Bubu 100/110. 50+ mohilader kache o ak prerona, ore kache sekha uchit jibon Mane utsov, jibon Mane protyoy, jibon Mane nijeke valo thakar upasona..... Great job..... Apnader jugolbondi niye kono kotha hobe na, akta symphony...... Akta notun moroke Kedarnath ke dekhalen..... You rock..... Ato valo uposthapona, mone hocchye kono cinema dekhchi, songe music er babohar.... Great show. Egiye Jaan. Suveçha thaklo afuraan....
Atto bhalo vlog er aga dakini...asadharon...mone holo ame o apnader sathe e jacche..ki ja bhalo laglo bolte perche na...aro anak vlog daker asha te roilam..
খুব ভালো লাগলো কেদারপথের যাত্রা। দেখতে দেখতে কতকিছু মনে পরে যাচ্ছে --- বাবা, মা, দাদু, দিদা, মাসীরা, ঠাকুরমা, বোন সবাইমিলে ১৯৮৩ সালে কেদারে গিয়েছিলাম -- আমি তখন ক্লাস ফাইভে পড়ি, দাদুর ৭৫, ঠাকুমার ৬৮ আর দিদার বয়স তখন ৬৫। ঠাকুরমা আর বোন বাদে আমরা সবাই হেঁটে উঠেছিলাম। তখন কেদারে যাওয়া নিয়ে এতো হৈচৈ ছিলো না, যাত্রাপথ ছিলো শান্ত, নির্জন আর অনাঘ্রাত সৌন্দর্য্যে ভরা। মনে আছে তখন রাস্তার ধারে ধারে অনেক গুহা ছিলো -- তাতে অনেক সাধুরা থাকতেন। আমি কেদার যাওয়ার ঠিক আগে আগেই মৈত্রেয়ী দেবীর " ন হন্যতে " বইটা পড়েছিলাম, সেখানে মির্চা মৈত্রেয়ী দেবীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে এইরকম কেদারের পথে কোনো এক গুহায় আশ্রয় নিয়েছিলেন, আমি সারা পথের প্রায় সব গুহায় মির্চাকে খুঁজেছিলাম, কী আবেগপ্রবণই না ছিলাম সেইসময়। আজ জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে --- চিরকালের মতো হারিয়ে গেছেন বাবা, দিদা, দাদু, ঠাকুরমা -- যাঁরা আমাকে ওই ছোট্ট বয়সে হাত ধরে পরম যত্নে হাঁটতে শিখিয়েছিলেন ওই দুর্গম রাস্তায় --- শুধু রয়ে গেছে এক উজ্জ্বল স্মৃতি, যা কখনও বিবর্ণ হবে না।
Sotti tai, tokhon onek guha chilo ar sei guhar modhe koto sadhu thakten akhon ai sob kichui dekte pelam na asole 13 saler oi durjoger por sob dhongso hoe gache. Joe kedar. 🙏🙏🙏
শর্টকাট রাস্তা কিন্তু বেশ খাড়া এবং তুলনায় বেশি কষ্টকর। আপনি যোগা করেন এবং ফিটনেস আছে এবং মনের জোর আছে বলেই পারলেন। খুব ভালো লাগলো আপনাদের এই কেদারনাথ দর্শনের ভিডিও।
খুব ভালো লেগেছে | আমার দুই বছর আগের স্মৃতি ফিরে এসেছে |কিন্তু সেটা বন্ধুদের সাথে | কিন্তু তখন আমার অর্ধাঙ্গিনীকে খুব মিস করেছি |কিন্তু আপনাদের দেখে আমার অর্ধাঙ্গিনীকে সাথে নিয়ে কেদারনাথ দর্শন করার জন্য উৎসাহ পাচ্ছি |
খুব সুন্দর লাগল আপনাদের এই পদযাত্রা। মনে পড়ে গেল আমার পূর্ব অভিজ্ঞতা ১৯৮৫ সালের কথা। তখন পুরানো পথে পদব্রজে কেদার যাত্রার সৌভাগ্য হয়েছিল। জয় কেদার 🚩🙏
Anindya, please do not comment for those who are going by piitthu or doli.It depends on the strength of the person. You are going to visit Baba Kedarnath. So stay away from criticizing. We had visited the Chhar Dhaam 19 years back.Har Har Mahadev.
খুব ভাল লাগল। এমন সুন্দর ভাবে আপনারা দুজন শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রা পথের বিবরণ দিয়েছেন আর দৃশ্য দেখালেন মনে হল নিজের চোখেই সব কিছু দেখছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই ।
নমস্কার। আপনাদের ভিডিও দেখি , ভালো লাগে।আজ যে বক্তব্য টি করলেন তাই আমার মতামত জানাচ্ছি।পাপ পূণ্যর বিচার তো ঈশ্বর করবেন। অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্ভর করে ঘোড়া বা পালকির উপর। আপনারা ও তো নিজেদের লাগেজ অপরের উপর চাপিয়ে নিয়ে যাচ্ছেন।কারন ওটাও তার জীবিকা। ভালো থাকবেন।
খুব ভালো লাগলো। বুবু বোন টি কে আমার অনেক ভালোবাসা। ওর এই 50+ এ এত এনার্জি প্রাণায়াম বাদেও অসাধারণ মনের জোর,সর্বোপরি বাবা কেদারনাথ এর আশীর্বাদ।জয় বাবা কেদারনাথ। অনিন্দ্য,আপনিও এত কষ্ট স্বীকার করে আমাদের মত60+ ভদ্র মহিলাকে যে কেদার দর্শনের পথ দেখার সুযোগ করে দিলেন,তার জন্য এই প্রার্থনাই করবো বাবা আপনাকে সপরিবারে খুব ভালো রাখুন।🙏🙏🙏🙏🙏
1983 তে মাধ্যমিক পরীক্ষা দিয়ে গিয়েছিলাম মায়ের সংগে কেদারনাথ. দেখতে গিয়ে সব মনে পড়ছে. মা আর নেই. কত কথা মনে পড়ছে. তখন 14 k.m হাঁটতে হত. তখন এই রকম রাস্তা ছিল না. রেলিং ও ছিল না. এতো খাওয়ার দোকান ও ছিল না. অনেক দুর্গম ছিল রাস্তা. খুব কষ্ট করে যেতে হত. খুব ভালো লাগছে দেখতে. জয় কেদারনাথ.ওই shortcut রাস্তাটা র মতো পুরো রাস্তা টাই প্রায় ছিল. এইরকম বাঁধানো রাস্তা ছিল না. অবশ্যই এতো লোক ও ছিল না. ভীষণ মজা লাগছে দেখতে. জয় কেদারনাথ জী কি জয়🙏
১৯৯৪ এ গিয়েছিলাম ১৬ কি মি পথ হেঁটে আর ফিরেওছি হেঁটে। খুবই শান্তিপূর্ণ ভাবে গেছি। কোনও ভিড় নেই কিন্ত এখন তো দেখছি রীতিমত যানজট! তখন ছিল একেবারেই কাঁচা রাস্তা কিন্ত এখন রাস্তা বাঁধানো!
খুব খুব খুব ভালো লেগেছে। মুগ্ধ হয়ে শুধু video টি দেখলাম। চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগল। সেই সঙ্গে আপনাদের কথা গুলো আরও ভালো। ধন্যবাদ এত ভালো video দেখানো র জন্য।
আসাধারণ দৃশ্য উপভোগ করলাম আপনার ভিডিওর মাধ্যমে। সাথে আপনার বর্ণনা অপূর্ব। অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে সবটা তুলে ধরার জন্য। ভালো থাকবেন আপনারা। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে।❤❤
ভীষণ ভীষণ ভালো লাগলো যা বর্ণনা করার ভাষা নেই । আমি 2009সালে পায়ে হেঁটেই উঠেছিলাম আপনার ভিডিও দেখে আবার পায়ে হেঁটেই উঠতে ইচ্ছে করছে।দেখি বাবা টানে কিনা।আর বোনের মতো ভাবছি যোগা করে যদি হেঁটে উঠতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
খুব খুব সুন্দর লাগলো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর কেদারনাথ মন্দির দর্শন করতে পারলাম আপনাদের এই চ্যানেল টি দীর্ঘজীবী হোক আরো নতুন নতুন ব্লগ দেখতে পাই এই কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা কেদারনাথ 🙏🙏
দারুণ লাগল আপনাদের কেদারনাথ যাত্রা। বেশ শক্ত । বুবু দি আর আপনি সত্যি নিজেদের খুব fit রেখেছেন। বয়স টা হলো just একটা নম্বর। আর একটা কথা একদম ঠিক যারা পূন্য করার নামে এই অবলা পশু আর মানুষের ঘাড়ে চড়ে কেদারনাথ দর্শন করতে যায় তাদের পাপের ঘড়া আরো বাড়ে।
Bubu 100/110. 50+ mohilader kache o ak prerona, ore kache sekha uchit jibon Mane utsov, jibon Mane protyoy, jibon Mane nijeke valo thakar upasona..... Great job..... Apnader jugolbondi niye kono kotha hobe na, akta symphony...... Akta notun moroke Kedarnath ke dekhalen..... You rock..... Ato valo uposthapona, mone hocchye kono cinema dekhchi, songe music er babohar.... Great show. Egiye Jaan. Suveçha thaklo afuraan....
Thank you so much for your valuable support 🌹
Ek kathai unavailable
@@sashis879 thik bujhlam na
Atto bhalo vlog er aga dakini...asadharon...mone holo ame o apnader sathe e jacche..ki ja bhalo laglo bolte perche na...aro anak vlog daker asha te roilam..
Amar khub valo laage apnader vlog gulo dekhte.Mone hochhey amra I jano apnader sathe jachhi.♥️
খুব ভালো লাগলো কেদারপথের যাত্রা। দেখতে দেখতে কতকিছু মনে পরে যাচ্ছে --- বাবা, মা, দাদু, দিদা, মাসীরা, ঠাকুরমা, বোন সবাইমিলে ১৯৮৩ সালে কেদারে গিয়েছিলাম -- আমি তখন ক্লাস ফাইভে পড়ি, দাদুর ৭৫, ঠাকুমার ৬৮ আর দিদার বয়স তখন ৬৫। ঠাকুরমা আর বোন বাদে আমরা সবাই হেঁটে উঠেছিলাম। তখন কেদারে যাওয়া নিয়ে এতো হৈচৈ ছিলো না, যাত্রাপথ ছিলো শান্ত, নির্জন আর অনাঘ্রাত সৌন্দর্য্যে ভরা। মনে আছে তখন রাস্তার ধারে ধারে অনেক গুহা ছিলো -- তাতে অনেক সাধুরা থাকতেন। আমি কেদার যাওয়ার ঠিক আগে আগেই মৈত্রেয়ী দেবীর " ন হন্যতে " বইটা পড়েছিলাম, সেখানে মির্চা মৈত্রেয়ী দেবীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে এইরকম কেদারের পথে কোনো এক গুহায় আশ্রয় নিয়েছিলেন, আমি সারা পথের প্রায় সব গুহায় মির্চাকে খুঁজেছিলাম, কী আবেগপ্রবণই না ছিলাম সেইসময়। আজ জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে --- চিরকালের মতো হারিয়ে গেছেন বাবা, দিদা, দাদু, ঠাকুরমা -- যাঁরা আমাকে ওই ছোট্ট বয়সে হাত ধরে পরম যত্নে হাঁটতে শিখিয়েছিলেন ওই দুর্গম রাস্তায় --- শুধু রয়ে গেছে এক উজ্জ্বল স্মৃতি, যা কখনও বিবর্ণ হবে না।
সত্যিই যা হারিয়ে যায় আর ফিরে আসেনা । স্মৃতিটুকু থেকে যায় ।
Apni bhaggoban
আপনি "ন হন্যতে " class five এই পড়ে ফেলেছেন ......😮😮😮
@@purnimaroy4396 বই পড়তে খুব ভালোবাসতাম। হাতের কাছে যে বই পেতাম তাই পড়ে ফেলতাম। সারাদিন শুধু বইয়ের মধ্যেই পরে থাকতাম। 😊😊😊
Sotti tai, tokhon onek guha chilo ar sei guhar modhe koto sadhu thakten akhon ai sob kichui dekte pelam na asole 13 saler oi durjoger por sob dhongso hoe gache. Joe kedar. 🙏🙏🙏
দারুন লাগছে ۔۔বাবা কেদারনাথের আশীর্বাদ আপনাদের সাথে আছে ۔۔হর হর মহাদেব
অনবদ্য। সত্যিই বড় মাপের ব্লগার আপনি। হর হর মহাদেব।
2001এ গিয়েছিলাম। ওঠানামা হেঁটে করেছি আপনাদের মাধ্যমে আবার যাত্রাপথের আনন্দ উত্তেজনা উপভোগ করছি। এগিয়ে যান।সুস্থ থাকুন।
শর্টকাট রাস্তা কিন্তু বেশ খাড়া এবং তুলনায় বেশি কষ্টকর। আপনি যোগা করেন এবং ফিটনেস আছে এবং মনের জোর আছে বলেই পারলেন। খুব ভালো লাগলো আপনাদের এই কেদারনাথ দর্শনের ভিডিও।
খুব ভালো লেগেছে | আমার দুই বছর আগের স্মৃতি ফিরে এসেছে |কিন্তু সেটা বন্ধুদের সাথে | কিন্তু তখন আমার অর্ধাঙ্গিনীকে খুব মিস করেছি |কিন্তু আপনাদের দেখে আমার অর্ধাঙ্গিনীকে সাথে নিয়ে কেদারনাথ দর্শন করার জন্য উৎসাহ পাচ্ছি |
খুব সুন্দর লাগল আপনাদের এই পদযাত্রা। মনে পড়ে গেল আমার পূর্ব অভিজ্ঞতা ১৯৮৫ সালের কথা। তখন পুরানো পথে পদব্রজে কেদার যাত্রার সৌভাগ্য হয়েছিল। জয় কেদার 🚩🙏
খুব ভালো লাগলো। এত উদ্দীপনা নিয়ে এত কষ্টকর একটা জার্নি শেষ করা সত্যিই প্রশংসনীয়। আমরা পারবো না কিন্তু দেখতে পেলাম একটা সার্থক ভ্রমণ। ভালো থাকুন।
😇😇
Khub bhalo laglo❤❤❤❤❤.
সত্যি অসাধারণ। এত ক্লান্তির পর ও আপনাদের মুখে হাসি দেখে খুব ভালো লাগছে । হর হর মহাদেব 🙏🙏🙏
দারুন লাগলো, পথের কান্তিটা যে
পথেই রেখে দিলেন মনে বসতে দিলেন
না, সেটা দেখেই ভালো লাগলো, হর হর মহাদেব।
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏
Anindya, please do not comment for those who are going by piitthu or doli.It depends on the strength of the person. You are going to visit Baba Kedarnath. So stay away from criticizing. We had visited the Chhar Dhaam 19 years back.Har Har Mahadev.
খুব ভালো লাগল ... এরকম জুটি হলে জীবনের সব পাহাড় অতিক্রম করা বেশ সহজ হয়ে যায় ... জয় শ্রী কেদার...
Salute to both of you. I am now 69 years old. Last two years, I trekked to Kedarnath. Last year it was a solo. Well done 👍.
Great 👍 Awesome 💯
খুব ভাল লাগল। এমন সুন্দর ভাবে আপনারা দুজন শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রা পথের বিবরণ দিয়েছেন আর দৃশ্য দেখালেন মনে হল নিজের চোখেই সব কিছু দেখছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই ।
অনেক ধন্যবাদ 😍
খুব সুন্দর লাগলো। আপনারা অমরনাথ যাত্রা করতে পারেন। কেদারনাথ হলো, এরপর অমরনাথ যাত্রা করে ফেলুন। ভালো থাকবেন।
Khb bhalo laglo...apnara paye hete babar kache pouchalen...amrao sathe sathe chollam..apnader dujonke anek anek subhecha
নমস্কার। আপনাদের ভিডিও দেখি , ভালো লাগে।আজ যে বক্তব্য টি করলেন তাই আমার মতামত জানাচ্ছি।পাপ পূণ্যর বিচার তো ঈশ্বর করবেন। অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্ভর করে
ঘোড়া বা পালকির উপর। আপনারা ও তো নিজেদের লাগেজ অপরের উপর চাপিয়ে নিয়ে যাচ্ছেন।কারন ওটাও তার জীবিকা। ভালো থাকবেন।
👍
Bhalo thakben dada khub bhalo dekhlam joy baba kedernath
খুব ভালো লাগলো। বুবু বোন টি কে আমার অনেক ভালোবাসা। ওর এই 50+ এ এত এনার্জি প্রাণায়াম বাদেও অসাধারণ মনের জোর,সর্বোপরি বাবা কেদারনাথ এর আশীর্বাদ।জয় বাবা কেদারনাথ। অনিন্দ্য,আপনিও এত কষ্ট স্বীকার করে আমাদের মত60+ ভদ্র মহিলাকে যে কেদার দর্শনের পথ দেখার সুযোগ করে দিলেন,তার জন্য এই প্রার্থনাই করবো বাবা আপনাকে সপরিবারে খুব ভালো রাখুন।🙏🙏🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Thanks both of you.
মনের জোর আর ইচ্ছা থাকলে যে শরীরের সীমাবদ্ধতাকেও হার মানানো যায় তার উজ্জ্বল উদাহরণ আপনাদের এই কেদার যাত্রা । খুব সুন্দর লেগেছে
আপনার কেদারনাথ যাত্রা শুভ হোক আপনার চোখেই আমরা কেদারনাথ দেখব হর হর মহাদেব জয় বাবা কেদারনাথ
খুব ভালো লাগলো আপনাদের video অসাধারণ লাগলো। সুস্থ শরীরে ফিরে আসুন। জয় বাবা কেদারনাথ
1983 তে মাধ্যমিক পরীক্ষা দিয়ে গিয়েছিলাম মায়ের সংগে কেদারনাথ. দেখতে গিয়ে সব মনে পড়ছে. মা আর নেই. কত কথা মনে পড়ছে. তখন 14 k.m হাঁটতে হত. তখন এই রকম রাস্তা ছিল না. রেলিং ও ছিল না. এতো খাওয়ার দোকান ও ছিল না. অনেক দুর্গম ছিল রাস্তা. খুব কষ্ট করে যেতে হত. খুব ভালো লাগছে দেখতে. জয় কেদারনাথ.ওই shortcut রাস্তাটা র মতো পুরো রাস্তা টাই প্রায় ছিল. এইরকম বাঁধানো রাস্তা ছিল না. অবশ্যই এতো লোক ও ছিল না. ভীষণ মজা লাগছে দেখতে. জয় কেদারনাথ জী কি জয়🙏
ঠিকই বলেছেন 👍
Ki sundor drishya dekhla mon bhore gelo.
Khub bhalo vlog 31:17 ...boudir lathi diye ghora ke side korar trick ta besh..😅... waiting for porer episode
খুব ভাল লাগল। হর হর মহাদেব।
খুব ভালো লেগেছে আপনার কেদারনাথ যাত্রা
আপনাদের দেখে হেঁটে ওঠার সাহস্ পেলাম, না হলে তো ভাবছিলাম , হেলিকপ্টার এর কথা ................ হর হর মহাদেব
Helicopter Online booking bondho ase akhn
কয়েকদিন পরেই খুলে যাবে ।
যদি পারেন প্রতিদিন সকালে উঠে 5 কিলোমিটার হাটা অভ্যাস করুন আশা করি কোন সমস্যা হবে না
বাড়ীতে যেকোনো সময়ই হাঁটা প্র্যাকটিস করতে পারেন । আর একটু সিঁড়ি দিয়ে উঠানামা অভ্যাস করবেন । অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যাবেন ।
হেলিকপ্টারে যান। আলাদা অনুভুতি।এর পর আছে শরীর, ইয়া চেহারা.জিম করা, পথে oxygen টান। ব্যস খেল খতম।
খুব ভাল লাগল
১৯৯৪ এ গিয়েছিলাম ১৬ কি মি পথ হেঁটে আর ফিরেওছি হেঁটে। খুবই শান্তিপূর্ণ ভাবে গেছি। কোনও ভিড় নেই কিন্ত এখন তো দেখছি রীতিমত যানজট! তখন ছিল একেবারেই কাঁচা রাস্তা কিন্ত এখন রাস্তা বাঁধানো!
Darun laglo apnader Kedarnath jatra. Jaoar jonyo inspired holam, thank you, Har har Mahadev ...
ভীষণ ভীষণ ভালো লেগেছে। আপনাদের চোখ দিয়েই আমার কেদারনাথ দর্শন হয়ে যাক।
দারুন লাগলো,, শুভ কামনা জানাই এই কেদারনাথ যাত্রা র ভিডিও দেখানোর জন্য,, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন
দারুন, দারুন, দারুন
খুব খুব খুব ভালো লেগেছে। মুগ্ধ হয়ে শুধু video টি দেখলাম। চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগল। সেই সঙ্গে আপনাদের কথা গুলো আরও ভালো। ধন্যবাদ এত ভালো video দেখানো র জন্য।
অনেক ধন্যবাদ 🙏
আসাধারণ দৃশ্য উপভোগ করলাম আপনার ভিডিওর মাধ্যমে। সাথে আপনার বর্ণনা অপূর্ব। অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে সবটা তুলে ধরার জন্য। ভালো থাকবেন আপনারা। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে।❤❤
অপূর্ব আর অসাধারণ বললেও কম বলা হবে।
আপনারা দুজনেই সুস্থ থাকুন আর প্রাণোচ্ছ্বল থাকুন এভাবে।
আপনাদের অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাই।
khub bhalo laglo .subscribe,like kardia .
ধন্যবাদ 🙏
অসাধারণ, আমি আগের বছরে গিয়েছিলাম। খুব ভালো লাগলো
Har har Mahadev. amazing, fabulous, fantastic, courageous,supubrb, heart touching and at last A-Z.
এ এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম অবর্ণনীয় সৌন্দর্য উপভোগ করলাম অনেক ধন্যবাদ জানাই আবার অপেক্ষায় রইলাম।
অসাধারণ লাগলো এই কেদার যাত্রা। ধন্যবাদ আপনাদের। জয় শ্রী কেদার।🙏
ভীষন ভালো লাগলো। 2012 সালের মে মাসে গিয়েছিলাম। 2013 র বিপর্যয়ের ঠিক এক বছর আগে।
আপনারা সত্যিই অনুপ্রেরণা। খুব ভালো লাগল। বহুদিন পরে কেদারযাত্রা র ভিডিও দেখলাম। ধন্যবাদ
ভীষণ ভীষণ ভালো লাগলো যা বর্ণনা করার ভাষা নেই । আমি 2009সালে পায়ে হেঁটেই উঠেছিলাম আপনার ভিডিও দেখে আবার পায়ে হেঁটেই উঠতে ইচ্ছে করছে।দেখি বাবা টানে কিনা।আর বোনের মতো ভাবছি যোগা করে যদি হেঁটে উঠতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
খুউব ভাল লাগলো। অনেক বদলে গেছে এই পথ, মানুষ, প্রকৃতি ! জয় ভোলানাথ।
খুব খুব সুন্দর লাগলো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর কেদারনাথ মন্দির দর্শন করতে পারলাম আপনাদের এই চ্যানেল টি দীর্ঘজীবী হোক আরো নতুন নতুন ব্লগ দেখতে পাই এই কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা কেদারনাথ 🙏🙏
Thank you so much 😊
খুব ভালো লাগল। গত তিরিশ বছরে নানা সময়ে এই পথে হাঁটা, দীর্ঘ সময় ওই তল্লাটে থাকার বিচিত্র স্মৃতি মনে পড়ছে।
আপনাদের কেদারনাথ যাত্রা খুব ভালো ভাবে উপভোগ করলাম। আপনারা ভালো থাকুন।
Khub bhalo laglo.Apnader sahosh,saririk Shakti atulonio.Sabar opore achhe Baba Kedarnather ashirbad.Ei ashish nie egie chalun
Khub bhalo laglo. 1987 summer Char Dham jatra korechhilam. Smriti taza hoye gelo. Bhalo thakun Apsara sobai.
Om namah shivaya..best vlog.🙏
Very good and important information about dustbin. Please save and keep clean our environment. Thanks for very good vedio.
খুব ভালো লাগলো আপনার অনেক ধন্যবাদ
So much informative blog.My husband is visiting Kedarnath in mid of June.Thanks for sharing.
এতো সুন্দর লাগলো, ভোর পাঁচটায় শুরু করে 3 টের মধ্যে পৌঁছে গেলেন, মনে একটু সাহস পেলাম
খুব ভাল লাগল আপনাদের কেদারনাথ যাত্রা । হর হর মহাদেব । ওঁম নম শিবায়ঃ ।
কেদারনাথ যাত্রা দেখে খুব ভালো লাগলো,আরো ভালো লাগলো ,আরো ভালো লাগলো দিদিভাই কে দেখে।
ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট করে বিডিও বানিয়েছেন,ঘরে বসে দেখে ধন্য হয়ে গেলাম।জয় বাবা কেদারনাথ কোটি কোটি প্রণাম জানাই 🙏🙏🙏🙏🙏
দেখতে দেখতে আমি খুব উত্তেজিত হয়ে পরেছি, আনন্দ ও খুব পেলাম।
1994 এ পায়ে হেঁটেই গেছিলাম।সেগুলো আবার মনে পড়ে গেলো।খুব ভালো লাগছে আপনাদের যাত্রা। ভালো থাকবেন। হর হর মহাদেব।
Joy baba kedarnath... apnader jatra pother vedeo te akebare dube giachilam.. durdanto!
দারুণ উপভোগ করছি আপনাদের পায়ে হেঁটে কেদারনাথ ভ্রমণ tarsathe অসাধারন আপনার যাত্রা পথের barnana.khub ভালো লাগছে আপনাদের চোখ দিয়ে Kedar ভ্রমণ .
অনেক ধন্যবাদ 😍
দাদা আমরাও গিয়েছিলাম খুব সুন্দর এই যাত্রা পথ খুব ভালো লাগলো আপনাদের ভিডিও আবার মনে পড়ে গেল সেই সব স্মৃতি জয় কেদার জয় গুরু
Very Good.... Great
Jai Shri Ram 🌹
Har Har Mahadev 🌹🌹
খুব খুব ভালো। আপনারা ভালো থাকবেন
অসাধারণ লাগলো। ওঁম নমঃ শিবায়ঃ। 🙏🙏🙏ভালো থাকুন।
Sundar VDO kedarnath jaber r khub valo description. God bless both of you.
অনবদ্য উপস্থাপনা। ভীষণ ভালো লাগলো। জয় বাবা কেদারনাথ🙏🙏
Khub sundar laglo 👌👌👌
অনবদ্য উপস্থাপনা। আপনাদের সদাহাস্যময় মুখমণ্ডল আমাদের ভীষণ উজ্জীবিত করে। সব সুন্দর হোক।হর হর মহাদেব।
Har Har Mahadeb, Apnader jatra subho hok, asadharan coverage korechhen, dhannyabad.
Osadharon, Har Har Mahadev 🙏🙏🙏
সত্যি বলছি,খুব ভালো লাগলো।
Darun laglo 🙏🙏 tomader jonno ank subacha roilo ❤❤ kub valo thako.🙏🙏
খুব খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে,আমরা গত বছর গেছিলাম।
অসাধারণ লাগছে, মনে হচ্ছে আমরাও চলেছি, অনবদ্য
বুবু দির কাছেও অনেক কিছু জানলাম। সত্যিই আপনারা দুজনেই খুব ভালো মানুষ।❤❤
অসাধারণ আপনাদের উপস্থাপনা ।খুব ভালো লাগল। ।হর হর মহাদেব ।
Khub bhalo laglo.ami September e jabo ekta experience holo
আমরা সেপ্টেম্বরে 10 তারিখ যাচ্ছি
খুব ভালো লেগেছে , আমরা 1998 প্রথম বার কেদার দর্শন করেছিলাম। 🙏
দারুণ লাগল। 20 বছর আগে কেদারনাথ গিয়েছিলাম। হর হর মহাদেব। 🙏🙏
পায়ে হেটে যে কেদারনাথ পৌঁছালেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।কেদারনাথ এর সম্পূর্ণ বিবরণ তুলে ধরার জন্য আপনাদের এই ব্লগটা আরও অনেক ভালো লাগলো।
খুব ভাল ভি ডি ও হয়েছে, আমি ইতিপূর্বে বাবা কে দর্শণ করে এসেছি খুব ভাল লাগল এই ভি ডি ও ❤
Khub valo laglo!
Video clip, background music, apnader uposthapona, ek kothai anobodyo.❤
Har Har Mahadev...🙏
খুব ভালো লাগল দাদা আপনাদের দুজনকেই ধন্যবাদ।
Ek kothay , rudhhasash abhijan . Khub enjoy korlam
দারুণ লাগল। আমি নিজেও তিন বার গেছিলাম। তাই পুরোটাই দেখলাম। পুরোনো সৃম্তি 31:17 একটু ঝালিয়ে নিলাম। অসাধারণ জায়গা।
খুব ভাল লাগল। আপনাদের দেখে মনে সাহস পেলাম। কারন আমারও হেঁটে ওঠার ইচ্ছা আছে। জয় ভোলে।
খুব ভাল লাগল।আমি 5 বার কেদারনাথ দর্শন করেছি।লাস্ট 2017 তে।আপনাদের ভিডিও খুব ভাললাগে।শুভেচ্ছা র ইল।❤
অসাধারণ লাগে আপনার ব্লগ। খুঁটিনাটি তথ্যে পূর্ণ, সাথে অপূর্ব সব ছবি।
কেদারনাথ যাত্রা সফল হয়েছে দেখে খুব ভাল লেগেছে, জয় বাবা কেদারনাথ।
Darun darun darun laglo, kono kotha hobe na, ak kothae onnoboddo
দারুণ দারুণ, খুব ভালো লাগলো
Ashadharon lagchhe, was anxiously waiting for this video ❤, ami 2008 e giyechhilam husband ar chhele meyeke niye...khub nostalgic lagchhe....
দারুণ লাগল আপনাদের কেদারনাথ যাত্রা।
বেশ শক্ত ।
বুবু দি আর আপনি সত্যি নিজেদের খুব fit রেখেছেন।
বয়স টা হলো just একটা নম্বর।
আর একটা কথা একদম ঠিক
যারা পূন্য করার নামে এই অবলা পশু আর মানুষের ঘাড়ে চড়ে কেদারনাথ দর্শন করতে যায়
তাদের পাপের ঘড়া আরো বাড়ে।
খুব ভালো লাগলো। অল্প বয়সে সুযোগ হয় নি। এখন আর সম্ভব নয় তাই এই ভিডিও গুলোই দেখি। এই ভাবেই কিছুটা আনন্দ পাই।
ভালো থাকবেন 🌹 মতামত জানাবেন ।
Khub bhalo lage sir apnader video dekte❤❤❤❤darun presentation 😊
খুবই সুন্দর আপনাদের বর্ণনা
khub sundor laglo. porter er prati aapnader soft behaviour dekhe tripto holam.aneke eder kosto o songram ta bhule jai.