Ja Cheyechi Ja Pabona | Sunil Gangopadhyay | কবিতা আবৃত্তি | Shamsuzzoha | Fahmida Binte Mesbah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2020
  • Kothopokothon: Ja Cheyechi Ja Pabona (Sunil Gangopadhyay) | নীরাকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা
    কবিতা: যা চেয়েছি যা পাবো না
    রচনা: সুনীল গঙ্গোপাধ্যায়
    উচ্চারণ: শামসউজজোহা ও ফাহমিদা বিনতে মেসবাহ
    সর্বস্বত্ব সংরক্ষিত © কবিতা কনসার্ট সিরিজ
    Poem: Ja Cheyechi Ja Pabona
    Author: Sunil Gangopadhyay
    Artist: Shamsuzzoha & Fahmida Binte Mesbah
    © Kobita Concert Series
    All rights reserved.
    যা চেয়েছি, যা পাবো না
    সুনীল গঙ্গোপাধ্যায়
    -
    -কী চাও আমার কাছে?
    -কিছু তো চাইনি আমি!
    -চাওনি তা ঠিক। তবু কেন
    এমন ঝড়ের মতো ডাক দাও?
    -জানি না। ওদিকে দ্যাখো
    রোদ্দুরে রুপোর মতো জল
    দূরবর্তী নৌকো
    চতুর্দিকে তোমাকেই দেখা
    -সত্যি করে বলো, কবি, কী চাও আমার কাছে।
    -মনে হয় তুমি দেবী…
    -আমি দেবী নাই।
    -তুমি তো জানো না তুমি কে!
    -কে আমি?
    -তুমি সরস্বতী, শব্দটির মূল অর্থে
    যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া
    মাঝে মাঝে নারী নামে ডাকি
    -হাসি পায় শুনে। যখন যা মনে আসে
    তাই বলো, ঠিক নয়?
    -অনেকটা ঠিক। যখন যা মনে আসে-
    কেন মনে আসে?
    -কী চাও, বলো তো সত্যি? কথা ঘুরিয়ো না
    -আশীর্বাদ!
    -আশীর্বাদ? আমার, না। সত্যি যিনি দেবী
    -তুমিই তো সেই! টেবিলের ঐ পাশে
    ফিকে লাল শাড়ি
    আঙুলে ছোঁয়ানো থুতনি,
    উঠে এসো
    আশীর্বাদ দাও, মাথার ওপরে রাখো হাত
    আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো
    খিমচে ধরে চুল, আমার কপাল
    নোখ দিয়ে চিরে দাও
    -যথেষ্ট পাগল আছো! আরও হতে চাও বুঝি?
    -তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন
    শান্তশিষ্ট
    -না-দেখাই ভালো। তবে। তাই নয়?
    -ভালো মন্দ জেনে শুনে যদি এ-জীবন
    কাটাতুম
    তবে সে-জীবন ছিল শালিকের, দোয়েলের
    বনবিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর
    ইরি ধানে, ধানের পোকায় যে জীবন
    -যে-জীবন মানুষের?
    -আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে।
    তোমাকে দেখার আগে
    -তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে
    অনেকক্ষণ চেয়ে থাকো
    পলক পড়ে না
    কী দেখো অমন করে?
    -তোমার ভিতরে তুমি, শাড়ি-সজ্জা খুলে ফেললে তুমি
    তার আড়ালেও যে-তুমি
    -সে কি সত্যি আমি? না তোমার নিজের কল্পনা
    -শোন্‌ খুকী-
    -এই মাত্র দেবী বললে-
    -একই কথা! কল্পনা আধার যিনি, তিনি দেবী-
    তুই সেই নীরা
    তোর কাছে আশীর্বাদ চাই
    -সে আর এমন কি শক্ত? এক্ষুনি তা দিতে পারি
    -তোমার অনেক আছে, কণা মাত্র দাও
    -কী আছে আমার? জানি না তো
    -তুমি আছে, তুমি আছে, এর চেয়ে বড় সত্য নেই!
    -সিঁড়ির ওপরে সেই দেখা
    তখন তো বলোনি কিছু?
    আমার নিঃসঙ্গ দিন, আমার আবেলা
    আমারই নিজস্ব-শৈশবের হাওয়া শুধু জানে
    -দেবে কি দুঃখের অংশভাগ? আমি
    ধনী হবো
    -আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও
    কোনো সুমহান আবিষ্টতা
    আমাকে রয়েছে ঘিরে
    তার কোনো ভাগ হয় না।
    আমার কী আছে আর, কী দেবো তোমাকে?
    -তুমি আছ, তুমি আছ, এর চেয়ে বড় সত্য নেই!
    তুমি দেবী, ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি
    মাথায় তোমার করতল, আশীর্বাদ…
    তবু সেখানেও শেষ নেই
    কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি
    অস্থির দু’হাত
    দশ আঙুলে আঁকড়ে ধরতে চায়
    সিংহিনীর মতো ঐ যে তোমার কোমর
    অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে
    যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি
    -পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো
    তোমায় কী দিতে পারি?
    -কিছু নয়।
    -অভিমান?
    -নাম দাও অভিমান!
    -এটা কিন্তু বেশ! যদি
    অসুখের নাম দিই নির্বাসন
    না-দেখার নাম দিই অনস্তিত্ব
    দূরত্বের নাম দিই অভিমান?
    -কতটুকু দূরত্ব? কী, মনে পড়ে?
    -কী করে ভাবলে যে ভুলবো?
    -তুমি এই যে বসে আছে, আঙুলে ছোঁয়ানো থুতনি
    কপালে পড়েছে চুৰ্ণ চুল
    পাড়ের নকশায় ঢাকা পা
    ওষ্ঠাগ্রে আসন্ন হাসি-
    এই দৃশ্যে অমরত্ব
    তুমি তো জানো না, নীরা,
    আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে।
    -সময় কি থেমে থাকবে? কী চাও আমার কাছে?
    -মৃত্যু?
    -ছিঃ, বলতে নেই
    -তবে স্নেহ? আমি বড় স্নেহের কাঙাল
    -পাওনি কি?
    -বুঝতে পারি না ঠিক! বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়
    শরীরও সে চায়
    তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ?
    -ফের পাগলামি?
    -দেখা দাও!
    -আমিও তোমায় দেখতে চাই।
    -না!
    -কেন?
    -বোলো না। কক্ষনো বোলো না আর ঐ কথা
    আমি ভয় পাবো।
    এ শুধুই এক দিকের
    আমি কে? সামান্য, অতি নগণ্য, কেউ না
    তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে-
    -তুমি কবি?
    -তা কি মনে থাকে? বারবার ভুলে যাই
    অবুঝ পুরুষ হয়ে কৃপাপ্রার্থী।
    -কী চাও আমার কাছে?
    -কিছু নয়। আমার দু’চোখে যদি ধুলো পড়ে
    আঁচলের ভাপ দিয়ে মুছে দেবে?
    বাংলা কবিতা আবৃত্তি | Bengali Poetry & Literature
    Please click the link to subscribe to Kobita Concert: bit.ly/3nQMe4c
    FOLLOW MY VOICE 👇
    👉 Spotify: open.spotify.com/artist/6TbdH...
    👉 Facebook: / kobitaconcert
    👉 Instagram: / kobitaconcert
    👉 Profile: / withshamsuzzoha
    👉 Facebook Group: / 187264348594895
  • บันเทิง

ความคิดเห็น • 62

  • @hearttouchingprotiva
    @hearttouchingprotiva ปีที่แล้ว +3

    চাওয়া-পাওয়ার অনেক ঊর্ধ্বে ভালোবাসার জগত। ত্যাগের শক্ত দড়িতে ভালোবাসা আসতেপৃষ্ঠে বাঁধা থাকে আঘাত যেন সেখানে বেঁচে থাকার মূল রসদ।

  • @prasenjitmisra725
    @prasenjitmisra725 3 ปีที่แล้ว +2

    #অপূর্ব! কবির স্বতঃস্ফূর্ত উচ্চারণ যেন রোমাঞ্চ জাগায় প্রাণে......
    "আমার তো দুঃখ নেই,
    দুঃখের চেয়েও
    কোনো সুমহান আবিষ্টতা
    আমাকে রয়েছে ঘিরে
    তার কোনও ভাগ হয় না।
    আমার আর কী আছে,কী দেব তোমাকে?"

  • @user-wb8ix6bm3s
    @user-wb8ix6bm3s 3 ปีที่แล้ว +4

    প্রিয় কবিতার তালিকায় উন্নতম❤❤❤❤❤...."'যা চেয়েছি যা পাবো না ""

  • @SalmaAkter-zf5jw
    @SalmaAkter-zf5jw 3 ปีที่แล้ว +2

    কাউকে ঠকিয়ে হয়তো সুখ পাওয়া যায়
    কিন্তু আজীবন সুখে থাকা যায় না 🌺🥀🌺

  • @Mehedi-sw5yb
    @Mehedi-sw5yb 3 ปีที่แล้ว +1

    একজন কবি তার কাব্যিক ভাষায়,,
    একটা সতী নারীর, মনে তার প্রতি প্রেমের মায়াজাল এবং মৃত্যু ডেকে আনতে পারে,,।🤗

  • @swapankumar7121
    @swapankumar7121 22 วันที่ผ่านมา

    অসাধারণ ❤

  • @dr.mamunurrashid30
    @dr.mamunurrashid30 3 ปีที่แล้ว

    অনেক সুন্দর হয়েছে ফাহমিদা। শুনে অনেক ভাল লাগলো

  • @papiasaha6285
    @papiasaha6285 3 ปีที่แล้ว +1

    আমার প্রিয় কবিতা একদম সত্যি যা চেয়েছি যা পাবো না

  • @srabantimajumder5183
    @srabantimajumder5183 3 ปีที่แล้ว +2

    Advut advut sotti bakrudho bole prokash korte parbo na 💕💕💕💕

  • @nusratkamal9884
    @nusratkamal9884 ปีที่แล้ว

    অনবদ্য !!!

  • @sissysis5287
    @sissysis5287 3 ปีที่แล้ว +1

    Shunte anek valo laglo...Mon chuye galo..❤️ Snighdha

  • @KumarRabindranath
    @KumarRabindranath 3 ปีที่แล้ว +1

    পড়া শব্দগুলোর উচ্চারণে অনুরণন মনের অন্দরে ......
    আরও অনেক শোনার আশা রেখে গেলাম।

    • @KobitaConcert
      @KobitaConcert  3 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ।

  • @nipu240
    @nipu240 3 ปีที่แล้ว

    অসাধারণ, ফাহমিদা! 🙏👌

  • @mohammedsayeedurrahman7221
    @mohammedsayeedurrahman7221 3 ปีที่แล้ว +1

    মনমুগ্ধকর পরিবেশনা।

  • @swapnabhowmik9120
    @swapnabhowmik9120 3 ปีที่แล้ว

    Koto bar jee suni... Ki bolbo❤❤👌👌

  • @JakirAbdar
    @JakirAbdar ปีที่แล้ว

    সুন্দর

  • @Kobitabrikho
    @Kobitabrikho 3 ปีที่แล้ว +1

    ভালোবাসা আপনাদের জন্য। নতুন বছরের নতুন উপহার।
    যা চেয়েছি তা পেতে চাই ২০২১ এ।

    • @KobitaConcert
      @KobitaConcert  3 ปีที่แล้ว +1

      ভালোবাসা।

  • @KobiBondhu
    @KobiBondhu ปีที่แล้ว

    vya ami apnar BBC ER somoykar FAN

  • @sadiaAsma
    @sadiaAsma 3 ปีที่แล้ว

    অসাধারণ ♥

  • @sujoydas154
    @sujoydas154 3 ปีที่แล้ว

    মনোমুগ্ধকর, এক কথায় অসাধারণ ।

    • @KobitaConcert
      @KobitaConcert  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ।

  • @Muhib_recitation
    @Muhib_recitation ปีที่แล้ว

    চমৎকার আবৃত্তি

  • @-----6464
    @-----6464 2 ปีที่แล้ว

    ভাল লাগার মত ..👌👌👌

  • @ansaramin7065
    @ansaramin7065 3 ปีที่แล้ว

    Brilliant ....Zoha extraordinary as usual...Fahmida a fantabulous addition .She needs to continue the great work ,,

  • @Muhib_recitation
    @Muhib_recitation ปีที่แล้ว

    অসাধারণ পাঠ

  • @7Mohua
    @7Mohua 3 ปีที่แล้ว +1

    অসাধারন। 🎧🎤👌👍
    ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা। ২০২১ সকলের জন্য শুভ হোক। 💖🙏

  • @hasinamridha
    @hasinamridha ปีที่แล้ว

    এই শব্দটির সাথে পরিচিত হতে পারিনি

  • @anupamaditya5194
    @anupamaditya5194 3 ปีที่แล้ว

    🧡🧡🧡

  • @mrashokpaul2371
    @mrashokpaul2371 3 ปีที่แล้ว

    Amar sobcheye prio kobir kabita tomder kantho te anabil anando pelam dhonyobad

    • @KobitaConcert
      @KobitaConcert  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ।

  • @SakilasLifestyle
    @SakilasLifestyle 3 ปีที่แล้ว

    So wonderful ❤️❤️❤️

  • @iqbalhasanmahmud714
    @iqbalhasanmahmud714 3 ปีที่แล้ว

    অসম্ভব সুন্দর

    • @KobitaConcert
      @KobitaConcert  3 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ।

  • @ibudaaa505
    @ibudaaa505 3 ปีที่แล้ว

    বাহ্ অনেক দিন পর🙂🙏

  • @engrenamulhogue1484
    @engrenamulhogue1484 3 ปีที่แล้ว

    So beautiful,,, ❤️❤️❤️❤️❤️

  • @jooniesplants2283
    @jooniesplants2283 3 ปีที่แล้ว +1

    The whole recitation was really nice would love to listen more from Fahmida :)

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 3 ปีที่แล้ว

    ভালো লাগলো

  • @animeshhazra3116
    @animeshhazra3116 ปีที่แล้ว

    Sunda

  • @subhasisash9891
    @subhasisash9891 3 ปีที่แล้ว

    Zoha babu Sudhui zoha babu

  • @mousumizaman9940
    @mousumizaman9940 3 ปีที่แล้ว +1

    আপনি এমনও পাঠ করেন জানা ছিলো না

  • @IbrahimAli-mk7zy
    @IbrahimAli-mk7zy 3 ปีที่แล้ว

    সবসময়ের মতই সুন্দর নিবেদন।

  • @rajibsarker7061
    @rajibsarker7061 3 ปีที่แล้ว

    ♥ভালোবাসা♥

  • @sakirislam5199
    @sakirislam5199 3 ปีที่แล้ว

    আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে দাদা?

  • @syeadarukhsanarashid4751
    @syeadarukhsanarashid4751 8 หลายเดือนก่อน

    অসাধারণ🌸🌸🌸🫶

  • @jrjrbondu1454
    @jrjrbondu1454 10 หลายเดือนก่อน

    অসাধারণ ❤❤

  • @KobiBondhu
    @KobiBondhu ปีที่แล้ว

    vya ami apnar BBC ER somoykar FAN