Amio Pather Mato with lyrics | Hemanta Mukherjee | Chyanika

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
  • Amio Pather Mato with lyrics sung by Hemanta Mukherjee from the album Chyanika .
    Song Credit:
    Song: Amio Pather Mato
    Film Title: Chyanika
    Artist: Hemanta Mukherjee
    Music Director: Hemanta Mukherjee
    Lyricist: Mukul Dutt
    Label:: Saregama India Ltd
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook:: / saregamabangla
    Twitter:: / saregamaglobal
    Google+ :: plus.google.co...

ความคิดเห็น • 265

  • @pratyayp
    @pratyayp 5 ปีที่แล้ว +150

    প্রথম শুনি এই গানটা ক্লাস 11th এ পড়ার সময়, বছর দশেক হয়তো আগে। যখনই শুনি, চোখ ভরে যায় জলে। সত্যিই তো, একদিন তো আমিও পথের মতই হারিয়ে যাব পৃথিবী থেকে, আমার প্রিয় বাড়িতে আর কোনোদিনও ফেরা হবে না, ফেরা হবে না বাড়ির মানুষগুলোর কাছে। অত্যন্ত সত্যি কথা এই গানটিতে আছে। এ গান নিছক গান নয়, এ চিরসত্য জীবনদর্শন। আর সেই দর্শন মহাগায়ক হেমন্তের কণ্ঠে সুরে সুরে ঝরে পড়েছে।

    • @abdurrashid5425
      @abdurrashid5425 2 ปีที่แล้ว +2

      Shab kichu jokhon abalilakrome harie jabe takhon hrate harate Amie hobo harano birpungab terpor arr kie e ba thakbe haranor rajye Amie hobo rajadhiraj Thank you

    • @sayantanimanna371
      @sayantanimanna371 2 ปีที่แล้ว +1

      It will be really a sad for all of us still will have to be prepare with the all sunset each day

    • @ashimsaha6758
      @ashimsaha6758 2 ปีที่แล้ว +2

      এ যেন জীবনের জল ছবি। একদিন সকলেই হারিয়ে যাব💖💖💖💖💖💖💖💖💖

    • @ambitioncivilservice2211
      @ambitioncivilservice2211 ปีที่แล้ว +2

      VERY NICE COMMENT EVER

    • @ambitioncivilservice2211
      @ambitioncivilservice2211 ปีที่แล้ว +1

      Nice comment brother.

  • @tukai1960
    @tukai1960 ปีที่แล้ว +11

    অসম্ভব প্রিয় গান! আরও চমৎকার লেগেছে এই গানের লুকোনো রবীন্দ্রপ্রভাব, যেন গুরু-শিষ্য পরম্পরা। গুরু ধ্রুপদি ভাষায় তাঁর বিদায়ের গানে লিখছেনঃ
    "যে পথে যেতে হবে
    সে পথে তুমি একা--
    নয়নে আঁধার রবে,
    ধেয়ানে আলোকরেখা।"
    অনুপ্রাণিত এক শিষ্য (মুকুল দত্ত) বিদায়ের গানে একেবারে আটপৌরে ভাষায় লিখলেন,
    "চোখের আলো নিভল যখন
    মনের আলো জ্বেলে,
    একলা এসেছি আমি
    একলা যাব চলে।"
    কী অপূর্ব এই উত্তরসাধনা! গুরু শিষ্য দু'জনকেই প্রণাম!

  • @pradipghosh6144
    @pradipghosh6144 11 หลายเดือนก่อน +12

    অমর হয়ে থাকবেন হেমন্ত মুখোপাধ্যায় আমার ঈশ্বর
    নিভৃত প্রাণের দেবতা যেখানে কাঁদেন একা ..

    • @amitamukherjee1317
      @amitamukherjee1317 7 หลายเดือนก่อน

      Amaro Ganer Debotaaaa Hemanta Mukhopadhyay k🙏🌹🙏🌹🙏🌹

  • @anupbera6000
    @anupbera6000 10 หลายเดือนก่อน +10

    গানটি আমার খুব প্রিয়। হৃদয় বিদারক গান। কোথাও যেন গভীর ভাবে ছুঁয়ে যায়। হেমন্ত মুখোপাধ্যায় মহাশয় কে হৃদয় এর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই।

  • @nitishbiswas8137
    @nitishbiswas8137 3 ปีที่แล้ว +46

    জীবনের চির চলমান দীর্ঘ শ্বাস আর প্রিয়জনের জন্য অনন্ত ক্রন্দন ।।

  • @youtubelovarsahadev7173
    @youtubelovarsahadev7173 2 ปีที่แล้ว +16

    নতুন প্রজন্মের ছেলে হয়ে বলছি যখন খুব মনটা কেমন হয় তখন এই গান শুনে নিজের অজান্তেই চোখে জল ফেলি

  • @pratyayp
    @pratyayp 2 ปีที่แล้ว +19

    আমার এক পিসির ছেলে, আমার ভাই, 25 বছরের একটি তরতাজা প্রাণ দুর্ঘটনায় পথের মতই হারিয়ে গেল। মেনে নিতে পারছি না। এই গান শুনছি আর রক্তের কান্না বুকে ঝরছে।

  • @arpanbhattacharya5484
    @arpanbhattacharya5484 3 ปีที่แล้ว +41

    মুকুল দত্তর মর্মস্পর্শী কথার সাথে হেমন্তবাবুর যথাযথ সুর।অন্যতম প্রিয় গান। জীবন-মৃত্যুর এই প্রবাহমানতা আমাদের ভাবায়,কাঁদায়।

    • @rajkumarsahu8675
      @rajkumarsahu8675 2 ปีที่แล้ว +1

      গানে র কথা ও সুর অভিজিৎ বন্দ‍্যোপাধ‍্যায়।

    • @tukai1960
      @tukai1960 ปีที่แล้ว +1

      @@rajkumarsahu8675 , না ! কথা মুকুল দত্ত, সুরকার হেমন্ত স্বয়ং!
      আপনি যে গানটির কথা বলছেন সেটি সম্ভবত "সবাই তো চলে গেছে"!

    • @শোনোবন্ধুশোনো
      @শোনোবন্ধুশোনো ปีที่แล้ว

      @@rajkumarsahu8675 সুর হেমন্ত মুখোপাধ্যায়

  • @mahfuzul_haque_ifty
    @mahfuzul_haque_ifty 3 ปีที่แล้ว +42

    কতোটা শ্রুতিমধুর বেদনাসিক্ত বাস্তবতা গান হতে পারে!!

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 5 ปีที่แล้ว +52

    ৭০এর দশকের অপূর্ব গান। যেমন কথা, তেমনি সুর, তেমনি কন্ঠ ! একটুও পুরনো লাগে না। মনে হয় এখনই সৃষ্টি হয়েছে। এতটাই তাজা লাগে।

  • @masud892
    @masud892 ปีที่แล้ว +3

    সম্রাট একজনই। তিনি ইনি। সংগীতের অশোক সম্রাট। ৫০০ বছর ধরে গাইতে থাকবেন।

  • @kantichakraborty5010
    @kantichakraborty5010 2 ปีที่แล้ว +28

    আপনি আমাদের মধ্যে চির অমর হয়ে থাকবেন সবার হৃদয়ে, এরকম কন্ঠস্বরট যুগে যুগে একটাই হয়।

  • @bipulroy01704
    @bipulroy01704 ปีที่แล้ว +10

    এই রকম ১০ টি গান হলেই এনাফ, জবন্টাকে উপভোগ করার মহিমা বুঝতে❤❤❤

  • @fazlurrahman5281
    @fazlurrahman5281 2 ปีที่แล้ว +5

    এই গান অমৃত সুধা। শাপলার গন্ধ পরম সত্তায় যেমন একাকার হয়ে যায়, এ গানও তেমন অনন্ত সত্তা ধারণ করে থাকবে। আর ফিরে আসা হবে না এ ভুবনে আমাদের!

  • @khokonkhokon297
    @khokonkhokon297 ปีที่แล้ว +8

    আমিও পথের মতো হারিয়ে যাবো।আমিও নদীর মতো আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনদিন।
    আমিও দিনের মত ফুরিয়ে যাবো আসবো না ফিরে আর আসবোনা ফিরে কোন দিন।❤

  • @gitasreesengupta2704
    @gitasreesengupta2704 2 ปีที่แล้ว +3

    চোখের আলো নিভল যখন মনের আলো জ্বেলে,,একলা এসেছি আমি একলা যাবো চলে ,,অসাধারণ কথা ,,কণ্ঠ

  • @sayedhasankhan8120
    @sayedhasankhan8120 3 ปีที่แล้ว +10

    প্রিয় গান।
    এত সমৃদ্ধ শব্দের গান একালে খুবই কম লিখা হয়।কখনো নোটিফিকেশন আসলে আবার এসে শুনব🖤
    Rekhe gelam chinho 09-09-2021

    • @souravbanerjee1243
      @souravbanerjee1243 2 ปีที่แล้ว

      A kale ae gan lakha ar shilpi pawa asombhob .......

  • @nisankasekharsahoo3471
    @nisankasekharsahoo3471 2 ปีที่แล้ว +4

    মানবজীবনে র চিরন্তন বিষাদ তথা অসহনীয় বিচ্ছেদ যন্ত্রনা। হায়রে জীবন !

  • @ashrafultalukder9879
    @ashrafultalukder9879 5 หลายเดือนก่อน +4

    মানবজীবনের চিরন্তন বিষাদ তথা অসহনীয় বিচ্ছেদ যন্ত্রণা, হায়রে জীবন।

  • @firozahmed5307
    @firozahmed5307 3 ปีที่แล้ว +14

    When I was student of class 04at the year of 1964 listen from Karachi Pakistan.now at the age of 66 heared this song again from Dhaka.

  • @DebanitaSings
    @DebanitaSings ปีที่แล้ว +5

    হৃদয়ের গভীরে গিয়ে প্রবেশ করে।অনেক হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি মনে করিয়ে দেয়।❤❤❤

  • @gopalchandramridha6875
    @gopalchandramridha6875 ปีที่แล้ว +3

    গানের কথা যেমন, সুরও তেমন,কণ্ঠ ও তেমন।এককথায় অসাধারণ......

  • @anamulhoqueabid619
    @anamulhoqueabid619 ปีที่แล้ว +2

    সময় আর স্মৃতি কখনো ফিরে পাওয়া যায় না তাই না তাই বলছি সংগীতের ভাষা হচ্ছে সকল মানুষের ভাষা আমার আপনার আমাদের সবার

  • @forhadhossain5641
    @forhadhossain5641 6 หลายเดือนก่อน +3

    আর কতকাল শুনবো এইগান!!!! এ-তো কখনও শেষ হওয়ার নয় 🎺

  • @tanvirshuvo1772
    @tanvirshuvo1772 2 ปีที่แล้ว +4

    প্রাণ জুড়ানো একটা গান। যে গানটা শুনলে হৃদয় প্রাণ সব কিছু ব্যাকুল হয়ে যায়। অনেক ভালো লাগে গানটা

  • @swapankumarsengupta252
    @swapankumarsengupta252 3 ปีที่แล้ว +13

    মুকুল দত্তের লেখা সব গানগুলিই অসাধারণ বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে।

  • @md.alamgirhossain6570
    @md.alamgirhossain6570 4 หลายเดือนก่อน +2

    গান তো গান নয়. এ যে বিদায় কে মনে করিয়ে দেয়া। যিনি গেয়েছেন তিনি ও বিদায় নিয়েছেন।আমরা ও যাত্রা পথের পথিক। ফিরে আর আসবনা কোন দিন।

  • @nurunnaharjharna5081
    @nurunnaharjharna5081 2 ปีที่แล้ว +2

    মর্মস্পর্শী গানটিতে সব সময় একাত্ব হয়ে যেতাম, এখন যাই।হেমন্তজীর কন্ঠে শুনে জীবন মৃত্যুর সন্ধীক্ষণে হারিয়ে যাই।

  • @nisankasekharsahoo3471
    @nisankasekharsahoo3471 ปีที่แล้ว +4

    গানটা শুনে নিজের অজান্তেই একটা দীর্ঘ শ্বাস উচ্চকিত হয়ে ওঠে ।এটাই জীবন !

  • @mdibrahimhossainnayonnoyan6713
    @mdibrahimhossainnayonnoyan6713 4 ปีที่แล้ว +15

    আমার ছেলে বেলার গান,এখন তার সাথে আমার দিন গুলা যেন মিলে গেছে

  • @BonhisBlog
    @BonhisBlog 5 หลายเดือนก่อน +2

    গানটা এত বেশি ভাল লাগে। অজান্তেই চোখের কোণে পানি চলে আসে।

  • @rakhalbarairakhalbarai6851
    @rakhalbarairakhalbarai6851 11 หลายเดือนก่อน +1

    ৮ বছর আগে যখন ঢাকা থাকতাম তখন মন খারাপ হলে গানটা শুনতাম,ঠিক এখনো শুনি,বেঁচে থাকলে ৩০ বছর পরেও শুনবো হয়তো।

  • @alokbhaduri1301
    @alokbhaduri1301 2 ปีที่แล้ว +7

    What a beautiful lirik, Composition & above all heartfelt voice of Hemanta Mukherjee, created the song as evergreen. Really this song is the image of everybody's life which would never vanish 👌

  • @swapanonco3817
    @swapanonco3817 3 ปีที่แล้ว +12

    Makes me back to my colourful days.No singer is better than Hemanto Mukhopadhyya

    • @kalpanakonar
      @kalpanakonar 11 หลายเดือนก่อน +1

      একদম সত্যি কথা ভাই l

  • @light_of_noor
    @light_of_noor 3 ปีที่แล้ว +5

    বাবার ফোনে প্রথম শুনি গান টা ক্লাস ৬ এ, তখন থেকেই আলাদা একটা ফিলিংস কাজ করে গানটা শুনলে ❤️

  • @hasanmahmudkabir
    @hasanmahmudkabir 11 หลายเดือนก่อน +1

    এই ছোট জীবনের কতো চাওয়া কতো পাওয়া কতো হাহাকার কতো শূন্যতা সব কিছু একদিন মলিন হয়ে যাবে আমার না থাকার কারনে,,,,

  • @Sweet_boyever
    @Sweet_boyever ปีที่แล้ว +4

    আগেকার বাংলার শিল্পিদের শব্দ উচ্চারন ছিল নিখুত। কিন্তু এখন কেমন যেন শব্দের উচ্চারনটাকে বিকৃত করা হচ্ছে দিন দিন।

  • @mdnasiruddin500
    @mdnasiruddin500 2 ปีที่แล้ว +3

    এমন অনবদ্য সুরের প্রেমে না পড়ে থাকা যায় না !

  • @MdAbdusSaburMdAbdus
    @MdAbdusSaburMdAbdus 8 หลายเดือนก่อน

    কঠিন সত্যগুলো চির নোতুনের মত গাওয়া হলো। প্রাণ ছুঁয়ে যাওয়া বাস্তব কথাগুলো।

  • @biswajitdas-ds4dy
    @biswajitdas-ds4dy 2 วันที่ผ่านมา

    কি অপূর্ব গান, মন জুড়ে যায়

  • @robinumber
    @robinumber หลายเดือนก่อน

    অসম্ভব সুন্দর একটা গান,যার প্রতিটা কথা হার্ট টাচ করে

  • @tanishaanam5864
    @tanishaanam5864 4 ปีที่แล้ว +12

    আমার জীবনে শোনা অন্যতম সেরা গান।

  • @abuhanatamal2252
    @abuhanatamal2252 2 ปีที่แล้ว +3

    ক্লাস ওয়ানে থাকতে সর্ব প্রথম আমার মায়ের কাছে শোনা,আজো একই রকম প্রিয়

  • @md.sohelrana4551
    @md.sohelrana4551 ปีที่แล้ว +1

    কিছু বলার নাই, অসাধারণ।

  • @aliahasunshaon4830
    @aliahasunshaon4830 2 ปีที่แล้ว +4

    এই গান যত শুনি সুধু সুনতেই ইচ্ছা করে।
    ফিরে পেতে চায় ঐদিন গুলোর সাথে।

  • @salampaiker8040
    @salampaiker8040 2 ปีที่แล้ว +1

    এই সমস্ত গান কোনো দিন পুরোনো হয় না। সেই গীতিকারও নেই সুরকারও নেই।

  • @ratandebnath2311
    @ratandebnath2311 ปีที่แล้ว +2

    এই যেন এক নীরব ক্রন্দন ও আবেগের বসতবাড়ি!

  • @abdullahalmasum9653
    @abdullahalmasum9653 วันที่ผ่านมา +1

    অনেক খুঁজে গানটা পেলাম❤,,,😢০৪-১১-২০২৪,, 2:33,,কি অবাক সত্যি,, একদিন আমিও চলে যাব,,,😢কমেন্ট টা পড়বে হয়ত অন্য কোন প্রজন্মের কেউ😢😢😢

  • @uzzalseddah2693
    @uzzalseddah2693 2 ปีที่แล้ว +1

    চিরন্তন সত্য, প্রণাম তোমায় শ্রদ্ধেয় শিল্পী !!!!

  • @arabindabaidya3720
    @arabindabaidya3720 3 ปีที่แล้ว +6

    This is not only a song but also a pathotic melodious consolation of my mind, never forgotten it with the immortal Artist Hemant kumar

  • @AbdulMannan-c5x8h
    @AbdulMannan-c5x8h หลายเดือนก่อน

    গানটার সাথে জীবনের খুব মিল তাই যখনই শুনি চোখ দুটি অশ্রু শিক্ত হয়ে যায়।

  • @KamrulhaqMukul
    @KamrulhaqMukul 10 หลายเดือนก่อน +4

    আমার বাবা এই গানটা গাইতেন আজ সত্যি এ তিনি পৃথিবী থেকে হারিয়ে গেলেন😔

  • @rathin48
    @rathin48 ปีที่แล้ว

    আগেও শুনেছি যদিও এই গান টি, তখন শুধু ভালোলাগা দিয়ে শুনেছিলাম,,এখন বৃদ্ধ বয়সে শুনে মর্মে মর্মে অনুভব করি এবার তো কোন দিন সত্যি সত্যিই পথের মতো শেষ হয়ে যাব, ছায়ার মতো মিলিয়ে যাব, অথবা সুখের মতো ফুরিয়ে যাব, আসব না ফিরে কোন দিন,,,,
    মানুষের যাওয়া আসার এই পথচলা একদিন তো এইভাবেই শেষ হয়ে যায়,,এটাই স্বাভাবিক,,জীবনের ধ্রুব সত্য,,
    মুকুলবাবু অনবদ্য লেখনীতে সুরারোপ করে গানটি গেয়ে অমর করে রেখেছেন সবার প্রিয় ও শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 ปีที่แล้ว +1

    আমি ও পথের মতো হারিয়ে যাবো!! চিরন্তন সত‍্য

  • @SujataDe-ev8hd
    @SujataDe-ev8hd 2 หลายเดือนก่อน

    Khub sundor gaan mon chote jai. ❤

  • @md.rashidulislam6600
    @md.rashidulislam6600 10 หลายเดือนก่อน +1

    অনেক সুন্দর লিরিক্স

  • @Swapanvlogs-hh4sh
    @Swapanvlogs-hh4sh 6 หลายเดือนก่อน +3

    যদি কারো মন খারাপ লাগে তখন এই গানটি শুনবেন মনে অনেকটা শান্তি পাবেন❤❤❤❤❤

  • @protimabhabuk3214
    @protimabhabuk3214 13 วันที่ผ่านมา

    আমি প্রতিদিন শুনি গানের কথাগুলো অসম্ভব সুন্দর

  • @aparnaniyogi1970
    @aparnaniyogi1970 ปีที่แล้ว +5

    Hemanta Mukherjee was a great melody singer🎤 his tune so sweet fantastic 🙏

  • @mohebulrubel
    @mohebulrubel ปีที่แล้ว +2

    আমি কোন দিন হারিয়ে যেতে চাইনা, থেকে যেতে চাই মানুষের মাঝে ছায়া হয়ে।

  • @emonwahid
    @emonwahid 3 ปีที่แล้ว +22

    সেই ১৯৯৭ থেকে শুনছি, তৃপ্তি পেলাম কই!

  • @Newjourney1830
    @Newjourney1830 ปีที่แล้ว +1

    অসাধারণ সুন্দর এই গানটি মনটা ভরে গেল।

  • @happymandal61
    @happymandal61 3 ปีที่แล้ว +8

    আমিও নদীর মতো হারিয়ে যাবো আসবোনা ফিরে কোনো দিন।

  • @kalyanimahato5164
    @kalyanimahato5164 4 ปีที่แล้ว +13

    I have come alone, I will go alone, I will not leave, I will never come back......

  • @borhanuddin8170
    @borhanuddin8170 3 หลายเดือนก่อน

    এই গানটি আমি প্রায়ই শুনি, গানের কথা গুলো অনেক সুন্দর, পৃথিবীতে কেও কারো নই,।

  • @sudhenduganguly4112
    @sudhenduganguly4112 ปีที่แล้ว +1

    আমর মনে কখনও আসেনি যে আমার প্রিয় মানুষটিকে হঠাত্ এইভাবে হারিয়ে ফেলবো।পথ চেয়ে বসে থাকলেও সে আর ফিরে আসবে না কথা বলতে বলতে সে চলে যাবে না ফেরার দেশে!একা একা চোঁখের জলই হবে জীবনের সঙ্গী!

  • @debashishmukherjee8387
    @debashishmukherjee8387 ปีที่แล้ว +1

    সত্যিই, এটাই তো জীবনের চিরসত্য

  • @reinhardtrabiul
    @reinhardtrabiul 11 หลายเดือนก่อน

    Great Hemanta Sir.🖤

  • @runalaila2063
    @runalaila2063 5 หลายเดือนก่อน

    অসম্ভব একটা পছন্দের গান।

  • @apadasgupta9593
    @apadasgupta9593 2 ปีที่แล้ว +3

    যেমন গায়কী তেমনি কণ্ঠ সেরকম সুরে পারফেক্ট গান গাওয়া আর কোনো গায়ক-গায়িকার কণ্ঠে শোনা যায় না

  • @kamaleshmukherjee8541
    @kamaleshmukherjee8541 11 หลายเดือนก่อน +1

    ঈশ্বর কন্ঠ

  • @ratanmishra9889
    @ratanmishra9889 5 ปีที่แล้ว +10

    ভালো লাগা গান,

  • @RameshMridha-ci3gw
    @RameshMridha-ci3gw 19 วันที่ผ่านมา

    অপূর্ব গানের গলা।

  • @chayonkabirofficial7308
    @chayonkabirofficial7308 2 ปีที่แล้ว +7

    শুনুন তবে হারিয়ে যাবেন না
    নিজেকে ভুলে

  • @saibalc13
    @saibalc13 3 หลายเดือนก่อน

    প্রথম শোনার দিনটা থেকে আজও প্রায় পঞ্চাশের কোঠায় পৌঁছেও এই গানটা শুনলেই গন্ডদেশ আপনাআপনিই জলে ভিজে যায় অবিরাম, যার উৎস আমার চোখ দুটো...... এ শুধু গান নয় এ পরম সত্য জীবন সংগীত

  • @indrojitkumar8
    @indrojitkumar8 ปีที่แล้ว +1

    বারবার শুনি তবু মনের তৃষ্ণা মেটে না।
    সাতক্ষীরা; খুলনা ; বাংলাদেশ। সময়
    ২৫/১১/২০২২
    ১২. ০০( রোদ মাখা দুপুর)

  • @pallaltarafder483
    @pallaltarafder483 ปีที่แล้ว +2

    যতবারই শুনি ততো বারই মনে শক্তি পাই 💞💞💞💞
    অসাধারণ, ভংয়কর সুন্দর কথাগুলো 💝

  • @shopnotithi2541
    @shopnotithi2541 6 หลายเดือนก่อน

    অসাধারণ ❤

  • @dr.jayantakumarsarma5452
    @dr.jayantakumarsarma5452 2 ปีที่แล้ว +2

    Excellent melodious heart touching song .....🙏

  • @GoutamBandyopadhyay
    @GoutamBandyopadhyay ปีที่แล้ว +1

    অনবদ্য

  • @diliphalder8174
    @diliphalder8174 ปีที่แล้ว +1

    অসাধারণ গান 💚🙏💙

  • @kalyankumarsen742
    @kalyankumarsen742 ปีที่แล้ว

    জীবনে অনেক গান শুনেছি , কিন্তু এ এমন গান
    হৃদয় ছুঁয়ে যায় ৷

  • @rafiqislam6584
    @rafiqislam6584 2 ปีที่แล้ว +1

    আমার সবচে প্রিয় গানের মধ্যে এই গানটি।

  • @anondojan1474
    @anondojan1474 4 ปีที่แล้ว +2

    Ato Natural kontho... Odvut sundor

  • @tarunbasak2746
    @tarunbasak2746 3 ปีที่แล้ว +4

    THIS IS OUR HUMAN PHILOSOPHY EVER & EVER

  • @advocaterinaparvin8013
    @advocaterinaparvin8013 3 หลายเดือนก่อน

    বেঁচে আছি, এটা অস্বাভাবিক একদিন চলে যাব এটাই স্বাভাবিক।

  • @suprabhatmajee9186
    @suprabhatmajee9186 4 หลายเดือนก่อน +1

    WOW excellent super memorial outstanding sweety super song
    Asansol HP CollegeRd Bye Lane Netajisarani

  • @mdsayeed7479
    @mdsayeed7479 ปีที่แล้ว +1

    গানটা আমি এক হাজার বার শুনছি

  • @zahidulchowdhury4785
    @zahidulchowdhury4785 ปีที่แล้ว +1

    ওর মোবাইলে এই গানটি ওয়েলকাম টিউন ছিলো।প্রায়ই ওকে বলতাম ""তুমি কোথায় হারিয়ে যাবে?যেখানেই হারাবে খুঁজে আবার নিয়ে আসবো।""কিন্তু আমি জানতাম না যে সে সত্যিই একদিনএমনভাবেই হারিয়ে যাবে যে সেখান হতে খুঁজে নিয়ে আসবার ক্ষমতা শুধু আমারই না,,এই পৃথিবীর কোনো মানুষেরই নেই। 1:11

  • @sanjaymajumder1980
    @sanjaymajumder1980 ปีที่แล้ว

    অসাধারণ ❤️❤️❤️❤️

  • @monjurulmonowar1168
    @monjurulmonowar1168 2 ปีที่แล้ว +2

    এই গানটি আমার প্রিয় মীরা রায়ের কাছে গাইতাম আর ও কিছুতেই শুনতে চাইতো না। আজ সে আমার কাছ থেকে হারিয়ে গেছে। খুঁজে পাইনি।

  • @indranilroy5633
    @indranilroy5633 ปีที่แล้ว

    Old is Gold.Very Beautiful and Pathetic Bengali song of Hemanta Mukherjee.

  • @KashiNath-youtube
    @KashiNath-youtube 3 หลายเดือนก่อน

    বাবার কথা মনে পড়ে গেলো
    সত্যিই মন খারাপ হয়ে গেলো

  • @SobedajahanChy
    @SobedajahanChy 14 วันที่ผ่านมา

    অসাধারণ

  • @youtubelovarsahadev7173
    @youtubelovarsahadev7173 ปีที่แล้ว

    এই আধুনিক প্রজন্মের ছেলে হয়েও এখন কার গান গুলো না শুনে যখন খুব মন খারাপ হয়, তখন এই সব গান গুলো শুনে মন ঠিক রাখার চেষ্টা করি

  • @mdshamimreza3607
    @mdshamimreza3607 ปีที่แล้ว +1

    মন জুড়ানো গান

  • @arghyadatta6333
    @arghyadatta6333 ปีที่แล้ว

    ei gan kono ekta generation er noi a gan chirodiner gan sob juger sober gan❤

  • @taukirahmed2967
    @taukirahmed2967 5 หลายเดือนก่อน

    প্রিয় বাড়িতে আর কোনোদিনও ফেরা হবে না, ফেরা হবে না বাড়ির মানুষগুলোর কাছে।

  • @shibsankarchakraborty4560
    @shibsankarchakraborty4560 3 หลายเดือนก่อน

    Ai gaanta jiban darsaner gaan chir kaler harie jaoar gaan pranam janai hemanta babuke

  • @sahadebadhikari4584
    @sahadebadhikari4584 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো গানটা শুনে