Ghor Bahir Cover
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2024
- সূর্যাস্ত কিংবা গোধূলি বেলা সবসময় আমার অনেক পছন্দের। খুব সম্ভব গোধূলি বেলা মনে করিয়ে দেয় চলে যাওয়া একটা দিনের কথা এজন্যই কি না। কিংবা বিচ্ছিরি এই পৃথিবীতে আরো একটা দিন কাটানোর পর এটা একটা রিওয়ার্ড।
কাপ্তাই লেকের এদিনকার সন্ধ্যাটা এক কথায় অমায়িক ছিলো। পানি, পাহাড়, সূর্যাস্তের আভা মিলিয়ে কেমন একটা রং। একদিকে আবার পাখিরা ফিরে যাচ্ছে নীড়ে। সব মিলিয়ে ঘরে ফিরতে যেন মন চায় না। তখন মনে হয় "আমি ঘরের হইনি; বাহির আমায় টানে..."