ভবদিয়া জাদুঘর রাজবাড়ি ভ্রমণ গাইড।Bhabadia Museum Rajbari Travel Guide.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2023
  • ভবদিয়া জাদুঘর রাজবাড়ি ভ্রমণ গাইড।Bhabadia Museum Rajbari Travel Guide.ভবদিয়া জাদুঘর (প্রতিষ্ঠাতা ডা আবুল হোসেন)
    রাজবাড়ীতে এত সুন্দর একটা জাদুঘর আছে যেটা অনেকেরেই জানা নেই। এটা শহর থেকে মাত্র ৬ কিমি দূরে অবস্থিত। গ্রামীন ঐতিহ্য ও সাংস্কৃতিক সংগ্রহের আধার এই জাদুঘর। টিকিট মাত্র ৩০ টাকা গেটের ভিতর ডুকতে। আর জাদুঘর এর ভিতর ডুকতে ১০ টাকা একটা টিকিট কাটতে হয়। এটার নাম আলহাজ্ব এম এ করিম জাদুঘর। করিম সাহেব হলেন ডা: আবুল হোসেনের পিতা। প্রচার বিমুখ দানবীর লন্ডন প্রবাসী ডাক্তার আবুল হোসেন ১৯৩০ সালে ভবদিয়ার এক জোতদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে বৃহত্তর ফরিদপুর জেলার হাতেগোনা ৪/৫ জনের মধ্যে এমবিবিএস পাশ করা ডাক্তারদের একজন ছিলেন। ২০০১ সালে তিনি কোটি টাকারও বেশি অর্থে নির্মান করেছেন দোতলা এম এ করিম জাদুঘর।জাদুঘরে সংগ্রহের পরিমান পাচ হাজার। তিনি শতাধিক দেশ ভ্রমণ করেছেন এবং এসব দেশের বিভিন্ন সংগ্রহ জাদুঘরে স্থান দিয়েছেন। প্রায় ১১ একর জমি তিনি ট্রাস্টকে দান করেছেন। ভবদিয়া এলাকায় নিজের অর্থায়নে স্কুল, কলেজে, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, গোরস্থান, ক্লাব, লাইব্রেরী প্রতিষ্ঠা করেছেন। ২০০২ সাল হতে তার নামে ডিসি মহোদয় আবুল হোসেন কুইজ চালু করেন, এটার পৃষ্ঠপোষক তিনি। শহরের প্রাণকেন্দ্র সজ্জনকান্দায় প্রতিষ্ঠা করেছেন ডা: আবুল হোসেন ডিগ্রি কলেজ। তিনি খুব সাদাসিদে জীবন যাপন করতেন। উল্লেখ্য যে এই ভবদিয়ার মেয়ে শরৎ সুন্দরী (কুচবিহারে বসবাসরত মোক্তার অভয়চরন মজুমদারের কন্যা)কে রাজা সূর্য কুমার ১৮৭৮ সালে বিবাহ করেছিলেন। ভবদিয়া হল রাজবাড়ি সদর থানার অন্তগত বরাট ইউনিয়ন এর একটি গ্রাম। রেলগেট হতে অটো রিক্সা বা টেম্পুতে ২০ টাকা ভাড়া দিয়ে যাওয়া যায়।
    লেখক:
    আব্দুল্লাহ আল মামুন
    নির্বাহী প্রকৌশলী,
    গণপূর্ত বিভাগ,মাগুরা।

ความคิดเห็น • 53