আহা ! কত কিছু জড়িয়ে আছে এই গান গুলার সাথে! যারা ৯০ দশকের মানুষ তারা এই এলবাম অবশ্যই শুনে থাকবে। এই গুনি শিল্পী আজ আমাদের মাঝে নেই কিন্তু উনার অমর এই গান গুলো আগামী কয়েক প্রজন্ম রয়ে যাবে।উনার আত্মার শান্তি কামনা করি ❤️
আপনার মত অনলাইনে প্রতারকের, জালিমের বিচার আল্লাহ তাআলা করবেন,, যে অনলাইনে রেখে ইচ্ছেমতো অনলাইনে খেলা খেলে ছেড়ে দেয়,, যে অনলাইনে মানুষের ফিলিংস নিয়ে খেলে,, যে অনলাইনে মানুষের দুর্বলতা ফে মানুষকে জিন্দা লাশ বানিয়ে ছেড়ে দেয় তার বিচার একদিন হবেই ইনশাআল্লাহ আল্লাহ তা'আলা করবে তার বিচার কবে করবে সেটা জানি না তার জীবনের সেই পাবেই ইনশাআল্লাহ প্রতিটা নিঃশ্বাসে অনলাইনের প্রতারকের বিচার আমি চাইবো উপর আল্লার কাছে
অনেক দিন পর গানটি শুনলাম। এই অ্যালবামের গান গুলো যে কত শুনেছি তার হিসাব নেই ।শীতের সকালে লেপের নীচে কিংবা গভীর রাতে মশারির ভিতরে থেকে কানটা দিয়ে রাখতাম ক্যাসেট প্লেয়ার এর এই মন ভুলনো আর হৃদয় রাঙানো গান গুলোর দিকে ।৩০ বৎসর পরে এসেও সেই একই স্বাদ, একই ভাললাগা ❤
পংকজ উদাস উনি একজন বাঙ্গালী না হয়েও বাংলা গানের ইতিহাসে উনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই অ্যালবামের গান গুলোর জন্য... কোনটি থেকে কোনটি ভালো সেটি সিলেক্ট করা কঠিন উনার এই বাংলা গানগুলোর মধ্য থেকে...
আজ একটা কমেন্টস করে গেলাম,কোন একদিন নাতি নাতনিরা বুঝবে দাদা কত রোমান্টিক মনের ছিলেন,কোন শিল্পীদের কোন লেভেল এর গানের ভক্ত ছিলেন, ধন্যবাদ ভাল থেকো তোমরা
বিয়ের আগে মনে অনেকে আসে যায়। কিন্তু বিয়ের পরে স্বামী নামক যে আছে তাকে নিয়ে স্বপ্ন দেখি তাকে নিয়ে দিন গুনি। স্বামীকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে জীবন শেষ করতে চাই।
ভাই যে যা চায় তা কোনোদিও পায় না, আর পায় না দেখেই, ভালো বাসা, বেচে রয়েছে যুগের পর যুগ! আর ভালো বাসা সহজে যারা পায়, তারা সহজে ধরে রাখতে পারে না! মন খারাপের কিছু নেই!
১৯৯০ সালের শেষ দিকে একটি মেয়েকে ভালবাসার কথা তার কাছে বলতে সাহস না পেয়ে একটা অনুষ্ঠানে তার উপস্হিতিতে এই গানটি আমি মঞ্চে আমি গেয়েছিলাম। পংকজ উদাস এর গাওয়া গানটি ছিল আমার কাছে বিশেষ কিছু।
এই গান গুলো যখন শুনি তখন মনে হয় আবার সেই সময় পেতাম। মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু এই সব গান রয়ে যায়। আমি ছোট বেলা এই গান গুলো অনেক বেশি শুনতাম আর আমার ভাইয়া বকা দিত।
একটা মেয়ে আমাকে খুব ভালবাসতো সেই আমাকে এই গানের ক্যাসেট উপহার দিয়েছিল সেটা ২০০২ সালের কথা অথচ আজ আমরা দুজন দুই প্রান্তে আমি এখন দুই কন্যা সন্তানের পিতা আর সে এক পুত্র সন্তানের মা ।
😭 সত্যি সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালোবাসার প্রতীক,সত্যিকারে অসাধারণ কম্বিনেশন একটি গানের লাইন, জীবনের সাথে জড়িত স্মৃতি লিপির মন ছোঁয়া অপূর্ব একটি গান 🙏
আমি ৯০ দশকে দশম শ্রেণির ছাত্র ছিলাম। দাদার গানটি আমার খুব প্রিয় ছিল। আজ ২০২৪ সালে শুনছি।মনে কয় আবার অতীতে ফিরে যাই কিন্তু সম্ভব তো আর হচ্ছে না দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেচে থাকুন এই সুন্দর ধরনীর তরে।
তোমরা মনে হয় পর্ন ভিডিওতেও এই সব কমেন্ট করো? কোন জায়গায় কোন কমেন্ট করতে হয় বুঝনা?,, এইখানে এসেছো ইসলাম প্রচার করতে,,, এইটাকে ইসলাম প্রচার বলে না ইসলামকে অপমান করা বলে। আল্লাহ হেদায়েত দান করুক।
কিশোর বয়স,তখন আমি ক্লাস ফোরে পড়ি মাত্র।সময়টা হবে ২০০৪ দিকে।সবে মাত্র বাড়ির বাসা পরিবর্তন করে নতুন বাসায় উঠি।উঠার প্রথম দিন মায়ের হাতে আনা পঙ্কজ উদাসের ভালোবাসা অ্যালবামের সব গানগুলো শুনি ফিতার ক্যাসেটে।এই এলবামের কয়েকটি গান আমার ভীষণ ভালো লাগে।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনাও হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। দীর্ঘ যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবো তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে যাব আর তখনই আবারো এই প্রিয় গানটা শুনতে আসবো
❤❤❤❤20004 সাল প্রথম সুনছিলাম গান টা,,,, একজন মানুষি,,,, এ গানের ফিতাটা গিফ্ট দিয়েছিলো,,,,সেই থেকে সুনে আসতেছি এখনে, সব থেকে ভালোলাগার এ গানটা,,,,,❤❤❤❤❤❤
সত্য কথা বলতে,তার মৃত্যুর খবর শুনে, আমি মর্মাহত হয়েছি,তাঁর গান গুলো আমার রিদয় ছুঁয়ে যায়, তার গানের কন্ঠ, তার গায় কি,, তার গানের কথা,, আমার কাছে সমস্ত গানের উর্ধে,, তার মতো শিল্পী আর জন্ম নিবে না, আমি ব্যাথিত, এবং মর্মাহত। তাঁর জন্য রইল দোয়া,,পরো পারে সে যেন ভালো থাকে।
যাকে ভালবাসবে,তাকে এমন ভাবে ভালবাসুন,, স্পষ্ট কোন দুর বিক্ষন যন্ত্র, দিয়ে নয়,,,,, শুধুই মনের ক্যমরায় ধারণ, করে ভালবাস,আর এটাই হলো আসল ভালবাসার, পরিচয়,,
সম্ভবতঃ ১৯৮৯ সালে রেকর্ড হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে এম এস সি পড়তাম। এর কিছু দিন অাগে প্রেমিকার বিয়ে হয়ে যায় যে মিশে ছিলো অামার জীবনের সাথে কবিতা,সুর,সংগীত আর স্বপ্নের এক অপূর্ব মিশেলে।পংকজ উদাসের এ গান আমাকে আরো পাগল করে দেয়।তখন এ গান শুনতাম আর নীরবে কাঁদতাম।আজ ৩২ বছর পরেও এ গান আমাকে কাঁদায়।মনে করিয়ে দেয় প্রথম প্রেমের সেই স্বর্গীয় অনুভব।
আমারো একটা স্বপ্নের পৃথিবী ছিলো। ছিলো একজন ভালোবাসার মানুষ। তার ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম, সে যে কখন হারিয়ে গেছে বুঝতে পারিনি। যখন বুঝতে পারছি তখন সে অন্য শিকলে বন্ধী হয়ে গেছে। আর তাকে ফিরিয়ে আনতে পারিনি। হায়রে ভালোবাসা কান্দাইলি জনমভরে। ২০৯০ সালের জন্য কমেন্ট করলাম।গানটা তখনও নতুন থাকবে।হয়তো আমি পুরাতন হয়ে মাটির সাথে মিশে যাবো।
এইসব গানগুলো কত শুনেছি এক সময় আজ আবার 2024 সালে এসে শুনলাম,, সে আগে স্মৃতিগুলো মনে পড়ে গেল,, আমার খালতো ভাই আমাকে এই গানটা শুনাতো কিন্তু আমি বুঝতে পারতাম না কেন বারবার শোনাতো, পরে উনি আমাকে প্রপোজ করে বসলো,, কিন্তু তার মন ভেঙে তখন চলে আসছি আমাদের বাড়িতে আর কখনো উনার সাথে আমার দেখা হয়নি সেই 2002 /3 সালের কথা মেবি। জীবন কতটা তাড়াতাড়ি এগিয়ে যায়। আমার লেখাটা পড়ে ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ❤
১৯৯০ সালের পর থেকে কত যে শুনেছি গানটি তার হিসাব নাই।যাকে ভালবেসেছি তাকে বলতেই পারিনি কোনদিন যে ভালবাসি। সেও ঠিক একই রকম কোনদিন বলতে পারেনি।তবুও আমরা একজন আর এক জনের চোখের দিকে তাকালেই মনের না বলা কথাগুলো পড়ে নিতে পারতাম।তাইতো মনটাকে করেছি সমুদ্রের মত বিশাল এবং তার এক কোণায় তোমাকে রেখে সংসার নামক সমুদ্রে ভালবাসার অভিনয় করে যাচ্ছি। কিন্তু তুমিই আমার প্রথম প্রেম তোমাকে ভোলার নয় যেমন পংকজদার এই গানটি।দাদার এই গানটি ও শ্রোতাাদের ভালবাসা অমরত্ব লাভ করুক। ময়মনসিংহ থেকে।
গানটা যখন শুনি, কি এক বিষন্ন্যতায় মন টা ভরে যায়, কাউকে বলা যায় না আবেগের ভাষা, শুধু মনে নিরবে সেই মানুষটির কথা ২৪ টি বছর আজ মনে করে কাদে সে, আজ ও সে আমার প্রতিখখায় থাকে।
আমি গান শুনতাম খুব নিবিষ্ট চিত্তে। কিন্তু সেই সময় গান শুনার সুযোগ ছিল কম। ওয়াকম্যান দিয়ে ক্যাসেট চালাতাম। ওদিকে ব্যাটারি বেশিক্ষণ ব্যাক- আপ দিত না। আজকে গান শুনার সুযোগ অনেক। কিন্তু মানসিকতাটাই হারিয়ে গেছে।
আহা ! কত কিছু জড়িয়ে আছে এই গান গুলার সাথে! যারা ৯০ দশকের মানুষ তারা এই এলবাম অবশ্যই শুনে থাকবে।
এই গুনি শিল্পী আজ আমাদের মাঝে নেই কিন্তু উনার অমর এই গান গুলো আগামী কয়েক প্রজন্ম রয়ে যাবে।উনার আত্মার শান্তি কামনা করি ❤️
আপনার মত অনলাইনে প্রতারকের, জালিমের বিচার আল্লাহ তাআলা করবেন,, যে অনলাইনে রেখে ইচ্ছেমতো অনলাইনে খেলা খেলে ছেড়ে দেয়,, যে অনলাইনে মানুষের ফিলিংস নিয়ে খেলে,, যে অনলাইনে মানুষের দুর্বলতা ফে মানুষকে জিন্দা লাশ বানিয়ে ছেড়ে দেয় তার বিচার একদিন হবেই ইনশাআল্লাহ আল্লাহ তা'আলা করবে তার বিচার কবে করবে সেটা জানি না তার জীবনের সেই পাবেই ইনশাআল্লাহ প্রতিটা নিঃশ্বাসে অনলাইনের প্রতারকের বিচার আমি চাইবো উপর আল্লার কাছে
অনেক দিন পর গানটি শুনলাম। এই অ্যালবামের গান গুলো যে কত শুনেছি তার হিসাব নেই ।শীতের সকালে লেপের নীচে কিংবা গভীর রাতে মশারির ভিতরে থেকে কানটা দিয়ে রাখতাম ক্যাসেট প্লেয়ার এর এই মন ভুলনো আর হৃদয় রাঙানো গান গুলোর দিকে ।৩০ বৎসর পরে এসেও সেই একই স্বাদ, একই ভাললাগা ❤
ইস ঘুম থেকে উঠে যদি 90 দশক ফিরে পেতাম😢😢😢
আহা আপনি আমার মনের কথাটা কিভাবে বলতে পারলেন কিভাবে বললেন দুজনের মনের কথা মিলে গেল চলেন আমরা বন্ধু হইয়া যাই
@@RozinaAkther-b2d অবশ্যই বন্ধু হওয়া দরকার
তাহলে আমরা কি করবো
আহা
ঠিক তাই
Onekbar sunechi ,abar sunte mon chai!
অনেক গুনী একজন শিল্পী।
আজ না ফেরার দেশে চলে গেলেন।
উনার এই গান ছোট বেলা থেকে শুনে আসছি। আমার চাচার বিয়ের ক্যাসেটে উনার গান ছিল সেই ৯০ দশকের শুরুতে।
Monta khub kharap.
আমি বাংলাদেশের একজন নাগরিক ঢাকা নারায়ণগঞ্জ থেকে গানটি শুনছি,,,,
Narayanganj, fatulla
২১০০ সালের জন্য কমেন্ট করে গেলাম।
যদি কেয়ামত না হয় / ইউটিউব এর কিছু না হয় তবে এই গান শুনতে এসে মানুষ অবশ্যই আমার কমেন্ট পরবে।
__চির অমর এই গান
বাহঃ সত্যিই চমৎকার !!
2024 এ এসে এই গান শুনে মুগ্ধ হয়ে গেলাম, সবাই একটা লাইক দিয়েন আমাকে প্লিজ, তাহলে হয়তো নোটিফিকেশন পেয়ে আবারো আসবো এই মধুর গানটা শুনতে
❤️🖤❤️🖤❤️
❤❤❤
❤❤❤❤❤
ওনার মৃত্যু মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তিনি ছিলেন সঙ্গীত জগতের আলোড়ন সৃষ্টিকারী মহান যাদুকর। পরপারে তাঁর আত্মা শান্তি লাভ করুক, সবসময় এ কামনা করি।
পংকজ উদাস উনি একজন বাঙ্গালী না হয়েও বাংলা গানের ইতিহাসে উনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই অ্যালবামের গান গুলোর জন্য...
কোনটি থেকে কোনটি ভালো সেটি সিলেক্ট করা কঠিন উনার এই বাংলা গানগুলোর মধ্য থেকে...
চমৎকার বলেছেন !!
Right
Right
Right
অসাধারণ বলেছেন ভাই
আজ একটা কমেন্টস করে গেলাম,কোন একদিন নাতি নাতনিরা বুঝবে দাদা কত রোমান্টিক মনের ছিলেন,কোন শিল্পীদের কোন লেভেল এর গানের ভক্ত ছিলেন, ধন্যবাদ ভাল থেকো তোমরা
বাহঃ দারুণ তো !!
tnx
I'm also
বিয়ের আগে মনে অনেকে আসে যায়। কিন্তু বিয়ের পরে স্বামী নামক যে আছে তাকে নিয়ে স্বপ্ন দেখি তাকে নিয়ে দিন গুনি। স্বামীকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে জীবন শেষ করতে চাই।
গানটি ২০০৫ সাল থেকে শুনে আসছি। এখন ২০/৩/২০২৩ তোবুও একটুও অবেগ অশ্রু কমেনি। গান তো নয় যেন এক কল্পনার জগৎ
Amio
দীর্ঘ পনের বছর কাজের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, তাই গান শোনার সময় হয়নি। আজ একটু সময় পেলাম তাই শুনলাম। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।
মানুষ তার সৃজণ শীল কর্ম দিয়ে চীর অমর হয়ে রয়। তার একটি প্রমান দাদার প্রতিটি গান।
বাংলা ভাষা যত দিন রবে তাঁর তার ততদিন বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।
আবার ইচ্ছে করে সেই ৯০ দশকে চলে যেতে সেই দিন গুলো খুব মনে পরে গেলো 🤔🤔😭🥺
❤
সেইম🥰🥰
Yes
হৃদয় জুড়ানো একটা সংগীত এটি
একদম সত্যি
কতো স্মৃতি মাখা এই গান, যখনই শুনি সেই স্মৃতি গুলো চোখে ভেসে ওঠে, যেন ফিরে যায় সেই সময়ে, এতো মধুমাখা গানটি, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে ❤❤😊
তখন সবেমাত্র ভালোবাসা বুঝতে শিখেছি
প্রিয় একটা গান হয়ে ওঠে।
কতবার যে শুনেছি
এই, গানটি আমি যত বার শুনি ততো বার আমার মনে দোলা দেয়।আমি ২০১৪-১৫ সাল থেকে গানটি শুনি।ইনফ্যাক্ট, যতো দিন পৃথিবীতে বেঁচে থাকবো ততো দিন এই গানটি, শুনবো।
মনে দোলা লাগার মত গান এবং কখনো মনে দুঃখের ঝড় তোলার গান সত্যিই অপূর্ব পঙ্কজ উদাস নামটি চিরস্মরণীয় হয়ে থাকবে তার কন্ঠ ও গানের মাধ্যমে যশোর বাংলাদেশ
ফরিদপুর থেকে বলছি,, ছোট বেলায় যখন নানা বাড়ী যেতাম মামা শুনতো❤ এখন মনে পরে সেই দিন গুলো কতো না ভালো কাটছে❤
২০৫০ সালের জন্য রেখে গেলাম❤️❤️❤️
ভাই যে যা চায় তা কোনোদিও পায় না, আর পায় না দেখেই, ভালো বাসা, বেচে রয়েছে যুগের পর যুগ! আর ভালো বাসা সহজে যারা পায়, তারা সহজে ধরে রাখতে পারে না! মন খারাপের কিছু নেই!
2007 সালে প্রথম এগুলো গান শুনি অনেক ভালো লাগে❤❤
এই গান টি অনেক বার শুনেছি আমার সহধরমীনি সহ
আজ আমার একমাস একদিন হলো আমার স্তী পরো পরে চলে গেছে আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদৌস দান করে আমিন
১৯৯০ সালের শেষ দিকে একটি মেয়েকে ভালবাসার কথা তার কাছে বলতে সাহস না পেয়ে একটা অনুষ্ঠানে তার উপস্হিতিতে এই গানটি আমি মঞ্চে আমি গেয়েছিলাম। পংকজ উদাস এর গাওয়া গানটি ছিল আমার কাছে বিশেষ কিছু।
পরে কি বলতে পেরেছিলেন।
এসব গান শুনে যে কতটা তৃপ্তি পাওয়া যায় সেটা ভাষায় প্রকাশ করা যায় না ❤️❤️
স্মৃতি বিজড়িত একটি গান।
যুগের পর যুগ পেরিয়ে গেলেও গানটি কখনোই পুড়নো হয়নি।
যুগ যুগান্তরে গানটির মত করে প্রিয় হয়ে থাকুক স্মৃতি বিজড়িত মানুষটি।
৯০ দশকের মানুষ আমি ২০২৪ এ বয়স মধ্য গগণে। চুলে পাক ধরেছে, তবুও এই গানটি শুনলে আবার নতুন করে স্বপ্ন দেখতে সাধ জাগে।
যদি ফিরে পেতাম ছেলে বেলা..😭
আমার খুব প্রিয়
😂😂😂
সেইম অনেক হক ব্যাটারি ফুরিয়েছি গান গুলি শুনে
এই গানটি হচ্ছে ৯০ দশেক এর।
বাংলাদেশ থেকে বলছি গান টা ছোট বেলায় অনেক শুনতাম এখন ও অনেক ভালো লাগে ❤
এই গান গুলো যখন শুনি তখন মনে হয় আবার সেই সময় পেতাম। মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু এই সব গান রয়ে যায়। আমি ছোট বেলা এই গান গুলো অনেক বেশি শুনতাম আর আমার ভাইয়া বকা দিত।
২০২৩ সালের ১৭/৭/২৩ এসেও এই গানের জনপ্রিয়তা রয়ে গেছে।আসলে এই গানের কোন মৃত্যু নেই।❤❤❤❤
আরো ১৫ বছর আগে এই গানটি শুনেছি আর আজ তার মৃত্যুর কথা শুনে গানটির কথা আবারও মনে পড়ে গেলো,,, অবশেষে শোকাহত।
এটি শুধু গান নয় যেন গানের মাঝে কত আশা ভালোবাসা! চাওয়া পাওয়া! মান অভিমান। ধন্যবাদ। গানের শিল্পী গীতিকার ও সুরকার। ❤
রাত্রির নিস্তব্ধতায় হেডফোন কানে লাগিয়ে শুনলে বুঝা যায় এই সুরেলা কন্ঠে গানটির গভীরতা কতখানি,,,
এই গান শুনশে আমার শামিম আংকেল আর শামিমা আন্টির কথা মনে পরে।শামিম আংকেল তো মারা গেছে 😢আন্টি কোথায় আছে কেমন আছে কোন খোঁজ জানিনা😢
একটি গান যে মানুষের মনকে এমন ভাবে নাড়া দিতে পারে এই গান তার প্রমাণ। জীবনের প্রতিটা পদে পদে অনুপ্রেরণা হয়ে থাকবে এই গানটি।
2024 সালে কে কে আমার মতো এই গান শুনতে এসেছেন।একটা করে like দিয়ে যাইয়েন🫠🫠🫠😘😘😘
2024 ❤❤লভে 🫶 😊😊 ওহ্য? য়উ
Amio sunte aslam
আমি 😢
P
@@TaniaRahman-gv2wb
আমি❤❤❤
অসম্ভব সুন্দর একটি গান। কন্ঠটা কানে পৌঁছাতেই কেমন যেনো মনটা ভালো হয়ে যায় ।
❤❤❤❤❤❤
তোমাকে পেলে হয়তো গানটা শোনা হইতো না এখন গানটা শুধু আমার স্মৃতি অনেক কিছু মনে করে দেয় হৃদয় থাকুক ভালোবাসা
super...duper.... excellent....mind blowing…...nice....exceptional....out standing....jakanaka....ore re....jole agun bukete....জীবনের গানের কুল....
২০৫০ সালের জন্য কমেন্ট করে গেলাম দেখি এই গান গুলো কারা শুনে কয়টা লাইক পড়ে আমি হয়তো বেঁচে নাও থাকতে পারি তবু একটা কমেন্ট রেখে গেলাম ❤❤
বাংলাদেশ থেকে ২০২৩ সালে এসেও গানটা শুনছি।। এই গান গুলা জীবনে পুরানো হবে না ❤️❤️❤️❤️
asi bi asi
আমিও শুনতে চি ১-৬-২৩
৷ ন৷ ৷৷৷৷ ূদ৷ ব৷।
।।।।।.।ম।।।।।।।।।।।।ম।।।।।।.?...।।।ম।।।।।।্্।।।ৃ।্্মৃ?ৃম্।্রৃ।
. .?।।।।।। ।।।।।।।
Amio❤
❤❤❤
বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে শুনছি।প্রিয় মানুষ এর সুখ,দু:খ সব প্রকাশ গানটিতে বুঝতে পারছি। এক কথায় গানটা ফীল/অনুভূতি প্রকাশ করা যায় শুনলে🤣❤️🥰👍🇧🇩
ছোট্ট বেলায় শোনা মিষ্টি একটি গান,বুড়ো কালে ও শুনছি😃😃😃০১/০৩/২০২২.কে কে আছো আমার সাথে শুনছো এই গান?
me too
@@md.saifulislam5091 ধন্যবাদ।
৯০ দশকে যখন ছেলে মেয়েরা প্রত্রের মাধ্যমে প্রেম করতো ওটাই ছিল ১০০% খাটি প্রেম।
নিঃসন্দেহে !!
সেটাই স্বাভাবিক
সঠিক বলেছেন।
একদম ঠিক
Right
৯০ সালের জুন মাসে ক্যাসেটের ফিতায় টেনে টেনে এ গানটি ৫০ বারের বেশী শুনেছি এক নাগাড়ে কারন জানুয়ারীর ১ তারিখে আমার মনের মানুষটি পরস্ত্রী হয়ে যায়।
Ishhhhhh!!!
😭😭😭
Uff very sad
Very sad
@@md.saidulislam6362 hn
একটা মেয়ে আমাকে খুব ভালবাসতো সেই আমাকে এই গানের ক্যাসেট উপহার দিয়েছিল সেটা ২০০২ সালের কথা অথচ আজ আমরা দুজন দুই প্রান্তে আমি এখন দুই কন্যা সন্তানের পিতা আর সে এক পুত্র সন্তানের মা ।
Tai
আমারও একই অবস্থা বেচে থাকুক ভালো বাসা
আমি প্রভাষক অলিক হাসান লেবু বাংলাদেশ থেকে বলছি।আমি চিরঋণী।
প্রভাষক হইছেন আবার বলতে হবে।।।
ভাইদের সাথে বাড়ির ছাদের উপরে বসে আছি আর সবাই মিলে গানটি শুনতেছি,অন্যরকম এখন অনুভূতি ভালো থাকুক প্রিয় মানুষগুলো 🥰
😭 সত্যি সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালোবাসার প্রতীক,সত্যিকারে অসাধারণ কম্বিনেশন একটি গানের লাইন, জীবনের সাথে জড়িত স্মৃতি লিপির মন ছোঁয়া অপূর্ব একটি গান 🙏
প্রিয় গানটি উৎসর্গ করলাম।
আমার প্রাণ প্রিয় দুটি মানুষের মধ্যে বিচ্ছেদ বেলায়। ❤ ভালবাসা অবিরাম! তোমরা সুখেই থাকো এই কামনা ১৬ আগস্ট ২০২৪ ইং
আমি এই গান আমার পিয়ো মানুষ টার মুখে পথম শুনেছি;; এক কথায় অসাধারণ ;; সেই থেকে এখনো শুনি;;; 20023 সালে এসেও;;; ভালো থাকুক সব ভালো বাসার মানুষ ;;;;
আমি ৯০ দশকে দশম শ্রেণির ছাত্র ছিলাম। দাদার গানটি আমার খুব প্রিয় ছিল। আজ ২০২৪ সালে শুনছি।মনে কয় আবার অতীতে ফিরে যাই কিন্তু সম্ভব তো আর হচ্ছে না
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেচে থাকুন এই সুন্দর ধরনীর তরে।
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹🌹
.
আমি পাইলাম না তো
❤❤❤
তোমরা মনে হয় পর্ন ভিডিওতেও এই সব কমেন্ট করো? কোন জায়গায় কোন কমেন্ট করতে হয় বুঝনা?,, এইখানে এসেছো ইসলাম প্রচার করতে,,, এইটাকে ইসলাম প্রচার বলে না ইসলামকে অপমান করা বলে। আল্লাহ হেদায়েত দান করুক।
@@RefatAhmed_💯
টিকটক থেকে গানটি শুনে আসলাম ইউটিউব এ, সত্যিই গানটি অনেক সুন্দর, অপূর্ব কন্ঠ
কিচ্ছু কিচ্ছু গানের কথা জিবনের সাথে মিশে রবে সারাজীবন, তবু জয় হোক ভালোবাসার,
ক্যাসেট প্লেয়ার এর দিনে গানটা শুনতা।
আর মুখস্ত করতাম গানের কথা গুলো।সে কথা চিঠিতে লিখতাম।তোমার মনে আছে কি?❤
জীবনের এই সেই গান আজও জেগে ওঠে হারিয়ে যাওয়া প্রেমের স্মৃতি চিরবিরহী ব্যাথা
কিশোর বয়স,তখন আমি ক্লাস ফোরে পড়ি মাত্র।সময়টা হবে ২০০৪ দিকে।সবে মাত্র বাড়ির বাসা পরিবর্তন করে নতুন বাসায় উঠি।উঠার প্রথম দিন মায়ের হাতে আনা পঙ্কজ উদাসের ভালোবাসা অ্যালবামের সব গানগুলো শুনি ফিতার ক্যাসেটে।এই এলবামের কয়েকটি গান আমার ভীষণ ভালো লাগে।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনাও হতো না প্রিয়। স্মৃতি রেখে গেলাম। দীর্ঘ যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবো তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে যাব আর তখনই আবারো এই প্রিয় গানটা শুনতে আসবো
আসলেই প্রিয় মানুষ কে পেয়ে গেলে হইত আমারও এই গান টা শুনা হত না
❤
পাওয়ার পর কেউ কি গানটা শুনতে নিষেধ করতো?
❤❤❤❤20004 সাল প্রথম সুনছিলাম গান টা,,,, একজন মানুষি,,,, এ গানের ফিতাটা গিফ্ট দিয়েছিলো,,,,সেই থেকে সুনে আসতেছি এখনে, সব থেকে ভালোলাগার এ গানটা,,,,,❤❤❤❤❤❤
গানটা শুনলে সোনালি অতীত সামনে এসে যায়
যখনই একা থাকি এটা আমার সাথী হয়
সব মিলিয়ে পছন্দের একটা গান ❤❤
সত্য কথা বলতে,তার মৃত্যুর খবর শুনে, আমি মর্মাহত হয়েছি,তাঁর গান গুলো আমার রিদয় ছুঁয়ে যায়, তার গানের কন্ঠ, তার গায় কি,, তার গানের কথা,, আমার কাছে সমস্ত গানের উর্ধে,, তার মতো শিল্পী আর জন্ম নিবে না, আমি ব্যাথিত, এবং মর্মাহত। তাঁর জন্য রইল দোয়া,,পরো পারে সে যেন ভালো থাকে।
এই এ্যালবাম এর সব গান পারি
এক সময় গান গুলো এতো ভালো লাগতো
বলে বোঝাতে পারবো না❤❤❤
যাকে ভালবাসবে,তাকে এমন
ভাবে ভালবাসুন,, স্পষ্ট কোন
দুর বিক্ষন যন্ত্র, দিয়ে নয়,,,,,
শুধুই মনের ক্যমরায় ধারণ,
করে ভালবাস,আর এটাই হলো আসল ভালবাসার, পরিচয়,,
১৯৯৯-২০০৩ সাল এই সময়ে গানটি বহুবার শুনেছি । আজ কে ২০২২ এ এসে আবারও শুনলাম খুব ভাল লাগলো ।
Tnxx
১৯৯৩ সালে বহু বার এই গান টা শুনেছি, এখনো মনে হয় সেই ১৯৯৩ তেই আছি।
জানি না কেনো এতো ভালো লাগে e গান,,, আজ আমি বলে গেলাম, প্রজন্মের পর প্রজন্মআসবে কিন্তু এ গান পুরান হবে না ,, হয়তো তখন আমি এ সুন্দর পৃথিবী তে থাকবো না,
৯০ সালে এই ভলোবাসা ক্যাসেট কত বার যে শুনেছি আমার শিল্পী পংকজ দা পরপারে ভলো থাকবেন দাদা❤
একটা সময় এই গানটি কত সুনেছি, আমার ডায়রিতে ও লিখে রেখেছি, কিন্তু শিল্পির নাম জানতাম না, আজ হঠাৎ চোখের সামনে এসে গেলো গানটি..❤❤
ছোটবেলা থেকে এই সব গান শুনে বড় হয়েছি তবুও গানগুলো ভুলতে পারিনা।
আমি ৯০ দশকের মানুষ না কিন্তু আমার উদাস পঙ্কজের গান ভালো লাগে 👌👌👌
আমার অন্যতম পছন্দের গান।অনেক দিন পর শুনলাম। মনটা ফ্রেশ হলো বেশ।
সম্ভবতঃ ১৯৮৯ সালে রেকর্ড হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে এম এস সি পড়তাম। এর কিছু দিন অাগে প্রেমিকার বিয়ে হয়ে যায় যে মিশে ছিলো অামার জীবনের সাথে কবিতা,সুর,সংগীত আর স্বপ্নের এক অপূর্ব মিশেলে।পংকজ উদাসের এ গান আমাকে আরো পাগল করে দেয়।তখন এ গান শুনতাম আর নীরবে কাঁদতাম।আজ ৩২ বছর পরেও এ গান আমাকে কাঁদায়।মনে করিয়ে দেয় প্রথম প্রেমের সেই স্বর্গীয় অনুভব।
boss
পঙ্কজ উদাসের বাংলা গান গুলো কোন দিন পুরোনো হবেনা।যত শুনি তত শুনতে ইচ্ছে করে।গান গুলো শুনলে শুধু স্বপ্ন দেখতে ইচ্ছে করে।❤❤
শুধু একটা গান ছাড়া- "যদি আরেকটু সময় পেতাম 😞"
tik bro
@@Korimeriyad28360।
ে
Ajo onk valobashi toke ree.
NJF
আজ কয়েক বছর পারে এই গান টা শুনেছি।এই গানটি আমার বিয়েতে লাগিয়েছিল।সাল ১৯৯৭ আগস্ট।২৫বছর হয়ে গেছে।এখনো ভাল লাগে।
সেম বয়সী, স্বাভাবিক সাধারণ বিষয় মেয়েদের তো আগেই বিয়ে হয়🌺💐
আমারো একটা স্বপ্নের পৃথিবী ছিলো। ছিলো একজন ভালোবাসার মানুষ। তার ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম, সে যে কখন হারিয়ে গেছে বুঝতে পারিনি। যখন বুঝতে পারছি তখন সে অন্য শিকলে বন্ধী হয়ে গেছে। আর তাকে ফিরিয়ে আনতে পারিনি।
হায়রে ভালোবাসা কান্দাইলি জনমভরে।
২০৯০ সালের জন্য কমেন্ট করলাম।গানটা তখনও নতুন থাকবে।হয়তো আমি পুরাতন হয়ে মাটির সাথে মিশে যাবো।
মানুষ মানুষের জন্য কত চমৎকার গান লিখেছেন তা কল্পনা করা যায়
ভালো বাসার মানুষকে বার বার মনে করিয়ে দেয়ার জন্য এ গানটির কোনো তুলোনা হয়না।
এইসব গানগুলো কত শুনেছি এক সময় আজ আবার 2024 সালে এসে শুনলাম,, সে আগে স্মৃতিগুলো মনে পড়ে গেল,, আমার খালতো ভাই আমাকে এই গানটা শুনাতো কিন্তু আমি বুঝতে পারতাম না কেন বারবার শোনাতো, পরে উনি আমাকে প্রপোজ করে বসলো,, কিন্তু তার মন ভেঙে তখন চলে আসছি আমাদের বাড়িতে আর কখনো উনার সাথে আমার দেখা হয়নি সেই 2002 /3 সালের কথা মেবি। জীবন কতটা তাড়াতাড়ি এগিয়ে যায়। আমার লেখাটা পড়ে ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ❤
চিরন্তন বাস্তব গান যা বার বার শুনতে ইচ্ছে করে। ❤❤❤
কত শতবার যে এই এ্যালবাম রিপলে করে গান শুনেছি তার ইয়োত্তা নেই।❤
স্মৃতি হারানো গান হৃদয়কে কাদায়। মনে করিয়ে দেয় পূরানো স্মৃতিকে।
K all
ভুবন বাদ্যকর যদি আরও দশবার জন্ম গ্রহন করে তবুও এমন গান গাইতে পারবে না
১৯৯০ সালের পর থেকে কত যে শুনেছি গানটি তার হিসাব নাই।যাকে ভালবেসেছি তাকে বলতেই পারিনি কোনদিন যে ভালবাসি। সেও ঠিক একই রকম কোনদিন বলতে পারেনি।তবুও আমরা একজন আর এক জনের চোখের দিকে তাকালেই মনের না বলা কথাগুলো পড়ে নিতে পারতাম।তাইতো মনটাকে করেছি সমুদ্রের মত বিশাল এবং তার এক কোণায় তোমাকে রেখে সংসার নামক সমুদ্রে ভালবাসার অভিনয় করে যাচ্ছি। কিন্তু তুমিই আমার প্রথম প্রেম তোমাকে ভোলার নয় যেমন পংকজদার এই গানটি।দাদার এই গানটি ও শ্রোতাাদের ভালবাসা অমরত্ব লাভ করুক।
ময়মনসিংহ থেকে।
এই সুর টেনে নিয়ে যায় সেই ছোট বেলার দুরন্ত শৈশব এর কাছে😪😪😪
Right
Fine!!
Hi rajib tomar balobashar Ei message ti amar bishon balo legeche tomar shor oshadaron so sweet thanks 🙏👍😅❤ ami tomar best friend kohinoor k
এ গানটা আামার বিয়ের সময়ের সৃতি ❤ আমার বিয়ের ছিটিতে গানটা দেওয়া ❤❤❤❤❤২০২১
গানটা যখন শুনি, কি এক বিষন্ন্যতায় মন টা ভরে যায়, কাউকে বলা যায় না আবেগের ভাষা, শুধু মনে নিরবে সেই মানুষটির কথা ২৪ টি বছর আজ মনে করে কাদে সে, আজ ও সে আমার প্রতিখখায় থাকে।
যত বার শুনি ততই ভালো লাগে,অসাধারন
০১৭৯০৫৫০৭৩০
১৯৯৯ সালে শ্রবণ মাঝে নৌকা মাঝে এই গান সুনিছি এর পরে ৩৫ টাকা দিয়ে এই গানের ক্যাসেট কিনেছি কতে বার সুনছি নিজে ও জানিনা
আমি গান শুনতাম খুব নিবিষ্ট চিত্তে। কিন্তু সেই সময় গান শুনার সুযোগ ছিল কম। ওয়াকম্যান দিয়ে ক্যাসেট চালাতাম। ওদিকে ব্যাটারি বেশিক্ষণ ব্যাক- আপ দিত না। আজকে গান শুনার সুযোগ অনেক। কিন্তু মানসিকতাটাই হারিয়ে গেছে।
খুব চমৎকার বলেছেন। মহান আল্লাহপাক আপনার মনে প্রশান্তি দান করুন এই প্রার্থনা করি !!
কতবার যে শুনেছি জীবনে এই গান!
আজো আগের মত ভালো লাগে।
এই গানের সুর আর কথা আমার ফেলে আসা, হারিয়ে যাওয়া সোনালী অতীতটা ঠিক আমার সামনে দাড় করাতে সক্ষম।
তুমি আছো তুমি থাকবে চিরকাল চিরদিন তুমি আছো হিয়ার মাঝে যেখানে থাকো ভালো থেকো।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤..........
মনের অনুভূতি প্রকাশের জন্য এ গানের বিকল্প আজো পেলাম না।এই গানগুলো বেঁচে থাকবে অমরত্ব নিয়ে।
অনেক প্রিয় আর অনেক স্মৃতি জড়ানো একটা গান।❤❤
আমার কমেন্ট আমি দেখে অবাক 🥰🥰
💞💞💞💞🇧🇩
আহা কি একটা সময় কেটেছিল এই গানগুলো শুনে। আবারও তরুণ বয়সে ফিরে গেলাম।
এ গান আমার ছোট বেলায় অনেক শুনতাম। এ গান শুনলে শরীলের পরশ গুলো দাড়িয়ে যায়।
গানটা আছে হৃদয়ে, আজও হৃদয় ছোয়, কিন্তু অনুভূতিটা আহত
আমিও ১০০০ বার শুনেছে ভাই এই গান টা আমার কাছে এত ভালো লাগে ♥♥♥♥♥
👍🌹❤️