হজ্জ প্রশিক্ষণ | হজ্জ করার সঠিক নিয়ম | হাতে কলমে হজ্জ প্রশিক্ষণ | হজ্জ করার নিয়ম | Hazrat Shaykh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2019
  • হজ্জ প্রশিক্ষণ,হজ্জ করার সঠিক নিয়ম,হাতে কলমে হজ্জ প্রশিক্ষণ,Perform Hajj,Kazi Yusuf Jahan,Hajj_prosikhon_bangla,Hajj,hajj step by step,waz mahfil,hajj guide,makarim media,kaba tawaf and Safa Marwa sayee,Safa Marwa sayee,kaba tawaf,tawaf and Safa Marwa sayee,হজ্জ করার নিয়ম,হজ্জ,ওমরা হজ্জ করার নিয়ম,হজের নিয়ম,Hazrat Shaykh,Umrah O Hajj Proshikkhon,হজ্জ প্রশিক্ষণ- ২০২২
    ...........................................................................................................
    হজ্জের ধারাবাহিক কাজ
    তারিখ স্থান করনীয় ইবাদত
    ৮ই যিলহজ্জের পূর্বের কাজ মীকাত (১) মীকাত থেকে ইহরাম বাঁধবেন।
    মক্কা (২) কাবা ঘরে উমরার তাওয়াফ করবেন।
    (৩) সাঈ করবেন।
    (৪) চুল কেটে হালাল হয়ে যাবেন।
    হজ্জের ধারাবাহিক কাজ
    ৮ই যিলহজ্জ তারউইয়্যার দিন মিনা নিজ বাসস্থান থেকে ইহরাম বেঁধে হজ্জের নিয়ত করে সূর্যোদয়ের পর মিনায় রওয়ানা হবেন। সেখানে যুহর, আসর, মাগরিব, এশা ও ফজরের সালাত আদায় করবেন।
    ৯ই যিলহজ্জ (আরাফার দিন) আরাফা ময়দান
    (১) সূর্যোদয়ের পর আরাফাতে রওয়ানা হবেন।
    (২) যুহরের প্রথম ওয়াক্তে যুহর ও আসর পড়বেন একত্রে পরপর দুই দুই রাকআত করে।
    (৩) সূর্যাস্তের পর মুযদালিফায় রওয়ানা করবেন। মাগরিব-এশা সেখানেই পড়বেন।
    (৪) সেখানে রাত্রি যাপন করে প্রথম ওয়াক্তে অন্ধকার থাকতেই ফজর পড়বেন।
    (৫) আকাশ ফর্সা হওয়া পর্যন্ত কেবলামুখী হয়ে হাত তুলে দীর্ঘ সময় দোয়া ও মোনাজাতে মশগুল থাকবেন।
    (৬) বড় জামারায় নিক্ষেপের জন্য ৭টি কংকর এখান থেকে কুড়াতে পারেন।
    ১০ ই যিলহজ্জ (ঈদের দিন) মিনা (১) বড় জামরায় ৭টি কংকর নিক্ষেপ করবেন।
    (২) কুরবানী করবেন।
    (৩) চুল কাটাবেন। অতঃপর ইহরামের কাপড় বদলিয়ে সাধারণ পোষাক পরে ফেলবেন।
    মক্কা (৪) তাওয়াফে ইফাদা করবেন। এদিন না পারলে এটি ১১ বা ১২ তারিখেও করতে পারবেন এবং তৎসঙ্গে সাঈও করবেন।
    ১১ ই যিলহজ্জ (আইয়ামে তাশরীক)
    ১ম দিন মিনা
    (১) দুপুরের পর সিরিয়াল ঠিক রেখে প্রথমে ছোট, মধ্যম ও এর পরে বড় জামরায় প্রত্যেকটিতে ৭টি করে কংকর নিক্ষেপ করবেন।
    (২) মিনায় রাত্রি যাপন করবেন।
    ১২ ই যিলহজ্জ (আইয়ামে তাশরীক)
    ২য় দিন
    মিনা
    ১) পূর্বের নিয়ম অনুযায়ী ৩টি জামরায় ৭+৭+৭=২১টি কংকর নিক্ষেপ করবেন। দুপুরের আগে কংকর নিক্ষেপ করবেন না।
    (২) সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন। তা না পারলে আজ দিবাগত রাতও মিনায় কাটাবেন।
    ১৩ ই যিলহজ্জ (আইয়ামে তাশরীক)
    ৩য় দিন
    মিনা (১) যারা গত রাত মিনায় কাটিয়েছেন তারা আজ দুপুরের পর পূর্ব দিনের নিয়মেই ৭টি করে মোট ২১ টি কংকর মারবেন। অতঃপর মিনা ত্যাগ করবেন।
    অতঃপর মক্কা দেশে ফেরার পূর্বে বিদায়ী তাওয়াফ করবেন।
  • บันเทิง

ความคิดเห็น • 6

  • @Red-kj2ph
    @Red-kj2ph 2 หลายเดือนก่อน

    💕💕💕💕💕💕💕💕

  • @fazilaakter7403
    @fazilaakter7403 2 ปีที่แล้ว +2

    Uk

  • @khandakarmizanurrahman926
    @khandakarmizanurrahman926 3 หลายเดือนก่อน +1

    Masha Allah

  • @mohammadshirajuddin6157
    @mohammadshirajuddin6157 2 หลายเดือนก่อน +1

    এহরামের ২ রাকাত সুন্নাতুল এহরাম নামাজ পড়ার কথা মোটেও বলা হলোনা,এতে সুন্নাত তরিকার কি খলাফ হলোনা???