আসসালামু আলাইকুম স্যার। আপনার মতো ভালো মানুষ খুব কমই আছে ভুমি অফিসে। আপনি যেভাবে সহজে আইনের কথা বলেন । এত সরল ভুমি অফিসে নেই বললেই চলে। খুব কষ্ট লাগে ভুমি অফিসের লোকের কথা শুনলে।
ভাই সত্যি আপনার ভিডিও থেকে আমদের অনেক উপকার হচ্ছে, আপনার নাম্বারটা দেওয়াা যাবে। আর সত্যি বলতে কি সরকার অনেক ভালো কাজ করতেছে কিন্তু কিছু ভুমি অসাধু কর্মকতার জন্য সরকাতের অনেক দূর্নাম হচ্ছে ।
আসসালামু আলায়কুম। নামজারি করতে কি ঐ খতিয়ানের খাজনা পরিশোধ করতে হবে। ৪ জন মালিকের মধ্যে এক জন নামজারি করতে চাইলে তখন শুধু তার অংশের খাজনা দিলে হবে জানালে উপকৃত হব। ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম স্যার ভূমি মালিক আমি প্রবাসী এনআইডি হয় নাই ওয়ারিশ সূত্র এখানে কি দেখাবো পিতা-পুত্র দয়া করে বলবেন আপনার উত্তরের আশায় আছি স্যার ধন্যবাদ?
স্যর আমি আপনার কাছে একটা পরামর্শ চাই আমার বাবা জমি কিনে বাড়ি কোরেছে ৪৫ বছর কিন্তু দলিল করতে পারেনি জার কাজ থেকে জমি কিনে বাড়ি কোরেছে সে আরো অনেক বছর আগে মারা গিয়েছে এখন আমি দেখলাম খতিয়ানে বাড়ি লেখা আর এস বি আর এস এস এ মালিকের নাম এখন আমি কি বাবে খাজনা দিবো
স্যার, সর্বশেষ ভূমি জরিপের পর, একটি মুদ্রিত-প্রকাশিত 'খতিয়ানে' আবাসিক জমির একটি প্লটে এক ডজনেরও বেশি 'ওয়ারিশান' বা 'কো-শেয়ারার' রয়েছেন। প্রায় অর্ধেক কো-শেয়ারার বা উত্তরাধিকারী বিদেশে বসবাস করছেন। জমির বিভাজন, তাদের শেয়ারের সীমানা নির্ধারণ, পার্টিশন দলিল নিবন্ধন এবং তাদের নিজ নিজ শেয়ারের মিউটেশন করার জন্য তাদেরকে জমিতে আনা যাচ্ছেনা। একজন বিদেশ থেকে এলে অন্যরা আসেননা। এমন পরিস্থিতিতে কীভাবে বিভাজন, সীমানা নির্ধারণ, পার্টিশন দলিলের নিবন্ধন এবং প্রতিটি শেয়ারারের মালিকানার মিউটেশন সংঘটিত হতে পারে? কিভাবে এক বা একাধিক উত্তরাধিকারী তাদের জমি বিক্রি করতে পারেন?
আমি ভূমি অফিসে নিজে আবেদন করেছি এবং স্বশরীরে খাজনা আদায় করতে গেলে আমার একাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়েছে। এখন দেখি হোল্ডিং এ অন্য একটি ফোন নম্বর দেওয়া। এখন যদি আমি অগ্রীম পেমেন্ট করতে চাই ভূমি অফিসে না গিয়ে তাহলে কি যে নম্বরটা দেওয়া আছে ঐ নম্বরে ওটিপি যাবে? এটা সম্ভবত ভূমি অফিস ইচ্ছে করে উনাদের নম্বর দিয়েছে কারন উনারা কিছু এক্সট্রা চার্জ নেয় স্বশরীরে দেওয়ার সময়। এই নম্বর আমি পরিবর্তন করতে পারব? দয়া করে জানাবেন।
@@asifvlog244 ভাই একাউন্ট তো আমার নম্বর দিয়েই করা। কিন্তু খাজনা দেওয়ার পর পেমেন্ট অপশনে অন্য একটা আন নোন নম্বর দেখতে পাচ্ছি। পেমেন্ট ভূমি অফিসের ডিজিটাল সেন্টারে যিনি আছেন উনি করেছে।এখন এটা কি ঐ পেমেন্ট নম্বর কিনা বুঝতে পারছি না!
আমার এক কাস্টমারের ১০টা আবেদন এ ৪ টা মোবাইল নাম্বার দিয়েছে ভুমি অফিস থেকে, আমার জানামতে হোল্ডিং অনুমোদন করার সময় মোবাইল নাম্বার দেওয়া লাগে তখন এই ভুলটা করেছে, নাম্বারগুলা কি পরিবর্তন করা যায় না?
আপনার অনেক সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ।আমার একটি হোল্ডিং এ এতোদিন খাজনা 1430 পযর্ন্ত পরিশোধ দেখাচ্ছিল।আসলে আমার কাছে 1427 পর্যন্ত মেনুয়্যাল খাজনার দাখিলা আছে।গতকাল থেকে হঠাৎ 29 বছর এর খাজনা বাকি 30 হাজার দেখাচ্চে।এটার সমাধান কি।অনলাইন এ আপওি দাখিল করে তাতে পুরানা দাখিলা সংযুক্ত করে দিলে সমধান হবে।
1. ভাই আমার বাবার জমি দাদার থেকে পাইছে, কিছু দাদুর থেকে আর একটা চাচা থেকে কিনে নিছে এখন জমির মালিক কোনটা দিবো নিজের নাকি উত্তরাধিকার? 2. আরকেট প্রশ্ন আমি কি আমার মোবাইল নাম্বার দিয়ে... নিবন্ধন করে এবং বাবার এনআইডি সংযোগ করে,এই কাজ গুলা করতে পারবো ? বিঃদ্রঃ বাবা এগুলা বুঝে না, সকল কাজ আমি ছেলে হিসাবে করে দিবো এবং বাবা এখনো জীবিত।
আমার একটি হোল্ডিং এ 1427 পযর্ন্ত খাজনা পরিশোধ করা আছে।এখন অনলাইন এ 29 বছর এর খাজনা বাকি দেখাচ্ছে।আমি অনলাইন এ আপওি দিয়েছি ওনি জবাবে লেখেছেন আংশিক খাজনা দেওয়া হয়েছে। বছরে খাজনা আসে ১০৯২/- টাকা সরকারী নিয়ম অনুসারে ১৪০২ বাংলা থেকে হাল সন পর্যন্ত বর্তমানে ১৪৩০ বাংলা। সেই অনুসারে আপনার খাজনা অংশিক গ্রহনযোগ্য নয়। ওনার জবাব কি সঠিক এখন করনিয় কি
ওয়ারিশ শুত্রে আমার হোল্ডিং অনুমদন দিয়েছিলাম কিন্তু গত ২৩ তারিখ এ আইডিতে ডুকে দেখি সকল হোল্ডিং এর মালিক এর নাম আমার নিজ নামে হয়ে গেছে এর আগে এটা এমন ছিলো নাহ আবার বাবার নামে ছিল আর আমি ওয়ারিশ হিসাবে অনুমদন নিয়েছি
আমার দুইটা খতিয়ান ০৮-১০-২০২৩ ইং তারিখে এন্ট্রি দিয়েছি এখনো অনুমোদন দেয়া হয় নাই।আপনি বলছেন ১১ দিনের মধ্যে অনুমোদন দিতে বাধ্য। এটা কি সত্য?দয়া করে একটু জানাবেন।
কোন ভূমি মালিক রেকর্ডীয় মালিক এর নিকট থেকে ক্রয় করে আজও খারিজ করেন নাই এবং সেই রেকর্ডীয় যদি মারা গিয়ে থাকে তার কোন ওয়ারিশ যদি না থাকে তাহলে তারা কিভাবে কর পরিশোধ করবেন ?
স্যার হিন্দুদের কাছ থেকে কিছু জমি ক্রয় করেছি তারা বাংলাদেশ থেকে ভারতে মাইগ্রেট করেছে সপরিবারে তাদের জমির খাজনা ও খারিজ করার কোন বিধান রাখা হয়েছে নাকি
আসসালামু আলাইকুম স্যার। আপনার মতো ভালো মানুষ খুব কমই আছে ভুমি অফিসে। আপনি যেভাবে সহজে আইনের কথা বলেন । এত সরল ভুমি অফিসে নেই বললেই চলে। খুব কষ্ট লাগে ভুমি অফিসের লোকের কথা শুনলে।
ওয়ালাইকুম আসসালাম,, ধীরে ধীরে সব পরিবর্তন হবে
ভাই সত্যি আপনার ভিডিও থেকে আমদের অনেক উপকার হচ্ছে,
আপনার নাম্বারটা দেওয়াা যাবে। আর সত্যি বলতে কি সরকার অনেক ভালো কাজ করতেছে কিন্তু কিছু ভুমি অসাধু কর্মকতার জন্য সরকাতের অনেক দূর্নাম হচ্ছে ।
01820160001
আসসালামু আলায়কুম। নামজারি করতে কি ঐ খতিয়ানের খাজনা পরিশোধ করতে হবে। ৪ জন মালিকের মধ্যে এক জন নামজারি করতে চাইলে তখন শুধু তার অংশের খাজনা দিলে হবে জানালে উপকৃত হব। ধন্যবাদ
নামজারি করতে খাজনা রশিদ লাগবেনা অংশের খাজনা আপাতত দিতে পারবেন না
Thanks good vedio.
ধন্যবাদ
Namjarir abedon korecilam batil korese bolese batowara dolil korte hobe na hoy new holding khola jabe na a bepare aktu janaben please
ওয়ারীশ সূত্রে নামজারি করতে হলে আগে বন্টন নামা করতে হবে
Thanks for the info.
ধন্যবাদ
ভাই আপনাদের ভিডিওটা যেভাবে এত সহজে বলেন বাস্তবতা আসলে এরকম না
কেনো বলেন
@@gausul_azam আমার নামজারির আবেদনটি বাতিল করে দিল, কারণ ছিল দলিলে নকশায় দলিল লেখক দাগ নম্বারটি ভুল লেখায়। সমাধান কি ?
আমার আইডি কার্ড বানায় নি জমি কিনেছি। খারিজ হইছে আমার নামে। এখন আমি খাজনা দিতে পারছি না যার কাছে জাই বলে হবে না কি করবো
আপনার বাবা মারা এনআইডি দিয়ে প্রতিনিধি পেমেন্ট এর মাধ্যমে খাজনা দিতে পারবেন
ভাই একটা জায়গা বিক্রি করে দিছি ওইটার খাজনা আমি কেনো দিমু ওইটা বাদ দিমু কিভাবে?
এক খতিয়ানে সব কিভাবে বাদ দিবো।
যার কাছে জমি বিক্রয় করেছেন তাকে বলেন খারিজ করে নিতে তাহলে আপনার খতিয়ান থেকে জমি বাদ হয়ে যাবে
আসসালামুয়ালাইকুম
স্যার ভূমি মালিক আমি প্রবাসী এনআইডি হয় নাই ওয়ারিশ সূত্র এখানে কি দেখাবো পিতা-পুত্র দয়া করে বলবেন আপনার উত্তরের আশায় আছি স্যার ধন্যবাদ?
আপনার নিজের নামে জমি হলে প্রতিনিধি পেমেন্ট এ গিয়ে খাজনা অথবা আপনার স্ত্রীর এনআইডি থাকলে ওয়ারিস সুত্র খাজনা পরিষদ করতে পারবেন
@@gausul_azam স্যার এনআইডি ছাড়া নাগরিক নিবন্ধন কিভাবে করব।
আমার একটা ভূমি উন্নয়ন কর এর আইডি রেজিষ্ট্রেশন করার সময় মোবাইল নাম্বারের আগে +৮৮ দেওয়ার কারনে সেই আইডিতে এখন আর লগইন করা যাচ্ছে না। এখন আমার করনিও কি??
+৮৮ দিলে তো নিবন্ধন হওয়ার কথাই না
স্যর আমি আপনার কাছে একটা পরামর্শ চাই আমার বাবা জমি কিনে বাড়ি কোরেছে ৪৫ বছর কিন্তু দলিল করতে পারেনি জার কাজ থেকে জমি কিনে বাড়ি কোরেছে সে আরো অনেক বছর আগে মারা গিয়েছে এখন আমি দেখলাম খতিয়ানে বাড়ি লেখা আর এস বি আর এস এস এ মালিকের নাম এখন আমি কি বাবে খাজনা দিবো
ওয়ারিশদের কাছ থেকে জমির দলিল করে নেন
আইডি কার্ড ভালো নামে দলিল খারিজ ডাক নামে, সমন্বয় করার পরে খাজনার চেকে আইডি কার্ড এর নাম চলে আসছে, কোন সমস্যা হবে কি, সমস্যা হলে সমাধানের উপায় কি
উত্তর দেয়া
Assalamu-alaikum
Thankyou
ধন্যবাদ
দাদা আমাদের এক এসি ল্যান্ড নিজেই দেন না খাজনার রশিদ ছাড়া।
ওনার কাছে জানতে চাবেন আমার যতটুকু জমি আছে ততটুকু খাজনার পরিষদের ব্যবস্থা করেন
স্যার, সর্বশেষ ভূমি জরিপের পর, একটি মুদ্রিত-প্রকাশিত 'খতিয়ানে' আবাসিক জমির একটি প্লটে এক ডজনেরও বেশি 'ওয়ারিশান' বা 'কো-শেয়ারার' রয়েছেন। প্রায় অর্ধেক কো-শেয়ারার বা উত্তরাধিকারী বিদেশে বসবাস করছেন। জমির বিভাজন, তাদের শেয়ারের সীমানা নির্ধারণ, পার্টিশন দলিল নিবন্ধন এবং তাদের নিজ নিজ শেয়ারের মিউটেশন করার জন্য তাদেরকে জমিতে আনা যাচ্ছেনা। একজন বিদেশ থেকে এলে অন্যরা আসেননা। এমন পরিস্থিতিতে কীভাবে বিভাজন, সীমানা নির্ধারণ, পার্টিশন দলিলের নিবন্ধন এবং প্রতিটি শেয়ারারের মালিকানার মিউটেশন সংঘটিত হতে পারে? কিভাবে এক বা একাধিক উত্তরাধিকারী তাদের জমি বিক্রি করতে পারেন?
০১৮২০১৬০০০১
আসসালামু ওয়ালাইকুম স্যার,
নামজারি আবেদন করতে পারছিনা ওটিপি সমস্যা হচ্ছে।
এ বিষয়ে তথ্য জানালে উপকৃত হতাম।
কয়েকদিন থেকে সার্ভারে প্রবলেম চলছে
Jomi 2001 a kina kharij kora hoi nai akon khajna dita parbo na aga khajij ba namzari aga korta hoba.
আগে খারিজ করতে হবে তারপরে খাজনা
আমি ভূমি অফিসে নিজে আবেদন করেছি এবং স্বশরীরে খাজনা আদায় করতে গেলে আমার একাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়েছে।
এখন দেখি হোল্ডিং এ অন্য একটি ফোন নম্বর দেওয়া।
এখন যদি আমি অগ্রীম পেমেন্ট করতে চাই ভূমি অফিসে না গিয়ে তাহলে কি যে নম্বরটা দেওয়া আছে ঐ নম্বরে ওটিপি যাবে?
এটা সম্ভবত ভূমি অফিস ইচ্ছে করে উনাদের নম্বর দিয়েছে কারন উনারা কিছু এক্সট্রা চার্জ নেয় স্বশরীরে দেওয়ার সময়।
এই নম্বর আমি পরিবর্তন করতে পারব?
দয়া করে জানাবেন।
ভাই অনেক মারাত্মক ক্ষতি হবে যদি মোবাইল নম্বর আপনার নিজের না দেন..হোল্ডিং নাম্বার নিজের নাম আর নিজের মোবাইল নম্বর দিয়ে করতে হয়
@@asifvlog244 ভাই একাউন্ট তো আমার নম্বর দিয়েই করা।
কিন্তু খাজনা দেওয়ার পর পেমেন্ট অপশনে অন্য একটা আন নোন নম্বর দেখতে পাচ্ছি।
পেমেন্ট ভূমি অফিসের ডিজিটাল সেন্টারে যিনি আছেন উনি করেছে।এখন এটা কি ঐ পেমেন্ট নম্বর কিনা বুঝতে পারছি না!
আপনি অগ্রিম খাজনা পরিষদ করুন ওটিপি ওই নাম্বারে যাবে না তবে পরবর্তীতে গিয়ে এ মোবাইল নাম্বার রয়েছে সেটির ভূমি করম কর্তার কাছে পরিবর্তন করে নেবেন
@@gausul_azam ভূমি কর্মকর্তার কাছে যেতেই তো ভয় হচ্ছে।উনি চায় উনার মাধ্যমে সবাই খাজনা পরিশোধ করুক।এতে উনি কিছু চার্জ এক্সট্রা রাখেন।
আমার এক কাস্টমারের ১০টা আবেদন এ ৪ টা মোবাইল নাম্বার দিয়েছে ভুমি অফিস থেকে, আমার জানামতে হোল্ডিং অনুমোদন করার সময় মোবাইল নাম্বার দেওয়া লাগে তখন এই ভুলটা করেছে, নাম্বারগুলা কি পরিবর্তন করা যায় না?
আপনার অনেক সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ।আমার একটি হোল্ডিং এ এতোদিন খাজনা 1430 পযর্ন্ত পরিশোধ দেখাচ্ছিল।আসলে আমার কাছে 1427 পর্যন্ত মেনুয়্যাল খাজনার দাখিলা আছে।গতকাল থেকে হঠাৎ 29 বছর এর খাজনা বাকি 30 হাজার দেখাচ্চে।এটার সমাধান কি।অনলাইন এ আপওি দাখিল করে তাতে পুরানা দাখিলা সংযুক্ত করে দিলে সমধান হবে।
পরিশোধিত রশিদ নিয়ে ভূমি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে আপডেট হয়ে যাবে
স্যার
ওয়ারিশদের নামে নামজারি থাকলে খাজনা কি আলাদা ভাবে দিতে হবে,না ১জনের আইডি থেকে দেওয়া যাবে,জানায়েন
যৌথ খতিয়ান হলে যেকোনো একজন খাজনা না দিলেই হবে
letter er copy ta jodi detan.
ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে
ভাই খতিয়ানের আংশিক নামজারি কিভাবে করতে হয় প্লিস বলবেন
আপনার অংশ অনুযায়ী আলাদা খরচ করতে পারবেন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আমার দাদা মারা গেছে, ৩ ছেলে ২ মেয়ে ওয়ারিশ আছে এখন কিভাবে জমির খাজনা দিবে এবং হোল্ডিং নাম্বার পাব
যেকোনো একজন ওয়ারিশের এনআইডি ব্যবহার করে আবেদন করতে হবে উত্তরাধিকার সূত্রে
সবকিছু ঠিকঠাক আছে। শুধু নামে সামান্য ভুল এতেই অনুমোদন না দিয়ে বাতিল করে দিয়েছে।
নামের সামান্য ভুলের জন্য বাতিল হবে না ভূমি মন্ত্রণালয়ের সারকুলার আছে
1. ভাই আমার বাবার জমি
দাদার থেকে পাইছে, কিছু দাদুর থেকে আর একটা চাচা থেকে কিনে নিছে
এখন জমির মালিক কোনটা দিবো নিজের নাকি উত্তরাধিকার?
2. আরকেট প্রশ্ন আমি কি আমার মোবাইল নাম্বার দিয়ে... নিবন্ধন করে এবং বাবার এনআইডি সংযোগ করে,এই কাজ গুলা করতে পারবো ?
বিঃদ্রঃ বাবা এগুলা বুঝে না, সকল কাজ আমি ছেলে হিসাবে করে দিবো এবং বাবা এখনো জীবিত।
২নং পারবেন
১ নং খারিজ করে তারপরে খাজনা দিতে হবে
Sir, 19 বছর বয়স Nid নাই প্রবাসী দিয়ে নামজারি submit করি । ভূমি অফিস কোন সমস্যা হবে না কি please janaben ।
সমস্যা নেই
আমার একটি হোল্ডিং এ 1427 পযর্ন্ত খাজনা পরিশোধ করা আছে।এখন অনলাইন এ 29 বছর এর খাজনা বাকি দেখাচ্ছে।আমি অনলাইন এ আপওি দিয়েছি ওনি জবাবে লেখেছেন
আংশিক খাজনা দেওয়া হয়েছে। বছরে খাজনা আসে ১০৯২/- টাকা সরকারী নিয়ম অনুসারে ১৪০২ বাংলা থেকে হাল সন পর্যন্ত বর্তমানে ১৪৩০ বাংলা। সেই অনুসারে আপনার খাজনা অংশিক গ্রহনযোগ্য নয়।
ওনার জবাব কি সঠিক এখন করনিয় কি
খতিয়ানে মোট জমি পরিমান থাকতে হবে পুরো জমির খাজনা একবারে একসঙ্গে দিতে হবে আগের মত আংশিক দেয়া যাবে না
উত্তরাধিকার সূত্রে আবেদন করলে ওয়ারিশান সার্টিফিকেট আবশ্যক। জীবিত মানুষের ওয়ারিশান সার্টিফিকেট কি তুলা বৈধ হবে?
জীবিত মানুষের ওয়ারেশন এর দরকার নেই জায়গায় জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট সংযুক্ত করবেন
ওয়ারিশ শুত্রে আমার হোল্ডিং অনুমদন দিয়েছিলাম কিন্তু গত ২৩ তারিখ এ আইডিতে ডুকে দেখি সকল হোল্ডিং এর মালিক এর নাম আমার নিজ নামে হয়ে গেছে এর আগে এটা এমন ছিলো নাহ আবার বাবার নামে ছিল আর আমি ওয়ারিশ হিসাবে অনুমদন নিয়েছি
খতিয়ান ও মালিকের নাম পরিবর্তন হলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন
বস ,প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও জন্ম নিবন্ধন দিয়ে খাজনা পরিশোধ করা যাবে কি? তিনি প্রবাসী নয়। দয়া করে একটু জানাবেন।
ভাই বোনের এনআইডি ব্যবহার করে উত্তরাধিকার সূত্রে পরিশোধ করতে পারবেন
ওয়ারীস সুএে নামজারি আবেদন করছি ১৯ জন অংসিদার কিন্তু ৪ জন এর আইডি সংযুক্তি করতে পারছি আর বাকি গোলো লিমিট শেষ বলছে এখন উপাই কি আছে
সার্ভারের কারণে হচ্ছে কিছুদিন অপেক্ষা করুন
নামজারি আবেদন ও প্রস্তাবের নিয়ম সম্পর্কে ভিডিও চাই
ধন্যবাদ চেষ্টা করব
@@gausul_azam দয়া করে দিবেন স্যার
আসসালামুয়ালাইকুম এনআইডি ছাড়া প্রবাসীদের নামজারি করার কোন নিয়ম কি ।
বাংলাদেশের একজন প্রতিনিধি মাধ্যমে আবেদন করতে হবে ভিডিও আছে
যাদের NID আছে কিন্তু ভূলের কারনে খাজনা দিতে পারছে না NID তে ভূল তাই অনলাইন শো করছে না। সংশোধনী করা যাচ্ছে না। এমতাবস্থায় করনীয় কি?
Nid correction korte union vumi office ba online e try korun. Nid correction korte hobe.
আপনার ভাই বোন এনআইডি ব্যবহার করে উত্তরাধিকার সূত্রে পরিশোধ করুন
@@gausul_azam আমার উত্তরাধিকারী আছে আমার সন্তান কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী। স্বামীর NID দিয়ে খাজনা পরিশোধ করলে কি কখনো সে জমি দাবি করতে পারবে???
@@gausul_azam এটা ক্রয়কৃত জমি। স্বামীর NID দিয়ে খাজনা পরিশোধ করা যাবে? যদি যায় তবে পরবর্তীতে সে কি জমির মালিকানা দাবি করতে পারবে?
🎉 ডিগ্রি মুলে খারিজ আবেদন কবর কীভাবে
জমির মালিকানা সূত্র ডিগ্রী সিলেট করবেন
আমার দুইটা খতিয়ান ০৮-১০-২০২৩ ইং তারিখে এন্ট্রি দিয়েছি এখনো অনুমোদন দেয়া হয় নাই।আপনি বলছেন ১১ দিনের মধ্যে অনুমোদন দিতে বাধ্য। এটা কি সত্য?দয়া করে একটু জানাবেন।
অবশ্যই সত্য বেশি দেরি হলে এসিলেন অথবা ইউএনওর কাছে অভিযোগ করুন
সাধারণ মানুষ কি আর এসিলেন্ট,ইউএনওর কাছে অভিযোগ দিতে পারে!
কোন ভূমি মালিক রেকর্ডীয় মালিক এর নিকট থেকে ক্রয় করে আজও খারিজ করেন নাই এবং সেই রেকর্ডীয় যদি মারা গিয়ে থাকে তার কোন ওয়ারিশ যদি না থাকে তাহলে তারা কিভাবে কর পরিশোধ করবেন ?
নামজারি করে
আপনি আপনার নামে নামজারি করে নেন
নামজারি করতে গিয়ে রেকর্ডীর মালিকে নামে বকেয়া ভূমি উনয়ন্ন করের দাখিলা চান A.C. Land
খাজনা ছাড়া নামজারি নিচ্ছেনা এখন কি উপায়
ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া কোন কাজই করে না।
অনলাইনের যুগে টাকা পয়সার কথা ভুলে যান
আপনার এই কথা আমরা মানি না কারণ নামজারি ফোল্ডিং নাম্বার বসানোর জন্য অনলাইন করাতে যাওয়ার পরে উনারা টাকা ছাড়া কোন কাজ করে তাই বলছি
স্যার হিন্দুদের কাছ থেকে কিছু জমি ক্রয় করেছি তারা বাংলাদেশ থেকে ভারতে মাইগ্রেট করেছে সপরিবারে তাদের জমির খাজনা ও খারিজ করার কোন বিধান রাখা হয়েছে নাকি
অর্পিত তালিকা না থাকলে খারিজ করতে পারবেন
আপনার সাথে যোগাযোগ নাম্বার চাই
0182016001