ঐ সময়ে মহিলা কন্ঠটি নিয়ে খুব ঔৎসুক্যের সৃষ্টি হয়েছিল। এত সুন্দর ভাবে বলা যে সবাই ঐ সময়ে মোহিত হয়ে গিয়েছিলাম। পরে জানা গেল এই কন্ঠ টি বম্বের চাঁদ ওসমানী নামে এক অভিনেত্রীর। পরে আরও জানা গেল উনি এই গানটির গীতিকার মুকুল দত্তর স্ত্রী। কে এই চাঁদ ওসমানী ? এ প্রসঙ্গে বলি, উত্তম কুমার প্রযোজিত ও অভিনীত তাঁর প্রথম হিন্দি "ছোটিসী মুলাকাত" ছবিতে নায়িকা বৈজয়ন্তীমালার ছোট বেলার চরিত্রের দৃশ্য গুলোতে তাঁর কঠোর চরিত্রের মা এর চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৫৩ সালে তিনি জীবন জ্যোতি চলচ্চিত্রে শাম্মী কাপুরের বিপরীতে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও তিনি বারাতি, বাপ রে বাপ এবং সম্রাট পৃথ্বীরাজ চৌহান ছবিতে অভিনয় করেছিলেন। রঙ্গিন রাতেঁ, নয়া দৌড়, প্রেম পত্র এবং পহচান সহ আরও বেশ কয়েকটি ছবিতে তাঁর বড়সড় ভূমিকা ছিল। পহচান (১৯৭০) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান।
Chand osmanir porichoi sab theke vhalo, kishor kumar er sathe" Bap re bap "flim er " piya piya piya mera jiya pukare "ganta dekhar. Oi gantate Asha bhonsle ekta mistake kore chilo.kishor da osmanir mukhe hat chepe oi vhulta rectify korechilo.
অন্যতম শ্রেষ্ঠ বাঙলা গান। যেমন কথা, তেমনি সুর, তেমনি কন্ঠ, তেমনি গায়কী, তেমনি যন্ত্রানুষঙ্গ। তুলনা হীণ। এই চিরকালীন গান যারা সন্মিলিত ভাবে সৃষ্টি করে ছিলেন, তাঁরা আমাদের সমস্ত প্রজন্মের নমস্য।
কয়েক হাজার বার শুনেছি।যতবারই শুনেছি প্রতিবারই গায়ে কাঁটা দিয়ে ওঠে।যখন "তারপর" বলে ও আবার গানটা শুরু হয়।বুঝতে পারি না কেন হয়।কষ্ট না আনন্দ।চোখে জল আসে।তবু শুনি।কেন জানি না।ভাবি বুঝি না।
গীতিকার মুকুল দত্ত ও সুরকার নচিকেতা ঘোষেরও কল্পনায় ছিল না এই গান এইরকম গাওয়া যায়।গানের কথা,সুরকে অনুভূতি দিয়ে গায়ক কোথায় কোথায় নিয়ে যেতে পারে?কিচ্ছু বুঝতে পারি না।পাথরের বুকে জল আসার মত আশ্চর্য।
ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখার্জি'র গাওয়া অসাধারণ এক কালজয়ী স্মরনীয় বাংলা গান! ভারতীয় বাংলা গানের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি হেমন্ত মুখার্জি'র অসাধারণ এবং অনবদ্য গায়কীতে শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! বার বার শুনেও মন ভরে না! ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি হেমন্ত মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রনাম।❤️🙏
এক অনন্য সুরের অধিকারী ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়কে পরিবারের পক্ষ থেকে অন্তরের প্রনাম, আজকালকার গানে আনন্দ পাই না। লেখা, সুর ও গলার এক অসাধারণ মেল বরধন।
'MUKUL DUTTA' WAS AN EXCEPTIONAL MOST TALENTED LYRICIST!! GURU-HEMANTA''S 'RECOGNITION' OF 'MUKUL BABU' GIVEN MANY 'OUTSTANDING LYRICS', IN OPEN RECORDS & FILM'S SONGS, MUSIC COMPOSITION & SOME OF THEM ON GURU'S GOLDEN VOICE, MAKE ALL 'SUPER CLASSIC TIMELESS CREATIONS!! MANY2 SALUTE TO BOTH!!!❤❤❤❤❤❤❤❤
তারপর? তার আর পর নেই নেই কোন ঠিকানা যা কিছু গিয়েছে থেমে যাক থেমে যাক না তার আর পর নেই নেই কোন ঠিকানা যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয় যা কিছু পেলাম না ক’ সে আমার নয় যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয় যা কিছু পেলাম না ক’ সে আমার নয় পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি কি আছে আমার পথে পরে তারপর? তার আর পর নেই নেই কোন ঠিকানা মনে রেখো আমিও ছিলাম ছোট্ট জীবন আর যত হাসি গান আমি তোমাকে দিলাম আমিও ছিলাম মনে রেখো মরণ পেরিয়ে যাব এমনি করে কোন পিছু ডাকে আর থামব না মরণ পেরিয়ে যাব এমনি করে কোন পিছু ডাকে আর থামব না একটু থেমেই থাকি তোমার কাছে তুমিও আমার সাথে চল না তারপর? তার আরপর নেই নেই কোন ঠিকানা যা কিছু গিয়েছে থেমে যাক থেমে যাক না তার আর পর নেই নেই কোন ঠিকানা
চাঁদ ওসমানী " কর্দারী কলিন্স" প্রতিযোগিতায় ভারতের সেরা সুন্দরীদের মধ্যে প্রথম হয়েছিলেন , মুকুল দত্তের মত নির্বাক মানুষকে নিজের জীবন সাথী করেছিলেন , তারপর ব্রেইন ক্যান্সার
তার আর পর নেই গানে তারপর? এই কথাটি নাটকীয় ভাবে অসাধারণ রোমান্টিক স্বরে বিভিন্ন ভাবে গানে কে বলেছিল কিছুতেই গুগুলে খুঁজে পাচ্ছিলাম না গুগুল ফেল করলে আমার বন্ধু উদ্দালক ভট্টাচার্যের কাছে জানতে চাই, উদ্দালক বলল এটার একটা ইতিহাস আছে,নচিকেতার ঘোষ বম্বে যখন ছিলেন তখন মুকুল দত্তের সঙ্গে পরিচয় হয়, মুকুল দত্ত তার আর পর নেই কবিতাটি দেখায়, নচিকেতা ঘোষ বলেন দারুণ গান হবে এই কবিতাটিতে, সুর করার পর বলেন গানে তারপর? এই শব্দটা রাখতে চাই, মুকুল দত্ত রাজি হয়। কিন্তু বম্বে তে সেভাবে কারোকে পাওয়া যাচ্ছিল না যে নাটকীয় ভাবে তারপর? বলতে পারবে। তখন মুকুল দত্ত বলেন আমার স্ত্রী অভিনেত্রী চাঁদ ওসমানীকে দিয়ে চেষ্টা করি, ভালো বাংলা উচ্চারণ, তখন চাঁদ ওসমানীর কন্ঠে তারপর? শুনে নচিকেতা ঘোষ মুগ্ধ হন এবং গানটি হয়।
ঐ সময়ে মহিলা কন্ঠটি নিয়ে খুব ঔৎসুক্যের সৃষ্টি হয়েছিল। এত সুন্দর ভাবে বলা যে সবাই ঐ সময়ে মোহিত হয়ে গিয়েছিলাম। পরে জানা গেল এই কন্ঠ টি বম্বের চাঁদ ওসমানী নামে এক অভিনেত্রীর। পরে আরও জানা গেল উনি এই গানটির গীতিকার মুকুল দত্তর স্ত্রী। কে এই চাঁদ ওসমানী ? এ প্রসঙ্গে বলি, উত্তম কুমার প্রযোজিত ও অভিনীত তাঁর প্রথম হিন্দি "ছোটিসী মুলাকাত" ছবিতে নায়িকা বৈজয়ন্তীমালার ছোট বেলার চরিত্রের দৃশ্য গুলোতে তাঁর কঠোর চরিত্রের মা এর চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৫৩ সালে তিনি জীবন জ্যোতি চলচ্চিত্রে শাম্মী কাপুরের বিপরীতে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও তিনি বারাতি, বাপ রে বাপ এবং সম্রাট পৃথ্বীরাজ চৌহান ছবিতে অভিনয় করেছিলেন। রঙ্গিন রাতেঁ, নয়া দৌড়, প্রেম পত্র এবং পহচান সহ আরও বেশ কয়েকটি ছবিতে তাঁর বড়সড় ভূমিকা ছিল। পহচান (১৯৭০) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান।
GOOD INFORMATION SIR, SO ROMANTIC VOICE.
বাহ্ এই অজানা কথাগুলো জানা গেল আপনার কমেন্ট পড়ে 👍👍☺️☺️ ধন্যবাদ 🌷🌷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রবাদপ্রতিম গানটির মহিলা কন্ঠটির সম্বন্ধে তথ্য দেওয়ার জন্য। I am really thankful to you.
অনেক ধন্যবাদ। এই চাঁদ উসমানী র উল্লেখ করলেন।
অনেক দিন ধরেই প্রশ্ন টা ঘুরছিল।
❤️👍🙏
Chand osmanir porichoi sab theke vhalo, kishor kumar er sathe" Bap re bap "flim er " piya piya piya mera jiya pukare "ganta dekhar. Oi gantate Asha bhonsle ekta mistake kore chilo.kishor da osmanir mukhe hat chepe oi vhulta rectify korechilo.
মনে রেখো আমিও ছিলাম
ছোট্ট জীবন আর
যতো হাসি গান
সবি তোমাকে দিলাম!
আমি ও ছিলাম
মনে রেখো।
কিছু বলার ভাষা নেই
হেলাল উদ্দিন ভূঁইয়া 💕💕
অন্যতম শ্রেষ্ঠ বাঙলা গান। যেমন কথা, তেমনি সুর, তেমনি কন্ঠ, তেমনি গায়কী, তেমনি যন্ত্রানুষঙ্গ। তুলনা হীণ। এই চিরকালীন গান যারা সন্মিলিত ভাবে সৃষ্টি করে ছিলেন, তাঁরা আমাদের সমস্ত প্রজন্মের নমস্য।
❤অসাধারণ বলেছেন।❤
কয়েক হাজার বার শুনেছি।যতবারই শুনেছি প্রতিবারই গায়ে কাঁটা দিয়ে ওঠে।যখন "তারপর" বলে ও আবার গানটা শুরু হয়।বুঝতে পারি না কেন হয়।কষ্ট না আনন্দ।চোখে জল আসে।তবু শুনি।কেন জানি না।ভাবি বুঝি না।
Absolutely
গীতিকার মুকুল দত্ত ও সুরকার নচিকেতা ঘোষেরও কল্পনায় ছিল না এই গান এইরকম গাওয়া যায়।গানের কথা,সুরকে অনুভূতি দিয়ে গায়ক কোথায় কোথায় নিয়ে যেতে পারে?কিচ্ছু বুঝতে পারি না।পাথরের বুকে জল আসার মত আশ্চর্য।
অপূর্ব! অপূর্ব! অপূর্ব! হৃদয়ে গাঁথা রবে চিরকাল
বাল বাল বাল বাল
ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখার্জি'র গাওয়া অসাধারণ এক কালজয়ী স্মরনীয় বাংলা গান!
ভারতীয় বাংলা গানের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি হেমন্ত মুখার্জি'র অসাধারণ এবং অনবদ্য গায়কীতে শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা! বার বার শুনেও মন ভরে না!
ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি হেমন্ত মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রনাম।❤️🙏
নাহিদুল ইসলাম : মাননা দে এবং হেমন্ত বাবু এনারা দুজন সত্যিই বাংলার লিজেন্ড তাদের তুলনা শুধু তারাই যা বলে শেষ করা যাবেনা।
এদের গানের লেখা গুলোও দেখবেন কি সুন্দর । ভাষার মান মর্যাদার খেয়াল রাখতেন । ভালো ভালো গীতিকার ছিলেন
সেসময় ।
SUDHU GAYOK NOI, JARA SUROKAR, GEETIKAR CHILEN TARAOU OSADHARON CHILEN.
একদম ঠিক 👍
আমি নির্বাক
শুধুই শ্রদ্ধা জ্ঞাপন করছি সুরের মানুষগুলোকে 🙏🙏🙏
জীবক বড়ুয়া।
একটা গাণ, যেন পুরো একটা জীবন
এ গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাই। 🙏
এক অনন্য সুরের অধিকারী ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়কে পরিবারের পক্ষ থেকে অন্তরের প্রনাম, আজকালকার গানে আনন্দ পাই না। লেখা, সুর ও গলার এক অসাধারণ মেল বরধন।
সত্যিই কোনো ঠিকানা নেই.....খুঁজে চলেছি প্রতিনিয়ত....
'MUKUL DUTTA' WAS AN EXCEPTIONAL MOST TALENTED LYRICIST!!
GURU-HEMANTA''S 'RECOGNITION' OF 'MUKUL BABU' GIVEN MANY 'OUTSTANDING LYRICS', IN
OPEN RECORDS & FILM'S SONGS, MUSIC COMPOSITION
& SOME OF THEM ON GURU'S GOLDEN VOICE, MAKE ALL
'SUPER CLASSIC TIMELESS CREATIONS!! MANY2 SALUTE
TO BOTH!!!❤❤❤❤❤❤❤❤
সত্যি তার আর পর নেই। এখনো খুঁজেই চলেছি।
তারপর..নিয়ে দীর্ঘ কৌতুহলের নিরসন হলো। অনেক অনেক ধন্যবাদ যিনি সব তথ্য সংগ্রহ করে আমাদের জ্ঞান সমৃদ্ধ করার জন্য 🤲🤲👏👏
কি অসাধারণ কথা!, এমন কিংবদন্তি গীতিকাররা আর আসবেন না।
বাল
প্রিয় গানের মধ্যে অন্যতম। যতবারই শুনি ভালো লাগা বেড়েই চলে। চোখ ঝাপসা হয়... ❤
যতবার শুনি কান্না পায়.....
WOW what a marvelous voice of tone of song by Great famous superstar singer Hemant Mukherjee pranam
Asansol
জন্মের পর থেকে শুনছি আজ অবধি।
আশা রাখি - মরন পেরিয়ে যাবো এমনি করে
সত্যিই তার আর পর নেই।এই গানটা যেন কোথায় ভাসিয়ে নিয়ে যায়...
আজও সমান জনপ্রিয় একটি গান।সর্ব কালের সেরা বলে বিবেজিত।
ইশ্বরের এক অপূর্ব সৃষ্টি...
Hemanta is a great singer in India if not the best. Soothing, melodious voice is the best in his songs.
Old is Gold. Very Beautiful Bengali Song of Famous Male Bengali Singer Hemanta Mukherjee.
গানটি সবদিক থেকে অসাধারণ ❤️মন ছুঁয়ে যাওয়া গান 💜
I feel myself very lucky to have such experience of hearing song and songs of the all time legend and immortal .
আনন্দ বাবুর কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ওনাকে ধন্যবাদ জানাই। আর গানটি শোনানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাকে অনেক ধন্যবাদ ।আমরা এতদিন জানতাম মহিলা কন্ঠস্বরটি শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের স্ত্রী শ্রীমতী বেলা মুখোপাধ্যায়ের ।সঠিক তথ্যটি জেনে আনন্দিত হলাম
হেমন্ত মুখোপাধ্যায় এর এক অনন্য সৃষ্টি।
তারপর?
তার আর পর নেই
নেই কোন ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক থেমে যাক না
তার আর পর নেই
নেই কোন ঠিকানা
যা কিছু পেয়েছি কাছে
তাই সঞ্চয়
যা কিছু পেলাম না ক’
সে আমার নয়
যা কিছু পেয়েছি কাছে
তাই সঞ্চয়
যা কিছু পেলাম না ক’
সে আমার নয়
পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি
কি আছে আমার পথে পরে
তারপর?
তার আর পর নেই
নেই কোন ঠিকানা
মনে রেখো আমিও ছিলাম
ছোট্ট জীবন আর যত হাসি গান
আমি তোমাকে দিলাম
আমিও ছিলাম
মনে রেখো
মরণ পেরিয়ে যাব এমনি করে
কোন পিছু ডাকে আর থামব না
মরণ পেরিয়ে যাব এমনি করে
কোন পিছু ডাকে আর থামব না
একটু থেমেই থাকি তোমার কাছে
তুমিও আমার সাথে চল না
তারপর?
তার আরপর নেই
নেই কোন ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক থেমে যাক না
তার আর পর নেই
নেই কোন ঠিকানা
চাঁদ ওসমানী " কর্দারী কলিন্স" প্রতিযোগিতায় ভারতের সেরা সুন্দরীদের মধ্যে প্রথম হয়েছিলেন , মুকুল দত্তের মত নির্বাক মানুষকে নিজের জীবন সাথী করেছিলেন , তারপর ব্রেইন ক্যান্সার
😥😥😥😥🙏🙏🙏
মুকুল দত্ত কি বোবা ছিলেন? প্লিজ রিপ্লাই
উনার গানে অালাদা ফিলিংস অাছে যা অন্য কারো গানে পায় না। i love hamento Mukerjee
শুধু নীরবে শুনুন,গানের জগতের ভগবানের কন্ঠ।
এই গানটি অন্তরের অন্তর স্থলে জায়গা করে নিয়েছে ❤❤❤❤❤❤❤❤❤
Wonderful speechless sweet song very incredible ❤🙏
Darun
অপূর্ব...আমি ভাষায় প্রকাশ করতে পারছিনা....🍁
মরন পেরিয়ে যাবে এমনি করে, কোনো পিছু ডাকে আর থামবো না।কি সুন্দর শেষ উচ্চারণ, তারপর....
তবু অমীমাংসিত থেকে যায় শেষ জিজ্ঞাসার শেষ উত্তর!
অসাধারণ সৃষ্টি
অসাধারণ !!!
আহা গানের ভিতর একটা ছোটগল্প যেন! মনের ভিতর মন কথা বলে। ভালো বাসতে বাসতে অভিমানের অথৈ জলে হারিয়ে যাওয়া।
Amor stristi....ek adbhut anubhuti hoy....gaanti shunle
These days of Golden song era will not come back.
এই গানটি 1962 সালে HMV র প্রতিযোগিতায় প্রথম হয়েছিল
অসাধারণ অসাধারণ অসাধারণ
asdharan ,,,,bangla gaaner sreshtho romantic gaan gulor ekti
Heart touching song so it's good and very nice.
অসাধারণ
আহা কি কণ্ঠ
All time favourite ❤
সত্যি ওনার পর আর কিছুই নেই।।
দারুন
Excellent sweety memorial evergreen super song
Asansol HP CollegeRd
Jato bar suni jeno amar jiboner katha bar bar mone mone hai .pranam sakol guni jon ke
তার আর পর নেই
❤️❤️👍👍🙏
an outstanding creation
Tarpor !! Nice one
Asadharon
ভাবা যায় না, এ তো গান নয় এ এক কাব্য।
Ah kisi gango, ekbar sunle jeno sworgiyo sukh onubhob hoi, sara jiboner tention ek ganete sesh
Khub sundor
2023 এ এই গান টা কে কে পছন্দ করছেন লাইক কমেন্ট করবেন।
এই গান চিরদিনের। বাংলা গান যতদিন এই গানও ততদিন। 🙏
এ শুধু গান নয়, এ শুধু ভালোবাসা 💖💖💖💖💖💖❤️❤️❤️❤️❤️
বুঝিনা কেন বুক ভরে ওঠে ।
Asadaran,onek Monomukdhakor
তার আর পর নেই গানে তারপর? এই কথাটি নাটকীয় ভাবে অসাধারণ রোমান্টিক স্বরে বিভিন্ন ভাবে গানে কে বলেছিল কিছুতেই গুগুলে খুঁজে পাচ্ছিলাম না গুগুল ফেল করলে আমার বন্ধু উদ্দালক ভট্টাচার্যের কাছে জানতে চাই, উদ্দালক বলল এটার একটা ইতিহাস আছে,নচিকেতার ঘোষ বম্বে যখন ছিলেন তখন মুকুল দত্তের সঙ্গে পরিচয় হয়, মুকুল দত্ত তার আর পর নেই কবিতাটি দেখায়, নচিকেতা ঘোষ বলেন দারুণ গান হবে এই কবিতাটিতে, সুর করার পর বলেন গানে তারপর? এই শব্দটা রাখতে চাই, মুকুল দত্ত রাজি হয়। কিন্তু বম্বে তে সেভাবে কারোকে পাওয়া যাচ্ছিল না যে নাটকীয় ভাবে তারপর? বলতে পারবে। তখন মুকুল দত্ত বলেন আমার স্ত্রী অভিনেত্রী চাঁদ ওসমানীকে দিয়ে চেষ্টা করি, ভালো বাংলা উচ্চারণ, তখন চাঁদ ওসমানীর কন্ঠে তারপর? শুনে নচিকেতা ঘোষ মুগ্ধ হন এবং গানটি হয়।
অসাধারণ তথ্য দিলেন স্যার।
অবিনশ্বর শাশ্বত অমর চিরকালের গান।কোনওদিনও পুরানো হবে না।ভাগ্যিস হেমন্ত মুখোপাধ্যায় ডাক্তারী পড়া ছেড়ে দিয়েছিলেন !আর সুরকার,বাণীকাররাও অসামান্য, অতুলনীয় মণিকাঞ্চনযোগ।
Gariye geche ei sur
তার আর পর নেই।
কতো বার তে শুনেছি জানিনা
উভয়ের গলাতেই কি দরদ ভাবা যায়!
Chand Usmani's voice ❤
Tulona nei ei gaaner
পাহাড় নিষেধ গুলো পেরিয়ে দেখি....
Lovely song. 👍
Old is Gold
Ja kichu pelam na ko se amar noy.....truth...but very hard to conceive.
রোমান্টিক যুগের শেষ অধ্যায়
1:47 .. Moner gobhire giye pouchoy
Excellent 💞💝
Really veryexcllent. Song
এই গানটি ১৯৬২ সালে HMV র প্রতিযোগিতায় প্রথম হয়েছিল
একটা গানের কথা এত রোমান্টিক হয় কি করে ? আর হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কীর কথা কি বলবো ? যত বলবো ততই কম হবে ।
চাঁদ ওসমানী মুকুল দত্তের স্ত্রী কথা গুলি বলেছিলেন। কথা - মুকুল দত্ত , সুর - নচিকেতা ঘোষ গায়ক হেমন্ত মুখোপাধ্যায়।এক অসাধারণ কম্বিনেশন। কালজয়ী গান গুলির মধ্যে একটি। মন ভরে যায় ।
Ei gaaner por aar kichhu nei.
Nice song .
Excellent
Saregama channele sob gan dekhi, sesh hoye gele abar suru hoy ektukhani. .. keno bujhi na. Ki biroktikor! Keu bolte parben?
❤️❤️
আহা...
Very nice song
Eta kono pic e sunechi naam ta kine nei kew ki alokpat korte parbe kon movie gaan . Uttam ar Suchitra chilo eta jani
Album er gan... Kono film-song noi.
White skin again, killed this song entirely.
Kono bhasha nei ki comment korbo .
এই সর্বাঙ্গসুন্দর গানটাকে যত সব কদর্য ছবি দিয়ে বিকৃত না করলেই ভাল হত না?
একজন হিমু কয়েকটি ঝি ঝি পোকা থেকে নাম জানার পর শুনতে আসলাম😇
🥰🥰
Tarpor........
Fine
Whose is the female voice?
চাঁদ উসমানী