Earthing Problem: কিভাবে বুঝবো ফ্রিজের আর্থিং-এ সমস্যা নাকি বাসার আর্থিং-এ সমস্যা?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • ফ্রিজের বডিতে কোথাও স্পর্শ করলে যদি শক অনুভূত হয়, তবে সেটা বাসার সকেটের আর্থিং এর সমস্যা নাকি ফ্রিজের আর্থিং এর সমস্যা তা কিভাবে বুঝা যাবে তা এ ভিডিও তে দেখানো হয়েছে।
    আর্থিং কানেকশন নাই এমন সকেটে ফ্রিজ কানেক্ট করলে ফ্রিজের বডিতে বিশেষ করে মেটালিক পার্ট বা মেটালিক কোটিং দেয়া জায়গায় সামান্য পরিমাণ লিকেজ ভোল্টেজ পাওয়া যায়। এসব জায়গায় স্পর্শ করলে অনেক সময় সামান্য শক অনুভূত হতে পারে। এজন্য ফ্রিজকে সব সময় আর্থিং কানেকশন সম্বলিত সকেটে কানেক্ট করা উচিত।

ความคิดเห็น •