গাছের পাতা পুড়ে যাচ্ছে? কারণ কী? সমাধান করবেন কীভাবে | How to SOLVE Leaf Burn Problem | RAJ Gardens

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 710

  • @saradindujana2707
    @saradindujana2707 3 ปีที่แล้ว +3

    এই ভিডিও টি আমার খুব কাজে লাগবে। কারন ঐ ভাবে আমার প্রায় দেশি, বিদেশি মিলে ৫০টি গাছ মারা গেছে। অনেক ধন্যবাদ।

  • @sukumarmaiti8875
    @sukumarmaiti8875 2 ปีที่แล้ว +1

    ভিডিও টি খুব কাজে লাগবে । ধন্যবাদ ।

  • @tapaskumargoswami1688
    @tapaskumargoswami1688 2 ปีที่แล้ว +2

    দারুণ । স্যার আপনার কাছে অনেক কিছুই শেখার আছে। আপনার মত এই ভাবে বুঝিয়ে কেউ বলেনা। সত্যিই আপনার জ্ঞানের ভান্ডার সমুদ্রের মত। এবার সেই সমুদ্রে আমরা ( নতুন বাগানী) যত ডুব দিতে পারব ততই মুক্তো আহরণ করতে পারব। নমস্কার নেবেন।

  • @universalvestigefamily4093
    @universalvestigefamily4093 3 ปีที่แล้ว +1

    Khub sundor kore bojhalen sir anek dhonnobad

  • @sumitadas4762
    @sumitadas4762 3 ปีที่แล้ว +1

    asadharon akta video dekhlam, Khub darkari sab katha gulo, anek kichu janlam thank you dada

  • @jasminejamil5589
    @jasminejamil5589 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ, তথ্যবহুল
    ভিডিওর জন্য।

  • @biplabpradhan8178
    @biplabpradhan8178 3 ปีที่แล้ว

    গাছ করার সময় ও সুযোগ বিশেষ পাইনি, তবে আগ্রহী। খুব খুব খুব ভালো লাগলো।তাই আজই প্রথম আপনার ভিডিও দেখে সারা সন্ধ্যেবেলা পরপর কয়েকটি ভিডিও দেখে ফেললাম। ভিডিওগুলো আগ্রহীদের উপকারে আসবে। ধন্যবাদ।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনাকেও।

  • @monsurashuvra8670
    @monsurashuvra8670 2 ปีที่แล้ว

    আপনি অনেক ভালো এবং উপকারি একটা পোস্ট দিয়েছেন।আপনি আসলেই খুব ভালো।

  • @mezuma6679
    @mezuma6679 3 ปีที่แล้ว +1

    খুব ভা‌লো লাগল, অ‌নেক কিছু জান‌তে পারলাম। ধন্যবাদ

  • @085153025
    @085153025 3 ปีที่แล้ว +7

    নতুন কিছু জানলাম। বাংলাদেশ থেকে 🍐🍏🍎🍒🍓🍅😎

  • @biplabpradhan8178
    @biplabpradhan8178 3 ปีที่แล้ว

    গাছ করার বিশেষ সময় ও সুযোগ পাইনি, তবে আগ্রহী, খুব খুব খুব ভালো লাগলো, আজই প্রথম আপনার কয়েকটা ভিডিও সারা সন্ধ্যেবেলা বসে দেখে ফেললাম। আগ্রহীদের উপকারে আসবে, ধন্যবাদ।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      এবার শুরু করে দিন। ঠিক হবে.....।

  • @swatimukherjee2544
    @swatimukherjee2544 ปีที่แล้ว

    খুব উপকারী ভিডিও

  • @SOURAVSINGH-jb4zu
    @SOURAVSINGH-jb4zu 3 ปีที่แล้ว +1

    khub sundor lglo video ta 🙏🏿

  • @udaymallick007
    @udaymallick007 3 ปีที่แล้ว +2

    এতো সুন্দর করে ভিডিও বানিয়েছেন দাদা। ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে..দেখছি

  • @bidyutbaranmitra8915
    @bidyutbaranmitra8915 3 ปีที่แล้ว

    খুব সুন্দর। এত informative । অনেক ধন্যবাদ । আমি খুব সমস্যায় পড়েছিলাম। মনে বল পাচ্ছি। আপনার দেখানো পথে মনে হয় নিশ্চয় সমাধান পাব।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      মন্তব্যের জন্য় ধন্য়বাদ। নিশ্চয়ই ফল পাবেন।

  • @becharamsantra6333
    @becharamsantra6333 ปีที่แล้ว

    অসাধারণ ক্লাস অবশ্যই বলা যায় ।

    • @prabirdas4809
      @prabirdas4809 ปีที่แล้ว

      Pata pure sab pore gechey ki korbo sudhu dal ache

    • @prabirdas4809
      @prabirdas4809 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @k.k.chakraborty5132
    @k.k.chakraborty5132 2 ปีที่แล้ว +1

    আপনার বৈজ্ঞানিক ভিত্তি সরল সহজ আলোচনা সত্যিই অতুলনীয়।আমি উপকৃত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  • @barichoudhury5591
    @barichoudhury5591 2 ปีที่แล้ว

    Most valuable advice.Thanks from Bangladesh

  • @nirmalmaity2498
    @nirmalmaity2498 3 ปีที่แล้ว

    Khub sundor video , dhanyabad Dada.

  • @madhurimajumder1109
    @madhurimajumder1109 3 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো দাদা অনেক ধন্যবাদ 🙏🙏

  • @shishubatayon
    @shishubatayon 3 ปีที่แล้ว +2

    এত ধৈর্য নিয়ে ভিডিও বানিয়েছেন এত বিস্তারিত আমি অবাক।আপনাকে অনেক অনেক ধন্যবাদ

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      মন্তব্যের জন্য় ধন্যবাদ

  • @jalaluddinshana5229
    @jalaluddinshana5229 3 ปีที่แล้ว

    অসাধারন ও খুব গুরুত্বপূর্ণ ভিডিও ৷অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, ভাল থাকুন সুস্থ থাকুন ৷

    • @mrinalinisarkar1463
      @mrinalinisarkar1463 3 ปีที่แล้ว

      খুব ভালো লাগলো । খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমার একটা টগর গাছের পাতা পুড়ে যাচ্ছে। আমি ছায়ার দিকে রেখেছি, তবুওঠিক হচ্ছে না। সব কিছু করেছি জল স্প্রে করছি কি জানি কি হবে জানি না।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      ভিডিও ভাল করে দেখে পরিচর্যা করুন। তাহলে আর কোনও সমস্যা থাকবে না

  • @lovemystoryline
    @lovemystoryline 2 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর জয় রাধে 🙏

  • @subhodeep5483
    @subhodeep5483 3 ปีที่แล้ว +1

    Apni thik time thik thak solutions gulo bolen tai sob bagan basi apnar asai bose thaki. Thanks sir .valo thakben👍

  • @abrizvi6284
    @abrizvi6284 3 ปีที่แล้ว +33

    Skip না করে পুরো ভিডিওটা দেখুন এই কথাটা না বললেও আমরা পুরো ভিডিওটা দেখবো,কারণ আপনার কথা বলা অসম্ভব সুন্দর।

    • @SujonmirzavlogBd
      @SujonmirzavlogBd 3 ปีที่แล้ว +5

      আমিও একমত

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      মন্তব্যের জন্য ধন্যবাদ

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +2

      মন্তব্যের জন্য ধন্যবাদ

    • @subaldas5804
      @subaldas5804 2 ปีที่แล้ว

      খুবই ভালো দাদা ধন্যবাদ আপনাকে

    • @Eituaktar78
      @Eituaktar78 ปีที่แล้ว

      Akdom

  • @bivasdas5140
    @bivasdas5140 3 ปีที่แล้ว +1

    সত্যি দারুন লাগলো ভিডিওটা।আপনার কথাগুলো খুব ভালো লাগে কারন আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দেন।আশা করি নতুন নতুন আরও ভিডিও পাবো আরও অনেক কিছু অজানা বিষয় শিখতে পারবো।ধন্যবাদ দাদা

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      মন্তব্যের জন্য় ধন্য়বাদ।

  • @sima.agartala
    @sima.agartala 3 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই problemএ ভোগছিলাম। আমার গাছের কোনো problem হলে আপনি ভিডিও upload করেন, এটা একটা coincidence. খুব সুন্দর

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      coincidence আমাদের জীবনও বদলে দেয়। মন্তব্য়ের জন্য ধন্যবাদ।

  • @amitmandal9122
    @amitmandal9122 3 ปีที่แล้ว

    খুব ভাল লাগল।ধন্যবাদ বন্ধু।

  • @sanatsaha1616
    @sanatsaha1616 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ

  • @meem843
    @meem843 2 ปีที่แล้ว

    আমার ডালিম গাছের সব পাতা পুড়ে গেছে। নতুন কুশি গুলও পুড়ে গিয়েছে।
    সমাধান পেলাম। আপনি কমেন্টের উত্তর দেন তাই সাবস্ক্রাইব করলাম😊

  • @pattagosh6474
    @pattagosh6474 2 ปีที่แล้ว

    খুবই ভাল বলেছেন। অনেক শেখার আছে।

  • @k.d7052
    @k.d7052 3 ปีที่แล้ว

    ধন‍্যবাদ। এই পাতা পুড়ে আমার বেশ কিছু সখের গাছ মারা গেছে। এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম।ধন‍্যবাদ আপনাকে।

  • @Repontex
    @Repontex 3 ปีที่แล้ว

    ভি‌ডিও টি অনেক helpful. ধন্যবাদ।

  • @rumasen2919
    @rumasen2919 2 ปีที่แล้ว

    Bhishon upokari video

  • @swapnaghosh3018
    @swapnaghosh3018 2 ปีที่แล้ว

    Khub sundor bolen dada.jamrul gacher pata pora r somossa v d o deben.

  • @sukumarsaha8975
    @sukumarsaha8975 3 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার রাজ গার্ডেন এর ভিডিও আমি সর্বদা ফলো করি কারন আপনার দেয়া প্রত্যেকটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যিক। আমার একটি জামরুল গাছের পাতা আগার দিকে পুরে যাচ্ছে। গাছ টি ২০ লিটার প্লাষ্টিক বালতিতে বসানো রয়েছে । এমত অবস্থায় কি করনীয় , জানালে খুবই উপকৃত হবো । ভালো থাকবেন ।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      পোড়া পাতাগুলো কেটে দিয়ে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাংগিসাইড স্প্রে করুন। এবং গোড়ায় sop সার দিন।

  • @MahmudulHasan-tc4fp
    @MahmudulHasan-tc4fp 3 หลายเดือนก่อน

    খুব সুন্দর হয়েছে। দাদা আমার লটকন বাগানে পাতা পোড়া সমস্যা হয়েছে।এর মূল কারন কি হতে পারে? কি ভাবে বুঝবো???

  • @Md.Masud70
    @Md.Masud70 ปีที่แล้ว

    Thank you sir.... আমার বাগানের আম, আপেল, আগুর, পিয়ারা গাছে পাতা গুলো শুকিয়ে গেছে। বুঝতে পারছিলাম না কি করবো আপনার ভিডিও দেখে বুঝতে পারলাম ।

  • @bidyutbaranmitra8915
    @bidyutbaranmitra8915 3 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ । এত informative যে বলার কথা নয় । খুব উপকৃত হলাম।

    • @samirmitra7039
      @samirmitra7039 ปีที่แล้ว

      দাদা ভাবছেন খুব উপকৃত হয়েছে কিন্তু রাজগার্ডেনের উপদেশ মতো চললে আপনার গাছের কোন উন্নতি লক্ষ্য করতে পারবেননা, এটা দায়িত্ব নিয়ে বলা যায়।

  • @rajibsaha2741
    @rajibsaha2741 3 ปีที่แล้ว

    Video ta khub bhalo laglo dada.
    Amar kichu gache ei somosa ache, apnar video sekhar por asha kori solve korte parbo

  • @bindurrokomariranna
    @bindurrokomariranna 3 ปีที่แล้ว +1

    VDO টা সত্যিই খুব ভালো লাগলো। এবার আমার একটা সমস্যার কথা বলি। আমার আম এবং পেয়ারা গাছের পাতা কালো আস্তরন পরেছে।কি করে এর হাত থেকে রক্ষা পাবে জানালে উপকৃত হব।🙏

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      ভাল কোনও ফাংগিসাইড স্প্রে করুন। বর্ষার সময় এই সমস্য়া হয়।

  • @dilipghosh1461
    @dilipghosh1461 3 ปีที่แล้ว +2

    এই ভিডিওটি আরো আগে পেলে আমার আমগাছদুটো হারাতে হতো না।
    ভিডিওটির জন্য অশেষ ধন্যবাদ।
    দিলীপঘোষ
    বাংলাদেশ।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      মন্তব্যের জন্য় ধন্য়বাদ।

  • @runaghosh7911
    @runaghosh7911 2 ปีที่แล้ว

    Khub valo vdo

  • @naimkhan6791
    @naimkhan6791 2 ปีที่แล้ว

    দাদা আপনার প্রতিটা টিপস্ ই খুবই প্রয়োজনীয়,তার চেয়ে সুন্দর আপনার কথাগুলি এত সুন্দরভাবে উপস্থাপন করেন-যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলেন, অনেকে এককথা বারবার বলে যা সাংঘাতিক বিরওিকর,আপনার সাবলীল ভাষার জন্য অসংখ্য ধন্যবাদ!

  • @khitishhalder3224
    @khitishhalder3224 3 ปีที่แล้ว +1

    দাদা, খুব দরকারি একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলেন। খুব ভালো লাগলো। কামরাঙা গাছের পাতা ঢলে পড়ছে এই ব্যাপারে কোনো উপদেশ দিলে খুশী হবো।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      গোড়ার মাটি ভেজা থাকা সত্ত্বেও যদি গাছ ঢলে পড়ে তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করুন। এনিয়ে আমার চ্যানেলে ২টো ভিডিও রয়েছে। দেখে নিন।

  • @soumikamukherjee4279
    @soumikamukherjee4279 3 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো ধন্যবাদ

  • @TriptiElizabethGomes
    @TriptiElizabethGomes 2 ปีที่แล้ว +1

    দাদা আপনাকে অনেক ধন্যবাদ 🙏🙏🙂

  • @shobujerchowa3628
    @shobujerchowa3628 ปีที่แล้ว

    দাদা আমি আপনার সাথে যুক্ত হয়েছি।আপনার কাছ থেকে গুরুত্বপুর্ণ টিপস পাওয়ার জন্য।দাদা আমার লিচু গাছের পাতা গুলো পুড়ে যাচ্ছে।আমার মন খারাপ।আপনি আমার বাগানটা দেখবেন আর আমার পাশে থাকবেন।

  • @mahmodulhasan2711
    @mahmodulhasan2711 ปีที่แล้ว

    Thanks sir for your valuable advice

  • @Eituaktar78
    @Eituaktar78 ปีที่แล้ว

    Last ar kotha ta khub emotional

  • @simaghosh2165
    @simaghosh2165 3 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার আমি গাছের সব পাতা পুরে যাচ্ছে। সমাধান পেলাম।🙏🙏

  • @SOUMICANE
    @SOUMICANE 3 ปีที่แล้ว

    অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন , পাতা পুড়ে যাওয়া নিয়ে । আসলে আমি একবারেই নতুন বাগানি । ছাদে কিছু গাছ মাটির ও প্লাস্টিকের টবে লাগিয়েছি ( প্লাস্টিকের জলের ড্রামে) । আপনার কাছে আমার জিজ্ঞাস্য , গাছ গুলো খোলা আকাশের নিচে । এতে কি কোনো ক্ষতি হবার সম্ভবনা আছে ? এও ঠিক আমার পক্ষে সম্ভব নয় ছাদে শেড তৈরী করে তার নিচে গাছ লাগানো বা পরিচর্যা করা । আপনার মূল্যবান মতামত চাই । উন্মুক্ত আকাশের নিচে ছাদে ফল ও ফুলের গাছ করতে কী কী করণীয় ।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      ভালো ফল ফুল পাওয়ার জন্য কম করে পাঁচ ছয় ঘণ্টা রোদ এর প্রয়োজন হয়। ছাদের উপর শেড থাকলে সেটা পাওয়া কখনোই সম্ভব নয়। আবহাওয়ার তারতম্যের কারণে পাতা পোড়ার সমস্যা গতবছর খুব দেখা দিয়েছিল এবছরও যদি ওই একই সমস্যা দেখা দেয় তাহলে যে গাছগুলোতে সমস্যা দেখা দিতে শুরু করবে তখন গাছগুলিকে কিছুদিনের জন্য সেমি সেডে রাখতে হবে ।

  • @pranatisahoo5324
    @pranatisahoo5324 3 ปีที่แล้ว +2

    Really details description about our mango plant problem.Thank you 🙏

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      Most welcome 😊

  • @anjalidas5403
    @anjalidas5403 3 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার জ্ঞানকে ৷ আমিও এতদিনে আমার গাছের সমস্যার সমাধান পেয়েছি

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      মন্তব্যের জন্য় ধন্য়বাদ।

  • @deepashrimoulik6784
    @deepashrimoulik6784 3 ปีที่แล้ว +4

    Thank you very much Sir for this video and your important guidance . Thanks a lot Sir .

  • @shilapal9925
    @shilapal9925 3 ปีที่แล้ว

    Khub bhalo information.aibare bod kori aam gach ta bachate parbo na.abar ane try korbo

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      ট্রাই করুন। ফল পাবেন।

  • @subrataroy9057
    @subrataroy9057 3 ปีที่แล้ว

    আমি এ বছর,(2মাস) একটা ছোট্ট বাগান করছি, আমার বাঁকুড়া জেলায় হাড়মাসড়া গ্রামে বাড়ি, আমি আপনার অনেক ভিডিও দেখেছি, আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লেগেছে, আমি আপনার ট্রিপস গুলি ফলো করার চেষ্টা করি,আগামী দিনের প্রত্যেক ভিডিও গুলো দেখব , আপনি আরও অনেক ভিডিও করুন এই আশা রাখব।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলি দেখুন, আশাকরি ভাল লাগবে।

    • @subrataroy9057
      @subrataroy9057 3 ปีที่แล้ว

      @@rajgardens ধন্যবাদ ।

  • @minatibiswas8664
    @minatibiswas8664 3 ปีที่แล้ว

    Very nice, thanks dada

  • @travelalonebd3087
    @travelalonebd3087 3 ปีที่แล้ว

    ভিডিওগুলো অনেক ভালো লাগে।
    বাংলাদেশ থেকে শাকিল।

  • @shilaguha4713
    @shilaguha4713 2 ปีที่แล้ว

    Very good information.... thank you.
    Tara master fungicide deoa jabe ki na jante chailam...ota amar kachhe aachhe.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      খুব একটা ভাল কাজ হবে না।

  • @pradipbanerjee5198
    @pradipbanerjee5198 ปีที่แล้ว

    Very useful information 🙏🙏

  • @amlanbhandari3813
    @amlanbhandari3813 ปีที่แล้ว +2

    কিকি অনুখাদ্য দেওয়া যাবে?

  • @ashimdebnath7063
    @ashimdebnath7063 3 ปีที่แล้ว

    Dhannabad dada

  • @anjumanara7929
    @anjumanara7929 2 ปีที่แล้ว

    Thanks fangi sir,i must try yr advice.

  • @user-xc7jp6lt7e
    @user-xc7jp6lt7e 7 หลายเดือนก่อน

    Darun dada . Fungicide chemical na diye T viridea dile hobe ki? Dose ta janaben

    • @rajgardens
      @rajgardens  7 หลายเดือนก่อน

      দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবেন। আর মাটিতে দিতে চাইলে পাঁচ গ্রাম দেবেন।

  • @manishabardhan2151
    @manishabardhan2151 3 ปีที่แล้ว

    Amar chapa phool gacher airokom pora problem Darun upokrito holam

  • @MrPicklu123
    @MrPicklu123 2 ปีที่แล้ว

    Dada... Apnar video dekhi.. Khub bhalo lage. Khub informative video gulo. Ami ekta Tej pata gach repoting korechi. Kintu notun pata gulo pure jacche. Ki Kore er theke bachabo. Ami saaf fungicide jol e gule gorate diyechi.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      গোড়াই অতিরিক্ত জল হয়ে যাওয়ার কারণে শিকড় খারাপ হতে শুরু করেছে। সেইজন্য পাতাগুলোর অবস্থা এই রকম। জলটা দেখে দিন । মাটি শুকনো না হলে একেবারেই জল দেবেন না। সেইসঙ্গে পুড়ে যাওয়া পাতাগুলো কেটে দিয়ে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাংগিসাইড গাছে স্প্রে করুন। গোড়ায় 1 চা-চামচ করে মাটির সাথে মিশিয়ে দিন। ট্রাইকোডার্মা ভিরিডি যদি থাকে তাহলে এটা মাটিতে মেশাতে পারেন। এটা মাটিতে মেশানো জন্য ভালো একটি ফাংগিসাইড।

  • @Md.shamsulAlam-bf2ov
    @Md.shamsulAlam-bf2ov ปีที่แล้ว

    রামবোতাম গাছের পাতা পুড়ছে কেন? গাছ অনেক বড়ো হওয়ার পরও এমন হচ্ছে। দয়া করে একটি ভিডিও দেবেন দাদা।

  • @chhayasakar5570
    @chhayasakar5570 3 ปีที่แล้ว

    দারুন সুন্দর লাগছে 👍

  • @omme.salmasuma4201
    @omme.salmasuma4201 3 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে উপকারী পরামর্শ দিয়ে পোস্ট করা জন্য।

  • @tanuhalder6784
    @tanuhalder6784 3 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ

  • @khairulislammasum8956
    @khairulislammasum8956 3 ปีที่แล้ว

    Apni khuv sondur kore problem ter onk gula ba bolte gele sob gula reason e tule dhorsen..bt exactly akhane kon reason ta ase ta detect korte very talented person er proyojon..thank you

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      আপনিও সহজে সমাধান করতে পারবেন। একটু ভালো করে পর্যবেক্ষণ করলে ঠিক বোঝা যাবে কোন কারণে গাছের পাতা পুড়ে যাচ্ছে। এখন যেমন বর্ষা চলছে, রৌদ্রের তাপ বেশি নেই এবং গাছে জলের অভাব হচ্ছে না। এমনকি স্যার প্রয়োগ করতেও বেশি হচ্ছে না। এই কারণ আপনি পাতা পোড়ার পয়েন্ট গুলো থেকে মাইনাস করে দিতে পারেন। এই ভাবে কারণ গুলো খুজে বের করে সমাধান করতে হবে।

  • @imaghosh8437
    @imaghosh8437 3 ปีที่แล้ว

    U R A very good gardener.

  • @shampadey5275
    @shampadey5275 7 หลายเดือนก่อน

    বিষ্ণু দার ছাদ বাগান দেখতে যাবো।

  • @dipubiswas8520
    @dipubiswas8520 3 ปีที่แล้ว

    দারুণ

  • @salmaakter.7119
    @salmaakter.7119 2 ปีที่แล้ว

    ধন্যবাদ✌✌✌✌

  • @anukulmondal6283
    @anukulmondal6283 ปีที่แล้ว

    কলা বাগান নিয়ে একটি ভিডিও দিলে ভালো হয়।

  • @nldrbanerjee2007
    @nldrbanerjee2007 3 ปีที่แล้ว

    Dada darun informative video. Amar swet champa gacher pata gulo hotat kore brown hoye jhore jache. Trichodarma viridi diyechi. bujhte parchi na ki holo. sara din rod e thake. ektu guide korle valo hoy.

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      কাঠ চাঁপা গাছে গরমের সময় পুরনো পাতা থাকে না। পড়ে যায়। চিন্তা করার কিছু নেই। এখন ফুল হওয়ার সময়, নতুন পাতাও কম থাকে। কাঠ চাঁপা গাছ সারা দিন রোদ লাগে এরকম জায়গাতেই রাখবেন।

  • @diptishpalit2801
    @diptishpalit2801 3 ปีที่แล้ว

    Excellent illustration thanks

  • @rafihasan3943
    @rafihasan3943 3 ปีที่แล้ว

    Etto helpful!! Apnr video dekhar por r kno question thakena

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      মন্তব্যের জন্য় ধন্য়বাদ।

  • @tejenmitra6916
    @tejenmitra6916 3 ปีที่แล้ว

    Very nice guideline

  • @bhaskarde9890
    @bhaskarde9890 3 ปีที่แล้ว

    Video ta khub e helpful. Fungiside saaf use kora jabe ki? Amar akta swarna champa gachh er ei obostha. Grow bag e achhe. Saaf ki amount e apply korbo ektu janaben.🙏

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      স্বর্ণচাঁপা গাছের পুরনো পাতার এখন এরকম অবস্থাই হয়। ফুল হওয়ার পর নতুন পাতা বেরোবে। তবু চাইলে সাফ দিতে পারেন। ১ লিটার জলে ২-৩ গ্রাম। গাছে ফুল না থাকলে ছায়ায় রাখুন। দেখে জল দিন।

    • @bhaskarde9890
      @bhaskarde9890 3 ปีที่แล้ว

      @@rajgardens অনেক ধন্যবাদ ।🙏

    • @bhaskarde9890
      @bhaskarde9890 3 ปีที่แล้ว

      বর্তমানে স্বর্ণচাঁপা গাছটিতে একটাও পাতা নেই।
      আপনার পরামর্শ মতন, 'সাফ' ফাংগিসাইড প্রয়োগ করেছি।আশা রাখি উপকার পাব। নতুন পাতার দেখা পেলে ই সবচেয়ে আগে আপনাকে ই জানাব। অনেক ধন্যবাদ।

  • @zobaydakhatun1599
    @zobaydakhatun1599 3 ปีที่แล้ว

    Thanks for your Informative video.
    Amar kamranga gas tir pata sotej hosse na. Ki korte pari? Janaben please. From Bangladesh.

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      এপসম সল্ট এবং এনপিকে ১৯ ১৯ ১৯ হাফ লিটার জলে মিশিয়ে গাছের স্প্রে করুন এবং গোড়ায় দিন।

    • @zobaydakhatun1599
      @zobaydakhatun1599 3 ปีที่แล้ว

      Apnake osongkho dhonnobad.

  • @ovisek00
    @ovisek00 3 ปีที่แล้ว

    Darun dada..👌👌

  • @14a1stshiftmdsaklaenmondol3
    @14a1stshiftmdsaklaenmondol3 2 ปีที่แล้ว

    Thanks, Sir.

  • @dinbandhudas9765
    @dinbandhudas9765 ปีที่แล้ว

    Darun Sundar Dada Ami Pyai Dui Bachor Theke TH-cam Dekhi Amar Barite Puratan Kichu Falgach Ache Ami Jharkhande Thaki Pase Kouno Nursery Nai Onlinea Nebar Mato Amar Sadhyo Nei Tabu Ami Apnar Video Dekhi Khub Balo Laga

  • @plantlover8800
    @plantlover8800 3 ปีที่แล้ว

    Apnar garden er sompurno akta latest overview video banaben thanx.

  • @moniratassmim5062
    @moniratassmim5062 3 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ, আমার লেমনগ্রাসের পাতা পুড়ে যাচ্ছে। বুঝে উঠতে পারছিলাম না কি করবো। এটা খুবই দরকার ছিল

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      লেমন গ্রাস নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে। সেটি দেখে যত্ন করুন।

  • @humaiaaktherprome1127
    @humaiaaktherprome1127 3 ปีที่แล้ว +1

    Thank you sir🙏

  • @Taiyeba490
    @Taiyeba490 3 ปีที่แล้ว +1

    আমার ছাদে বড় হাফ ড্রামে কয়েকটি
    গাছ আছে।গাছ গুলোর বয়স ২ বছরের উপরে। ড্রাম গুলোর মাটি কি পরিবর্তন করতে হবে?
    যদি করতে হয়, কখন ও কীভাবে
    করতে হবে। জানালে উপকৃত হব।
    আর গাছের ডালপালা ছাটার উপযুক্ত সময় কোনটি?

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      আরো দু চার বছর যাক। হাফ ড্রামে ঘনঘন রিপোর্টিং করার দরকার নেই। প্রয়োজন হলে ওপর থেকে বেশ কিছুটা মাটি তুলে ফেলে দিয়ে নতুন সার মাটি দিতে পারেন। এখন কোন ফল গাছে প্রুনিং করা যাবে না। শীতের পরেই বেশিরভাগ গাছে ফুল আসবে। সাধারণত ফল গাছে ফল তুলে নেওয়ার পরেই প্রুনিং করে দিলে ভালো হয়।

  • @techlast4630
    @techlast4630 3 ปีที่แล้ว

    পাতা পুড়ে টবে লাগানো আমার একটা পেয়ারা গাছ ধীরে ধীরে মারা যায়, কারন বুঝতে পারিনি।সব কারন খতিয়ে দেখার জ্ঞান না থাকায় কোন সমাধান করতে পারিনি, তখন আপনার চ্যনেলে ভিডিও দেখলে, হয়তো সেই গাছ কে বাঁচাতে পারতাম।
    যাইহোক ভবিষ্যতে অবশ্যই আমার উপকারে লাগবে।
    পরিশেষে অসংখ্য ধন্যবাদ নেবেন।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว

      পাতা পোড়া এমন একটি রোগ যে গাছে ধরে সেই গাছটিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই যে কারণগুলো আলোচনা করেছি সেইগুলি মেনে চলুন তাহলে ভবিষ্যতে গাছের আর কোন সমস্যা হবে না।

  • @kishoredutta9411
    @kishoredutta9411 3 ปีที่แล้ว

    Darun thanku dada

  • @dr.maktharhossain6570
    @dr.maktharhossain6570 3 ปีที่แล้ว

    দাদা আপনার পরামর্শ গুলো ভালো লাগে। আমার একটি লাকি ব্যাম্বু গাছ ঘরে পানিতে রেখেছি।তো সে গাছের পাতার ডগা পুড়ে গিয়েছে। কি করবো পরামর্শ দেবেন। ধন্যবাদ।

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      জলের সঙ্গে অল্প পরিমাণে এপসম সল্ট মিশিয়ে দিন। জানালার কাছে থাকলে সরিয়ে রাখুন।

  • @kalloldas2019
    @kalloldas2019 3 ปีที่แล้ว +1

    দাদা ফল বৃদ্ধি করার জৈব ও রাসায়নিক সার যদি বলতেন উপকৃত হতাম, প্লিজ একটু জানাবেন আমি উত্তরের অপেক্ষায় রইলাম 🙏🙏

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +2

      ভাল ফল ও ফুলের জন্য কী কী সার ও ওষুধ আমি ব্যবহার করি, তা নিয়ে আলাদা ভিডিও করেছি। সময় করে দেখে নিন।

  • @plant__kingdom
    @plant__kingdom 3 ปีที่แล้ว

    Dadavai, tobe madhabilata gacher protisthapon theke porichorja obdhi ekta video deben pls

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      চেষ্টা করব। তার আগে খুব সহজে সারা বছর ফুল পাওয়ার ৫টি গাছ নিয়ে যে ভিডিওটি আমার চ্যানেলে আছে, সেটা দেখে নিন। পরিচর্যা একই রকম।

    • @plant__kingdom
      @plant__kingdom 3 ปีที่แล้ว

      @@rajgardens OK, tobu o anurodh roilo, apnar protita video khub gharoya , antorik ebong sorol vabe bojhanor poribesonay samriddha, channel ti subscribe korlam..
      R dadavai amar bel foler gache choto choto bel dhoreche , ki korle bel fol gache dhore thakbe r pusto fole porinoto pls ektu bolben bistarito vabe...🙏🙏

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      @@plant__kingdom বেল গাছে ভাল কোনও পিজিআর স্প্রে করুন। ফল একটু বড় হলে ভার্মি কমপোস্ট, সরষে খোল, হাড়ের গুঁড়ো 2:1:1 অনুপাতে মিশিয়ে টবের সাইজ অনুযায়ী ৫০ থেকে ১০০ গ্রাম দিন।

    • @plant__kingdom
      @plant__kingdom 3 ปีที่แล้ว

      @@rajgardens পি জিয়ার কি ?? প্লি স বলবেন, আর বেল গাছ পুজো হয় তো, তাই হাড় গুঁড়ো টা পরিবর্তে অন্য কিছু বলুন প্লিজ। ঘরে তৈরি এন পি কে কি ব্যবহার করা যাবে, মানে ধোয়া চা গুড়ো, কলার খোসা, সরষে খলের জল?

    • @rajgardens
      @rajgardens  3 ปีที่แล้ว +1

      @@plant__kingdom পিজিআর হল প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। বেল গাছে বাড়িতে তৈরি এনপিকে বা যে কোনও তরল সার দিতে পারেন।

  • @saumitradey1546
    @saumitradey1546 ปีที่แล้ว

    Redomil Gold er bodole Saaf ba Bavistin fungicide use korle hobe ?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      গাছ যদি ফাঙাসে বেশি আক্রান্ত হয় তাহলে রিডোমিল গোল্ডই ব্যবহার করতে হবে।

  • @nazmulhaque1948
    @nazmulhaque1948 2 ปีที่แล้ว

    অামি বাংলাদেশ থেকে বলছি।অামার মাটিতে ব্লাকস্টোন অাম গাছের ৮/৯ মাস বয়স। গাছের পাতা একটু কালো হওয়ার জন্য জানতে একটু দেরি হয়েছে। পাতাগুলো কালো কালো দাগ বুঝা যায়। সমাধান কি? গাছটি মাটিতে অাছে। জানাবেন।

  • @swapankumardas5334
    @swapankumardas5334 3 ปีที่แล้ว

    Dada khuv valo laglo. Amar koti amer chara grafting korechi 2 mash holo badhon koto din por khulbo . Akhon ke khabar debo. Janaben pls msg pls thanks dada ..

  • @ashrafchowdhury2479
    @ashrafchowdhury2479 2 ปีที่แล้ว

    এখন শীতকাল আমি গাছের টব পরিবর্তিন করে ছিলাম।গাছটি স্থানান্তরের পুর্বে খুব সুন্দর ছিল।মাটি প্রস্তুতের সময় কোকপিট,বালু,খোল পাউডার,১ চামচ চুন,৫০ % গোবর,সামান্য পটাস,সামান্য ফস্পেট,মিশিয়ে মিক্সার প্রায় পনের দিন ঢেকে রেখেছিলাম।পানিদিলে ছিদ্র দিয়ে পানি বের হয়ে যায়।১০/১২ দিন পর পানি দেয়।আজকে প্রায় ৬০ দিন স্থানান্তর করা হয়েছে।নতুন কোন পাতা বের না হয়ে প্রথমে পোড়া স্পট পড়ে এখন পুড়া পাতা পুড়ে যাচ্চে।গাছটি হাফড্রামে বসানো।ইতিমধ্যে একবার ১ গ্রামের বেশি ম্যানকোজেব পানিতে গুলে দিয়েছি।নতুন পাতা এখনো বের হচ্চেনা।