ঘুম না যেয়ে অনুষ্ঠান টা দেখে মনে হচ্ছে সার্থক হয়েছে বাংলাদেশের এই একটা অনুষ্ঠান যেটা সীমানা ছাড়িয়ে অন্য দেশে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি একজন প্রবাসী কিছুক্ষণ ঘুমিয়ে আবার ডিউটি তে যেতে হলো ঘুমিয়ে যাওয়া হলো না অনেক ভালোবাসি অনুষ্ঠানটা আপনার পুরো টিমের জন্য দোয়া রইল I love my Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
এযাবৎকাল আপন ঠিকানার যত পর্ব দেখেছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগার মতো আনন্দময় রোমাঞ্চকর হলো-এই ২০১ খোদেজার পর্বটি। খুবই উপভোগ্য হয়েছে এ ঘটনা। শুধুমাত্র গ্রামের নাম ও পাশাপাশি রেলওয়ে এবং সড়ক সেতুর তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের ঘটনাকে আসামের কোন এক গ্রামের সাথে মিল থাকতে পারে এমন বিচক্ষণ চিন্তা চেতনার সাথে অক্লান্ত পরিশ্রম করে খোদেজার প্রকৃত পরিবার খুঁজে বের করেছেন সোর্স আসামেরই বাসিন্দা জিয়াউর রহমান জিয়া । আমার কাছে মনে হয়েছে এটা তার একটা সত্যিকারের অসাধ্য সাধন। জিয়া ভাই আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। খোদেজা ও তাঁর স্বামী ছেলে মেয়ে জামাই নাতি-নাতনিসহ পরিবার-পরিজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। খোদেজা খুব শীঘ্রই তার পিতা-মাতা পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হবেন এমন প্রত্যাশাই করি । আমি মুগ্ধ হয়ে খোদেজার এই পর্বটির নাম দিলাম "আপন ঠিকানা সীমানা পেরিয়ে"।
ধন্যবাদ দিতে হয় আসামের জিয়া ভাইকে যিনি বন্ধুদের নিয়ে এই অসাধ্য কাজটি করেছেন। কারণ খোদেজার পরিবার আসামে খোঁজার কথা না কিন্তু উনি খোঁজেন সেটাই গুরুত্ব।
আলহামদুলিল্লাহ আজকের পর্বটা মন ছুয়ে গেলো….জিয়াউর রহমান ভাই অনেক ভালো মনের মানুষ …ধৈর্য নিয়ে কতটা সময় ফোন নিয়ে সবাইকে দেখালো কথা বললো ..দোয়া রইলো সবার জন্য
ভাই আমি ইন্ডিয়ান আসাম রাজ্যে আমার বাড়ি আমি রীতি মতো আপনার প্রোগ্রাম দেখি, আজকে আমার মনে অনেক আনন্দ কারণ আমার ইন্ডিয়ার এক মেয়ে কে আপন টিকানায় পৌঁছে দিতে পেরেছেন,আমার আশা আমি বাংলাদেশে এসে আমি আপনার সঙ্গে একবার দেখা করবো। আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি,
সকল প্রশংসা আল্লাহর জন্য। জাযাকাল্লাহ খইরান, জিয়া ভাই ও উনার সহযাত্রী দুই ভাইকেও। অনেক ত্যাগ স্বীকার করে খোদেজার পরিবারকে খুজে বের করলো। ধন্যবাদ কিবরিয়া ভাই, আপন ঠিকানা এবং পুরো টিম মেম্বারদের। জাযাকাল্লাহ খইরান।
জিয়াউর রহমান মুন ভাই অনন্ত উদার মনের মানুষ মাশাআল্লাহ এই ভাইটা আপন ঠিকানা অনুষ্ঠান কতটা পছন্দ করেন ভাই অনেক দূর থেকে গিয়ে পরিবারটা খুজে বের করে তার প্রমাণ দিলেন ভাল মানুষের দারা ভাল কাজ আলহামদুলিল্লাহ্
মাশাআল্লাহ্ আলহামদুলিল্লাহ্ এই প্রথম আন্তর্জাতিক সিমানা অতিক্রম করলো আপন ঠিকানা খুবই ভালো লাগছিল এপার বাংলা ওপার বাংলা দুটি পরিবারের মিলনমেলা ও আনন্দ অশ্রু,,, এভাবেই ফিরে যাক পথ হারানো পথিক যারযার আপন ঠিকানায়।
আমার এত সহজে কান্না আসে না, আমি অনেক অনেক ইমোশনাল ভিডিও দেখি চোখে এক ফোটা পানিও আসে না, কিন্তু এই ভিডিওটা দেখার পর চোখের পানি দরে রাখতে পারলাম না। আমি আপন ঠিকানার সব ভিডিও দেখি। স্যালুট কিবরিয়া ভাইকে।
অসাধারণ চমৎকার এক মুহূর্ত কত বছর পর বাবা-মায়ের সাথে দেখা তাও ভার্চুয়াল ফোনে কত আবেগ ভালোবাসা কিন্তু কেউ কাউকে বুকে জড়িয়ে ধরতে পারছে না খুবই বেদনাদায়ক পরিশেষে সবচাইতে আনন্দের বিষয় এটাই যে হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পেয়েছে তার পরিবার তার আপন ঠিকানা অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপন ঠিকানার সকল টিম মেম্বার দের জন্য আল্লাহ সবাইকে সুস্থ তার সাথে নেক হায়াত দান করুন আমীন,
আলহামদুলিল্লাহ 💗💗💗আজ আমার ও অনেক বার গায়ের লোম দারিয়ে গেছে। আল্লাহ পাক মহান ও অতি দয়ালু। আল্লাহ পাক চাইলে সবাই পারেন... ধন্যবাদ কিবরিয়া ভাই ও তার সম্পন্ন টিম কে। বিশেষ ভালো বাসা ও শুভ কামনা আর দোয়া রইলো আমার আসাম ভাই বন্দুদের প্রতি 💝💝💝🌹🌹🌹🌷🌷
আলহামদুলিললাহ আজকে মনের আশা কিছুটা হলেও পূর্ণ হয়েছে লস্ট আন ফাউন্ড থেকে আমি মনে মনে ভাবছিলাম যে কোখন আমাদের দেশে মানে ইন্ডিয়া তে এই ধরনের অনুষ্টান চালু হবে কিন্তু আল্লাহ আপনাদের হাত দিয়েই এই কাজ করা সম্ভব করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ।আল্লাহ যেন আপনাদের কাজকে আরো সহজ করে দেন আল্লাহুমা আমীন ।
উনারা এক ফালানিকে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছিল। আজ আমরা এক ফালানিকে তাঁর কাটার উপাড়ে ফিরে দিলাম। আপন ঠিকানার মাধ্যমে। ধন্যবাদ এপাড় ওপাড় সকল বাঙালী ভাষা ভাষিদের, যাদের মধ্যমে এ কাজটি করতে সক্ষম হয়েছে। ধান আপন ঠিকানা ও RJ Kebria ভাই সহ উনার টিম মেম্বারদের।
আলহামদুলিল্লাহ,ওপার বাংলায় ও পৌছে গেছে আপন ঠিকানা। জিয়াউর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ ভারতের আসাম থেকে পরিবার খুঁজে দেয়ার জন্য।এক কথায় অসাধারণ একটা এপিসোড। কিবরিয়া ভাই সহ আপন ঠিকানা র প্রতিটি মেম্বার এর প্রতি অনেক অনেক দুয়া ও শুভ কামনা রইল ❤️❤️
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই বোন তাঁর পরিবারের সন্ধান পেল।সম্পুর্ন নতুন একটা আপডেট ভিডিও দেখতে পেলাম।জিয়াউর ভাই কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
RJ Kebria ভাই বারবার বলেছেন। ২০০ পর্বের পর নতুন কিছু যোগ হবে। আলহামদুলিল্লাহ ২০১ নম্বর পূর্বে নতুন চমক। আল্লাহর রহমতে শেষমেষ এমন কিছু যোগ হলো। দেশের গুন্ডি পেরিয়ে এখন বিদেশেও সফলতা অর্জনের নতুন চমক উপহার।
রক্তের বাঁধনে সীমারেখা থাকেনা এইটা একদম সত্য..আমি জন্ম সূত্রে ভারতীয় কিন্তু আমার বাবা এবং মা জন্ম সূত্রে দুই জন ই বাংলাদেশী,বাবা দেশ ভাগের সময় চলে আসেন ভারতে আমার ঠাকুমার সাথে কিন্তু আর কোনোদিন যান নি বাংলাদেশ এ আমি আমার বাবা এবং ঠাকুমার কাছ থেকে সব সময় বাংলাদেশ এর গল্প শুনতাম এবং আমার পরিবারের প্রথম আমি বাংলাদেশ যাই ২০০৫ সালে এবং আমাদের গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর গ্রামে প্রথম যাই ও আমার জেঠু বাড়ী খুঁজে বার করি এবং সেখানে এক সপ্তাহ থাকি,আমার বাবাই একমাত্র ইন্ডিয়া তে আর আমার দুই জেঠু এবং এক পিসি সকলেই বাংলাদেশে ,,এখন আমি প্রতি বছর এই একবার বাংলাদেশ যাই এবং রক্তের বাঁধনে আবদ্ধ হই তবে বর্তমানে ইউরোপে থাকার কারণে লাস্ট বছর চারেক যাওয়া হয়নি...অশোক সাহা(স্লোভেনিয়া)
আলহামদুলিল্লাহ কিবরিয়া ভাই আজকের মিলন মেলা টা অসাধারণ এটা একটা নজির বিহিন ঘটনা আললাহ তালা যেন সমস্ত হারানো লোক তার মা বাবা-মা বুকে ফিরে আসে সবাই জন্য দোয়া রইল । জাকির পটুয়াখালী থেকে।
Amar video ta dekhe khub bhalo lagte ase..karon ami ai channel er sob videos gulo dekhe thaki assam (india) theke..ai video ta assam related tai amar khub e bhalo lagse.. amader district er ghotona😍..love, nd respect from Assam.
আলহামদুলিল্লাহ একজন হারিয়ে যাওয়া সন্তান তার পরিবার খুঁজে পেলে মনে হয় পুরা বাংলাদেশের মানুষ খুশি আজকের ভিডিও টা ছিলো আজকে অন্য রকম নিঃসন্দেহে পৃথিবীর সেরা অনুষ্ঠান আপন ঠিকানা যার মাধ্যমে হারিয়ে যাওয়া সন্তান গুলো তার আপন ঠিকানায় পৌঁছাতে পারে হে আল্লাহ আপনি কিবরিয়া ভাই কে সব সময় সুস্থ রাখে
ইন্ডিয়ার কিছু মানুষের স্বপ্ন আজ পুরন হল Rj Kebria ভায়ের আপন ঠিকানার অনুষ্ঠান তাদের ওখানে ছড়িয়ে পরুক তাদের ওখান থেকে বহু মানুষ হারিয়ে গেছে আল্লাহ্ তাদের স্বপ্ন পুরন করল আল্লাহ্ চাইলে কি না অসম্ভব, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ্ আমীন আমীন আমীন।
আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো। আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। আমাদের দেশে অনেকেই এখনো পরিবার খুঁজে পাইনি আসল কথা হলো যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবে। এটাই বাস্তব জীবনে একটা ঠিকানা তো পেল। ভালো থাকুন এপার ওপার পরিবার। ধন্যবাদ কিবরিয়া ভাই সহ পুরো টিমকে ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ আল্লাহ্ চাইলে সব পারে,অসাধারণ দেশ ছাড়িয়ে আজ বাহিরের দেশের একটা পরিবার মিলাতে পেরে আপনা ঠিকানা এবং কিবরিয়া ভাই ও আপন ঠিকানার সকল স্টাপের প্রতি রহিল অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ ভালো লাগলো, খোদেজা বেগম আপু তার নিজের পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া জন্য দোয়া করি আল্লাহ তাদের সুস্থতা কামনা করছি। এবং পরিবারের কাছে ফিরতে পাড়ায় শূকিরিয়া ।
আলহামদুলিল্লাহ॥ কিবরিয়া ভাই ভিডিও টির নাম যদি দিতেন- *খাদিজার রক্তের বাঁধন সুদুর আসামে॥* তাহলে আশ্চর্য ধরনের পরিবারের সন্ধান পাওয়া,একটি ঐতিহাসিক ভিডিও হিসেবে,ঐ ভিডিও টি *দেখার আগেই* দর্শকদের হৃদয়ে আকর্ষন সৃস্টি করতো॥তার মানে হচ্ছে দেখার আগেই খুশী হয়ে যেতাম॥এই আর কি॥ধন্যবাদ॥
আলহামদুলিল্লাহ,,, আসলে বলার মতো ভাষা নেই।।। আমার ১ বোন ইন্ডিয়া চলে গেছে আমরা জানি কিন্তু সে ফেরেনি আজও,, ৩৫ বছর আগের ঘটনা।। তিনি মোটামুটি ১৬,,১৭ বছরের ছিলেন তখন
Allumdullia. Kebrea vie apner dokkota theka ame obak hoha jie. Ato olpo somoer moddea ato sundor vaba problem solve koren. Geahul vieka amer salm rilo. Ter cestta ata somvob holo.
I am from Barpeta, Assam....same district......I am really happy that Bangladesh has did a lot of effort to get her family back....i wish she will meet her parents very soon.
কেব্রিয়া ভাই আমি ইন্ডিয়া থেকে, শুধু আজ এই কবিতাটি মনে পড়সে , " এই পৃথিবী তোমার-আমার
তবুও সীমান্ত, কাটা তার, এপার-ওপার
আলো বাতাস কার- বল কার
কাটা তার - দিন কার - রাত কার
সীমান্তের এপার - ওপার
পৃথিবীটা কার - বল কার
বৃষ্টি কার - জোছনা কার
কাটা তার - বল কার
মানুষ - সীমান্ত- এপার-ওপার
তবুও বলি, এই পৃথিবী তোমার - আমার"
@Krishna Sarkar কফিতার রচয়িতার নাম টা লিখে দিবেন প্লীজ। খুব সুন্দর কবিতা।
আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো এই ভেবে যে আপন ঠিকানা সীমানা পেরোলো আরো অনেকদূর যাবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল ভালোবাসা অবিরাম ❤️💞💞
@@Komoal
অসাধারণ ভাইয়া
Nice vai
ঘুম না যেয়ে অনুষ্ঠান টা দেখে মনে হচ্ছে সার্থক হয়েছে বাংলাদেশের এই একটা অনুষ্ঠান যেটা সীমানা ছাড়িয়ে অন্য দেশে গিয়েছে আলহামদুলিল্লাহ
আমি একজন প্রবাসী কিছুক্ষণ ঘুমিয়ে আবার ডিউটি তে যেতে হলো ঘুমিয়ে যাওয়া হলো না অনেক ভালোবাসি অনুষ্ঠানটা আপনার পুরো টিমের জন্য দোয়া রইল I love my Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
সীমানা ছাড়ায়ে আজ আপন ঠিকানা অন্য দেশে এ এক অদ্ভুত অভিজ্ঞতা, কি যে ভালো লাগলো বলে বুঝাতে পারব না। আলহামদুলিল্লাহ
ধরা গেলোনা ছোয়া গেলো না,
আবেগে হলোনা কাঁদা।
তবুও মোরা সফল হলাম,
আসাম বাংলার যুদ্ধারা।
আলহামদুলিল্লাহ 🤲🤲🤲
ইন্ডিয়া থেকে। আমি আমার অনেক অভিজ্ঞতা হল। সত্যিই সেলুট আপনাকে আর আপনার টিমকে। ধন্যবাদ।
কান্নাকাটি ছাড়া একটা পর্ব শেষ হলো। অনেক ভালো লাগলো যে উনি উনার মা বাবার ও জন্মস্থান খুঁজে পেয়েছেন।।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে পরিবার পাওয়া অকল্পনীয়। আসলেই আল্লাহ চাইলে কিনা হয়।
এযাবৎকাল আপন ঠিকানার যত পর্ব দেখেছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগার মতো আনন্দময় রোমাঞ্চকর হলো-এই ২০১ খোদেজার পর্বটি। খুবই উপভোগ্য হয়েছে এ ঘটনা। শুধুমাত্র গ্রামের নাম ও পাশাপাশি রেলওয়ে এবং সড়ক সেতুর তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের ঘটনাকে আসামের কোন এক গ্রামের সাথে মিল থাকতে পারে এমন বিচক্ষণ চিন্তা চেতনার সাথে অক্লান্ত পরিশ্রম করে খোদেজার প্রকৃত পরিবার খুঁজে বের করেছেন সোর্স আসামেরই বাসিন্দা জিয়াউর রহমান জিয়া । আমার কাছে মনে হয়েছে এটা তার একটা সত্যিকারের অসাধ্য সাধন। জিয়া ভাই আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। খোদেজা ও তাঁর স্বামী ছেলে মেয়ে জামাই নাতি-নাতনিসহ পরিবার-পরিজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। খোদেজা খুব শীঘ্রই তার পিতা-মাতা পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হবেন এমন প্রত্যাশাই করি । আমি মুগ্ধ হয়ে খোদেজার এই পর্বটির নাম দিলাম "আপন ঠিকানা সীমানা পেরিয়ে"।
অসাধারণ ভিডিও, এই ভিডিওটা ইতিহাস হয়ে থাকবে,,,ভয় ছিল নেট সমস্যা হয় কিনা,,,জাইহোক এইপার ওপার দুই বাংলার ভালবাসা টিকে থাকুক অনন্তকাল,,,
ধন্যবাদ দিতে হয় আসামের জিয়া ভাইকে যিনি বন্ধুদের নিয়ে এই অসাধ্য কাজটি করেছেন। কারণ খোদেজার পরিবার আসামে খোঁজার কথা না কিন্তু উনি খোঁজেন সেটাই গুরুত্ব।
RAITH
@@nayemkarim157 b6ybybab
আলহামদুলিল্লাহ আজকের পর্বটা মন ছুয়ে গেলো….জিয়াউর রহমান ভাই অনেক ভালো মনের মানুষ …ধৈর্য নিয়ে কতটা সময় ফোন নিয়ে সবাইকে দেখালো কথা বললো ..দোয়া রইলো সবার জন্য
খুবই সুন্দর মনের মানুষ জিয়াউর রহমান ভাই
আলহামদুলিল্লাহ দোয়া রইলো
জিয়াউর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রাইট
জিয়াউর রহমান ভাই কে অসংখ্য ধন্যবাদ।
কিবরীয়া ভাই, কান্না করতে আপন ঠিকানায় আসি,মনটা খুব ভালো হয়ে যায়,আজকে বিদেশের মাটিতে দেশকে তুলে ধরলেন
ভাই আমি ইন্ডিয়ান আসাম রাজ্যে আমার বাড়ি আমি রীতি মতো আপনার প্রোগ্রাম দেখি, আজকে আমার মনে অনেক আনন্দ কারণ আমার ইন্ডিয়ার এক মেয়ে কে আপন টিকানায় পৌঁছে দিতে পেরেছেন,আমার আশা আমি বাংলাদেশে এসে আমি আপনার সঙ্গে একবার দেখা করবো। আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি,
Assam
সকল প্রশংসা আল্লাহর জন্য।
জাযাকাল্লাহ খইরান, জিয়া ভাই ও উনার সহযাত্রী দুই ভাইকেও।
অনেক ত্যাগ স্বীকার করে খোদেজার পরিবারকে খুজে বের করলো।
ধন্যবাদ কিবরিয়া ভাই, আপন ঠিকানা এবং পুরো টিম মেম্বারদের।
জাযাকাল্লাহ খইরান।
❤️ আলহামদুলিল্লাহ ❤️
আপন ঠিকানা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ুক আশেপাশে কিংবা বিশ্ব পান্তরে।
কিবরিয়া ভাই আরো এগিয়ে যাক বহুদূর।
Alhamdulillaha
দোয়া রহিলো কিবরিয়া ভাইয়ের জন্য
Bhai apnake alla jannat dan koruk amin
জিয়াউর রহমান মুন ভাই অনন্ত উদার মনের মানুষ মাশাআল্লাহ এই ভাইটা আপন ঠিকানা অনুষ্ঠান কতটা পছন্দ করেন ভাই অনেক দূর থেকে গিয়ে পরিবারটা খুজে বের করে তার প্রমাণ দিলেন ভাল মানুষের দারা ভাল কাজ আলহামদুলিল্লাহ্
Shara prithibi tey onek valo manush ache,thank you soomach everyone
জিয়াউল ভাই অসম্বব কে সম্বাব করে,অসাধারন কাজ করেছে,,
এই বিডিওর সফল হয়ার,পুরা
কেডিট,জিয়া ভাই কে দিলাম,,
মাশাআল্লাহ্ আলহামদুলিল্লাহ্
এই প্রথম আন্তর্জাতিক সিমানা অতিক্রম করলো আপন ঠিকানা
খুবই ভালো লাগছিল
এপার বাংলা ওপার বাংলা দুটি পরিবারের
মিলনমেলা ও আনন্দ অশ্রু,,,
এভাবেই ফিরে যাক পথ হারানো পথিক
যারযার আপন ঠিকানায়।
আলহামদুলিল্লাহ 💚
আমি আসাম রাজ্যের হাইলাকান্দি জেলা থেকে,আমি আপনার সব ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে 💚🇮🇳 কান্না ও আসে।
ধন্যবাদ জিয়াউর রহমান মুনকে, আপন ঠিকানা কে সহযোগিতা করার জন্য, অনেক দোয়া এবং শুভ কামনা রইলো।
ঐ ভাইটাকে হাজারো ধন্যবাদ কত বড় উপকার করেছে এই বিডিওটার মাঝে,,
অসাধারন একটা এপিসড 201 দুই বাংলা প্রথম এপিসড ।অনেক অনেক ধন্যবাদ সোস কে
আমার এত সহজে কান্না আসে না, আমি অনেক অনেক ইমোশনাল ভিডিও দেখি চোখে এক ফোটা পানিও আসে না, কিন্তু এই ভিডিওটা দেখার পর চোখের পানি দরে রাখতে পারলাম না। আমি আপন ঠিকানার সব ভিডিও দেখি।
স্যালুট কিবরিয়া ভাইকে।
অসাধারণ চমৎকার এক মুহূর্ত কত বছর পর বাবা-মায়ের সাথে দেখা তাও ভার্চুয়াল ফোনে কত আবেগ ভালোবাসা কিন্তু কেউ কাউকে বুকে জড়িয়ে ধরতে পারছে না খুবই বেদনাদায়ক পরিশেষে সবচাইতে আনন্দের বিষয় এটাই যে হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পেয়েছে তার পরিবার তার আপন ঠিকানা অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপন ঠিকানার সকল টিম মেম্বার দের জন্য আল্লাহ সবাইকে সুস্থ তার সাথে নেক হায়াত দান করুন আমীন,
MashaAllah. Alhamdulillah. Allah rohom koren ai poribar ke.❤❤❤
আলহামদুলিল্লাহ 💗💗💗আজ আমার ও অনেক বার গায়ের লোম দারিয়ে গেছে। আল্লাহ পাক মহান ও অতি দয়ালু। আল্লাহ পাক চাইলে সবাই পারেন... ধন্যবাদ কিবরিয়া ভাই ও তার সম্পন্ন টিম কে। বিশেষ ভালো বাসা ও শুভ কামনা আর দোয়া রইলো আমার আসাম ভাই বন্দুদের প্রতি 💝💝💝🌹🌹🌹🌷🌷
আমি বেসিক ভিডিও দেখেই কমেন্ট করেছিলাম উনি ইন্ডিয়ান হতে পারে।যাই হোক আলহামদুলিল্লাহ, উনি উনার পরিবার ফিরে পেয়েছে এটাই বড় বিষয়।
আলহামদুলিললাহ আজকে মনের আশা কিছুটা হলেও পূর্ণ হয়েছে লস্ট আন ফাউন্ড থেকে আমি মনে মনে ভাবছিলাম যে কোখন আমাদের দেশে মানে ইন্ডিয়া তে এই ধরনের অনুষ্টান চালু হবে কিন্তু আল্লাহ আপনাদের হাত দিয়েই এই কাজ করা সম্ভব করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ।আল্লাহ যেন আপনাদের কাজকে আরো সহজ করে দেন আল্লাহুমা আমীন ।
Madam
chengula kothay assam kon jila
আমার ভাই সারানো গেছে নাম সাদেক আলী আমার বাড়ি আছাম জিলা বরপেটা
আলহামদুলিল্লাহ
আমিন
Alhamdulilaah
Vison khushi holam india r bangladesher melbondhon holo apan thikanar throw.darun moment .
উনারা এক ফালানিকে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছিল। আজ আমরা এক ফালানিকে তাঁর কাটার উপাড়ে ফিরে দিলাম। আপন ঠিকানার মাধ্যমে। ধন্যবাদ এপাড় ওপাড় সকল বাঙালী ভাষা ভাষিদের, যাদের মধ্যমে এ কাজটি করতে সক্ষম হয়েছে। ধান আপন ঠিকানা ও RJ Kebria ভাই সহ উনার টিম মেম্বারদের।
গুলিয়ে ফেলতেছেন, ওনি ছিল ফ্যানালি আর খোদিজার বান্ধবী ফালানি।।।
আমারা আমাদের বোন ফেলানীকে কখনো ভুলব না।
আমার বাংলাদেশ - ভারত সীমান্তে বাড়ী, যখনে ফেলানীর কথা আসে তখন আমি কান্না করে ফেলি। আমরা ফেলানীকে কখনই ভুলবো না। শুধু আপসোস বিচার পেলাম না।
আমাদের আপন ঠিকানা শুধু বাংলাদেশেই সিমাবদ্ধ না,দেশের বাহিরেও বৃস্তৃত।খোব ভালো লাগলো, আল হামদু লিল্লাহ।
জিয়াউর ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইলো। অসাধারণ একটা কাজ করেছেন উনি।
আলহামদুলিল্লাহ,ওপার বাংলায় ও পৌছে গেছে আপন ঠিকানা। জিয়াউর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ ভারতের আসাম থেকে পরিবার খুঁজে দেয়ার জন্য।এক কথায় অসাধারণ একটা এপিসোড। কিবরিয়া ভাই সহ আপন ঠিকানা র প্রতিটি মেম্বার এর প্রতি অনেক অনেক দুয়া ও শুভ কামনা রইল ❤️❤️
আলহামদু লিল্লাহ
অনেক অনেক ধন্যবাদ ও দোৱা এবং শুভ কামনা ৰইলো বিষেশ কৰে আপন ঠিকানাৰ টিম মেম্বাৰ দেৰ জন্য।কালকে ফেচবুকে দেখেচি ,,মা শ্বা আল্লাহ আমাদেৰ আসামেৰ অতিথি বেৰ কৰে দিলেন।
আলহামদুলিল্লাহ আজকের নতুন চমক আপন ঠিকানায় দেখিয়ে দিল । আপন ঠিকানা যে ভাইটি ইন্ডিয়া থেকে দেখে পরিবার মিলিয়ে দিয়েছে তার জন্য শুভকামনা রইল।
সত্যিই অঢেল ভাল বাসা আর শুভ কামনা রইল
Village changulia PS sorbhog distbarpeta Assam lamfrombarpeta town
কিবরিয়া ভাইয়া তো আলোড়ন তুলে ফেললো 😃
Thanks a lot to everyone 👏
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই বোন তাঁর পরিবারের সন্ধান পেল।সম্পুর্ন নতুন একটা আপডেট ভিডিও দেখতে পেলাম।জিয়াউর ভাই কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
সব কিছু মিলিয়ে ভিডিও টা অসাধারণ লেগেছে। আলহামদুলিল্লাহ
RJ Kebria ভাই বারবার বলেছেন। ২০০ পর্বের পর নতুন কিছু যোগ হবে। আলহামদুলিল্লাহ ২০১ নম্বর পূর্বে নতুন চমক। আল্লাহর রহমতে শেষমেষ এমন কিছু যোগ হলো। দেশের গুন্ডি পেরিয়ে এখন বিদেশেও সফলতা অর্জনের নতুন চমক উপহার।
@Garam Masala
আস সালামু আলাইকুম
ঊনার সম্পর্কে যা জানেন লিখেন
প্রতি - টি ভিডিও - তে
দেখবেন একদিন সত্যি পেয়ে যাবেন
ইনশাআল্লাহ।
আল্লাহ্ আপনাদের মনোবাসনা
খুব শীঘ্রি পূরণ করুন - আমিন।
রক্তের বাঁধনে সীমারেখা থাকেনা এইটা একদম সত্য..আমি জন্ম সূত্রে ভারতীয় কিন্তু আমার বাবা এবং মা জন্ম সূত্রে দুই জন ই বাংলাদেশী,বাবা দেশ ভাগের সময় চলে আসেন ভারতে আমার ঠাকুমার সাথে কিন্তু আর কোনোদিন যান নি বাংলাদেশ এ
আমি আমার বাবা এবং ঠাকুমার কাছ থেকে সব সময় বাংলাদেশ এর গল্প শুনতাম এবং আমার পরিবারের প্রথম আমি বাংলাদেশ যাই ২০০৫ সালে এবং আমাদের গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর গ্রামে প্রথম যাই ও আমার জেঠু বাড়ী খুঁজে বার করি এবং সেখানে এক সপ্তাহ থাকি,আমার বাবাই একমাত্র ইন্ডিয়া তে আর আমার দুই জেঠু এবং এক পিসি সকলেই বাংলাদেশে ,,এখন আমি প্রতি বছর এই একবার বাংলাদেশ যাই এবং রক্তের বাঁধনে আবদ্ধ হই তবে বর্তমানে ইউরোপে থাকার কারণে লাস্ট বছর চারেক যাওয়া হয়নি...অশোক সাহা(স্লোভেনিয়া)
Alhamdulillah khub valo laglo.
আলহামদুলিল্লাহ
কিবরিয়া ভাই সহ আপন ঠিকানার সকল টিম মেম্বার ভাই ও বোন দের জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা 🙏🙏
আলহামদুলিল্লাহ কিবরিয়া ভাই আজকের মিলন মেলা টা অসাধারণ এটা একটা নজির বিহিন ঘটনা আললাহ তালা যেন সমস্ত হারানো লোক তার মা বাবা-মা বুকে ফিরে আসে সবাই জন্য দোয়া রইল । জাকির পটুয়াখালী থেকে।
Amar video ta dekhe khub bhalo lagte ase..karon ami ai channel er sob videos gulo dekhe thaki assam (india) theke..ai video ta assam related tai amar khub e bhalo lagse.. amader district er ghotona😍..love, nd respect from Assam.
আলহামদুলিল্লাহ একজন হারিয়ে যাওয়া সন্তান তার পরিবার খুঁজে পেলে মনে হয় পুরা বাংলাদেশের মানুষ খুশি আজকের ভিডিও টা ছিলো আজকে অন্য রকম নিঃসন্দেহে পৃথিবীর সেরা অনুষ্ঠান আপন ঠিকানা যার মাধ্যমে হারিয়ে যাওয়া সন্তান গুলো তার আপন ঠিকানায় পৌঁছাতে পারে হে আল্লাহ আপনি কিবরিয়া ভাই কে সব সময় সুস্থ রাখে
Verry good bhai Ami Assam Nagaon theke Dheklam Choker pani Rakthe parlamna Allah Apnake onek onek Bhalo Rakhe Jeno Good night
ইন্ডিয়ার কিছু মানুষের স্বপ্ন আজ পুরন হল Rj Kebria ভায়ের আপন ঠিকানার অনুষ্ঠান তাদের ওখানে ছড়িয়ে পরুক তাদের ওখান থেকে বহু মানুষ হারিয়ে গেছে আল্লাহ্ তাদের স্বপ্ন পুরন করল আল্লাহ্ চাইলে কি না অসম্ভব, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা-ইলাহা ইল্লাল্লাহ্ আমীন আমীন আমীন।
অবশ্যই ভাই আমার মনের কল্পনা আপনি বেক্তো করেছেন
আমি আসাম থাকি এবং সব সময় ভিডিও গুলো দেখি
Jagatar name Barpeta sorbog
আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো। আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। আমাদের দেশে অনেকেই এখনো পরিবার খুঁজে পাইনি আসল কথা হলো যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবে। এটাই বাস্তব জীবনে একটা ঠিকানা তো পেল। ভালো থাকুন এপার ওপার পরিবার। ধন্যবাদ কিবরিয়া ভাই সহ পুরো টিমকে ধন্যবাদ।
দুই বাংলার অপূর্ব বন্ধন। সকলের জন্যই অফুরন্ত ভালবাসা।
অসাধারণ একটা আপডেট দেখলাম যাহা ইতিহাস হয়ে থাকবে.
আলহামদুলিল্লাহ আল্লাহ্ চাইলে সব পারে,অসাধারণ দেশ ছাড়িয়ে আজ বাহিরের দেশের একটা পরিবার মিলাতে পেরে আপনা ঠিকানা এবং কিবরিয়া ভাই ও আপন ঠিকানার সকল স্টাপের প্রতি রহিল অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ। দেশের গন্ডি পেরিয়ে আপন ঠিকানার সেবা ইন্ডিয়াতে, আল্লাহ সাড়া বিশ্বে পৌঁছে দিন কিবরিয়া ভাইয়ের এই সেবা,
পুরো টিমকে আল্লাহ কবুল করুন।
Ameen
যেমন মেয়েগুলা সুন্দর তেমন জামাই গুলা সুন্দর পরিবারটা খুব ভালো লাগছে মাশাল্লাহ
ছোট মেয়ের জামাইটা মাস আল্লাহ বেবি টা ও কিউট,,, মেয়েটা তো আরো ও বেশি কিউট,,, মাস আল্লাহ
রোমাঞ্চকর আপডেট, নিঃসন্দেহে। আপন ঠিকানা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে, এই কামনা করছি।
Ameen
ধন্যবাদ আপন ঠিকানাকে 🙏🇴🇲🙏
আলহামদুলিল্লাহ ভালো লাগলো, খোদেজা বেগম আপু তার নিজের পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া জন্য দোয়া করি আল্লাহ তাদের সুস্থতা কামনা করছি। এবং পরিবারের কাছে ফিরতে পাড়ায় শূকিরিয়া ।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই
আলহামদুলিল্লাহ আজকে নতুন কিছু দেখার অনুভূতি হল.
অসাধারণ চমৎকার খুব ভালো লাগলো নতুন উদ্ভাবন।
আলহামদুলিল্লাহ॥ কিবরিয়া ভাই ভিডিও টির নাম যদি দিতেন- *খাদিজার রক্তের বাঁধন সুদুর আসামে॥* তাহলে আশ্চর্য ধরনের পরিবারের সন্ধান পাওয়া,একটি ঐতিহাসিক ভিডিও হিসেবে,ঐ ভিডিও টি *দেখার আগেই* দর্শকদের হৃদয়ে আকর্ষন সৃস্টি করতো॥তার মানে হচ্ছে দেখার আগেই খুশী হয়ে যেতাম॥এই আর কি॥ধন্যবাদ॥
Alhumdulillah.....atto shamti paylam.....Malik sob kisu paren.....Alhumdulillah....Alhumdulillah ❤
মাশাল্লাহ্ কিবরিয়া ভাই আজ দেশের গন্ডি পেরিয়ে আজ ইন্ডিয়াতে পৌঁছে গেছে,Congratulation কিবরিয়া ভাইকে।
আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো এই ভেবে যে আপন ঠিকানা সীমানা পেরোলো আরো অনেক দূরে যাবে ইনশাল্লাহ
আলহামদুলিল্লাহ।
আপন ঠিকানার প্রথম কোনো পর্ব যা সিমান্তের এপার ওপার দুই পারে।
Ami always daki appnar videos gula....appon tikana and.breanding Bengaladesh.
আলহামদুলিল্লাহ,,, আসলে বলার মতো ভাষা নেই।।। আমার ১ বোন ইন্ডিয়া চলে গেছে আমরা জানি কিন্তু সে ফেরেনি আজও,, ৩৫ বছর আগের ঘটনা।। তিনি মোটামুটি ১৬,,১৭ বছরের ছিলেন তখন
১৬/১৭ বছরের হলে উনি তো স্বেচ্ছায় গিয়েছেন।
Thikana den bair kori
হুমম উনি স্বেচ্ছায় গিয়েছেন কিন্তু কেন জানিনা কখনো ফেরেনি,,,
@@alisvlogsindia1814 খুলনা,,বানিয়া খামার পশ্চিম পাড়া,,বাবা,শেখ সোহরাব আলী (শোকর)উনাকে,,ফেলেক নামে ডাকতো
@@hafizaikram701ঠিকানা দেন সম্ভব হলে খুজে দেখবো । । বাংলাদেশ দেশ বর্ডার সিদা সিদি 178 কিঃমিঃ । আর কলকাতায় বুড়িমারী চেংরাবান্ধা 250 to 300 km . .
Allumdullia. Kebrea vie apner dokkota theka ame obak hoha jie. Ato olpo somoer moddea ato sundor vaba problem solve koren. Geahul vieka amer salm rilo. Ter cestta ata somvob holo.
জিয়াউর ভাই কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
জিয়াউর রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ
I am from Barpeta, Assam....same district......I am really happy that Bangladesh has did a lot of effort to get her family back....i wish she will meet her parents very soon.
I'm from Kayakuchi
Hemanga Das
Tnx my dear💙
Really it's awesome Comment
💚for আপন ঠিকানা💚
I'm বাংলাদেশী - Sylhet.
Onak valo laglo....RJ bhaijan.... unfortunately ami o sichar cachar.assam.
ভাই আমি এই ভিডিও টা দেখে অনেক আনে খুশি হলাম. আমি ইন্ডিয়া কোলকাতা থেকে আপনার ভিডিও গুলো. আল্লাহ আপনাদের আরো অনেক বড়ো লেবেলে নিয়ে যাক.
আলহামদুলিল্লাহ,,, অসাধারণ একটা ভিডিও,,, মন ছুয়ে গেল,,জিয়া ভাই কে হাজার সালাম,,, কিবরিয়া ভাই ও তার পুরো টিমের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।।
কিবরিয়া ভাই এর যোগ্য সৈনিক মহিউদ্দিন ভাই আরিফভাই।মাশাআল্লাহ দুইজনের কাজ দারুন
Jiyaur bai apnake onek onek thanks.
সবচেয়ে বেশি শান্তি লাগে তখন,, যখন দেখতে এবং শুনতে পায় এইটা তার পরিবার আলহামদুলিল্লাহ তখন খুশিতে চোখে অশ্রু চলে আসে
Vai.ajj.cob.sundor.lagir.vai.duwa.roilo
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
আলহামদুলিল্লাহ কিবরিয়া ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক একটা ভালো কাজ করতেছেন । আল্লাহ যেন আপনার ভালো করেন। অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে।
আলহামদুলিল্লাহ। এটাও সফল হয়েছে। তবে অনেক ভালো লাগলো এবার ভারতের নাগরিকদের সাথে পারিবারিক বন্ধন অনুভব করছি।
Alhamdulillah, Alhamdulillah... masha Allah... Khadija Apur anek sundr ekta family... Onar ma babar anek dowa Allah kobul korcen tai...
একটি অসাধারণ আয়োজনে ব্যতিক্রমী আপডেট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
ভাই জান আমি আপনার সব ভিডিও প্রথম থিকা দেহি আসাম থেকে।আপনার খব ভক্ত আমি। আপনারে খব ভালো লাগে
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আল্লাহ যে মহান তা আরেক বার প্রমাণ হলো।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কি না করতে পারে অসাধারণ ছিল ভিডিওটা
আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছে, ভিডিও টা সফল হওয়াতে, কারণ ভিন্ন দেশ
Thanks Jia vi r tar sohojogi manush gulo k. Kub valo laglo.
আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগলো আজকের পর্বটা দেখে জিয়াউর রহমান ভাই যে কাজটা করছে খুবই ভাল কাজ ৷ আল্লাহ যেন তার ফ্যামিলি সবাইকে ভাল রাখে দোয়া করি ৷
মাশাআল্লাহ অসাধারণ একটি আপডেট ভিডিও
ভারত বাংলা যৌথ প্রযোজনায় সফল হলো আর একটি এপিসোড । দৃঢ় হোক মেল বন্ধন সফল হোক আপন ঠিকানা ।ত্রিপুরা আগরতলা ।
Alhamdulillah thanks kibria vai
I am from Assam India 🇮🇳🇧🇩 I love Rj Kebria Bhai💕
রক্তের বাঁধন মানেনা কাঁটাতারের বাধন,,মহান রব চাইলে সবই সম্ভব,, জিয়া ভাই অসাধারণ কাজ করেছেন।
মাশাআল্লাহ এইভিডিওর হিরো জিয়াউর ভাই 🤲🤲
Thanks apnaderke
যদি ইন্ডিয়াতে আপন ঠিকানা থাকতো খুব ভালো হতো
অসাধারণ।গুড জব।কিপ এ টাপ।গো এ্যাহেড।জুগ জুগ জিও।
আলহামদুলিল্লাহ, অসাধারণ আপডেট। জিয়াউর রহমান ভাইসহ আপন ঠিকানা টীমের সবাইকে ধন্যবাদ। খোদেজার পরিবারের জন্য শুভকামনা ও দুয়া রইল। জাযাকুমুল্লাহু খাইর। 💟
onek valo laglo ami o Assam silchar teke sobaike Valo rakar taufik Dan koren aameen aameen aameen
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আল্লাহ পাক সকলের হেফাজত করুন
Alhamdulillah! Apnara Medea jogot er shera kaj ta korchen, Allah shober mongol korun , Ameen
আলহামদুলিল্লাহ
আবারো রক্তের বাঁধন এক হলো
Alhamdulillah..Jai Aye Axom...Jai Bangladesh
আলহামদুলিল্লাহ, আপন ঠিকানার সাথে যে সকল ভাই এবং বোন বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন 🤲🤲, আমিন