সম্রাট শেরশাহ র বর্ণময় জীবন কাহিনী | king Shershah suri | জীবনী | Bangla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • মধ্যযুগীয় আফগান বংশোদ্ভুত ভারতীয় সম্রাট। ১৪৮৬ খ্রিষ্টাব্দে ফিরোজা নামক স্থানে জন্মগ্রহণ করেন। পিতার নাম হাসান শাহ সুরি। এই কারণে তাঁর নাম ছিল শেরশাহ সুরি। তাঁর পিতা ছিলেন বিহারের অন্তর্গত সাসারামের জায়গিরদার। অল্প বয়সে তাঁর মা মারা যাওয়ার কারণে বিমাতার কাছে প্রতিপালন করেন। বিমাতার কাছে তিনি অবহেলিত হয়ে বড় হয়ে উঠেন। বড় হওয়ার পর তিনি, ভাগ্যান্বেষে গৃহত্যাগী হন। গৃহত্যাগের পর নানা জায়গায় ঘুরে তিনি জৌনপুরের জামাল খাঁর অধীনে চাকরি নেন। এ্খানে তিনি আরবি ও ফারসি ভাষা শেখেন। তাঁর তীক্ষ্ণ বুদ্ধি ও কর্মনিষ্ঠায় সন্তুষ্ট হয়ে, জামাল খাঁ তাঁর পিতা হাসানকে শেরশাহের প্রতি সদয় ব্যবহারের অনুরোধ জানান। এরপর তিনি পিতার কাছে ফিরে এলে, তিনি সাসরাম এবং খোয়াসপুরের জায়গিরের শাসনভার দেন।
    ১৫১১ খ্রিষ্টাব্দ থেকে ১৫২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি দক্ষতার সাথে এই দুই অঞ্চল শাসন করেন। কিন্তু ১৫২২ খ্রিষ্টাব্দে বিমাতার দুর্ব্যবহারে অতীষ্ট হয়ে ফরিদ বাহারের কাছে চাকরি করেন। ১৯২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই মালিকের অধীনে থেকে প্রশাসনিক কাজে আরও দক্ষ হয়ে উঠেন। এক সময় তাঁর সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে ফরিদ বাহার তাঁকে খাঁ উপাধি দেন। এরপর থেকে তিনি শের খাঁ নামে
    পরিচিত হয়ে উঠেন। বাহার খাঁ তাঁর নিজ পুত্র জালাল খাঁর শিক্ষক হিসেবে তাঁর নিয়োগ দেন। পরে তাঁকে দক্ষিণ বিহারে বাহার খাঁর সহকারী শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন। কিন্তু বাহার খাঁর সাথে মনোমালিন্য হওয়ায়, ১৫২৭ খ্রিষ্টাব্দে তিনি বিহার ত্যাগ করে মোগল সম্রাট বাবর-এর অধীনে চাকরী নেন। ১৫২৭ খ্রিষ্টাব্দের দিকে বাবর মেবারের রাণা সংগ্রাম সিংহ এবং পূর্ব-ভারতে আফগানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। এই সময় বিহার আক্রমণের সময় তিনি বাবর-এর সাহায্য করেন। এই কারণে বাবর সন্তুষ্ট হয়ে, তাঁকে সাসারামের জায়গির প্রদান করেন। কিন্তু ১৫২৮ খ্রিষ্টাব্দে মোগল রাজসভা ত্যাগ করে, পুনরায় বিহারে ফিরে আসেন এবং জালাল খাঁর অভিভাবকের দায়িত্ব পালন করেন। এই সময় নাবালক জালাল খাঁর অভিভাবক হয়ে তিনি নিজের ক্ষমতা বৃদ্ধি করেন।
    ১৫৩০ খ্রিষ্টাব্দে সম্রাট বাবর -এর মৃত্যুর পর, হুমায়ুন সিংহাসনে বসেন। এই সময় তিনি প্রকৃত অর্থে বিহারের শাসনকর্তা হয়ে উঠেন। তিনি হুমায়ুন-এর বশ্যতা অস্বীকার করলে, হুমায়ুন চুনার দুর্গ আক্রমণ করে দখল করে নেন। এই সময় চতুর শেরশাহ হুমায়ুন-এর বশ্যতা স্বীকার করে নেন।
    #biography
    #viralvideo
    #history
    #bangla
    #shershaah
    #mughalempirehistory
    #historyfacts
    #information

ความคิดเห็น • 26