Ĺot of thanks to you Aloke babu I am very happy with this video, I went to benars to see the house of Yogiraj Shyama Charan Lahiri, I requested you yesterday yesterday
Definately I will visit. If possible please send the details of Shyama Charan Mission in my email address oldyt1961@gmail.com Dont write anything details in comment box 🙏
লাহিড়ী বাবার আশ্রম দেখে খুবই ভালো লাগলো ,,,, আপনাকে আমার নমস্কার জানাই । আপনার পরিবেশনায় যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই সবচেয়ে আপনার ভালো লাগে কণ্ঠস্বর ,,,,, ও বুঝিয়ে বলার পারদর্শিতা । সময় পেলেই আপনার ব্লগ দেখি । বয়সের ভারে আর কোথায় যেতে পারি না ,,,,,
দাদাভাই আমি ভিডিও বানাচ্ছি বিশেষত আপনাদের জন্য যারা বাড়ি থেকে বেরোতে পারেন না নানান কারণে। আমাকে শুধু আশীর্বাদ করুন আমি যেনো সুস্থ থাকতে পারি। ভগবানের কৃপায় আমার দিন ভালো ভাবেই চলে যাচ্ছে শুধু শরীর নিয়েই চিন্তা যা আপনাদের ওপর ছেড়ে দিয়েছি 🙏🙏🙏
সর্ব ধর্ম সমন্বিত এই আশ্রমের বিবরন শুনে বা দেখে আমি খুবই আপ্লুত ও খুশি হলাম। আর আপনার যা সুন্দর হাসিমুখের বাচনভঙ্গি তাতে আমাদের মত বয়স্ক ব্যক্তিদের জন্য খুবই সুবিধাজনক। তেমন জায়গাগুলি সুন্দর তেমনি আপনি ও একটি সুন্দর মানুষ। খুব ভাল থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সারাজীবন সুস্থ থেকে দীর্ঘ জীবি হয়ে থাকেন। নমস্কার।
জিতেন্দ্রনাথ দাদাভাই আশীর্বাদ করুন যাতে আমার শরীর সুস্থ থেকে আপনাদের এই ভাবে আনন্দ দিতে পারি। এই বয়সে কিছু চাওয়ার নেই শুধু সুস্থ থাকাটাই একমাত্র কাম্য 🙏
Yesterday (15.12.2024) I went to LAHIRIBABA Ashram as per your direction from Sealdah at 8.08 a.m. The architectural beauty of the temples were classic. God bless you dada for all these vlogs and I am seeing your vlogs and they are exuberant. On 5.12.24 I went to Brahmadatta Dham BARUIPARA (Dankuni-Barddhaman line)
সৈকত দাদাভাই আপনার কমেন্ট পড়ে আমার ৬৪ বছরের জীবনে আবার নতুন করে বাঁচার ইচ্ছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেক দেরি হয় গেলো সোশ্যাল মিডিয়ায় আসতে🙏
Alokda, কয়েক বৎসর আগে আমি সপরিবারে লাহিড়ী বাবার আশ্রমে ঘুরে এসেছিলাম। এখন কিছু পর্বর্তন করেছেন ফলে আরো বেশি আকর্ষিত হয়েছে। তবে প্রত্যেকটি দর্শনে আপনার সুন্দর বিশ্লেষণের sathe adbhut barnona ja mugdha korlo. Khub sundar. Uponi sustha sorire aaro notun notun video kore aamader dekhar sujog kore diye aagia cholun. Bhalo thakben.
Awesome & Excellent. Your presentation & vocal throwing is above par. Plz plz make vlogs on NABADWIP, PRACHIN MAYAPUR & MAYAPUR. Praying to almighty to keep you healthy,fit and for long-living to give us enjoyment and mind-travel.
অলক বাবু নমস্কার নেবেন। আপনার chennel এর বিষয় খুবই ভাল। আর আপনার সহজ সরল উপস্থাপনা প্রশংসনীয়। আমি আপনার চ্যানেল এর নতুন সাবস্ক্রাইবার হিসাবে যোগদান করলাম । আপনার সুস্থতা আর আপনার চ্যানেল এর সমৃদ্ধি কামনা করছি।
ছোটন দাদাভাই আমার চ্যানেলের অন্য ভিডিওগুলি দেখবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত এই বুড়ো মানুষটাকে জানাবেন যাতে আগামীদিনে ত্রুটিহীন ভিডিও আপনাদের দেখাতে পারি।🙏
Calcutta= sr.citizen= Good video. May pl. Be edited to save time.Now internet is costly.Any Oold-age Home -here ?.God bless.There ate so many mandirs & statues.Authority may please put up Indication-board at different places ( including Entrance) for easy visit there .
চেষ্টা করবো কিন্তু কথা দিতে পারবো না। কম সময়ের ভিডিওতে অর্ধেক তথ্য দিয়ে আমার পক্ষে বানানো সম্ভব নয়। আমি আপনাকে অনেকবার এই কথা লিখেছি। দয়া করে কিছু মনে করবেন না।
দিদিভাই আমাকে প্রণাম করবেন না শুধু আমাকে আশীর্বাদ করুন ও ঈশ্বরের কাছে একবার অন্তত বলুন যাতে আপনার এই ভাইয়ের শরীর সুস্থ থাকে আর আমি এই ভাবে আপনাদের সেবা করে যেতে পারি।🙏
খুব সুন্দর এই মন্দির , আমি গেছিলাম প্রায় 4 বছর আগে, 25 শে ডিসেম্বর, ... আলোয় আলোয় ভরে গেছিলো, মন্দির প্রাঙ্গণ, অপূর্ব সুন্দর লেগেছিলো, ... এখানে অনেক মন্দির আছে।.... আপনার ভিডিও তে আবার দেখছি,.... খুব সুন্দর আপনার উপস্থাপনা, ....আগামী দিনে আরো কিছু দেখার অপেক্ষায় রইলাম,,.... খুব খুব ভালো থাকবেন, আপনি।
@@journeywithchoton keep up your good narration and low background music.. Your Vedio gives direction to thousands people who want to visit such religious tressure.. Well done once again brother
আলোক দা, খুব ভালো লাগলো, আপনি করে বলতে, গেলে মনে বাধা পাই, তোমার এই পথ চলা, খুব ই, ভালো লাগে,আনেক কিছু জানতে পাই, তোমার চলায়, তোমার বলায়, বাংলা চিনি, বেলায় বেলায়। আনেক ভালো থাকবে, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব সুস্থ থাকো।
Lahiri babar ashrom e ami giyechilum August 2023.Khub valo poribesh .Bhog o khub valo kheyechi.Apnar upusthapona darun . Akbar Jadavpur er Kaibalya ashrom dakhan jodi khub valo hay .Okhane jawa hoye otheni akhono
আপনার সব ভিডিও খুব সুন্দর হয় কাকু আমি আপনার সব ভিডিও দেখি এবং এখানে খুব যাবারও ইচ্ছা হচ্ছে আমার আমি উত্তরপাড়া থেকে যাব ব্যান্ডেল আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আরো অজানা নতুন নতুন জায়গার ভিডিও করুন
Very nice descriptive video, photography is also exceptionally well. Really,you are taking much pain for us to be associated with all such divine places. No appreciation is enough for your such noble motion. Keep well & healthy by the grace of God. Thanks.
Many thanks. Request pl.not to address me as Dipak ji. I am also a sr.citizen like you may be more or less age difference. Better if we consider each other friend/well wisher/brother relationship.
দীপাবলি ও শ্যামপূজা র একরাশ শুভেচ্ছা জানাই দাদা। খুব ভালো লাগলো এই আশ্রম এর কথা জেনে। আমি কোন্নগর এ থাকি সময় সুযোগ করে যাবার চেষ্টা করবো। আপনার অতি সুন্দর তথ্য সমৃদ্ধ উপস্থাপনা র মাধ্যমে বাড়ির কাছেই নানান তীর্থস্থান সম্পর্কে জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ
দীপাবলির শুভেচ্ছা জানাই,,আপনার ব্লগ আমার খুব ভালো লাগে। কাছাকাছি জায়গায়,, পশ্চিম বঙ্গের মধ্যে, মন্দির/আশ্রম সব আপনার বর্ননায় সচক্ষে দর্শন হয়ে যায়। একটা বিষয়ে আমার জানার ছিল,,বিষ্ণুর হাতে "শঙ্খ,চক্র,পদ্ম,গদা" শুনেছিলাম, এখানে "শঙ্খ,চক্র,,পদ্ম ও শূল" বললেন। কৌতূহল প্রকাশের জন্য মার্জনা চেয়ে নিচ্ছি।
এখানে নারায়ণ বা হরি স্বর্নমন্ডিত। মানব দেহের তিনটি রূপ অর্থাৎ শ্বেত, পীত ও কালো। শ্বেত যখন তীব্র আকার ধারণ করে তখন স্বর্নমন্ডিত হয়ে পড়ে, তাই নারায়ণের রূপ এখানে পীত রঙ বা স্বর্নমন্ডিত। তার হাতে এখানে রয়েছে চক্র অর্থাৎ জীবন, মৃত্যুর দণ্ড বা কালচক্র। শঙ্খ অর্থাৎ নিনাদ অর্থাৎ সময়ের দন্ড। পদ্ম অর্থাৎ কোমল বা নরম। শূল অর্থাৎ প্রতিটি জীবের অন্দরে স্থূল তিন ভাবে বিচরণ করে সত্ব রজ তম এই শূলের মাধ্যমেই নিজের ভেতরের আত্মচেতনাকে জাগ্রত করার ওষুধ হিসাবে যে শক্তি কাজ করে সেই শক্তিই পরবর্তী কালে জ্ঞানদন্ড হিসাবে পরিচিত পায়। তাই নারায়ণ পালকপিতা যখন, তখন সমগ্র বিষয়ের উপরে তাঁর সঠিক নির্ণয় ও সিদ্ধান্ত আছে। সেই কারণেই এখানে তিনি শূল ধারণ করেছেন। বামে শূল তার কারণ হচ্ছে মন দিয়েই বা শ্বাস দিয়েই তাঁর ক্রিয়া অনুধাবন করা। তাই বাম না হলে হৃদয়ঙ্গম করা সম্ভব নয় কারণ হৃদয় বামদিকে 🙏🙏🙏
প্রথমে আপনাকে শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা জানাই। এই রকম একটি আশ্রম দেখালেন সত্যিই খুব ভালো লাগলো বিরাট জায়গা । খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।🙏🙏🙏
The asram is really beautiful... But if you are going with private or hired vehicle be careful with garage.... They take illegal eviction of 40 rs for even 5mins.... Moreover they don't give you any slip....that means the process is illegal... You will have ample place in the nearby garden to park....use that instead...
দাদাভাই আমার কথায় রাগবেন না। এই সব ছেলেরা চাকরি না পেয়ে নানান ভাবে টাকা রোজগার করার চেষ্টা করছে। আমরা একটু যদি চোখ বন্ধ করে ওদের এই ভাবে টাকা দিয়ে সাহার্য্য করি হয়তো আমাদের দুঃখের সময় কেউ আমাদেরও সাহার্য্য করবে। দাদাভাই রেগে গেলেন না তো? 🙏🙏🙏
আহা কি মনোমুগ্ধকর পরিবেশ জন্মজন্মান্ত ভুলিবনা
শিপ্রা দিদিভাই অসংখ্য ধন্যবাদ
লাহেরি বাবার মন্দিরটি খুব ভাল লাগল। মন্দির টি মনোরম পরিবেশে অবস্থিত। খুব সুন্দর পরিবেশ।
সত্যি খুব সুন্দর দর্শনীয় স্থান। 🙏
খুব ভাল লাগল এই ভিডিও দেখে । ব্যান্ডেলে যে এই রকম একটা সুন্দর জায়গা আছে জানা ছিল না । এখানে যাবার ইচ্ছা রইল । আপনাকে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
পবিত্র দাদাভাই অসংখ্য ধন্যবাদ। উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত 🙏
আজকের ব্লগটা অসাধারণ লাগলো
পিয়ালী দিদিভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Dada bhalo thakben. Khub sundor laglo. Thank you. 👌👌👌🙏🙏🙏
জয়দেব দাদাভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো আপনার উপস্থাপনা আর সদা হাস্যোজ্জল মুখ। আবহ সঙ্গীত খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন।
অমলেন্দু দাদাভাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Ĺot of thanks to you Aloke babu I am very happy with
this video, I went to benars to see the house of Yogiraj Shyama Charan Lahiri, I requested you yesterday yesterday
Pl. Visit once at Kakdwip to witness Shyama Charan mission.
Definately I will visit. If possible please send the details of Shyama Charan Mission in my email address
oldyt1961@gmail.com
Dont write anything details in comment box 🙏
লহড়ী বাবার আশ্রমে মাঝে মধ্যেই ঘুরে আসি, খুব ভালো লাগে।
ধন্যবাদ 🙏
লাহিড়ী বাবার আশ্রম দেখে খুবই ভালো লাগলো ,,,, আপনাকে আমার নমস্কার জানাই । আপনার পরিবেশনায় যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই সবচেয়ে আপনার ভালো লাগে কণ্ঠস্বর ,,,,, ও বুঝিয়ে বলার পারদর্শিতা । সময় পেলেই আপনার ব্লগ দেখি । বয়সের ভারে আর কোথায় যেতে পারি না ,,,,,
দাদাভাই আমি ভিডিও বানাচ্ছি বিশেষত আপনাদের জন্য যারা বাড়ি থেকে বেরোতে পারেন না নানান কারণে। আমাকে শুধু আশীর্বাদ করুন আমি যেনো সুস্থ থাকতে পারি। ভগবানের কৃপায় আমার দিন ভালো ভাবেই চলে যাচ্ছে শুধু শরীর নিয়েই চিন্তা যা আপনাদের ওপর ছেড়ে দিয়েছি 🙏🙏🙏
Khub khub sundor.. khubi valo uposthapona. Anek valo thakben. Amar pronam neben. 🙏
অসংখ্য ধন্যবাদ 🙏
Dada khub sunder laglo. 🎉🎉🎉
প্রিয়া দিদিভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
খুব সুন্দর লাগলো
চন্দনা দিদিভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
আপনার কথা বলার ধরন ভীষণ ভালো, এই রকম আরো অনেক blog করুন।
পার্থ দাদাভাই অনেক অনেক ধন্যবাদ
বড়ো।ভালো।লাগলো।বাবা।মনটা। শান্ত।হয়ে।গেলো।সুস্থ।থাকুন।এই।ভাবে।সুন্দর।সুন্দর।অন্তর।শান্ত।করা।উপস্থাপনা।দিয়ে। যান।
আপনারা আশীর্বাদ করুন যাতে আমার শরীর সুস্থ থাকে 🙏
Khub bhalo laglo 🙏🙏🙏
সুপ্রিয়া দিদিভাই ধন্যবাদ
খুব ভালো লাগলো।
নমিতা দিদিভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
সর্ব ধর্ম সমন্বিত এই আশ্রমের বিবরন শুনে বা দেখে আমি খুবই আপ্লুত ও খুশি হলাম। আর আপনার যা সুন্দর হাসিমুখের বাচনভঙ্গি তাতে আমাদের মত বয়স্ক ব্যক্তিদের জন্য খুবই সুবিধাজনক। তেমন জায়গাগুলি সুন্দর তেমনি আপনি ও একটি সুন্দর মানুষ। খুব ভাল থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সারাজীবন সুস্থ থেকে দীর্ঘ জীবি হয়ে থাকেন। নমস্কার।
জিতেন্দ্রনাথ দাদাভাই আশীর্বাদ করুন যাতে আমার শরীর সুস্থ থেকে আপনাদের এই ভাবে আনন্দ দিতে পারি। এই বয়সে কিছু চাওয়ার নেই শুধু সুস্থ থাকাটাই একমাত্র কাম্য 🙏
Kub sundor tobe anek hat te hobe. Hatar problem thakle somosaa
Khub sunder🎉🎉🎉🎉🎉
অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
আপনার ভিডিও খুব ভালো লেগেছে
ধন্যবাদ 🙏
আমি বেন্ডেল গেছি চার্চ ইমাম্বারা হংসে স্বরী মন্দির দেখেছি লাহিড়ী বাবার অশ্রমে যাইনি -- খুব ভালো লাগলো আপনার চোখে দরশন করে -- সব মিলিয়ে অপূর্ব লাগলো --- আশ্রমের গল্পো খুবি ভালো লাগলো -- ভালো থাকুন সুস্তো থাকুন..
দিদিভাই আপনাকে আলাদা করে আর ধন্যবাদ দেবো না। আপনি আমার চ্যানেলের সাথে প্রতি মুহূর্ত আছেন 🙏🙏🙏
Thanks
Dada apurbo ak ashram darshan korlam.monta santite vore gelo .sujog pele ghure asbo. valo thakun shusto thakun 🙏🙏🙏
রিনা দিদিভাই অসংখ্য ধন্যবাদ 🙏
অপূর্ব। আপনার ভিডিও গুলো ভীষণ ভীষণ ভালো লাগে।
স্বপন দাদাভাই অসংখ্য ধন্যবাদ
Dada video ta khub khub valo laglo erokom video debar jonno Upnake onek2 dhyanny bad.
অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏🙏🙏
@@journeywithchoton Dhyanny bad. Ami upnar Chanel er subscribe er.
Sapner vdo guli khub valo lage
অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Apnar pratiti blog datun akarshaniya.Ar lahiri baba ke janai Pranam 🙏🙏
শিখা দিদিভাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে 🙏💐🙏
খুব সুন্দর জায়গা। আপনার উপস্থাপন খুব সুন্দর।
তারক দাদাভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
বেশ ভালো উপস্থাপনা । ভালো থাকবেন ।
সুনীল দাদাভাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য্য ধরে ভিডিওটি দেখার জন্য 🙏💐🙏
Yesterday (15.12.2024) I went to LAHIRIBABA Ashram as per your direction from Sealdah at 8.08 a.m. The architectural beauty of the temples were classic. God bless you dada for all these vlogs and I am seeing your vlogs and they are exuberant. On 5.12.24 I went to Brahmadatta Dham BARUIPARA (Dankuni-Barddhaman line)
সৈকত দাদাভাই আপনার কমেন্ট পড়ে আমার ৬৪ বছরের জীবনে আবার নতুন করে বাঁচার ইচ্ছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেক দেরি হয় গেলো সোশ্যাল মিডিয়ায় আসতে🙏
Alokda, কয়েক বৎসর আগে আমি সপরিবারে লাহিড়ী বাবার আশ্রমে ঘুরে এসেছিলাম। এখন কিছু পর্বর্তন করেছেন ফলে আরো বেশি আকর্ষিত হয়েছে। তবে প্রত্যেকটি দর্শনে আপনার সুন্দর বিশ্লেষণের sathe adbhut barnona ja mugdha korlo. Khub sundar. Uponi sustha sorire aaro notun notun video kore aamader dekhar sujog kore diye aagia cholun. Bhalo thakben.
কাশী দাদা অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
बहुत बढ़िया sir। Watching from Thane Maharashtra
Aditya Bhai 🙏🏻
খুব সুন্দর দেখলাম। ভালো থাকবেন 🙏
অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
খুব ভালো লাগল
অসংখ্য ধন্যবাদ 🙏💐🙏
Khub.bhalo.laglo.apnar.chokhe.dorshon.korlam.khub.khub.bhalo.laglo.abar.onyo.dorshonio.sthan.dakhaben.dhonyobad.nomoskar
স্বপন দাদাভাই অসংখ্য ধন্যবাদ
Awesome & Excellent. Your presentation & vocal throwing is above par. Plz plz make vlogs on NABADWIP, PRACHIN MAYAPUR & MAYAPUR. Praying to almighty to keep you healthy,fit and for long-living to give us enjoyment and mind-travel.
ok
Khub valo laglo....
তপন দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏
शानदार लाजवाब प्रदर्शन किया हुआ है ❤️ शुभकामनाएं आपको वहत वहत वधाई हों 🙏 धन्यवाद आपको 🙏🌹🌹
শিবরাজ দাদা অনেক ধন্যবাদ 🙏🙏🙏
@@journeywithchoton में आपसे वहत छोटा हु मुझे दादा मत वोलिये गा ,pls not me calling Dada, thanks lot 🙏🙏🙏
অলক বাবু নমস্কার নেবেন। আপনার chennel এর বিষয় খুবই ভাল। আর আপনার সহজ সরল উপস্থাপনা প্রশংসনীয়। আমি আপনার চ্যানেল এর নতুন সাবস্ক্রাইবার হিসাবে যোগদান করলাম । আপনার সুস্থতা আর আপনার চ্যানেল এর সমৃদ্ধি কামনা করছি।
সুব্রত দাদাভাই আমার এই ছোট্ট ইউটিউব ফামিলর নতুন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ। আশাকরি আমি আমার কর্মের মাধ্যমে আপনাদের কিঞ্চিৎ আনন্দ দিতে পারবো 🙏🙏🙏
Aaponar upasthopona aaro aakorshonio kore tole .sotti apurpu sthan.
.
@@prabirkumarmanna3876 প্রবীর দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏
বড়দা গুরে এলাম মনটা খুব ভালো লাগলো
swapan দাদাভাই অনেক ধন্যবাদ
asadharon mandir, o bigroho, apurbo prokriti, darun prosad, onekbar gechi protibar mugdho hoyechi
ধন্যবাদ ভাই 🙏
Khubi sundor uposthapona. Khub anondo pelam dekhe.
ছোটন দাদাভাই আমার চ্যানেলের অন্য ভিডিওগুলি দেখবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত এই বুড়ো মানুষটাকে জানাবেন যাতে আগামীদিনে ত্রুটিহীন ভিডিও আপনাদের দেখাতে পারি।🙏
খুব ভালো লাগলো। আমার অজানা স্থান। রাজহাঁসের জন্য জায়গাটা আরো বাসোপযোগী করার অবকাশ আছে। ধন্যবাদ।
ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ 🙏
Calcutta= sr.citizen= Good video. May pl. Be edited to save time.Now internet is costly.Any Oold-age Home -here ?.God bless.There ate so many mandirs & statues.Authority may please put up Indication-board at different places ( including Entrance) for easy visit there .
চেষ্টা করবো কিন্তু কথা দিতে পারবো না। কম সময়ের ভিডিওতে অর্ধেক তথ্য দিয়ে আমার পক্ষে বানানো সম্ভব নয়। আমি আপনাকে অনেকবার এই কথা লিখেছি। দয়া করে কিছু মনে করবেন না।
আপনি অনেক কষ্ট করে তৈরি করেছেন। অসাধারণ লাগল। আমি অবশ্যই এখানে যাবো। ❤❤
ধন্যবাদ দাদাভাই
Khub valo Laglo Prochure
Valo Thakun Sustha Thakun
দীপঙ্কর দাদাভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে 🙏
অসাধারণ, অতীব সুন্দর
জয়ন্ত দাদাভাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
এত ভালো লাগল বলার ভাষা নেই ।আবার ও নতুন video র আশায় রইলাম ।
মানসী দিদিভাই আপনাদের ভালো লেগেছে শুনে সত্যি ওই দিনের সব কষ্ট নিমেষে দূর হয়ে গেলো। 🙏
খুব ভালো লাগলো । দাদাভাই , আপনার সুন্দর উপস্থাপনা আমাকে লাহিড়ী বাবার আশ্রম
যাবার জন্য অনুপ্রেরণা যোগালো । ভালো থাকুন সুস্থ থাকুন 🙏
রুমা দিদিভাই আপনাদের ভালো লাগলেই আমার কষ্ট করাটা সার্থক 🙏
Very nice temple & surroundings, Peaceful. Good video, with very well descriptions from start to end. Thank you for your video
Thanks. I would request you to watch my other videos and if possible please give your comments to improve my video quality in all respect. Regards 🙏🙏🙏
Alok da ami ai asrame gachilam 😮😮 asadharan asram ta 😅😅 bhalo thakben dada 😊😊
প্রদীপ ভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Darunlaglo Aapnarvideo khub valolage
অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Very nice vdo........
Thanks a lot
Ki je valo laglo ! Apnar simple presentation ekkothay darunn. 🙏🙏
আমার অন্য ভিডিওগুলো দেখে বলবেন কেমন লাগলো 🙏
@@journeywithchoton nischoi dekhbo. Amar jamaibabu amake apnar video dekhte bollen. Uni dekhen.ami share o korlam
প্রণাম দাদা আপনাকে এবং অবশ্যই লাহিড়ি বাবাকে।
দিদিভাই আমাকে প্রণাম করবেন না শুধু আমাকে আশীর্বাদ করুন ও ঈশ্বরের কাছে একবার অন্তত বলুন যাতে আপনার এই ভাইয়ের শরীর সুস্থ থাকে আর আমি এই ভাবে আপনাদের সেবা করে যেতে পারি।🙏
Ha, Dada Iswarer kache apner susthata o Santi kamana kori.
Ki Daarun Ashram, khubi bhalo laglo Aloke da, many many Thanks for showing us such beautiful Ashrams
অনিন্দ্য বাবু অনেক অনেক ধন্যবাদ 🙏
Khub bhalo laglo dada.jabar echhe railo.bhalo thakben
তাপসী দিদিভাই অনেক অনেক ধন্যবাদ
আপনার চ্যানেলের ভিডিও গুলি খুবই সুন্দর এবং তার উপস্থাপনাও খুবই সুন্দর যা আমাদেরকে আকর্ষণ করে দর্শন করার জন্য।
আলোক দাদাভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো ।শুভেচ্ছা ও শুভ কামনা রইলো ।
অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
অসাধারণ দর্শন হইলো দাদা খুব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে বাড়ীতে বসে দেখতে পাচ্ছি আমরা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের প্রার্থনা করি
রবিন দাদাভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
খুব ভালো লাগল স্যার ভালো থাকবেন🎉
সুব্রত ভাই দয়া করে sir বলবে না। আমাকে দাদা বলে ডাকলে খুশি হব।
খুব সুন্দর এই মন্দির , আমি গেছিলাম প্রায় 4 বছর আগে, 25 শে ডিসেম্বর, ... আলোয় আলোয় ভরে গেছিলো, মন্দির প্রাঙ্গণ, অপূর্ব সুন্দর লেগেছিলো, ... এখানে অনেক মন্দির আছে।.... আপনার ভিডিও তে আবার দেখছি,.... খুব সুন্দর আপনার উপস্থাপনা, ....আগামী দিনে আরো কিছু দেখার অপেক্ষায় রইলাম,,.... খুব খুব ভালো থাকবেন, আপনি।
কাবেরী দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Khub bhalo laglo.
ধন্যবাদ
Gangar paschim kul baranasi samatul.khub valo laglo.
অরূপ দাদাভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
খুব ভালো লাগলো।ধন্যবাদ দিয়ে আপনাকে ছোটো করবোনা সেই জন্য আপনাকে জানাই অনেক অনেক সাধুবাদ।ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি সুস্থ থাকুন।
অপূর্ব দাদাভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
এটা আমার বাড়ির পাশেই খুব ভালোবাসা লাগলো আপনি এসেছিলেন 🙏
দিদিভাই তোমার নামটা জানলে সম্বোধন করতে সুবিধে হতো। ইংরেজির শুভ নববর্ষর প্রীতি ও শুভেচ্ছা নিও 🙏
Very nice video deklam
ধন্যবাদ 🙏
খুবই সুন্দর। নমস্কার ধন্যবাদ
দেবাশিস দাদাভাই আপনাদের ভালো লাগাটাই আমার প্রধান উদ্দেশ্য। এই আপনি বললেন আমার সব কষ্ট নিমেষে উধাও হয়ে গেলো 🙏🙏🙏
আপনার উপস্থাপনা খুব সুন্দর এবং প্রাঞ্জল । খুব ভাল কাজ করছেন ।
অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
খুব সুন্দর বর্ণনা।
ধন্যবাদ দাদাভাই
অপূর্ব ।।
আপনাকে অজস্র ধন্যবাদ ।।
এমন একটি সুন্দর উপস্থাপনের জন্য ।।
অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
সুন্দর একটি ভিডিও ❤
দিলীপ দাদাভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Khub sundar vehdio.. Anek blog dekhechi kintu tomar narration superb as usual.. Better reserve toto and come back.
অসীম দাদাভাই প্রথমেই আপনি আমার প্রণাম নেবেন। অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏
@@journeywithchoton keep up your good narration and low background music.. Your Vedio gives direction to thousands people who want to visit such religious tressure.. Well done once again brother
আলোক দা,
খুব ভালো লাগলো,
আপনি করে বলতে, গেলে মনে বাধা পাই,
তোমার এই পথ চলা, খুব ই, ভালো লাগে,আনেক কিছু জানতে পাই,
তোমার চলায়, তোমার বলায়,
বাংলা চিনি, বেলায় বেলায়।
আনেক ভালো থাকবে,
ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব সুস্থ থাকো।
আপনাদের ভালোবাসা যেনো এই ভাবে থাকে🙏
Excellent Presentation
অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Lahiri babar ashrom e ami giyechilum August 2023.Khub valo poribesh .Bhog o khub valo kheyechi.Apnar upusthapona darun . Akbar Jadavpur er Kaibalya ashrom dakhan jodi khub valo hay .Okhane jawa hoye otheni akhono
দিদিভাই আমার চ্যানেলে কৈবাল্য ধামের ভিডিও আছে। আমি নিচে লিংক দিলাম টিপে দেখে নেবেন। কি রকম লাগলো জানাবেন
th-cam.com/video/9ZQCbiDaqi4/w-d-xo.html
আপনার সব ভিডিও খুব সুন্দর হয় কাকু আমি আপনার সব ভিডিও দেখি এবং এখানে খুব যাবারও ইচ্ছা হচ্ছে আমার আমি উত্তরপাড়া থেকে যাব ব্যান্ডেল আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আরো অজানা নতুন নতুন জায়গার ভিডিও করুন
রমেশ ভাই ধন্যবাদ 🙏
দারুণ লাগল।
শোভনলাল দাদাভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Jethu tmr vdo gulo khuub vlo lge.ei vabe vdo r modhhy notun notun jyga ghurio jethu.khuub vlo theko.from(shyamnagar)
রাজশ্রী দিদিভাই তোমাদের বয়সের মেয়েদের আমার মঠ,আশ্রম ও মন্দিরের ভিডিও ভালো লাগে শুনে খুব আনন্দ পেলাম। ভালো থেকো 🙏
Very nice descriptive video, photography is also exceptionally well. Really,you are taking much pain for us to be associated with all such divine places. No appreciation is enough for your such noble motion. Keep well & healthy by the grace of God. Thanks.
Thank you deppak ji. Your comment is always inspired me to boost up my presentation 🙏🙏🙏
Many thanks. Request pl.not to address me as Dipak ji. I am also a sr.citizen like you may be more or less age difference. Better if we consider each other friend/well wisher/brother relationship.
ok আপনাকে দীপক দা বলেই ডাকবো 🙏
দীপাবলি ও শ্যামপূজা র একরাশ শুভেচ্ছা জানাই দাদা। খুব ভালো লাগলো এই আশ্রম এর কথা জেনে। আমি কোন্নগর এ থাকি সময় সুযোগ করে যাবার চেষ্টা করবো।
আপনার অতি সুন্দর তথ্য সমৃদ্ধ উপস্থাপনা র মাধ্যমে বাড়ির কাছেই নানান তীর্থস্থান সম্পর্কে জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ
পার্বতী দিদিভাই আপনিও আমার শুভ দীপাবলির প্রণাম নেবেন। অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
হরেকৃষ্ণ কেমন আছেন 🎉🎉
ভালো আছি। এখনও চশমা পায়নি তাই সবাইয়ের কমেন্টের উত্তর দিতে পারছি না।
দীপাবলির শুভেচ্ছা জানাই,,আপনার ব্লগ আমার খুব ভালো লাগে। কাছাকাছি জায়গায়,, পশ্চিম বঙ্গের মধ্যে, মন্দির/আশ্রম সব আপনার বর্ননায় সচক্ষে দর্শন হয়ে যায়। একটা বিষয়ে আমার জানার ছিল,,বিষ্ণুর হাতে "শঙ্খ,চক্র,পদ্ম,গদা" শুনেছিলাম, এখানে "শঙ্খ,চক্র,,পদ্ম ও শূল" বললেন। কৌতূহল প্রকাশের জন্য মার্জনা চেয়ে নিচ্ছি।
এখানে নারায়ণ বা হরি স্বর্নমন্ডিত। মানব দেহের তিনটি রূপ অর্থাৎ শ্বেত, পীত ও কালো। শ্বেত যখন তীব্র আকার ধারণ করে তখন স্বর্নমন্ডিত হয়ে পড়ে, তাই নারায়ণের রূপ এখানে পীত রঙ বা স্বর্নমন্ডিত। তার হাতে এখানে রয়েছে চক্র অর্থাৎ জীবন, মৃত্যুর দণ্ড বা কালচক্র।
শঙ্খ অর্থাৎ নিনাদ অর্থাৎ সময়ের দন্ড।
পদ্ম অর্থাৎ কোমল বা নরম।
শূল অর্থাৎ প্রতিটি জীবের অন্দরে স্থূল তিন ভাবে বিচরণ করে
সত্ব
রজ
তম
এই শূলের মাধ্যমেই নিজের ভেতরের আত্মচেতনাকে জাগ্রত করার ওষুধ হিসাবে যে শক্তি কাজ করে সেই শক্তিই পরবর্তী কালে জ্ঞানদন্ড হিসাবে পরিচিত পায়। তাই নারায়ণ পালকপিতা যখন, তখন সমগ্র বিষয়ের উপরে তাঁর সঠিক নির্ণয় ও সিদ্ধান্ত আছে। সেই কারণেই এখানে তিনি শূল ধারণ করেছেন। বামে শূল তার কারণ হচ্ছে মন দিয়েই বা শ্বাস দিয়েই তাঁর ক্রিয়া অনুধাবন করা। তাই বাম না হলে হৃদয়ঙ্গম করা সম্ভব নয় কারণ হৃদয় বামদিকে 🙏🙏🙏
Thanks a lot for everything, Very helpful and informative dada.
রেশমী দিদিভাই Thanks a lot for watching my videos 🙏
ভাই অনেকদিনের ইচ্ছে পূরণ হলো।ভালো থাকুন।
কাবেরী দিদিভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Darun.vlog
সুলেখা দিদিভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
Darun uposthapona...
অনেক অনেক ধন্যবাদ। দিদিভাই আজ সন্ধ্যে 6 টায় দেখবেন মা আনন্দময়ী আশ্রমের ভিডিও। দেখে বলবেন কেমন লাগলো। 🙏
@@journeywithchoton ha dada vai bolbo
প্রথমে আপনাকে শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা জানাই। এই রকম একটি আশ্রম দেখালেন সত্যিই খুব ভালো লাগলো বিরাট জায়গা । খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।🙏🙏🙏
তৃপ্তি দিদিভাই আপনিও আমার শুভ দীপাবলির প্রণাম নেবেন। অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
আপনার কথা মতো গিয়ে খুব ভালো লাগলো 🙏..
খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে 👍
APONER POREIBASON KHUV KHUV SUNDOR, AMER TO VALO LAGEA, APONER DAKHONEO SPOTEA BASERI VAGEI JAI, APONEKA DHONNOBAD JANIEA CHOTO KORBONA. DADA APONI AMEKA BABU BOLEA REPLAI DAN, PLEASE DADA BOLBAN NA, AMEI APONER CHOTO VAIER MOTO.
কল্যাণ দাদাভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Khuv vlo
অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
এই ভিডিও দেখে খুব ভালো লেগেছে জানিনা কোনদিন
অসংখ্য ধন্যবাদ 🙏💐🙏
অসংখ্য ধন্যবাদ 🙏💐🙏
অলোকবাবু আপনাকে শুভবিজযা ও শুভদীপাবলির শুভেচ্ছা। দারুন উপস্থাপনা, খুবই ভালো লাগল দাদা। সুস্থ থাকুন, ভালো থাকুন দাদা।
অভিজিৎ দাদাভাই আপনাকেও শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা।অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Suvo bijoya o Diwali 🎇🪔 khub bhalo thakben o sustho thakben
চঞ্চল দাদাভাই আপনাকেও শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা 🙏🙏🙏
বালিগঞ্জ স্টেশন পাশে ভারত সেবাশ্রম সংঘ গুরুদেব স্বামী প্রনবানন্দজী মহারাজ এর আশ্রম ভিডিও দেখতে চাই গেলে দেখাবেন🙏
জয়জিত দাদাভাই আমার চ্যানেলে ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জের ভিডিও আছে চাইলে নিচে ভিডিওর লিংক দিলাম দেখে নেবেন
th-cam.com/video/4kjo1TXr7E0/w-d-xo.html
Asadharan
শিবনাথ দাদাভাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏
Dada ekhane boyoshko kaoke niye gele while chair er bebostha ache? jemonta Belur moth e bebostha ache..
কেকা দিদিভাই আমি দুটো নম্বর ওখানকার দিচ্ছি। আপনি ফোন করে জিজ্ঞেস করে নিলে ভালো হবে।
9330449019
6290336393
Burdwan er 108 shiv mandir er video deoar anurodh roilo
নিশ্চই যাবো। আজ সাইবনা নন্দলাল মন্দির ঘুরে এলাম। বয়েস হয়েছে তাই এক এক করে সব দেখাবো তবে একটু সময় লাগবে 🙏
@@journeywithchoton 🙏
The asram is really beautiful...
But if you are going with private or hired vehicle be careful with garage....
They take illegal eviction of 40 rs for even 5mins....
Moreover they don't give you any slip....that means the process is illegal...
You will have ample place in the nearby garden to park....use that instead...
দাদাভাই আমার কথায় রাগবেন না। এই সব ছেলেরা চাকরি না পেয়ে নানান ভাবে টাকা রোজগার করার চেষ্টা করছে। আমরা একটু যদি চোখ বন্ধ করে ওদের এই ভাবে টাকা দিয়ে সাহার্য্য করি হয়তো আমাদের দুঃখের সময় কেউ আমাদেরও সাহার্য্য করবে।
দাদাভাই রেগে গেলেন না তো? 🙏🙏🙏
@@journeywithchoton ha se thik ache...kintu behaviour tao vodro rakhte hoi.....ovodro babohar r 10 ta toto driver gundar moto ghire fello
@@rathin1963 দাদা আমাকে ক্ষমা করবেন আমার আগের মন্তব্যর জন্য 🙏🙏🙏
@@journeywithchoton na na....ami sudhu sobai-k jananor jonno apner post-a comment ta kore dilm...jeno sobai sotorko thake ai gunda gulo theke
Chamatkar.
ধন্যবাদ দিদিভাই🙏
দাদা অশোকনাগর কাঠিয়া বাবার আশ্রম ভিডিও দিন
ওখানে ভিডিও তুলতে দেই না। একবার কথা বলে যেতে হবে।🙏