আপনার প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু খুব প্রয়োজনীয় প্রয়োজনীয় কথা থাকে যেগুলি আমাদের জন্য খুবই দরকারি এতে করে আমাদের মতো বাগানিদের অনেক অনেক উপকার হয়। এখন ভিডিওটি দেখার জন্য বসে রইলাম । অগ্রিম শুভেচ্ছা রইল। 🙏
@@rowshanjahan7521 রওশন জাহান ভাই, 7 মনে কি? যদি একটু কষ্ট করে বুঝিয়ে দিতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো। এইসব ব্যাপারে ভাই আমি খুবই অনভিজ্ঞ। বলতে পারেন আমার অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে।
আমার দুটি ডালিম গাছে একই রকমভাবে যত্ন করেছিলাম। একটি গাছে প্রচুর ফুল এসেছিল।কিন্তু কিছুদিনের মধ্যেই সবফুল ঝরে গেছে।গোড়ার মাটি পুরোপুরি শুকিয়ে যায় না।কিছু ডালও শুকিয়ে গেছে।এখন আবার নতুন করে ফুল আসছে।এখন কি করবো? অন্য গাছটিতে ভালই ফুল এসেছে এবং ফলও দাঁড়িয়েছে মোটামুটি। এটিরই বা কি যত্ন নেব?
Dada , your video is really helpful. Amar Ekta togar gach ache jar pata holud hote suru koreche. Ami urea diyachi kintu hocche na . What is the cause?? When is best time for derooting??? When is the dormant period of this kind of flower. ???? Should we do derooting in the dormant period???
th-cam.com/video/dcKY6bk-Vb4/w-d-xo.html এই ভিডিওটি দেখুন এবং পাতা হলুদ হয়ে যাওয়ার কারণটা খুঁজে বের করে সেই মতন পরিচর্যা করুন। ডার্মেসিতে টগর গাছেরও পাতা ঝরে যায়। বসন্তে পরলে নতুন পাতা এবং ফুল ফোটা শুরু করে।
Dada apnar Malta labur porechorja dakha ar lobh samlate parlam na bareta niya Alam bare 1 Malta musambe kintu dada kichu pata pokaye khacha ar thka ki bhabi mukte pavo
ae bio funside 2to koto mant por por gacher matite dite hobe ? kindly janaben. ar akhn to besi vag gach dormency te jabe sei gulo teio ki dite hobe fungicide
আমার জমিতে রোপণ করা ৫ বছর বয়সী একটা আমলকী গাছে ২ মাস আগে বাদাম ও সরষে খোলের গাঢ় দ্রবণ খুবই বেশি করে দিয়ে ফেলে ছিলাম, তার পর থেকেই লক্ষ্য করছি যে গাছটা দিন দিন ঝিমিয়ে পড়ছে, কচি পাতা গজানোর কিছু দিন পর হলুদ হয়ে পড়ছে, তাই মন খুব খারাপ যদি আপনি কিছু সলিউশন বলে দেন খুব ই উপকৃত হব
ব্লাইটক্স প্রতিমাসে গাছের গোড়ায় একবার করে দিতে পারেন। স্রেফ পাউডার অথবা জলের মধ্যে মিশিয়ে। এছাড়া বায়ো ফাঙিসাইড দুটো সমপরিমাণ নিয়েও ঠিক একই ভাবেই গাছে প্রয়োগ করতে পারেন।
রুট রটের ক্ষেত্রে কপারযুক্ত ফানি সাইট টা ভালো কাজ করে। এই ফাংগিসাইড জোগাড় করতে অসুবিধা হলে বরদো মিকচার তৈরি করেও দিতে পারেন। এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে।
স্যার বেগুন ও ঢেঁড়শ গাছের চারাতে Damping off disease এর সমস্যায় ভুগছি। এই Blitox fungicide কিনেছি। এই fungicide কি প্রতি মাসে টবের মাটিতে দেব, গাছ বাঁচিয়ে রাখার জন্য?
দাদা আমার শিউলি ফুল গাছে রুট রট হয়েছে 😢বাংলাদেশে তো আর ব্লাইটোক্স পাওয়া যায় না আমি মেনকোজেব ৬০ % গ্রোপের ছত্রাক নাশক ব্যবহার করছি এটা দিয়ে কি রুট রট ভালো হবে? গাছের ৭০ ভাগ শিকড় ভালো আছে । রিপ্লাই পাবো আশা করি 🙏🙏🙏
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও দেখি কিন্তু আমার একটা প্রশ্ন হলো জামরুল গাছের বয়স ১মাস হয়েছে কিন্তু গাছে পাতা আসছেনা কেন দাদা একটু যদি বলতেন দাদা
Kichu din dhore amr kichu fruit gach dal upor dik teke sukiya jache pata pora pora hoya Jhache notun kochi pataio nosto hoya jache ki korbo ki debo bujte parchi na m45 spry kore chilm kaj dei ne plz help me
সাইট্রাস জাতীয় গাছ ক্যানকার আক্রান্ত হলে কি করণীয়, সমাধানের আশায় থাকলাম। অনেক অনেক নাম করা ইউ টিউবার কে প্রশ্ন করেও উত্তর পাইনি। হয়তো তাদের এই প্রশ্নের উত্তর জানা নেই অথবা উত্তর দেবার প্রয়োজন বোধ করেনা। তাই আপনার স্বরণাপন্ন হওয়া।
দাদা আমি একটা বারো মাসি আম গাছ লাগাইছি কিন্তু আম গাছের বোল কালো কালো হয়ে সব গুলো ঝরে ঝরে পড়ে যাই । এনিয়ে ৪ বার বোল হয়ছে কিন্তু সব ই ঝরে গেছে 😥 এই সমস্যা টার সমাধান দিন plz 🙏🙏
আমার একটা লঙ্কা গাছ ফুল ফলে ভরা ছিল কিন্তু হঠাৎ আজকে গাছটা ঝিমিয়ে পড়েছে। আর তিন দিন আগে মিরাকুলান স্প্রে করেছিলাম। এখন গাছটিকে ভালো করার জন্য কি করতে হবে?? প্লিজ জানাবেন।।
লঙ্কা গাছেও খুব রুট রট হয়। ভিডিওতে যেভাবে বলেছি সেই ভাবে পরিচর্যা করুন। বোর্দো মিকচার তৈরি করে লঙ্কা গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন। এতে গাছ অনেকটা ইম্প্রু হলেও হতে পারে। বরদো মিকচারের ভিডিও আমার চ্যানেল এ রয়েছে।
গোড়ার মাটির সরিয়ে কপার অক্সি ক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড শিকড়ের উপরে 15 কুড়িগ্রাম দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন। তারপর জল দেবেন। গাছের কন্ডিশন ঠিক হয়ে গেলে মাটিতে জিপসাম প্রয়োগ করবেন।
দাদা, নিমাটোড বা রুট নট হলে গাছ তুলে ফেলে দেয়ার পর ওই মাটিটা কিভাবে ঠিক করবো? যেনো পরের বার ওই মাটিতে গাছ লাগালে আর আক্রান্ত নাহ নতুন গাছ।দয়া করে সমাধান দেবেন দাদা
শুভ অপরাহ্ন, ধন্যবাদ আপনাকে, আপনার বাচন ভঙ্গি ও ভাষা অত্যন্ত সাবলীল। আমার ধারণা-ই ছিল না যে পশ্চিমবঙ্গের মানুষদের ভাষায় ভেজাল থাকতে পারে। ধারণা ছিল যে, শুধু পূর্ববংগের মানুষরা (আমরাই) খাটারা বাংলা বলে থাকি😂। পশ্চিমবঙ্গের কেউ কেউ গাছ না বলে গাজ বলেন 🤪। anyway আপনার উচ্চারণ খুবই স্পষ্ট 👍❤🇧🇩। আমি প্রাচীন বাগানি, এসব ব্যাপারে অভিজ্ঞতা আছে যদিও, তথাপিও উপকৃত হলাম, thanks a lot 🤲🙏🏼।
তুলসী গাছ একেবারেই জল পছন্দ করেনা। মাটিতে বেশি জল জমে গেল এরকম সমস্যা হয়। গাছটিকে তোলার পর যে পাত্রে বসাবেন সেই পাত্রের মাটিটাকে খুব হালকা করে নেবেন। সেই সঙ্গে ড্রেনেজ সিস্টেমটাও ভালো করে নেবেন। তাহলে আর কোন সমস্যা হবে না।
দাদা আমার দুটো আম গাছের পাতা সামনে দিয়ে পুড়ে পুড়ে যাচ্ছে এরকম আর গাছগুলি আস্তে আস্তে শুকিয়ে একটা মরে গেছে আরেকটার অবস্থাও হাল খারাপ এটা কি প্রতিকার করা যায়
আপনার ভিডিও গুলো খুব উপকারী
রুট রটের ভাল সাজেশন দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ দাদা ।
অনেক অনেক ধন্যবাদ দাদা এরকম একটা ভিডিও দেওয়ার জন্য ।আপনার ভিডিও দেখে অনেক উপকার পেয়েছি,,,🙏🙏🙏
রুটরট সব গাছেই হতে পারে কিন্তু পেঁপে গাছেই বেশি হয়। আজকের আলোচনাটা আমাদের আরোও সাবধান করে দিল।দাদা আপনাকে অশেষ ধন্যবাদ। ❤️❤️
খুব সুন্দর একটা ভিডিও দাদা, দারুণ উপকারী
Excellent every one should gain an important topic Thank you Raj garden
Darun video. So effective.
আমার বেশ কিছু গাছ এভাবে মারা গেছে, কোনো মতেই বাঁচাতে পারিনি, আমি যতটুকু বুঝেছি, ভালোভাবে মাটি তৈরি টা খুব দরকার।
খুব ভালো লাগলো ভিডিও টা।
অনেক ধন্যবাদ ।উপকার হল
Khub upokrito holam bhai.
খুব দরকার ছিল, উপকৃত হবো
Thanks ! THIS video is Very helpfull
Thanks khub upokari video
Very nice advice . Thanks
লাস্টের কথা একদম সত্যি।মরা রুট হলে একদম বাঁচানো সম্ভব নয়।
Khub valo vdo ta, thank you for this information
Good information, thanks.
Vishon sundor katha balentien.
Thanks enough 👍👍
onek donnobad dada🙏
vdo টি খুব ভালো লাগলো।
Nice information, thanks for sharing 👍🏻👍🏻
খুব সুন্দর তথ্য দিলে দাদা
আপনার প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু খুব প্রয়োজনীয় প্রয়োজনীয় কথা থাকে যেগুলি আমাদের জন্য খুবই দরকারি এতে করে আমাদের মতো বাগানিদের অনেক অনেক উপকার হয়। এখন ভিডিওটি দেখার জন্য বসে রইলাম । অগ্রিম শুভেচ্ছা রইল। 🙏
7
@@rowshanjahan7521 রওশন জাহান ভাই, 7 মনে কি? যদি একটু কষ্ট করে বুঝিয়ে দিতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো। এইসব ব্যাপারে ভাই আমি খুবই অনভিজ্ঞ। বলতে পারেন আমার অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে।
সরি, মানে কি হবে
Thank you sir 🙏🙏
খুব সুন্দর সাজেশন
দারুন ।
খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে।আমার অনেক গাছ মোরে গেছে।আমি গোলাপ জারবেরা ফুল গাছ বাঁচাতেই পারছি না।
আপনি সঠিক সময়ে সঠিক ভিডিও দেন, ধন্যবাদ🙏
খুব ভালো লাগলো দাদা
Your all video content is time demand !! 🌱🇧🇩
নাগা নরিচ চাষ নিয়ে একটি সম্পূর্ন ভিডিও চাই
সাইট্রাসের ডাইব্যাক সমস্যা নিয়ে একটা ভিডিও বানাবেন আশা করি
👏দাদা আপনি এক মাত্র ভরসা দযা কোরে এভাবে শাহাজ কোরবেন 👏
Beautiful ❤️
Onek pashoho je pokata dekhlam,eguliki shikor kheye fele dada?
আমার দুটি ডালিম গাছে একই রকমভাবে যত্ন করেছিলাম। একটি গাছে প্রচুর ফুল এসেছিল।কিন্তু কিছুদিনের মধ্যেই সবফুল ঝরে গেছে।গোড়ার মাটি পুরোপুরি শুকিয়ে যায় না।কিছু ডালও শুকিয়ে গেছে।এখন আবার নতুন করে ফুল আসছে।এখন কি করবো? অন্য গাছটিতে ভালই ফুল এসেছে এবং ফলও দাঁড়িয়েছে মোটামুটি। এটিরই বা কি যত্ন নেব?
আপনার শরীফা গাছের ফল পাকার একটা আপডেট ভিডিও দিয়েন দাদা।
গুড
Dada , your video is really helpful. Amar Ekta togar gach ache jar pata holud hote suru koreche. Ami urea diyachi kintu hocche na . What is the cause?? When is best time for derooting??? When is the dormant period of this kind of flower. ???? Should we do derooting in the dormant period???
th-cam.com/video/dcKY6bk-Vb4/w-d-xo.html
এই ভিডিওটি দেখুন এবং পাতা হলুদ হয়ে যাওয়ার কারণটা খুঁজে বের করে সেই মতন পরিচর্যা করুন। ডার্মেসিতে টগর গাছেরও পাতা ঝরে যায়। বসন্তে পরলে নতুন পাতা এবং ফুল ফোটা শুরু করে।
Vai amar mrich r begun gacher sikor ba gora pche jache amak ki bis deoya lagbe aktu bolben ki
Good morning Sir. Ajker ei tathyapurna uposthapona Sab Chhad baganir bishesh kore amar moto Natun baganider janya khuboi Gurutwapurna ekti bishoy. Sabar bhison kaje lagbe. R ekta katha seta holo Faler Gachh laganor kotodin par "Sarsher khoil bhajano Jal" Gachher goroy deya jabe? Dayakore janale khub upokrito habo. Bhalo thakben.
১৫ দিন পর থেকে।
@@rajgardens Anek Anek Danyabad SIR . Apnar ei Mahamulyaban uttar debar janya.
Amar gache rootrot hoyeche akhono sikor sada royechhe ami saaf paodar
Diyeche tahole ki hobe? Aktu bolben please dada
দাদা, অপরাজিতা লতানো গাছ, অনেক লম্বা, ছাঁটা যায় কি, কিমাসে
, চন্ডিগড় থেকে।
Sprint fungicide amr kacha available acha, Ata ki proyog kora jabe pati labu gache?
হ্যাঁ, করা যাবে।
Dada,Shubha bijayar antarik shubhecha
o shubha kamana roilo,amar koloncho gacher pata nosto hoye jache ki korle gach abar satej hobe bole debene ?khub upokrito hobo dada.
shubha kamana roilo
আপনাকেও শুভেচ্ছা জানাই🙏🏼
গাছটিকে ফ্রেশ মাটি দিয়ে নতুন করে রিপট করে দিন।
@@rajgardens Thik ache
Blitox er substitute hishebe, Ridomil ki deya jete pare?
👍
Dada apnar Malta labur porechorja dakha ar lobh samlate parlam na bareta niya Alam bare 1 Malta musambe kintu dada kichu pata pokaye khacha ar thka ki bhabi mukte pavo
উত্তর দিয়ে ফেলেছি
দাদা......লেবু জাতীয় গাছের রোগ বলায় নিয়ে ২য় পর্ব কি আসছে? খুজতেছি!!!
ওইটি এখনো পোস্ট করা হয়নি।
ae bio funside 2to koto mant por por gacher matite dite hobe ? kindly janaben.
ar akhn to besi vag gach dormency te jabe sei gulo teio ki dite hobe fungicide
১০ থেকে কুড়িগ্রাম সমপরিমাণ দুটো নিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন ভিডিওতে যেভাবে বলেছি।
আমার জমিতে রোপণ করা ৫ বছর বয়সী একটা আমলকী গাছে ২ মাস আগে বাদাম ও সরষে খোলের গাঢ় দ্রবণ খুবই বেশি করে দিয়ে ফেলে ছিলাম, তার পর থেকেই লক্ষ্য করছি যে গাছটা দিন দিন ঝিমিয়ে পড়ছে, কচি পাতা গজানোর কিছু দিন পর হলুদ হয়ে পড়ছে, তাই মন খুব খারাপ
যদি আপনি কিছু সলিউশন বলে দেন খুব ই উপকৃত হব
Dada fungicide diner kon somoy spray kora uchit.reply deben please
সকালের হালকা রোদে অথবা বিকেলের দিকে স্প্রে করুন।
Thanks dada
Sir,blitox এর বদলে saaf fungicide ব্যবহার করলে কাজ হবে কি ? আমার একটি গন্ধরাজ লেবু গাছ এই রোগে আক্রান্ত।
ব্লাইটক্স অথবা রিডোমিল গোল্ড ব্যবহার করুন।
দাদা আমি একটা আম গাছ কিনেছি,এক সপ্তাহ হল, কি করে বসাব জানালে উপকৃত হব
th-cam.com/video/SmrZAUwPsIs/w-d-xo.htmlsi=tRy4TinviC8zrSVm
Je gach gulo rootrot hoi ni se gulo ki bolitox gola jol dite pari. ....
Ami je bio fingiside 2to kotha bollen setaio ki dite pari ki vabe bebo ....
ব্লাইটক্স প্রতিমাসে গাছের গোড়ায় একবার করে দিতে পারেন। স্রেফ পাউডার অথবা জলের মধ্যে মিশিয়ে। এছাড়া বায়ো ফাঙিসাইড দুটো সমপরিমাণ নিয়েও ঠিক একই ভাবেই গাছে প্রয়োগ করতে পারেন।
Noni গাছটির জন্য use করা যাবে
হ্যাঁ
Dada west decomposer original kotha theke pabo
Kindly guide korun
অ্যামাজনে পেয়ে যাবেন।
@@rajgardens kintu west decomposer prai 2 year manufacturing close koredeye6e gaziyabad
Bhujte par6ina Amazon ba Flipkart theke neoya thik hobe
Saaf dily hobe dada
Please bolben
না, সাফ দিয়ে হবে না।
Koyel din aage ai video ta pele aamar Sthalpadma gach ti morto na, jai hok aapnar fungicide er bodole Redomil Gold diye kaj hobe?
👍
দাদা আমার কাছে ব্লাইটক্স নেই, তার বদলে সাফ, এম 45, কাকা, কনফিডার এর মধ্যে কোনটা লাগাতে পারবো?। একটু বললে উপকার হ্য়, আমার পেয়ারা গাছের জন্য ।
ধন্যবাদ ।
পেয়ারা গাছ বেশি নিমাটোডে আক্রান্ত হয়। রুট রট হয়েছে বলে মনে হয় না। গাছটির একটি ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।
Orange o strawberry gachher pata ore jachhe
নমস্কার দাদা, হটাৎ আমার দু তিনটে জবা গাছ ঝিমিয়ে পড়েছে, এটা কি root rot এ আক্রান্ত? Blitox দিয়ে দেখব?
th-cam.com/video/PNEevtchTAg/w-d-xo.htmlsi=6JoiUDoKyDtjnHtu
এই ব্লাইটোক্স কি গুলে গাছের গোড়ায় দেওয়া যাবে।এবং কতোদিন পরপর দিতে হবে।সমস্ত ফলগাছের গোড়ায় দেওয়া যাবে।
th-cam.com/video/tI_MPK24-tU/w-d-xo.html
সিওদোমোনাস ফ্লোরো সিস ও ট্রাইকোড্রামা কত টা পরিমাণ দিলে ভালো মাটিতে যেগুলো গাছ আছে
গাছ প্রতি 10 থেকে কুড়িগ্রাম দিতে হবে।
বেগুনের বীজ থেকে কিভাবে চারা উঠাবো। একটু বললে ভালো হতো। ধন্যবাদ
Video ache to
বীজ থেকে চারা করার ভিডিও আছে
বাংলাদেশে ব্যবহারিত ম্যানসার ইউজ করা যাবে?
রুট রটের ক্ষেত্রে কপারযুক্ত ফানি সাইট টা ভালো কাজ করে। এই ফাংগিসাইড জোগাড় করতে অসুবিধা হলে বরদো মিকচার তৈরি করেও দিতে পারেন। এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে।
@@rajgardens
স্টার আপেল কি বাংলাদেশের মাটিতে ভাল হবে??
👍
@@rajgardens হ্যা অথবা না বলে দেন না ভাইয়া
স্যার
বেগুন ও ঢেঁড়শ গাছের চারাতে Damping off disease এর সমস্যায় ভুগছি। এই Blitox fungicide কিনেছি। এই fungicide কি প্রতি মাসে টবের মাটিতে দেব, গাছ বাঁচিয়ে রাখার জন্য?
একবার গাছে রোগ ধরে গেলে সেই গাছ বাঁচানো মুশকিল। তাই চারা লাগানোর আগে মাটি এবং চারা ফাংগিসাইড দিয়ে শোধন করে নিলে এই সমস্যার হবে না।
Ai obosthai ki khabar dea jabe??
ভার্মিকম্পোস্ট দিতে পারেন। তবে ভিডিওতে যেভাবে বলেছি সেভাবেই পরিচর্যা করতে হবে।
দাদা আমার শিউলি ফুল গাছে রুট রট হয়েছে 😢বাংলাদেশে তো আর ব্লাইটোক্স পাওয়া যায় না আমি মেনকোজেব ৬০ % গ্রোপের ছত্রাক নাশক ব্যবহার করছি এটা দিয়ে কি রুট রট ভালো হবে? গাছের ৭০ ভাগ শিকড় ভালো আছে । রিপ্লাই পাবো আশা করি 🙏🙏🙏
গাছের ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।
@@rajgardens ফেসবুক পেজের লিংক দিন
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও দেখি কিন্তু আমার একটা প্রশ্ন হলো বোরদো মিক্সচার কি দাদা একটু যদি বুঝিয়ে বলতেন আমার উপকার হতো দাদা
th-cam.com/video/Dc4cj3tM8U0/w-d-xo.html
স্যার এটার দাম কত?
দাদা আমার লাউ গাছ টা হঠাৎ নিচের দিকের থেকে পাতা ঢ়লে পরছে কি করলে উপকার পাবো? যদি একটু তাড়াতাড়ি যানান।
বোধহয় শিকড়ে ফাংগাস লেগেছে। হাতের কাছে যে কোন একটি ফাংগিসাইড থাকলে পাঁচগ্রাম অল্প জলে মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দেবেন।
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও দেখি কিন্তু আমার একটা প্রশ্ন হলো জামরুল গাছের বয়স ১মাস হয়েছে কিন্তু গাছে পাতা আসছেনা কেন দাদা একটু যদি বলতেন দাদা
সপ্তাহে একবার করে সরষের খোল ভেজানো জল পাতলা করে দিন সেই সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট এক চা চামচ মাটিতে মিশিয়ে দিন।
দাদা আমার কাছে এম 45, আর সাফ অছে, এটা দিযে কাজ হবে কি?।
না
Kichu din dhore amr kichu fruit gach dal upor dik teke sukiya jache pata pora pora hoya Jhache notun kochi pataio nosto hoya jache ki korbo ki debo bujte parchi na m45 spry kore chilm kaj dei ne plz help me
th-cam.com/video/Q1Sek3xAgVA/w-d-xo.html
এই ফাঙ্গি সাইট টা কি জবা গাছে ও প্রয়োগ করা যায় ?
👍
ভাই আমার স্ট্রবেরি গাছের গোরা শুকিয়ে গিয়েছ কি ভাবে বাচাব যদি একটু বলে দিতেন
এই গরমে স্ট্রবেরি গাছ বাঁচিয়ে রাখা খুব চাপের। পুরোপুরি শেডের মধ্যে রাখুন এবং পর্যাপ্ত জল দিন মাটিতে।
thank you so much brother
আচ্ছা আমার মাটিতে গাছ লাগানো আছে হঠাৎ পাতা কুকড়ে গেছে পাতা হলুদ hoyeche blitox 30 grm দিলে কি কাজ হবে।
মাটি খুঁড়ে দিবো নাকি উপরে দিবো
পাতা কোঁকড়ানো বিভিন্ন কারণে হতে পারে। নিচের ভিডিওটি একবার দেখে নিন।
th-cam.com/video/ep0-5YEYiz0/w-d-xo.htmlsi=Nukq5kfylVAq684N
ধানের তুষ দিয়ে মাটি তৈরি link পাঠাবেন?
ধানের তুষ নয় কোকোপিট দিয়ে মাটি তৈরির ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন।
সাইট্রাস জাতীয় গাছ ক্যানকার আক্রান্ত হলে কি করণীয়, সমাধানের আশায় থাকলাম। অনেক অনেক নাম করা ইউ টিউবার কে প্রশ্ন করেও উত্তর পাইনি। হয়তো তাদের এই প্রশ্নের উত্তর জানা নেই অথবা উত্তর দেবার প্রয়োজন বোধ করেনা। তাই আপনার স্বরণাপন্ন হওয়া।
এমিস্টার টপ স্পে করুন অথবা কপার গ্রুপে ছত্রাকনাশক
th-cam.com/video/j0MnU7RmpS8/w-d-xo.html
গাছের পাতা শুকিয়ে গাছ প্রায় মারা যাবার মত জায়গায় চলে গেছে, কিছু করা যাবে?
গাছটির ছবি তুলে রাজ গার্ডেন্স ফেসবুক পেজে পাঠান।
@@rajgardens আমি এতো এতো ছবি তুলে পাঠাই আর লিখে ও দিই কিন্তু আপনি তো আমার কিছুই দেখেন ও না আর উত্তর ও দেন না।🙏
দাদা আমার একটা কুল গাছে কুল গাছের ডালে গুটি গুটি ধরে যাচ্ছে
ভেঙে দিন
দাদা আমি একটা বারো মাসি আম গাছ লাগাইছি কিন্তু আম গাছের বোল কালো কালো হয়ে সব গুলো ঝরে ঝরে পড়ে যাই । এনিয়ে ৪ বার বোল হয়ছে কিন্তু সব ই ঝরে গেছে 😥
এই সমস্যা টার সমাধান দিন plz 🙏🙏
দিন খোল।
বাঁচবে বোল।
আমার একটা লঙ্কা গাছ ফুল ফলে ভরা ছিল কিন্তু হঠাৎ আজকে গাছটা ঝিমিয়ে পড়েছে। আর তিন দিন আগে মিরাকুলান স্প্রে করেছিলাম। এখন গাছটিকে ভালো করার জন্য কি করতে হবে??
প্লিজ জানাবেন।।
লঙ্কা গাছেও খুব রুট রট হয়। ভিডিওতে যেভাবে বলেছি সেই ভাবে পরিচর্যা করুন। বোর্দো মিকচার তৈরি করে লঙ্কা গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন। এতে গাছ অনেকটা ইম্প্রু হলেও হতে পারে। বরদো মিকচারের ভিডিও আমার চ্যানেল এ রয়েছে।
Thank you so much ❤️
Blytox diyeo hai ni
Blitox chara r ke fungicite. Ace,
Bluecoper ke. Cholbe dada,
👍
রুট রট এর সমস্যায় কার্বেন্ডাজিম জাতীয় ফাংগিসাইড গোড়ায় দিলে কাজ হবে কি???
আজকের ভিডিওটি দেখে নেবেন।
দাদা আমার আম গাছের সিকর পচেয়জাচে মাটিতে বসানো আছে মাটি সক্ত হয়ে যায় কি করবো বুঝতে পারছি না
গোড়ার মাটির সরিয়ে কপার অক্সি ক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড শিকড়ের উপরে 15 কুড়িগ্রাম দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন। তারপর জল দেবেন। গাছের কন্ডিশন ঠিক হয়ে গেলে মাটিতে জিপসাম প্রয়োগ করবেন।
@@rajgardens ধন্যবাদ দাদা আপনাকে
রুটরট কি ছোয়াছুয়ি রোগ?গাছ থেকে অন্য আরেকটা গাছে ছডায় কি?
ছোঁয়াচে নয় তবে যে গাছে রুট রট হয়েছে সেই গাছের মাটি ফাঙ্গাস মুক্ত না করে অন্য মাটিতে মেশানো যাবে না।
দাদা, নিমাটোড বা রুট নট হলে গাছ তুলে ফেলে দেয়ার পর ওই মাটিটা কিভাবে ঠিক করবো? যেনো পরের বার ওই মাটিতে গাছ লাগালে আর আক্রান্ত নাহ নতুন গাছ।দয়া করে সমাধান দেবেন দাদা
পুরোনো মাটি কীভাবে শোধন করতে হবে তা নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে।
চাল কূমরা গাছের লতা লাল হয়ে শূকিয়ে মরে জচ্ছে , আমি এখন কি করতে পারি
প্রচন্ড গরমের জন্য এটা হচ্ছে। নতুন করে আবার গাছ বসান বর্ষার জল পেলে সুন্দরভাবে বেড়ে উঠবে।
শুভ অপরাহ্ন, ধন্যবাদ আপনাকে, আপনার বাচন ভঙ্গি ও ভাষা অত্যন্ত সাবলীল। আমার ধারণা-ই ছিল না যে পশ্চিমবঙ্গের মানুষদের ভাষায় ভেজাল থাকতে পারে। ধারণা ছিল যে, শুধু পূর্ববংগের মানুষরা (আমরাই) খাটারা বাংলা বলে থাকি😂। পশ্চিমবঙ্গের কেউ কেউ গাছ না বলে গাজ বলেন 🤪। anyway আপনার উচ্চারণ খুবই স্পষ্ট 👍❤🇧🇩। আমি প্রাচীন বাগানি, এসব ব্যাপারে অভিজ্ঞতা আছে যদিও, তথাপিও উপকৃত হলাম, thanks a lot 🤲🙏🏼।
🙏🏼
তুলসী গাছের শিকড় পচে যাওয়া থেকে কী করে বাচাবো? একে মাটি থেকে তুললেই যতই আবার ভালো করে লাগাই না কেনো, ঠিইক মরে যায়
তুলসী গাছ একেবারেই জল পছন্দ করেনা। মাটিতে বেশি জল জমে গেল এরকম সমস্যা হয়। গাছটিকে তোলার পর যে পাত্রে বসাবেন সেই পাত্রের মাটিটাকে খুব হালকা করে নেবেন। সেই সঙ্গে ড্রেনেজ সিস্টেমটাও ভালো করে নেবেন। তাহলে আর কোন সমস্যা হবে না।
গাছটা কিন্তু বেঁচে আছে
দাদা বারো মাসি আম গাছের নতুন শাখা বেরালো সব শাখা পুড়ে গেলো
th-cam.com/video/8An0NZLVW_4/w-d-xo.html
Apnar je gach dekhalen setato root rot hoini
আপনি ঠিক কোন গাছটির কথা বলছেন?
peacilomyces lilacinus ও tricoderma এক সাথে ব্যাবহার করা যাবে?
বাংলাদেশে কোন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।
কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড।
দাদা আমার দুটো আম গাছের পাতা সামনে দিয়ে পুড়ে পুড়ে যাচ্ছে এরকম আর গাছগুলি আস্তে আস্তে শুকিয়ে একটা মরে গেছে আরেকটার অবস্থাও হাল খারাপ এটা কি প্রতিকার করা যায়