বাংলা ও হিন্দি ছবির অন্যতম সুন্দরী নায়িকা। অসাধারণ মুখসৌন্দর্যএর অধিকারী মালা সিনহা তাঁর অভিনয় ভংগিমা য় বাংলা ছবিতে সুচিত্রা সেনের ভিত টলিয়ে দিয়েছিল। উত্তম কুমারের সংগে অভিনীত ছবিগুলি সে যুগে সুচিত্রার ছবির সংগে সমানে পাল্লা দিত। এখনো যদি এনাকে পুরষ্কৃত করা হয় তবে সংস্কৃতি জগত একজন প্রকৃত গুণী র মর্যাদা দিতে পারবে । ভাল থাকুন মালা সিনহা !
Ekdom thik kotha।ami prothom jedin mala Sinha r movie dekhevhilam uttam kumar er sathe।ami confused hoye gechilam je ini ki Suchitra Sen na onno keo।tarpor confirm hoi je uni Mala Sinha..onar ovinoi amar darun lage।
আমার প্রিয় অভিনেত্রীদের মধ্যে মালা সিনহা অন্যতম। কাগজে - কলমে তিনি কোন স্বীকৃতি পাননি ঠিকই কিন্তু তাঁর সৌন্দর্যের কথা বাদই দিলাম, তিনি তাঁর অভিনয়ের গুূণে দর্শকদের মনের স্বীকৃতি অবশ্যই আদায় করে নিতে পেরেছেন বলে আমার বিশ্বাস। আর একজন অভিনেতা বা অভিনেত্রীর তো এটাই সব থেকে বড় পাওনা। তবে যে সকল অভিনেতা ও অভিনেত্রীরা তাঁদের অভিনয় ক্ষমতা যাই হোক না কেন দু চারটি পদক পেতেই বেশী আগ্রহী তাঁদের কথা স্বতন্ত্র। আর বলিউড হোক বা টলিউড সব ক্ষেত্রেই চরিত্রটা একই। সেখানে যাঁরা বিচরণ করেন তাঁরা প্রায় সকলেই এক একটা বাস্তু ঘুঘু, বদের ধাড়ী। সকল জুরি মহোদয়/ মহদয়রা এই পুরষ্কারের প্রেক্ষাপট তৈরী করেন তাঁরা অভিনয়ের গুণাগুণ বিচার করার অপেক্ষা নিজেদের কাছের জন - দূরের জন, নিজেদের পছন্দ - অপছন্দের নায়ক/নায়িকা, নিজেদের লাভ - লোকসান ইত্যাদির উপরই বেশী জোর দেন। এই দুরভিসন্ধি, এই অনিয়ম আগেও ছিল, এখনও আছে। মালা সিনহা-র সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।
লালসা আর নেপোটিজম,এই দুই নিয়ে ই সিনেমা জগত । মালা সিনহা তাদের কাছে বশ্যতা স্বীকার করেন নি ।তাই পুরস্কার ও জোটেনি । তবে আমরা,যারা তাঁর গুণমুগ্ধ,তাকে ভুলিনি ।
উনি দর্শক দের কাছে খুব বড়ো অভিনেত্রী।পুরস্কারের কোনো প্রয়োজন নেই।খুব প্রিয় আর খুব কাছের একজন শিল্পী উনি আমাদের কাছে।God bless you and your family too।
We too are her admirers. She is a complete actress. Formal recognition is not required. She has been reigning in the hearts of millions of our subcontinent.
Osadharon,sundori abong dokkho avinetri Mala sinha,onar avinito bes kichu film dekhechi kin2 ami "kobita" cinema ta konodino vulte parbona R kamal hasaner prothom bangla cinema chilo,ki opurbo avinoy,Ranjit Malliker sathe.uni sustho o khub khub khub valo thakun dirgho aui niye.🙏🙏🙏🙏
সত্যি মালা সিনহা বাংলা ও হিন্দি দুই ধরণের ছবিতে অভিনয় করেছেন একেবারে সাবলীল ভাবে। হিন্দি ও বাংলা সব বড় শিল্পীদের সঙ্গেই অভিনয় করেছেন। নানা ধরনে চরিত্রে অভিনয় করেছিলেন সাফল্যের সঙ্গে।
She was very beautiful and very talented. Press some how tried not to promote her. But it did not matter. Her great acting skill was confirmed by Guru Dutt, Ramanand Sagar and B.R. Chopra. Her screen presence was so strong that any Hero used to look little pale.
Renowned Actress Mala Sinha has had a tremendous track record of achievements in hindi and bengali films including her great contributions over the relentless years. I appreciate her with highest regards and prey to god for her long peaceful life.
Etay niom. ...jader contribution besi tader award deoa hyna. ....etay india er culture, ar stti unar mto sundori naika eto vlo actress kojon ache. ...media press ei news gulo tolena sdhu altu faltu artist der khbor dkhay. ...jdio tate kichu ji asena. ...vlo thkun malaji. ..one of the most beautiful actress ever
এক জন গুনি শিল্পী এবং এক জন গুনি মানুষ সম্পর্কে জানতে পারলাম খুব ভাল লাগলো ধন্যবাদ আপনাদের কে এই ধরনের গুনি মানুষ সম্পর্কে আমাদের কে জানানোর জন্য ভাল লাগলো আপনাদের এই অনুষ্ঠান ভাল থাকবেন এবং সবাইকে ভাল রাখবেন মেরা হিন্দুস্থান মহান মেরা ভারত মহান জয় হিন্দ
Khub valo ekjan avinetri anek cinema Ami onar dekheche hondi bangla miliye saneteyi uni chilen paradarshi apurba vabe charitra gulir sathe maniye niten are avinay korten vison valo jey cinemagulite uni avinay korten bar bar dekhar agraha thakto. Uni cinema jagat keno chere dilen jani na tabe ajo jadi uni ekhane avinay korten nishchi darshak onake fele fite parten na.uni valo thakun sustha thaku thakurer kache etai Amar prarthana.
Apnader video er background music e jodi orginal gaan ti bajan tahole ar o valo lagbe... Karon apnara je mukh gulo tule dhoren tader avinito asol shilpi er gaan ti bajale ar o valo lagbe... Asha rakhlam..porer barer jonw.. Onek subhecha apnader chanel er jonw..💐
One of the rarest film personality. I think people will remember her for her role in Abhaya Srikanto. Such memorable acting is rare in Bengali film industry.
কে বলেছে উনি উপেক্ষিত? দাপটের সাথে কলকাতা ও মুম্বই দুই জায়গায় রাজত্ব করেছেন। রাজ কাপুর, দেবানন্দ, উত্তমকুমার দের মতো দুঁদে নায়কদের সাথে সমান তালে চলেছেন। আমরা নিরন্তর তাঁকে স্মরণ করি ও তাঁর সুস্থ, নিরুপদ্রব জীবন কামনা করি। পুরস্কার সেখানে অবান্তর।
does she require any award really ? one of the most talented heroines in bengali & hindi cinemas !! she has contributed immense !!! pray for her long life !!!!
পুরস্কার দিয়ে কী হবে ?উনি ভালো ভালো ছবিতে সেরা নায়কদের সংগে অভিনয় করেছেন।লোকে ভীর করে হলে দেখতে গেছে । আজও মনে রেখেছে ....., সবার কাছে উনি পরিচিত মিষ্টি প্রতিভাসম্পন্ন অভিনেত্রী হিসেবে।লাভ ইউ মালাজী ,প্রণাম রইলো 🙏🌹❤️
Though Mala Sinha was not awarded suitably to her stature, she was profoundly awarded by the cinema-loving people as a whole. Have my profound respect to her.
Bohu Nepali Jara West Bengal te permanently theke gechhen onek year dhore, Tara kintu Indian ! I am a fan Mala Sinha....onek Bengali film te actress hisabe kaaj korechhen.Onar mother Tongue Bengali.Aage Nepali ( Gorkhali) language janten na bolei, Hindi ta at first valo bolte parten na. Anyway, apnar best award apnar vokto-brindo. Apnake pranam. Take care of yourselves !
অনেক কিছু বললেন, কিন্তু মালা সিনহার বাঙলা ছবি নিয়ে কোন কথা বললেন না। অথচ ২২টি বাঙলা ছবিতে তিনি অভিনয় করেছেন। উত্তমকুমারের সাতটি ছবির ও বসন্ত চৌধুরীর একটি ছবির নায়িকা মালা সিনহা। এছাড়া তাঁর আরো উল্লেখ্য ছবি হোল লৌহকপাট ও ঢুলি। বাঙলা ছবিগুলোর কোন ক্লিপিংসও পাওয়া গেল না । চ্যানেলের নাম দিয়েছেন "বাঙলার মুখ", কিন্তু বাঙলার কথা নেই।
Amar mone hoy je kono ovineta ba ovinetri r Asol puroshar holo Dorshok r mone jayga kore newa... Dorshok r Swikriti r Valobasha. Er theke Boro puroshkar r kichu hote parena....!
বাংলা ও হিন্দি ছবির অন্যতম সুন্দরী নায়িকা। অসাধারণ মুখসৌন্দর্যএর অধিকারী মালা সিনহা তাঁর অভিনয় ভংগিমা য় বাংলা ছবিতে সুচিত্রা সেনের ভিত টলিয়ে দিয়েছিল। উত্তম কুমারের সংগে অভিনীত ছবিগুলি সে যুগে সুচিত্রার ছবির সংগে সমানে পাল্লা দিত। এখনো যদি এনাকে পুরষ্কৃত করা হয় তবে সংস্কৃতি জগত একজন প্রকৃত গুণী র মর্যাদা দিতে পারবে । ভাল থাকুন মালা সিনহা !
মিঃ মুখার্জি: সুন্দর লিখেছেন।
Ekdom thik kotha।ami prothom jedin mala Sinha r movie dekhevhilam uttam kumar er sathe।ami confused hoye gechilam je ini ki Suchitra Sen na onno keo।tarpor confirm hoi je uni Mala Sinha..onar ovinoi amar darun lage।
Exactly..Suchitra Sen er twin ও bola jaay..I just love her❤
একদম ঠিক।সুচিত্রার চেয়েও মালা সিনহার সঙ্গে উত্তম কুমারের রোমান্টিক দৃশ্য আমার বেশি প্রাণবন্ত লাগে।
অসামান্য অভিনেত্রী... ওনার তুলনা হয় না। আমাদের কাছে আপনি সম্মানের...
অসাধারণ সুন্দর ও গুনি অভিনেত্রী
মালা সিনহার অভিনয় অসাধারণ ছিল
আমার প্রিয় অভিনেত্রীদের মধ্যে মালা সিনহা অন্যতম। কাগজে - কলমে তিনি কোন স্বীকৃতি পাননি ঠিকই কিন্তু তাঁর সৌন্দর্যের কথা বাদই দিলাম, তিনি তাঁর অভিনয়ের গুূণে দর্শকদের মনের স্বীকৃতি অবশ্যই আদায় করে নিতে পেরেছেন বলে আমার বিশ্বাস। আর একজন অভিনেতা বা অভিনেত্রীর তো এটাই সব থেকে বড় পাওনা। তবে যে সকল অভিনেতা ও অভিনেত্রীরা তাঁদের অভিনয় ক্ষমতা যাই হোক না কেন দু চারটি পদক পেতেই বেশী আগ্রহী তাঁদের কথা স্বতন্ত্র। আর বলিউড হোক বা টলিউড সব ক্ষেত্রেই চরিত্রটা একই। সেখানে যাঁরা বিচরণ করেন তাঁরা প্রায় সকলেই এক একটা বাস্তু ঘুঘু, বদের ধাড়ী। সকল জুরি মহোদয়/ মহদয়রা এই পুরষ্কারের প্রেক্ষাপট তৈরী করেন তাঁরা অভিনয়ের গুণাগুণ বিচার করার অপেক্ষা নিজেদের কাছের জন - দূরের জন, নিজেদের পছন্দ - অপছন্দের নায়ক/নায়িকা, নিজেদের লাভ - লোকসান ইত্যাদির উপরই বেশী জোর দেন। এই দুরভিসন্ধি, এই অনিয়ম আগেও ছিল, এখনও আছে। মালা সিনহা-র সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি।
অসাধারণ অভিনেত্রীর অভিনয়। যারা দিয়ে যায় বেশি তার মূল্য পায় কম। তবে শ্রদ্ধায় জেগে থাকে মানুষের হৃদয়ে। প্রণাম জানয় অন্তরের অন্তঃস্থল থেকে
অনেক ধন্যবাদ অনেক কিছু জানা গেল মালা সিনহা সম্পর্কে
উনি আমার একজন খুব প্রিয় শিল্পী , ওনাকে এখনো খুব মিস করি ,
অসাধারণ অভিনেত্রী ছিলেন বাংলা এবং হিন্দী মিলে অনেক ছবিতে অভিনয় দেখেছি,
She is really a talented actress.One of my favourite actress . Very bold acting .
লালসা আর নেপোটিজম,এই দুই নিয়ে ই সিনেমা জগত । মালা সিনহা তাদের কাছে বশ্যতা স্বীকার করেন নি ।তাই পুরস্কার ও জোটেনি । তবে আমরা,যারা তাঁর গুণমুগ্ধ,তাকে ভুলিনি ।
উনি দর্শক দের কাছে খুব বড়ো অভিনেত্রী।পুরস্কারের কোনো প্রয়োজন নেই।খুব প্রিয় আর খুব কাছের একজন শিল্পী উনি আমাদের কাছে।God bless you and your family too।
ha akdom thik kotha
খুব ভালো লাগলো উনার কথা শুনে। ভুলেই গেছিলাম উনাকে খুব ছোটবেলাতে দুএকটা বই দেখেছি ভালো লেগেছে। তবে ঠিক মর্যাদা পেলো না।
We too are her admirers. She is a complete actress. Formal recognition is not required. She has been reigning in the hearts of millions of our subcontinent.
Exactly. We fully endorse your views.
Osadharon,sundori abong dokkho avinetri Mala sinha,onar avinito bes kichu film dekhechi kin2 ami "kobita" cinema ta konodino vulte parbona R kamal hasaner prothom bangla cinema chilo,ki opurbo avinoy,Ranjit Malliker sathe.uni sustho o khub khub khub valo thakun dirgho aui niye.🙏🙏🙏🙏
সত্যি অজানা কারনে উপেক্ষিত মালা সিংহ সন্মন্ধে এ তথ্যচিত্রটি দেখে খুব ভালো লাগলো, ওনার সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
Thanks
উনার অনেক সিনেমা দেখেছি ।সব থেকে ভালো লাগে কবিতা সিনেমাটি । ওনার সম্পকে জানতে পেরে খুব ভালো লাগছে
মঞ্জু দে এবং ইলা বসুর সম্পর্কে জানতে চাই
সত্যি মালা সিনহা বাংলা ও হিন্দি দুই ধরণের ছবিতে অভিনয় করেছেন একেবারে সাবলীল ভাবে। হিন্দি ও বাংলা সব বড় শিল্পীদের সঙ্গেই অভিনয় করেছেন। নানা ধরনে চরিত্রে অভিনয় করেছিলেন সাফল্যের সঙ্গে।
Osadharon ai ovinetri proti roilo sosrodhyo pranam, tini thakben sabar hridoye chiro omolin hoye,sustho o sukhi jibon kamona kori agami dingulor konno
ধন্যবাদ আপনাকে ,কথা হল আমরা গুরু জনদের থেকে অনেক নিই কিন্ত সম্মান টুকু ! তাও দিতে পারিনা । মালাজী ভালথাকুন
Mala Sinha is my one of the best favourite heroin
আমাদের যুগের নায়িকা। তার বাংলা হিন্দি অনেক ছবি দেখেছি। ভালো লাগতো।
আমি বড় হবার পর ওনার কয়েক টি সিনেমা দেখেছি তার মধ্যে কবিতা সিনেমা টিতে ওনার অনবদ্য অভিনয় আমার আজও মনে আছে। ঈশ্বর ওনাকে ভালো রাখুন ।
মালা সিনহা কমল হাসান সন্ধ্যা রায় অভিনীত সুদীর্ঘ অসাধারণ সিনেমা।
She was very beautiful and very talented. Press some how tried not to promote her. But it did not matter. Her great acting skill was confirmed by Guru Dutt, Ramanand Sagar and B.R. Chopra. Her screen presence was so strong that any Hero used to look little pale.
Renowned Actress Mala Sinha has had a tremendous track record of achievements in hindi and bengali films including her great contributions over the relentless years. I appreciate her with highest regards and prey to god for her long peaceful life.
Darun apnader proyash ta khub bhalo
Etay niom. ...jader contribution besi tader award deoa hyna. ....etay india er culture, ar stti unar mto sundori naika eto vlo actress kojon ache. ...media press ei news gulo tolena sdhu altu faltu artist der khbor dkhay. ...jdio tate kichu ji asena. ...vlo thkun malaji. ..one of the most beautiful actress ever
Khub bhalo laglo video ta dekhe 🙏🙏
She is my one of the favourite actress .
She is extraordinary!!!!
এক জন গুনি শিল্পী এবং এক জন গুনি মানুষ সম্পর্কে জানতে পারলাম খুব ভাল লাগলো
ধন্যবাদ আপনাদের কে এই ধরনের গুনি মানুষ সম্পর্কে আমাদের কে জানানোর জন্য ভাল লাগলো আপনাদের এই অনুষ্ঠান
ভাল থাকবেন এবং সবাইকে ভাল রাখবেন
মেরা হিন্দুস্থান মহান
মেরা ভারত মহান
জয় হিন্দ
Heard her name when I was an young boy.
Later saw her Bangla and Hindi movies.
Very talented and graceful.
God bless her.
Khub valo laglo
সুচিত্রা সেনের সাথে তার চেহারার অনেক মিল আছে
Ami ekhoni ei kothai bhabchhilam.
Khub valo ekjan avinetri anek cinema Ami onar dekheche hondi bangla miliye saneteyi uni chilen paradarshi apurba vabe charitra gulir sathe maniye niten are avinay korten vison valo jey cinemagulite uni avinay korten bar bar dekhar agraha thakto. Uni cinema jagat keno chere dilen jani na tabe ajo jadi uni ekhane avinay korten nishchi darshak onake fele fite parten na.uni valo thakun sustha thaku thakurer kache etai Amar prarthana.
Apnader video er background music e jodi orginal gaan ti bajan tahole ar o valo lagbe...
Karon apnara je mukh gulo tule dhoren tader avinito asol shilpi er gaan ti bajale ar o valo lagbe... Asha rakhlam..porer barer jonw..
Onek subhecha apnader chanel er jonw..💐
She was a very good actor both Bangla and Hindi ( this is realy a rare quality in an actor which Mala Sinhajee has) !
One of the rarest film personality. I think people will remember her for her role in Abhaya Srikanto. Such memorable acting is rare in Bengali film industry.
Didi apni eto sundor kore uposthapona korar jonno dhonnobad
Mala sinha keo amar nomoshkar
Very smart actress she was......
আমার অন্যতম প্রিয় অভিনেত্রী
Mala Sinha was better in Bengali film. Uttam Kumar Mala Sinha films were marvelous
কে বলেছে উনি উপেক্ষিত? দাপটের সাথে কলকাতা ও মুম্বই দুই জায়গায় রাজত্ব করেছেন। রাজ কাপুর, দেবানন্দ, উত্তমকুমার দের মতো দুঁদে নায়কদের সাথে সমান তালে চলেছেন। আমরা নিরন্তর তাঁকে স্মরণ করি ও তাঁর সুস্থ, নিরুপদ্রব জীবন কামনা করি। পুরস্কার সেখানে অবান্তর।
Emoni ekjon actress jini Bollywood tollywood e onek valo cinema diyechen uni really ekjon valo actress
মংগল প্রার্থনা করি। She is beautiful
I want more information about mala sinha she is my favourite heroine
Darun Shilpi uni.Onar Lukochuri cinemati darun.
হে মহান অভিনেতা
পারবোনা দিতে
তোমার অমূল্য কীর্তি র দাম,
তোমাকে জানাই শুধু
শতকোটি প্রনাম।
does she require any award really ?
one of the most talented heroines in bengali & hindi cinemas !!
she has contributed immense !!!
pray for her long life !!!!
Amar khub favourite ekjon actress
Khub sundor
Mala sinha, amar khub favorite artist chholen, onak pronam.
ধন্যবাদ
I always adored her and am happy to learn more about her...
Manjuree ....wrong sp...edit it to Manjusree Sen, please
What a beautifull actress she was! very talented actress.
She will always be remembered as a versatile actress 🙏🙏🙏🙏
Khub bhalo lagglo factsgulo
My.most favourite actress.
মালা সিনহার ঝুলিতে কোনও প্রাইজ নেই যেনে বড় আশ্চর্য হলাম। অবশ্য আশ্চর্য্যের কিছু নেই ,মালা সিনহা থেকে সুশান্ত সিং রাজপুত চিরকাল ই এই হয়ে আসছে!!!!!
পুরস্কার দিয়ে কী হবে ?উনি ভালো ভালো ছবিতে সেরা নায়কদের সংগে অভিনয় করেছেন।লোকে ভীর করে হলে দেখতে গেছে । আজও মনে রেখেছে .....,
সবার কাছে উনি পরিচিত মিষ্টি প্রতিভাসম্পন্ন অভিনেত্রী হিসেবে।লাভ ইউ মালাজী ,প্রণাম রইলো 🙏🌹❤️
একদম ঠিক
Uttomer songay tar ovinoyer kotha sobai monay rakhbay.
I too love her, she look like my mother
Thanks
মালা সিনহার বাবা বাঙালি, মা নেপালী ---- এই তথ্যটি বলা উচিত ছিল ।
অনেক কথা জানলাম ওঁর সম্পর্কে । খুব ভালো লাগছে । কিন্তু ওঁর প্রাপ্য যারা দিল না তারা কত হীনচেতা । হীন মানুষই পৃথিবীতে বেশি ।
আমি এ যুগের কিন্তু মালা সিনহার কিছু ছবি দেখা'র সু ভাগ্যে আমার হয়েছিল সম্ভবত পৃথিবী আমারে চায়, শহরের ইতিকথা, বন্ধু । ভালো থাকুন সবসময়
amader anek bhalo bhalo cinema upohar diye jan Naiykara kintu seser dike nissongo jibon katate hoi bhison kharap lage Mala Sinha aapnake amar pronam
সুন্দর
May you live long, my favourite actress ,Malaji
বাংলা ছবি নিয়ে কিছু তথ্য দেওয়া হলনা।অথচ উত্তমকুমার, বসন্ত চৌধুরীর সঙ্গে কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে।
So sad. Lonely life best way to live with God
God bless u.
1.22 bisoy ta obak laglo amr kase. Uni to besh sundori cilen.
V. Good videoclip
Though Mala Sinha was not awarded suitably to her stature, she was profoundly awarded by the cinema-loving people as a whole. Have my profound respect to her.
আমার প্রিয় অভিনেত্রী। সুন্দরীতমা।
Marmantik....
A memorable heroine character in cinema during my boyhood as because I was born in 1937, just one year after her.
omg. you are 83!
One more real lagend, now in disguise...
Ascum ,she is a very beautiful
Bhalo thakun Maladebi.
Bohu Nepali Jara West Bengal te permanently theke gechhen onek year dhore, Tara kintu Indian !
I am a fan Mala Sinha....onek Bengali film te actress hisabe kaaj korechhen.Onar mother Tongue Bengali.Aage Nepali ( Gorkhali) language janten na bolei, Hindi ta at first valo bolte parten na.
Anyway, apnar best award apnar vokto-brindo. Apnake pranam.
Take care of yourselves !
Even these days I like to see her with "Nishi rat banka chand..." What a combination it was. Her beauty, Geeta's melody, and Nachiketa's tune.
.
CT bhh by bhh c
Really it is true 😊
Apurbo ekjon
মালা সিনহার শুধু হিন্দী সিনেমা নিয়ে আলোচনা করলে হবে ? বাংলা সিনেমার সম্বন্ধে আলোচনা নেই কেন ?
Wonder full 🌹
Uni sundori o dakho avinetri chilen
Valor thank you
Good translation of Wikipedia
Pratibhamoyee abbinetri.
Oner abhinay amer khub bhalo lage
She was famous.She reigned in her time.but not got filmfare award. This happens with many actors.
Albert Sinha was a bengali Christian. Mala sinha is a bengali Christian not nepali.. Albert Sinha was principal of Collins institution, Dharmotollah .
Nice
অনেক কিছু বললেন, কিন্তু মালা সিনহার বাঙলা ছবি নিয়ে কোন কথা বললেন না। অথচ ২২টি বাঙলা ছবিতে তিনি অভিনয় করেছেন। উত্তমকুমারের সাতটি ছবির ও বসন্ত চৌধুরীর একটি ছবির নায়িকা মালা সিনহা। এছাড়া তাঁর আরো উল্লেখ্য ছবি হোল লৌহকপাট ও ঢুলি। বাঙলা ছবিগুলোর কোন ক্লিপিংসও পাওয়া গেল না । চ্যানেলের নাম দিয়েছেন "বাঙলার মুখ", কিন্তু বাঙলার কথা নেই।
Uni aanyatama versatile actress
অপ্রয়োজনে ইংরাজী শব্দের ব্যবহার কেন। সেপারেট থাকতেন-এর পরিবর্তে আলাদা থাকতেন বলা যেত।
Mala sinha ma baba ki both were nepali clearyfy
কোন্ সিনেমার সিন্?
Mala sinhar present age koto.
Ekdan bhali thakben.
Amar mone hoy je kono ovineta ba ovinetri r Asol puroshar holo Dorshok r mone jayga kore newa...
Dorshok r Swikriti r Valobasha.
Er theke Boro puroshkar r kichu hote parena....!
Chandra sekhar ray-uner abhinoy chhilo darshakder Mone dag kata; kindu deash unake mapte parlen na; really ata khub dukher
কতনা আনন্দ পেয়েছি ওনার ছিনেমা দেখে,ওনি দর্শকদের কাছে অনেক সন্মানিত,ওনি ভালো থাকুন , ওনাকে প্রনাম।
Ki name mala sinhar mayer?
গীতাদত্তের মেয়ের সম্পর্কে জানতে চাই।
Didi cinema industry kokomo Bhubama Taka