ছবির মতই সুন্দর বগুড়ার এই গ্রাম | এখন জনপদে | Documentary | Sohordighi Village Bogura | Ekhon TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #sohordighi_village #bogura #documentary #bogra #sohordighi #ekhontv #এখনটিভি
    ছবির মতই সুন্দর বগুড়ার এই গ্রাম | Documentary | Sohordighi Village Bogura | Ekhon TV
    বগুড়া সদরের ফাপোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে শহরদিঘী। এই গ্রামে শিশু-নারী-পুরুষ মিলে প্রায় চার হাজার মানুষের বাস। গ্রামের দেড় হাজার নারী-পুরুষ পেয়েছেন ভোটের অধিকার। ভোটারের দিক থেকে পুরুষের তুলনায় নারীরাই এগিয়ে শহরদিঘীতে। শিক্ষার হারেও এগিয়ে এই গ্রাম। গ্রামের শতকরা ৬০ থেকে ৭০ ভাগ মানুষই শিক্ষিত। প্রধান পেশা কৃষি হলেও অনেকে জড়িয়েছেন সেচ পাম্প মিস্ত্রির পেশায়। বিভিন্ন এলাকায় গিয়ে নলকুপ, সেচ পাম্প স্থাপন ও মেরামতের কাজ করেন অনেকে। বেশীরভাগ মানুষ নানা পেশায় যুক্ত থাকলেও দরিদ্র মানুষও আছে শহরদিঘীতে। শতকরা ১০ থেকে ১৫ ভাগ মানুষের বসবাস দরিদ্রসীমার নীচে। এই গ্রাম থেকে তিনজন এমবিবিএস চিকিৎসক হয়েছেন। এবছর যোগ হয়েছে আরো একজন। শহরদিঘী গ্রামের সৌন্দর্য্যতার মাত্রাকে দ্বিগুন করেছে তাল আর খেঁজুর গাছ। প্রায় বাড়িতেই চোখে পড়বে দেশী মুরগী আর গরু। এই গ্রামে চারটি হাসের খামারও আছে। হাঁসের জন্য বাড়তি যত্ন বা খরচ করতে হয় না। ঝাঁক বেঁধে বিলে-ঝিলে খাবার সংগ্রহ করে বিভিন্ন প্রজাতির হাঁস। দেশ স্বাধীনের আগেও শহরদিঘীতে সারাদিন কাজ করে দিনমজুরের পারিশ্রমিক ছিলো আট আনা, বারোয়ানা। এখন ৫শ টাকার কমে শ্রমিক পাওয়া যায়না। ছন আর বাঁশের তৈরি কুড়েঘরই ছিলো গ্রামের মানুষের মাথাগোঁজার ঠাই। তারপরে আসে মাটির ঘর। স্মৃতি হয়ে এখনো একটি দ্বিতল মাটির ঘর টিকে আছে শহরদিঘী গ্রামে। বয়সের ভারে সেই ঘরটির এখন ভগ্নদশা। কালের বিবর্তনে কুঁড়েঘর-মাটিরঘরের জায়গা দখল করেছে পাকা আর আধাপাকা টিনশেড ঘর। সবশেষ পরিবর্তনটা এসেছে বিদ্যুৎ আসার পর। বিদায় নিয়েছে কুপি হারিকেন। টিভি-ফ্রিজ, আর মোবাইল ফোন আর দশটা গ্রামের মতো সহজ করেছে শহরদিঘীর মানুষের জীবনযাত্রা
    First-ever Business Television 'EKHON', telling about Bangladesh. Speak up and know what Bangladesh says in EKHON.
    Facebook: / tv.ekhon
    Twitter: / ekhon_tv
    Linkedin: / ekhon-tv
    Instagram: / ekhon_tv

ความคิดเห็น • 25