আমার জন্মভিটায় "হরে কৃষ্ণ হরে রাম", কিন্তু কেন? Char Chenga,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • বনি আমিনের কথা
    - - - - - - - - - - - - -
    সকল শ্রোতা ও দর্শকদের প্রতি: ঘরটির মূল্য বিষয়ে ত্রুটি সংশোধনঃ ঘরের দাম বিষয়ে ভিডিওতে উল্লেখিত টাকার অংক ভুল ছিলো। পুরো ঘর এবং সাথে আরো দামি আসবাবপত্র সব মিলিয়ে মোট মূল্য ছিল মাত্র পাঁচ হাজার টাকা (৫,০০০), আমার মামা মুখ ফসকে ভুল বলে ফেলেছে। বয়স্ক মানুষ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়াকরে।
    জীবনে মনে হয় অনেক কিছু হারিয়েছি, তার বিনিময়ে সামান্য কিছু পেয়েছি। তাই প্রতিদিন - প্রতিমুহূর্তে আমার এই জন্মভিটার কথা মনে হয়। মাঝে মাঝে মন কেঁদে ওঠে, পৃথিবীর যে প্রান্তেই বা যে পরিবেশেই থাকিনা কেন, এই বাড়ী - এই ঘর সর্বদা আমার মানসপটে ভাসে। দক্ষিণ আমেরিকার উরুগুয়েতে আটলান্টিক সাগরের পাড়ে একবার এই বাড়ি এবং আমার জন্মদ্বীপ হাতিয়ার কথা মনে করে আমি সশব্দে কেঁদে উঠি। ভেরোনিকা সাথে ছিলো, তার স্বান্তনায় আমি নিজের আবেগটাকে সেদিন সামাল দেয়। আর্জেন্টিনা থেকে উরুগুয়ে যাবার পথে যে ফেরি জেট এর ভিডিও আছে তা দেখুন, আপনি তাতে ভিডিও কথনে আমার আর্তি শুনবেন। যারা শিক্ষিত ও বুদ্ধিমান তারা হয়তো বোঝেন কেন আমি আমার ভিডিওগুলোতে আবহ সংগীত হিসেবে সর্বদা লোকগীতির বা পল্লীগীতির মিউজিক দিয়ে থাকি। ছোট্ট একটি সংশোধনঃ আমি মাত্র ক্লাস সেভেন (৭ ক্লাস) থেকে দশ ১০ ক্লাস, অর্থাৎ মাত্র চার বছর হাতিয়া টাউনে পড়েছি। তার আগে ও পরে বাকি জিন্দেগী আমার চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাঙ্গনে। উক্ত ভিডিওটিতে আরো সামান্য কয়েকটি ভুল আছে। উপস্থাপকের অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
    পুনুশ্চ: অনেকে আমার বাবার বাড়ীর সংবাদ জানতে চান, তাদের প্রতি আমার উত্তরঃ আমার ঠাকুরদা অর্থাৎ আমার দাদার বাড়ীর আজ আর কোন অস্তিত্ব নেই, ১৯৫৯ তারপর ১৯৬৯ পরপর কয়েকবার নদী ভেঙ্গে কাকা - জেঠারা সকলে হাতিয়া শহরে এসে বাস গাড়েন কিন্তু বিধি বাম ১৯৮২ সনেও সেই শহর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এমনিতেই ১৯৬২ সন থেকে স্থায়ীভাবে বাবার চাকুরীর সুবাদে চট্টগ্রাম শহরেই থাকছি, একদম শহরের বুকের মাঝখানে। পৈতৃক ভিটা নদী গর্ভে যাওয়ার কারণে এবং অতঃপর হাতিয়া টাউনে আমাদের বাসভবনটি বিলীন হওয়ার পর হাতিয়ার সাথে বস্তুত আর কোন 'বাসযোগ্য সম্পর্ক' আমাদের থাকেনি, তবে এখনো আমাদের প্রচুর পৈতৃক সম্পত্তি হাতিয়াতে আছে, সেটাই এখন হাতিয়ার সাথে আমাদের যোগসূত্রের একমাত্র কারণ। আমি ১৯৯০ সন থেকে এই অবদি মোট তিনবার হাতিয়া গিয়েছিলাম শুধুমাত্র বেড়াতে। এই তিনবারের মধ্যে একবার ২০০৪ সনে আমার মায়ের পক্ষ হয়ে আমি অস্ট্রেলিয়া থেকে হাতিয়াতে যাই আমাদের জমির বিভিন্ন চাষিদের সাথে সংক্ষিপ্ত একটি বৈঠক করার জন্যে। অথচ আমি ১৯৯২ সন থেকে বাংলাদেশে গড়ে বছরে দুইবার করে বেড়াতে যেতাম। দেশে যাওয়া মানে চট্টগ্রাম শহরের বাড়ি। পৈতৃক ভিটে নেই তবে মাতুলালয় আজো অক্ষত আছে, আর সেই স্মৃতি আমাকে আজো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত, কারণ আমার শৈশবের দেড়বছর আর স্বাধীনতা যুদ্ধের একটি বছর টানা এই মাতুলালয়েই আমি কাটিয়েছিলাম - আহা কী মধুর সেই স্মৃতি। পুনরায় ধন্যবাদ সকলকে। - বনি আমিন, সিডনী
    #হাতিয়া #নোয়াখালী #স্বন্দীপ #বাংলাদেশী_হিন্দু

ความคิดเห็น • 729

  • @BoniAmin
    @BoniAmin  3 ปีที่แล้ว +175

    সকল শ্রোতা ও দর্শকদের প্রতি: ঘরটির মূল্য বিষয়ে ত্রুটি সংশোধনঃ ঘরের দাম বিষয়ে ভিডিওতে উল্লেখিত টাকার অংক ভুল ছিলো। পুরো ঘর এবং সাথে আরো দামি আসবাবপত্র সব মিলিয়ে মোট মূল্য ছিল মাত্র পাঁচ হাজার টাকা (৫,০০০), আমার মামা মুখ ফসকে ভুল বলে ফেলেছে। বয়স্ক মানুষ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়াকরে।
    Omar Faruk@প্রিয় বন্ধুঃ আপনি ঠিকই বলেছেন। জীবনে মনে হয় অনেক কিছু হারিয়েছি, তার বিনিময়ে সামান্য কিছু পেয়েছি। তাই প্রতিদিন - প্রতিমুহূর্তে আমার এই জন্মভিটার কথা মনে হয়। মাঝে মাঝে মন কেঁদে ওঠে, পৃথিবীর যে প্রান্তেই বা যে পরিবেশেই থাকিনা কেন, এই বাড়ী - এই ঘর সর্বদা আমার মানসপটে ভাসে। দক্ষিণ আমেরিকার উরুগুয়েতে আটলান্টিক সাগরের পাড়ে একবার এই বাড়ি এবং আমার জন্মদ্বীপ হাতিয়ার কথা মনে করে আমি সশব্দে কেঁদে উঠি। ভেরোনিকা সাথে ছিলো, তার স্বান্তনায় আমি নিজের আবেগটাকে সেদিন সামাল দেয়। আর্জেন্টিনা থেকে উরুগুয়ে যাবার পথে যে ফেরি জেট এর ভিডিও আছে তা দেখুন, আপনি তাতে ভিডিও কথনে আমার আর্তি শুনবেন। যারা শিক্ষিত ও বুদ্ধিমান তারা হয়তো বোঝেন কেন আমি আমার ভিডিওগুলোতে আবহ সংগীত হিসেবে সর্বদা লোকগীতির বা পল্লীগীতির মিউজিক দিয়ে থাকি। ছোট্ট একটি সংশোধনঃ আমি মাত্র ক্লাস সেভেন (৭ ক্লাস) থেকে দশ ১০ ক্লাস, অর্থাৎ মাত্র চার বছর হাতিয়া টাউনে পড়েছি। তার আগে ও পরে বাকি জিন্দেগী আমার চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাঙ্গনে। উক্ত ভিডিওটিতে আরো সামান্য কয়েকটি ভুল আছে। উপস্থাপকের অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি ভালো থাকুন। ধন্যবাদ
    পুনুশ্চ: অনেকে আমার বাবার বাড়ীর সংবাদ জানতে চান, তাদের প্রতি আমার উত্তরঃ আমার ঠাকুরদা অর্থাৎ আমার দাদার বাড়ীর আজ আর কোন অস্তিত্ব নেই, ১৯৫৯ তারপর ১৯৬৯ পরপর কয়েকবার নদী ভেঙ্গে কাকা - জেঠারা সকলে হাতিয়া শহরে এসে বাস গাড়েন কিন্তু বিধি বাম ১৯৮২ সনেও সেই শহর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এমনিতেই ১৯৬২ সন থেকে স্থায়ীভাবে বাবার চাকুরীর সুবাদে চট্টগ্রাম শহরেই থাকছি, একদম শহরের বুকের মাঝখানে। পৈতৃক ভিটা নদী গর্ভে যাওয়ার কারণে এবং অতঃপর হাতিয়া টাউনে আমাদের বাসভবনটি বিলীন হওয়ার পর হাতিয়ার সাথে বস্তুত আর কোন 'বাসযোগ্য সম্পর্ক' আমাদের থাকেনি, তবে এখনো আমাদের প্রচুর পৈতৃক সম্পত্তি হাতিয়াতে আছে, সেটাই এখন হাতিয়ার সাথে আমাদের যোগসূত্রের একমাত্র কারণ। আমি ১৯৯০ সন থেকে এই অবদি মোট তিনবার হাতিয়া গিয়েছিলাম শুধুমাত্র বেড়াতে। এই তিনবারের মধ্যে একবার ২০০৪ সনে আমার মায়ের পক্ষ হয়ে আমি অস্ট্রেলিয়া থেকে হাতিয়াতে যাই আমাদের জমির বিভিন্ন চাষিদের সাথে সংক্ষিপ্ত একটি বৈঠক করার জন্যে। অথচ আমি ১৯৯২ সন থেকে বাংলাদেশে গড়ে বছরে দুইবার করে বেড়াতে যেতাম। দেশে যাওয়া মানে চট্টগ্রাম শহরের বাড়ি। পৈতৃক ভিটে নেই তবে মাতুলালয় আজো অক্ষত আছে, আর সেই স্মৃতি আমাকে আজো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত, কারণ আমার শৈশবের দেড়বছর আর স্বাধীনতা যুদ্ধের একটি বছর টানা এই মাতুলালয়েই আমি কাটিয়েছিলাম - আহা কী মধুর সেই স্মৃতি। পুনরায় ধন্যবাদ সকলকে। - বনি আমিন, সিডনী

    • @Jzone7625
      @Jzone7625 3 ปีที่แล้ว +2

      Love u bro

    • @mukulitamajumder7985
      @mukulitamajumder7985 3 ปีที่แล้ว +5

      Boni Amin, apnar video guli osadharon. Videography osadharon, music toh knaday, deerghoshwash pore. Onek dhonyobad apnake.

    • @shamsurrahman456
      @shamsurrahman456 3 ปีที่แล้ว +2

      তোমার ঘাড়ের পিছনে ফক্কা কেন?

    • @dulalkanu
      @dulalkanu 3 ปีที่แล้ว +3

      Moner manus boni amin...balothakun

    • @dulalkanu
      @dulalkanu 3 ปีที่แล้ว +2

      I love...you brother..dulal from saudi arabia..dammam rastanura..aram co..hausing..service..

  • @proagriculturelifepro5596
    @proagriculturelifepro5596 3 ปีที่แล้ว +15

    রক্তের দাম অনেক বেশি। উনার পূর্ব পুরুষ এর রক্তে সম্মান আর শ্রদ্ধা ছিলন,যা বনি আমিনের মাঝেও দেখা যায়। বংশ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।

  • @parthasharmasarkar6137
    @parthasharmasarkar6137 3 ปีที่แล้ว +29

    বনিদা ঈশ্বর আপনার সাথে আছে, সুস্থ নীরোগ হয়ে দীর্ঘ জীবন আপনি লাভ করুন, এমন বনিদাকে যেন সারাজীবন পাই

  • @brojenbasak484
    @brojenbasak484 3 ปีที่แล้ว +13

    পাপন তোমার তুলনা হয় না। ভীষণ ভালো উপস্থাপনা। তুমি তুলে ধরলে এক অজানা কাহিনী। তুমি দীর্ঘজীবী হও। ভালো থেকো জুনিয়র বনি আমিন। কলকাতা থেকে 4/6/21👍👍👍🌹

  • @sobujbiswas5117
    @sobujbiswas5117 3 ปีที่แล้ว +37

    দারুণ প্রিয় ভাই। আসলেই বৈষম্যহীনতা ও অসাম্প্রদায়িকতা পারিবারিক একটি বড় শিক্ষা।
    আমি একজন বাংলাদেশী বাঙালি ও সনাতনী ; এমন মানুষ ও পরিবার বেশি বেশি থাকলে সমাজে কোন সংঘর্ষ ও বিভেদ থাকত না।

  • @shamalctgbd
    @shamalctgbd 3 ปีที่แล้ว +8

    বনি আমিন ভাই উনার নানার মত অসাম্প্রদায়িক মানুষ উনি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে থাকেন । আমি উনার অনেক ভিড়িও দেখেছি ।

  • @alamgirmiya2757
    @alamgirmiya2757 3 ปีที่แล้ว +6

    বনি সাহেব ♥️সত্যি অতীত ঐতিহ্য ইতিহাস বড়ই কঠিন সত্য, আজ আপনার শৈশবের বিডিও টা দেখে সত্যি অবাগ হলাম। কি অসাধারণ ভালো মানুষ ছিলেন আপনার নানা।তবে আপনার বাবার বাড়ি ঘর যদি থাকতো মনটা অনেক ভালো লাগতো। পরিশেষে সপরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহতাআলা আপনার দির্ঘ আয়ু দান করুন আমিন ♥️♥️♥️

  • @smarajitchakraborty7673
    @smarajitchakraborty7673 3 ปีที่แล้ว +34

    রক্ত কথা বলে। বনি আমিন ভাই, বিশ্বের সমস্ত ধর্মান্ধ মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে যাচ্ছেন। অনেক কঠিন কাজ। আসুন আমরা সেই জ্ঞান সাগরে অবগাহন করি।

    • @brojenbasak484
      @brojenbasak484 3 ปีที่แล้ว +1

      আপনি একদম সঠিক কথাটি বলেছেন। অশান্তির প্রতীক ধর্মান্ধরা এই ব্যপারটা কোন দিনও বুঝবে না। 👍👍🌹

  • @bishnudas334
    @bishnudas334 3 ปีที่แล้ว +52

    হিন্দু সম্প্রদায়কে শ্রদ্ধা জানানোর জন্য বনি আমিন স্যারকে স্যালুট জানায়

    • @dilipkumardas8207
      @dilipkumardas8207 3 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH
      I HAVE SEEN MANY VEDEOS

    • @jayasarker57
      @jayasarker57 3 ปีที่แล้ว +2

      @LoL Noob account ভাই এগুলো কি বলছেন। উনি কি এমন খারাপ কমেন্ট করলো, যে আপনি এই কমেন্ট করলেন। কিসের ভিতর কি লিখেছেন আপনি।

  • @somirch5668
    @somirch5668 2 ปีที่แล้ว +5

    মন থেকে স্যালুট স্যার, বনি স্যার আসলে সম্ভ্রান্ত পরিবারের,।.................. অন্য ধর্মের প্রতি স্রদ্ধা দেখে ভিডিওটা অসম্ভব ভালো লেগেছে।

  • @amarnathchattaraj8293
    @amarnathchattaraj8293 2 ปีที่แล้ว +3

    বনি আমিনের জন্ম ভিটা ও বংশ বৃত্তান্ত সহ উপস্থাপনা টি ভালো লাগলো। উনার দৃষ্টি ভঙ্গি যে কারণে আলাদা।

  • @ohe-yd5mm
    @ohe-yd5mm 3 ปีที่แล้ว +10

    ভাইজান, আপনাকে সালাম, আপনার নানাবাড়ি এবং বাড়ির পারিপার্শ্বিকতা দেখে যেন আমার চোখের পাতা ভিজে এলো 😥 কেননা- আমার গ্রামের বাড়িটির সাদৃশ্য অনেকটা খুঁজে পেয়েছি এখানে। যদিও সে বাড়িতে আমরাও এখন কেহ থাকিনা। সেইইই পাকিস্তান আমলের শুরু থেকে যারা আমাদের কর্মচারী ছিলেন- এখন তারাই বাড়ির কেয়ারটেকার। তাঁদেরও বয়স হয়েছে, প্রায় ১০০ ছুঁই-ছুঁই। আমি ঢাকায় থাকি, ভিডিওটি দেখে মূহুর্তে আমার শৈশব দিনের সে স্মৃতিগুলো এখন আমাকে ভিষণ ভাবে আহত করছে😥
    একজন মানুষের পরিবার এবং তার পারিপার্শ্বিকতা দেখে মূহুর্তে তা অনুমান করা যায় কেমন ছিলো তাদের পরিবার, পারিবারিক শিক্ষা, ইত্যাদি।
    আপনার অনেকগুলো ভিডিও থেকে আমি নিশ্চিত- আপনি একজন ভালোমানুষ। একজন ভালোমানুষের পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক কষ্টের... জানি এ মিথ্যে, মেকি এবং অবমূল্যায়নের সমাজে আপনার খুব কষ্ট হচ্ছে। তারপরও আপনার সততার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। মহান প্রভু আপনার সহায় হোক।

    • @BoniAmin
      @BoniAmin  3 ปีที่แล้ว +1

      Thanks and Love from Boni Amin

  • @ckmmro3763
    @ckmmro3763 3 ปีที่แล้ว +61

    কষ্ট লাগে----
    যখন দেখি-মেধা ও চিন্তাশীল মানুষগুলো ভিন দেশে বসবাস করছেন!!
    আর দেশ পরিচালনা করছেন যত্তসব অধম ও শয়তান গুলো!

    • @kanchanali7546
      @kanchanali7546 3 ปีที่แล้ว

      ধন্যবাদ ভিডিও টি ভাল লাগল, নাস্তিক এর অর্থ হল অবিশ্বাস ! আর আর অ- মানুষের অর্থ হল কি ?

    • @kanchanali7546
      @kanchanali7546 3 ปีที่แล้ว +6

      বনি আমিনের ফিরিস্তি গাওয়া ভালো লাগলো ধন্যবাদ, জনাব ৫০.০০০ টাকার পূরানো ঘর কেনা প্রসংগে বলা ! ঐ আমলে যাদের হাতে ১০০০ টাকা ছিল তাদের পদবি হাজারী বংস হয়ে গেছে। ১৯৫২- হতে ১৯৭০ পয্যন্ত যাদের হাতে নগদ ৫০.০০০.০০ পঞ্চাশ হাজার টাকা ছিল ঐ টাকায় গোটা হাতিয়া কিনে ফেলতে পারত! সে একজন সরকারি আমলার বেত ন ছিল ৩০০/ তিনশত টাকা পূরানো বাড়িটির দাম সর্বোচ্চ ৫০০ হতে ৮০০ টাকা এর উপর নয়। কথা ভাবিয়া চিন্তায়া বলতে হয়।

    • @alamgirmiya2757
      @alamgirmiya2757 3 ปีที่แล้ว

      ♥️সঠিক কথা বলছেন ভাই।

  • @mukherjeeperfumery9189
    @mukherjeeperfumery9189 ปีที่แล้ว +1

    বনি আমিনকে আমি ভীষন শ্রদ্ধা করি। কারণ একজন প্রকৃত মানুষ হতে গেলে যে গুন থাকতে হয়। আমার মতে ওনার সেই সব গুনই বিদ‍্যমান। ঈশ্বর আল্লাহ্ কাছে প্রার্থনা করি উনি দীর্ঘজীবি হোন সুসাস্থ নিয়ে।

  • @jitendranath2535
    @jitendranath2535 3 ปีที่แล้ว +7

    মাঝে মাঝে ইচ্ছে হয় ইউটিউবে ভিডিও আর দেখবো না।কিন্তু এ ধরনের ভিডিও... অসাধারণ!

  • @thesheikhrasel
    @thesheikhrasel 3 ปีที่แล้ว +37

    যারা ধর্মকে নিরপেক্ষ ভাবে দেখে ও ভালোবাসে তাদের মধ্যে আপনি এক অ-মানুষ মানে (অসাধারণ মানুষ)। যারা অ-মানুষ এর অর্থ ধরতে পারে না তাদের জন্য আমার পক্ষ থেকে ভেঙ্গে দিলাম শব্দার্থ টা।

    • @brojenbasak484
      @brojenbasak484 3 ปีที่แล้ว +6

      ভাই অসাধারণ কমেন্ট, ধন্যবাদ আপনাকে। 👌👍🌹

    • @sajalpurkayastha8911
      @sajalpurkayastha8911 3 ปีที่แล้ว +1

      ১০০% ♥🌹♥

    • @joynalabedin0078
      @joynalabedin0078 2 ปีที่แล้ว

      💕

    • @moziburrahman1840
      @moziburrahman1840 2 ปีที่แล้ว +3

      বাংলায় যেহেতু একটা শব্দই আছে অমানুষ তাহলে অমানুষ আবার অসাধারন মানুষ কিভাবে হলো বুঝলামনা।

    • @jobairblog359
      @jobairblog359 2 ปีที่แล้ว

      @@moziburrahman1840 অমানুষ ও অ-মানুষ এর অর্থ বুঝতে হবে, বনি আমিন অ-মানুষ (অসাধারণ মানুষ), সে অমানুষ নয়।

  • @udaysankarmukherjee1456
    @udaysankarmukherjee1456 3 ปีที่แล้ว +34

    আজিজুল ভাই Vedio টির জন্য কোন প্রসংসাই যথেষ্ট নয়। বনি আমার কাছে দেবতা রুপে মানুষ এবার বোঝা গেল কাদের রক্ত বনির শরীরে বইছে। এমন মহান পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।

  • @abdulgafurmia6906
    @abdulgafurmia6906 3 ปีที่แล้ว +4

    খুবই মনোযোগ সহকারে জনাব বনি আমিনের জন্ম ভিটা নানু বাড়িটি দেখলাম । খুবই ভাল লেগেছে ।আসলে বনেদি পরিবারেই জন্ম বনি আমিনের । এত বড় মানুষ হয়েছেন এত বড় মন হওয়ার কারনেই । বড় পরিবারে জন্ম বলেই বড় মন হয়েছে । ধন্যবাদ বনি আমিন কে ।

  • @mdrashedmdrashed9820
    @mdrashedmdrashed9820 3 ปีที่แล้ว +8

    বনি আমিন ভাই আপনি নোয়াখালীর তা আমি আজকে যানলাম
    আপনার জন‍্য ভালো বাসা আরো বেড়ে গেলো
    আমি নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী থেকে

  • @kanizfatima_JU
    @kanizfatima_JU 3 ปีที่แล้ว +48

    এই বাড়িটাই এক সময় হয়তো মানুষের কোলাহলে মুখরিত ছিল....!! আমার এমন পরিত্যক্ত বাড়ি দেখলে কেমন যেন খারাপ লাগা কাজ করে।

  • @koushikroy8014
    @koushikroy8014 2 ปีที่แล้ว +5

    স্যার প্রথমে আমার প্রণাম নেবেন. এই দ্বীপে আমি ঘুরে আসছি. এইটা আমার বাবার জন্মস্থান. আপনার ভিডিও যত দেখছি তত প্রেমে পড়ে যাচ্ছি. আপনাকে অনেক অনেক ধন্যবাদ.

  • @sumunroy1097
    @sumunroy1097 3 ปีที่แล้ว +20

    সত্যি চোখে জল এসে গেলো ''' এই সৈসব ছেড়ে আমিন স্যার কেমনে প্রবাসী '' যদিও আমি বিদেশে থাকি''' এগুলো দেখলে অনেক কষ্ট লাগে😥😥😥

    • @debeshsarkar9890
      @debeshsarkar9890 2 ปีที่แล้ว

      Atur ghor

    • @debeshsarkar9890
      @debeshsarkar9890 2 ปีที่แล้ว

      Thik bolcen kintu ata tho bangladesh muslim afganistan desh ar ki bolbo bhi jongi der atur ghor ai bangladesh jongi musulman der desh hoyea jaccey

  • @mdjosimuddin4460
    @mdjosimuddin4460 2 ปีที่แล้ว +6

    বনি আমিন স্যার আমাদের নোয়াখালীর গর্ব আপনার মুখথেকে আমরা অনেক মুল্যবান কথা সুনতে পারি ভালো থাকুন স্যার

  • @gurudas9694
    @gurudas9694 3 ปีที่แล้ว +6

    বনি ভাই আপনি একজন মহান আত্মা,মহামানব আপনার প্রতি রইল প্রাণ ভরা ভালবাসা। ঈশ্বর আপনার মঙ্গল করুন। 🌹🌹🌹 KOLKATA

  • @pampakundu1305
    @pampakundu1305 2 ปีที่แล้ว +3

    সময়োচিত সুদৃশ্য বর্ণনার জন্য উপস্থাপক কে ধন্যবাদ🙏💕। মানুষের কর্মই তার ধর্ম এবং সেটাই তার পরিচিতি যা চিরস্থায়ী।
    আগে আমরা *মানুষ/বাঙলা ভাষী* তারপর আমাদের ধর্ম। বনি আমিনের পরিচয় সার্বজনিন।আমাদের ভাগাভাগি দুর্ভাগ্যজনক। এই সুযোগে অ মানুষ বনি আমিনকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। তিনি আমাদের জন্য আরও অনেক কাজ করুন।
    🙏💕

  • @ramproshadkumar5126
    @ramproshadkumar5126 3 ปีที่แล้ว +13

    স্যার আপনার মতো একজন সাহসী পুরুষ আমাদের বাংলাদেশের যদি রাজা হইতো তাহলে বাংলাদেশের অনেক উপকার হতো।স্যার আপনাকে ধন্যবাদ।

    • @sagormedia6824
      @sagormedia6824 3 ปีที่แล้ว

      হা হা হা হা সালা পাগলা ছাগলা কয় কি

  • @anukishore2892
    @anukishore2892 3 ปีที่แล้ว +10

    বনি আমিন সাহেবের ট্রাভেলিং ভিডিওগুলো অসাধারণ। মানবিক হওয়া আর ধর্মহীন হওয়া কি এক?

  • @amitavapaul5012
    @amitavapaul5012 3 ปีที่แล้ว +7

    মনের প্রসস্থতা ছিল বলেই বনিভাইয়ের নানা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাতে পেরেছিলেন এবং বনিভাইও অন্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করেন বলে মনে করি । কারণ রক্তের ঋণ বলে একটা কথা আছে ।

  • @mohammadfaridi3816
    @mohammadfaridi3816 3 ปีที่แล้ว +4

    খুব খুব ভাল লাগল। আজিজুল হক পাপন ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ বনি স্যারকে হৃদয় দিয়ে তাঁর হেটে চলা পথ ধরে হাটানোর জন্য।

  • @sharatdas4350
    @sharatdas4350 3 ปีที่แล้ว +25

    দুনিয়াতে ভালো কাজ করে মারা গেলেও তাহারা জিবতো মানুষের কাছ থেকে দোয়া পায়, অনেক চমৎকার তাদের জন্য দোয়া রহিলো

  • @chemicalengineernazertaluk6851
    @chemicalengineernazertaluk6851 2 ปีที่แล้ว +2

    বনি আমিন ভাই এই বাড়িটি দেখে খুবই খারপ লাগলো এই ঘর টি এক সময মূখরিত ছিল। এই ভিটা টি এশিয়ার সর্ববৃহৎ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ও বিশ্ববিদ্যলয় করা হলে সমগ্র দেশের এবং বিশ্বের ছেলে মেয়েরা এই খানে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য আসবে। সেই বাড়ির আসে পাশে অনেক গুলো হোটেল মোটেল হবে। ঐ এলাকাটা মানুষের সমাগম থাকবে । বাজার মার্কেট হবে ।এবং আল্লাহর কাছ থেকে দোয়া আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘ আযো দান করেন আমীন নাজের তালুকদার চট্টগ্রামে বাংলাদেশ থেকে।

  • @anjanbiswas1032
    @anjanbiswas1032 3 ปีที่แล้ว +16

    Boni Amin is a Secular Person, so that educated society like him.thank you brother. I am from Kolkata ( India) .

  • @shahadathossain2591
    @shahadathossain2591 3 ปีที่แล้ว +3

    খুবই ভাল লাগলো ভিডিওটা দেখে,আমিও হাতিয়ার সন্তান সোনাদিয়া ইউনিয়নের।এই চরচেঙ্গা স্কুল মাঠে আমাদের নিত্য ফুটবল,ক্রিকেটের আসর বসত ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত। ভিডিওটি করার সময় পাশে ছিল বন্ধু হিমেল।মিস ইউ ভাইজান।

  • @AliAli-tz7zv
    @AliAli-tz7zv 3 ปีที่แล้ว +3

    আপনি যে বনিদি।পরিবারের সন্তান। অনেক আগেও অনুদাবন করেছিলাম। এগিয়ে যান ধন্যবাদ।

  • @kanchanray3151
    @kanchanray3151 3 ปีที่แล้ว +22

    স্যারের জন্মভিটে দেখে খুব আনন্দ পেলাম।স্যারের প্রতি ও স্যারের পরিবারের প্রতি শ্রদ্ধা শতগুন বেড়ে গেল ধর্মনিরপেক্ষ ব্যাকগ্রাউন্ড জেনে।পাপন তোমায় ধন্যবাদ।

  • @rashedhasan7917
    @rashedhasan7917 3 ปีที่แล้ว +23

    শিকড় থেকেই শিখরে। সত্যিই হাই ভোল্টেজ ফ্যামিলি।আর সেই সময় ৫০০০০ টাকা দিয়ে ঘর কেনাতো বিশাল আভিজাত্যের প্রমাণ।সালাম স্যার।

    • @injamamulislam7935
      @injamamulislam7935 3 ปีที่แล้ว

      Avgvi ehm cªvq 78 eQi| evwWi পারিপার্শ্বিকতা দেখে অনুমান করা যায় ewb Avwgb mv‡ne e‡bw` cwiev‡i R¤§ wb‡qwQ‡jb| GwU h_vZ© | Z‡e Awek¦vm¨ welq nÔj †h, ‡m mgq GK gb (†h‡nZz ‡K wR gvc wQjbv), Pv‡ji g~j¨ wQj 5/6 UvKv | GK fwi ¯^‡Y©i g~j¨ wQj 13/14 UvKv| 1 wU †jevi Gi g~j¨ wQj 10/12 cqmv| 1wU †g|Uv-ZvRv Miæi `vg wQj 32 ‡_‡K 35 UvKv| ZLb GB 50 nvRvi UvKvq 3wU wewìs Kiv †hZ|

  • @spsaifulalam3536
    @spsaifulalam3536 11 หลายเดือนก่อน +2

    জন্মস্থানের মায়া কেউ কখনো ভূলতে পারে না। লাভ ইউ বনি আমিন স্যার

  • @ahmedmaki2807
    @ahmedmaki2807 3 ปีที่แล้ว +20

    বনি আমিন যদি অ মানুষ হয় তাহলে অমানুষই ভাল❤️❤️

  • @devotionaltreebd5124
    @devotionaltreebd5124 3 ปีที่แล้ว +7

    আমরা মানুষ । কিন্তু মানুষ হবার যোগ্যতা আমরা দিন দিন হারিয়ে ফেলেছি। তার পরেও আদর্শ মানুষ হিসেবে মানুষের যা কাজ সেটা আপনি করার চেষ্টা করছেন। দীর্ঘদিন অবশিষ্ট মনুষ্যত্ব সম্পন্ন মানুষ আপনাকে মনে রাখবে। তাঁদের হৃদয়ে ধারণ করে রাখবে আপনার কর্মকাণ্ড। পরবর্তী আদর্শ প্রজন্মের জন্য আপনার কর্মকান্ড হবে অনুকরণীয়।

  • @mahabubms
    @mahabubms 3 ปีที่แล้ว +9

    আমি ভিডিও টা দেখলাম। আর আমিযেন দেখতে পাইতেছি। বনি আমিন এর ছোখে পানি হায় জীবন। ভালো থাকবেন ।

  • @gobindoray233
    @gobindoray233 3 ปีที่แล้ว +13

    সত্যি কারের মানুষ যারা তারা কখনো অন্য কে ছোট করে দেখেনা,, অনেক সুন্দর লাগে আপনাদের ভিডিও গুলো ধন্যবাদ।

  • @pareshchandradas7601
    @pareshchandradas7601 3 ปีที่แล้ว +3

    শ্রদ্ধেয় বনি আমিনের শ্মৃতি বিজড়িত হাতিয়ার বাড়িটি দেখে আমি আমি আপ্লূত হলাম কারন ১৯৪৬ সালের পূর্বে আমার পূর্ব পুরুষরা ওখানে বসবাস করতেন । ভাগ্যের পরিহাসে এখন আমরা পূর্ব পুরুষদের ভিটেমাটি ত্যাগ করে ভারতে আছি তবুও বাংলাদেশের নাম উচ্চারণ করলেই যেন উচাটন হয়ে উঠে । আমি চাই বাংলাদেশের আপামর জনসাধারণ হিন্দু ও মুসলিম একত্রে মিলে মিশে শুন্দর ভাবে বসবাস করুক ও সমগ্র বাংগালী জাতির হোক।

    • @pankajseb
      @pankajseb หลายเดือนก่อน

      আমাদের পুরপরুষ,এমনই ভেবেছিল,এভাবনার,কারনেই, আজ,আমরা আপনার, দেশ,ছারা,,মুসলিম, কখনো, হিন্দুদের, ভাল,চাইবেনা,আপনি, x,,Muslim, দেখেন,,আমি আপনা,মঙ্গল কামনা,করি

  • @marjan7900
    @marjan7900 2 ปีที่แล้ว +2

    আহা কি সুন্দর ফুটেজ তুলে ধরেন বনি আমিন আর অসাধারণ বাংলার ভাদ্রজন্তু 👍

  • @bablubaidya3499
    @bablubaidya3499 3 ปีที่แล้ว +11

    সত্যি অসাধারণ লাগলো স্যার, পাপন ভাইয়ের ভিডিও। আপনার জন্মভিটে দেখতে দেখতে কখন যে হারিয়ে গিয়েছিলাম জানি না।...........
    চির শুভেচ্ছা ও ভালোবাসা 🙏🌷💕

  • @pampabachar6118
    @pampabachar6118 3 ปีที่แล้ว +10

    তাই বলি বনি আমিন জী জিন্দাবাদ, ভালো থাকবেন স্যার, ভারতের কলকাতা থেকে ।

  • @azadlimton4301
    @azadlimton4301 3 ปีที่แล้ว +4

    হৃদয় ছুয়ে গেলো, চোখে জল এলো, নিজেকে কখওনো অমানুষ বলবেন না, ভাল থাকুন-

  • @aparnamukherjee196
    @aparnamukherjee196 2 ปีที่แล้ว +4

    বেশির ভাগ মুসলিম যদি এরকম হত তাহলে আমরাও আজ পূরব বংগের জন্মভিটা ছেড়ে এপার বাংলায় আসতাম না।
    বনিভাইকে নমস্কার। পাপনকে ধন্যবাদ এই অসাধারণ ভিডিও টির জন্য।

  • @user-antorebaul
    @user-antorebaul 3 ปีที่แล้ว +4

    ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।❤️🎶
    শুভ কামনা রইল অবিরাম দাদা
    মৌলভীবাজার থেকে

  • @mrbiplob4824
    @mrbiplob4824 3 ปีที่แล้ว +26

    নিতি চরিত্র আদর্শ, ও ধর্ম নিরপক্ষতা যাদের মধ্যে আছে, তারাই তো মানুষ,, ধন্যবাদ,,

  • @minkashikirtidadebidasi5697
    @minkashikirtidadebidasi5697 3 ปีที่แล้ว +5

    Beautiful presentation. God may bless you Boni Amin. Hare Krishna. Iskcon ,India. 🙏🙏

  • @thesheikhrasel
    @thesheikhrasel 3 ปีที่แล้ว +3

    আপনাকে কেনো ভালো লাগে? কেনো ভালোবাসি? কেনো আপনার ও আপনার পরিবারের জন্য দোয়া করি একমাত্র মন ছাড়া আমার পক্ষে বলা সম্ভব না। তবে যায় হোক আমার চোখেঁ আপনি এক অসাধারণ মানুষ। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। একটা মানুষের সবচাইতে বড় পরিচয় তার নৈতিক চরিত্র ও ভালো মন-মানসিকতা। আর, আপনার মধ্যে আমি সেটা দেখতে পাই। আর যার কারণে, আপনি সেই অ-মানুষ টির জন্য ও আপনার পরিবারের জন্য ও আপনার পাশে দাঁড়িয়ে যারা সত্যকে সত্য বলে তাদের প্রতি আমার প্রাণঢালা দোয়া ও ভালোবাসা অভিরাম।🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @brojenbasak484
      @brojenbasak484 3 ปีที่แล้ว

      আপনার ভীষণ সুন্দর কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @biswajithaldar1235
    @biswajithaldar1235 3 ปีที่แล้ว +6

    ভালোলাগলো বনি আমিনের স্বদেশ ভূমি দেখে বর্ধমানপশ্চিম বাংলা ভারত থেকেএকজন হিন্দুঘটি আমি

  • @bestsongfeil7995
    @bestsongfeil7995 3 ปีที่แล้ว +2

    অসাধারণ দাদা । আপনার জন্ম সথান দেখে অবাক হলাম তাঁর সাথে হিন্দুদের বাড়ি ঘর ঠিক ঠাক রেখেছেন। অসাধারণ ভাই। সোনার গাঁও থেকে বলছি।

  • @nirmalyaonwheels5525
    @nirmalyaonwheels5525 3 ปีที่แล้ว +21

    সর্ব ধর্ম সমন্বয়ের জ্বলন্ত উদাহরণ। অভিজাত শিক্ষিত পরিবার।

  • @cityboy4028
    @cityboy4028 3 ปีที่แล้ว +6

    বনি আমিন ভাই- আপনার নানাবাড়ি দেখলাম,খুবি ভালো লাগলো। আপনার নানাবাড়ি দেখে আমি নিজেও আবেগআপ্লুত। নিজে এবং নিজের পরিবার নিয়ে আরও অনেক বেশি ভালো থাকার জন্য এই স্মৃতিময় ভিটা গুলোকে বঞ্চিত করেছেন।আপনি কি এই স্মৃতিময় বাড়ি গুলোর কাছে অপরাধি না?

  • @sukhendumondal7632
    @sukhendumondal7632 3 ปีที่แล้ว +5

    ধর্ম মানুষ কে মানবতা শেখায়..... মানুষের জীবনে একটি ধর্ম মানুষের পাশে থাকা।দুঃখ, দরিদ্র, অসহায় মানুষকে সাহায্য করা। আপনি অধঃপতিত সমাজকে এগিয়ে নিয়ে যেতে সেই প্রয়াস করছেন, এটি সফল হোক। আমি একজন ভারতীয় কিন্তু আপনার চ্যানেল-এর নিয়মিত শ্রোতা ও দর্শক...
    আপনার সাথে একদিন দেখা করার ইচ্ছা আছে...... ভালো থাকবেন..

  • @rsfaruk3270
    @rsfaruk3270 3 ปีที่แล้ว +4

    বনি আমিন ভাই আপনার বাড়ীটস দেখে আমার কান্না পেল । আমার গ্রামের বাড়ীটাও এরকম হয়ে গেছে । আমার বাড়ীটা দাদার দেওয়া ।

  • @Amar-oi8jr
    @Amar-oi8jr 3 ปีที่แล้ว +5

    Ami sure jokhon Ai video ta boni amin sir was watching definitely tears coming on his both eyes ... beautiful full video amazing fantastic just love it

  • @alokpriyochowdhaury6128
    @alokpriyochowdhaury6128 2 ปีที่แล้ว +2

    স্যালুট জানাই বনি আমিনের মামাকে, তাঁর আত্মার শান্তি কামনা করছি।

  • @rashedhasan7917
    @rashedhasan7917 3 ปีที่แล้ว +4

    বনেদি সম্ভ্রান্ত মুসলিম পরিবার।খুব সুন্দর।আর কবরগুলো দেখে মনে হলো,আমাদেরও যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে।

  • @RajanyaThakur
    @RajanyaThakur 3 ปีที่แล้ว +3

    First comment korlam bhai valo laglo video onek kichu jante parlam

    • @BoniAmin
      @BoniAmin  3 ปีที่แล้ว +2

      Anjan @ Thank you directly from Boni Amin

  • @azimuddin-eq7iv
    @azimuddin-eq7iv ปีที่แล้ว +2

    আমার শৈশব কেটেছে হাতিয়ার বুড়িরচর নামক স্থানে। যে স্থানটি আজও আমার মনে গেঁথে আছে।

  • @anandamohanbiswas8476
    @anandamohanbiswas8476 3 ปีที่แล้ว +3

    ধন্যবাদ ভিডিওটি করার জন্য ।একটা প্রশ্ন , বারে বারে অ -মানুষ লেখাটা ভেসে উঠলো ।এই অ-মানুষ বলতে কাকে বোঝাতে চেয়েছেন এবং কেন ?
    বনি আমিন বাবুর ভিডিও গুলো প্রায়ই দেখি । ওনার চোখ দিয়ে ই পৃথিবীর অনেক কিছু জানতে পারা যার যা সত্যিকারে এক অমূল্য সম্পদ হিসাবে বিবেচনা করি । বনি আমিন বাবু যথার্থ ই একজন শিক্ষিত এই কারনে অনেক অপ্রিয় সত্য কথা জোরালো ভাবে বলার হিম্মৎ রাখেন । ওনার দীর্ঘায়ু কামনা করি ।

  • @parthakumarganguly7382
    @parthakumarganguly7382 3 ปีที่แล้ว +3

    মানুষের কাজই মানুষ মনে রাখবে।
    উনি আমার আপন জন।
    অনেকদিন ওনার ভিডিও দেখতে পাই নি।

  • @parthabhanjachoudhury6489
    @parthabhanjachoudhury6489 3 ปีที่แล้ว +8

    Mr. Papun, I thank you from the core of my heart to show us the origin of the great man Mr. Boni Amin. He is a great soul and a person who embraces all religions on earth. He is a person who speaks his heart out and enthralls everybody who sees his channel. He respects good people and decries cheats, thugs, and thieves fearlessly. A great courageous and interesting personality. My heartfelt love and respect for Mr. Boni Amin. I also love your show also because you too follow his footsteps.

  • @abirahmed8760
    @abirahmed8760 3 ปีที่แล้ว +4

    বনি আঙ্কেল সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি । আমরা নোয়াখালী হাতিয়া উপজেলার মানুষ। আমাদের এমপি আলী সাহেব ও ওনার স্ত্রী আয়েশা আমদের হাতিয়ার মানুষের সব আবদার পূরণ করতে সক্ষম হয়েছেন। আমরা নোয়াখালী হাতিয়ার মানুষ সব কিছুতে সয়ং সম্পূর্ণ।
    মাননীয় প্রধানমন্ত্রী, ও মন্ত্রী মহদয় গন
    আপনাদের কাছে আমাদের কোন ছাওয়া নেই। আমাদের আপনাদের কাছে একটা দাবি আমরা নোয়াখালী হাতিয়া উপজেলার মানুষ একটা ছাওয়া সেটা হলো নদী ভাঙগন রোধ করতে । আমদের এমপির একা এ ভাঙ্গন রোধ করা সম্বব না। বনি আঙ্কেল সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনার মাধ্যমে
    মাননীয় প্রধানমন্ত্রী ওমন্ত্রী মহদয় গন এবং মিডিয়ার সাংবাদিকদের দৃষটি আকষ্ন করছি.....................................................................

  • @abdulchand341
    @abdulchand341 3 ปีที่แล้ว +10

    বনি আমিন ভাই'র জন্মভিটা মাতুলালয় দেখে অভিভূত হলাম। এরপর তাঁর পৈত্রিক বসতবাড়ি দেখতে আশা রাখি।

  • @nehonking2031
    @nehonking2031 3 ปีที่แล้ว +7

    আমি বনি বাবার । তিন পুরুষের পায়ে হাজার সালাম ।

  • @RCDash-dn8ci
    @RCDash-dn8ci ปีที่แล้ว +2

    মানবতার উদার দৃষ্টান্ত, আপনার জন্য শুভকামনা রইল

  • @bijoybarua6406
    @bijoybarua6406 3 ปีที่แล้ว +6

    মি:বনি আমিন ও আজিজুল হক পাপন কে ধন্যবাদ।

  • @asimasim9586
    @asimasim9586 3 ปีที่แล้ว +5

    শৈশবের স্মৃতিচিহ্ন জড়িত
    আবেগের অথৈ সাগরে
    ভেসে গেলাম স্মৃতির নোনা জলে!

    • @asimasim9586
      @asimasim9586 3 ปีที่แล้ว

      হে প্রিয়জন,
      হে গুনী,
      হে সম্মানী,
      প্রাণের আলিঙ্গন জানিবেন।

  • @princedishary
    @princedishary 3 ปีที่แล้ว +15

    “আমি হাজার বছর তোমার অপেক্ষায় থাকব,আমি লক্ষ বছর তোমারই অপেক্ষায় থাকব হে কালের দিশারী”

  • @sakinaakter8957
    @sakinaakter8957 ปีที่แล้ว +1

    ভিডিও দেখে ভালো লাগলো। এক সময় হাতিয়ায় বেড়াতে গেলে আপনাদের গ্রাম দেখতে যাবো

  • @jyotishranjanmodak4239
    @jyotishranjanmodak4239 2 ปีที่แล้ว +2

    বনি আমিন ভাই র নানা, মামা এবং মামি র আত্মার সদগতি কামনা করছি পরম করুণাময়ের কাছে।

  • @amzadhossennahid7427
    @amzadhossennahid7427 3 ปีที่แล้ว +1

    যদু মঞ্জিল দেখে ভাল লাগলো,
    ঘরের দাম যা বললেন বদু মামা,
    সময়কালের মূল্য পাঁচ হাজার হলে বিশ্বাস যোগ্য মনে হতো, নিজের জাতিকে কটাক্ষ করার অধিকার আধুনিক বিশ্ব দিতে পারে, আমরা নই ? আমরা বাংলাদেশী; বাঙালি নই ।

    • @BoniAmin
      @BoniAmin  3 ปีที่แล้ว

      Amzad@sorry it was an error the real price was 5k, right you’re. Thank you

  • @sahaliton6685
    @sahaliton6685 2 ปีที่แล้ว +3

    কিছু ভাললাগা ভালবাসা মনের গহিন থেকে উঠে অাসে,,অনেক ধন্যবাদ,

  • @aliakbarnayon1986
    @aliakbarnayon1986 3 ปีที่แล้ว +54

    নানাবাড়ি তো দেখলাম, এবার তো দাদাবাড়ি দেখার দরকার, কি বলেন সবাই ? আমার কথা ঠিক কিনা?

    • @dipokkumarraz4192
      @dipokkumarraz4192 3 ปีที่แล้ว

      💓

    • @md.mahmudurrashid6052
      @md.mahmudurrashid6052 3 ปีที่แล้ว

      দাদাবাড়ী না দেখলে তো পারিবারিক ঐতিহ্য পুরোটা বুঝা গেল না! অপেক্ষায় রইলাম।

    • @rubalbaishnab5041
      @rubalbaishnab5041 3 ปีที่แล้ว

      @@md.mahmudurrashid6052 unar dadar বাড়ি বিলিন হয়ে গেছে

  • @hmvoiceandtravels
    @hmvoiceandtravels 3 ปีที่แล้ว +1

    বেস ভালো লাগলো,,,সব সময় আপনার ভিডিও গুলো দেখি বেস ভালো লাগে।

  • @jharnabarua4522
    @jharnabarua4522 3 ปีที่แล้ว +1

    আপনাকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বনি আমিন ভাইয়ের বাড়ি বিশাল জমিদার বাড়ির মতো। ঘর টা ভেতরের দিকে দেখতে পারলে ভালো হতো।

  • @joysonaton2880
    @joysonaton2880 3 ปีที่แล้ว +2

    অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার দীর্ঘায়ু কামনা করি 🙏🙏🙏

  • @baharbanglatv3090
    @baharbanglatv3090 3 ปีที่แล้ว +2

    অতীত খু,,,,ব,,,,ই মধুমাখা। তবে এই মধুতে এক প্রকার যাদু আছে আর সেই যাদুর আকর্ষনে চোখে জল চলে আসে। তাই বনি সাহেব কে আমার সালাম এবং অনুরোধ প্লিজ আর কাদবেন না।

  • @sknaeem5257
    @sknaeem5257 3 ปีที่แล้ว +7

    জিবনে বড় হতে হলে মানুষের তরে ভাল কিছু করতে হয় তবে আপনাকে সারাজিবন মনে রাখবে

  • @samironpk4618
    @samironpk4618 3 ปีที่แล้ว +3

    আমাদের বনি দা অনেক মনের মানুষ love you Boni da ♥

  • @SajibDas99
    @SajibDas99 3 ปีที่แล้ว +4

    অবিশ্বাস্য..!!
    আমার পাশের ইউনিয়ন সোনাদিয়া আর আমি বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার থেকে দেখছি ভিডিও টা।
    আমি আপনার ভিডিও নিয়মিত দেখি
    প্রায় চিন্তা করতাম বনি আমিন সাহেবের বাড়ি বাংলাদেশের কোন জায়গায় হতে পারে ভিডিও টা দেখেতো পুরাই অবাক..
    আরে ভাইজান তো আমাদের হাতিয়ার সন্তান।
    ভালবাসা অবিরাম ❤️এগিয়ে যান দূর -বহুদূর

  • @Suvashpaul
    @Suvashpaul ปีที่แล้ว +1

    বনি আমিন একজন সত্যিকারের মানুষ।

  • @nurahmedlaskar1710
    @nurahmedlaskar1710 3 ปีที่แล้ว +1

    Nana bari(d) dekhe and kotha sune etai imagine korchi Nana anek swacheton and doraj dil manush chilen . Aponi uner nati , so apnake asankhya dhanyabad .

  • @arzupabna3331
    @arzupabna3331 3 ปีที่แล้ว +5

    আমাদের আমিন ভাই আল্লাহর রহমতে ছোট বেলা থেকেই জমিদার বংশের ছেলে।

  • @parthaadhikari7213
    @parthaadhikari7213 3 ปีที่แล้ว +69

    বনি আমিন ও তার পূর্বপুরুষের মতো যদি সবাই হতো তবে দু কোটি হিন্দু কে তার হাজার হাজার বছরের পূর্ব পুরুষের ভিটে ছেড়ে চলে যেতে হতো না ....

    • @tanzidahossain998
      @tanzidahossain998 3 ปีที่แล้ว +2

      😔

    • @ripan1990
      @ripan1990 3 ปีที่แล้ว +4

      Ekdom right

    • @բուդդադաբբարմեն
      @բուդդադաբբարմեն 3 ปีที่แล้ว +5

      Sobai Jode samprete r hoto Toba bangladasa akhon. 30%hindu thakto.😎

    • @ashimsarkar3045
      @ashimsarkar3045 3 ปีที่แล้ว +3

      Dada er jonno amera Hindu ri ki dai na ?? Ekbaro bhabechen BANGLADESH ey eto bangali mosolman kota thake ashlo era ki ARAB theke ashechilo na eder purbopurush sobe Hindu chilo, kichu uchoborner Hindu jarara nijeder bhogoban mone korten tader jonnoi ajj bangladesh Muslim deshe porinito hoyece.

    • @বাংলারমুখbanglarmukh
      @বাংলারমুখbanglarmukh 3 ปีที่แล้ว +11

      ঠিক নেহেরু ওই ভাবনা ভাবলে জিন্না কে আলাদা দেশ গড়ার কথা ভাবতে হত না। এই সবকিছুর মুলে কংগ্রেস। অখণ্ড ভারতে হিন্দুরাজ প্রতিষ্ঠার জন্যে কংগ্রেস তৈরি হয়। তারই ফলশ্রুতিতে তিন টুকরো ভারত। কোটি মুসলিম কে ভারত ছেড়ে পাকিস্তানে যেতে হয় ওই একই কারণে।👍
      দেশভাগ সাধারণ মানুষের ইচ্ছেতে হয় নি।
      ব্রাহ্মণ নেহেরু, মনুবাদি গান্ধী, আর নাস্তিক জিন্নার কারণে হয়। এল কে আদবানির মতে জিন্না নাকি একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন।😂 বুঝুন

  • @srentertainmenteducation5402
    @srentertainmenteducation5402 3 ปีที่แล้ว +3

    আভিজাত্যপূর্ণ ♥
    শুভ কামনা করছি! @Boni Amin

  • @sadaksaffiullah8810
    @sadaksaffiullah8810 ปีที่แล้ว

    বনি আমিন মানে সত্যের সন্ধানে বনি আমি মানে প্রতিবাদী কন্ঠস্বর ভাল বাসি

  • @lutfarhossain9752
    @lutfarhossain9752 3 ปีที่แล้ว +33

    অসাম্প্রদায়িকতা পরিবার থেকেই শিক্ষা দিতে হয়। পরিবার ধর্মান্ধ হলে ঐ বংশটাই ধর্মান্ধ হবে।

  • @ujjwalsujan8637
    @ujjwalsujan8637 3 ปีที่แล้ว +4

    সকল
    মানুষ
    যদি
    এমন
    হতো;
    তা হলে
    স্বর্গ মর্ত্যের
    মধ্যে
    কোনো
    প্রভেদ
    থাকতো
    না!!

    • @brojenbasak484
      @brojenbasak484 3 ปีที่แล้ว +1

      আপনি মনের কথাটা বলেছেন, ধন্যবাদ আপনাকে 🌹

  • @seemaislam8299
    @seemaislam8299 3 ปีที่แล้ว +14

    আপনার জন্মভিটা আপনার মাতুলালয় দেখে সমৃদ্ধ হলাম ❤️

    • @md.badshamunshi6543
      @md.badshamunshi6543 3 ปีที่แล้ว

      মাতুতালয় কি মন্দির

    • @seemaislam8299
      @seemaislam8299 3 ปีที่แล้ว +6

      @@md.badshamunshi6543 মাতুলালয় মানে মামার বাড়ি

  • @teerdreamsraja7581
    @teerdreamsraja7581 3 ปีที่แล้ว +6

    বনি আমিন খুব ভালো লোক তার মঙ্গল কামনা করি

  • @mazibur7890
    @mazibur7890 3 ปีที่แล้ว +2

    Thank's,
    HELLO DUNIA k.
    Thank's,
    BONI AMIN Vhai.Jat chine jatere.
    R ekhon ku jater Songkhaa besi.
    Tar jonno Amader chookher moddeh, sani pore ase.
    Rome, Italy.

  • @litonsaha1397
    @litonsaha1397 3 ปีที่แล้ว +7

    OLD IS GOLD
    GOOD INFORMATION
    HISTORY SAYING ABOUT THIS

  • @anirbanganguly6678
    @anirbanganguly6678 3 ปีที่แล้ว +6

    খুব ভালো উপস্থাপন। শুভ রাত্রি।।

  • @mohammadalimahfuz6978
    @mohammadalimahfuz6978 3 ปีที่แล้ว +18

    বৃক্ষ তোমার নাম কি;
    ফলে পরিচয়!!!!

  • @VetDrSagirUddinAhmed
    @VetDrSagirUddinAhmed 3 ปีที่แล้ว +6

    Great !! Valo laglo !! Unar dada bari niye video korlay valo hoy.

  • @gamesrupan4691
    @gamesrupan4691 2 ปีที่แล้ว +2

    🛕🛕🛕🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍💖💖💖💖🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 দাদা বনি আমিন কে জানাই আন্তরিক শুভেচ্ছা