যে স্থান থেকে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন বখতিয়ার খিলজী || রাজা লক্ষণ সেন || Nouda Buruj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • মধ্যযুগীয় বাংলার সেন রাজবংশের চতুর্থরাজা রাজা লক্ষণ সেনের আমলে আনুমানিক ১১৭৮ থেকে ১২০৬ খ্রিষ্টাব্দে বাণিজ্য নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে রহনপুর। এ কারণে রহনপুরেই তিনি গড়ে তোলেন সুরম্য অট্টালিকা।
    কথিত রয়েছে, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি এই পথেই বাংলায় আগমন করেন। ইতিহাসে পরিচিত নদীয়া অঞ্চলটিও এ স্থাপনাগুলোর কাছাকাছিই অবস্থিত, নদীয়া থেকেই ওই জায়গাটির নাম নওদা হয়ে যায়। আর নওদা থেকেই নওদা বুরুজ। খতিয়ার খিলজির আগমনের সংবাদে ভীতসন্ত্রস্ত হয়ে রাজা লক্ষণ সেন এ স্থান থেকে নদীপথে পালিয়ে যান বলেও কথিত রয়েছে।
    লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পর প্রাসাদটি দখলে নেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। সম্ভবত সেই সময়েই এই অট্টালিকার নাম দেয়া হয় শাহ বুরুজ। শাহ শব্দের অর্থ বাদশা আর বুরুজ শব্দের অর্থ অট্টালিকা। কিন্তু পরবর্তীতে বিকৃত হতে হতে এখন এটি ষাঢ় বুরুজ নামেও পরিচিত।
    ক্ষয়ে যেতে যেতে এখন নওদা বুরুজের উচ্চতা মাত্র ১৫ মিটার। এরপরও পাদদেশ থেকে দেখতে এটি অনেকটা পাহাড়ের মতোই। কথিত রয়েছে, এই ধ্বংসস্তুপের ভেতরে অনেক ধনসম্পদ রয়েছে। রাতের অন্ধকারে বেশ কয়েকবার এটি খনন করে কথিত গুপ্তধন চুরির চেষ্টাও হয়েছে।
    Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
    #নওদা_বুরুজ #রাজা_লক্ষণ_সেনের_প্রাসাদ #রহনপুর

ความคิดเห็น • 534

  • @pradyutroy8195
    @pradyutroy8195 2 ปีที่แล้ว +24

    বাংলাদেশে কোনো প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ বিভাগ আছে বলে মনে হয়না। শুধু মাত্র দায়সারা সাইন বোর্ড ঝুলিয়েই দায় শেষ। বাংলাদেশ ই পৃথিবীর একমাত্র দেশ যেখানে সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি থাকা সত্ত্বেও প্রত্নতত্ত্ব বিভাগ ইতিহাস সংরক্ষণে বিমুখ।

    • @dilipghosh4916
      @dilipghosh4916 2 ปีที่แล้ว +1

      এর

    • @dilipghosh4916
      @dilipghosh4916 2 ปีที่แล้ว

      এর কারণ একটাই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে যে দাদা ভাই। যুগ যুগ ধরে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ভারতীয় উপমহাদেশের ও বাঙালি জাতির সঠিক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কে যেকোন মূল্যে ধ্বংস করা টাই ছিল ওদের মূল উদ্দেশ্য। বর্তমানে ও চলমা আছে বাকি টুকোর ।

    • @Rainbow-uy8jc
      @Rainbow-uy8jc 2 ปีที่แล้ว

      @@dilipghosh4916 আহারে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমাদের দেশ নিয়ে মাথা আর ঘামায়েন না দাদা। বাংলাদেশে যত ঘটি আছে এদের নিয়ে ঘাটাঘাটি করতে গেলেও কিন্তু কেচো খুরতে কুমির বের হবে। তাই বলি হিন্দু মুসলিম বাদ দিয়ে মানুষ হন

  • @sumanmukherjee1942
    @sumanmukherjee1942 2 ปีที่แล้ว +70

    😢 😤 😢
    কেবল অবহেলা আর সরকারি-উদাসীনতা... দু'দেশেরই এক অবস্থা দাদাভাই
    খুব ভালো লাগল #সুমন দাদাভাই
    আর আগেও বলেছি, আবারও বলছি- আপনার ব্লগগুলি দেখলে মনে হয় 'ইতিহাসের-পাতা'য় ঘুরে বেড়াচ্ছি

  • @mehebubalam9398
    @mehebubalam9398 2 ปีที่แล้ว +108

    আমার নানির বারি রহনপুর আর আমার বারি পশ্চিম বঙ্গের মালদা হ জেলা। ভারত থেকে নানির এলাকা দেখতে পেলাম এর জন্য ভাইয়াকে অসখ্য ধন্যবাদ

    • @muhammadnasimakhtar7718
      @muhammadnasimakhtar7718 2 ปีที่แล้ว +2

      Amar bari kaliachak

    • @Islamicfacts6380
      @Islamicfacts6380 2 ปีที่แล้ว +2

      Ta tumi jao ki okhane??

    • @mehebubalam9398
      @mehebubalam9398 2 ปีที่แล้ว +1

      @@Islamicfacts6380 না ভাই ছোটো বেলাই একবার গিয়েছিলাম আর যাওয়া হয় নি

    • @salildutta6756
      @salildutta6756 2 ปีที่แล้ว

      हहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहह
      बझझ

    • @Heisenberg-cd8nr
      @Heisenberg-cd8nr 2 ปีที่แล้ว +1

      আমার নানা বাড়ি মালদা, তবে দেশভাগের পর রহনপুরে আছে

  • @mdmamun-il4lq
    @mdmamun-il4lq 2 ปีที่แล้ว +40

    আপনাকে জাতীয় পুরস্কার দেয়া হোক,বাংলাদেশের ইতিহাস এভাবে আর কেউ তুলে ধরে না। ধন্যবাদ সুমন ভাই।

  • @pankajsingha6574
    @pankajsingha6574 2 ปีที่แล้ว +53

    আরো একটি ভালো কাজ উপহার পেলাম। পুনর্ভবা নদীটির নাম সুনে ভালো লাগে, নদীর ভিসা লাগেনা। বাংলাদেশের এরকম কিছু নদীর উপর ডকুমেনট তৈরী করলে অনেক সমৃদ্ধ হবে । অভিনন্দন রইলো।।

  • @Raselmahmud.
    @Raselmahmud. 2 ปีที่แล้ว +16

    সময় একদিন সবাইকে এভাবেই নিশ্চিহ্ন করে দিবে।
    যারা চলে গেছে তারা কি কখনো ভেবেছিলো, কয়েকশ বছর পর আজকে তাদের স্বপ্নেগড়া বাসস্থানের ধ্বংসস্তুপ নিয়ে প্রতিবেদন প্রকাশ হবে।

  • @biplobroy6580
    @biplobroy6580 2 ปีที่แล้ว +21

    আপনার কথা বলার ভঙ্গিমা আর ভাষা অনেক সূন্দর ।সত্যিই অসাধারন উপস্থাপনা ।

  • @stvporsha5611
    @stvporsha5611 2 ปีที่แล้ว +23

    অনেক সুন্দর একটি প্রতিবেদন। আমিও গিয়েছিলাম সেখানে কিন্তু এত সুন্দর করে উপস্থাপন করতে পারিনি। আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারলাম। জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এবং কাইসার রহমানী ভাইকে।

  • @mdfarukahmed1829
    @mdfarukahmed1829 2 ปีที่แล้ว +25

    আজ আমি গর্বিত, আমার এলাকার ইতিহাস আজকে আমি সালাউদ্দিন ভায়ের ভিডিওর মাধ্যমে অজানা ইতিহাস জানলাম। কারণ আমার বাড়ি এই জায়গায়,,,এই ব্রুজ আমার এলাকাই।তবে সত্যিই আমিও জানতাম না এই ব্রুজের ইতিহাস

  • @zinokmala
    @zinokmala 2 ปีที่แล้ว +9

    ভাই ইসলামি কোন দর্শনীয় স্থানের ভিডিও দেখতে চাই আপনার চ্যানেল থেকে। দোয়া রইলো

  • @rameshchandradebnath2848
    @rameshchandradebnath2848 2 ปีที่แล้ว +10

    পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুরের বামনপুকুরে ও একটি ভিবি পাওায়া গিয়েছিল. স্থানিয় লোকেরা একে বল্লাল ডিবি বলে ৷ সেখানে খনন কার্যকরে একটি রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ওপাওয়া গেছে ৷
    ভাই জান নদীয়ায় এসে আপনি যদি এসে এর একটি প্রস্তাবেদন তৈরি করতেন ...
    আর বাংলাদেশ সরকারের উচিত খনন কার্জ চালিয়ে পুরাতত্ব বস্তু হিসাবে সংরক্ষণ করা ৷

  • @forhadmahmud5460
    @forhadmahmud5460 2 ปีที่แล้ว +49

    মহান আল্লাহ পাকের ইচ্ছায়,আপনার উছিলায় বাংলাদেশের অনেক অজানা অদেখা জায়গা দেখেছি,ধন্যবাদ প্রিয় ভ্রমণ পিপাসু, সালাউদ্দিন সুমন ভাই❤️❤️❤️

  • @Ronaldo-y5r
    @Ronaldo-y5r 2 ปีที่แล้ว +18

    আমরা ভারতের পশ্চিমবাংলাই থেকেও আজ আপনার মাধ্যমে প্রাচীন বাংলার অনেক অনেক তথ্য জানতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে!

  • @md.habiburrahman273
    @md.habiburrahman273 2 ปีที่แล้ว +67

    ক্ষমতা যে চিরস্থায়ী নয় তার জলন্ত প্রমাণ। সুমন ভাইকে ধন্যবাদ।

  • @rkchowdhury534
    @rkchowdhury534 2 ปีที่แล้ว +11

    ওয়াও আলহামদুলিল্লাহ সব কিছু এতো সুন্দর করে বুঝিয়ে বলো তুমি ভাইয়া এক কথায় অসাধারণ আল্লাহ তায়ালা তোমাকে হায়াত দরাজ করুক সুস্থ রাখুক আমিন

  • @masudkhan589
    @masudkhan589 2 ปีที่แล้ว +7

    নারায়ণগঞ্জের ইতিহাস একটু দেখাবেন দয়া করে

  • @Galaxy_K4802
    @Galaxy_K4802 2 ปีที่แล้ว +2

    Bhai ami India theke bolchi apnar sab video ami dekhi.. Amar khub valo lage bangladesher mati amar purbo purusder mati...apni video te kichu kichu jaiga dekhiye chen sekhane amar purbo purus bosobas korto aj theke 100 bochor age.. Amar dadu anek golpo korto ..akhon amar dadu beche ney.. 2000 sal a mara jay tokhon tar boyos chilo 110 bochor ..

  • @nazrullovetv6062
    @nazrullovetv6062 2 ปีที่แล้ว +5

    আসসালামুআলাইকুম ভাই আমি চাই আপনি সিলেটের গুরু গোবিন্দ এবং হযরত শাহাজালাল কে নিয়ে একটি অনুষ্ঠান করুন

  • @mkmobarakgaming
    @mkmobarakgaming 2 ปีที่แล้ว +25

    চাঁদের চেয়েও অনেক সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ( সঃ) আল্লাহু আকবার 🥀🌻🌹💚💚💚

    • @LMNOP12
      @LMNOP12 2 ปีที่แล้ว +5

      chand ka khudki roshni nhi hoti...suraj ki wajase chamakta hai

    • @voutikghotona549
      @voutikghotona549 2 ปีที่แล้ว

      👈👈 👈👈👈👈
      প্রতিটি এপিসোডে হাতছানি তে শুনতে পাবেন সত্যি ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা।ভিতুরা দূরে থাকবেন ।

    • @bitukumarmondalgood8848
      @bitukumarmondalgood8848 2 ปีที่แล้ว

      Apni ki add dite ekhane esechen. Naki bebsa suru korchen.naki tahake apni dekhe esechen

    • @mdmuazzenbillah543
      @mdmuazzenbillah543 2 ปีที่แล้ว

      KOTHAI KI COMMENT KORA UCHIT TA BUJHE COMMENT KOIREN.

  • @samsa1123
    @samsa1123 2 ปีที่แล้ว +12

    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে । সব ভিডিও গুলো দেখছি এবং ভালো লেগেছে ।
    কিন্তু ভিডিও গুলোর Picture Quality একটু improve করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় । একজন দর্শক হিসাবে ঐতিহাসিক বিষয় গুলোর সাথে সাথে গ্রাম বাংলার প্রকিতিটাও খুব উপভোগ করি। তাই Video Quality আর একটু ভালো হলে দারুন হতো ।
    ধন্যবাদ 🙏 ভারত থেকে ভালোবাসা রইলো ❤️❤️

  • @shorifjnu7361
    @shorifjnu7361 2 ปีที่แล้ว +12

    সুমন ভাই মানেই স্পেশাল কিছু !!❤️❤️ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @khadijatulkubra1380
    @khadijatulkubra1380 2 ปีที่แล้ว +8

    অন্নেক ভালো লাগলো ভিডিওটা৷ দেখে শুধু এটাই মনে হলো যে,, মানুষেট ক্ষমতা কত ক্ষণস্থায়ী! এক সময় যেটা ছিলো রাজপ্রাসাদ বর্তমানে সেখানে কুড়েঘর!!

  • @abhijitdas2082
    @abhijitdas2082 2 ปีที่แล้ว +4

    রহনপুর!! অনেকবার গিয়েছি এখানে। ওখানে একটা ওয়াচ-টাওয়ার ও আছে। রাতের বেলা লোকজন ওখানে খুঁড়ে মূল্যবান জিনিস খোজে। আর স্থানীয় লোকজন ওখান থেকে ইট নিয়ে যায় প্রতিনিয়ত। সংরক্ষণ জরুরী।

  • @msaddamhossain
    @msaddamhossain 2 ปีที่แล้ว +10

    সুমন ভাই, বিক্রমপুরে পালিয়ে গিয়ে লক্ষণসেন খুব সম্ভবত "ইদ্রাকপুর দুর্গ" তৈরি করেন। মুন্সিগঞ্জ জেলা শহরের একেবারে প্রাণ কেন্দ্রে এটি অবস্থিত। দয়া করে সেটার একটা ভিডিও সিকুয়েল বানাবেন।

    • @csnoor5
      @csnoor5 2 ปีที่แล้ว

      Lokkhon Divi ......

    • @sayedhussain6329
      @sayedhussain6329 ปีที่แล้ว

      কিন্তু তিনি তো ঢাকায় পালিয়ে গিয়েছিলেন!

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 2 ปีที่แล้ว +8

    ইতিহাস জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। মাটির সাথেই মিশে যাচ্ছে মূল্যবান ইতিহাস!

  • @nirmalmitra1364
    @nirmalmitra1364 2 ปีที่แล้ว +9

    খুব ভাল লাগল, ঐতিহাসিক নিদর্শন আমাকেও অনুরনিত করে ।। ধন্যবাদ উপস্থাপককে ।

  • @sumayasuma3385
    @sumayasuma3385 2 ปีที่แล้ว +23

    আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা টির ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ। খুব সুন্দর জায়গা।

    • @rakhisk5371
      @rakhisk5371 2 ปีที่แล้ว +1

      আপু কেমন আছেন আপনি

    • @sumayasuma3385
      @sumayasuma3385 2 ปีที่แล้ว +1

      @@rakhisk5371 আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে

    • @rakhisk5371
      @rakhisk5371 2 ปีที่แล้ว +1

      আপু আপনি কি বাংলাদেশের

    • @sumayasuma3385
      @sumayasuma3385 2 ปีที่แล้ว +1

      @@rakhisk5371 জি আমি বাংলাদেশের নাগরিক

    • @rakhisk5371
      @rakhisk5371 2 ปีที่แล้ว

      আপনার বিয়ে হয়েছে আপু

  • @safatsdiary8520
    @safatsdiary8520 2 ปีที่แล้ว +21

    বরাবরের মতোই অনন্য সমৃদ্ধ ইতিহাস তুলে ধরলেন প্রিয় সুমন ভাই। কৃতজ্ঞতা, নিরন্তর শুভকামনা রইলো 💖💖💖

  • @muhammadullahsahin6747
    @muhammadullahsahin6747 2 ปีที่แล้ว +5

    জানিনা ইতিহাস এতো কেন ভালো লাগে,আর আমি এত ভালো কেন উপলব্ধি করতে পারি?

    • @hbproduction7465
      @hbproduction7465 2 ปีที่แล้ว

      রাজা লক্ষণ সেনের বাড়িকে নিয়ে আমার বানানো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল 🤎
      ভিডিও লিংক:
      th-cam.com/video/H4V1Nd763Ks/w-d-xo.html

  • @atsaifullah7168
    @atsaifullah7168 2 ปีที่แล้ว +5

    বাংলাদেশে আমার প্রিয় দুজন ভিডিও ক্রিয়েক্টর, ১ সালাউদ্দীন সুমন, ২ মহসিন উল হাকিম, আল্লাহ আপনাদের যোগ্যতা আরো বাড়িয়ে দেন।

  • @nayemhasan6758
    @nayemhasan6758 2 ปีที่แล้ว +2

    এইতিহাসিক স্থান এভাবে ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে দেখে মন খারাপ হয়ে গেলো

  • @mohammedalamgir6281
    @mohammedalamgir6281 2 ปีที่แล้ว +7

    --আমি আপনার সব ভিডিও দেখি। ☺️
    আপনার উপস্থাপন গুলো অসাধারন লাগে…. 😍

  • @alfahadkhan4815
    @alfahadkhan4815 2 ปีที่แล้ว +8

    ভাই আপনি যেভাবে এসব ইতিহাস তুলে ধরেন তাতে খুবই অবাক হই। আপনার এসব কাজ একদিন ইতিহাস প্রেমিদের মনে জায়গা করে নিবে। হয়ত এভাবে আপনাকে একদিন স্মরণ করা হবে নতুন করে বাংলার ইতিহাসকে সবার সামনে তুলে ধরার জন্য। অনেক শুভ কামনা রইলো। আশা করি আপনার এই প্রচেষ্টা হারিয়ে যাওয়ার পরেও যা রয়ে গেছে তা সংরক্ষণ এর ব্যাপারে সংশ্লিষ্ট কেউ না কেউ পদক্ষপ নিবে ইনশাআল্লাহ

  • @jibonmahato3667
    @jibonmahato3667 2 ปีที่แล้ว +3

    সুমন ভাই জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা অন্তর্গত পাথরঘাটা নামক একটি জায়গা রয়েছে সেটিও ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ প্লিজ এটি নিয়ে একটি ভিডিও বানাবেন।

  • @aditidasgupta6749
    @aditidasgupta6749 2 ปีที่แล้ว +5

    সত্যিই সুমন দা আপনার জন্যই ঘড়ে বসে এত ঐতিহাসিক তথ্য জানতে পারছি । তবে কিছুদিন আগে, বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের একজন নবাব সিরাজদৌল্লার বংশধর এখনো আছেন তার আসল পরিচয় তুলে ধরেছিলেন সেই বিষয়ের খবর কি ।

  • @quizofearth7016
    @quizofearth7016 2 ปีที่แล้ว +4

    মুঘল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে ভিডিও বানান💝

  • @sachindranathmandal6890
    @sachindranathmandal6890 2 ปีที่แล้ว +7

    ধন্যবাদ সালাউদ্দিন রমনি ভাইকে, এমন একটি প্রাচীন ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরার জন্য।(ভারত)

    • @rokeyasultana310
      @rokeyasultana310 2 ปีที่แล้ว

      ব্র‍্যাকেটে ভারত কেন?

  • @putci76
    @putci76 2 ปีที่แล้ว +11

    Hi Sumon, i am big fan of you and love to see your videos everyday. My ancestors where grandparents(both) where from Mymensingh. I am born and bought up in mumbai, makes me to visit Bangladesh !

  • @monowarsiddique5074
    @monowarsiddique5074 2 ปีที่แล้ว +6

    এখানে খনন করলে হয়ত আসল ইতিহাস জানা যেতে পারে। অবসান হতে পারে বির্তকের। আপনাদের ধন্যবাদ সুনদর উপস্হাপনার জন্য।

  • @samendraadhikary9531
    @samendraadhikary9531 2 ปีที่แล้ว +2

    সরকারের কি উচিত নয় যে এই জায়গার সংরক্ষণ হোক।প বঙ্গের শিক্ষিতসমাজ কি করে।

  • @chiradeepkundu2226
    @chiradeepkundu2226 2 ปีที่แล้ว +11

    You are really doing a good job, spreading awareness, digitally preserving heritage, narrating legends, connecting with history. Hope Bangladesh government archaeology department pay attention urgently. Wishing you all the best and truly love your channel. Well-wisher from Kolkata, India

  • @almahamud814
    @almahamud814 2 ปีที่แล้ว +1

    এখন যদি রাজারা ফিরে এসে জমি ফেরত চাই সরকার দিবে তো🙈😀😀😀😀😀😀😀😃😃😃😃🤑🤑🤑🤑🤑🤑

  • @hadithsikshachannel
    @hadithsikshachannel 2 ปีที่แล้ว +4

    ধন্যবাদ ভাইয়া আপনাকে❤🇮🇳🇮🇳

  • @ahahad87
    @ahahad87 2 ปีที่แล้ว +1

    নবাব সিরাজউদ্দৌলার ব্যবহার করা জিনিসগুলো কী আসল ? জানার অপেক্ষায় রইলাম , আশা করি এই জিনিসগুলো কী আসল তা নিয়ে একটা নতুন ভিডিও দেখতে পাব ইনশাআল্লাহ।

  • @VillageCravings
    @VillageCravings 2 ปีที่แล้ว +6

    বইয়ে পড়েছিলাম বখতিয়ার খিলজির কথা 😍

  • @alikramaniknabila1769
    @alikramaniknabila1769 2 ปีที่แล้ว +2

    I remember kaisar Rahmani bhaiya from bhoot fm program…Bhoot fm ar prothom dike samu paglar story bolechilen oni..R sumon bhaiya toh lajawab, shob video gula onek valo lage..watching from Toronto, amr bari Chittagong a..

  • @tinnisamazinglife88
    @tinnisamazinglife88 2 ปีที่แล้ว +4

    আরও একটি মূল্যবান ভিডিও । নদিয়াতে আছে বল্লাল সেনের ঢিবি। সেখানে যখন যাই ভালো লাগে । কিন্তু মন খারাপ হয়ে যায় যখন শুনি অযত্নে এই ঐতিহাসিক সম্পদ গুলো হারিয়ে যাচ্ছে । ধন্যবাদ দাদা ।🙏🙏

  • @PradipKumar-tk2zu
    @PradipKumar-tk2zu 2 ปีที่แล้ว +3

    দুঃখ লাগে,আমরা পরিকল্পনা জিনিস টা জানিনা আর যেখানে সৌন্দর্য সেখানে আঘাত করি।

  • @soumitrabayenofficial3225
    @soumitrabayenofficial3225 2 ปีที่แล้ว +5

    একটা সময়ে যেখানে রাজা মহারাজার আরম্বড়পূর্ন জীবন ছিলো, সেখানে এখন গরীব মানুষের বাস, ভাবলে কিছু পাওয়া যায় না... সুমন ভাই তুমি আরো এরকম জায়গা দেখাতে থাকো...

    • @VickySaaho
      @VickySaaho 2 ปีที่แล้ว

      আপনি গান করেন..?

    • @soumitrabayenofficial3225
      @soumitrabayenofficial3225 2 ปีที่แล้ว

      @@VickySaaho , হুম দাদাভাই

  • @mdraselmahmud1446
    @mdraselmahmud1446 2 ปีที่แล้ว +1

    সুমন ভাই বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় নিয়ে একাটা ভিডিও বানালে খুশি হতাম,,সাথে বাংলাদেশের এর মানুষ আবার ও ঐতিহাসিক স্হান সম্পর্কে জানতে পারতো🥰

  • @MUKTARVLOGS-wg6eo
    @MUKTARVLOGS-wg6eo 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ্ সালাউদ্দিন ভাই অনেক সুন্দর। পঞ্চগড় জেলা থেকে মুক্তার

  • @noobossgaming6028
    @noobossgaming6028 2 ปีที่แล้ว +3

    আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম,তাহলে ইতিহাস তুলে ধরার উপর যেটা সর্বোচ্চ পুরস্কার পৃথিবীতে রয়েছে,সেই পুরস্কারটাই পুরো দেশবাসীকে জানিয়ে আপনার হাতে তুলে দিতাম, আর বলতাম দেখো এই পুরস্কার সালাউদ্দিন সুমন নিজের যোগ্যতায় পেয়েছে,তোমরাও তোমাদের যোগ্যতা দেখাতে নেমে পড়ো।

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  2 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️

    • @ChoyonExpress
      @ChoyonExpress 2 ปีที่แล้ว

      @@SalahuddinSumon ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mr.amanullah
    @mr.amanullah 2 ปีที่แล้ว +5

    আমি নিজেও নওদা বুরুজ মতান্তরে ষাড় বুরুজে গিয়েছি। ইতিহাসের বিস্ময়। ধন্যবাদ সুমন ভাইকে ডকুমেন্টারি আকারে ভুলে যাওয়া ইতিহাস কে তুলে ধরার জন্য।

  • @swapnanildutta3718
    @swapnanildutta3718 2 ปีที่แล้ว +2

    আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখি সুমন ভাই,
    বইতে পড়ার পরে ভিডিও গুলো সত্যিই খুবই ভালো লাগে ❤❤

  • @kabirulislamrubel7116
    @kabirulislamrubel7116 2 ปีที่แล้ว +5

    তিনি গৌড়ের রাজা লক্ষণ সেন নামে ইতিহাসে পরিচিত।

  • @alfaruk2098
    @alfaruk2098 2 ปีที่แล้ว +4

    বেক সাউন্ড সিস্টেম অসাধারণ সুমন ভাই ,,, শরীরের লোম শিহরিত হয়ে উঠেছে ।।।

  • @rumanaakther452
    @rumanaakther452 2 ปีที่แล้ว +6

    প্রকৃতি আমাকে সবসময় মুগ্ধ করে!

  • @baishakhimandal1109
    @baishakhimandal1109 2 ปีที่แล้ว +2

    Sumonbhai thank you. I want a v d o about a village, named Beledanga of Khulna district . I am Sadhan Mandal of W B in India.

  • @prokashkumar3603
    @prokashkumar3603 2 ปีที่แล้ว +6

    ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।

  • @robindevnath4973
    @robindevnath4973 2 ปีที่แล้ว +2

    প্রিয় সালাউদ্দিন ভাই, যশোরের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা এবং কপোতাক্ষ নদ কবিতার বিখ্যাত **কপোতাক্ষ নদের** ভিডিও চাই।

  • @chandrimahalder4904
    @chandrimahalder4904 2 ปีที่แล้ว +12

    ছোটো বেলায় তা ব‌ইয়ে পড়েছিলাম সেগুলোর সচিত্র ইতিহাস দেখছি আপনার ভিডিও এর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ প্রিয় সালাউদ্দিন সুমন ভাই।

  • @muhammadalauddin578
    @muhammadalauddin578 2 ปีที่แล้ว +4

    আমাদের নোয়াখালী সেবার হাটের বাজারে উওরে,,,প্রতাভপুর,,,এলাকায় একটা রাজ বাড়ি আচে অনেক পুরোনো,,, কিন্তু ওই বারিতে কেউ থাকে না,,বাগানের মতে হয়ে আচে,,প্রতাভ পুর,,,প্রতাব পুর রাজ বাড়ি,,, কিন্তু ওখানে প্রতি বছর ইন্ডিয়া থেকে,, ওই বাড়িট ওয়ারিসরা অনুষ্টান করে,,এবং মেলা বসে,,,,

    • @kamrunnahar5973
      @kamrunnahar5973 ปีที่แล้ว

      রাজবাড়ী টা বড়ো আছেনি ভাই

  • @antorroy2846
    @antorroy2846 ปีที่แล้ว +1

    সুন্দর বহিঃপ্রকাশ এবং সুন্দর ভিডিও উপহার দিলেন প্রিয় দাদা ভাই 🙂

  • @emrankhan8384
    @emrankhan8384 2 ปีที่แล้ว +1

    Vai amader Barishal ar gutia mosjid niye akta video banaben plz🙏🙏🙏🙏🙏🙏

  • @mittelrongdi9038
    @mittelrongdi9038 2 ปีที่แล้ว +4

    ইতিহাস সত্য জীবন্ত, ,
    শুভকামনা নিরন্তর 💚💚🌿🌿🌷🌷

  • @srmasum5820
    @srmasum5820 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার মেহনতের ফলে দেশের জানা অজানা অনেক কিছু দেখতে পেয়েছি এমন কোন ভিডিও বাদ নেই যে আমি দেখিনাই কমেন্ট করেছি হয়তো অনেক ধন্যবাদ জানিয়েছি আপনাকে আবারো মন প্রান থেকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আপনাকে,, সাবাস সুমন ভাই সেলুট আপনাকে।।

  • @anwarvai5989
    @anwarvai5989 2 ปีที่แล้ว +11

    নিশ্চয়ই আল্লাহ আমাদের সকল কাজের প্রতি দৃষ্টি রাখেন

  • @mojiruddin9962
    @mojiruddin9962 2 ปีที่แล้ว

    নয় শত বছৱ আগেৱ প্রাসাদ যদি এমন হয় তাহলে আগামী নয় শত বছৱ পৱ আজকেৱ অবস্থা কেমন হবে?

  • @sarmina778
    @sarmina778 2 ปีที่แล้ว +3

    এই চ্যানেলটি দেখা মানিই জ্ঞান অর্জন করা।ধন্যবাদ সুমন ভাইকে

  • @truefeel189
    @truefeel189 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশের ইতিহাস কানায়-কানায। ধন্যবাদ ভাই আপনাকে খুব সুন্দর পরিবেশনা এবং তথ্য দিয়ে আমাদের বোঝানোর জন্য

  • @sheikhshakibahmed4767
    @sheikhshakibahmed4767 2 ปีที่แล้ว

    প্রত্নতত্ত্ব বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। একে জাতীয়ভাবে সংরক্ষণ করার জোর দাবি জানাচ্ছি। এর দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নিতে হবে।

  • @syedabegum5955
    @syedabegum5955 2 ปีที่แล้ว +2

    কালের সাক্ষী হিসাবে পড়ে আছে অনাদরে নকশা করা পাথরটি এটি দেখার পর আমার ভেতরটা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠলো তার অতীতের কথা ভেবে।ধন্যবাদ ভাইয়া আপনাকে ঐতিহাসিক স্থানটি দেখানোর জন্য।

  • @mdmosaddekshake7802
    @mdmosaddekshake7802 2 ปีที่แล้ว +9

    ক্লাস ফাইভে পড়েছি ইখতিয়ার উদ্দিন মোঃ বীন বখতিয়ার খিলজির শাসনের ইতিহাস,, কোনো দিন ভাবিনি দেখতে পাবো আপনার মাধ্যমে,,এই ভাবে বিস্তারিত দেখানো এবং বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাইকে,,, গাজীপুর থেকে ❤️♥️

  • @mdhafizul1254
    @mdhafizul1254 2 ปีที่แล้ว +2

    সালাম নিবেন্ধর সুমন ভাই,ইতিহাস সুদু বইয়ে পড়েছি কিন্তু সময়ের অভাবে অনেক জায়গায় জাওয়া হয় না তবে আপনার ভিডিওর মাধ্যমে খুব সহজেই দেখতে পাই কিযে ভাল লাগে বলে বুঝাইতে পারবোনা অসংখ্য ধন্যবাদ ভাই পরের ভিডিওর অপেক্ষায় আছি

  • @allrounder8583
    @allrounder8583 2 ปีที่แล้ว +1

    দুঃখজনক হলেও সত্য সরকারের দ্বায়িত্বশীল ব্যক্তিগন পত্নতত্বের বিষয়ে খুবই উদাসীন!

  • @saal-amin1385
    @saal-amin1385 2 ปีที่แล้ว +5

    I 've been with you from the beginning Vai❤️!Because
    Every video is Deeply informative.
    One more thing, I invite you vai> Come to Comilla to make an informative documentary video about MAYNAMOTI(ময়নামতি) or...🙂

  • @soro4634
    @soro4634 2 ปีที่แล้ว +5

    আল্লাহ আপনাকে হেফাজত করুক 🤲🤲

  • @Scruples1
    @Scruples1 2 ปีที่แล้ว +1

    ঠিক এভাবেই: আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, প্রাসাদপম থেকে মাটির কুড়েঘরে, ইটের টুকরোয়ে পরিনত হয়ে চলেছে। একদিন সেটা ধুলায় মিশে যাবে। এ প্রক্রিয়া চলমান আছে এবং থাকবে।

  • @SMSIRCLASSES003
    @SMSIRCLASSES003 2 ปีที่แล้ว +2

    @Salauddin Sumon ভাই, পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় মায়াপুরের নিকট বামুনপুকুর গ্রামে অবস্থিত বল্লাল ঢিপিকে কভার করতে আসবেন, খুব সুন্দর এই স্থাপনাটি প্রচারের আড়ালে রয়ে গেছে।

  • @minar1963
    @minar1963 2 ปีที่แล้ว +7

    Thanks for sharing this valuable video. We must respect & preserve our glorious historical heritage. Regards

  • @kaziharun133
    @kaziharun133 2 ปีที่แล้ว +3

    এমন একটি প্রাচীন ঐতিহাসিক স্হান আপনার মাধ্যমে দেখতে পেরে খুবই আনন্দ পেলাম।আপনাদের উভয়কেই আমার প্রান ঢালা শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ।

  • @shakilbro1765
    @shakilbro1765 2 ปีที่แล้ว +3

    আপনাদের ভালোবাসায় আমরা এখন 475+ জন পরিবার এর সদস্য আপনাদের কে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ.💖.

  • @mazharulhaque2886
    @mazharulhaque2886 2 ปีที่แล้ว +2

    বিস্ময়কর !! প্রত্নবিভাগ তৎপর হলে এ রহস্য উন্মোচন করা যেত হয়ত।

  • @mainulhaque9519
    @mainulhaque9519 2 ปีที่แล้ว +1

    Love u.......... BhaiJaan
    From......... Assam ( India )
    আমি আপনার Video দেখার জন্ন অপেক্ষা করে থাকি

  • @machranga275
    @machranga275 2 ปีที่แล้ว +2

    অজানাকে জানার আরেক নাম সালাউদ্দিন সুমন ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর উপস্থাপনার জন্য👌👍🙏

  • @shoebahmed523
    @shoebahmed523 2 ปีที่แล้ว +1

    সব অসুখের তিন বেলা পেরাছিটামলের মতো এখানে বসিয়ে দেওয়া হয়েছে একটি সাইনবোর্ড।

  • @barniledey
    @barniledey 2 ปีที่แล้ว +4

    Suman vai, please add English subtitle in your all videos. World needs to know about your research and content...you are doing amazing tasks.. Best wishes to you..

  • @hazaratali6460
    @hazaratali6460 ปีที่แล้ว +1

    Thank you Mr. Sumon I am from Assam. As lover of history I have been following you. I am an ex lecturer of history.

  • @DevSarkar278
    @DevSarkar278 2 ปีที่แล้ว +4

    অপেক্ষার অবসান ❣️

  • @DeshiGan
    @DeshiGan 2 ปีที่แล้ว +1

    দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা হোক।।।

  • @AbulKalam-vv8uy
    @AbulKalam-vv8uy 2 ปีที่แล้ว +3

    এক কথায় অসাধারণ শেয়ারিং ভাইয়া❤️❤️❤️

  • @rubelchisty5572
    @rubelchisty5572 2 ปีที่แล้ว +1

    ভাই রাজা গৌর গোবিন্দ রাজ বাড়ি দেখান অনেক ভালো কাহিনী

  • @hellobangladesh5038
    @hellobangladesh5038 2 ปีที่แล้ว +2

    অভিনন্দন সুমন ভাইয়া আপনার এক একটি ভিডিও যেন এক একটি অভিজ্ঞতাঃ খুবই ভালো লাগলো ধন্যবাদ ❤️❤️

  • @Rashidulkarim
    @Rashidulkarim 2 ปีที่แล้ว +2

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ ভিডিও উপহার দেওয়ার জন্য,

  • @-MehediHasanAnik
    @-MehediHasanAnik 2 ปีที่แล้ว +2

    অসাধারণ। এভাবেই আমাদের ইতিহাস সবাইকে জানতে হবে। অনেক বছর অন্ধকারে থাকা হয়েছে। এখন সময় আমাদের অতীত ইতিহাসকে জানা।

  • @kanthiroybarua3827
    @kanthiroybarua3827 2 ปีที่แล้ว +3

    Sumon vai Oshadharon laglo ❤from Assam India

  • @sarodrau4602
    @sarodrau4602 2 ปีที่แล้ว +1

    From 1207 to 1757,what a repetition of history...

  • @kanailaldas3491
    @kanailaldas3491 2 ปีที่แล้ว +2

    সালাউদ্দীন ভাই আপনাকে ধৈন্যবাদ।আপনার জন্য আজ ইতিহাসের বহু কিছু জান্তে পারি।

  • @azizulhaque2907
    @azizulhaque2907 2 ปีที่แล้ว +2

    Need necessary step to resarch about this historical place. No doubt the palace is very old. The place shoud be taken under government control. Thank you brother for the video.

  • @jafarmondal1802
    @jafarmondal1802 2 ปีที่แล้ว +1

    আমি ইন্ডিয়া থেকে দেখি খুব ভালো লাগে তোমার সব ভিডিও।