17:16 পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটা জানো? কোনটা? জীবন থেকে মৃত্যু পর্যন্ত..নাহ। সবচেয়ে বড় দূরত্ব হলো.. যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি.. 🖤
"পৃথিবীরসবচেয়ে বড়ো দুঃখ হলো যখন আমি তোমার সামনে থাকি আর তুমি জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি"...সব থেকে প্রিয় এবং অর্থবহ উক্তি...❤কবিগুরু তোমার চরণে জানাই শত কোটি প্রণাম...🙏আর michi bangla কেও জানাই এত সুন্দর একটা গল্প উপস্থাপন করার জন্য অসংখ ধন্যবাদ...😊
সৌমক দা তোমার বলা just কোনো কথা হবে না। তোমার বলার কথায় যেন যে কেউ তার সেই গোছালো -অগোছালো মানুষটার খোঁজ করে।।। যাই হোক সব মিলিয়ে অসম্ভব সুন্দর। সবটা যেন feel করা যায়।❤️ আর গুরুদেবের গল্প তো আমাদের কাছে সব সময় এক অন্য প্রেম।
প্রায় রাত 2 টো ঘুম আসছে না .কি করা যায় শেষে , ডাউনলোড করা গল্প টা শুনব প্ল্যান করলাম গল্প টা শেষ ও হয়ে গেছে কিন্তু আমার চোখ থেকে জল পড়া বন্ধ হয় নি, সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না!!! 🙂 লাইন টা খুব ভালো লাগল " দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচব কবে"!!! খুব সুন্দর গল্প ❤️ সত্যিই
খেয়ার পর এটাই আমার সবচেয়ে প্রিয় গল্প. বাঙালির প্রেমে রবি ঠাকুর থাকবেন না সেই কখনো হয়। রবি ঠাকুর ছাড়া বঙ্গ বাঙালি সম্ভব নয়। তবে শেষটা এমন হওয়া ....... মনটা বড় খারাপ হয়ে গেল.......😢
সত্যি খেয়ার পর তেমন কোনো মনে দাগ কাটা গল্প খুঁজে পাচ্ছিলাম না.... আমি প্রত্যেক দিন দুপুরে গল্প গুলো শুনি,, প্রথমের দিকের গল্প গুলো খুব একটা শুনি না আজ হটাৎ এই গল্প টা শোনার ecche হলো আর সত্যি 🙂 মন ছুঁয়ে গেলো..❤️❤️
Hoito golpo ata ..... but kichu kichu somay sotti o hoi .... sa bari ta barolo tomay promise kora -" aj taratari fira amra aksatha gurta jabo ganga r dhar a .." Kintu sai manus ta ar farana ...tokon mon ar vitor a ki hoi sata ja onuvab kora sai boja ... Kan kan hoa jay mon ar vitor ta ..💔 jano mona hoi ai prithibi ta akta mitta ....sob mitta ...💔
জানি না কত বার এই গল্পটা শুনেছি।যত বার পুরনো দিনের কথা মনে পড়ে তত বার এই গল্পটা শুনি।মনে এক অদ্ভুত শান্তি পাই।এই শান্তিটা ঠিক কেমন তা হয়তো বলে বোঝানো যাবে না😌
সত্যি জীবন, মরণের সীমানা ছাড়িয়ে আমাদের জীবনের এক বন্ধু হিসাবে শক্ত লাঠির ন্যায় দাড়িয়ে আছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 😌মিরচি বাংলার আজকের নিবেদনটি অত্যন্ত ধীর, স্থির। যেখানে নেই কোনো আড়ম্বর। অথচ এর মাঝেই আমরা উপলব্ধি করি জীবনের চরম সত্য কে। 🙏🙏🙏🙏
এতবার এই গল্প টা শুনেছি তবুও যেন মন ভরে না ... সত্যিই এত জীবন্ত হয়ে উঠেছে এই গল্প টা যেন চোখের সামনে সব কিছু ঘটছে আমি নিজেই যেন একটা চরিত্র হয়ে উঠেছি এতে...বারেবারে শুধু এই মনে হচ্ছে যে দুঃখও কি এতটা আনন্দ দিতে পারে ...চোখের জলও কি এতটা আপন হতে পারে ... তা সত্যিই শুধু ঠাকুর এর এই গান ও লেখনী গুলোই এতো সুন্দর ভাবে প্রকাশ করতে পারে...দিনের শেষে মনে হয় জীবনের সব দুঃখ- কষ্ট - বেদনা যেন তাঁর ওই গানের শব্দের সঙ্গে কোথায় যেন ভেসে যায় ...মিলে যায় গানের কথা- সুর - আবেগ - অনুভূতি তে.... আমার অস্তিত্ব যেন মিশে যায় আমাদের রবি ঠাকুরের অস্তিত্বে ...সব একসুরে গেঁথে গেছে গানে গানে সুরে সুরে...
এতটা মনের ভিতর দাগ কেটে যাবে যে সেটা বুঝতে পারার আগেই অঝরে চোখের কোন থেকে জল গড়িয়ে পড়ছে ।। অগোছালো ঠিক এমনই এক প্রেম আমার জীবনে দাগ কেটে গেছে ।। 😭🧿❤
জীবন মরণের সীমানা ছাড়ায়, বন্ধু হে আমার , রয়েছো দাঁড়ায় ....🖤 অতি পরিচিত রবি ঠাকুর এর গান ...🖤 সত্যিই তো কবিগুরুর জন্ম বার্ষিকী উপলক্ষে এর থেকে ভালো পরিবেশনা আর কিই বা হতে পারে ? Thank you team mirchi ❤️ প্রাণের ঠাকুরের জন্য এত সুন্দর একটা presentation প্রেম ডট কমের শ্রোতা দের উপহার দেবার জন্য ❤️ গল্পের নাম টাই মনে আঁচড় কাটলো ❤️ আশা করি গল্প টাও অনন্য হবে ....❤️
সত্যিই রবি ঠাকুর ভগবান! মানুষের আবেগের আরেক নাম রবীন্দ্রনাথ,,,,, মনের মধ্যে যেন এক দাগ কেটে গেল গল্পটি।যা হাজারো পটি, হাজারো ঔষুধের মাধ্যমেও সেরে উঠবে না। আর গল্পটি শুনতে শুনতে চোখের যে জল বিসর্জন হয়েছে তার দামও কেউ দিতে পারবে না। 🤍 আপনাদের ধন্যবাদ, গল্পটি এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য 🙏
ছোট বেলায় রবীন্দ্রসংগীত avoid করে চলতাম !!😐 ≈ এখন যত বড়ো হচ্ছি ততই গানের লাইন গুলো নিজের জীবনের সাথে মিলে যাচ্ছে!! 🍁🌼 ≈ তারে আমার আমার মনে করি! আমার হইয়া আর হলোই না...!! ≈ রবী ঠাকুর হয়তো আমাদের মধ্যে আর নেই । কিন্তু যত দিন বাঙ্গালী যত দিন থাকবে ততদিন রবী ঠাকুর বেঁচে থাকবে আমাদের মধ্যে।। ❤
গতো তিন দিন ধরে এতো এতো গল্প শুনেছি যে আমার ২২ বছর বয়সে আমি এখন পর্যন্ত এতো গল্প পরিনি। প্রেমে পরে গেলাম প্রেম ডট কমের। পূজোর বন্ধটা এতো ভালো জাটবে ভাবতেই পারিনি।🖤 ধন্যবাদ প্রেম.ডট.কম।
অসাধারণ একটি গল্প আর মন কেড়ে নেওয়া একটা প্রচ্ছদ.... বই হাতে নিয়ে পড়ো কিংবা audio শোনো গল্পের আসল আকর্ষণ হলো তার প্রচ্ছদ চিত্র আর এই ব্যাপার radio mirchi অনেকটাই এগিয়ে 😊❤️
এই এপিসোড টার মধ্যে কিছু একটা নেশা মেশানো আছে।। শেষে somak দার গানটার প্রেমে পড়ে গেছি।। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে গান টা না শুনলে যেন হয় না।। যখন কোনো কিছুই ভালো লাগে না, কী হয়েছে আমার সেটাই বুঝতে পারি না, যখন শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করে তখন এই এপিসোড টা শুনি।। আর কী অদ্ভুত ভাবেই যেন সবটা ঠিক হয়ে যায়।। তবে এমন কোনো কিছুই আমার জীবনের সাথে সম্পর্ক যুক্ত নয়।। অদ্ভুত একটা শান্তি খুঁজে পায়।।💖💖
Tumi Robe Nirobe ,hridoye Momo. Gurudeb ar ei shubha janmodine, Tar sriti bijorito, Golp dakhe, monta utfulle vore uthlo. Ai bises dine Mirchi bangler kach thake ak akangkhito golpo upoher pabo ai asai rakchi...❤️❤️❤️
ভোর হতে যায়।গল্পটা শুনছিলাম। ঘুম না আসা রাতে অদ্ভুত সুন্দর একটা অনুভূতি দিলো। ছোট থেকে প্রতি অধ্যায় রবি ঠাকুর অদ্ভুত ভাবে জড়িয়ে আছে।❤️আজ যেন আবারো প্রেমে পরলাম। 😊
প্রতি বছর রবীন্দ্রাজয়ন্তীর দিন ফিরে আসি এই গল্পটা সোনার জন্য ।।। আজ ২০২৪ সালের ৮তই মে এই কমেন্টটা রাখে গেলাম।।। আবার বছর দশেক পর যদি জীবন সঙ্গ না ছেড়ে দায়ে আবার ফিরে আসবো।।। ততদিন আশা করি সবার ভালোবাসা যেন পূর্ণতা পাক।।।
শেষটুকু তে চোখের কোন ভিজে গিয়েছিল... অসাধারণ নির্বাক করা একটা অনুভূতি হল... নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচয় হলো... অনেক অনেক ধন্যবাদ premdotkom
ভগবান কারো সাথে এমন যেনো না করে,,,,আমি নিজে যানি এর ব্যাথ্যা।সারে আট বছর দুজন দুজনকে জড়িয়ে ধরে নানান বাধা পার করে বিয়ের দিন ঠিক হওয়ার তিন দিন পর সব শেষ করে সে চলে যায় ,সে ও এমনটাই ছিল খুব খেয়াল ও রাখতো ।আজ সারে সাত বছর শিক্ষিকা হয়ে ওর হয়েই কাটিয়ে দিয়েছি । আগামী তেও ওর ই থাকবো।সবাই ওর শান্তি কামনা করো।।
কতবারও ভেবেছিনু আপন ভুলিয়া ...🙂 থেকে.... জীবনমরনের সীমানা ছাড়ায়ে ... বন্ধু হে আমার , রয়েছ দাঁড়ায়ে ।।🖤 আবারও ভীষণভাবে প্রেমে পড়ে গেলাম প্রেম ডট কমের 🤹♀️। সত্যিই তাই রবিঠাকুরের বইগুলিতে ধুলো পড়লেও তিনি কিন্তু আজও আমাদের প্রতিটি সময়ের সাথে ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছেন । আজকের গল্পটি থেকে আবারও তা উপলব্ধি করলাম।এক কথায় অনবদ্য ❤ চোখে জল আনার মতো আর রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো অসাধারণ ।মনটা বেশ ভারী হয়ে ছিল আজ, রাত 3.46 ...সবেমাত্র গল্পটি শোনা শেষ হলো এখন হালকা লাগছে বেশ😊 শুভ জন্মদিন রবিঠাকুর ❤
এক কথায় অসাধারণ একটি গল্প।মন ছুয়ে গেলো।অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই গল্পটা আমাদের শোনার জন্য সুজোগ করে দিয়েছে। আর এই গল্প লেখক এর প্রসংশা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। Over all just mind blowing.... ❤️❤️❤️
অনেক দিন পর একটা গল্প মন ছুয়ে গেল 😔❤️প্রেম ডট কমের যা প্রেম ডট কম র অনবদ্য সৃষ্টি , ঠাকুরের জন্মদিনে এই রকম উপহার আসা করা যায় , আমার অসীম ভালোবাসা ও শ্রদ্ধা জানাই ❤️❤️🙏
বন্ধু হে আমার, semikolon, ei first year , the proposal - এই গল্প গুলো একেবারে মনে দাগ কেটে গেল সত্যি গোধূলি দি গলায় রবীন্দ্র সংগীত এবং কবিতা , সোমক দার গলায় এতো সুন্দর গান , আর অগ্নি দার এতো সুন্দর রোমান্টিক voice এগুলো কে কি আর avoid করা যায় আর যেই করুক mirchi lover রা কোনোদিনও পারবে না ❤
সপ্তাহ পরে এখন মির্চি প্রেসেন্স একটি খুব ভাল গল্প চয়ন করেছে। আমি খুব খুশি এবং উজ্জ্বল পথ এগিয়ে যাওয়ার জন্য কামনা করি. আমি এখন এই খুব সুন্দর গল্পটি শুনতে যাচ্ছি। আমি এর জন্য অপেক্ষা করতে অক্ষম নই।
কিছু বলার নেই সত্যি, গায়ে কাঁটা দিলো ভীষণভাবে, মনে হয় যে মুহুর্ত চলে যাচ্ছে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখতে হয়, বড় নিষ্ঠুর মনে হয় সময়কে যাকে রাখা যায়না কিন্ত মনে থেকে যায় স্মৃতি , কাটানো মুহুর্ত আর অনেক ভালো-খারাপ অনুভূতি ।।। ❤️
"Dukkho jdi na pabe toe dukkho tomar guchbe kobe" osadharon laglo eta ...ei vabei amra kacher manus ke kobe kokhon hariye felbo janina ...........last er voice note ta 🙃🙃🙃🙃.........
রবিঠাকুর আমাদের জীবনের সাথে যে সর্বক্ষণ ওতেপ্রাতভাবে জড়িয়ে আছেন তা এই গল্পের মধ্য দিয়ে অসাধারণভাবে ফুটে উঠেছে ।ভীষণ ভীষণ মন ছুঁলো গল্পটা ।❤❤❤❤❤❤ সেইসঙ্গে শেষের দিকটা ভীষণ মন খারাপ করে দিল ।🙂😓😓😔😔😞😞
চারু দেখে তার সমস্ত দুঃখ, সমস্ত সুখ, সমস্ত জমে থাকা অভিমান, সমস্ত উথাল পাথাল কান্না একটু একটু করে শান্ত হচ্ছে " কিন্তু ঠিক তখন ই সমস্ত কিছুকে অতিক্রম করে , বুকের ভিতর উথাল পাথাল করে, শান্ত চারু র কমে আসা কান্নার কাছে হঠাৎ অনুভব করলাম, আমার একটা বুক চাপা দারুন কষ্ট , আর কান্না । অসম্ভব দারুন ❤️
শেষ টায় চোখে জল এসে গেল। আর গভীর ভাবে দাগ কাটলো অই লাইন টা।"পৃথিবীর সব চয়ে বড় দুরত্ব হল, যখন আমি তোমার চোখের সামনেই থাকি কিন্তু তুমি জাননা যে আমি তোমাকে কতটা ভালবাসি "💗💖
কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ,কি বলবো।আমার জীবনের সাথে অতপ্রত ভাবে জড়িত ঘটনা গুলো।কুর্নিশ জানাই লেখিকা কে।। প্রাণ পেলো গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রক্তে,আমাদের দুঃখে,সুখে❤️❤️❤️❤️❤️
I must say.....অসাধারণ- অনবদ্য- অতুলনীয়....আমার রাতের ঘুম কাড়ল আজ...সত্যি বলতে আমি চোখের জল কে বাধ মানাতে অপারক হলাম। মনে দাগ কেটে দিল গল্প টা।এত দিন ধরে শোনা সব কটা গল্পের মধ্যে এটা সব থেকে বেশি মন ছু্৺য়ে যাওয়া গল্প......সত্যি অসাধারণ❤
পুরো গল্পটা শুনলাম কখনও প্রেমের লাজুক লাজুক মন নিয়ে আবার কখনও দুঃখে ভারাক্রান্ত মনে কিন্ত গল্পের শেষে চারু ঘুমিয়ে পড়ার পর music টা কানে আসতেই চোখে জল মুখে হাসি আর মনে আনন্দ মিশিয়ে একটা অনুভূতি হল। অনেক দিন পর বাঙালির খাঁটি যৌবন প্রেমের একটা সুন্দর গল্প শুনলাম।এর জন্য প্রম ডট্ কম কর্তীপক্ষ কে জানালাম আমার অসংখ্য ধন্যবাদ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 (অমিত এর রবীন্দ্র সংগীত এর কন্ঠটি সত্যিই খুব সুন্দর)
গল্পটা কয়েকদিন ধরে শুনবো শুনবো করছিলাম, কিন্তু শোনা হয়ে উঠছিল না। গল্প টা শুনে আরও একবার বুকের ভেতরে লুকিয়ে রাখা ভালোবাসা টা চোখ দিয়ে ঝড়ে পড়ল। অসাধারণ অনুভূতি। ধন্যবাদ টিম মিরচি।❤️❤️
আমি Radio Mirchi-র একনিষ্ঠ শ্রোতা। প্রেম ডট কম ও বড়ই প্রিয়। কিন্তু কমেন্ট করিনি কখনো। সাধারণ একটা প্রেমের গল্পে এত স্পর্শ কাতরতা পেলাম, মন টা ভরে গেলো। আপনাদের উপস্থাপনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সোমকের গান আগেও শুনেছি, কিন্তু এবার প্রতিটা রবীন্দ্র সংগীত অসাধারণ লাগলো। শ্রীর গানটিও খুব সুন্দর। মন ছুঁয়ে গেলো আপনাদের এবারের সম্পূর্ণ উপস্থাপনা টি। অনেক ধন্যবাদ ❤️🙏🏾
Ufff Mon ta chuye gelo.... Sotti bolbo Prem dot com season 2 er shera golpo......... Bar bar shunbo....... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Ae rokom ro golper jonyo opekkhae roilam....... Sotttii robi thakur chara bangali jeno asompurno....... R somok da r golae Ami tomaro birohe rohibo bilino.... Ahaaaaaaa ghum kere nilo ❤
Somak da your voice is of another level....the way you express the emotion of songs .....love this....and what a story and representation.....awesome work ❤❤❤
অসাধারণ লাগলো...❤️❤️...Mirchi Somak এর গলায় রবীন্দ্রসংগীত গুলো শুনতে অপূর্ব লাগছিলো ✨... শেষ গান টায় চোখে জল চলে এলো...Thank You team Mirchi Bangla রবি ঠাকুরের জন্মদিনে এই অসাধারণ গল্পটি উপহার দেওয়ার জন্য....🙂😊
তিনটে বছর আর এখনো চিরনবীন এই অডিও স্টোরি। কষ্ট, আনন্দ, প্রেম যখন মাত্রা ছাড়ায় তখনই শুনি। প্রতিবার প্রথম শোনার মতোই অনুভূতি আর সাথে বিন্দু বিন্দু চোখের জল আর একরাশ শান্তি।😌❤️
আবারও ফিরে এসেছি এই গল্পটি শুনতে! বড্ড প্রিয় আমার 🤍 প্রথম দিন শুনে যতটা ভালো লেগেছিল আজকেও ঠিক সেই পরিমাণই ভালো লাগলো! বলা বাহুল্য সেই পরিমাণের থেকে বেশিই ভালো লাগলো! চোখের কোণ দিয়ে নিজে থেকেই জল গড়িয়ে পড়লো। মনের মধ্যে রয়ে গেলো এক অদ্ভুত ভালো লাগা, ভালোবাসা আর প্রাণের ঠাকুর 🤍🌼
প্রেম ডট কম এ আলাদা ভালোবাসা আছে হয়তো তাই প্রতি শুক্রবার এর জন্য অপেক্ষা করি ❤️.. রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে এর থেকে ভালো উপহার কি হতে পারে ❤️❤️.. Lockdown এ হয়তো অনুষ্ঠান ব্ন্ধ কিন্তু এই অনুষ্ঠান যেন মনে দাগ কেটে গেলো সাথে চোখে জল.. ভালোবাসা নিও সবাই.. আর সোমোক দার গানটা মন ছুঁলো ❤️❤️
গল্প শোনার পর অনুভূতিটা শব্দে ব্যক্ত করতে পারছি না... অসংখ্য ধন্যবাদ গোধূলি দি-কে এমন হৃদয়স্পর্শী একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য এবং সমগ্র mirchi team কে এমন অসাধারণভাবে গল্পটি উপস্থাপন করার জন্য..❤❤❤❤
অসাধারণ ❤❤মানুষের প্রতিটা অনুভূতি, আবেগ এর অন্যতম সঙ্গী যে কবিগুরু ই হতে পারেন...তিনিই যে আমাদের পরম বন্ধু তা আরও একবার প্রমাণিত হল এই গল্প দিয়ে ❤❤❤❤❤। অসংখ্য ধন্যবাদ জানাই mirchi bangla কে।
প্রথম প্রেম ডট কম এর কোন গল্প শুনে কাঁদলাম....তার কারণ হয়তো চারূলতার খানিক টা হলেও আমি।গল্পটা শুনতে শুনতে মনে হল সত্যিই তো এরকম একটা অমিতের ভালোবাসার প্রতিক্ষাই আমার মত আরও অনেক চারূলতা...কিন্ত যেমন চারূলতা বলল সুন্দর আর তথাকথিত অসুন্দরের parameter parallelly চলে কানেকটেড হয়না,বাস্তবে সেটাই সত্যি।খুব কম অমিত আছে যারা কানেক্ট করতে পারে...বলতে পারে- " কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ".....তবে তাকে খুঁজে পেলেও ধরে রাখার সাধ্য নেই। তাই হয়তো এটাই শ্রেয়, কারণ সব চারূলতার এত শক্তি থাকেনা সামলে ওঠার। তবে দুঃখ রাতের ঘুমপাড়ানি গান হয়ে রবি ঠাকুর আজীবন ছিল....আর রয়ে যাবে....এবং সব প্রতিক্ষারও শেষ হয় না, আজীবন রয়ে যায়... ঐ দুঃখ রাতের মত.... সোমক দার কন্ঠস্বর❤️ গোধূলিদির লেখা নিয়ে কিছু বলার যোগ্যতা আমার নেই তবে প্রার্থনা করি তোমার লেখাও আমাদের ঘুমপাড়ানি গান হয়ে উঠুক❤️ *** দুবছর আগে গল্পটা শোনার পর কমেন্ট টি করব বলে ফোনের নোটপ্যাডে লিখেছিলাম....কিন্ত করে উঠতে পারিনি..ঠিক চারূলতার না বলতে পারা কথাগুলোর মত। আজ হঠাৎ Notepad এর লেখাগুলো scroll করতে করতে লেখাটা পেলাম...আবারও ফিরে গেলাম সেই দিনে... আবারও শুনলাম মুগ্ধ হয়ে... তবে আজ মনে হল কমেন্ট টা করি.... কারণ আমিও চারূলতার মতোই যে কাজ টা যখন করার কথা করে উঠতে পারি না।
একটা ছোটো গল্পও যে কিভাবে একসাথে এতোটা আনন্দ , তৃপ্তি ও বেদনা দিতে পারে টা গোধূলির লেখা থেকে বোঝা যায়। তার সাথে বাঙালির প্রিয় ঠাকুরের গান। ❤️ এক কথায় ' অনবদ্য '❤️❤️❤️
গল্প যখন শুনছিলাম বার বার বুকের মধ্যে কেমন যেন করছিল,what a voice somak da and didi ❤️❤️ and godhuli di you are a great writer ,what a story and Rabindra sangeet
প্রথমে আনন্দের অশ্রু আর লাস্টে বিরহের অশ্রু দুই মিলে এক অসাধারণ অনুভূতি। কিভাবে প্রকাশ করবো বুঝতে পারছি না । 🔥🔥🔥🔥 লাস্ট মুহূর্তে কাঁদিয়ে দিলে। খুব খুব খুব ভালো লাগলো। গোধূলি দি নতুন করে আবার ও তোমার প্রেমে পরে গেলাম ❤️❤️
আমার এখনও পর্যন্ত শোনা সেরা গল্পের মধ্যে এটি অন্যতম যা ভীষণভাবে আমার মনের মধ্যে স্পষ্ট চিহ্ন রেখে গেছে। সোমক দাদার কন্ঠস্বর ছাড়া গল্পটি অসম্পূর্ণ। গোধূলি দিদির লেখা অনেক গল্পই শুনেছি, একটু অন্যরকম প্লট, চিন্তাধারা যা সত্যিই মনকে গম্ভীর অথচ কোনো একটা বিশেষ কারণে অদ্ভুত শান্তিতে ভাবিয়ে তোলে.....! তবে কিছু বিশেষ বস্তুর প্রতি আমাদের এমনই ভালোবাসা, মায়া এবং অনুভূতি জড়িয়ে থাকে যা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। তাদের একমাত্র অনুভবের দ্বারাই উপলব্ধি করা সম্ভব।✨♥😌
পুরো কাঁদিয়ে দিলো শেষ টা,,, বাঙালির Emotion আমাদের রবি ঠাকুর ❤️🙏
আমিও তাই r আমার নাম ও bidisha
পৃথিবীর সবচেয়ে বড় দুরত্ব হল
যখন আমি তোমার সামনে থাকি
কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি ❤🥀
Thik ei jinis tar bhetor diei jachchi akhon...
Bojhate parchi na take...
আমিও
Ei je kemon achen, apnake khuje pelam
Dhonnobad amar prio line ta comment korar jonno☺
Aha
কী অদ্ভুত না এই অনুভূতি?
কিন্তু তার সাথে হয়তো আর কোনোদিন দেখাই হবে না
17:16
পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটা জানো?
কোনটা?
জীবন থেকে মৃত্যু পর্যন্ত..নাহ।
সবচেয়ে বড় দূরত্ব হলো..
যখন আমি তোমার সামনে থাকি,
কিন্তু তুমি জানো না
যে আমি তোমাকে কতটা ভালোবাসি.. 🖤
37:12
"পৃথিবীরসবচেয়ে বড়ো দুঃখ হলো যখন আমি তোমার সামনে থাকি আর তুমি জানো না যে আমি তোমায় কতটা ভালোবাসি"...সব থেকে প্রিয় এবং অর্থবহ উক্তি...❤কবিগুরু তোমার চরণে জানাই শত কোটি প্রণাম...🙏আর michi bangla কেও জানাই এত সুন্দর একটা গল্প উপস্থাপন করার জন্য অসংখ ধন্যবাদ...😊
গায়ে কাঁটা,চোখে জল আনার মত সুন্দর ❤️🌼
Akdom thik......bolechen......❤️🌼😌
10:30 সোমক এর কণ্ঠে "যে ছিল আমার স্বপনচারিণী" যেন আলাদাই মাত্রা পেয়েছে..বার বার শুনতে ইচ্ছা করছে ❤️❤️
একবার সরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃৎপ্রদীপ গল্পটা শুনুন । 😊❤️
সৌমক দা তোমার বলা just কোনো কথা হবে না। তোমার বলার কথায় যেন যে কেউ তার সেই গোছালো -অগোছালো মানুষটার খোঁজ করে।।।
যাই হোক সব মিলিয়ে অসম্ভব সুন্দর। সবটা যেন feel করা যায়।❤️
আর গুরুদেবের গল্প তো আমাদের কাছে সব সময় এক অন্য প্রেম।
সোমক
আধুনিক প্রেমের সাথে কিভাবে যে রবীন্দ্রনাথ জড়িয়ে আছে তা তোমরা তোমাদের এই গল্পের মাধ্যমে দুর্দান্তভাবে ফুটিয়ে উঠেছো।।
প্রকৃত ভালোবাসা জীবনে একবারই হয় আর তার শেষটা বিরহ দিয়েই হয় আর রবীন্দ্রনাথ তিনি তো আমাদের প্রতিটা মুহূর্তই আমাদের সাথে আছে ❤️। অতুলনীয় গল্প।
প্রায় রাত 2 টো ঘুম আসছে না .কি করা যায় শেষে , ডাউনলোড করা গল্প টা শুনব প্ল্যান করলাম গল্প টা শেষ ও হয়ে গেছে কিন্তু আমার চোখ থেকে জল পড়া বন্ধ হয় নি, সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না!!! 🙂 লাইন টা খুব ভালো লাগল " দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচব কবে"!!! খুব সুন্দর গল্প ❤️ সত্যিই
Dilo to spoiler dia
@@OrewaIssei-zx9kj 🙄1 বছর আগের গল্প !!!!
@@petni123 ami dekhi nai tai amr jonno new 🥲
@@OrewaIssei-zx9kj সেটা কি আমার দোষ! 😂
খেয়ার পর এটাই আমার সবচেয়ে প্রিয় গল্প. বাঙালির প্রেমে রবি ঠাকুর থাকবেন না সেই কখনো হয়। রবি ঠাকুর ছাড়া বঙ্গ বাঙালি সম্ভব নয়। তবে শেষটা এমন হওয়া .......
মনটা বড় খারাপ হয়ে গেল.......😢
Amr o... Same
সত্যি খেয়ার পর তেমন কোনো মনে দাগ কাটা গল্প খুঁজে পাচ্ছিলাম না.... আমি প্রত্যেক দিন দুপুরে গল্প গুলো শুনি,, প্রথমের দিকের গল্প গুলো খুব একটা শুনি না আজ হটাৎ এই গল্প টা শোনার ecche হলো আর সত্যি 🙂 মন ছুঁয়ে গেলো..❤️❤️
Hoito golpo ata ..... but kichu kichu somay sotti o hoi .... sa bari ta barolo tomay promise kora -" aj taratari fira amra aksatha gurta jabo ganga r dhar a .."
Kintu sai manus ta ar farana ...tokon mon ar vitor a ki hoi sata ja onuvab kora sai boja ...
Kan kan hoa jay mon ar vitor ta ..💔 jano mona hoi ai prithibi ta akta mitta ....sob mitta ...💔
Ak dom❤
Life line শুনতে পারেন, season 1 থেকে, আমার প্রিয়গুলোর একটা
জানি না কত বার এই গল্পটা শুনেছি।যত বার পুরনো দিনের কথা মনে পড়ে তত বার এই গল্পটা শুনি।মনে এক অদ্ভুত শান্তি পাই।এই শান্তিটা ঠিক কেমন তা হয়তো বলে বোঝানো যাবে না😌
সত্যি জীবন, মরণের সীমানা ছাড়িয়ে আমাদের জীবনের এক বন্ধু হিসাবে শক্ত লাঠির ন্যায় দাড়িয়ে আছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 😌মিরচি বাংলার আজকের নিবেদনটি অত্যন্ত ধীর, স্থির। যেখানে নেই কোনো আড়ম্বর। অথচ এর মাঝেই আমরা উপলব্ধি করি জীবনের চরম সত্য কে। 🙏🙏🙏🙏
Best premdotcom ever. Joto bari suni notun mone hoy
গল্প টা মনে দাগ কেটে গেলো...রাতের ঘুম কেড়ে নিলো....অসাধারণ অনুভূতি❤️❤️❤️❤️ আজ আবারো নতুন ভাবে প্রেমে পরে গেলাম প্রেম ডট কমের 😌 ❤️❤️
Sottie tai osadharon golpota
Akdom thik
Yes you are right
@Raji Gupta kk((
Hmmm ekdom tai ❤️..
যদি যাবারই হলো তবে আসিলে কেনো‼️
আমার অগোছালো আমি কে গুছাতে , কিংবা গোছানো এই আমাকে অগুছিয়ে দিতে🥺
রবিঠাকুর( ' বন্ধু হে আমার ') চিরন্তন🌼
"যদি দুঃখ দিও প্রভু
শক্তি দিও সহিবারে,
হৃদয় আমার যোগ্য করো
তোমার বাণী বহিবারে"..
অনবদ্য উপস্থাপনা....মন ছুঁয়ে যাওয়া..
এতবার এই গল্প টা শুনেছি তবুও যেন মন ভরে না ... সত্যিই এত জীবন্ত হয়ে উঠেছে এই গল্প টা যেন চোখের সামনে সব কিছু ঘটছে আমি নিজেই যেন একটা চরিত্র হয়ে উঠেছি এতে...বারেবারে শুধু এই মনে হচ্ছে যে দুঃখও কি এতটা আনন্দ দিতে পারে ...চোখের জলও কি এতটা আপন হতে পারে ... তা সত্যিই শুধু ঠাকুর এর এই গান ও লেখনী গুলোই এতো সুন্দর ভাবে প্রকাশ করতে পারে...দিনের শেষে মনে হয় জীবনের সব দুঃখ- কষ্ট - বেদনা যেন তাঁর ওই গানের শব্দের সঙ্গে কোথায় যেন ভেসে যায় ...মিলে যায় গানের কথা- সুর - আবেগ - অনুভূতি তে.... আমার অস্তিত্ব যেন মিশে যায় আমাদের রবি ঠাকুরের অস্তিত্বে ...সব একসুরে গেঁথে গেছে গানে গানে সুরে সুরে...
সহমত
গোধূলি শর্মার গল্প ছাড়া Premdotkom এ রবি ঠাকুরের জন্ম দিন celebration ভাবাই যায় না! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Perfectly crafted words !!❤️
@@surajitsaha2093 😇
Ha
Tik ❤️❤️
Tai naki
এতটা মনের ভিতর দাগ কেটে যাবে যে সেটা বুঝতে পারার আগেই অঝরে চোখের কোন থেকে জল গড়িয়ে পড়ছে ।। অগোছালো ঠিক এমনই এক প্রেম আমার জীবনে দাগ কেটে গেছে ।। 😭🧿❤
জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ॥
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ॥
নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।
আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নাবিয়া!
ভুবন মিলে যায় সুরের রণনে,
গানের বেদনায় যাই যে হারায়ে ॥
Khub valo laglo pore❤️❤️
❤❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️
খুব ভালো লাগিয়াছে মনে
- ইতি হে তোমার বন্ধু
Aamio tomer moto kobita likhi , pora noi to ak choto kobita aamio poribation korta pari
যা টাইপ করবো, তাই কম হবে...😊
গল্পটা আমার এত ভাল লেগেছে যে ইতিমধ্যেই আমি দুবার শুনে ফেলেছি 😃
আর এই লাইনটা.....
"সোহাগের সাথে রাগ না মিশলে... ভালোবাসার স্বাদ থাকে না...."💝💝
জীবন মরণের সীমানা ছাড়ায়,
বন্ধু হে আমার ,
রয়েছো দাঁড়ায় ....🖤
অতি পরিচিত রবি ঠাকুর এর গান ...🖤
সত্যিই তো কবিগুরুর জন্ম বার্ষিকী উপলক্ষে এর থেকে ভালো পরিবেশনা আর কিই বা হতে পারে ? Thank you team mirchi ❤️ প্রাণের ঠাকুরের জন্য এত সুন্দর একটা presentation প্রেম ডট কমের শ্রোতা দের উপহার দেবার জন্য ❤️ গল্পের নাম টাই মনে আঁচড় কাটলো ❤️ আশা করি গল্প টাও অনন্য হবে ....❤️
সত্যিই রবি ঠাকুর ভগবান! মানুষের আবেগের আরেক নাম রবীন্দ্রনাথ,,,,, মনের মধ্যে যেন এক দাগ কেটে গেল গল্পটি।যা হাজারো পটি, হাজারো ঔষুধের মাধ্যমেও সেরে উঠবে না। আর গল্পটি শুনতে শুনতে চোখের যে জল বিসর্জন হয়েছে তার দামও কেউ দিতে পারবে না। 🤍
আপনাদের ধন্যবাদ, গল্পটি এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য 🙏
ছোট বেলায় রবীন্দ্রসংগীত avoid করে চলতাম !!😐
≈ এখন যত বড়ো হচ্ছি ততই গানের লাইন গুলো নিজের জীবনের সাথে মিলে যাচ্ছে!! 🍁🌼
≈ তারে আমার আমার মনে করি! আমার হইয়া আর হলোই না...!! ≈
রবী ঠাকুর হয়তো আমাদের মধ্যে আর নেই । কিন্তু যত দিন বাঙ্গালী যত দিন থাকবে ততদিন রবী ঠাকুর বেঁচে থাকবে আমাদের মধ্যে।। ❤
কিন্তু "তারে আমার আমার মনে করি..." এটা রবি ঠাকুরের গান নয়🙂
গতো তিন দিন ধরে এতো এতো গল্প শুনেছি যে আমার ২২ বছর বয়সে আমি এখন পর্যন্ত এতো গল্প পরিনি। প্রেমে পরে গেলাম প্রেম ডট কমের। পূজোর বন্ধটা এতো ভালো জাটবে ভাবতেই পারিনি।🖤 ধন্যবাদ প্রেম.ডট.কম।
এই কঠিন বাস্তব কল্পনা করলে শরীরের সব শক্তি কোথায় যেন হারিয়ে যায়! বেঁচে থাকুক ভালোবাসা এই পৃথিবীর বুকে!!
"জীবনও মরণের সীমানা ছাড়ায়ে
বন্ধু হে আমার রয়েছে দাঁড়ায়ে"........
✨️✨️💛✨️✨️
অসাধারণ একটি গল্প আর মন কেড়ে নেওয়া একটা প্রচ্ছদ.... বই হাতে নিয়ে পড়ো কিংবা audio শোনো গল্পের আসল আকর্ষণ হলো তার প্রচ্ছদ চিত্র আর এই ব্যাপার radio mirchi অনেকটাই এগিয়ে 😊❤️
Akdom thik kota....ai bepare sotti redio mirchi anekta agiye ache tobe onno rao soman have dokkhotar proman di6e....
Radio spelling bhul😜😜
Sorry don't mind take it as a joke😜😜
@@meghadhali8742 no no akdom thik ache ami lokhoo korini asole😊
এই এপিসোড টার মধ্যে কিছু একটা নেশা মেশানো আছে।। শেষে somak দার গানটার প্রেমে পড়ে গেছি।। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে গান টা না শুনলে যেন হয় না।। যখন কোনো কিছুই ভালো লাগে না, কী হয়েছে আমার সেটাই বুঝতে পারি না, যখন শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করে তখন এই এপিসোড টা শুনি।। আর কী অদ্ভুত ভাবেই যেন সবটা ঠিক হয়ে যায়।। তবে এমন কোনো কিছুই আমার জীবনের সাথে সম্পর্ক যুক্ত নয়।। অদ্ভুত একটা শান্তি খুঁজে পায়।।💖💖
Tumi Robe Nirobe ,hridoye Momo.
Gurudeb ar ei shubha janmodine, Tar sriti bijorito, Golp dakhe, monta utfulle vore uthlo. Ai bises dine Mirchi bangler kach thake ak akangkhito golpo upoher pabo ai asai rakchi...❤️❤️❤️
শেষটা এমন হবে ভাবতে পারিনি.... পুরো কাঁদিয়ে দিল। সত্যি গল্পটা অসাধারণ ❤❤
ভোর হতে যায়।গল্পটা শুনছিলাম। ঘুম না আসা রাতে অদ্ভুত সুন্দর একটা অনুভূতি দিলো। ছোট থেকে প্রতি অধ্যায় রবি ঠাকুর অদ্ভুত ভাবে জড়িয়ে আছে।❤️আজ যেন আবারো প্রেমে পরলাম। 😊
প্রতি বছর রবীন্দ্রাজয়ন্তীর দিন ফিরে আসি এই গল্পটা সোনার জন্য ।।। আজ ২০২৪ সালের ৮তই মে এই কমেন্টটা রাখে গেলাম।।। আবার বছর দশেক পর যদি জীবন সঙ্গ না ছেড়ে দায়ে আবার ফিরে আসবো।।। ততদিন আশা করি সবার ভালোবাসা যেন পূর্ণতা পাক।।।
শেষটুকু তে চোখের কোন ভিজে গিয়েছিল... অসাধারণ নির্বাক করা একটা অনুভূতি হল... নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচয় হলো... অনেক অনেক ধন্যবাদ premdotkom
ভগবান কারো সাথে এমন যেনো না করে,,,,আমি নিজে যানি এর ব্যাথ্যা।সারে আট বছর দুজন দুজনকে জড়িয়ে ধরে নানান বাধা পার করে বিয়ের দিন ঠিক হওয়ার তিন দিন পর সব শেষ করে সে চলে যায় ,সে ও এমনটাই ছিল খুব খেয়াল ও রাখতো ।আজ সারে সাত বছর শিক্ষিকা হয়ে ওর হয়েই কাটিয়ে দিয়েছি । আগামী তেও ওর ই থাকবো।সবাই ওর শান্তি কামনা করো।।
🥺
কতবারও ভেবেছিনু আপন ভুলিয়া ...🙂
থেকে....
জীবনমরনের সীমানা ছাড়ায়ে ...
বন্ধু হে আমার , রয়েছ দাঁড়ায়ে ।।🖤
আবারও ভীষণভাবে প্রেমে পড়ে গেলাম প্রেম ডট কমের 🤹♀️। সত্যিই তাই রবিঠাকুরের বইগুলিতে ধুলো পড়লেও তিনি কিন্তু আজও আমাদের প্রতিটি সময়ের সাথে ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছেন । আজকের গল্পটি থেকে আবারও তা উপলব্ধি করলাম।এক কথায় অনবদ্য ❤ চোখে জল আনার মতো আর রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো অসাধারণ ।মনটা বেশ ভারী হয়ে ছিল আজ, রাত 3.46 ...সবেমাত্র গল্পটি শোনা শেষ হলো এখন হালকা লাগছে বেশ😊
শুভ জন্মদিন রবিঠাকুর ❤
ঠিক তাই ...রবিঠাকুর সর্বত্র 😊
গল্পটির প্রথমটুকু মনে প্রেমের দোলা দিয়েছিল। একেই কবিগুরু তারওপর অমন প্রেমের গল্প♥️আহা♥️ একেবারে অন্যরকম এক অনুভূতি😍 কিন্তু পরের ঘটনাটা আর মেনে নেওয়া গেল না, এমনভাবে মৃত্যু... চোখের জল আটকে রাখতে পারিনি, এবং শেষের ওই voice note ও রবি ঠাকুরের ওই মুহূর্তটা দুর্দান্ত♥️ গোধূলি দি এর লেখা এই গল্পটি আজ সত্যিই মন ছুঁয়ে গেল, গায়ে কাঁটা দিয়ে গেল♥
এক কথায় অসাধারণ একটি গল্প।মন ছুয়ে গেলো।অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই গল্পটা আমাদের শোনার জন্য সুজোগ করে দিয়েছে। আর এই গল্প লেখক এর প্রসংশা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। Over all just mind blowing.... ❤️❤️❤️
যতবার শুনছি কেঁদে ফেলছি, অসম্ভব সুন্দর একটা অনুভূতি হচ্ছে।
ভাষাহীন হলাম,এই বয়েসে এসেও চারুলতার অনুভূতিকে অনুভব করলাম । কি অসাধারণ লেখা ,সাথে অভিনয় মুগ্ধ করলো ।
কতবার যে শুনেছি তার হিসাব নেই....গল্পটা যেন হৃদয় ভেদ করে গেল
অনেক দিন পরে এত্তোটা কষ্ট হলো কোনো গল্প শুনে। অসাধারণ বললেও কিছু কম বলা হয়🙂 অনেক ধন্যবাদ টিম মির্চিকে এইভাবে উপস্থাপনের জন্য।
ভেতরটা ওলট পালট হয়ে গেল আর চোখের কোনে জল এলো।
চির সঙ্গী,চির কালের রবীন্দ্রনাথ❣️
অনেক দিন পর একটা গল্প মন ছুয়ে গেল 😔❤️প্রেম ডট কমের
যা প্রেম ডট কম র অনবদ্য সৃষ্টি , ঠাকুরের জন্মদিনে এই রকম উপহার আসা করা যায় , আমার অসীম ভালোবাসা ও শ্রদ্ধা জানাই ❤️❤️🙏
দুর্দান্ত কিছু কথা এবং রবীন্দ্রসঙ্গীত শুনে মনটা বেশ ভালো লাগছিলো শেষটা এমন হবে বুঝতে পারিনি কেঁদে ফেললাম জাস্ট
একঘেঁয়ে এই রুম বন্দি থেকে মন ছুঁয়ে যাওয়া গল্প ,কয়েকটা রবি ঠাকুরের গান ❤️
দারুন...
বন্ধু হে আমার, semikolon, ei first year , the proposal - এই গল্প গুলো একেবারে মনে দাগ কেটে গেল
সত্যি গোধূলি দি গলায় রবীন্দ্র সংগীত এবং কবিতা , সোমক দার গলায় এতো সুন্দর গান , আর অগ্নি দার এতো সুন্দর রোমান্টিক voice এগুলো কে কি আর avoid করা যায় আর যেই করুক mirchi lover রা কোনোদিনও পারবে না ❤
সপ্তাহ পরে এখন মির্চি প্রেসেন্স একটি খুব ভাল গল্প চয়ন করেছে। আমি খুব খুশি এবং উজ্জ্বল পথ এগিয়ে যাওয়ার জন্য কামনা করি. আমি এখন এই খুব সুন্দর গল্পটি শুনতে যাচ্ছি। আমি এর জন্য অপেক্ষা করতে অক্ষম নই।
কিছু বলার নেই সত্যি, গায়ে কাঁটা দিলো ভীষণভাবে, মনে হয় যে মুহুর্ত চলে যাচ্ছে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখতে হয়, বড় নিষ্ঠুর মনে হয় সময়কে যাকে রাখা যায়না কিন্ত মনে থেকে যায় স্মৃতি , কাটানো মুহুর্ত আর অনেক ভালো-খারাপ অনুভূতি ।।। ❤️
জীবন মরণের সীমানা ছাড়ায়ে
বন্ধু হে আমার রয়েছো দাড়ায়ে ❤️❤️
সত্যি এইভাবে কাছের মানুষ গুলো চলে যায় । গল্প টা শুনে আর কথা বলতে পারছি না ,কান্না চলে এলো চোখে ।
সংশয় , ভালোবাসা, কাছে আসা ,মায়া,বিচ্ছেদ,অপেক্ষা, স্মৃতি সবগুলো অনুভূতি আর রবি ঠাকুরের জাদু সাথে গোধূলি দির কলম.....just অসাধারন..
"Dukkho jdi na pabe toe dukkho tomar guchbe kobe" osadharon laglo eta ...ei vabei amra kacher manus ke kobe kokhon hariye felbo janina ...........last er voice note ta 🙃🙃🙃🙃.........
রবিঠাকুর আমাদের জীবনের সাথে যে সর্বক্ষণ ওতেপ্রাতভাবে জড়িয়ে আছেন তা এই গল্পের মধ্য দিয়ে অসাধারণভাবে ফুটে উঠেছে ।ভীষণ ভীষণ মন ছুঁলো গল্পটা ।❤❤❤❤❤❤ সেইসঙ্গে শেষের দিকটা ভীষণ মন খারাপ করে দিল ।🙂😓😓😔😔😞😞
চারু দেখে তার সমস্ত দুঃখ, সমস্ত সুখ, সমস্ত জমে থাকা অভিমান, সমস্ত উথাল পাথাল কান্না একটু একটু করে শান্ত হচ্ছে " কিন্তু ঠিক তখন ই সমস্ত কিছুকে অতিক্রম করে , বুকের ভিতর উথাল পাথাল করে, শান্ত চারু র কমে আসা কান্নার কাছে হঠাৎ অনুভব করলাম, আমার একটা বুক চাপা দারুন কষ্ট , আর কান্না ।
অসম্ভব দারুন ❤️
গল্পটা এতটাই অসাধারণ যে, সমস্ত অনুভূতি যেন সব সুখ- দুঃখকে ছাপিয়ে অনেক উর্দ্ধে চলে গেছে।😊❣️
শেষ টায় চোখে জল এসে গেল। আর গভীর ভাবে দাগ কাটলো অই লাইন টা।"পৃথিবীর সব চয়ে বড় দুরত্ব হল, যখন আমি তোমার চোখের সামনেই থাকি কিন্তু তুমি জাননা যে আমি তোমাকে কতটা ভালবাসি "💗💖
আধুনিক যুগে প্রেম কে বড়ো কাছে থেকে অনুভব করলাম।গান তো অসাধারণ ।ভীষন ভালো লাগলো ধন্যবাদ।
পুরোটা নিজেকে সামলে নিয়ে, শেষের গানে এসেই চোখের জল আর আটকে রাখতে পারলাম না। 🥰 ❤️❤️ কতটা ভালো লেগেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
চারু কে ঘুম পারলেও আমার মনে ঘুম না আসা এক আলাদা অনুভূতি জাগালো! 💖
কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ,কি বলবো।আমার জীবনের সাথে অতপ্রত ভাবে জড়িত ঘটনা গুলো।কুর্নিশ জানাই লেখিকা কে।। প্রাণ পেলো গল্প।
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রক্তে,আমাদের দুঃখে,সুখে❤️❤️❤️❤️❤️
I must say.....অসাধারণ- অনবদ্য- অতুলনীয়....আমার রাতের ঘুম কাড়ল আজ...সত্যি বলতে আমি চোখের জল কে বাধ মানাতে অপারক হলাম। মনে দাগ কেটে দিল গল্প টা।এত দিন ধরে শোনা সব কটা গল্পের মধ্যে এটা সব থেকে বেশি মন ছু্৺য়ে যাওয়া গল্প......সত্যি অসাধারণ❤
akdom thik
পুরো গল্পটা শুনলাম কখনও প্রেমের লাজুক লাজুক মন নিয়ে আবার কখনও দুঃখে ভারাক্রান্ত মনে কিন্ত গল্পের শেষে চারু ঘুমিয়ে পড়ার পর music টা কানে আসতেই চোখে জল মুখে হাসি আর মনে আনন্দ মিশিয়ে একটা অনুভূতি হল।
অনেক দিন পর বাঙালির খাঁটি যৌবন প্রেমের একটা সুন্দর গল্প শুনলাম।এর জন্য প্রম ডট্ কম কর্তীপক্ষ কে জানালাম আমার অসংখ্য ধন্যবাদ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
(অমিত এর রবীন্দ্র সংগীত এর কন্ঠটি সত্যিই খুব সুন্দর)
কবিগুরুর ১৬০তম জন্মদিবস উপলক্ষ্যে অসাধারণ উপস্থাপনা...❤❤❤
প্রেম ডট কমের প্রথম এই গল্প শুনে অঝোরে কাঁদলাম😢। You'll be missed Somak❤
হালকা হাওয়া, অন্ধকার ছাদে দাঁড়িয়ে গোধূলি দির লেখা, সোমক দার গাওয়া গান, মীর দার এই অসাধারণ কন্ঠ -- মাতাল করা অনুভূতি❤❤❤
এর সাথে অগ্নিজিৎ এর অদ্ভুত শান্ত কন্ঠে গল্প পাঠ!❤️
@@tanishabarman অবশ্যই
@@sanghamitrabanerjee8764 ❤️
"Dukhi jodi na pabe to.
Dukho tomar ghuchbe kbe"
Ei line ta just osadharon.........
জীবনের প্রতিটি মুহূর্তে কবিগুরুর উপস্থিতি......😌❤️
গোধূলি শর্মা - র লেখা প্রতিটা গল্প যেন বাস্তব হয়ে চোখে ধরা পড়ে।❤️❤️👍
গোধূলী দির লেখা তো অনবদ্য কিন্তু আজ সৌমক দার voice এর প্রেমে পরে গেলাম 😌
😊
গল্পটা কয়েকদিন ধরে শুনবো শুনবো করছিলাম, কিন্তু শোনা হয়ে উঠছিল না। গল্প টা শুনে আরও একবার বুকের ভেতরে লুকিয়ে রাখা ভালোবাসা টা চোখ দিয়ে ঝড়ে পড়ল। অসাধারণ অনুভূতি। ধন্যবাদ টিম মিরচি।❤️❤️
আমি Radio Mirchi-র একনিষ্ঠ শ্রোতা। প্রেম ডট কম ও বড়ই প্রিয়। কিন্তু কমেন্ট করিনি কখনো। সাধারণ একটা প্রেমের গল্পে এত স্পর্শ কাতরতা পেলাম, মন টা ভরে গেলো। আপনাদের উপস্থাপনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সোমকের গান আগেও শুনেছি, কিন্তু এবার প্রতিটা রবীন্দ্র সংগীত অসাধারণ লাগলো। শ্রীর গানটিও খুব সুন্দর। মন ছুঁয়ে গেলো আপনাদের এবারের সম্পূর্ণ উপস্থাপনা টি। অনেক ধন্যবাদ ❤️🙏🏾
Very much emotional
Ufff Mon ta chuye gelo.... Sotti bolbo Prem dot com season 2 er shera golpo.........
Bar bar shunbo....... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ae rokom ro golper jonyo opekkhae roilam.......
Sotttii robi thakur chara bangali jeno asompurno.......
R somok da r golae Ami tomaro birohe rohibo bilino.... Ahaaaaaaa ghum kere nilo ❤
Somak da your voice is of another level....the way you express the emotion of songs .....love this....and what a story and representation.....awesome work ❤❤❤
রবীন্দ্রনাথ এমন এক সেতু যিনি উদাত্ত এক অনুভূতি দিয়ে বাঁধেন আমাদের জীবন আর মৃত্যু কে । ❤️❤️ এই গল্পটি আমার শোনা mirchi বাংলার শ্রেষ্ঠ কাজ❤️❤️
অসাধারণ লাগলো...❤️❤️...Mirchi Somak এর গলায় রবীন্দ্রসংগীত গুলো শুনতে অপূর্ব লাগছিলো ✨... শেষ গান টায় চোখে জল চলে এলো...Thank You team Mirchi Bangla রবি ঠাকুরের জন্মদিনে এই অসাধারণ গল্পটি উপহার দেওয়ার জন্য....🙂😊
তিনটে বছর আর এখনো চিরনবীন এই অডিও স্টোরি। কষ্ট, আনন্দ, প্রেম যখন মাত্রা ছাড়ায় তখনই শুনি। প্রতিবার প্রথম শোনার মতোই অনুভূতি আর সাথে বিন্দু বিন্দু চোখের জল আর একরাশ শান্তি।😌❤️
আজ সত্যিই প্রেম ডট কম এর প্রেমে পড়ে গেলাম ❤❤❤
ছেড়ে যাওয়ার দুঃখ টা আবার নতুন করে অনুভব করলাম .... 🥺
আবার একবার পুরানো সব স্মৃতিচারণ করে ... দুঃখগুলোকে চোখের জলে ভাসালাম ....
অসাধারণ একটা গল্প ❤️
সত্যি গল্পটা অসাধারণ ❤... কত না বলা কথা আর কিছু না বলা আবেগ।। 🙂🥀
আবারও ফিরে এসেছি এই গল্পটি শুনতে! বড্ড প্রিয় আমার 🤍 প্রথম দিন শুনে যতটা ভালো লেগেছিল আজকেও ঠিক সেই পরিমাণই ভালো লাগলো! বলা বাহুল্য সেই পরিমাণের থেকে বেশিই ভালো লাগলো! চোখের কোণ দিয়ে নিজে থেকেই জল গড়িয়ে পড়লো। মনের মধ্যে রয়ে গেলো এক অদ্ভুত ভালো লাগা, ভালোবাসা আর প্রাণের ঠাকুর 🤍🌼
প্রেম ডট কম এ আলাদা ভালোবাসা আছে হয়তো তাই প্রতি শুক্রবার এর জন্য অপেক্ষা করি ❤️.. রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে এর থেকে ভালো উপহার কি হতে পারে ❤️❤️.. Lockdown এ হয়তো অনুষ্ঠান ব্ন্ধ কিন্তু এই অনুষ্ঠান যেন মনে দাগ কেটে গেলো সাথে চোখে জল.. ভালোবাসা নিও সবাই.. আর সোমোক দার গানটা মন ছুঁলো ❤️❤️
গল্প শোনার পর অনুভূতিটা শব্দে ব্যক্ত করতে পারছি না... অসংখ্য ধন্যবাদ গোধূলি দি-কে এমন হৃদয়স্পর্শী একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য এবং সমগ্র mirchi team কে এমন অসাধারণভাবে গল্পটি উপস্থাপন করার জন্য..❤❤❤❤
আহা।।নিজের জন্মদিন এমন গল্প উপহার পেলাম❤️ অনেক ধন্যবাদ প্রেমডটকম এর সকলকে😍💞
Happy Birthday be lated...😅😅
@@mile_stone8108 Thank you 😁
@@LittleThings_98 most welcome ❤️🤗
Happy birthday be lated
@@bakulganguly8251 Thank you 😊
Majhe majhe icche kore buk bhore kandte, kintu chokh theke ek phota jol chara r kichui pore na. Golpo ta suneo seromi ekta feeling holo. Osadharon❤
অসাধারণ ❤❤মানুষের প্রতিটা অনুভূতি, আবেগ এর অন্যতম সঙ্গী যে কবিগুরু ই হতে পারেন...তিনিই যে আমাদের পরম বন্ধু তা আরও একবার প্রমাণিত হল এই গল্প দিয়ে ❤❤❤❤❤। অসংখ্য ধন্যবাদ জানাই mirchi bangla কে।
প্রথম প্রেম ডট কম এর কোন গল্প শুনে কাঁদলাম....তার কারণ হয়তো চারূলতার খানিক টা হলেও আমি।গল্পটা শুনতে শুনতে মনে হল সত্যিই তো এরকম একটা অমিতের ভালোবাসার প্রতিক্ষাই আমার মত আরও অনেক চারূলতা...কিন্ত যেমন চারূলতা বলল সুন্দর আর তথাকথিত অসুন্দরের parameter parallelly চলে কানেকটেড হয়না,বাস্তবে সেটাই সত্যি।খুব কম অমিত আছে যারা কানেক্ট করতে পারে...বলতে পারে- " কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ".....তবে তাকে খুঁজে পেলেও ধরে রাখার সাধ্য নেই। তাই হয়তো এটাই শ্রেয়, কারণ সব চারূলতার এত শক্তি থাকেনা সামলে ওঠার। তবে দুঃখ রাতের ঘুমপাড়ানি গান হয়ে রবি ঠাকুর আজীবন ছিল....আর রয়ে যাবে....এবং সব প্রতিক্ষারও শেষ হয় না, আজীবন রয়ে যায়... ঐ দুঃখ রাতের মত....
সোমক দার কন্ঠস্বর❤️
গোধূলিদির লেখা নিয়ে কিছু বলার যোগ্যতা আমার নেই তবে প্রার্থনা করি তোমার লেখাও আমাদের ঘুমপাড়ানি গান হয়ে উঠুক❤️
*** দুবছর আগে গল্পটা শোনার পর কমেন্ট টি করব বলে ফোনের নোটপ্যাডে লিখেছিলাম....কিন্ত করে উঠতে পারিনি..ঠিক চারূলতার না বলতে পারা কথাগুলোর মত। আজ হঠাৎ Notepad এর লেখাগুলো scroll করতে করতে লেখাটা পেলাম...আবারও ফিরে গেলাম সেই দিনে...
আবারও শুনলাম মুগ্ধ হয়ে...
তবে আজ মনে হল কমেন্ট টা করি....
কারণ আমিও চারূলতার মতোই যে কাজ টা যখন করার কথা করে উঠতে পারি না।
প্রেম ডট কম এর গল্প আহা, যখন সময় পাই ফোন টা হাতে নিয়ে কানে হেডফোন দিয়ে শুনি। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে গল্পটি ❤❤
কি সুন্দর, অসম্ভব সুন্দর, চোখে জল, কিন্তু মন ভরে যাচ্ছে।।
Line of the day-"খুব খুব খুব খুব ভালো লাগাও অপমানের কাছে ছোট হয়ে যায়।"🙃
একটা ছোটো গল্পও যে কিভাবে একসাথে এতোটা আনন্দ , তৃপ্তি ও বেদনা দিতে পারে টা গোধূলির লেখা থেকে বোঝা যায়। তার সাথে বাঙালির প্রিয় ঠাকুরের গান। ❤️ এক কথায় ' অনবদ্য '❤️❤️❤️
Somak dar golar gaan and godhuli dir hater choya... choke jol ene dilo... Can't express in words.... Priceless feelings😘💐😍
সত্যি প্রতিটা গল্পের শেষ happy ending হয় না...😢 আর এই গল্প গুলোই সত্যি খুব সুন্দর 😢...😢
গল্প যখন শুনছিলাম বার বার বুকের মধ্যে কেমন যেন করছিল,what a voice somak da and didi ❤️❤️ and godhuli di you are a great writer ,what a story and Rabindra sangeet
প্রথমে আনন্দের অশ্রু আর লাস্টে বিরহের অশ্রু দুই মিলে এক অসাধারণ অনুভূতি। কিভাবে প্রকাশ করবো বুঝতে পারছি না । 🔥🔥🔥🔥 লাস্ট মুহূর্তে কাঁদিয়ে দিলে। খুব খুব খুব ভালো লাগলো। গোধূলি দি নতুন করে আবার ও তোমার প্রেমে পরে গেলাম ❤️❤️
গল্পটা.....আমার মনে একটা আলাদা অনুভূতি গিয়ে দিয়ে গেল। এই অনুভূতির কথা কাউকে বলে বোঝাতে পারবো না।🌼🍂🍁🥺🥺🥺
গল্পটা বুড়ো মনটা ছুঁয়ে গেল । প্রেম ডট কম ! ধন্যবাদ তোমাদের । অনবদ্য সৃষ্টি ।
গল্পটা শুনে আমার ভাষা হারিয়ে গেছে। কিছু বলার নেই অসাধারণ, অনবদ্য ❤️❤️❤️❤️❤️❤️
আমার এখনও পর্যন্ত শোনা সেরা গল্পের মধ্যে এটি অন্যতম যা ভীষণভাবে আমার মনের মধ্যে স্পষ্ট চিহ্ন রেখে গেছে। সোমক দাদার কন্ঠস্বর ছাড়া গল্পটি অসম্পূর্ণ। গোধূলি দিদির লেখা অনেক গল্পই শুনেছি, একটু অন্যরকম প্লট, চিন্তাধারা যা সত্যিই মনকে গম্ভীর অথচ কোনো একটা বিশেষ কারণে অদ্ভুত শান্তিতে ভাবিয়ে তোলে.....!
তবে কিছু বিশেষ বস্তুর প্রতি আমাদের এমনই ভালোবাসা, মায়া এবং অনুভূতি জড়িয়ে থাকে যা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। তাদের একমাত্র অনুভবের দ্বারাই উপলব্ধি করা সম্ভব।✨♥😌