কিছু সোনার সন্তানেরা, এমন পরিবার হারানো মানুষদের খোঁজে বের করে। কঠিন পরিশ্রম করে নিজের টাকা,সময় ব্যায়করে। শুধুই ভালোবাসার টানে। ধন্যবাদ সকল শুভাকাঙ্ক্ষীদের। ❤️
আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনা ঠিকানার সবাই কে ও দোয়া করি আল্লাহ তালা সুস্থ ও নেক হায়াত দান করুক সাথে সাথে অসংখ্য ধন্যবাদ আরেক মা কে জিনি নিজের ছেলে কে দিয়ে আরেক মায়ের সন্তান কে খুঁজে বের করেছেন,
আপন ঠিকানার এই রুমটিথে হারিয়ে যাওয়া ব্যাক্তিদের পরিবার ফিরে পাওয়ার আর্তনাদ এবং পরিবারের মানুষদের পাওয়ার পর যে আনন্দ অশ্রু আমার মনে হয় সবার হৃদয়ে নাড়া দিয়ে যায় । আপন ঠিকানার প্রতিটি সদস্যদের জানাই লাখো কুটি সালাম ।
ভাই সকলের অনুভূতি এক নয় তারপর আরো একটা ব্যাপার এইযে এই ছেলেটা পরিবার হারা হয়ে পরিবারের দুঃখে কাঁদতে কাঁদতে একেবারে তার অন্তর শক্ত হয়ে গেছে তাই পরিবার ফিরে পাওয়ার আনন্দ মনের মধ্যে থাকলেও বাহ্যিকভাবে তা প্রকাশ পায়নি
অনুষ্ঠানগুলি দেখতে দেখতে মনের অজান্তেই চোখের পানি গাল বেয়ে পড়তে থাকে । আবেগী মনটা আমার বাঁধ মানে না । মিলন মেলা দেখলে অতিথী হাসলেও অশ্রুসিক্ত হই, অতিথী কান্না করলেও অশ্রুসিক্ত হই ।মানুষ যখন অনেক পাপ করে তারপর তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে তখন মাহান রব্বুল আলামীন ও হারানো বান্দা ফিরে আসায় আনন্দিত হন ।মহান রব্বুল আলামীন কিবরীয়া ভাইসহ সকল সহযোগীদেরকে উত্তম প্রতিদান দান করুক ।
ভাই আল্লাহ আপনার নেক হায়াত দান করুন,,,, বিপদ আপদ থেকে রক্ষা করেন সুস্থ সুন্দর ভাবে যেন জীবন যাপন করার তৌফিক দেন এবং এভাবে গরীর অসহায় মানুষের পাশে ধারান,,,আই স্যালুট ভাই🙋♂️🙋♂️🙋♂️
মা যে কত বড় নেয়ামত ছেলেটি বুঝতে পারে নি, নাকি গরিব দেখে এমন অনূভুতি বুঝলাম না। এমন মায়ের পায়ের কাছে পুরো পৃথিবী এনে দিলেও তারপরও ঋণ শোধ হবে না।যাই হোক শুধু দোয়া করি পৃথিবীর সকল মা বাবাকে যেন আল্লাহ ভালো রাখে।
ভাইয়া একটি ছোট্ট অনুরোধ, যাহারা অতিথি অথবা পরিবারের সথে আসেন তাহাদের পেশার কথা জিজ্ঞাসা না করাই ভাল। অনেকেই দেখেছি পেশার কথা বলতে ইতস্ত বোধ করেন। আল্লাহ আপনাকে এবং সকল সহযোগীদের উত্তম বদলা দান করুন। অশেষ ধন্যবাদ প্রিয় ভাই
দুনিয়াতে এমন কিছু মানুষ আছে। তারা অনেক দিন পরে। মা বাবা ভাই বোন কে পেয়ে। মন থেকে। তার অনুভুতিটা সহজে প্রকাশ করতে পারেনা।তবে ওর জায়গায়তে আমি হলেঅনেক দিন পর মাকে দেখে কাননা করতে করতে বেহুস হইয়া যেতাম
"...তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে নূর ও স্পষ্ট কিতাব এসেছে। আল্লাহ তাদ্বারা তাদেরকেই শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন, যারা আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে এবং নিজ অনুমতিক্রমে তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন, আর তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন।" (সূরা মায়িদাহ, ১৫-১৬)
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআ'লা আরও একটি হারিয়ে জাওয়া সন্তানকে তার মায়ের বুকে পিরে যেতে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপন ঠিকানা কে হেফাজত রাখুন, আর জে কিবরিয়া ভাই সহ সমস্ত সহযোগী ভাই বোন দের হেফাজত করুন আমিন,
আহারে মা ! দুনিয়ার সব থেকে বড় সম্পদ মা। আমি ভারতবর্ষের আসাম রাজ্য থেকে বলছি, ড• আব্দুল হানিফ তালুকদার। গত কয়েক মাস ধরে আপন ঠিকানার এইসব ভিডিঅ' দেখে দেখে অনেক কেঁদেছি। এ কান্যার অশ্রুজলে মন -আত্মা ধূয়ে পরিষ্কার করে। আর জে কিবরিয়া ভাইকে এবং ওনার টীমের সবাইকে হাজার ছালাম ও স্যালুট। আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুন, আমীন।
আমিও পরিবার হারা সেই ছোট কালে হারিয়েছি পরিবারে ফিরে যেতে খুব ইচ্ছে করে সবাই ফ্যামেলি পায় আমি কি পরিবারের সাথে থাকতে পারব না আমার কিছু কিছু তথ্য মনে আছে কিভাবে পরিবার ফিরে পাব
এই আনটির জন্য ও অনেক অনেক দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আনটির পরিবারের সবাইকে হেফাজত করেন এবং আমরা সবাইকে আল্লাহ যেন ঈমানের সহিত দূনিয়া থেকে যাওয়ার তৌফিক দেয় এই দোয়া রইল
আলহামদুলিল্লাহ। আপন ঠিকানার সকল টিম মেম্বার,ও বিষেশ করে, তুহিন ভাই কে আল্লাহ সুস্থ নেক হায়াত দান করুন। আমিন। আর সেই সাথে আমাদের কেও আল্লাহ কাজ করার তৌফিক দান করুন।
দোয়া করি আপন ঠিকানা র এই ভালো কাজের উছিল্লায় লোডশেডিং যেন কমে যায় এবং ভিডিও করার সময় পুরো পুরি বিদ্যুৎ থাকে । শুভ কামনা রইলো আজকের অতিথি ও আপন ঠিকানা র জন্য । আরিফ ফিরে আসায় শোকরিয়া আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ।
মায়ের এই বুক ফাটা আর্তনাদ কষ্টের হলেও এ যেন আরেক স্বর্গীয় আনন্দ,নিশ্চই আল্লাহ্ এই পুরো টিমকে উত্তম প্রতিদান দিবেন।
Amin
Amin
Ameen
সোর্স ভাই টাকে হাজার সালাম এই ভাইয়ের জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল
আলহামদুলিল্লাহ। স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই সোর্স ভাই এবং ভাইয়ের পুরা পরিবার বিশেষ করে তার আম্মাকে
যানিনা এমন কেন হয় আসলে সকলের অনুভুতি এক হয়না এই ভাইয়ের মত আমারো খুব সহজে চোখের পানি আসেনা।
আলহামদুলিল্লাহ। আরেকটি হারানো পরিবারকে ফিরে পেলো। যে মানুষটি এ পরিবারটিকে খুঁজে বের করে দিলেন উনার জন্য আল্লাহর দরবারে লাখো কুটি শুকরিয়া।
আলহামদুলিল্লাহ, আপন ঠিকানার বিজয়-মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। যাদের নিরলস প্রচেষ্টায় এই কর্মকাণ্ড সফল হচ্ছে, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ্ এমনি বুজি হয়
মা 😭😭😭😭😭আই লাভ মা
কিছু সোনার সন্তানেরা, এমন পরিবার হারানো মানুষদের খোঁজে বের করে। কঠিন পরিশ্রম করে নিজের টাকা,সময় ব্যায়করে। শুধুই ভালোবাসার টানে। ধন্যবাদ সকল শুভাকাঙ্ক্ষীদের। ❤️
যখন দুই পরিবার একসাথ হয় ওই মুহুর্ত টা কিন্তু অনেক ভালোই লাগে
সত্যি কথা বলছেন
@@rojinaakter6837 💓💞💕
Dowa korben aunty sudu amader jonne
yes mam
আলহামদুলিল্লাহ। সংশ্লিষ্ট সবার প্রতি রইল দোয়া ও শুভকামনা
আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনা ঠিকানার সবাই কে ও দোয়া করি আল্লাহ তালা সুস্থ ও নেক হায়াত দান করুক সাথে সাথে অসংখ্য ধন্যবাদ আরেক মা কে জিনি নিজের ছেলে কে দিয়ে আরেক মায়ের সন্তান কে খুঁজে বের করেছেন,
আলহামদুলিল্লাহ,, শেষটা যেনো সুন্দর হয় এই প্রত্যাশা,,আপন ঠিকানার যোদ্ধাদের কষ্ট সফল হোক,,
আলহামদুলিল্লাহ. অনেক খুশি হলাম, রাকিব কষ্ট করতে করতে পাথর হয়ে গেছে বুঝাতে বা দেখাতে পারছে না.
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এই মা এবং ছেলেকে সুখে শান্তিতে রাখুক আমিন আমিন
মাশাআল্লাহ আরিফ ভাই সুস্হ হয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে সুস্হ রাখুক এবং নেক হায়াত দান করুন আমীন।
এই সোনার মানুষ গুলো কে হাজার সালাম এবং সব সময় বিপদ থেকে হেপাজত রাখুক আর আমিও চেষ্টা করি একটা পরিবার যেন খুঁজে দিতে পারি খুব ইচ্ছে করে কিন্তু পাইনি
ওগো মা তুমি এই দুনিয়ায় শ্রেষ্ঠ নিয়ামত তুমার পদতলে রয়েছে জান্নাত
আলহামদুলিল্লাহ রাকিব ফিরে গেলো পরিবারে দোয়া করি আপন ঠিকানার সকল টিম মেম্বারদের জন্য আল্লাহ যেন সবাই কে সুস্থ রাখেন আমিন
খুবই ভদ্র ছেলে মাশাললা । মাকে দেখে রাখি ও ।
আল্লা তোমাকে জাননাত মিলাইয়া দিয়েছে। আপনাদের সবার মঙ্গল করুন এবং হায়াত এ তাইবা দান করুন এবং শারীরিক সুস্থতা দান করুন ।আমিন
আপন ঠিকানার এই রুমটিথে হারিয়ে যাওয়া ব্যাক্তিদের পরিবার ফিরে পাওয়ার আর্তনাদ এবং পরিবারের মানুষদের পাওয়ার পর যে আনন্দ অশ্রু আমার মনে হয় সবার হৃদয়ে নাড়া দিয়ে যায় । আপন ঠিকানার প্রতিটি সদস্যদের জানাই লাখো কুটি সালাম ।
কান্না করাটাই প্রধান নয় ও মা পেয়েছে এটা ই আমাদের কাছে বড়।জীবন নাটকের চেয়ে নাটকীয়। এটাই সত্যি
আলহামদুলিল্লাহ শুভকামনা রইলো ভাইটির জন্য।
আলহামদুলিল্লাহ। অশেষ দোআ তাদের জন্য যারা হারানো রাকিবের পরিবারেকে খুঁজে পেতে সহযোগিতা করেছে।
❣️❣️
কোনো ভাষা নাই ভাই টি মনে হয় স্তব্দ হয়ে গেছে ,বুজতে পারতাছে না,
আলহামদুলিল্লাহ ভাই দোয়া রইলো আপনার জন্য এই মাকে জীবনে কখনো কষ্ট দিয়েন না
অনুভুতি সব সময় খুঁজে লাভ নেই,
পুরুষদের অনুভিতি এমনিতেই কম প্রকাশ পায়,
আর কিছু মানুষ দুঃখের সাথে যুদ্ধ করতে করতে অনুভুতিহীন হয়ে যায়,
আলহামদুলিল্লাহ এই ভাইটির জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ তায়ালা যেন ওনাকে ভালো রাখেন
আলহামদুলিল্লাহ মার কান্না দেখে অনেক কষ্ট লাগল চোখের পানি দরে রাখতে পারলাম না
ভাইয়া আপনার অনুষ্ঠান দেখে যতটুকু শান্তি পাই।আপনাকে দেখে আপনার কথা শুনে আমি আরও আনন্দ পাই।আজ ১১বছর আপনার অনুষ্ঠান দেখি এবং শুনি।
আলহামদুলিল্লাহ ।এই মায়েদের দোয়া কখনো বিফলে যাবে না।অসাধারণ। ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, মায়ের বুকটা ভরে গেল।
আমার মা বাবা কেউ নাই কিন্তু এসব মায়ের কান্না দেখলে আমি কান্না দরে রাখতে পারি না সৌদি আরব থেকে সব সময় আপনার ভিডিও দেখি আল্লাহ আপনার নেক হায়াত দান করুক
রাব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সাগীরা
আলহামদুলিল্লাহ।ওর জন্য দোয়া ও শুভকামনা রইলো। কিবরিয়া ভাইসহ অন্যান্য কলাকুশলীর জন্যও অনেক দোয়া রইলো।
আলহামদুলিল্লাহ, মা শুধুই মা তার তোলনা কারো সাথে হয়না।
অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপন ঠিকানা টিমের জন্য ও রাকিব ও তার ফ্যামিলির জন্য ❤️❤️❤️
আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া এই ভাই টি তার আপন টিকানা পিরে পাইল।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কতইনা খুশির খবর। আল্লাহ তুমি সত্যিই মহান। দয়া করে এই টিমকে তুমি কবুল কর।
গতকাল কোন এক কারণে রাকিবের আপডেট ভিডিও দেখতে পারিনি, আজকে দেখলাম প্রান জুড়ে গেল, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ! আপন ঠিকানার সকল সদস্য দের জন্য দোয়া রইল।
আজ যারা নিজ পরিবার থেকে হারিয়ে গেছে আল্লাহ সবাই কে তার নিজ পরিবারে পৌছিয়ে যাক এই দোয়াই করি আমীন।কিবরীয়া ভাইয়া আরিফ ভাইয়ের এই অবস্থা কেনো।
ভাই সবাই মন এক রকম নয়।এতে কিছু করার নাই। আলহামদুলিল্লাহ অনেক অনেক দোয়া রহিল।
আলহামদুলিল্লাহ।সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ্ চোখের পানি ধরে রাখতে পারলাম না মায়ের কান্না দেখে 😭
আলহামদুলিল্লাহ রাকিব তার পরিবারে ফিরে গেলো অনেক অনেক দোয়া করি আপন ঠিকানার টিমের জন্য
রাকিব ও তার পরিবারের জন্য দোয়া রইল।
ছেলেরা চাপা কষ্ট গুলো লুকিয়ে রাখতে জানে।আলহামদুলিল্লাহ ভাইটি তার পরিবারে ফিরে গেল
কিবরিয়া ভাই কে অসংখ্যা ধন্যবাদ ভাইয়ার জন্য সবাই সবার হারানো ছেলে মেয়ে খুজে পায় আল্লাহ ভাইয়া কে বাচাই রাখুক দোয়া রইলো আমিন🤲🤲🤲
দর্শক দের চোখের পানি চলে আসে কিনতু ছেলের চোখে পানি নাই আপছোচ মাকে পাওয়ার কোন অনুভুতি দেখা গেল না তবুও ফিরে পাওয়াটাই সুখের সংবাদ।
ভাই সকলের অনুভূতি এক নয় তারপর আরো একটা ব্যাপার এইযে এই ছেলেটা পরিবার হারা হয়ে পরিবারের দুঃখে কাঁদতে কাঁদতে একেবারে তার অন্তর শক্ত হয়ে গেছে তাই পরিবার ফিরে পাওয়ার আনন্দ মনের মধ্যে থাকলেও বাহ্যিকভাবে তা প্রকাশ পায়নি
আমিও আমির আলি ভাইয়ের কথাটা বলতে চেয়েছি। আসলে সবার প্রকাশ ভঙ্গি এক নয়। তার পরিবারে ফিরে যাওয়ার ইচ্ছে না থাকলে এখানে আসতো না।
এই ভাই টার ও তার মায়ের জন্য হাজারো সালাম রহিলোদোয়া এই দরনের ভালোমানুশ থাকাতে আললাহ দুনিয়া টা
আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খাইরান জনাব কিবরিয়া সাহেব
আলহামদুলিল্লাহ 😢😢😭রাকিব ফিরে গেল পরিবার কাছে
আলহামদুলিল্লাহ,,,
মা দুনিয়ার সেরা সম্পদ,জাজাকাল্লাহ খায়ের
মুখে কান্না নাই।কিন্তু তার ভীতরে হাজার কান্না।
ঠিক বলেছেন। সবার প্রকাশ করার ক্ষমতা সমান হয়না
আলহামদুরিল্লাহ শুকরিয়া মহান আল্লাহর, ধন্যবাদ আর জে কিবরিয়া ভাই আপনার কথার যৌক্তিক ইনশাআল্লাহ মহান আল্লাহ সকলের হেফাজত করুন কৃতজ্ঞতা জানাই
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আরেকটা আপডেট ভিডিও সফলতার মুখ দেখলো শুকরিয়া আল্লাহর কাছে
আলহামদুলিল্লাহ্। সামনে শীতের আগমন ঘটতে যাচ্ছে!
আপন ঠিকানা টীমের সবাইকে আন্তরিক মুবারকবাদ। জাযাকুমুল্লাহু খাইর।💟
অনুষ্ঠানগুলি দেখতে দেখতে মনের অজান্তেই চোখের পানি গাল বেয়ে পড়তে থাকে । আবেগী মনটা আমার বাঁধ মানে না । মিলন মেলা দেখলে অতিথী হাসলেও অশ্রুসিক্ত হই, অতিথী কান্না করলেও অশ্রুসিক্ত হই ।মানুষ যখন অনেক পাপ করে তারপর তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে তখন মাহান রব্বুল আলামীন ও হারানো বান্দা ফিরে আসায় আনন্দিত হন ।মহান রব্বুল আলামীন কিবরীয়া ভাইসহ সকল সহযোগীদেরকে উত্তম প্রতিদান দান করুক ।
ভাই আল্লাহ আপনার নেক হায়াত দান করুন,,,, বিপদ আপদ থেকে রক্ষা করেন সুস্থ সুন্দর ভাবে যেন জীবন যাপন করার তৌফিক দেন এবং এভাবে গরীর অসহায় মানুষের পাশে ধারান,,,আই স্যালুট ভাই🙋♂️🙋♂️🙋♂️
আমি রাকিবের বাবার বাড়ি পেয়েছিলাম মা ভাই বোনকে বাহির করতে করতে তুহিন মারুফ ভাই সোর্স পাইয়া গেছে। আলহামদুলিল্লাহ
অনেক ধন্যবাদ ভাইয়া
ভাই আপনি যে চেষ্টা করেছেন এটাই অনেক বড়। দোয়া করি আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন।
আলহামদুলিল্লাহ
আপনিও ইনশাআল্লাহ
সমান সাওয়াব পাবেন।🤲🤲🤲🤲
Alhamdulillah duwa roilo 🤲🤲
ধন্যবাদ ভাই। আপনার জন্যও দোয়া রইল।
আলহামদুলিল্লাহ 🤲 ধন্যবাদ তুহিন ভাই ও মারুফ ভাই কে ।
আরিফ ভাইয়ের জন্য দোয়া রইল আল্লাহ যেন তাকে সুস্থতা দান করুন আমীন 🤲
❣️❣️
Alhamdulillah ❣️❣️🤲🤲
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কিবরিয়া ভাই মায়ের বুক ভরিয়ে দিয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় কিবরিয়া ভাইয়ের মত আরো কিবরিয়া হওয়া উচিত
আলহামদুলিল্লাহ, ভাই অপেক্ষায় ছিলাম
মা যে কত বড় নেয়ামত ছেলেটি বুঝতে পারে নি, নাকি গরিব দেখে এমন অনূভুতি বুঝলাম না। এমন মায়ের পায়ের কাছে পুরো পৃথিবী এনে দিলেও তারপরও ঋণ শোধ হবে না।যাই হোক শুধু দোয়া করি পৃথিবীর সকল মা বাবাকে যেন আল্লাহ ভালো রাখে।
100% Right Brother
Ameen
Ameen
মা ও ভাই তোমাদের 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
আনেক দিন পরে আবার চোখে পানি চলে আসলো মায়ের আহাজারি দেখে।
আল্লাহ এই অনুষ্ঠানকে অনেক অনেক দুর এগিয়ে যাওয়ার তৌফিক দিন
আলহামদুলিল্লাহ
ইয়া আল্লাহ্ আপনি এই টিমের সবাইকে উত্তম জাঝা দান করুন ।আমিন
Alhamdulillah very nice job 🌹🌹🌹🌹🌹
আপন ঠিকানার সকল টিম মেম্বার শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ।
আলহামদুলিল্লাহ, আরও একটি ভিডিও সফল হল। প্রথম কমেন্ট
ভাইজানের নতুন চুলের কাট। খুব সুন্দর লাগছে কিবরিয়া ভাইজান।
ভাইয়া একটি ছোট্ট অনুরোধ, যাহারা অতিথি অথবা পরিবারের সথে আসেন তাহাদের পেশার কথা জিজ্ঞাসা না করাই ভাল। অনেকেই দেখেছি পেশার কথা বলতে ইতস্ত বোধ করেন। আল্লাহ আপনাকে এবং সকল সহযোগীদের উত্তম বদলা দান করুন। অশেষ ধন্যবাদ প্রিয় ভাই
মাতো মা আললাহ মায়েদের নেকহায়াত দান করুক আমিন
আলহামদুলিল্লাহ্ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং হাজারো শুকরিয়া আমিন
আরিফ ভাই আলহামদুলিল্লাহ।। আল্লাহ আপনাকে সুস্থ্য করেছেন।।
রাকিব খূব লাজুক ছেলে। রাকিব তূমি ভালো থেকো মন দিয়ে কাজ করো ভাই ঈশ্বর তোমার মঙ্গল করুন। কোলকাতা
মা সবদ টা অনেক ছোট তার মধ্যে অনেক বড় রকমত দিয়েছে আল্লাহ
দুনিয়াতে এমন কিছু মানুষ আছে। তারা অনেক দিন পরে। মা বাবা ভাই বোন কে পেয়ে। মন থেকে। তার অনুভুতিটা সহজে প্রকাশ করতে পারেনা।তবে ওর জায়গায়তে আমি হলেঅনেক দিন পর মাকে দেখে কাননা করতে করতে বেহুস হইয়া যেতাম
"...তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে নূর ও স্পষ্ট কিতাব এসেছে। আল্লাহ তাদ্বারা তাদেরকেই শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন, যারা আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে এবং নিজ অনুমতিক্রমে তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসেন, আর তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন।"
(সূরা মায়িদাহ, ১৫-১৬)
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআ'লা আরও একটি হারিয়ে জাওয়া সন্তানকে তার মায়ের বুকে পিরে যেতে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপন ঠিকানা কে হেফাজত রাখুন, আর জে কিবরিয়া ভাই সহ সমস্ত সহযোগী ভাই বোন দের হেফাজত করুন আমিন,
আলহামদুলিল্লাহ মায়ের সাথে খুব মিল আছে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর একটা ভাই ফিরে গেলেন তার আপন ঠিকানায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহাদুলিল্লাহ,
রাকিব ফিরে গেল তার পরিবারের সদস্যদের নিকট।
যদিও বলা ঠিক হবে না,,স্যরি,,মহিলাদের মাতম করে বিলাপ করে কান্না একদমই উচিৎ নয়,,
শুকরিয়া আল্লাহর কাছে, আরেকটা ভাই ফিরে পেলো আপন নীড়,,
আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করুক
রিফাত আমার ছোটবেলার বন্ধু ছেলেটা অনেক ভালো , love you dst for your dedication ♥.
সবাইকে এমন সচেতন ও সহায়ক হওয়া উচিত।। শুভকামনা তোমার মা এবং তোমার জন্য।❤️❤️❤️
So great and thanks to god ,as well everything is possible,if we should try and thanks to kibria Bhai!
আহারে মা ! দুনিয়ার সব থেকে বড় সম্পদ মা।
আমি ভারতবর্ষের আসাম রাজ্য থেকে বলছি, ড• আব্দুল হানিফ তালুকদার। গত কয়েক মাস ধরে আপন ঠিকানার এইসব ভিডিঅ' দেখে দেখে অনেক কেঁদেছি। এ কান্যার অশ্রুজলে মন -আত্মা ধূয়ে পরিষ্কার করে।
আর জে কিবরিয়া ভাইকে এবং ওনার টীমের সবাইকে হাজার ছালাম ও স্যালুট। আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুন, আমীন।
আমিন
আলহামদুলিললাহ অনেক ভাল লাগল রাকিব এর অনুভুতি দেখার মত না থাকলেও বুঝার মত ছিল। হাতিয়ার ভদ্র মহিলাকে হাজার ছালাম
আমিও পরিবার হারা সেই ছোট কালে হারিয়েছি পরিবারে ফিরে যেতে খুব ইচ্ছে করে সবাই ফ্যামেলি পায় আমি কি পরিবারের সাথে থাকতে পারব না আমার কিছু কিছু তথ্য মনে আছে কিভাবে পরিবার ফিরে পাব
আসসালামু আলাইকুম
ভাইয়া আপনি ও চেষ্টা করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
আপনি স্কিন এ দেয়া নাম্বার এ কল দিয়ে আপনার তথ্য গুলো বলেন
আপনি আপন ঠিকানয় যোগাযোগ করেন
আপনার নাম কি???
এই আনটির জন্য ও অনেক অনেক দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আনটির পরিবারের সবাইকে হেফাজত করেন এবং আমরা সবাইকে আল্লাহ যেন ঈমানের সহিত দূনিয়া থেকে যাওয়ার তৌফিক দেয় এই দোয়া রইল
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ।
আপন ঠিকানার সকল টিম মেম্বার,ও বিষেশ করে, তুহিন ভাই কে আল্লাহ সুস্থ নেক হায়াত দান করুন।
আমিন। আর সেই সাথে আমাদের কেও আল্লাহ কাজ করার তৌফিক দান করুন।
ধন্যবাদ ভাই
আলহামদুলিল্লাহ্ দোয়া করি সবাই যেন,এভাবে ফিরে পায় তার শিকড় ঠিকানা।
Rakib k deke mny holo. Kub chapa kosto roeyse onkkk...basic video te take hasi kusi lagsiloooo
দোয়া করি আপন ঠিকানা র এই ভালো কাজের উছিল্লায় লোডশেডিং যেন কমে যায় এবং ভিডিও করার সময় পুরো পুরি বিদ্যুৎ থাকে । শুভ কামনা রইলো আজকের অতিথি ও আপন ঠিকানা র জন্য । আরিফ ফিরে আসায় শোকরিয়া আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ।
আলহামদুলিল্লাহ খুবি খুশি হলাম আরো একটি ভাই তার আপন ঠিকানা খুঁজে পেলো কিন্তু তার এমন অনুভূতির কারণ বুঝতে পারছি না।
ছেলেটার মনে কষ্ট চেপে রাখছে।
আলহামদুলিল্লাহ খুবভাল৷ লাগলো ।এ-ই ভিডিও দেখে।
ডেউটি শেষ করে রুমে আসলাম , প্রথমি আপনা ঠিকানা দেখি ,, আলহামদুলিল্লাহ,,
❣️❣️
ধন্য মায়ের ধন্য সন্তান লাভ ইউ ব্রাদার❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉