কিছু কথা,কিছু স্মৃতি কখনো ভূলা যায় না।।।আজ আর সে পাশে নেই।চলে গেছে পরপারে।।আমিও একদিন চলে যাব।শুধু রয়ে যাবে হয়তো আমার এ কমেন্ট। আল্লাহ তুমি তাকে জান্নাত নসীব করো।।।আমিন
নব্বই দশক, আমাদের বাড়িতে ক্যাসেট প্লেয়ার নাই, খালার বাড়িতে গিয়ে খালাত ভাইয়ের সাথে এই ক্যাসেটের প্রতিটা গান শুনতে শুনতে কতোদিন পার করে দিয়েছি তার হিসাব নাই। ১৯৯৭ সালে যখন আমি চাকুরি পেয়ে চট্টগ্রামে যাওয়ার সময় আমার এক বোন আমাকে এই ক্যাসেটটি উপহার দিয়েছিলো। এই ক্যাসেটের যেকোনো গান শুনার সময় ওদের কথা মনে পড়ে।
তখন বুঝতাম না কিছুই তবুও কেন জানি এই গান শুনলে চোখে পানি এসে যেত। কেমন যেন একটা দুঃখ অনুভব হতো!! আমাদের জীবনের কত পরিবর্তন এসেছে কিন্তু এই গান শুনলে সত্যিই মনে হয় -"যদি আরেকটু সময় পেতাম"
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনাও হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। দীর্ঘ যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবো তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে যাব আর তখনই আবারো এই প্রিয় গানটা শুনতে আসবো ❤
সত্যি যদি প্রিয় মানুষ টাকে পেয়ে যেতাম তাহলে হয় তো গানটা শোনা হতো না। আমার সেই পেয়ে ও হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষ টার উদ্দেশ্য বলছি বড্ড ভালোবাসি তোমায়। ৫বছর হয়ে গেলো তুমি আমাকে একা করে চলে গেছ অথচ এমন একটা দিন নেই যে তোমার কথা আমার মনে পরে না😢😢
এই গান টা আমি আমার বাবা মা (শ্বশুর শ্বাশুড়ি) কে সাউন্ড বক্সে শুনতে দেখেছি সেখান থেকেই আমার ভালো লাগা।সময় পেলেই গান টা শুনি। খুব পছন্দের একটা গান।🥰❤️❤️❤️❤️❤️❤️
গানটা শুনছিলাম।আম্মু ভাত খাওয়াই দিচ্ছিলো।হঠাৎ বলে উঠলো এটা পঙ্কজ উদাস না?ভালোবাসা এ্যলবামের গান না?আমি অবাক হয়ে গেলাম।আম্মু গান তেমন শুনে না আর তার গান নিয়ে কোনো আগ্রহ নেই।আম্মু বললো,"আমি জীবনে মাত্র একটা ক্যাসেট কিনেছিলাম,আর এই "'ভালোবাসা' এ্যলবামটা।তখন আমি এই গানটা বেশি শুনতাম"। আমার মনটা খুশিতে ভরে উঠলো।প্রজন্ম থেকে প্রজন্মে গানটা ছড়িয়ে গেছে।আম্মুর পছন্দের ছিলো গানটা আর এখন আমার পছন্দের।আহা!
সেই ২০০০ সালে ভালোবাসা গানের এ্যালবামটা প্রতিদিনের সঙ্গী ছিল। আর এখন অবসর সময়ের সঙ্গী।। যখনই গানগুলো শুনি জীবনের স্মৃতিগুলো জীবন্ত হয়ে মিলে যায় গানের সাথে।। সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুন।।
গানটা শুনলে পুরনো সব সৃতি মনে পরে যায়, তারপরও বার বার গানটাই শুনি এরকম গান হয়তো এখন খুব কম মানুষেই শুনে, কিন্তু জারা শুনে তারাই জানে জে এই গানের মর্ম টা কি,সত্যি অসাধারণ
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে ,মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ like comment করলে notification 🥀 পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটা,,☑️🎶🥺
আমি যখন ক্লাস নাইয়ন এ পরতাম তখন আমার বর ভাই এইবগান গুল সুন্ত, তখন আমার এই গান গুল একটুও ভাল লাগত না।আর এখন ২০০৪ শাল এ আমি এই গান গুল শুনি,এটাই হয়তো বয়স এর কারন।
আমার জন্মের ঠিক ১ বছর পরেই রিলিজ হইছে গান টা। আর আমি শুনছি ১৯৯৯ এ। এ পর্যন্ত কমপক্ষে ১০০০ বার শুনছি। এই গান টা একসময় আমার নকিয়া এক্সপ্রেস মিউজিকে রিপিট থাকতো শুধু এই গান টা। ২০০৬-৭ সাল পর্যন্ত,,,,,,, একটু সময়ের জন্য হারিয়েছিলাম তাই।
প্রিয়জনের কাছে পাওয়ার আনন্দ, তা কখনো হারাবার নয়। ভাললাগার ক্ষন প্রতিটি মানুষের জীবনে আছে। সেই সময়টা থাকে অফুরন্ত। প্রত্যেক মানুষের জীবনে সেই ভালবাসার স্বপ্নময় ক্ষন অটুট থাকুক এই কামনা করি। এই গান যেমন হৃদয়কে ভালবাসায় রাঙিয়ে রাখে তেমনি প্রিয়জনের ভালবাসায় সিক্ত থাকুক এই পৃথিবীর নীল আকাশ।
❤❤❤❤গানটা যখনেই শুনি তখনই নিরবে অশ্রু চলে আসে,, নিজের অজান্তে,,, তখন এই গানের প্রতি আমার ভালো বাসা আরও অনেক বেরে যায়,,, ❤❤,,,,,, অনেক বছর ধরে শুনে আসছি,,,, ❤❤❤❤,,, ১৯৯৮,,,,,
Amr husband er onek pochonder gan eta,,,se sobsomoy eta sune AJ se amake rekhe cakrikhetre Cole geche Rangamati te,,,gan ta sunlei tar sathe katano somoygulor Kotha Mone pore
আমাদের একটা টেপ রেকর্ডার ছিলো। সে সময় আমার ছোটো আপুকে তার বন্ধু এই এলবাম গিফট করেছিলো।ছোটো আপু সে সময় প্রতিদিন সকালে শুনতো ঠিক তখন থেকেই আমি এই গানের ভক্ত। অনেকবার শুনেছি আজও শুনছি।আজ দুই মাস আমার স্ত্রী আমাকে কষ্ট দিয়ে চলে গেছে, তার অভিনয় গুলো মনে পড়ছে সে আমার সাথে এমন করতে পারলো! ভাবতেই পারছিনা। স্ত্রীকে ভেবেই গানটি শুনছি।যারা আমার লিখাটি পড়বেন আমার জন্য প্রার্থনা করবেন জেনো,আমার স্ত্রী খুব জলদি আমার কাছে ফিরে আসে।💔
আপনার জন্য প্রার্থনা করছি আপনি অনেক ভাল থাকুন। তবে তার ফিরে আসাতে যে আপনি সুখী হবেন এমন সম্ভাবনা খুব কমই দেখতে পাচ্ছি। যে একবার চলে যেতে পেরেছে সে সবই পারে। আপনি তাকে অনেক ভালোবাসেন এটা বেশ বুঝতে পেরেছি। তবে বিষয়টি যদি এক তারফা হয়ে থাকে তাহলে এখানে যে সুখ মিলবে এমন আশা করা কঠিন। আপনার জন্য অনেক শুভকামনা !!
সেই সময় সরাসরি পঙ্কজ উদাদের গান শুনেছিলাম, বাংলাদেশে এসেছিলেন যখন.......অনেক টাকা টিকেট কেটে। কোথায় হারিয়ে গেলেন এই শিল্পী ?? এখন আর তার গান শুনা যায় না।
সত্যিই জীবনে আসবেই যদি তা এতো দেরি করে কেন! অনেক দেরি করে ফেলেছো...।যদি আর একটু সময়ে পেতাম,তাহলে জীবনটা হয়তো অন্য রকম হতো,জীবনের গল্পটা লেখা হতো অন্যভাবে।
যদি আরেকটু সময় পেতাম তাহলে তোমাকে আর অন্যকারো হতে দিতাম না প্রিয় এখনো ঠিক আগের মতোই ভালোবাসি। তোমার কথা ভেবে প্রতিনিয়ত নিজের অজান্তেই চোখের অশ্রু ঝরে আমি সত্যি ব্যার্থ তোমাকে কথা দিয়ে ও রাখতে পারলাম না তুমি সবসময় ভালো থাকো সুস্থ থাকো তা কামনা করি
গানটা আমারও খুব ই প্রিয়। ভালোবাসা যে অসীম এই গানটি তা প্রমাণ করে দেয়। ভালোবাসায় প্রাপ্তিতে পূর্ণতা নে কো প্রাপ্তিতে নেই পরিতৃপ্তি,ভালোসায় আজীবন পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই যায়
২ বছর পার হয়ে গেলো🥺 লোক মুখে শুনলাম মা হয়ে গেছে কেমন আছো কোথায় আছো তাও জানা নেই🥺 ভাবা যায় ঘরের সাথে ঘর কত চেনা মুখ তবুও এখন কেউ কাউকে দেখি না খোঁজ ও নেই আহা জীবন 😢 ৮ বছরের পরিচয়ে এখন শুধু সৃতি ছাড়া কিছুই নেই 😭 আমি ও এখন ব্যস্ত সময় পার করতেছি তোমার খোঁজ খবর রাখার চেস্টা করলেও পাওয়া হয়ে উঠে না আর যেখানে থাকো ভালো থেকো প্রিয়💔
২১ শতকে এসে আজ তোমার বিরহ আমায় এই কমেন্টবক্সে টেনে আনলো মামুন সাহেব। যদি আরেকটু সময় পেতাম তোমায় ভালোবাসবার।আর একটু সময় পেতাম তোমায় কারনে অকারনে নাম ধরে ডাকবার🖤🥀
এসব গানে শুনলে ভালোবাসা
জেগে উঠতো ৯০ দশকে ,
এখনকার ছেলেমেয়েরা এগানের মাঝে শান্তি খুঁজে পাবে না 😢
সত্যি দিন গুলো কি সুন্দর ছিলো
vai amar mone hoi tui 2005/6 er
🥰🥰🥰
কিছু কথা,কিছু স্মৃতি কখনো ভূলা যায় না।।।আজ আর সে পাশে নেই।চলে গেছে পরপারে।।আমিও একদিন চলে যাব।শুধু রয়ে যাবে হয়তো আমার এ কমেন্ট।
আল্লাহ তুমি তাকে জান্নাত নসীব করো।।।আমিন
Rall vi
আমার মানুষ টাও আল্লাহর ডাকে চলে গেছে আর কোনো দিন ফিরে পাবো না। ভাবতেই পারি না
আজকে প্রিয় শিল্পী আমাদের সবাইকে ছেরে চলে গেলেন না ফেরার দেশে। আজ তার গানটা যেন অন্তরের মাঝখানে এসে বিধছে, অনেক কষ্ট হচ্ছে গানটা শুনে।😢😢😢😢
পৃথিবী থেকে হারিয়ে গেলো এক উজ্জ্বল নক্ষত্র,,,, ওইপারে ভালো থাকবেন ঈশ্বর আপনাকে স্বর্গবাসী করুন 🙏🙏
অনেক প্রিয় শিল্পী ছিলো 😢😢😢
😢😢😢
😥😥🙏
🙏🙏🙏
শিল্পিত অনেকেই কিন্ত কজনের গান মনকে ছুঁতে পারে বলুন @@boishakhiranishill9467
আজও অনবদ্য !!!
এখনো অসাধারণ !!!
এটি শুধু গান নয়! যেন গানের মাঝে কত আশা ভালোবাসা! চাওয়া পাওয়া! মান অভিমান। ধন্যবাদ। গানের শিল্পী গীতিকার সুরকার। ❤❤❤
২০০৭ থেকে এই গান শুনছি,এখনো নতুন মনে হয়,, অসাধারণ শিল্পী পঙ্কজ উদাস।
নব্বই দশক, আমাদের বাড়িতে ক্যাসেট প্লেয়ার নাই, খালার বাড়িতে গিয়ে খালাত ভাইয়ের সাথে এই ক্যাসেটের প্রতিটা গান শুনতে শুনতে কতোদিন পার করে দিয়েছি তার হিসাব নাই। ১৯৯৭ সালে যখন আমি চাকুরি পেয়ে চট্টগ্রামে যাওয়ার সময় আমার এক বোন আমাকে এই ক্যাসেটটি উপহার দিয়েছিলো। এই ক্যাসেটের যেকোনো গান শুনার সময় ওদের কথা মনে পড়ে।
😅ছোটবেলায় দেখতাম আব্বু এই গানগুলো শুনতো, ঠিক তখন থেকেই এই গান গুলো আমার প্রিয় হয়ে যান। আর এখনো মাঝে মাঝে শুনি।
Same
Same😒
তখন বুঝতাম না কিছুই তবুও কেন জানি এই গান শুনলে চোখে পানি এসে যেত। কেমন যেন একটা দুঃখ অনুভব হতো!! আমাদের জীবনের কত পরিবর্তন এসেছে কিন্তু এই গান শুনলে সত্যিই মনে হয় -"যদি আরেকটু সময় পেতাম"
বাহঃ কি চমৎকার প্রকাশ। আপনার কথাগুলো বেশ ভাল লাগলো শারমিন সুইটি !!
😂😂😂😂
স্মৃতি রেখে গেলাম.!.যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি
শুনতে আসবে.!. তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে
আমিও আবার শুনতে আসবো এই প্রিয় গানটি...!😔👼
aho vatija aho.. 😉
❤ আমার প্রিয় গান
আপনার শোনার জন্য শুভকামনা
😊@@sreepenpaik2184
আজ থেকে ২৮ বছর আগের গান তখন কত শুনতাম অডিও রেকর্ডিং এখন ও মন ভরে যায় এই সব গান কখনো পুরাতন হবেনা সব জেনারেসনের কাছে
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনাও হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। দীর্ঘ যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবো তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে যাব আর তখনই আবারো এই প্রিয় গানটা শুনতে আসবো ❤
সত্যি যদি প্রিয় মানুষ টাকে পেয়ে যেতাম তাহলে হয় তো গানটা শোনা হতো না।
আমার সেই পেয়ে ও হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষ টার উদ্দেশ্য বলছি বড্ড ভালোবাসি তোমায়। ৫বছর হয়ে গেলো তুমি আমাকে একা করে চলে গেছ অথচ এমন একটা দিন নেই যে তোমার কথা আমার মনে পরে না😢😢
অমর হয়ে থাকবে গানটি
রাইট; মন ভালো রাখার মতো একটি গান ❤️❤️❤️
😢😢😢😢😢 আমি মানিকগঞ্জ জেলা থেকে কমেন্ট করলাম অন্ত আমি মাসুদ বলছি আজো তুরে পাগলের মতো ভালোবাসি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালোবেসে যাবো
আপনি আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন আপনার কালজয়ী গানের মাধ্যমে।
যুগ যুগ ধরে এইসব গান মানুষের হৃদয়ে বাজবে
ভালোবাসি ব্যাপার টা প্রকাশিত হলেই তার মূল্য যেন কমে যায়! গোপনে ভালোবাসাই ভালো। এতে হারানোর ভয় থাকেনা।
হুম
ঠিক
খুব ছোটবেলায় উনার এ গানটা শুনেছিলাম,মনে গেঁথে ছিলো।আজ তিনি নেই 😢গানেন কথা গুলো জীবনের কথা হয়ে গেছে।।😢
আজ চলে গেলেন পৃথিবী ছেড়ে!
বিনম্র শ্রদ্ধা।
এখন গানটার কথা মিলে গেলো।
সময় আর পেলেন না পঙ্কজ উদাস।
চলে যেতে হয়েছে দুনিয়া ছেড়ে।
যদি হারানো অতীত পিড়ে পেতাম।
যখন এই গান গুলি শুনতাম মন ভালো হয়ে যেতো। আজ অনেক দিন পর শুনলাম
মুহূর্তে যেনো যাদু।
তোমাকে পেয়ে গেলে হয়তো এমন একটা গান আর শোনা হতো না প্রিয় 😢😢😢😊😊😊
গান টা শুনে নিজের অজান্তে চোখের কোণে পানি এসে টলমল করছে
চির সবুজ গান কখনোই পুরোনো হওয়ার নয়।সেই নব্বই দশকে দুরু দুরু বুকে শোনা গান আজো অকারণে হৃদয় কাঁপায়।
Tiffiner taka bachiye amar kena 1st audio player.abar prithibita jodi aager moto hoye jeto,abar jodi sei somoy fere petam!❤❤❤
গুণী শিল্পীরা কখনো মরে না। বেঁচে থাকে তাঁর কালজয়ী গানের মাধ্যমে।
1996 সন আমাদের বাসায় ভাড়া থাকতো ভোলা দা ওনি ও ওনার বাবা গানগুলো শুনতো মনে পরে সেইদিনগুলো।
Rip Legend... 26-02-2024 ওপারে ভালো থাকবেন!😢😢
বলার ভাষা নেই, এক কথায় অসাধারণ ❤❤❤❤
২৬ ফেব্রুয়ারী,২০২৪... পঙ্কজ উদাস... ভালো থাকবেন ওপারে..
যদি এপারে আরেকটু সময় পেতেন 😢
😢😢
এই গান টা আমি আমার বাবা মা (শ্বশুর শ্বাশুড়ি) কে সাউন্ড বক্সে শুনতে দেখেছি সেখান থেকেই আমার ভালো লাগা।সময় পেলেই গান টা শুনি। খুব পছন্দের একটা গান।🥰❤️❤️❤️❤️❤️❤️
মেজ দাদার কাছেই এই গান গুলো শুনা, সেই থেকেই ভালোবাসা। আজো কমেনি❤❤❤❤❤
যখন এই গানগুলো শুনতাম তখন বয়স ছিল 20 আজও শুনি বয়স ৪৫ তবুও মনে হয় সেই অতীতে ফিরে যাই
Me was 8
বয়স ২০ হোক আর ১০০ হোক মানুষের মনটা কিন্তু এক রকমই থাকে।😁
@@sonalihalder2635 ঠিকই বলেছেন মনের কখনও বয়স বাড়েনা
same
ঠিক বলেছেন
এ-ই সেই এলবাম, যেটি প্রথম বার মনের মানুষকে উপহার হিসেবে দিয়েছিলাম ।
সত্যিই অতুলনীয় গানটি
ইস কি রোমান্টিক ।তাকে পেয়েছেন
@@redwanahmedzarif8808 না কিন্তু তার পর ও কষ্ট নেই, সে অনেক ভালো আছে
Se ki life ekhno ase ?
@@jannatulferdous7227 সে তো আমার হৃদয়ে থাকবেই,, কিন্তু সে আরেক জনের
আমি এ ক্যাসেট উপহার পেয়েছিলাম ২০০০ সালে।
গানটা শুনছিলাম।আম্মু ভাত খাওয়াই দিচ্ছিলো।হঠাৎ বলে উঠলো এটা পঙ্কজ উদাস না?ভালোবাসা এ্যলবামের গান না?আমি অবাক হয়ে গেলাম।আম্মু গান তেমন শুনে না আর তার গান নিয়ে কোনো আগ্রহ নেই।আম্মু বললো,"আমি জীবনে মাত্র একটা ক্যাসেট কিনেছিলাম,আর এই "'ভালোবাসা' এ্যলবামটা।তখন আমি এই গানটা বেশি শুনতাম"। আমার মনটা খুশিতে ভরে উঠলো।প্রজন্ম থেকে প্রজন্মে গানটা ছড়িয়ে গেছে।আম্মুর পছন্দের ছিলো গানটা আর এখন আমার পছন্দের।আহা!
ভাষায় যে কত মাধুর্য....
২🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😊😂
ঙ
ঙ১
❤❤
ক্লাস ওয়ানে পড়তাম, তখন বাবা ভিসিআরে গানগুলো শুনতেন, তখন গানগুলা বুঝতাম না ঠিকই, কিন্তু সুরগুলো গেঁথে আছে মনে। এই গানগুলো কখনো পুরোনো হবেনা।
Same to U🥺
😔😔
Absolutely wright bro...gaan gula shunlei chuto belar kota kone pore jay,😔😔
পঙ্কজ উদাস আর নেই, কিন্তু তার কালয়জী গানগুলা সব সময়ের জন্য নতুন হয়ে থাকবে
সেই ২০০০ সালে ভালোবাসা গানের এ্যালবামটা প্রতিদিনের সঙ্গী ছিল। আর এখন অবসর সময়ের সঙ্গী।। যখনই গানগুলো শুনি জীবনের স্মৃতিগুলো জীবন্ত হয়ে মিলে যায় গানের সাথে।। সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুন।।
গানটা শুনলে পুরনো সব সৃতি মনে পরে যায়, তারপরও বার বার গানটাই শুনি এরকম গান হয়তো এখন খুব কম মানুষেই শুনে, কিন্তু জারা শুনে তারাই জানে জে এই গানের মর্ম টা কি,সত্যি অসাধারণ
সত্য
Thik
Really
Joss
@@mdjahangirkabir5659al
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।
স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে ,মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ like comment করলে notification 🥀 পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটা,,☑️🎶🥺
right vai
দারুন বলেছেন
Right bro
Nice bro
Sotti
Kub iccha korcilo ganta sunte mon ta vore gelo love this song ❤❤
উনার জীবনের সময়টুকু শেষ হয়ে গেলে আজ 😢😢২৬/০২/২০২৪
আমি যখন ক্লাস নাইয়ন এ পরতাম তখন আমার বর ভাই এইবগান গুল সুন্ত, তখন আমার এই গান গুল একটুও ভাল লাগত না।আর এখন ২০০৪ শাল এ আমি এই গান গুল শুনি,এটাই হয়তো বয়স এর কারন।
প্রিয় একটা গান,হাজারও সৃতি জরিয়ে আছে এই গানের সাথে।
যদি আরেকটু সময় পেতাম.. কথা রাখবার পাশে থাকবার....
ওহ! পুরাতন বই শেলফে দেখে গানটা মনে পরল,মোবাইলে গানটি শুনছি!বুক কেপে উঠলো..... adv kafi,SC
আমার জন্মের ঠিক ১ বছর পরেই রিলিজ হইছে গান টা। আর আমি শুনছি ১৯৯৯ এ। এ পর্যন্ত কমপক্ষে ১০০০ বার শুনছি। এই গান টা একসময় আমার নকিয়া এক্সপ্রেস মিউজিকে রিপিট থাকতো শুধু এই গান টা। ২০০৬-৭ সাল পর্যন্ত,,,,,,, একটু সময়ের জন্য হারিয়েছিলাম তাই।
দুঃখিত। অ্যালবামটি ১৯৮৯ সালে প্রকাশিত হয়েছিল !!
@@Fullhd1080pBluRay আমার জন্ম তো ১৯৮৮ তে, আমি কি না জেনে বললাম????
যদি আরেকটু সময় পেতাম....
উপরে অনেক অনেক ভাল থাকবেন প্রিয় শিল্পী ❤। এই গান গুলার জন্য আপনি সবার মনে থাকবেন।
প্রিয়জনের কাছে পাওয়ার আনন্দ, তা কখনো হারাবার নয়। ভাললাগার ক্ষন প্রতিটি মানুষের জীবনে আছে। সেই সময়টা থাকে অফুরন্ত। প্রত্যেক মানুষের জীবনে সেই ভালবাসার স্বপ্নময় ক্ষন অটুট থাকুক এই কামনা করি। এই গান যেমন হৃদয়কে ভালবাসায় রাঙিয়ে রাখে তেমনি প্রিয়জনের ভালবাসায় সিক্ত থাকুক এই পৃথিবীর নীল আকাশ।
চির অমর এরকম গান-যাহা জ্ঞান থেকে উৎসারিত হয়।অসংখ্য সাধুবাদ কাকা পন্কজ উদাস মহোদয়
❤❤❤❤গানটা যখনেই শুনি তখনই নিরবে অশ্রু চলে আসে,, নিজের অজান্তে,,, তখন এই গানের প্রতি আমার ভালো বাসা আরও অনেক বেরে যায়,,, ❤❤,,,,,, অনেক বছর ধরে শুনে আসছি,,,, ❤❤❤❤,,, ১৯৯৮,,,,,
1:18 k
Amr husband er onek pochonder gan eta,,,se sobsomoy eta sune AJ se amake rekhe cakrikhetre Cole geche Rangamati te,,,gan ta sunlei tar sathe katano somoygulor Kotha Mone pore
যদি আরেকটু সময় পেতাম কাছে আসবার ভালোবাসবার
আরেক বার শুনতে বাদ্যই হয়েছি , আমি 🌹♥️🌹
গানটা আজ প্রথম শুনলাম বসের গাড়িতে ।শুনে অনেকটা ভালো লাগায়।তাই গানটা আবার বাসায় এসে শুনলাম❤️❤️❤️
এই গানের কথার সাথে জীবনের অনেক কিছুই মিলে যায়.... 2015 থেকে শুনছি এখনও শুনছি.. যদি আর একটু সময় পেতাম.
হয়ত তাকে আজ আমার করে নিতে পারতাম।❤❤❤❤
আসলে একটা গান কত সুন্দর হতে পারে, এই জাতীয় গান না শুনলে বুঝা যাবেনা। আজ থেকে কমপক্ষে ২০-২২ বছর আগে এই গানের প্রেমে পড়েছিলাম। অশাধারন।
ভিতরে ভিতরে আসলে.অনেকে ই সুখী নয়
তবুও হাসি মুখে
ভালো আছি বলতে হয়..
উ
Saiful vaiya ,,,me tooo
আসলে স্মৃতি জড়িয়ে আছে গান গুলোর সাথে,
Valo to ameu vase
অন্তর ঠান্ডা হ'য়ে গেছেন এ-তো সুন্দর গান পাইতে পারেন ,,, অবাক করে দেওয়ার জন্য ধন্যবাদ অভিনন্দন , অসাধারণ একটি গান 🌹♥️🌹🌹🌹💌💌💌💌💌♦️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩☘️
আমাদের একটা টেপ রেকর্ডার ছিলো। সে সময় আমার ছোটো আপুকে তার বন্ধু এই এলবাম গিফট করেছিলো।ছোটো আপু সে সময় প্রতিদিন সকালে শুনতো ঠিক তখন থেকেই আমি এই গানের ভক্ত। অনেকবার শুনেছি আজও শুনছি।আজ দুই মাস আমার স্ত্রী আমাকে কষ্ট দিয়ে চলে গেছে, তার অভিনয় গুলো মনে পড়ছে সে আমার সাথে এমন করতে পারলো! ভাবতেই পারছিনা। স্ত্রীকে ভেবেই গানটি শুনছি।যারা আমার লিখাটি পড়বেন আমার জন্য প্রার্থনা করবেন জেনো,আমার স্ত্রী খুব জলদি আমার কাছে ফিরে আসে।💔
আপনার জন্য প্রার্থনা করছি আপনি অনেক ভাল থাকুন। তবে তার ফিরে আসাতে যে আপনি সুখী হবেন এমন সম্ভাবনা খুব কমই দেখতে পাচ্ছি। যে একবার চলে যেতে পেরেছে সে সবই পারে। আপনি তাকে অনেক ভালোবাসেন এটা বেশ বুঝতে পেরেছি। তবে বিষয়টি যদি এক তারফা হয়ে থাকে তাহলে এখানে যে সুখ মিলবে এমন আশা করা কঠিন। আপনার জন্য অনেক শুভকামনা !!
একটু সময় ও পাইলাম না জীবন এ তোমারে নিয়ে,,নিয়তির খেলা সব।
যতবারই শুনেছি ততবারই চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছি -
গানটি প্রথম শোনা হয় ১৯৯৮ সালের দিকে।তখন যেমন ভালো লাগতো আজও ঠিক তেমনি ভালো লাগে।এসব গান কখনও পুরানো হবেনা।
সেই ৩০ বছর পুরোনো দিনগুলি আবারো ফিরে পেতাম।
শুনতে খুব অবাক লাগছে এক এক করে গুণী শিল্পী গুলো সবাই চলে যাচ্ছেন পরপারে ভালো থাকবেন।
আহা:কি যে মধুর কন্ঠ,তেমন সুন্দর গানের ভেতরের কথা❤❤
Oshadharon ❤
আমি যখন এসব গান শুনি আমায় নিয়ে সবাই হাসে, কিন্তু এসব গানে আমি মানসিক শান্তি খুঁজে পাই
হৃদয়ের কথাগুলো গানের মাধ্যমে ফুটিয়ে তোলা।। অসাধারণ গান।।মুগ্ধ আমি মুগ্ধ 🥰🥰🥰
bv
k kbizi
v
hhj
v
,,,সে হয়নি যদি -- শোকাহত হৃদি - একার ই সে কান্নার ,,,
২০০৭ সাল থেকে এই গানটা পছন্দের তালিকায় আছে ❤❤
Ami jakhon class 8 portam takhon ei song ta amar vai boxe calaito... Akhono mone ache... Akhon amar Master’s shes, akhono shuni valo lage onek.... ❤❤❤
এখনকার পোলাপান এই সব মনে করে OLD.
Old is always GOLD
একদম সঠিক !!
আজ পৃথিবীর বুক থেকে এক নক্ষত্রের পতন হলো,,, ভালো থাকুন ওপারে, আপনার মতো মানুষের মৃত্যু নেই জানি,, তবুও কষ্ট লাগে ❤
❤kub valo lage
সেই সময় সরাসরি পঙ্কজ উদাদের গান শুনেছিলাম, বাংলাদেশে এসেছিলেন যখন.......অনেক টাকা টিকেট কেটে। কোথায় হারিয়ে গেলেন এই শিল্পী ?? এখন আর তার গান শুনা যায় না।
২০২৪ থেকে কে কে আছে সারা দেও😊😊😊
সত্যিই জীবনে আসবেই যদি তা এতো দেরি করে কেন! অনেক দেরি করে ফেলেছো...।যদি আর একটু সময়ে পেতাম,তাহলে জীবনটা হয়তো অন্য রকম হতো,জীবনের গল্পটা লেখা হতো অন্যভাবে।
Very Very nice song... Special thanks.... Remaster korey uphar dewar jonno...❤️💚💙
You are very welcome !! 🙏❤️❤️
এই গানটা প্রথম যখন শুনেছি তখন আমার বয়স ১৬ ।আর এখন আমার বাচ্চাদের বয়স১৬ । আহ্ সময় মাঝখানে কতটা সময় চলে গেছে। যত বার শুনি নতুন লাগে।
যদি আরেকটু সময় পেতাম তাহলে তোমাকে আর অন্যকারো হতে দিতাম না প্রিয় এখনো ঠিক আগের মতোই ভালোবাসি।
তোমার কথা ভেবে প্রতিনিয়ত নিজের অজান্তেই চোখের অশ্রু ঝরে আমি সত্যি ব্যার্থ তোমাকে কথা দিয়ে ও রাখতে পারলাম না
তুমি সবসময় ভালো থাকো সুস্থ থাকো তা কামনা করি
এসব গান শুনলে মনের ব্যাথা আসলেই বেড়ে যায় তাই না
amake o akjon thik avabe e onno karo hote dicche .sha o ajibon ai afsos ta e korbe .Valo thakuk amar shei valobasha...
@@nowshabaamin2455 পরিস্থিতির শিকার হয়তোবা আমার মতো
@@alaminabc6 আসলেই দাদা মনের মধ্যে দুমড়ে মুচড়ে উঠে
@@Brawonbangli5678 Ha, hoitoba tai... ar Ajibon boye berabe ai betha duita manush
গানটা আমারও খুব ই প্রিয়।
ভালোবাসা যে অসীম এই গানটি তা প্রমাণ করে দেয়। ভালোবাসায় প্রাপ্তিতে পূর্ণতা নে কো প্রাপ্তিতে নেই পরিতৃপ্তি,ভালোসায় আজীবন পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই যায়
আজ থেকে কেবল সৃতি হয়ে গেলেন। শেষ বিদাই, শেষ শ্রদ্ধাঞ্জলি। 🙏🙏🙏
এসব গান শুনতে আগে এ ধরনের গানের জন্য মন তৈরি করতে হবে...গানগুলি যতই শুনি মনে হয় আমি ১৯৯০ পরবর্তী সময়ে ফিরে গিয়েছি....অসাধারণ
সত্যিই যদি আরেকটু সময় পেতেন তাহলে হয়তো আমাদের জন্য আরো কিছু উপহার স্বরূপ দিয়ে যেতে পারতেন,,মিস করবো আপনাকে ওপারে ভালো থাকবেন😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤পঙ্কজ উদাস আই লাভ ইউ গান শুনলে চোখের জল অটোমেটিক আই লাভ ইউ পঙ্কজ
২ বছর পার হয়ে গেলো🥺
লোক মুখে শুনলাম মা হয়ে গেছে কেমন আছো কোথায় আছো তাও জানা নেই🥺
ভাবা যায় ঘরের সাথে ঘর কত চেনা মুখ তবুও এখন কেউ কাউকে দেখি না খোঁজ ও নেই আহা জীবন 😢
৮ বছরের পরিচয়ে এখন শুধু সৃতি ছাড়া কিছুই নেই 😭
আমি ও এখন ব্যস্ত সময় পার করতেছি তোমার খোঁজ খবর রাখার চেস্টা করলেও পাওয়া হয়ে উঠে না আর যেখানে থাকো ভালো থেকো প্রিয়💔
এই গান কোন দিন পুড়োনো হবে না। বার বার শুনলে ও মন ভরে না।😍😍
ঠিক বলেছেন
আব্বুকে এই গানটা শুনতে দেখতাম আজ আমি শুনি ।। এই ধরনের গানগুলো জন্য কোনো specific জেনারেশন লাগে না
সেই ছোটবেলায় আমার চাচা সিডিতে এই গানগুলো বাজাতেন,,তখন থেকে মনের মাঝে গেঁথে আছে,,,অসাধারন গান❤❤
আমার বড় মামা বাজাতো,
তখন খুব ছোট ছিলাম।এইগান গুলো শুনে শুনেই বড় হয়েছি।
আজ নিজেই যুবক বয়সে পৌঁছে অতীতের স্মৃতি রোমন্থন করছি।
স্মৃতি হিসেবে রেখে গেলাম!! যদি আমার মতো কারো মনখারাপ হয়ে কেউ যদি শুনতে আসে তাহলে আবার শুনব!❤😢
90 দশকে যাদের জন্ম হয়েছে তারা এই গানের অর্থ বুঝবে❤❤❤❤
আমি ১৯৯৮ সাল থেকে এটা ১ সপতাই ২ বার হোলেউ শুনি
আমার অনেক অনেক প্রিয় গানগুলি।
২১ শতকে এসে আজ তোমার বিরহ আমায় এই কমেন্টবক্সে টেনে আনলো মামুন সাহেব।
যদি আরেকটু সময় পেতাম তোমায় ভালোবাসবার।আর একটু সময় পেতাম তোমায় কারনে অকারনে নাম ধরে ডাকবার🖤🥀
জীবন থেকে কিছু সময় চলে যায়
যে সময়টা ফিরে পেতে চাইলেও
আর ফিরে আসে না ::
GR vision official
অনেক কিছু হারানোর পর এই গানটা শুনলে মনে হয় জীবন টা আসলেই আরো একবার যদি সাজানো যেত!!
Nice
Yes bro
৯০ দশকের ছেলে মেয়েই জানে। তখনকার ভালোবাসা কতটা পবিত্র ছিল।আর এই যুগের ভালোবাসা????
এসব কালজয়ী গানগুলো জনম জনমের.... হৃদয়টাকে নাড়িয়ে দিয়ে যায়, দু'চোখে অশ্রু গড়ায় আপনা আপনি। জীনটাকে খুউব খুউব ভীষন মিস্ করি।
ম্ভ
👏👏👏👏👏❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩
@@Fardinhasan640 অনেক দিন পর গান টা শুনলাম, মনটা ভালো লাগলো,,, অসাধারণ
প্রীয় শিল্পী আজ আমাদের ছেড়ে পরলোকে চলে গিয়েছেন।
উপরে ভালো থাকবেন স্যার🙏🙏
2020 এ কে কে শুনতে আসছেন? প্রিয় গানটি👉🔥👈👍👍👍👍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Yes i also played
legendary song never dies yaar
@@KamalHossain-bj6ed BAD
@@KamalHossain-bj6ed hi udkjdjd
7-1
সত্যিই জীবনের সময় খুবই কম কখন যে গানটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না! জীবনটাও ঠিক এই গানের মতো এমই বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় যদি আর একট সময় পেতাম!