুন্দর করে কথা বলা, একটু হাসি, ভালো এডভাইস দেয়া, কারো ক্ষতি না করা, একজনের সাথে আর একজনের সম্পর্ক নষ্ট না করা, কারো সম্পত্তি দখল না করা , আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা , অন্যের অযথা দোষ না খুঁজে নিজের দোষ ত্রুটি কাটিয়ে উডার চেষ্টা করা। বিশ্বাস করুন, পৃথিবীর সমস্ত সুখ হচ্ছে মনটা পরিষ্কার রাখা।
সহমত
আজকে দুই একজন জ্ঞানীদের কথা নিয়ে কিছু লিখি,কারন ইলিয়াস কাঞ্চনও নির্বাচন কমিশন সংষ্কারের ৩ দফা প্রস্তাব দিয়েছেন।
১) "না"ভোটের জন্য অনেকেরই অনেক দিন যাবৎ টকশোতে, বিবিধ আলোচনায় এমন ভাবে বলতে শুনি মনে হয় "না"ভোটের অপশন না থাকাতেই আমাদের নির্বাচনের এই দূর্দশা।"না" ভোট থাকলে সব ভোটার লাইন ধরে হুমড়ি খেয়ে "না" তে লক্ষ লক্ষ কোটি কোটি সিল মেরে সব দুষ্টু দূর্বিনীত দলীয় ষণ্ডাদের(প্রার্থী) পরাস্থ করে সারাবিশ্বব্যাপী ব্যাতিক্রমী এক জয়জয়কার ফেলে দিত। এটা অতি অবশ্যই একটি ফালতু অপশন।আজ অবধি নিবন্ধিত ৪৮ টি রাজনৈতিক দল যদি সাধু কোন প্রার্থী দ্বার করাতে লোক না পায়, তাহলে "না" ভোট মেরে "হ্যাঁ জয়যুক্ত হয়েছে", "হ্যাঁ জয়যুক্ত হয়েছে", "হ্যাঁ জয়যুক্ত হয়েছে" মার্কা সংসদ গঠন করতে আপনি কতটুকু বাধা দিতে পারবেন। চ্যাংদোলা করে যে ভূয়া ভোটের আয়োজনে আপনাকে নিয়ে যাওয়া যায় না সেই আপনি "না" ভোট দিতে কোন লক্ষ্যে ভোটকেন্দ্রে যাবেন?
ধরলাম আপনারা "না" ভোট এত বেশি দিলেন যে, আপনারাই সর্বোচ্চ ভোট পাইলেন। তারপর। আবার নির্বাচন দেয়া হলে আপনার পছন্দের প্রার্থী কোথা থেকে আসবে? গনতন্ত্রের মূলমন্ত্রই হইলো তুলনা মুলক ভালো প্রার্থী নির্বাচন করা।সিলেকশনটা তো ভোটাররাই করবে। যারা দেশের মালিকদের মধ্য থেকে সাবালক (১৮ বছর বয়সী) অংশ।
তবে এই ক্ষেত্রে যে বিধানটা করা যায় সেটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের অপশন বন্ধ করে দিতে হবে। আরেকটা বিষয় মোট ভোটারের কত শতাংশ ভোট দিলে ভোট বৈধতা পাবে সেইটা নিয়া ভাবেন। ফালতু জিনিস নিয়ে ভেবে ভেবে জীবন শেষ করে দেওয়ার কোন মানে নাই।
২) স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনঃ
বর্তমানে ভোটারের গোপনীয়তার আইন অমান্য করে ১% ভোটারের লিখিত সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করার বিধান একটি বিশেষ ধরনের ফালতু বিধান। যারা স্বতন্ত্র নির্বাচন করতে চান তাদেরকে অবশ্যই যে কোন দলের সদস্য হয়ে থাকলে নির্বাচনের নির্ধারিত তারিখের ৬ মাস পূর্বে দল থেকে পদত্যাগ করতে হবে এবং স্বতন্ত্র প্রার্থী নিসেবে নির্বাচন কমিশনে রেজিষ্ট্রেশন করতে হবে। এই ক্ষেত্রে নির্বাচনে প্রার্থী হওয়ার যেসকল শর্ত আছে সেটা পুরন করলেই চলবে। অতিরিক্ত বিশেষ কোন বিধান থাকার দরকার নাই।
রাজনৈতিক দলগুলোও তাদের প্রার্থী তালিকা প্রতি আসনের বিপরীতে অনধিক ৩ বা ৪ জন করে মনোনীত করে নির্বাচন কমিশনে রেজিষ্ট্রেশন করাবেন নির্বাচনের জন্য নির্ধারিত তারিখের ৩-৬ মাস পূর্বেই। ফলে প্রার্থী যাচাই বাছাইয়ের কাজটা নির্বাচন কমিশন সময় নিয়ে করতে পারবে। ফলে দলগুলোর ফাইনাল নমিনেশনের পর আর আপিল করতে পুনরায় নির্বাচন অফিসে, হাইকোর্টে দৌড়াতে হবে না। অযথা রাজনৈতিক দলগুলোর এবং নির্বাচন কমিশনের পেরেশানি হতে হবে না। প্রার্থী রেজিষ্ট্রেশন হলে ঐ প্রার্থী চুড়ান্ত নমিনেশন না পেলেই অন্য দলে রাতারাতি যোগ দিয়ে অথবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার খারাপ সুযোগ বন্ধ হবে।
৩) দলীয় কর্মী সমর্থক গনেরও রেজিষ্ট্রার্ড দলীয় ভোটার হওয়ার বিধান করা উচিৎ। যারা অগ্রীম ভোট দিতে পারবেন। লিখাটা চলমান...
এমন ধারণা তৈরী পিনাকী ভট্টাচার্যের একটা বিশেষ গুণ
দাদা মুসলমানের রক্ত হিন্দু শরীরে যাবে নাতো
ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে পায়ে চালিত ১.রিকশা ব্যবহার করা উচিত।
ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করলে ব্যয় বেড়ে যায় এবং এটি সাশ্রয়ী নয়।
২. ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়মের তোয়াক্কা করে না।তারা সড়কপথে যত্রতত্র চলাচল করে এবং যেখানে খুশি সেখানে পার্ক করে, যার ফলে যানজট সৃষ্টি হয়।
৩. চলন্ত রাস্তায় অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ ধরনের রিকশা হঠাৎ করে দিক পরিবর্তন করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
৪. অনিরাপদ গতির প্রতিযোগিতা করে।
ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে সিএনজি, মিনি ট্রাক, এমনকি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে।
৫. নিয়ম মেনে চলার জন্য সচেতনতা ও পদক্ষেপ গ্রহণ জরুরি।
কর্তৃপক্ষের উচিত এ রিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতে এবং সঠিক নিয়মে সড়ক ব্যবহারে বাধ্য করা।
বাইরে থেকে বড় বড় কথা বলা সহজ, কিন্তু দেশ চালানো কঠিন।
ইউনুস সরকারকে বলতে চাই বাংলাদেশে এই মুহূর্তে পিনাকী দাদাকে স্বরাষ্ট্র অথবা পররাষ্ট্র উপদেষ্টা বানানো হোক
@@mddulal8919 আর কিছু না করে বসে বসে কমেন্ট করা আরো সহজ
এই সরকারের কাছে আমার বিনিতো অনুরুধ পিনাকি দাদাকে দেশে এনে বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসাবে চাই।
এটা সম্ভব না কারন এখন দেশে আসতে গেলে প্যারিস আজীবনের জন্য ত্যাগ করতে হবে
😂
ভাই উনি ফ্রান্সে একজন শরণার্থী হিসেবে বসবাস করতেছে উনি বাংলাদেশের প্রবেশ করা ছাড়া বাকি সকল দেশে যেতে পারবে অর্থাৎ উনি বাংলাদেশে আসতে পারবে না উনি এ বিষয়টা অনেক আগেই ক্লিয়ার করছে😊
ভাই উনি বর্তমানে সকল উপদেষ্টার থেকেও ভালো কাজ করছেন। উনি সরকারের অংশ হলে উনাকে বিতর্কিত করা সহজ হবে। সরকারের উচিত পিনাকী দাদার পরামর্শ গ্রহণ করে কাজ করা।
বাইরে থেকে বড় বড় কথা বলা সহজ, কিন্তু দেশ চালানো কঠিন।
প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন আপনি দয়া করে পিনাকী দাদার এই কথা গুলা শুনার চেষ্টা করলে দেশের ও জনগণের ফায়দা হবে ইনশাআল্লাহ
পিনাকি দাদাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই
পিনাকী ভাইকে উপদেষ্টা বানানোর জোর দাবি জানাচ্ছি।
আগে ফারুকীর পদত্যাগ চাই 😡😡✊
😂😂😂
নিজে কী করবি ভাব আগে
এই দেশটা এমন এক পর্যায়ে এসে গেছে যে রাষ্ট্রপ্রধান হবে মন্ত্রী হবে এমপি হবে উপদেষ্টা হবে সেই গালি খাবে
📢সারজিস ইসলাম ও হাসনাতের ইউটুবের নকল আইডি বাতিল চাই ☠️ সবাই আওয়াজ তুলুন ☠️📢
ফারকির পদত্যাগ পিনাকি কে ইন চাই
জাতীয় বীর পিনাকী দা ❤❤❤।
বাংলা'র গর্ব।
বাংলা’র না “বাংলাদেশের গর্ব”!!!❤❤
আলহামদুলিল্লাহ। কি দারুণ চিন্তাভাবনা। স্যালুট হে দেশপ্রেমিক পিনাকী দা🇧🇩
চমৎকার একটি আইডিয়া। এটা বাস্তবায়ন করা দরকার। আমিতো মনে করি মন্ত্রণালয়ের উপর নির্ভর না করে তরুণদের মাধ্যমেই এটা বাস্তবায়ন সম্ভব। শুধু উদ্যোগটা নিতে হবে। বিপ্লব যেহেতু বৈষম্যবিরোধী ছাত্রদের হাত ধরে এসেছে, তাই এ উদ্যোগটা তারাই নিতে পারে। আমরা যারা জুলাই অভ্যুত্থানে রক্ত দিতে পারিনি এ সুযোগে দিয়ে দিলাম। ধন্যবাদ পিভদা।
চাতক পাখির মত তাকিয়ে থাকি। পিনাকি দাদার ভিডিও নোটিফিকেশনের জন্য।কারণ পিনাকী দাদার ভিডিওতে যত সঠিক তথ্য পেয়েছি। তত সঠিক তথ্য স্কুলের কোন পাঠ্য বইতে পাইনি।
আপনার আর আমার একই রোগ ভাই
আমার ও সেই অবস্থা 😂 পরিক্ষায় ফেল করবো মনে হচ্ছে 😂
Textbook a toh sob mujib ar mujib ki ar shikbo amra😂😂
Amio same
Amio
পিনাকী ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। ❤
সহমত
সহমত
সহমত
উনি কি লূলা তাকে আনার ব্যবস্থা করতে হবে 😅😅
@@asadrman9236restriction ase bhai ai jonno aste paren na and 2nd hoilo uni asben na akhon,,,,,,, uni age movie + book create korben then asben..........
বিপদ যত বড়ই হোক না কেন, সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট।
আলহামদুলিল্লাহ 💙💜
Tai naki,? Tahole daridro manushgulo dhonider dara shoshito Hoye Keno? Kothaye apnar Alla? 6:45
পিনাকী স্যার সব সময় আমাদের মনের কথা বলেন ধন্যবাদ
এমনই এক পরিকল্পনা দেশের জন্য বড়ই প্রয়োজন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন!
রাইট
এমন সুন্দর চিন্তাভাবনাকে স্বাগত জানিয়ে গ্রহণ করা উচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের❤️❤️
আলহামদুলিল্লাহ পিনাকী ভাই আপনার জন্য রিস্কাওয়ালাদের সুস্বাগতম
একমত পোষণ করি
ধন্যবাদ আপনাকে জাযাকাল্লাহ্ খাইর
আপনার চিন্তাভাবনা গুলো, আমাদের বুদ্ধিজীবীদের চিন্তা করা উচিত, দাদা আপনি অনেক দূরে এগিয়ে যান, কিছু লোকের কথায় কখনো পিছপা হবেন না, সারা জীবন এভাবেই সাধারণ মানুষের পাশে থাকবেন
দাদাও বুদ্ধিজীবী ❤❤
ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে পায়ে চালিত ১.রিকশা ব্যবহার করা উচিত।
ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করলে ব্যয় বেড়ে যায় এবং এটি সাশ্রয়ী নয়।
২. ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়মের তোয়াক্কা করে না।তারা সড়কপথে যত্রতত্র চলাচল করে এবং যেখানে খুশি সেখানে পার্ক করে, যার ফলে যানজট সৃষ্টি হয়।
৩. চলন্ত রাস্তায় অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ ধরনের রিকশা হঠাৎ করে দিক পরিবর্তন করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
৪. অনিরাপদ গতির প্রতিযোগিতা করে।
ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে সিএনজি, মিনি ট্রাক, এমনকি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে।
৫. নিয়ম মেনে চলার জন্য সচেতনতা ও পদক্ষেপ গ্রহণ জরুরি।
কর্তৃপক্ষের উচিত এ রিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতে এবং সঠিক নিয়মে সড়ক ব্যবহারে বাধ্য করা।
এমন উদ্যোগ সবার মাথায় আসেনা। পিনাকি দাদাকে সাস্থ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা করার বিশেষ অনুরোধ জানাই প্রফেসর ইউনূসকে।
খুবই ভাল উদ্যোগ। একজন শিক্ষক হিসাবে আমি আমার শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ।
সহমত
দারুণ উপস্থাপন, আমরা রক্ত দিবো আনন্দের সহিত,
এটাই আমাদের সুযোগ, শহিদরা শান্তি পাবে পরপারে৷
পিনাকি ভাই শুরু থেকেই হকের পক্ষে কথা বলে যাচ্ছেন তার জন্য দোয়া থাকবে সবসময়
সমন্বয়ক তালাত মাহমুদ রাফি
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন।
ভাই আপনি কেমন আছেন
মামা তুমাদের বিপ্লবের বারোটা বাজাচ্ছে কয়েকজন মানুষ
আপনারা সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, পিনাকী দাদা, সম্পাদক শফিক রেহমান সাহেব সহ দেশে বিদেশে ছড়িয়ে থাকা পরিক্ষিত দেশপ্রেমিক লোকদের নিয়ে একটা বৈপ্লবিক নতুন রাজনৈতিক দল গঠন করুন । যেখানে থাকবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক বীর তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতি, এবং ভারতীয় হেজিমনির বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা সহ বিশ্ব রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা পৃথিবীর নির্যাতিত,চির বঞ্চিত আর শোষিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের অব্যাহত অংগীকার ।
ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে পায়ে চালিত ১.রিকশা ব্যবহার করা উচিত।
ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করলে ব্যয় বেড়ে যায় এবং এটি সাশ্রয়ী নয়।
২. ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়মের তোয়াক্কা করে না।তারা সড়কপথে যত্রতত্র চলাচল করে এবং যেখানে খুশি সেখানে পার্ক করে, যার ফলে যানজট সৃষ্টি হয়।
৩. চলন্ত রাস্তায় অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ ধরনের রিকশা হঠাৎ করে দিক পরিবর্তন করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
৪. অনিরাপদ গতির প্রতিযোগিতা করে।
ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে সিএনজি, মিনি ট্রাক, এমনকি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে।
৫. নিয়ম মেনে চলার জন্য সচেতনতা ও পদক্ষেপ গ্রহণ জরুরি।
কর্তৃপক্ষের উচিত এ রিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতে এবং সঠিক নিয়মে সড়ক ব্যবহারে বাধ্য করা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ!
ইনকিলাব জিন্দাবাদ
@@auman8560 আজ থেকে যাঁরা পিনাকী মালাউনের ভিডিও দেখবে, তাঁরা সবাই দোজখে যাবে ইনশাআল্লাহ 😈😈😈
পিনাকী ভট্টাচার্যকে উপদেষ্টা বানানো হোক ❤️❤️❤️💥💥💥🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Agree with you
অপূর্ব।
অটোরিকশা নিয়ে কয়েকবার লিখেছি অসুবিধা,বেপরোয়া এবং এক্সিডেন্ট নিয়ে কিন্তু এখন জানা হলো সম্ভব ভালো কিছু করার এই ভাইদের জন্য।
আজ দাদা রক্তদান নিয়ে যা বললেন ডোনেশন এবং ভলেন্টিয়ার নিয়ে,আমি বা বিডিআরসিএস এই কাজ টি করে থাকে।
আমরা উৎসাহিত করব ব্ল্যাল্ড ডোনেশান প্রোগ্রাম গুলো তে। আপনার চিন্তা ধারা গুলো সাবমিট করার ব্যাপারে।
ইনশাআল্লাহ্
সমস্যা সমস্যা চাবিকাঠি সবে একমাত্র আল্লাহরই হাতে এখন আল্লাহই পারে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে। 🤲🏻
Allahor sathe manusher tulona na anai well.
রক্ত দিতে প্রস্তুত আছি।
শুধু প্রয়োজন একটি উদ্যোগের।
ইনকেলাব জিন্দাবাদ।
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা
আজ থেকে যাঁরা পিনাকী মালাউনের ভিডিও দেখবে, তাঁরা সবাই দোজখে যাবে ইনশাআল্লাহ 😈😈😈
আলহামদুলিল্লাহ। কি দারুণ চিন্তাভাবনা। স্যালুট হে দেশপ্রেমিক পিনাকী দা................
এমন একটা ইউনিক চিন্তা কিভাবে একটা মানুষের মাথায় আসতে পারে। দাদা আপনি বস
পিনাকী ভট্টাচার্য দাদাকে দেশে ফিরিয়ে এনে সম্মান জনক উপদেষ্টা হিসেবে দেখতে চাই।
২২ কোটি মানুষের মোনের কথা বলা পিনাকী দাদাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে একমত।
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
তুমি তো ভাই বে লাইনে কথা বলা শুরু করেছো,পায়জামা ঠিক থাকতে মুখ সামলাও ভাই। না হলে কঠিন বিপদ সামনে অপেক্ষা করছে।
সূর্য ছাড়া যেমন দিনের আলো সম্ভব না , তেমনি কোরআন ছাড়া কোন দেশে ন্যায় বিচার সম্ভব না
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
5:41 দাদা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমার একটা আইডিয়া আছে, ব্যাটারি চালিত রিকশাতে একটা কন্ট্রোল বোর্ড থাকে আর ওই কন্ট্রোল বোর্ড থেকে স্পিরিট নিয়ন্ত্রণ করা যায়, আর প্রতিটা রিক্সাওয়ালাকে রোড ট্রাফিক আইনের উপর ট্রেনিং দিয়ে একটা কার্ড দিয়ে দেওয়া, 😢তারপর দেখা যাবে কে আইন অমান্য করে l
সুন্দর উপস্থাপনা। আপনার মত চিন্তাভাবনা দেশের বুদ্ধিজীবীরা করতো তাহলে অবশ্যই আমরা সুশৃংখল জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করতে পারতাম।
জীবনে কখনো রক্ত দিইনি কিন্তু আপনার আইডিয়ার কথা শুনে রক্ত দিতে চাই। এই উদ্যোগটা যুগান্তকারী হয়ে থাকবে❤
অসাধারণ আইডিয়া প্রধান উপদেষ্টা কে সবিনয়ে অনুরোধ করছি পিনাকি দাদার এই কথাগুলো বাস্তবায়ন করার জন্য দেশবাসী আপনাকে অনুরোধ করছে।
আমি মাঝে মাঝে ভাবি একটা মানুষ এতটা সৃজনশীল কি করে হয়।আমার মাথায় তো এই সব চিন্তা ১০০ বছরেও আসবে না।স্যালুট দাদা 💞💞💞💞
অসংখ্য ধন্যবাদ পিনাকী দাদাকে,, শত সমস্যার সমাধান একসাথে হয়ে যেত যদি পিনাকী দাদা উপদেষ্টা মন্ডলীতে থাকতো। প্রধান উপদেষ্টার কাছে দাবি,, অতি দ্রুত পিনাকী দাদাকে দেশে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে সংযুক্ত করুন।।
পিনাকী দাদাকে আগে শুধু সচেতন মানুষরাই চিনতো, এখন রিস্কাওয়ালা থেকে শুরু করে সারা দেশের মানুষ আপনাকে চেনে,সামনের দিনগুলোতে এভাবেই এগিয়ে যাবেন দাদা, ভালোবাসা রইলো আপনার প্রতি ❤❤❤
ধন্যবাদ এরকম চিন্তার মানুষের পরামর্শ নেওয়ার খুব দরকার। মানুষের জন্য।
আপনার সুচিন্তিত পরিকল্পনায় আমরা সবাই মিলে একটি নতুন পৃথিবীর ইতিহাসে স্থান করে নেব ইনশাআল্লাহ।
ইতিহাসের সবচেয়ে সুন্দর সৃজনশীল, মনোরম বক্তব্যে আপনিই সেরা।আমি রাজশাহী থেকে দেখি।
মন্তব্বের ভাষা নাই। আপনার অভূতপূর্ব প্রস্তাবনাকে জানাই অভিনন্দন। আল্লাহ আপনার মেধাকে আরও আরও শানিত করুক। যা দেশ ও জাতি যুগ যুগ মনে রাখবে।
ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে পায়ে চালিত ১.রিকশা ব্যবহার করা উচিত।
ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করলে ব্যয় বেড়ে যায় এবং এটি সাশ্রয়ী নয়।
২. ব্যাটারিচালিত রিকশাগুলো নিয়মের তোয়াক্কা করে না।তারা সড়কপথে যত্রতত্র চলাচল করে এবং যেখানে খুশি সেখানে পার্ক করে, যার ফলে যানজট সৃষ্টি হয়।
৩. চলন্ত রাস্তায় অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এ ধরনের রিকশা হঠাৎ করে দিক পরিবর্তন করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
৪. অনিরাপদ গতির প্রতিযোগিতা করে।
ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে সিএনজি, মিনি ট্রাক, এমনকি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে।
৫. নিয়ম মেনে চলার জন্য সচেতনতা ও পদক্ষেপ গ্রহণ জরুরি।
কর্তৃপক্ষের উচিত এ রিকশাগুলোকে নিয়ন্ত্রণে আনতে এবং সঠিক নিয়মে সড়ক ব্যবহারে বাধ্য করা।
অসাধারণ আইডিয়া। শ্রদ্ধায় অবনত হলাম দাদা। ভালোবাসা অবিরাম ❤.
পিনাকি দাদা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভালো মন্দের সব খবরের অসাধারণ বিশ্লেষন তুলে ধরেন জাতির সামনে।
পিনাকী দাদাকে খুব দ্রুত উপদেষ্টা করার তীব্র দাবি জানাচ্ছি।
সকল শ্রেণীর মানুষকে নিয়ে কথা বলে একমাত্র পিনাকি ভদ্রাচার্য দাদা ❤❤
পিনাকি একজন ভালো চিন্তার ধারক ও প্রচারক। ধন্যবাদ।
অসাধারণ চিন্তা দাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ.এমন সুন্দর চিন্তাভাবনাকে স্বাগত জানিয়ে গ্রহণ করা উচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের.
আল্লাহ কাছে সুকরিয়া।যে পিনাকী ভট্টাচার্য দাদার মত দেশপ্রেমিক যোদ্ধা আছে ধন্যবাদ দাদা।
আজ থেকে যাঁরা পিনাকী মালাউনের ভিডিও দেখবে, তাঁরা সবাই দোজখে যাবে ইনশাআল্লাহ 😈😈😈
এমন দেশ নিয়ে ভাবা ব্যক্তিদেরকেই উপদেষ্টা বানানো উচিত ।অনেক চমৎকার চিন্তা ❤❤
মাসাআল্লাহ মাসাআল্লাহ মাসাআল্লাহ আমি পিনাকী ভট্টাচার্য সার কে যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আল্লাহ পাক আপনার সকল সৎ কাজ কে কবুল করুন সাথে আপনাকেও দিনের পথে কবুল করুন আমীন আমীন আমীন
বড় খুশি হলাম রিকশা চালকদের জন্য আলহামদুলিল্লাহ পেশাগতম পিনাকী ভট্টাচার্য
অনন্যসাধারণ চিন্তা! একজন বিপ্লবী তরুণ হিসেবে এই চিন্তাকে কার্যে পরিণত করার জন্য শতভাগ সমর্থন জানালাম। রক্ত দিতে প্রস্তুত থাকবো।
চা শ্রমিকদের গুরুত্ব দিয়ে সকল শ্রেণীর শ্রমিকদের ব্যাপারেও একটা কল্যাণ মূলক পদক্ষেপ গ্রহণ করার জোর দাবী জানাই।
খুবই দারুন একটি প্রস্তাব দিয়েছেন আমি বিগত 20 বছর ধরে রক্ত দিচ্ছি বিভিন্ন লোকজনকে বিভিন্ন রোগীকে এবং আমাদের একটা গ্রুপ আছে আমরা আগ্রাবাদ ছাত্র ও যুব সংস্থা আমাদের একটা সংগঠন আছে এখান থেকেও আমরা রক্তদান করে আমরা এই প্রস্তাব যদি গ্রহণযোগ্য হয় বা রাজি হয় সরকারের তরফ থেকে তাহলে আমাদের মত এরকম তরুণ প্রজন্মের অবশ্যই এই বিষয়ে 100% সায় দিবে আমরা সবাই মিলে এইখানে এই বিপ্লবে এই বিপ্লবে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত হবো
❤❤❤চোখে পানি এসে গেল আজকে আপনার এতো সুন্দর ভাবে বাংলাদেশ কে ব্রান্ডিং করার আইডিয়ার জন্য। ❤❤❤
দাদা আপনার চিন্তা বাংলাদেশের নাম সারা বিশ্বকে সারা জাগানোর মত। স্যালুট আপনাকে
এই মুহূর্তে দাদা আপনাকে উপদেষ্টা হিসেবে বাংলাদেশে খুবই প্রয়োজন
আপনার প্রতিটি বাক্য জনগণের মনের ভাষা। আপনি আমি ফার্স্ট জেনারেশন, স্বাধীনতার আগে পিছে জন্ম আমাদের, আমরা হাল ছেড়ে দিব না নিশ্চিত থাকুন, আমরা সংখ্যায় কম না, আমরা নিঃস্বার্থ দেশ কে সেবা ও এগিয়ে রেখে যাব। আপনি আমাদের পথ হারানো জাতি সঠিক পথে ধাবিত করবেন, দোয়া আর্শীবাদ চলমান থাকবে সকল মজলুমের পক্ষে থেকে।
নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আমি হাজির দাদা।
আমিও তাই
সেম ব্রো
@@forhadenglishacademy7983 দাদা দেশে আসলে ইন শা আল্লাহ দেখা করব?
আপনার প্রস্তাব অত্যন্ত মানবিক এবং যুক্তিযুক্ত। সরকারের উচিত বিষয়টা বাস্তবায়নের চেষ্টা করা।
আজ থেকে যাঁরা পিনাকী মালাউনের ভিডিও দেখবে, তাঁরা সবাই দোজখে যাবে ইনশাআল্লাহ 😈😈😈
আলহামদুলিল্লাহ পিনাকী ভাই আপনার জন্য
রিস্কাওয়ালাদের সুস্বাগতম
ফ্যান্টাস্টিক!
এক কথায় অনবদ্য আইডিয়া।
দাদা। আপনার জন্য হৃদয় নিংড়ানো অভিন্দন।
রক্ত দিতে আমিও প্রস্তুত।
হামি বগুড়ার ছল, দাদার রক্ত দানের প্রস্তাব খুবই অভিনব। দাদা প্রস্তাব বাস্তবায়ন করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান করছি
অসম্ভব সুন্দর পরিকল্পনা দাদা আমরা সবাই এটা করতে পারি ইনশাল্লাহ
বর্তমানে বাংলাদেশে কোয়ান্টাম রক্তদান ও বিতরনে বেশ ভাল ভুমিকা রাখছে! পিনাকীদার এই আইডিয়া এক কথায় অসাধারন!!
আসলেই অসাধারণ আইডিয়া দাদার এই প্ল্যান বাস্তবায়ন হলে ২৪ শে জুলাই এর স্মৃতির কথা কেউ সহজে ভুলবে না শহীদদের কথাও সবার মনে থাকবে,বছরের পর বছর,সারা বিশ্বে এবং বাংলাদেশের,মানুষের অন্তরে।।
আন্তরিক অভিনন্দন পিনাকী দাদাকে, এমন অসাধারণ ইউনিক ভাবনার জন্য। এটা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী। ইউরোপ চিন্তক কে রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে দেখতে চাই।
এমন উদ্যোগ নিলে আমি আমার জীবনের প্রথম রক্ত দিব ইনশাআল্লাহ
মাশাআল্লাহ।
জাযাকাল্লাহ খাইরান।
পিনাকী দাদা, আপনি নিশ্চয়ই একজন প্রকৃত দেশ প্রেমিক, গরীব ও অসহায় মানুষের পাশে সবসময়ই থাকা ও কথা বলার জন্য আপনাকে আন্তরিক ভাবে অভিনন্দন, দুয়া ও শুভকামনা রইল অবিরাম।
Excellent n unique idea(36 July jindabad, inqilab jindabad....) pinaki vai jindabad....
আপনার কথা শুধু শুনতেই ভাল্লাগে।ভিডিও আপলোড করার সাথে সাথে রাস্তায় থাকাকালীন চোখে পড়লেও একটানা দেখি।বাংলাদেশের মানুষের আপনাকে খুব দরকার।আমরা সাধারণ মানুষ সবসময় আপনার পাশে আছি।
🌹🌿ডক্টর পিনাকী কে আমি অনেক ভালোবাসি l সে আসলেই অনেক উদার এবং জ্ঞানী মানুষ আজকে আবার প্রমাণ পেলাম l আল্লাহ আপনি ডাক্তার পিনাকী ভট্টাচার্যকে ইসলামের জন্য কবুল করেন, আমিন❤️❤️❤️
পিনাকি দা জিন্দাবাদ,, পিনাকি দার দীর্ঘ আয়ু কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পিনাকী দাদাকে শত বছর বেঁচে রাখুন। আমিন
দাদার উপস্থাপন এতো সুন্দর অভাবানিও
এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি পিনাকি দাদা।
আল্লাহ্ আপনি আমাদের দাদাকে সাহায্য করুন। অধিক সম্মানিত করুন।বাংলাদেশের জন্য আরো বেশি করার তওফিক দান করুন। ইনকিলাব জিন্দাবাদ ✊🇧🇩
পিনাকি দাদা একজন প্রকৃত দেশ প্রেমিক
আদাব দাদা। দাদা আপনার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং আমি ভলান্টিয়ার হিসেবে এ কাজের সাথে সম্পৃক্ত হতে চাই উইদাউট কস্ট আমি নগণ্য অতি ক্ষুদ্র কৃষকের ছেলে এবং কৃষক আমি আপনার এই উদ্যোগকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব শুধু চেষ্টা নয় কাজ করে যাব ইনশাল্লাহ।
আপনার কথাগুলো অনেক ভালো লাগে এবং আপনার কথা অনেক যুক্তি আছে আশা করি সব সময় আমাদের কে নিয়ে এমনভাবে ভাববেন😢
😁😁
ব্যাটারি চালিত রিকশার সাথে আয়ের এবং যাতায়াতের জন্য কোটি লোক জড়িত। এটা বন্ধ না করে, নিরাপদ করতে হবে।
ব্যাটারি চালিত রিকশা নিয়ে আপনার করা ভিডিওটা দেখলাম: th-cam.com/video/i4G_koJgeZk/w-d-xo.html
আসসালামু আলাইকুম।
দাদা, আপনার প্রায় কোনো ভিডিওই আমি মিস করি না। কখনও কমেন্ট করা হয়নি।
অন্ধকারের দিনগুলিতে আপনার কথাগুলো আমাদের কাছে ছিলো বাতিঘরের আলো।
আপনার কথা শুনতে শুনতে কতোবার যে চোখের জল গড়িয়েছে হিসাব নেই।
আজকের ভিডিও দেখেও চোখ জলে ভিজেছে।
এতো স্বপবাজ, এতো প্রাণ প্রাচূর্যে ভরপুর একজন মানুষ। আপনি বিপ্লবী। আমরা হয়তো জাতি হিসেবে আপনাদের ধারন করার যোগ্যতা রাখি না।
আপনাদের স্বপ্নগুলো বাস্তব হোক সেই দোয়া করি। আর দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুন।
পিনাকী দাদা বাংলাদেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক দিনমজুর মজলুমের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি বেচে থাকবে শত শত বছর বাংলার মানুষের মাঝে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক ও দীর্ঘ নেক হায়াত দান করুক। আমিন
@@mohammadshoykot7188 alhamdulillah
সত্যি দারুণ দারুণ একটা পরিকল্পনা।। এটা করা উচিত।। এমন করে সবারি রক্ত দেয়াও হবে।।লক্ষ লক্ষ রোগির রক্তের দরকার আছে।।।
আমি বিকাল থেকে আপনার ভিডিও আসার অপেক্ষায় থাকি।
স্যার আপনার পরিকল্পনা সত্যিই অসাধারণ। সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুক, সৃষ্টিকর্তার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি।
পিনাকী দাদার পরিকল্পনাটা দারুন
ব্যাটারি চালিত রিকশা আমি খুবই পছন্দ করি। পায়ে চলা রিকশা থেকে ব্যাটারি চালিত রিকশা যারা চালানো শুরু করেছেন তারা জীবন টা অন্যরকম উপভোগ করছেন
Excellent ! Dada such a brilliant idea that makes the global nations close neighbors to us addressing the July -August , 2024 revolution can be invented from your cordial thoughts. Salute Phinaki dada . Let us perfectly think about the idea how to utilize it to spread the spirit of July -August revolution through out the world .
খুবই সুন্দর একটা প্রস্তাব। আমরা চাইলেই এটা বাস্তবায়ন করতে পারি। স্বাস্থ্য দফতর ও মন্ত্রনালয়ের সদিচ্ছা থাকলেই এটা সম্ভব।
উপদেষ্টা হিসেবে যোগ্য একজন ব্যাক্তি ❤❤❤❤
আপকে ধন্যবাদ৷ সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য
আমরা করবো, ইনশাআল্লাহ
ধন্যবাদ দাদা। আপনি তরুণদের মধ্যে তারুণ্যের উদ্দীপনা সৃষ্টি করার জন্য। আপনার কথার মাধ্যমে তরুণরা নতুন এক মোটিভেশন পায়।
অভূতপূর্ব পরিকল্পনা সত্যি আমি অভিভূত। এসব ক্রিয়েটিভ পরিকল্পনা করার জন্য আমরা দাদাকেই ভাবতে পারি। সৃষ্টিকর্তা দাদাকে দীর্ঘায়ু করুন
অসাধারণ আইডিয়া।
আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখুন।
আইডিয়া টা দারুন, আমার খুব পছন্দ হয়েছে | কি অসাধারণ আপনারা চিন্তা ভাবনা | স্যালুট আপনাকে | ঠিক এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আপনার মতো ক্রিয়েটিভ, কর্মঠ এবং সৎ নেতারা দেশ পরিচালনা করবে, গরিবদের তিন বেলা পেট ভরে খাওয়া নিশ্চিত করবে, বিপ্লবের চেতনাকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবে এবং একটা দুর্নীতিমুক্ত পরিশ্রমী জাতি হিসেবে দেশটাকে সারা বিশ্বে পরিচিত করাতে পারবে |
আপনি সবসময় সত্যি কথা গুলো তুলে ধরেন।
সত্যিই এক অসাধারণ অভাবনীয় অতুলনীয় বুদ্ধিমত্তার উদাহরণ