করিমগঞ্জ জেলার জারইলতলায় আচমকা বন্যায় আশ্রয়হীন বহু মানুষ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • করিমগঞ্জ জেলার জারইলতলায় আচমকা বন্যায় আশ্রয়হীন বহু মানুষ।
    সুস্মিতা দাস, নিউজ বেঙ্গল 365, করিমগঞ্জ: মহালয়ার প্রাক্কালে অনাকাঙ্ক্ষিত বন্যায় প্লাবিত করিমগঞ্জ জেলার বড়খলার জারইলতলা বাজার এলাকা। আচমকা প্লাবনে ক্ষয়ক্ষতির পরিমাণ চরম পর্যায়। বাড়িঘর ছেড়ে মানুষ আশ্রয় নিয়েছেন অন্যত্র।
    সোমবার রাতের অবিরাম বৃষ্টিপাতে দোকানপাট, ঘরবাড়িতে বন্যার জল প্রবেশের ফলে বিপদে মানুষ। গবাদি পশু নিয়েও বিপাকে মানুষ।
    অভিযোগ, জারইলতলা বাজার ঘেষা সিংজুরি নালা বেদখল করে দোকানপাট বানানোর ফলে এরকম পরিস্থিতি। নালা দখল নিয়ে ক্ষোভের পারদ ছড়ছে জনমনে। শীঘ্রই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে নালা নিস্কাশনের নামে গাছ কেটে সরকারি অর্থ তছরুপ করা হয়েছে।
    #newsbengal365 #Karimganj #Cachar #Silchar #kachar #assam

ความคิดเห็น •