সহদেববাবুর পোর্ট্রেট।। সত্যজিৎ রায়।। রোমাঞ্চকর ছোট গল্প।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • গল্প: সহদেববাবুর পোর্ট্রেট
    গল্পকার: সত্যজিৎ রায়
    প্রচ্ছদ: মৃত্তিকা চক্রবর্তী
    গল্পপাঠ: ইন্দ্রনীল সেনগুপ্ত
    Background Music: The Cradle of Your Soul
    by Leva
    গল্প সম্বন্ধীয়: সাহিত্যের পরিসরে বিশ্ববিখ্যাত চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের সাহিত্যিক হিসাবেও অবদান অসামান্য।
    তারই লেখা একটি অনবদ্য ছোট গল্প 'সহদেববাবুর পোর্ট্রেট।
    এই গল্পের প্রধান চরিত্র সহদেব বাবু ট্রেনের হকারি থেকে ধীরে ধীরে হয়ে ওঠেন একজন সফল ধনী ব্যবসায়ী। তার সাথে তার জেগে ওঠে নানান সখ, যার মধ্যে অন্যতম একটি সেল্ফ পোর্ট্রেট । হঠাৎ ই এক নিলামের দোকানে তিনি পেয়ে যান একটা পোর্ট্রেট যেটাতে আঁকা ছবির সাথে সহদেব বাবুর চেহারার আশ্চর্য মিল। সেই ছবি তে আঁকা অন্যান্য যে সব জিনিস ছিল, সবই একে একে জোগাড় করে ব্যবহার করতে শুরু করেন সহদেব বাবু। কিন্তু ক্রমে ক্রমে ঘটনা অন্যদিকে মোড় নেয়। তারপর কি হল সেই পোর্ট্রেটির, সহদেববাবুই বা কি করলেন, জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প ' সহদেব বাবুর পোর্ট্রেট'...

ความคิดเห็น • 1