পরকীয়ার বলি | মুনির - খুকু - রিমা | টিনা কিবরিয়া | Tina Kibria

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1.2K

  • @milonbhuiyan4373
    @milonbhuiyan4373 2 ปีที่แล้ว +54

    এত বছর পর ফিরে গেলাম ১৯৮৯ সালে।ঘটনা জানার জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকা নিতাম ধারাবাহিক ঘটনা জানার জন্য॥ভুলে গিয়েছিলাম।মিসেস কিবরিয়া আজ সব কিছু সামনে ছলে আসলো॥ধন্যবাদ আপনাকে॥

  • @sadmansami3298
    @sadmansami3298 2 ปีที่แล้ว +513

    এত বছর পর মনির, খুকু, শারমিন রিমার খবরটা সামনে পড়লো,, খুব ছোটবেলায় শুনছিলাম তখনকার সময় বাংলাদেশের সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছিল,, এতটাই ছোট ছিলাম যখন আমার স্কুলে পড়ার বয়স হয়নি,, কিন্তু সবার মুখে শুনতে শুনতে কানের মধ্যে ঢুকে গেছে,, বাংলাদেশের আনাচে কানাচে গ্রাম গঞ্জের জারি সারি গান হয়েছে প্রচুর,,, তখন 89 সালে আমার একটা বোনের জন্ম হয়েছে,, নাম ছিল শারমিন এই নামের প্রতি আমার মায়ের ভয় ঢুকে গেছে ,,নামটা পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া হয়েছে,, আজকে সেই বোনের ১৪ বছরের একটা ছেলে আছে,, সময় অনেক এগিয়ে গেছে,, অনেক সময় পেরিয়ে গেছে ,,এখন ক্লিয়ার হলাম লাস্টে যে মনিরের ফাঁসি হয়েছে,, তবে খুকুর শাস্তি কিছুটা প্রাপ্য ছিলো,, কারণ একটা মেয়ের কারণে পৃথিবীতে দুইটা মূল্যবান মানুষকে চলে যেতে হলো,, দুইটা পরিবারকে সাফার করতে হলো,, পরকীয়া সমাজের ব্যাধি তাই ইসলামে এটাকে কঠোর হাতে দমন করতে বলা হয়েছে ,, ওয়েস্টার্ন কালচারে বড় হওয়া মনির, হয়তো মায়ের কাছ থেকে ভালো গাইডলাইন না পাওয়া ছেলে সন্তানরা বকে যায়,, আর পরিস্থিতির শিকার হয় ভদ্র বাড়ির মেয়েরা,, তাই মা একজন এত উচ্চ শিক্ষিত হয়েও সন্তানকে ভালো মানুষ করে যেতে পারিনি ,, আজকে মায়ের গণ্ডির মধ্যে থাকলে তাহলে অমানুষ হত না,, তবে যাই হোক লাস্টে একটা মাত্র ছেলেকে বাবা-মার ক্ষমতায়্ দিয়েও আটকে রাখতে পারেনি মৃত্যুর হাত থেকে,,, আইন তাকে ফাঁসিতে ঝুলিয়েছে ,,তবে মনির লাস্টে অনুতপ্ত ছিলো,, যখন কিছু করার ছিল না,, খুকুর শাস্তি হওয়া দরকার ছিলো,, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড ,,বাট একটা মানুষের জন্য দুইটা পরিবার শেষ হয়ে গেলো তার কি কোন শাস্তি হবে না????

    • @apasister
      @apasister 2 ปีที่แล้ว +1

      Tokhonkar somoy emon ghorona rare silo,tai sobar mukhe mukhe silo.ekhonto nitto hosse.

    • @NahidHasan-be8dn
      @NahidHasan-be8dn 2 ปีที่แล้ว +19

      আমি ও ছোট বেলা এই ঘটনা সুনেছি,ছোট চটি বইও বেরিয়েছিল গল্প আকারে,অল্প অল্প মনে আছে।

    • @zumaalrashedmiraz6690
      @zumaalrashedmiraz6690 2 ปีที่แล้ว +1

      Na hoyni

    • @zumakhan1273
      @zumakhan1273 2 ปีที่แล้ว +9

      সত্যি কথা আমিও খুব ছোট ছিলাম তখন আপনার মতই বিচিত্রা সংবাদপত্রে সবাই একটা আলোচনা মুখে মুখে 😱😱

    • @sarakazi1610
      @sarakazi1610 2 ปีที่แล้ว +4

      রিমার মৃত্যুর দিন আমার চাচাতো বোন রিমার জন্ম

  • @captain.khairulanam4638
    @captain.khairulanam4638 ปีที่แล้ว +26

    অনেক পুরোনো ঘটনা। প্রেসিডেন্ট এরশাদের আমলে। মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • @liakothossain4589
      @liakothossain4589 ปีที่แล้ว

      ai ta oi somoy bahul procharito ekta ghotona, eta niye gramer bazar bazar a kobita bikri hoyec

  • @sazzadkadirthelegends4671
    @sazzadkadirthelegends4671 2 ปีที่แล้ว +23

    আমাদের খুব ছোটবেলার রোমহষর্ক কাহিনি।চলুক অবিরাম।চ্যানেলটির জন্য শুভ কামনা অবিরাম।

  • @AbulKalam-lf3in
    @AbulKalam-lf3in 10 หลายเดือนก่อน +15

    আমি তখন এস.এস.সি পরীক্ষার্থী ছিলাম।
    ঘটনাটা স্মৃতির আড়াল হয়েগিয়েছিল, আবার পুর্ণাজাগরণ হলো, আপুকে ধন্যবাদ।

    • @bablyrahman1625
      @bablyrahman1625 6 หลายเดือนก่อน

      আমিও তখন এস এস সি পরীক্ষার্থী ছিলাম😊

    • @busraayan8569
      @busraayan8569 หลายเดือนก่อน

      এটা কত সালে ঘটনা???

  • @md.solayman5715
    @md.solayman5715 2 ปีที่แล้ว +120

    তখনকার সাংবাদিকরা দলকানা ছিলো না। ঐ সময়ের সাংবাদিকরাই এ ঘটনা পত্রিকায় প্রতিদিন জোরালো ভাবে প্রকাশ করাতেই বিচারটা হয়েছিল।

  • @kamrulhasan1173
    @kamrulhasan1173 ปีที่แล้ว +29

    আপনার কথাগুলো একেবারেই সত্য । যাদের ছেলে এমন তারা অন্য একটা মেয়ে এনে তাকেও শেষ করে দেয। মা বাবার উচিত এমন ছেলেকে বিয়ে না দেয়ার।

    • @JaniceRodela
      @JaniceRodela ปีที่แล้ว +1

      Right

    • @kakuliahamed9409
      @kakuliahamed9409 ปีที่แล้ว

      অনেক তথ্য ভুল হচ্ছে আমিও অনেক খবর ও রায় পড়ে ছিলাম

  • @mumunoor5344
    @mumunoor5344 2 ปีที่แล้ว +142

    তখন এই দেশে বিচার ছিলো আইন ছিলো!! এই ঘটনা এখন ঘটলে টাকাপয়সা আর পাওয়ার এর জোরে হত্যাকারী পার পেয়ে যেতো!!!

    • @haroonalrashid2627
      @haroonalrashid2627 ปีที่แล้ว +4

      সুন্দর বলেছেন

    • @tuhincreats
      @tuhincreats 9 หลายเดือนก่อน +2

      মনির এর ফাঁসি হয়নি , আমার আন্টি ববি(৫০+ বয়স) (পুতুল) {পুরান ঢাকা তাঁতীবাজার }
      উনি বলেছেন , উনারা ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন তখন ১ ঝলক মনির কে তিনি দেখে অবাক হন

    • @rehanakabir4882
      @rehanakabir4882 8 หลายเดือนก่อน +1

      কত সালে তিনি তাকে দেখেছিলেন?

    • @tuhincreats
      @tuhincreats 8 หลายเดือนก่อน

      @@rehanakabir4882 পুতুল(ববি) দেখেছিলো পুতুলি বলতে পারবে , তারা আমেরিকা চলে গেছে অনেক আগেই

    • @rajibullah9072
      @rajibullah9072 8 หลายเดือนก่อน

      আপনার আন্টি তাকে স্বপ্নে দেখেছে আর আপনি ঘোষণা করে দিচ্ছেন তাকে ফাসি দেয়া হয়নি 🙃

  • @nurjahansrecipe
    @nurjahansrecipe 2 ปีที่แล้ว +27

    ভালো লাগলো আপু নতুন করে পুরাতন ঘটনা । 89 সালের ঘটনা, সেই সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, মানুষের মনে দাগ কেটেছিল, নতুন ভাবে সেই অনুভূতি পেলাম, তোমার উপস্থাপনায়, ধন্যবাদ আপু।

  • @AkbarAli-cb6ic
    @AkbarAli-cb6ic 2 ปีที่แล้ว +17

    এই ঘটনাটা ঘটার সময় আমি জেনেছিলাম। তবে এতোদিনে সব কিছু স্মৃতিতে আবছা হয়ে পড়ছিল। আপনার বর্ণনা শুনে আবার স্মৃতিতে সবটুকু জেগে উঠলো। এমনি অনেক ঘটনা আছে, যা বার বার শুনতে মন চাই। যেমন, রাজশাহীর নীহার বানু হত্যার ঘটনা, নিদারাবাদ হত্যার ঘটনা, ভাওয়াল রাজার ঘটনা, নওগাঁর হত্যাকান্ড। চমৎকার বিশ্লেষণ। আপুকে অনেক ধন্যবাদ।

    • @AnesaAkter-q1j
      @AnesaAkter-q1j 6 หลายเดือนก่อน

      আমি খুব৷ ছোট কালে এই শারমীন রীমা।আর মুনির খুকুর মর্মান্তিক কাহিনী শুনছি।খুবই ঝড় বয়ে গিয়েছিলো জন সমালোচনার। এখনো আজও সেই আলোচনা গুলো যেন কানে বেজে উঠে ভেসে ওঠে মনে ও চোখের সামনে।মনটা হু হু করে গুমড়ে কেঁদে উঠে।ভলতে পারিনি আজও সেই শারমীন রীমা কে।কিন্তুু তাকে দেখিনাই তাকে চিনি না। তবুও পত্র পত্রিকার গরম গরম আলোচনার ঝড়ে মনের মধ্যে তাকে জাগিয়ে রাখলো আজও।তবে একটা বিষয়ে মনে কষ্ট থেকেই গেলো সেটা হলো খুকুর খালাস দেওয়া টা জরুরী না হলেও হতো তাদের দুইটাকে এক রশিতেই ফাঁশি দেওয়ার দরকার ছিলো।

  • @Arifchanchol
    @Arifchanchol ปีที่แล้ว +6

    আমার সিদ্ধিরগঞ্জে মিজমিজির কাছাকাছি বাসা, মায়ের কাছে প্রায় শুনতাম এই ঘটনা এবং আমার মা বলার সময় কান্না করে দিয়েছিলো। এই ঘটনা নিয়ে একটা জারি গান ছিলো, আমার বাসায় সেই গানের অডিও ক্যাসেট ছিলো।

  • @ZamanKhan-t8f
    @ZamanKhan-t8f 10 หลายเดือนก่อน +2

    খুবই ভালো লাগলো।। ছোট্ট বেলার ঘটনা।। তখন ক্লাস ফাইভ এ পড়তাম।।

  • @cityboy4028
    @cityboy4028 2 ปีที่แล้ว +27

    সেই ছোট বেলার মনির রিমা খুকুর কাহিনি। অতঃপর মনিরের ফাসি, সেই সাথে মনিরের ফাসি হয়েছে কি হয়নাই সেটা নিয়ে ধোয়াশা।পরিবারের লোকজনের সবার আলোচনার বিষয় এবং মনিরের ফাসি যেন হয় সেটা নিয়ে দোয়া করতো। সব মিলিয়ে অনেক স্মৃতি। আবারো মনে পরলো।

  • @abdulawalchowdhurymasud1839
    @abdulawalchowdhurymasud1839 9 หลายเดือนก่อน +4

    উপস্থাপনা অসাধারণ। ভাল লাগল। যদিও আমি ৮০'র দশকের কেউ না। ৯১'এ জন্ম আমার। তবে এ কথা শুনতেই একটা স্তব্ধতা অনুভব করলাম। ''৮৯ এর বাংলাদেশ। সেসময় কত শান্ত ছিল বাংলাদেশ, মানুশ কম ছিল। কত ছিমছাম ছিল স্বাধীনতা উত্তর একটা দেশ ধীরে ধীরে ঘুরে দাড়াচ্ছিল। ৯০ এর সেই শৈশবের স্মৃতি সব মনে পড়ে যায়। কি শান্তির ছিল সে সময়গুলো। আমার মাঝে মাঝেই খুব মিস হয়। ইশ সেই দশকে যদি আবার ফিরে যেতে পারতাম। মিস টিনাকে ধন্যবাদ অসাধারণ ভাবে আপনি গল্প বলেন। এক নি:শ্বাসে শুনলাম। আজকেই চ্যানেলটা সামনে এল। সাবস্ক্রাইব করে নিলাম। সময় করে আরো গল্প শুনব আপনার। শুভকামনা সবসময় ❤🎉❤
    মাসুদ চৌধুরী
    পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব মিলান

    • @tinakibria9583
      @tinakibria9583  9 หลายเดือนก่อน +1

      এত সুন্দর করে বললেন ,আমিও ফিরে গেলাম ৯০’এর সে সময়টাতে।কি জানি কেন যত সময় পার করছি ততই অতীতের ঘ্রাণ নেবার চেষ্টা করি। তবে আমাকে ভিশন অনুপ্রানিতো করলো আপনার কমেন্ট এবং খুব সম্মানিতো হলাম জেনে যে আপনার ভালো লেগেছে আমার কাজ।কৃতজ্ঞতা🙏🙏। তবে শেষে আরেকটু বলি আমার এখন আবার পড়তে মন চায় , আপনি পি এইচ ডি করছেন জেনে আবারও সেই ইচ্ছাটা জেগে উঠলো। অনেক ভালোবাসা আর দোয়া আপনার জন্য।❤️❤️🙏🙏

  • @parveenbegum3600
    @parveenbegum3600 2 ปีที่แล้ว +33

    খুব ভালো লাগলো সুন্দর করে এমন মর্মান্তিক ঘটনাকে তুলে ধরার জন্য। আমি সেই সময়েরই একজন নারী। ভিষণ অবাক হয়েছিলাম খুকু আর মনিরের কান্ডে।

    • @tinakibria9583
      @tinakibria9583  2 ปีที่แล้ว

      ❤️❤️

    • @rayhatjahankhan8847
      @rayhatjahankhan8847 2 ปีที่แล้ว

      o

    • @noorislam1366
      @noorislam1366 9 หลายเดือนก่อน

      খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন ।

  • @rekhaakter6160
    @rekhaakter6160 2 ปีที่แล้ว +8

    সেই বহু বছর আগের কথা, শুনে খুবই ভালো লেগেছে মুনিরের ফাসি টা একটা সঠিক বিচার হয়েছে, এটাই সবার জন্য বড় পাওয়া।

  • @ahmedmuneeribneshams8013
    @ahmedmuneeribneshams8013 2 ปีที่แล้ว +59

    এই মনিরের ফাঁসির কিছুদিন আগে আমার আব্বুর ডিএমপিতে পোস্টিং হয়।
    ফাঁসির মঞ্চে একজন পুলিশ কর্মকর্তা, একজন ম্যাজিস্ট্রেট ও জেলার সাহেব উপস্থিত থাকেন। পুলিশ কর্মকর্তা হিসাবে মনিরের ফাঁসিতে উপস্থিত ছিলেন আমার আব্বু। তার মুখে সেই ঘটনা আম্মু শুনেছে। আম্মুর মুখে শুনেছি আমি।

    • @aditikabir60
      @aditikabir60 2 ปีที่แล้ว +1

      নীচে রাকিব সাহেবের মন্তব্য দেখুন।

    • @mehbubameem8091
      @mehbubameem8091 ปีที่แล้ว +3

      Monirer actually fashi joyni

    • @millathossain9474
      @millathossain9474 ปีที่แล้ว

      আপনার বাবার নাম কি?

    • @ferdousalam7201
      @ferdousalam7201 10 หลายเดือนก่อน +1

      মেহেরুন্নেছার ফাসিঁ না হলেও যাবজ্জীবন হওয়া দরকার ছিল।

    • @labanidola4532
      @labanidola4532 5 หลายเดือนก่อน

      ​@@mehbubameem8091yes, you r right...bcos case ta amar mama handle korychyn uni oi time y 50 lakh tk ghus khy e onnyer las diychilo morgue thyky eny... Tai. Mediate monirer mukhta dakhayni...
      Monir ky oi time y America ty pathiy diychilyn....

  • @classone-gj5oi
    @classone-gj5oi ปีที่แล้ว +1

    চমৎকার বিশ্লেষণ। ধন্যবাদ হুবুহু সত্যি তুলে ধরার জন্যে।

  • @rahad4
    @rahad4 2 ปีที่แล้ว +59

    ধন্যবাদ আপু আমি অনেক ছোট ছিলাম যখন রিমা হত্যার হয় । মনে আছে কিন্তু এতো করে বুজার মতো জ্ঞান ছিলোনা
    কিন্তু গটনাটা আজ পর্যন্ত মনে আছে বিস্তারিতভাবে আজ জানলাম নতুন করে কারন এখন আমিও একজন মা তাই এখন ভালো বুজতে পারছি । রিমা হত্যার বিচার হয়েছে শুনে কিযে শানতী পেলাম আল্লাহর দরবারে শুকরিয়া রিমাকে আল্লাহ জান্নাত বাসী করুন আমিন

    • @nilmoni2861
      @nilmoni2861 2 ปีที่แล้ว +1

      ছুম্মা আমিন.....।

  • @mdullah6305
    @mdullah6305 2 ปีที่แล้ว +2

    সেই অনেক সাড়া জাগানো বহুলভাবে আলোচিত একটা ঘটনা আবারও স্বরণে আনার জন্যে তোমাকে অনেক ধন্যবাদ আপু

  • @najijkhan4806
    @najijkhan4806 ปีที่แล้ว +13

    ঠিকি বলেছেন, এখনকার সময়ে আমরা অন্যায় কথা শুনতে শুনতে মনকে শক্ত করে নিয়েছি। আগে একটা অন্যায় সারা দেশে খুব সারা ফেলতো। তবুও মানুষ শুধরাবে না।

  • @rachibarua8981
    @rachibarua8981 10 หลายเดือนก่อน +1

    পুরাণ কাহিনীতে যেন পেলাম সব পুরানো স্মৃতির আবাহন।
    আমার বাবা-র প্রিয় সংবাদ পত্রিকা ছিলো " জনকণ্ঠ "। আর স্পাপ্তাহিক ম্যাগাজিন ছিল " যায় যায় দিন".
    পরবর্তী তে স্বামী র কাছেও এসে পেলাম ঐদুটি পেপার, ম্যাগাজিন। নেশা ছিল পেপার পড়া, স্কুলে নিয়ে যেতাম।
    পেপার পড়ে অনেক খবর জানতাম। রীমা মুনির এর খবর পড়ি বি,এড্ কলেজের কমন রুমে।
    সব মিলিয়ে লোমহর্ষক এ মৃত্যু কে আর ফাঁসি কে তো কবেই ভুলে গেছি সবাই।
    কিন্তু আজকে কি হচ্ছে তাকি আমরা একবার ও ভাবছি?
    ধন্যবাদ জানাই আপনাকে সাথেএটা বলিআমরা এখনো সেই বাংলাদেশের আইনের আওতায় আছি? বেশি কিছু বলতে চাইনা, শুধু বলতে চাই, বাকী হত্যাকান্ডের সব বিচার কি আদদৌ হচ্ছে?

  • @abrarhasannabil6818
    @abrarhasannabil6818 2 ปีที่แล้ว +20

    তবে খুকুর একটা শাস্তি হওয়া উচিত ছিলো।

  • @farahabedin2139
    @farahabedin2139 2 ปีที่แล้ว +36

    Hello apu, I was really surprised listening to this story. Rima was my sister. U have done a good research but still some important points are missing. Which is quite natural I understand because there is no such place where u cud have found the data in a chronological order. If u are interested, I can tell u exactly what happened. Thanks for this video. And remembering my sister after these many yrs.

    • @tinakibria9583
      @tinakibria9583  2 ปีที่แล้ว +11

      Nice to hear from you… Amra shara desher manush konodin rima ke ebong Apnar babar obodaan bhulbona. So grateful to you to acknowledge me In such a positive way. Thanks so much that you allow me to know more about this pathetic history of your family. We can be connected through Facebook which I believe will be the easier way. If you kindly search by “Tina Kibria “ you’ll find me. Prayers for you ❤️❤️🙏🙏

    • @Humayunkabir-nn4rh
      @Humayunkabir-nn4rh ปีที่แล้ว +2

      When I was a kid, this particular incident stormed the whole Bangladesh. I can remember easily. Monir was a son of very influential family. His family tried their level best to save him but failed!! Reema was daughter of very famous journalist I guess. The whole country burst into anger after this horrifying incident.But, according to me khukhumoni should had been punished severely.

    • @azizaakhter1529
      @azizaakhter1529 ปีที่แล้ว +1

      Oh my goodness.. u r rima's sister...

    • @Humayunkabir-nn4rh
      @Humayunkabir-nn4rh ปีที่แล้ว +2

      Rimas dead body was found Mizmizi village,Narayanganj. That time, I was living there!!! I was the one of very rare people who had identified rimas dead body in Mizmizi!!!

    • @faruquemoni4487
      @faruquemoni4487 ปีที่แล้ว +1

      আসসালামুআলাইকুম আপা, ভাল আছেন আপা? আপনার আম্মা কি বেঁচে আছেন?! আপনি কী বাংলাদেশের আছেন কি করেন আপনি... আল্লাহ আপনাদেরকে ভাল রাখুন দুআ করি,. রীমা খুব সুন্দর আর গুণবতি ছিলেন.. আল্লাহ বেহেশত নসীব করুন...

  • @abrarhasannabil6818
    @abrarhasannabil6818 2 ปีที่แล้ว +28

    এই ইতিহাস বাংলাদেশের খুব কম মানুষই মনে রেখেছে। এই ঘটনাটি খুব আলোড়ন সৃষ্টি করেছিলো।

  • @afiasdiary1286
    @afiasdiary1286 2 ปีที่แล้ว +8

    একদম ঠিক বলেছেন আপু৷ প্রদীপের নিচে অন্ধকার। আমার গল্পটাও প্রায় হুবহু এমন। তবে আমার উপর আল্লাহর অশেষ রহমত, ২টা বেবি নিয়ে সহি সালামতে সরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, তাও আমি অন্ধবিশ্বাস করতাম ওকে। চেয়েছিলাম ফিক্সড করতে সব কিছু, কিন্তু আল্লাহর রহমত ছিলো বলেই সরে আসতে পেরেছি। তা না হলে আমিও হয়ত খবরের শিরোনাম হয়ে যেতাম।

    • @asifm.siddique1360
      @asifm.siddique1360 2 ปีที่แล้ว

      কি বলেন?মাই গড

    • @tinakibria9583
      @tinakibria9583  2 ปีที่แล้ว

      Aha …apnar jonno ar bachchader jonne onek doa

    • @nusratjahan-dc5mx
      @nusratjahan-dc5mx 5 หลายเดือนก่อน

      Apnr golpo ta sunte Chai apu

    • @saidashine4865
      @saidashine4865 4 หลายเดือนก่อน

      Apnar golpota shunte ichha korse

  • @smkamaluddin8893
    @smkamaluddin8893 2 ปีที่แล้ว +38

    My uncle justice Amirul kabir Chowdhury did the judgement.. for this case.. may allah grant him highest level of Jannah ameen

    • @tinakibria9583
      @tinakibria9583  ปีที่แล้ว +1

      🙏🙏

    • @shuebchy.5274
      @shuebchy.5274 3 หลายเดือนก่อน

      আপনার বাড়ী কি সিলেটে??

  • @younuskhan5273
    @younuskhan5273 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ আপু আপনাকে পুরাতন খবর নিয়ে আয়ছেন এ খবর আমি ছোট সময় দেখেছি

  • @HasinaAkter-v9m
    @HasinaAkter-v9m 6 หลายเดือนก่อน +5

    ওমা!!এ কাহিনী তো আমি ছোট বেলায় শুনছিলাম প্রায় ৩৬ বছর আগের কাহিনি আমার ছোট ভাইয়ার ফ্রেন্ড এর বোন ছিল রিমা,

  • @mizansong
    @mizansong 11 หลายเดือนก่อน +1

    I still remember we all have hatred for Munir and Khuku. Thanks for reminding us the past memory.

  • @mrinmoyeesubha8573
    @mrinmoyeesubha8573 ปีที่แล้ว +20

    এখন আর এরকম সুষ্ঠু বিচার বাংলাদেশে হয় না।
    গল্পটা শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে এরকম বিচার একসময় হতো!😮

    • @shahidchowdhury7933
      @shahidchowdhury7933 ปีที่แล้ว

      গল্প নয় বাস্তব। o Allah show us the strength path ( shahid hafsah Islamic videos)

  • @NurunNaharLilian
    @NurunNaharLilian 2 ปีที่แล้ว +12

    ইস!ভোরবেলা মোবাইল অন করে এটা শুনলাম। পরকীয়া, মাদক আর নারী বিষয় গুলো ধ্বংস করে দিচ্ছে জীবন পরিবার সমাজ। আপনার বলার স্টাইল সুন্দর।। অনেক শুভ কামনা রইলো

  • @m.a.arfienkhan5596
    @m.a.arfienkhan5596 ปีที่แล้ว +3

    নব্বই দশকের এমন আলোচিত ঘটনাটি গল্পাকারে তুলে ধরার জন্যে ধন্নবাদ

  • @AbdulQuddus-y4b
    @AbdulQuddus-y4b 10 หลายเดือนก่อน

    Suto thakte ai gotona sunesilam onek alochito gotona thanks!

  • @kazijahan9386
    @kazijahan9386 ปีที่แล้ว +7

    অনেক ছোট ছিলাম তাই দুর্ঘটনাটা পত্রিকায় পড়া হয়নি কিন্তু বড় হয়ে শুনেছি। আজকে এত বছর পর পুরো ঘটনাটা শুনে অনেক দুঃখ বোধ করছি রিমার জন্য । ধন্যবাদ আপনাকে এতটা সুন্দরভাবে তুলে ধরার জন্য।

    • @hasinadolly4421
      @hasinadolly4421 6 หลายเดือนก่อน

      তখন ক্লাস টেন এ পড়ি
      ঘটনাকালীন

    • @hasinadolly4421
      @hasinadolly4421 6 หลายเดือนก่อน

      এটা সনাতনী চিন্তা

    • @hasinadolly4421
      @hasinadolly4421 6 หลายเดือนก่อน

      আপনার শেষের কথাগুলা খুবই মূল্যবান

  • @moniraakther7942
    @moniraakther7942 8 หลายเดือนก่อน +1

    তখন ক্লাস ষষ্ঠশ্রেণীতে পড়ি , তারপরেও খুব মনোযোগ দিয়ে শুনলাম, কান্নাও পেল , মনে হল - সেইযে শুরু হল , আজও কত শত রিমা স্বজনের চক্ষুর অন্তরালে প্রতিদিন ক্ষত- বিক্ষত হচ্ছে ! 😭😭😭😭
    আপনার বর্ননা অসাধারণ হয়েছে , অভিজ্ঞতার আলোকে বলা শেষের কথাগুলোও খুব খুব সঠিক , উপযুক্ত ❤

  • @lokmanahmed8734
    @lokmanahmed8734 ปีที่แล้ว +7

    Story telling process and her voice is so nice and clear.
    Thank u mis Tina.

  • @anwar6293
    @anwar6293 2 ปีที่แล้ว +2

    So smart apu we don't know her curriculum but very good presentation about tragedy story. Thanks

  • @mosarefhossain7312
    @mosarefhossain7312 2 ปีที่แล้ว +13

    ছেলেবেলায় কেসেটে শুনে ছিলাম খুবই আলোচিত ঘটনা, নতুন প্রজন্মকে জানানোর জন্য ধন্যবাদ..

  • @kmistiak7302
    @kmistiak7302 2 ปีที่แล้ว +2

    এটা এতটা আলোচিত একটি খবর ছিল যেটা এ সময়ের অনেকেই জানেন না। আপনার এই স্পীচ এর শেষ ভাগ টি অনেক মূল্যবান যেটা শিক্ষনীয়। ধন্যবাদ।

    • @tinakibria9583
      @tinakibria9583  2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ ❤️

  • @abufathamohammadtanjimuzza164
    @abufathamohammadtanjimuzza164 2 ปีที่แล้ว +9

    আপনাকে অনেক ধন্যবাদ,পুরনো বহুল আলোচিত,ঘটনাটি খুব সুন্দর ভাবে স্মরণ করিয়ে দেবার জন্য।

  • @ratanratan6397
    @ratanratan6397 8 หลายเดือนก่อน +1

    আপনার শেষের কথাগুলো ভীষণ প্রয়োজনীয় এবং সুন্দর বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের অভিভাবকরা যেন এটা মাথায় রাখেন

  • @hasaneman4898
    @hasaneman4898 2 ปีที่แล้ว +9

    Old event but very nice discussion. Before settle marriage everyone must think and gather information of bride or bride groom. Thanks a lot to the speaker,lady.

    • @jornarahman1294
      @jornarahman1294 2 ปีที่แล้ว

      অনেক আলোরন হয়েছিল তব বিচার হয়েছিলো ঠিক। এই ছেলে বখাটে ছিলো। আমার মনে হয় ইন্জিনিয়ার ছিলো না। মায়ের নাম বেচে খেতো।খুকু ছিলো বেলাজ।এই বেহায়া মহিলাটা কি মারা গেছে নাকি।।

  • @sanzidaakter7157
    @sanzidaakter7157 6 หลายเดือนก่อน +1

    আমার মা অনেক পড়তো তখন মনির খুকু রিমার কাহিনী। অনেক গান অনেক আলোচিত মৃত্যু ছিল এটি। ছোট্ট বেলায় পড়া ম্যাগাজিনে সে ঘটনাটি পেরেকের মতো গেঁথে আছে হৃদয়ে।

  • @rifatsultana6663
    @rifatsultana6663 2 ปีที่แล้ว +13

    আমিও ছোট্ট বেলায় ঘটনাটা শুনছি । ধন্যবাদ আপু স্টরিটা বলার জন্য।

  • @SumonAhmed-ok7ri
    @SumonAhmed-ok7ri 5 หลายเดือนก่อน

    ফুফুর কাছে শুনতাম ছোটবেলায় ঘটনাটা। খুব ভালো লাগে আপনার উপস্থাপনা। ❤️

  • @AsifKhan-ix5pe
    @AsifKhan-ix5pe 2 ปีที่แล้ว +13

    এই রোমহষর্ক ঘটনাটা এত সুন্দর ও সাবলিল ভাবে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ টিনা ভাবি।
    ভাবি আমি মুনা এটা আমার ছেলে আসিফের আইডি।

  • @MahzabinSaznathSubah
    @MahzabinSaznathSubah 2 หลายเดือนก่อน

    Please never stop telling your stories ,lots of love for you

  • @mnbmnb1832
    @mnbmnb1832 2 ปีที่แล้ว +4

    অনেক ভালো লাগলো আবার কষ্ট ও পেলাম লিমার জন‍্য

  • @tamannaazam7061
    @tamannaazam7061 ปีที่แล้ว

    Presentation style and tone is very laudable.Thanks

  • @arifarunifashionhouse2631
    @arifarunifashionhouse2631 2 ปีที่แล้ว +5

    খুব ভালো লাগলো আপনার কথাগুলো, একদম বাস্তব কথা ।

  • @karimohamamd
    @karimohamamd 7 หลายเดือนก่อน

    আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপনা করার জন্য। 😂😂😂😂😂😂😂

  • @jesminakter415
    @jesminakter415 2 ปีที่แล้ว +10

    শৈশব স্মৃতি😢
    মনে পড়ে গেল

  • @rokeyabagum6870
    @rokeyabagum6870 9 หลายเดือนก่อน +1

    প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আজ থেকে ৩৫ বছর আগে ঘটনা। আমি তখন ছোট। তবে শারমিন রিমা হত্যা শুনুে কেন জানি খুবই কেঁদেছিলাম!আমদের ঘরে সবাই বিষয়টি আলোচনা করত এবং রিমার জন্য দুঃখ করছে দেখে আমি কেঁদেছি।এত বছর পরেও আমি প্রায়ই এ-ই বিষযটি মনে করতাম।আজ আপনার নিকট গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে কষ্ট ফেলেও অনেক গুরুত্বপূর্ণ সচেতনতা মূলক পরামর্শ খুবই ভালো লেগেছে!

  • @princeshafinvlog4029
    @princeshafinvlog4029 2 ปีที่แล้ว +3

    খুবই সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন। এবং বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে।।।

  • @rumanaakter-x3g
    @rumanaakter-x3g 8 หลายเดือนก่อน +1

    টিনা কিবরিয়া আপনার শেষের কথাগুলো অনেক ভালো লাগলো এতে অনেকের ভুল ধারণা গুলো চেঞ্জ হতে পারে। এই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

  • @salimahaque1974
    @salimahaque1974 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ। সুন্দর উপস্থাপনা

  • @zahedulislam6972
    @zahedulislam6972 8 หลายเดือนก่อน +1

    সুন্দর করে বলেছেন।প্রতিটি শব্দ মনযোগ দিয়ে শুনলাম।মর্মান্তিক কাহিনী।তবে বিচার ব্যবস্থা ছিলো স্বাধীন তাই ফাঁসি হয়েছে

  • @shylakoli5471
    @shylakoli5471 2 ปีที่แล้ว +8

    আজকে এই প্রতিবেদন দেখে মনে পরে গেল। সেই ছোট বেলার কথা। আমি তখন স্কুলে পরি। তখন আমাদের বাসার প্রায় কাছের এই ঘটনা। শারমিন রীমার তখন মাত্র বিয়ে হয়েছে। অথচ কতই না তাকে দেখেছি বিয়ের আগে। জানতাম না কিছুদিনের মেহমান সে। অত্যন্ত ঠান্ডা স্বভাবের। কখনও বেশি কথা বলতো না। নামাজীও ছিলেন। রোজ নামাজ পরতেন। তার কপালে কত কষ্ট যে লিখা ছিলো তা তিনি যদি জানতে পারতেন😢।

    • @SumonSumon-uh7sj
      @SumonSumon-uh7sj ปีที่แล้ว

      এর জন্য অনেক কান্না করেছি।

  • @Masruba06
    @Masruba06 3 หลายเดือนก่อน

    ভিডিও শেষে আপনি যে analysis করেন প্রতিটা ঘটনার সেটা অসাধারণ লাগে ❤❤❤

    • @tinakibria9583
      @tinakibria9583  3 หลายเดือนก่อน

      @@Masruba06 ❤️❤️🙏🙏

  • @mezbintania924
    @mezbintania924 2 ปีที่แล้ว +28

    সেই ছোট বেলায় শুনতাম আব্বা মা'র আলোচনা বা খবরের কাগজে।এতগুলো বছর পরে সব জানলাম

    • @syedrahat7825
      @syedrahat7825 2 ปีที่แล้ว +1

      Same here sister

    • @sadmansami3298
      @sadmansami3298 2 ปีที่แล้ว +2

      আমিও এত বছর পর কিলিয়ার হলাম সেই ছোটবেলায় শুনেছি সবার মুখে মুখে,

    • @TinTin-ir8wx
      @TinTin-ir8wx ปีที่แล้ว

      92 last ba 93 te..

  • @jamalhossain6930
    @jamalhossain6930 2 ปีที่แล้ว +1

    অতিতের বহুল আলোচিত ঘটনা গুলো নুতন করে মানুষের মাঝে সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন করার জন্যে অসংখ্য ধন্যবাদ।

  • @z...742
    @z...742 ปีที่แล้ว +5

    সেই ছোট্টবেলায় শুনেছিলাম। আজ আবার শুনলাম।তখন এতটা বুঝতামনা।অনেক দিন পর শুনে সব মনে মাঝে ভেসে উঠেছে।খুবই দুঃজনক ঘটনা ছিল এটা।

  • @liakothossain4589
    @liakothossain4589 ปีที่แล้ว

    Porisomapti sune apner proti srodda r o bere gelo apner bola uchaaron onek sundor. apna k amar marjito manus mone hoyece.

  • @abusayeed7419
    @abusayeed7419 2 ปีที่แล้ว +10

    স্মৃতিচারণ হয়ে গেল।

  • @khandakershafiqulislam7377
    @khandakershafiqulislam7377 ปีที่แล้ว

    Many thanks for your video based on facts.

    • @tinakibria9583
      @tinakibria9583  ปีที่แล้ว

      Thanks so much for your nice comment ❤️

  • @AsiveChowdhury
    @AsiveChowdhury 3 ปีที่แล้ว +8

    ধন্যবাদ আপু সুন্দর করে উপস্থাপন করার জন্য, ভালো লাগে আপনার স্টরি টেলিং গুলো...অনেক অনেক শুভ কামনা !

  • @alveeandmanha1309
    @alveeandmanha1309 6 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো ভিডিওটি অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @sheikrahman4089
    @sheikrahman4089 2 ปีที่แล้ว +4

    After long time you madam recalled such an incident happened in Bangladesh . we are shocked hope never happens again but it’s happening in our life. Criminal should be brought to the justices and punished highest punishment. Your story remind us for long time. Ameen

  • @fatemazannat-xh6vk
    @fatemazannat-xh6vk ปีที่แล้ว

    your presentation and pronunciation is just awesome

  • @khondokermosiur346
    @khondokermosiur346 2 ปีที่แล้ว +6

    টিনা ভাবি খুব সুন্দর উপস্থাপনা করেছেন, ধন্যবাদ

    • @tinakibria9583
      @tinakibria9583  2 ปีที่แล้ว +1

      ❤️

    • @samsunnaharakter2016
      @samsunnaharakter2016 2 ปีที่แล้ว +2

      98সালে যে। আইন-আদালত। ছিল এখন সেই আইন-আদালত কোথায়

  • @prof.enamulhoquechowdhury8495
    @prof.enamulhoquechowdhury8495 ปีที่แล้ว

    আপনাকে সুন্দর উপসংহার টানার জন্য আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

  • @joyaislam3061
    @joyaislam3061 ปีที่แล้ว +24

    সেই সময় দেশে আইনের শাসন ছিল। বিচার বিভাগ স্বাধীন ছিল। আমরা সেই দেশেই আছি, অথচ, সাগর + রুনির বিচার আজও হলো না। আর-ও নাম জানা কতো মানুষ সঠিক বিচার পাচ্ছে না😢

    • @qazimohdmorshed413
      @qazimohdmorshed413 ปีที่แล้ว

      জিয়া হত্যার বিচার ও হলোনা অথচ খালেদা জিয়া এরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল।

    • @tanimacad828
      @tanimacad828 8 หลายเดือนก่อน

      Akhon deshe mafiya tontro cholche. So, bichar hobe na eitai shavabik. Mafia rai pap kore ar tara par peye jay.

  • @Tanvirdental
    @Tanvirdental 7 หลายเดือนก่อน

    Tomar gaan sunesi onek bosor age. Onek din por a abar dekhlam.

  • @jahidbalo8764
    @jahidbalo8764 2 ปีที่แล้ว +2

    সেই ছোটবেলার ঘটনা আগে অডিও ক্যাসেটে শুনতাম সবাই সারি বেঁধে বসে থাকতাম, এই খুকু মনিরের ঘটনা শুনার জন্য, আহ মনেহলো সেই ছোটবেলায় চলে গেলাম, ধন্যবাদ আপু সেই পুরাতন ইতিহাস নতুন করে তুলে ধরার জন্য।

  • @MdMuktar-ct8jm
    @MdMuktar-ct8jm ปีที่แล้ว

    আপনার কথা বলার ধরন , গল্প বলার ধরন , খুব ভাললাগে । মন চায় , সারাদিন আপনার পাশে বসে গল্প শুনি । যদি পারতাম ।

  • @mdbabulmdbabul9914
    @mdbabulmdbabul9914 2 ปีที่แล้ว +12

    মনির জা করেছ নি সন্দেহ নিত কৃস্ট কাজ।একজন মা হিসাব এ চেয়েছে সুন্দরী বৌ অনলে তখন বয়স্ক মহিলাকে ভুলে জাবে। কিন্তু খুকুমণি ঐ জে বলেছিল দেখেনিবে রিমাকে + খুকুমণি মনিরকে দৈহিক আনন্দ এতই বেশি দিয়েছে। এখান এ ২ নং আশামি খুকুমণি ওর সাজা হওয়া দরকার ছিল।

  • @mostmarufaakhtermini5478
    @mostmarufaakhtermini5478 4 หลายเดือนก่อน

    আপনার কথা গুলো অনেক সুন্দর লাগলো, কান্না ও চলে আসলো এমন ঘটনা

  • @sheikhmasud3480
    @sheikhmasud3480 2 ปีที่แล้ว +4

    আপনার ভিডিও দেখে ছোট্ট বেলার ঘটনা টা মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে।

  • @noorzamanmeah5327
    @noorzamanmeah5327 ปีที่แล้ว +1

    সত্য ঘটনা সুন্দরভাবে উপস্হাপন করার জন্য ধন্যবাদ ।

  • @KhaledFerdous-zk7ff
    @KhaledFerdous-zk7ff 2 ปีที่แล้ว +33

    সুন্দর বর্ননা, বিভৎস ঘটনা, ১৯৭৮ সালে সংঘটিত সালেহা হত্যাকান্ড এবং স্বামী ডাক্তার ইকবালের ফাসীর ঘটনার বর্ননা শুনতে চাই

    • @tinakibria9583
      @tinakibria9583  2 ปีที่แล้ว +3

      kono link othoba kono reference apnar kache thakle pls Amake diben. Ami Oboshshoi ghotona ta cover korbo. Onek dhonnobad amar channel er shathe thakbar jonno. ❤️

    • @KhaledFerdous-zk7ff
      @KhaledFerdous-zk7ff 2 ปีที่แล้ว +2

      @@tinakibria9583 আপু আপনার ফেসবুক আইডির লিনক টা দিন, এটি আমি ফেসবুকে লিখেছিলাম, সেখানে ইনবক্সে দিয়ে দিব, সেখানে ডাঃ ইকবাল, সালেহা, কাজের মেয়ে মনোয়ারার ছবি ও আছে

    • @tinakibria9583
      @tinakibria9583  2 ปีที่แล้ว +1

      @@KhaledFerdous-zk7ff pls search “Tina Kibria “ on Facebook.

    • @churailexpress8389
      @churailexpress8389 2 ปีที่แล้ว

      @@tinakibria9583 th-cam.com/video/A3-N6QnVYhg/w-d-xo.html
      Ekhane paben saleha hottakando

    • @jhumu9389
      @jhumu9389 2 ปีที่แล้ว

      ঠিক

  • @HussainBd-v9o
    @HussainBd-v9o ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ রইলো প্রিয় আপু

  • @firozakhan9252
    @firozakhan9252 ปีที่แล้ว +12

    রিমা আমার বান্ধবী ছিল। সিলভি আপুসহ সবার কথা খুব মনে পড়ে।

    • @ttkall3812
      @ttkall3812 7 หลายเดือนก่อน +2

      খুব ই দু:খ জনক ঘটনা, এখন আপনার বয়স কত্ত?

    • @wayonbd1527
      @wayonbd1527 6 หลายเดือนก่อน +1

      আপনারা কোন ব্যচের? একটা স্মৃতি চারন অনুষ্ঠান করতে চাই

  • @sumona4655
    @sumona4655 2 ปีที่แล้ว +1

    Thank you so much 🇧🇩💕

  • @sharminabedin3093
    @sharminabedin3093 2 ปีที่แล้ว +8

    এই ঘটনার অনেক বছর পর আমার জন্ম। কিন্তু এই শারমিন এর নাম ধরে আমার নাম রাখা হয়।কিন্তু আমার স্বামী অসাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ 💔

    • @munirulislam674
      @munirulislam674 2 ปีที่แล้ว +1

      الحمدلله

    • @SharminAkter-xh2pj
      @SharminAkter-xh2pj 7 หลายเดือนก่อน +1

      আমার সাথেও একই ঘটনা ঘটেছে। অনেক বছর পর জন্ম হওয়ার পরও আমার নাম রাখা হয় শারমিন আক্তার রিমা। পরে অনেক চেষ্টার পর রিমা নামটা বাদ দিতে পেরেছি। আমার নাম রাখার কারণ জানতে চাইলে আম্মু আমাকে এই ঘটনাটি জানিয়েছিলো।

  • @tanimacad828
    @tanimacad828 8 หลายเดือนก่อน

    Apni darun shundor vabe golpo bolte paren. ❤

  • @badrunnessa4777
    @badrunnessa4777 2 ปีที่แล้ว +14

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরোন ঘটনা সরণ করা জন্য সত্যিই দুঃখজনক

  • @spicybong1181
    @spicybong1181 6 หลายเดือนก่อน

    অনেক অনেক দিন পর আপনার সুন্দর বর্ননায় পুরনো ঘটনাটি নতুন করে কিছু স্মৃতি মনে করিয়ে দিলো। আমার মা' তখন খুব নিয়ম করে মুনির খুকুর খবর গুলো পেপারে পড়তেন। আমি তখন বেশ ছোট ছিলাম। কিন্তু আম্মুর কারণে পুরো বিষয় টি জানতাম। মুনিরের ফাঁসি হওয়াতে আম্মু খুব খুশী হয়েছিলেন।
    আপনার দেয়া ভিডিও টির জন্য আপনাকে ধন্যবাদ।❤️

  • @itaadibahadurvlogs6038
    @itaadibahadurvlogs6038 2 ปีที่แล้ว +3

    অনেক ভাল লাগলো আপনার কথা গুলো ছোট বেলায় অনেক বার শুনছি

  • @sintheyaislam8553
    @sintheyaislam8553 5 หลายเดือนก่อน +1

    সেই সময় আইনের শাসন ছিল, বিচার বিভাগে স্বাধীন ছিল । এখন আর মানুষ সুবিচার পায়না । আমি আমার বাবার কাছে শুনেছি
    শারমিন রিমার কথা, আমার আব্বা বলতেন শারমিন নামটা আমার খুব পছন্দের, তাই আমার নাম রাখা হয় শারমিন রিমা । আপনাকে অনেক ধন্যবাদ পুরনো দিনের ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্য,

  • @taufiquealamtusan
    @taufiquealamtusan 2 ปีที่แล้ว +24

    মনির ছিল সেই যুগের শত কোটি টাকার মালিক, এইযুগে সে খুন করলে তার বেকসুর খালাস হতো। হায়রে মনির তোমার জন্যে বড়ো দুঃখ হয়!

    • @rezwanahmed6808
      @rezwanahmed6808 2 ปีที่แล้ว +5

      শুধু তাই নয়,এখন কার কেউ খুন করলে তার মধ্যে কোন অনুশনাবোধ কাজ করেনা

    • @lisaramaha2304
      @lisaramaha2304 2 ปีที่แล้ว

      Monir fasi hoyni niche ekhjn likeche

  • @tanhaafrin6723
    @tanhaafrin6723 2 ปีที่แล้ว

    Tumi khub e cute dekhte apu. R tmr kotha gulo shunte eto vlo laglo . Eto ghuchiye sundor kore boleso. ❤️❤️❤️❤️❤️❤️

  • @hurersvlog9812
    @hurersvlog9812 2 ปีที่แล้ว +42

    কিছুভুল ইনফরমেশন আছে, একমাত্র ছেলে নয়,উনার ২ মেয়ে ২ ছেলে ছিলেন।আমি উনার রুগী ছিলাম।একজন নার্স এর সাথে ও মনিরের আসক্তি ছিলো। নার্স তার সিনিয়র ছিলো। রিমা র সাথে ও সুখ খুজে পায় না। চরিত্র খারাপ ছিলো। খুকু ছিলো তার রক্ষিতা।

    • @dipajaman4010
      @dipajaman4010 2 ปีที่แล้ว +6

      thik bolechen

    • @mdemdadhossain3800
      @mdemdadhossain3800 ปีที่แล้ว +3

      আসলেই বিকৃতি যৌনতা সম্পন্ন মনির সূখের সঙ্গা জানতো না?❤❤❤❤

    • @Alibaba-xu5pq
      @Alibaba-xu5pq ปีที่แล้ว +3

      দেশে আসার কি দরকার ছিল আমেরিকায় থাকত বিদেশি মেম সাহেবকে নিয়ে ফূর্তি করতি দেশে না আসলে এ ধরনের ঘটনা ঘটত না।

  • @DDorbesh
    @DDorbesh ปีที่แล้ว

    amr ammu bolse ei ghotona eta amk...thanks mam for sharing as i have heard the details now...

  • @salehayub518
    @salehayub518 2 ปีที่แล้ว +2

    Ma’am, you are good storyteller

  • @AbedaSultanaDipti
    @AbedaSultanaDipti 5 หลายเดือนก่อน

    It's 2024/08/27
    I am watching your all the videos even story's before my birth
    I love the way you tell stories
    Very well said and very demur

  • @sehangaltv6038
    @sehangaltv6038 6 หลายเดือนก่อน +3

    সেই ছোটবেলায় গ্রামে বসে অডিও ক্যাসেটে এই কাহিনী শুনতাম। আর মনির-খুকুর প্রতি ভীষণ রাগ হতো।

  • @AsSuma-ie8pl
    @AsSuma-ie8pl 7 หลายเดือนก่อน

    আপু আপনার শেষের কথাগুলো খুবই বাস্তবসম্মত।এরকম ঘটনার মুখোমুখি আমরা প্রায়ই হয়ে থাকি এবং এর পরিণাম হয় ভয়াবহ। 😢😢😢

  • @lamiaislam4829
    @lamiaislam4829 2 ปีที่แล้ว +22

    এমন করে প্রতিটি রিমার হত্যার বিচার পাওয়া গেলে বাংলার মানুষের মনে কোন দুঃখ থাকতোইনা।

    • @徐佳欣-q8f
      @徐佳欣-q8f 2 ปีที่แล้ว +1

      এখন আর এমন করে বিচার হয় না!

    • @lamiaislam4829
      @lamiaislam4829 2 ปีที่แล้ว

      @@徐佳欣-q8f আপনে কি বাংলাদেশি?আপনার ইউটুবে মনে হচ্ছে চায়না লেখা।

  • @taniaakhter8000
    @taniaakhter8000 2 ปีที่แล้ว +1

    আমিও খুব ছোট বেলায় এই ঘটনা শুনেছি।তখন জারি গানের ক্যাসেট বের হতো। যখন গ্রামে বেড়াতে যাই তখন রাতে সবাই মিলে ঘটনাটি শুনি।