Bajaj Platina110 H Gear Bike Accurate Mileage Settings,platina 110 mileage set

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ส.ค. 2022
  • This video is
    Bajaj Platina H Gear 110 Bike Accurate Mileage Settings video.
    If someone can't set the mileage of platina 110 h gear bike properly, through this video of mine he can set the mileage of his bike by himself. He doesn't need a mechanic for that.
    If anyone is benefited by this video, that is my achievement
    #platina
    #bajajplatina110
    ‪@travellerharu‬

ความคิดเห็น • 71

  • @mijanchoudhuri536
    @mijanchoudhuri536 ปีที่แล้ว +4

    আজ পর্যন্ত না হলেও ১০০ এর উপরে ভিডিও দেখেছি মাইলেজ সেটিং এর । সবগুলোতেই আর পি এম যেখানে হাই থাকে সেখানেই স্ক্রু সেট করে। কিন্তু এই প্রথম আপনার ভিডিও তে ভিন্ন নিয়ম দেখছি।

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว +3

      বাইকের কার্বোরেটর হলো বাইকের মিক্সিং ডিভাইস,, পুরানো বাইকগুলোর কার্বোরেটর সব একই টাইপের হতো,, কিন্তু বর্তমানে যে বাইকগুলো বাজারে আসছে তার ইঞ্জিন স্মুথ এবং ফিল্টার রাখার জন্য কোম্পানিগুলি বিভিন্ন টাইপের কার্বোরেটার ব্যবহার করছে,,, কিছু গাড়ি আর পি এম স্ক্রু হায়েস্ট রাখলে হায়েস্ট মাইলেজ পাওয়া যায়। আবার কিছু গাড়ির আমি যে থিওরি দেখিয়েছি ওই থিওরি তেই হাইয়েস্ট মাইলেজ পাওয়া যায়। (যেমন বাজাজ প্লাটিনা সবকটা ভার্সন )

  • @ullashsen520
    @ullashsen520 ปีที่แล้ว +2

    Your milage setting right thank you

  • @prosenjitbiswas5430
    @prosenjitbiswas5430 9 หลายเดือนก่อน +2

    Tnx bro its100% working

    • @arorajdk5438
      @arorajdk5438 7 หลายเดือนก่อน

      Sir aap mujhe hindi bta skte hai ke kaise setting krni hai mere pass h110 2021 model hai 54km/ltr se jiyada nhi de rha

  • @almohasinmollah655
    @almohasinmollah655 ปีที่แล้ว +1

    Thank you dada. Very useful video and your teaching is good.

  • @mdgoni6010
    @mdgoni6010 ปีที่แล้ว +1

    My like. You idia..

  • @rabbirabbi7736
    @rabbirabbi7736 ปีที่แล้ว +1

    দাদা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার h gear গাড়িটা ২০০০০ কিলোমিটার চালিয়েছি এখন বেশিরভাগ সময় সেল্ফে স্টার্ট হচ্ছে না এবং হরেনে ভালো শব্দ হচ্ছে না। কি করনিয় plz জানাবেন দাদা।

  • @fazlarabby9812
    @fazlarabby9812 ปีที่แล้ว

    Nice vi

  • @anandamondal7019
    @anandamondal7019 9 หลายเดือนก่อน +2

    দাদা আমি নদিয়ার নবদ্বীপ থেকে বলছি , আমার platna BS iv H gear গাড়ি ,48 এর বেশি মাইলেজ পাচ্ছি না কার্বরেটর এয়ার ফিল্টার প্লাগ পরিস্কার করিয়েছি মবিল ড্রেন করেছি , মেকানিকের কাছে তবুও মাইলেজ পাচ্ছি না ।তবে কি ভালো মাইলেজ পাওয়ার আশায় এই গাড়ি নিয়ে ভুল করলাম। দাদা সাহায্যে করুন প্লীজ। আপনার ঠিকানা বলুন আমি গাড়ি নিয়ে যাব......🙏🏻🙏🏻

    • @travellerharu
      @travellerharu  9 หลายเดือนก่อน +2

      তুমি একটা কাজ করো, তোমার গাড়ির যেখানে এয়ারমিকচার স্ক্রু টা আছে (যদি না খুঁজে পাও আমার ভিডিও তে দেখানো আছে একটু দেখে নেবে ) ঠিক তার ওপরে একটা চার মাথা স্ক্রু আছে, ঐটা আগে পুরো খুলেনেবে। তার পর দেখবে ভিতরে একটা স্ক্রু আছে ঐটা এয়ারমিকচার স্ক্রু, ওই স্ক্রুটা প্রথমে গাড়ি স্টার্ট অবস্থায় পুরো টাইট দিয়ে দেবে দেখবে গাড়ির স্টার্ট বন্ধ হয়েযাবে,(আবার নাও হতে পারে তাতে কোনো ব্যাপার নয় ) তার পর তুমি ভালো ভাবে খেয়াল করে ফুল 4পাক ওই স্ক্রুটা রেখে দেবে, তারপর আবার যে চার মাথা স্ক্রুটা তুমি খুলেছিলে সেইটা লাগিয়ে দেবে,,,,,,,, দেখবে মাইলেজ অনেক বেড়ে যাবে 62/65 তো পাবেই

  • @DeepDas-ih6oh
    @DeepDas-ih6oh 5 หลายเดือนก่อน

    Sir এই টিউনিং সেটিং করার পরে কোনো মতেই rpm idle এক জায়গায় দারাচ্ছে না, বন্ধ হয়ে যায় বার বার
    What to do ?

  • @anandakumarsarkar490
    @anandakumarsarkar490 7 หลายเดือนก่อน +2

    দাদা আমি আমার গাড়িতে আপনার মত করে টিউনিং করেছি, মাইলেজ 60প্লাস পাচ্ছি কিন্তু গাড়ির স্পার্ক প্লাগ খুলে দেখি স্পার্ক প্লাগ এর সামনে তেল লেগে আছে এবং স্পার্ক প্লাগ প্রচুর পরিমাণে কালো, এখন অনেকেই বলে স্পার্ক প্লাগের মাথা তামাটে বর্ণের হওয়া ভালো কিন্তু আমি দেখলাম আমার স্পার্ক প্লাগ এর মাথা কালো এটা থেকে কি সমাধান পাওয়া যাবে দাদা?

    • @travellerharu
      @travellerharu  7 หลายเดือนก่อน

      দেখুন স্পার্ক প্লাকের মাথায় যদি তেল লেগে থাকে, তার মানে আপনার গাড়ির ইঞ্জিনের পিস্টন বা পিস্টন রিং এর কাজের দরকার আছে। আপনার গাড়ির কি সাইলেন্সার থেকে ধোঁয়া বেরোচ্ছে, যদি বের হয় তাহলে আপনি একটা মেকানিককে দিয়ে ওই পিস্টনের একটু কাজ করিয়ে নিন ঠিক হয়ে যাবে। ওই জন্যই আপনার গাড়ির স্পার্ক প্লাগ তেল লেগে যাচ্ছে এবং কালো হচ্ছে।

    • @anandakumarsarkar490
      @anandakumarsarkar490 6 หลายเดือนก่อน

      @@travellerharu আমার গাড়ির মাত্র 5500 কিলো চলেছে সাইলেন্সার দিয়ে কোনরকম কোন ধোয়া বের হয় না

    • @DeepDas-ih6oh
      @DeepDas-ih6oh 5 หลายเดือนก่อน

      Sm prblm

  • @rabbirabbi7736
    @rabbirabbi7736 ปีที่แล้ว +1

    দাদা কেমন আছেন? আমার নতুন গাড়ি ১২০০০ কিঃ মিঃ চলেছে তেমন কোন সমস্যা হচ্ছে না ৭০ মাইলেজ পাচ্ছি ইকোনমিতে। আমি কি এখন স্পার্ক প্লাগ করবো? করলে কোনটা ভালো হবে? plz বলবেন দাদা।

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว +1

      70 মাইলেজ মানে খুবই ভালো মাইলেজ পাচ্ছেন। যদি বাইক স্টার্টকরতে কোনো অসুবিধা না হয় বা স্টার্টের পর রেশ ছেড়ে দেওয়া বা প্লাগে ফট ফট আয়াজ না হয়,,, তাহলে কোনো প্রয়োজন নেই স্পার্ক প্লাগ চেঞ্জ করা। মাঝে মাঝে স্পার্ক প্ল্যাগ টা পরিষ্কার করে নেবে।

  • @sptv2198
    @sptv2198 ปีที่แล้ว +1

    Dada same dekhe kore fellam

  • @samratdas3236
    @samratdas3236 8 วันที่ผ่านมา +1

    hello

  • @mdraihankabir5154
    @mdraihankabir5154 ปีที่แล้ว +1

    দাদা আমার প্লাটিনা এইস গিয়ার ৫৫ কিলো পাই। ৬০ /৭০ চালাইলে আরো ভালো,মাইলেজ পাবো কি??

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว +3

      মাইলেজ 60 এর বেশি হওয়া উচিত,,,,,, যদি না হয় এই ভাবে টিউনিং করে নাও,,,, আর একটা জিনিস খেয়াল রাখবে, টিউনিং করার পর গাড়ির স্টার্ট যেন স্মুথ থাকে, বন্দো যেন না হয়,, যদি গাড়ি স্টার্ট বন্দো হয়ে যাচ্ছে দেখছো তখন মিকচার স্ক্রু আরেকটু বাড়িয়ে নেবে, দেখবে স্মুথ হয়ে গেছে এবং মাইলেজ অনেক বেড়ে গেছে

  • @thrinadharaoyendhavathrina549
    @thrinadharaoyendhavathrina549 ปีที่แล้ว

    Millege entha ravocchu

  • @mdabuzaralgifari523
    @mdabuzaralgifari523 10 หลายเดือนก่อน +1

    দাদা RPM METER কিভাবে লাগাবো যদি বলতেন

    • @travellerharu
      @travellerharu  10 หลายเดือนก่อน

      th-cam.com/video/wh036A9GSJ0/w-d-xo.html

  • @AmitMaity-tx4kk
    @AmitMaity-tx4kk 8 หลายเดือนก่อน

    দাদা আপনার শোরুম টা কোথায় আমি গাড়ি নিয়ে যাবো

  • @avijitsarkar2349
    @avijitsarkar2349 ปีที่แล้ว +1

    Platina ds6 milage কি করে করবো দাদা বলে দেবেন দাদা

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว

      তোমার whatsapp নাম্বারটা আমাকে দাও,,, আমি একটু বাইরে আছি, আমি কাল রাত্রে ফিরে বা পরশুদিন সকালে ছোট্ট একটা ভিডিও তোমার whatsapp এ পাঠিয়ে দেবো

    • @soumoyadeepkundu3079
      @soumoyadeepkundu3079 11 หลายเดือนก่อน

      Dada amr platina bh6 110h gear ..ami milage 45 pachhi ar besi dichhe na 2000km a service korai maitain kori tar por o 45 pachhi..kivbe besi mileage pabo aktu help korun

  • @entertainmentvlog913
    @entertainmentvlog913 9 หลายเดือนก่อน +1

    আপনার এই পদ্ধতিতে টুইনিং করে প্লাগ কালো হয়ে যাচ্ছে তাহলে কি করবো?

    • @travellerharu
      @travellerharu  9 หลายเดือนก่อน +1

      প্লাগ কালো হচ্ছে মানে আপনি ঠিকঠাক মাইলেজ পাচ্ছেন না, আরো এক রাউন্ড এয়ারমিকচার স্ক্রু বাইরের দিকে খুলুন, আশাকরি ঠিক হয়ে যাবে

  • @ProfessorTMSohel
    @ProfessorTMSohel ปีที่แล้ว

    টিউনিং করার পর গাড়ীর আরপিএম কত রেখেছেন দাদা? আমার প্লাটিনা এইচ গিয়ারে এয়ার মিক্সার স্ক্রু একদম টাইট দেয়ার পরও গাড়ী বন্ধ হয় না। চার পাকে আরপিএম সবচেয়ে বেশি দেখায় সে ক্ষেত্রে আমি কি এয়ার মিক্সার স্ক্রু দুই পাক খুলে রাখবো। আমার গাড়ীর ৫০০০ কি.মি. চলেছে। এখনো পেট্রোল এ ৫০ এর উপরে মাইলেজ পাচ্ছি না।

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว +2

      আপনি আপনার গাড়ির এয়ার মিকচার স্ক্রু টা দুই পাকের একটু বেশি রাখবেন, মানে আড়াই পাকের একটু কম। আর আরপিএম স্ক্রু এমন লেভেলে সেট করবেন যাতে আপনার গাড়ির স্টার্ট বন্ধ না হয়,, আর এইসব করার আগে অবশ্যই আপনার গাড়ির এয়ার ফিল্টার আর প্লাগগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন আর গাড়িটা স্টার্ট রেখে একটু ইঞ্জিন গরম করে নেবেন তারপর সেটিংটা করবেন। (আর পুরো এয়ার স্ক্রু টাইট করে দিলে গাড়ি স্টার্ট যদি বন্ধ না হয় তাতে কোন অসুবিধা নেই ) আশা করি আপনার গাড়ির মাইলেজ বেড়ে 65 up হবে 👍

    • @ProfessorTMSohel
      @ProfessorTMSohel ปีที่แล้ว +1

      @@travellerharu ধন্যবাদ দাদা

  • @efajhossein2599
    @efajhossein2599 ปีที่แล้ว +1

    Which one will be better platina 110 or discover 110 ?

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว +1

      Of course platina h gear is better because.....Discover 110 is 4 gear bike/platina h gear is 5 gear bike,, besides Platina has more fuel tank capacity, weight is also more (Discover 110, 117 kg / Platina 122 kg ),, both the cars have same power,, Platina gear shift indicator which Bajaj Discover doesn't have.

    • @efajhossein2599
      @efajhossein2599 ปีที่แล้ว +1

      @@travellerharu but I faced a major problem with platina h gear because the clutch is very hard so what would be the solution to make it more softer

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว +3

      একদম সঠিক বলেছো,, প্লাটিনা গাড়ির ক্লাচ প্রবলেম আছে, আমার বাইকের পাঁচ মাসের মাথায় ক্লাচএর তার কেটে গেছিল । কিন্তু যখন আমি ক্লাচের তার চেঞ্জ করেছিলাম সেটা আমি বাজাজ বক্সারের তার লাগিয়েছিলাম,, বাজাজ প্লাটিনা যে ক্লাচ তার সেটা কিছুটা ছোট হয় যার কারণে ক্লাচ টাইট হয়ে থাকে,, বাজাজ বক্সারের তার লাগানোর পর আমার ক্লাচ প্রবলেম সলভ হয়ে গেছে।

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว +2

      আপনি একটা কাজ করতে পারেন, যদি বাজাজ বক্সারের তার না পান আপনার প্ল্যাটিনার ক্লাচএর টা খুলে নিয়ে গিয়ে ওর থেকে দু চার ইঞ্চি বড় যেকোনো গাড়ির সেম ডিজাইন তার আপনি গাড়িতে ফিট করুন দেখবেন প্রবলেম সলভ হয়ে যাবে, " ধন্যবাদ '

    • @efajhossein2599
      @efajhossein2599 ปีที่แล้ว

      @@travellerharu so kind you brother?very informative .Do you face this problem now after using installation of Boxer's cable into platina.By the way best wises for your TH-cam journey ♥️♥️♥️♥️,

  • @anandakumarsarkar490
    @anandakumarsarkar490 ปีที่แล้ว +1

    দাদা নতুন গাড়ি নিয়েছি 100 কিলোমিটার চলেছে মাত্র এখন কি এভাবে মাইলেজ টিউনিং করলে সমস্যা হবে বাংলাদেশ থেকে বলছি

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว

      কোন সমস্যা হবে না, তবে ১২০০ কিলোমিটার পরে করাটাই ভালো, তার কারণ প্রথম দিকে ইঞ্জিনের যে ময়লাগুলো থাকে আগে মোবিলেরদারা ইঞ্জিনটা পরিষ্কার হয়ে যাক। তার পর করতে পারো। আগে অবশ্যই দেখবে মাইলেজ কত দিচ্ছে,,, যদি কম পাও তাহলে করে নিও কোন প্রবলেম হবে না

    • @anandakumarsarkar490
      @anandakumarsarkar490 ปีที่แล้ว

      দাদা আমি আপনার প্রত্যেকটি ভিডিও দেখি আপনার ভিডিও দেখেই প্লাটিনা এইচ গিয়ার গাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন বাংলাদেশে বাজাজ শোরুম থেকে আমাকে বলেছে 20w50 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে কিন্তু ইন্ডিয়া তো বলে 10w30 ব্যবহার করতে এখন ওরা বলে ওদের কাছ থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে গাড়ির ওয়ারেন্টি দিবেনা এখন আমার করনীয় কি? দয়া করে একটু জানাবেন দাদা🙏

    • @anandakumarsarkar490
      @anandakumarsarkar490 ปีที่แล้ว

      আমি ভেবেছি গাড়িতে প্রথমবার থেকেই motul 10w40 ইঞ্জিন অয়েল টি ব্যবহার করতে কিন্তু বাংলাদেশে বাজাজ শোরুম বলে dsti20w50 ব্যবহার না করলে আমাদের ওয়ারেন্টি আওতায় থাকবে না

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว +1

      ভারতে নিয়ম হচ্ছে প্রথম সার্ভিস 600 কিলমিটার দ্বিতীয় সার্ভিস600+1200=1800 কিলোমিটার, এই দুটো কোম্পানির সার্ভিস সেন্টার এ করাতেই হবে। তানাহলে গেরেন্টি পাওয়া যায়না। তাই আমরা 3no সার্ভিস থেকে 10w40 দেওয়া শুরু করেছি। আর এমনিতেই নতুন গাড়িতে প্রথমদিকে 600/1200 কিলোমিটার এর মধ্যে মোবিল চেঞ্জ করে, তার কারণ নতুন গাড়ির পিস্টোন এর মধ্যে প্রচুর ময়লা বা লোহার বাবরি থাকে, সেইগুলো পরিষ্কার করার জন্য তাড়াতাড়ি মোবিল চেঞ্জ করা হয়।
      তুমি আগে সার্ভিস সেন্টার যেটা বলছে সেটাই করো,,, তারপর 2500/3000কিলোমিটার পরে মুথুল 10w40 ব্যবহার করা শুরু করবে, দেখবে তোমার গাড়ির পরিবর্তন তুমিই বুঝতে পারবে

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว

      Motul 5100 4T Technosynthese 10W-40 API SL/SJ/SH/SG Semi Synthetic Engine Oil for Bikes s (1L)
      পারলে এইটা ব্যবহার করতে পারো। দারুন মোবিল, আমিও ব্যবহার করি

  • @nahidkhan2646
    @nahidkhan2646 9 หลายเดือนก่อน +1

    দাদা এই কাজ করছি, কিন্তু মাইলেজ বারছেনা

    • @travellerharu
      @travellerharu  9 หลายเดือนก่อน +1

      মাইলেজ বাড়াতো উচিত, এক কাজ করুন আরেকবার প্রথমে এয়ার ফিল্টার, প্লাক ভালোভাবে পরিষ্কার করুন, তারপর গাড়ি স্টার্ট করে বেশ কিছুক্ষণ ইঞ্জিন গরম করে, তারপর এয়ার মিকচার স্ক্রু ফুল পাক চার পাক রেখে দিন। ( প্ল্যাটিনা 110 এর ক্ষেত্রে)। তারপর গাড়ি রিজাবে পড়লে trip মিটার 0করে এক লিটার বা দু লিটার পেট্রোল ভরে চালিয়ে দেখুন

    • @nahidkhan2646
      @nahidkhan2646 9 หลายเดือนก่อน

      দাদা অনেক ধন্যবাদ, বাড়ছে মাইলেজ, ৪২ ছিল ৫০ পাই এখন, আরেকটু বারানো যায় নাকি?স্কু ফুল ৪ পাকে রেখে দিয়েছি

  • @rabbirabbi7736
    @rabbirabbi7736 ปีที่แล้ว +1

    দাদা আমার h gear গাড়িতে ৭০+ মাইলেজ পাচ্ছি কিন্তু গাড়ির সর্বোচ্চ গতি উঠছে ৯০ এখেত্রে ভবিষ্যতে গাড়ির কোনো সমস্যা হবে কি না plz জানাবেন দাদা।দোয়া রইলো।

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว

      আপনার কি BS6 গাড়ি.... যদি তা হয় এর সর্বোচ্চ গতি 90 থাকে এবং তারা পর যদি 70 মাইলেজ পান তাহলে খুব ভালো.... গাড়ি একদম কোন টিউনিং করবেন না, একদম এরকমই রেখে দেবেন, এতে গাড়ির কোনো ক্ষতি হবে না, শুধু সময়ে মবিল এবং ওয়েল ফিল্টার টা চেঞ্জ করবেন। 👍👍

    • @rabbirabbi7736
      @rabbirabbi7736 ปีที่แล้ว +1

      @@travellerharu bs4 gari

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว

      @@rabbirabbi7736 bs4 সর্বোচ্চ 100 ক্রস করে,,, তা হলেও আপনার মাইলেজ অনুযায়ী সর্বোচ্চ গতি ঠিক আছে,,, কোনো অসুবিধা হবে না,,,, এমনিতেই 110/115 cc বাইক 60/70 উপর না যাওয়া ভালো,কারণ 70 এর ওপর চালালে ইঞ্জিনে এক্সট্রা পেসার পরে।

  • @avijitsarkar2349
    @avijitsarkar2349 ปีที่แล้ว

    দাদা আপনার ফোন নাম্বার টা পাবা য়াবে দাদা

  • @herapathan4437
    @herapathan4437 ปีที่แล้ว +1

    দাদা ঠিক এভাবেই করেছি দেখা যাক কি হয়।
    ইঞ্জিনের কোন ক্ষতি হবে কি দাদা?

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว +2

      না কোনো ক্ষতি হবে না

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว

      তোমার গাড়ি যখন রিজার্ভে পড়বে তখন টিপ মিটারটা জিরো করে নেবে। তারপর গাড়িতে এক লিটার তেল ভরে দেখবে কত কিলোমিটার গাড়ি চালানোর পর আবার রিজাভে পড়ছে, তখনই তোমার কত মাইলেজ দেবে সেটা তুমি বুঝতে পারবে

    • @md.mahfuzurrahman7167
      @md.mahfuzurrahman7167 ปีที่แล้ว

      Hera Pathan, what is the result?

    • @herapathan4437
      @herapathan4437 ปีที่แล้ว

      @@md.mahfuzurrahman7167 58

    • @travellerharu
      @travellerharu  ปีที่แล้ว

      @hera pathan... আরো একরাউন্ড কমিয়ে দাও, এবং মাইলেজ টেস্ট করে প্লিস রেজাল্ট টা বলবে।

  • @rabbirabbi7736
    @rabbirabbi7736 ปีที่แล้ว

    পরিবর্তন

  • @avijitsarkar2349
    @avijitsarkar2349 ปีที่แล้ว

    Dada contact number