vai apnar sathe contact korar onek try korchi but kichutai parci na.I need ur help.personally.winex trade corporation amar vai er kach theke 35 hajar tk niche bolcilo six month por back korbe kinto kore na.we are middle class family sir.pls help
কি কি বিষয় নিয়ে হালাল ভাবে ফ্রিল্যান্সিং করা সম্ভব এবং কিভাবে কাজ করা উচিত ও কাজগুলো শেখার পদ্ধতি নিয়ে বিষদভাবে “ফ্রিল্যান্সিং : হালাল ইনকামের খোঁজে” বইটিতে আলোচনা করা হয়েছে । আমার লেখা “ফ্রিল্যান্সিং : হালাল ইনকামের খোঁজে” বইটি সংগ্রহ করুন নিচের লিংকটিতে ক্লিক করে। রকমারি : cutt.ly/rokomari বইয়ের পেইজ লিংক : cutt.ly/freelancing-book
হ্যালো ভাইয়া আমি ইউটিউবে এরকম অনেক চ্যানেল দেখেছি কিন্তু আপনার মত এমন চ্যানেল কোথাও খুঁজে পাইনি!! এখানে আমার কমেন্ট করার উদ্দেশ্য একটাই আপনাকে একটা ধন্যবাদ জানানো এত সুন্দর ভাবে বোঝানোর জন্য!! আমি জানিনা আমার এই কমেন্টটি আপনি দেখবেন কি না তারপরেও বলছি আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ!! আমি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই আমাকে কি একটু সাহায্য করা যাবে ভাই????
মোটামুটি প্রতিটি কমেন্ট ই আমি দেখি বা রিপ্লাই দেওয়ার চেস্টা করি । আপনাকে ও ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য। ওয়েব ডিজাইন বিষয়ক আমার প্লে লিস্টটি একটু কষ্ট করে দেখেনিন।
ভাই,,আপনার ভিডিও গুলোতে প্রতি টা বিষয় এত সুন্দর করে বুঝানোর চেষ্টা করা হয়েছে,,যা সত্যই অসাধারণ!!!! ভাই,,আমি এই সাইড গুলোতে নতুন ভাবে কিছু করার আগ্রহ প্রকাশ করছি,বাট আমি নতুন হিসাবে কোন সাইড হতে শুরু করবো,,,বুঝে উঠতেছি না। আমার পারসোনাল ল্যাপটব আছে,আমি শুধু বাংলা/ইংরেজি টাইপিং টাই ভালো জানি,, ভাই,,আপনি যদি আমায় কিছু সাজেশন দিতেন তাহলে, আমার নতুন পথ চলার জন্য আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকতাম।
ভাইয়া আমি এবার এস এস সি পরীক্ষা দেব।আমি এই করোনা ভাইরাসের কারনে ঘর থেকে বাহির হতে পাচ্ছি না। আর আমার সংসারের অবস্থা করোন।তাই আপনি যদি একটা অনলাইনে কাজ করার সুযোগ করে দিতেন তাহলে ভালো হত।।
আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। কিন্তু অনেকেই জানিনা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়। এইসব বিষয়ের সঠিক গাইডলাইন পেতে ইনবক্স করেন,অবসর সময়টা কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করেন।
ভাইয়া! মাদ্রাসার ছাত্রীদের জন্য অনলাইনে ইনকাম কিভাবে করতে হয়? মাদ্রাসার ছাত্রীরা ইংরেজি ভালোভাবে পারেনা। সুতরাং এ বিষয়ে পর্দার সহিত কোর্স করার কোন সিস্টেম আছে? কোর্স থাকলে সেটা কয় বছরের? এই বিষয়ে পরামর্শ দেন প্লিজ
হ্যালো ভাইয়া আমি ইউটিউবে এরকম অনেক চ্যানেল দেখেছি কিন্তু আপনার মত এমন চ্যানেল কোথাও খুঁজে পাইনি!! এখানে আমার কমেন্ট করার উদ্দেশ্য একটাই আপনাকে একটা ধন্যবাদ জানানো এত সুন্দর ভাবে বোঝানোর জন্য!! আমি জানিনা আমার এই কমেন্টটি আপনি দেখবেন কি না তারপরেও বলছি আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ!! আমি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই আমাকে কি একটু সাহায্য করা যাবে ভাই????আরও পড়ুন কম দেখান
ভাইবা আমি মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসায় পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে মোবাইল দিয়ে কিছু ইনকাম করতে চাই এখন আমি কি করবো একটু বলেন প্লিজ, (আপনার জন্য দোয়া ও ভালবাসা অবিরাম)
স্যার আপনার বোঝানোর ভঙ্গিমা দেখে আমি মুগ্ধ!!আমি ফ্রিলান্সার হতে চাই!!প্রিয় স্যার,ফ্রিলান্সার হতে গেলে প্রাথমিক ভাবে কি করতে হবে?? আর আপনার ফোন নাম্বার টা আমি কিভাবে পেতে পারি.??দয়া করে একটু বলবেন!!
ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ নিয়ে বা প্রজেক্ট নিয়ে কিভাবে professionaly কাজটা করবো বা আপনি কাজটা করে দেখিয়ে একটা complete video দেন please ...এই বিষয়ে একটা video দেন please please please , about Web design or graphic design or SEO and other .... This video most helpful for beginners !
নিচে আমার একটা প্রশ্ন আছে দয়া করে উত্তর দিবেন।! ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, ইতিমধ্যে আমি কিছু সাধারণ ধারানা ও নিয়ে নিছি। তবে আমার প্রশ্ন আমি এমন কিছু নিয়ে কাজ করতে চাই যেখানে শরিয়াহ সম্মত বেশি বেশি কাজ থাকবে, আপ্নার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমাকে suggest করুন। জাজাকাল্লাহ খায়ের।
নুরুল্লাহ ভাই আপনার কাছে আমার অনুরোধ। ল্যাপটপ এর মাধ্যমে ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়ে কিভাবে শুধুমাত্র অডিও রেকর্ড করা যায়। এই বিষয়ে একটা পূণার্ঙ্গ ভিডিও তৈরি করুন। আপনার ইউটিউব ছাত্র হিসেবে, আপনার কাছে আমি চির কিতজ্ঞ থাকবো। Please sir আমি ওয়াজ মাহফিল রেকর্ড করবো। Please help me sir as a Muslim. সামনে এগিয়ে যান আল্লাহর দয়া আছে আপনার সাথে।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, ভাইয়া কেৃম আছেন, আশাকরি ভাল আছেন, আপনার উপদেশগুলো অনেক ভাল লেগেছে, কেন জানি মনে হচ্ছে আপনার পরামর্শ সঠিক, আর অন্যেরা শুধুই প্রলুব্ধ করে, আমি পেশায় একজন কম্পিউটার কম্পোজ এর ব্যাবসা করে আসছি লকডাউনে দোকান পাট বন্ধ থাকায় খুবই কষ্টে আছি, আমার অনেকদিনের ইচ্ছা অনলাইনে কাজ করে কিছু আয় করার মোটামুটি ইংরেজি জানি কপি পেস্ট অথবা ডাটা এন্ট্রির কিছু কাজ পাইয়ে দেয়ার ব্যবস্থা করে দিলে আপনার নিকট চীর কৃতজ্ঞ থাকব Please healp me.
আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। আমি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি পর্দা মেইনটেইন করে।ঢাকায় এমন কোন কোচিং সেন্টার আছে যেখানে পর্দার মধ্যে থেকে শিখার ব্যবস্থা আছে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা লাভে প্রার্থনা করতেন। গোনাহ মাফের আমল করতেন। কীভাবে ক্ষমা চাইতে হবে, সেটিও তিনি তাঁর উম্মতকে শুনিয়েছেনে এবং শিখিয়েছেন। মানুষ প্রতিনিয়ত গোনাহের কাজে জর্জরিত। অহরহ কত শত পাপ করে চলেছে। ইচ্ছা কিংবা অনিচ্ছায় এসব পাপ কাজে জড়াচ্ছে মানুষ। সব পাপ থেকে ক্ষমা লাভে বিশ্বনবি যে প্রার্থনা করতেন এবং দোয়া পড়তেন; তাহলো- اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ উচ্চারণ : ‘আল্লাহুম্মা বাররিদ ক্বালবি বিছছালঝি ওয়াল বারাদি ওয়াল মায়ি, আল্লাহুম্মা নাক্কি ক্বালবি মিনাল খাত্বাইয়া কামা নাক্কাইতাছ ছাওবাল আবয়িদা মিনাদ দানাসি ‘ (মুসলিম, তিরমিজি) অর্থ : হে আল্লাহ! তুমি আমার মনকে বরফ, শিশির ও ঠান্ডা পানি দিয়ে শীতল করে দাও। হে আল্লাহ! আমার মনকে এমনভাবে পাপ থেকে পরিষ্কার করে দাও, যেমনটি তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার কর।’
ভাই আমি একজন স্টুডেন্ট, আমি আউট সোসাইটিং কাজ করতে চাই?? কিন্তু মন মতো কোন সাইট পাচ্চিনা.একটি নির্ভর যোগ্য ভাল সাইট এর যদি নাম বলতেন যেখানে অল্প সময়ে মোটামুটি ভাল ইনকাম করা যায়....
আমি ফ্রিলান্সি করতে চাই অনেক আগেই আমি এগুলা নয়ে ঘাটাঘাটি করেছি, কিন্তু কোন ফায়দা হাসিল করতে পারিনি, পরে আমি নিরুপায় হয়ে এইসব থেকে দূরে সরে যাই। এখন আবার এগুলার প্রতি মন দেয়ে আসছে, কারণ আমার পাশের গ্রামের এক ভাই আউটসোর্সিং এর কাজ করে অনেক টাকা ইনকাম করতেছে আর এথেকেই আমি আরও মনুনিবেশ করতে চাচ্ছি এই কাজে, সো দয়া করে আমাকে কিভাবে ফ্রিলান্সিং করলে আমি টাকা ইনকাম করতে পারব দয়া করে বলবেন?
Your videos are awesome,helpful interesting. I am from westbengal,and currently a student of chemical science. How can I become a content writer specially in this topic..?
ভাইয়া আমার পরিবার খুব দরিদ্র এবং বর্তমানে টাকার ভীষণ সমষ্যা ,দয়া করে যদি মোবাইল থেকে freelancing এর মাধ্যমে কিছু টাকা আয় করতে পারতাম তাহলে আমি আর আমার পরিবারের জন্য ভীষণ উপকার হতো,,,,
Banite Mr.Minhaz যাক ভাই, সালাম এর জবাব টা দিছেন শুদ্ধভাবে। কিন্তু আমি যাকেই সালাম দেই তিনিই জবাব দেন "ওয়ালাইকুম আস সালাম" "ওয়ালাইকুমুস সালাম" কেউই শুদ্ধভাবে বলেন না। 😞
হাই ,ভাইয়া !! আমি আর আমার ফ্রেন্ড ফ্রিল্যান্সিং এর কোর্স করতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছি কোন বিষয়ের উপর করব ।।। কারন এ বিষয়ে খুব একটা ধারণা নেই ।।। আর এটাও জানি না যে মার্কেটে কোন বিষয়টির চাহিদা বেশি & কোন বিষয় এর উপর কাজ করলে খুব জলদি সাফল্য পাওয়া যাবে ।।।। তাই আপনি যদি একটু বলতেন তবে খুব ভাল হত ।।। আপনার মতামত আশা করছি ।।।
আসসালামু আলাইকুম ভাইয়া..! আমি সজিব..!! ধানমন্ডি থাকি. ডিপ্লোমা শেষ করে এখন জবের জন্য ট্রাই করতেছি কিন্তু জবপেতে হলে একসপ্রিয়েন্স দরকার যা আমার নেই. আমাকে কেউ জব না দিনে আমার এক্সপ্রিয়েন্স হবে কিভাবে.!!! আমি অনলাইনে কাজ করার জন্য চেস্টা করতেছি একবার একলোক দ্বারা প্রতারিত হয়েছি..! তবে আপনাকে দেখে আমার মনে হলো আপনি একজন মুসলমান হয়ে অন্য একজন মুসলমানকে ঠকাবেন না কখোনো !! আমার অনলাইনে কাজ করার ইচ্ছেটা প্রায় শেষ হয়ে গেছিলো তবে আপনার ভিডিওগুলা দেখে এখন আবার করতে ইচ্ছে হয়..! আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবে .
আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার দুইটি ভিডিও দেখেছি আমি খুবই অনুপ্রাণিত এবং আমি একটি ফ্রিল্যান্সিং এর একাউন্ট খুলেছি সাধারণ ধারণার জন্য আমি একটি প্রাইভেট জব করি পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংয়ের আমার ক্যারিয়ার গড়তে চাই আমি এসএসসি পাস ইংলিশ সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা আছে এবং আমি স্পিকিং ইংলিশ কোর্স করতে চাচ্ছি এবিসয়ে আমি আপনার গাইড লাইন এবং কিভাবে ফ্রিল্যান্সিং ট্রেনিং করতে পারি এবং এটা আমি করতে পারবো কিনা সে বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছি।
আসসালামু আলাইকুম... ভাইয়া প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝানোর জন্য... আমি নবম শ্রেণিতে পড়ি তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি ফ্রিলান্সিং হতে পারবো না.. আর হতে গেলে আমি কোন ছাইড টা শিখলে আমার জন্য ভালো হবে ওয়েব ডিজাইন.. গ্রাফিক্স তার পর আরো যেগুলো আছে... দয়া করে বলবেন ভাইয়া... ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাইয়া। ফ্রিলেন্সিং একাউন্ট খোলার পর পেপাল পে মেথড সেট করতে সমস্যা হচ্ছে। সেটা নিয়ে জনাবপন প্লিজ। এবং যারা প্রথম প্রথম ফ্রিল্যান্সিং শুরু করেছে তারা কীভাবে সহজে কাজ পেতে পারে সে বিষয়ে পরামর্শমূলক একটি ভিডিও দিবেন আশা করি।
ভাই আমাদের অনেকের মনের একটা মন্তব্য হলো - “প্রচুর লোক তো কাজ করতেছে প্রতিযোগিতা অনেক বেশি আমি কি কাজ কিভাবে পাবো !!! কাজ পাওয়া কি খুবই কঠিন ? ’’ এ সম্পর্কে দয়া করে যদি কিছু বলেন বা আশ্বাস দেন , কমেন্টের উত্তর এর অপেক্ষায় রইলাম ভাই এসব উদ্ভট প্রশ্ন করার কারণ আমি web and computer software development শিখতেছি তাই একটু উদ্বিগ্ন
আমার সাথে একজনের পরিচয় হয়েছে সে আমাকে বলছে যে আপনাকে দুইটা ক্লাস দেওয়া হবে অনেকগুলো বিষয় থাকবে ক্লাসগুলো অনেকদিন হবে 6,900 টাকা দিয়ে পোস্ট টা নিতে হবে
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর করে বুজানোর জন্য। ভাইয়া আমি যে কোন একটা সাইড নিয়ে কাজ করতে চাই। কিন্তু কোনো way পাচ্ছি না। Trusted কোনো apps কি আছে যেটাতে কাজ করে ইনকাম করতে পারবো?
ভাইয়া আসসালামুআলাইকুম আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই আমি এডমিশন কেন্ডিডেট এমটা অবস্থায় আমার কি করনিয়ো আমি নিজে ইনকাম করতে চাই আমার পরিবার এর উপর থেকে চাপ কমাতে চাই নিজের খরচ নিজে বহন করতে চাই ফ্রিল্যান্সিং এ ক্ষেএে আমাকে কেমন সাপোর্ট করবে বা সাহায্য করবে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি ইনকাম করতে পারবে এই বিষয়ে একটু জানাবেন প্লিজ 🙏
Website development eka eka shikhtechilam, onk problem hoy but solve korar moto kono boro bhai pai nai je ektu guide dibe free te kew shikhate chay na tai r coding kori na.... Html css motamoti pari ..psd to html 2 / 3 korechi only html css....
ফ্রিল্যান্সিং বিষয়ক আরও ভিডিও পেতে এবং কাজ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
bit.ly/freelancingcare
Freelancing Care *মোবাইলের মাধ্যমে কি ছবি তুলে বিক্রয় করতে পারি স্যার*
I want to contact with you. Will u give me your no please ?
vaia apnr sathe contact korbo kono vabe ki possible ?
Freelancing Care আমি মাদ্রাসার ছাত্র,, আমার জন্য কি কোন কাজ আছে ফ্রীল্যাংসিং
vai apnar sathe contact korar onek try korchi but kichutai parci na.I need ur help.personally.winex trade corporation amar vai er kach theke 35 hajar tk niche bolcilo six month por back korbe kinto kore na.we are middle class family sir.pls help
কি কি বিষয় নিয়ে হালাল ভাবে ফ্রিল্যান্সিং করা সম্ভব এবং কিভাবে কাজ করা উচিত ও কাজগুলো শেখার পদ্ধতি নিয়ে বিষদভাবে “ফ্রিল্যান্সিং : হালাল ইনকামের খোঁজে” বইটিতে আলোচনা করা হয়েছে ।
আমার লেখা “ফ্রিল্যান্সিং : হালাল ইনকামের খোঁজে” বইটি সংগ্রহ করুন নিচের লিংকটিতে ক্লিক করে।
রকমারি : cutt.ly/rokomari
বইয়ের পেইজ লিংক : cutt.ly/freelancing-book
ভাইয়া আসসালামুয়ালাইকুম। আপনার এই মহৎ উদ্যোগ সফল হবে। ইনশাআল্লাহ। বাংলাদেশে আপনার আগে কেউ এভাবে ভাবতে পারে নি। ধন্যবাদ।
ad farhana yes stay here. I started my journey in 2013
vai ame kaushar amar number delam ame apnar sata kota bolta cai 01300509497
@@FreelancingCare 𝒽𝒾
Walaikumus Salam
হ্যালো ভাইয়া আমি ইউটিউবে এরকম অনেক চ্যানেল দেখেছি কিন্তু আপনার মত এমন চ্যানেল কোথাও খুঁজে পাইনি!! এখানে আমার কমেন্ট করার উদ্দেশ্য একটাই আপনাকে একটা ধন্যবাদ জানানো এত সুন্দর ভাবে বোঝানোর জন্য!! আমি জানিনা আমার এই কমেন্টটি আপনি দেখবেন কি না তারপরেও বলছি আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ!! আমি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই আমাকে কি একটু সাহায্য করা যাবে ভাই????
মোটামুটি প্রতিটি কমেন্ট ই আমি দেখি বা রিপ্লাই দেওয়ার চেস্টা করি ।
আপনাকে ও ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য। ওয়েব ডিজাইন বিষয়ক আমার প্লে লিস্টটি একটু কষ্ট করে দেখেনিন।
@@FreelancingCare 😍😍
মাশাল্লাহ। ভালো বুজিয়েছেন। আপ্নার কথা গুলা আমাদের ছাত্রদের জন্য অনুপ্রেরণা।
ভাই,,আপনার ভিডিও গুলোতে প্রতি টা বিষয় এত সুন্দর করে বুঝানোর চেষ্টা করা হয়েছে,,যা সত্যই অসাধারণ!!!!
ভাই,,আমি এই সাইড গুলোতে নতুন ভাবে কিছু করার আগ্রহ প্রকাশ করছি,বাট আমি নতুন হিসাবে কোন সাইড হতে শুরু করবো,,,বুঝে উঠতেছি না।
আমার পারসোনাল ল্যাপটব আছে,আমি শুধু বাংলা/ইংরেজি টাইপিং টাই ভালো জানি,,
ভাই,,আপনি যদি আমায় কিছু সাজেশন দিতেন তাহলে, আমার নতুন পথ চলার জন্য আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকতাম।
খুব ভালো লাগলো। দোয়া করি আরো সামনে এগিয়ে যান।
ভাইয়া আমি এবার এস এস সি পরীক্ষা দেব।আমি এই করোনা ভাইরাসের কারনে ঘর থেকে বাহির হতে পাচ্ছি না। আর আমার সংসারের অবস্থা করোন।তাই আপনি যদি একটা অনলাইনে কাজ করার সুযোগ করে দিতেন তাহলে ভালো হত।।
আপনার ফোন নম্বর কিংবা ফেসবুক আইডিটা পেতে পারি?
ওয়ালাইকুমসালাম,,আমার মতন গরিব ছাত্র-ছাত্রীদের উপকারমূলক ভিড়িও করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন আমিন।।।
Hey
আপনার এ উদ্যোগ খুবই সহযোগি মূলক এবং আগ্রহীরা উপকৃত হচ্ছে Tnq so much via go ahead n wish u all the best...
খুব ভাল পরামর্শ
আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। কিন্তু অনেকেই জানিনা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়।
এইসব বিষয়ের সঠিক গাইডলাইন পেতে ইনবক্স করেন,অবসর সময়টা কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করেন।
ভাইয়া!
মাদ্রাসার ছাত্রীদের জন্য অনলাইনে ইনকাম কিভাবে করতে হয়? মাদ্রাসার ছাত্রীরা ইংরেজি ভালোভাবে পারেনা।
সুতরাং এ বিষয়ে পর্দার সহিত কোর্স করার কোন সিস্টেম আছে?
কোর্স থাকলে সেটা কয় বছরের?
এই বিষয়ে পরামর্শ দেন প্লিজ
আহারে!
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ভিডিওটি আমার অনেক ভালো লেগেছে এবং ফ্রিল্যান্সিং করার জন্য আমার মনে আশা জেগেছে।
যোগাযোগ করতে পারেন 01633717642
ভাল লাগলো ভাই 🤓
সাবস্ক্রাইব না করে পারলাম না।
হ্যালো ভাইয়া আমি ইউটিউবে এরকম অনেক চ্যানেল দেখেছি কিন্তু আপনার মত এমন চ্যানেল কোথাও খুঁজে পাইনি!! এখানে আমার কমেন্ট করার উদ্দেশ্য একটাই আপনাকে একটা ধন্যবাদ জানানো এত সুন্দর ভাবে বোঝানোর জন্য!! আমি জানিনা আমার এই কমেন্টটি আপনি দেখবেন কি না তারপরেও বলছি আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ!! আমি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই আমাকে কি একটু সাহায্য করা যাবে ভাই????আরও পড়ুন কম দেখান
ভাইয়া আপনার ভিডিও গুলি অনেক ভাল লাগে কারন শিক্ষা মূলক বিষয় বস্তু রয়েছে আপনার ভিডিওতে প্রশ্ন উওর পর্ব রাখলে আমার মনেহয় ভাল হত কারন আমরা সবসময় কমের্ন্টে ভগবগি করেজাই কিন্তু কুনো সারা পাইনা!!
*অনেক ছাএরা খুজে পাবে তাদের কাজের অবস্থান! *
অনেক ভাল লাগলো আপনার কথা গুলো। জ্ঞানই শক্তি।
ভাইবা আমি মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসায় পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে মোবাইল দিয়ে কিছু ইনকাম করতে চাই এখন আমি কি করবো একটু বলেন প্লিজ, (আপনার জন্য দোয়া ও ভালবাসা অবিরাম)
স্যার আপনার বোঝানোর ভঙ্গিমা দেখে আমি মুগ্ধ!!আমি ফ্রিলান্সার হতে চাই!!প্রিয় স্যার,ফ্রিলান্সার হতে গেলে প্রাথমিক ভাবে কি করতে হবে?? আর আপনার ফোন নাম্বার টা আমি কিভাবে পেতে পারি.??দয়া করে একটু বলবেন!!
ধন্যবাদ এত সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য
ভাইয়া,,,,,হারাম এবং হালাল নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ,,,,,,৷ যে কোন কোন গুলা হালাল আর কোন কোন গুলা হারাম।।।।।
আসসালামুআলাইকুম, ভাইয়া আপনার সাথে যোগাযোগ করার উপায় বা মাধ্যম কিভাবে??? দয়া করে জানাবেন।।।🥺🥺🥺
স্যার মোবাইল দিয়ে কি ভাবে ফ্রিল্যান্সিং করা জাই এর একটা ভিডিও দেন স্যার plz sir... আপনার ভিডিও জন্য অপেক্কা তাকব।।
Assalamualaikum,
ভাইয় আমি রসায়নে অনার্স করছি, ৪র্থ বর্ষে।আমার জন্য কি কোনো সুযোগ হবে ফ্রিল্যান্সিং এর মাধ্য আয় করার?
যোগাযোগ করতে পারেন 01633717642
ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ নিয়ে বা প্রজেক্ট নিয়ে কিভাবে professionaly কাজটা করবো বা আপনি কাজটা করে দেখিয়ে একটা complete video দেন please ...এই বিষয়ে একটা video দেন please please please ,
about Web design or graphic design or SEO and other .... This video most helpful for beginners !
নিচে আমার একটা প্রশ্ন আছে দয়া করে উত্তর দিবেন।!
ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, ইতিমধ্যে আমি কিছু সাধারণ ধারানা ও নিয়ে নিছি।
তবে আমার প্রশ্ন আমি এমন কিছু নিয়ে কাজ করতে চাই যেখানে শরিয়াহ সম্মত বেশি বেশি কাজ থাকবে, আপ্নার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমাকে suggest করুন।
জাজাকাল্লাহ খায়ের।
Ato shundar katha balar janno amader vaiya k anek dhannobad. Allah paker raji khushi k shamne rekhe katha balar mullo e alada.
ভাইয়া আমি class 9 এর বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি কিভাবে freelancing carear শুরু করবো?
আমি ক্লাস ৮ এ পড়ি, আমি শিখতেছি
মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়..? আর করা গেলে কিভাবে করবো..? A to Z শিখতে চায়..। সাহায্য করলে উপকৃত হতাম..।
যোগাযোগ করতে পারেন 01633717642
Vi Ami phn a freelancing sikte chai
Ki kore sikte pri plz help vi
Plz call me
Ami sikte cai
osadharon kisu kotha janlam...tnx vaia
নুরুল্লাহ ভাই আপনার কাছে আমার অনুরোধ। ল্যাপটপ এর মাধ্যমে ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়ে কিভাবে শুধুমাত্র অডিও রেকর্ড করা যায়। এই বিষয়ে একটা পূণার্ঙ্গ ভিডিও তৈরি করুন। আপনার ইউটিউব ছাত্র হিসেবে, আপনার কাছে আমি চির কিতজ্ঞ থাকবো। Please sir আমি ওয়াজ মাহফিল রেকর্ড করবো। Please help me sir as a Muslim.
সামনে এগিয়ে যান আল্লাহর দয়া আছে আপনার সাথে।
Shemul Hasan I will release my studio setup video next time
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, ভাইয়া কেৃম আছেন, আশাকরি ভাল আছেন, আপনার উপদেশগুলো অনেক ভাল লেগেছে, কেন জানি মনে হচ্ছে আপনার পরামর্শ সঠিক, আর অন্যেরা শুধুই প্রলুব্ধ করে, আমি পেশায় একজন কম্পিউটার কম্পোজ এর ব্যাবসা করে আসছি লকডাউনে দোকান পাট বন্ধ থাকায় খুবই কষ্টে আছি, আমার অনেকদিনের ইচ্ছা অনলাইনে কাজ করে কিছু আয় করার মোটামুটি ইংরেজি জানি কপি পেস্ট অথবা ডাটা এন্ট্রির কিছু কাজ পাইয়ে দেয়ার ব্যবস্থা করে দিলে আপনার নিকট চীর কৃতজ্ঞ থাকব Please healp me.
ভাইয়া ফটো আপলােড করা যাবে,এমন ওয়েব সাইট এর নাম বললে উপকৃত হব।ধন্যবাদ।
Thank you 💕💕💕 FARUK Ramgonj
Android মোবাইল দিয়ে কিভাবে করবো?
আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। আমি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি পর্দা মেইনটেইন করে।ঢাকায় এমন কোন কোচিং সেন্টার আছে যেখানে পর্দার মধ্যে থেকে শিখার ব্যবস্থা আছে।
ভাইয়া সবি বোজলাম তবে এই ফটো সুট করে বিক্রি করব কার কাছে?কিভাবে বিক্রি করব? বলবেন একটু প্লিজ।
Yes.. coming with new video about that
Sei vedio korar time ki akhono ashe ni ??
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা লাভে প্রার্থনা করতেন। গোনাহ মাফের আমল করতেন। কীভাবে ক্ষমা চাইতে হবে, সেটিও তিনি তাঁর উম্মতকে শুনিয়েছেনে এবং শিখিয়েছেন।
মানুষ প্রতিনিয়ত গোনাহের কাজে জর্জরিত। অহরহ কত শত পাপ করে চলেছে। ইচ্ছা কিংবা অনিচ্ছায় এসব পাপ কাজে জড়াচ্ছে মানুষ। সব পাপ থেকে ক্ষমা লাভে বিশ্বনবি যে প্রার্থনা করতেন এবং দোয়া পড়তেন; তাহলো-
اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা বাররিদ ক্বালবি বিছছালঝি ওয়াল বারাদি ওয়াল মায়ি, আল্লাহুম্মা নাক্কি ক্বালবি মিনাল খাত্বাইয়া কামা নাক্কাইতাছ ছাওবাল আবয়িদা মিনাদ দানাসি ‘ (মুসলিম, তিরমিজি)
অর্থ : হে আল্লাহ! তুমি আমার মনকে বরফ, শিশির ও ঠান্ডা পানি দিয়ে শীতল করে দাও। হে আল্লাহ! আমার মনকে এমনভাবে পাপ থেকে পরিষ্কার করে দাও, যেমনটি তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার কর।’
ভাই ভালোলাগে অাপনাকে.. ♥♥♥♥
ভাই আমি একজন স্টুডেন্ট, আমি আউট সোসাইটিং কাজ করতে চাই?? কিন্তু মন মতো কোন সাইট পাচ্চিনা.একটি নির্ভর যোগ্য ভাল সাইট এর যদি নাম বলতেন যেখানে অল্প সময়ে মোটামুটি ভাল ইনকাম করা যায়....
Please search by "Out Sourcing" then you will get
আসসালামু আলাইকুম
ভাইয়া আমি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী
আপনার সাথে কি যোগাযোগ করা যাবে....?
Amake o
Plz i need job
ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো
ভাইয়া আমি একদমই নতুন। কিন্তু আউটসর্সিং করার খুবই ইচ্ছে কোনটা দিয়ে শুরু কব বুঝতে পারছি না
masallah, khub nundor lecture
আশা করি সবসময় এভাবেই পাশে পাবো
আমি ফ্রিলান্সি করতে চাই অনেক আগেই আমি এগুলা নয়ে ঘাটাঘাটি করেছি, কিন্তু কোন ফায়দা হাসিল করতে পারিনি, পরে আমি নিরুপায় হয়ে এইসব থেকে দূরে সরে যাই।
এখন আবার এগুলার প্রতি মন দেয়ে আসছে, কারণ আমার পাশের গ্রামের এক ভাই আউটসোর্সিং এর কাজ করে অনেক টাকা ইনকাম করতেছে আর এথেকেই আমি আরও মনুনিবেশ করতে চাচ্ছি এই কাজে, সো দয়া করে আমাকে কিভাবে ফ্রিলান্সিং করলে আমি টাকা ইনকাম করতে পারব দয়া করে বলবেন?
আমি করতে চাই,, কিন্তুু কিভাবে করবো?
যোগাযোগ করতে পারেন 01633717642
@@mohammadeasin8963 apny help kraben? +
আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ
ভাইয়া,,,,,খুলনায় কোনো ফ্রিল্যান্সিং ট্রেডিং সেন্টার আছে,,,থাকলে জানালে উপকৃত হব।
জি আছে
ভাইয়া আমি তেমন ইংরেজি পারিনা।তো আমি কি ফ্রী লেন্সিং শিখতে পারি..?? বা এই অবস্থায় আমি কিভাবে শিখবো দয়া একটু পরামর্শ দিবেন
ভাইয়া আমি photoshop করতে চাই but এটা কি হালাল। please কমেন্ট করেন
Vai onekk vlo poramorso😍....
ur advises is really useful
Sotti vhai.. Onek Valo laglO
আসসালামু আলাইকুম
ভাই দয়া করে আপনার নাম্বার টা দেন আমার অনেক প্রয়োজন আপনার সাথে কথা বলার।
সুন্দর কথাগুলো
ভাইয়া আমি এই কাজ শিখতে চাই
কীভাবে শিখব
আপনার নামবারটা দিবেন please biya
আপনি চাইলে আমাদের কম্পানি তে কাজ করতে পারেন
Jannatul Ferdaus vai apnar number ta den
@@jannatulferdous9235 ami apnar comany te kaj korte ci
@@jannatulferdous9235 apnar number ta plz
ভাইয়া স্টক photography niye ar akta vdo kre aro kishu details blte prbn?
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কোনটার মার্কেটপ্লেস বেশি? ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন???
কাইন্ডলি ভাই একটা পরামর্শ দিন।
Your videos are awesome,helpful interesting. I am from westbengal,and currently a student of chemical science. How can I become a content writer specially in this topic..?
I will try to make video for each topic what i mentioned in video
ভাইয়া আমার পরিবার খুব দরিদ্র
এবং বর্তমানে টাকার ভীষণ সমষ্যা ,দয়া করে যদি মোবাইল থেকে freelancing এর মাধ্যমে কিছু টাকা আয় করতে পারতাম তাহলে আমি আর আমার পরিবারের জন্য ভীষণ উপকার হতো,,,,
সত্যি অসাধারন একটি ভিডিও স্টূডেন্টদের জন্য। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য।
Darun Video baniachen...dhonnobad.🙂
আমি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই আমাকে কি একটু সাহায্য করা যাবে ভাই
Next techtunes please follow our tutorials from playlists
আপনার কয়েকটি ভিডিও আজ দেখলাম। আলোচনা গুলো ভালো লাগলো। ধন্যবাদ ভাই।
Walaikumus Salam vaiya
Banite Mr.Minhaz যাক ভাই, সালাম এর জবাব টা দিছেন শুদ্ধভাবে। কিন্তু আমি যাকেই সালাম দেই তিনিই জবাব দেন "ওয়ালাইকুম আস সালাম"
"ওয়ালাইকুমুস সালাম" কেউই শুদ্ধভাবে বলেন না। 😞
tTRr ***
জাযাকাল্লাহ খাইর ভাইজান 😍
Banite Mr.Minhaz 😊
Vaiya apnr video dekhe motivate holam.Thanks
মোবাইলে কাজ করে একটা ভিডিও দেন প্লিজ যেন a 2 z পর্যন্ত সব থাকে। একাউন্ট খুলা থেকে শুরু করে টাকা এসের মাধ্যমে উঠাব সব কিছুর ভিডিও দেন।
seo সম্পর্কে একটা ভিডিও দিবেন,,,প্লিজ
class 9/10 er student ra ki parbe
আমি Freelancer নিয়ে কাজ করতে চাই এখন আমি কি নিয়ে শুরু করলে ভালো হবে???
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করতে পারবো জানাবেন প্লিজ
ওয়ালাইকুমুসসালাম WhatsApp এ যোগাযোগ করতে পারেন।
WhatsApp Number : 01988033533
হাই ,ভাইয়া !!
আমি আর আমার ফ্রেন্ড ফ্রিল্যান্সিং এর কোর্স করতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছি কোন বিষয়ের উপর করব ।।। কারন এ বিষয়ে খুব একটা ধারণা নেই ।।। আর এটাও জানি না যে মার্কেটে কোন বিষয়টির চাহিদা বেশি & কোন বিষয় এর উপর কাজ করলে খুব জলদি সাফল্য পাওয়া যাবে ।।।। তাই আপনি যদি একটু বলতেন তবে খুব ভাল হত ।।। আপনার মতামত আশা করছি ।।।
onek dhonnobad via...via jodi akta specific earning site niye full tutorial korten tahole onek valo hoto, asa kori taratari vedio ta pabo...
আসসালামু আলাইকুম ভাইয়া..!
আমি সজিব..!!
ধানমন্ডি থাকি. ডিপ্লোমা শেষ করে এখন জবের জন্য ট্রাই করতেছি কিন্তু জবপেতে হলে একসপ্রিয়েন্স দরকার যা আমার নেই.
আমাকে কেউ জব না দিনে আমার এক্সপ্রিয়েন্স হবে কিভাবে.!!!
আমি অনলাইনে কাজ করার জন্য চেস্টা করতেছি একবার একলোক দ্বারা প্রতারিত হয়েছি..!
তবে আপনাকে দেখে আমার মনে হলো আপনি একজন মুসলমান হয়ে অন্য একজন মুসলমানকে ঠকাবেন না কখোনো
!!
আমার অনলাইনে কাজ করার ইচ্ছেটা প্রায় শেষ হয়ে গেছিলো তবে আপনার ভিডিওগুলা দেখে এখন আবার করতে ইচ্ছে হয়..!
আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবে
.
ভাইয়া অনেক সুন্দর কাজ তবে আমার খুব ভালো করে শেখার ইচ্ছা। কিভাবে করবো সঠিক তথ্য জানতে চাই
ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার বিষয়ক যে কোন পরামর্শের জন্য WhatsApp এ যোগাযোগ করতে পারেন।
WhatsApp Number : 01988033533
ধন্যবাদ অনেক ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্যে। আমি ফেইসবুক ডিজিটাল মার্কেটিং করতে চাই। freelanching care থেকে আমি কার্যকরী পরামর্শ আশা করছি।
কিভাবে কুরআন তেলাওয়াতের বাংলা সাবটাইটেল দিতে হয় এ বিষয়ে একটি ভিডিও তৈরি করুন।
blog খুলে কিভাবে income করা যায়। এই বিষয় নিয়ে যদি কিছু tutorial বানান তাহলে ভালো হয়...........
apnr vedio gulo onk vlo lage..Thanks vai
আপনাদের কাছেই আমার HTML এ হাতেখড়ি হয়েছিল । তবে আমার কাছে মনে হয় নতুনভাবে একটা HTML টিউটরিয়াল সিরিজ করলে ভালো হয়
আমি হাতেখড়ি দিয়েছিলাম এবার আপনারাও এগিয়ে আসুন। আমি একা সব বিষয়ে তো টিউটোরিয়াল করতে পারব না। হ্যা নতুন করে করা হবে।
Vai apnar kotha gulo onek balo legeche
আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার দুইটি ভিডিও দেখেছি আমি খুবই অনুপ্রাণিত এবং আমি একটি ফ্রিল্যান্সিং এর একাউন্ট খুলেছি সাধারণ ধারণার জন্য আমি একটি প্রাইভেট জব করি পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংয়ের আমার ক্যারিয়ার গড়তে চাই আমি এসএসসি পাস ইংলিশ সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা আছে এবং আমি স্পিকিং ইংলিশ কোর্স করতে চাচ্ছি এবিসয়ে আমি আপনার গাইড লাইন এবং কিভাবে ফ্রিল্যান্সিং ট্রেনিং করতে পারি এবং এটা আমি করতে পারবো কিনা সে বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছি।
আসসালামু আলাইকুম... ভাইয়া প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝানোর জন্য... আমি নবম শ্রেণিতে পড়ি তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি ফ্রিলান্সিং হতে পারবো না.. আর হতে গেলে আমি কোন ছাইড টা শিখলে আমার জন্য ভালো হবে ওয়েব ডিজাইন.. গ্রাফিক্স তার পর আরো যেগুলো আছে... দয়া করে বলবেন ভাইয়া... ধন্যবাদ
জাযাকাল্লাহ
Khub e valo cilo vai
আসসালামু আলাইকুম ভাইয়া।
ফ্রিলেন্সিং একাউন্ট খোলার পর পেপাল পে মেথড সেট করতে সমস্যা হচ্ছে। সেটা নিয়ে জনাবপন প্লিজ।
এবং যারা প্রথম প্রথম ফ্রিল্যান্সিং শুরু করেছে তারা কীভাবে সহজে কাজ পেতে পারে সে বিষয়ে পরামর্শমূলক একটি ভিডিও দিবেন আশা করি।
Your youtube channel is the very best channel.
I like your channel. And I like you.
কিভাবে ওয়েবসাইট এ ছবি সেল করব?????? kindly এই matter নিয়ে একটি tutorial youtube এ দিলে ভাল হয়.......
ভাই আমাদের অনেকের মনের একটা মন্তব্য হলো - “প্রচুর লোক তো কাজ করতেছে প্রতিযোগিতা অনেক বেশি আমি কি কাজ কিভাবে পাবো !!! কাজ পাওয়া কি খুবই কঠিন ? ’’ এ সম্পর্কে দয়া করে যদি কিছু বলেন বা আশ্বাস দেন , কমেন্টের উত্তর এর অপেক্ষায় রইলাম
ভাই এসব উদ্ভট প্রশ্ন করার কারণ আমি web and computer software development শিখতেছি তাই একটু উদ্বিগ্ন
th-cam.com/video/FggEkOFUnqY/w-d-xo.html Please watch that
আমি কাজ শিখতে ও করতে চাই
ইনশাআল্লাহ।
ফ্রিল্যান্সিং কেয়ারের েএমনকিছু ভিডিও আপলোড করেন যেখান থেকে, html , css, bootstrap & Javascript ধাপে ধাপে শেখা যাবে, তাহলে চ্যানেলটি আরো ডেভেলপ হবে....
জাযাকাল্লাহু খাইরান!
জাজাকাল্লাহু খাইরান
Commarce sub jnno ki kaj ase?
আমার সাথে একজনের পরিচয় হয়েছে সে আমাকে বলছে যে আপনাকে দুইটা ক্লাস দেওয়া হবে অনেকগুলো বিষয় থাকবে ক্লাসগুলো অনেকদিন হবে 6,900 টাকা দিয়ে পোস্ট টা নিতে হবে
আপনার লেকচার শুনলেই ভাল লাগে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর করে বুজানোর জন্য। ভাইয়া আমি যে কোন একটা সাইড নিয়ে কাজ করতে চাই। কিন্তু কোনো way পাচ্ছি না। Trusted কোনো apps কি আছে যেটাতে কাজ করে ইনকাম করতে পারবো?
Thank U vaya, আপনার কথা গুলা শুনে অনুপ্রানিত হলাম,,,কিচু একটা করব ভাবছি
ভাইয়া আসসালামুআলাইকুম আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই আমি এডমিশন কেন্ডিডেট এমটা অবস্থায় আমার কি করনিয়ো আমি নিজে ইনকাম করতে চাই আমার পরিবার এর উপর থেকে চাপ কমাতে চাই নিজের খরচ নিজে বহন করতে চাই ফ্রিল্যান্সিং এ ক্ষেএে আমাকে কেমন সাপোর্ট করবে বা সাহায্য করবে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি ইনকাম করতে পারবে এই বিষয়ে একটু জানাবেন প্লিজ 🙏
ভাইয়া ফিলান্সিং শিখতে পড়ালেখা কতটুকু লাগে? প্লিজ জানাবেন
Hojor Amar to nid card ba bangk account konotai nei Ami ki kono vabe Online theke incame Korte pari bolben please
Website development eka eka shikhtechilam, onk problem hoy but solve korar moto kono boro bhai pai nai je ektu guide dibe free te kew shikhate chay na tai r coding kori na.... Html css motamoti pari ..psd to html 2 / 3 korechi only html css....