কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল কিন্তু সেই বোষ্টুমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলি বলেছিল, বড় হও দাদাঠাকুর, তোমাকে আমি তিনপ্রহরের বিল দেখাতে নিয়ে যাবো সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলি, আমি আর কত বড় হবো? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারি নি কখনো লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা। ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস-উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ-পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায় নি, বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরা .. বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে সেদিন আমার বুকেও এ রকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যেকোনো নারী। কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনা।
আপনার সব কবিতার মাঝে বছর চারেক পর আর কেও কথা রাখেনি যখনই শুনি, মনে হয় প্রথমবার শুনছি। আপনার কণ্ঠ বুকের ভিতর কেমন সব নাড়িয়ে চলে যায়। ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভাবেই আমাদের মন প্রাণ জুড়ে থাক আপনার কণ্ঠ।
সত্যিই কেউ কথা রাখেনা,,,মানুষ কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য।।🙂 কেউ কথা রাখেনি কবিতাটা শুনতে শুনতে কখন যে চোখ দিয়ে জল বেরিয়ে এলো 🙂💔 অনেক অনেক ধন্যবাদ ম্যাম এমন সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেওয়ার জন্যে ♥️♥️
কিছু কবিতা শোনার পর ভাষা হারিয়ে যায়।শুধু বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে হঠাৎ,চোখের কোণ ভিজে যায় অজান্তেই।অনেক ভালোবাসা থাকলো তোমায় ও পুরো টিমকে দিদি..❤
আমার সবচেয়ে প্রিয় কবিতাগুলির মধ্যে একটা।এই কবিতাটির উপস্থাপনাটি আমার অন্যান্য সমস্ত কবিতার চেয়ে সবচেয়ে ভালোবাসা দিয়ে বানানো।প্রিয় কবি এভাবেই ভালোবাসায় বেঁচে থাকবেন।❤️
সত্যি দিদি তোমার আবৃত্তি শুনে চোখে জল এসে গেল। আবৃতি তো নয় যেন গোলাপের উপরে ছাড়া ভোরের শিশির। একটা কথা মানতেই হবে তোমার কন্ঠে জাদু আছে দিদি জাদু আছে।❤️❤️❤️❤️
অনেক কথা স্মৃতি হয়ে জমা ছিল, আজ সে গুলো আবার মনে ঝড় বয়ে আনল। কথা কেউ রাখেনি, সত্যি র কাছে কথা হার মানল। মন নিয়ে সবাই খেলতে পারেনা, যারা পারেন তারা কথা রাখেনা। খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী আর এলোনা পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে! নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস-উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি! বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও… বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবেনা! বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে! ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে-কোনো নারী। কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!
Life is strange, some people come in our Life. They make us happy, they make us laugh, they teach us to live, they teach us to love and then someday they go away. Neither You can call them back, nor you can forget them. You just live with the memories you have with you. You remember those beautiful moments, smiles and sighs..and LIFE GOES ON! 😢😢
অত্যন্ত সুন্দর✨! আপু, আপনার এই কবিতা আবৃত্তি দেখে শিক্ষা নিয়ে আমি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছি। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ✨❤️
Didi, ami er aage kono dino ebhabe abritti sunini.....dhonnobad aapnake.....didi,you have God gifted voice and the way of recite and the superb musicians who make your recitation LIVE
"কেউ কথা রাখেনি" কবিতাটির সম্পূর্ণ Lyrics : কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, সেই বোষ্টুমী আর এলো না। পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর তোমাকে আমি তিনপ্রহরের বিল দেখাতে নিয়ে যাবো। যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে । নাদের আলী আমি আর কত বড় হবো? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে ? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারীর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কতরকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলে ছিলেন দেখিস আমরাও.... বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই... সেই রয়্যাল গুলি ,সেই লাঠি লজেন্স ,সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে নেবে না । বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যে দিন আমায় সত্যিকারের ভালোবাসবে যেদিন আমায় বুকেও এই রকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়,, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোন নারী। কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনা , কেউ কথা রাখেনা,,!!
তোমার আবৃত্তি আমার এতো ভালো লাগে যে পাগলের মতো শুধু শুনতে থাকি আর অপেক্ষায় থাকি আবার কবে নতুন কবিতা শুনতে পাবো তোমার আবৃত্তিতে! অনেক ভালোবাসা তোমার জন্য!
মন ছুঁয়ে গেলো, ছোট বেলা থেকে এই কবিতাটা অসংখ্যবার শুনেছি অনেক বাচিকশিল্পীর কন্ঠে। এই কবিতার নাম সামনে আসলেই আমার মনে হত সেই একই ধারায় পড়বেন সবাই, খুব একঘেঁয়েমিতে ছিলাম কবিতাটা নিয়ে আর অপেক্ষায় ছিলাম কেউ একজন এসে এই ধারাটাকে বদলে দিয়ে কিছু করবেন। আজ শুনে অপেক্ষা অবসান ঘটলো আমার। অনেক ভালোবাসা দিভাই❤
দিদি তোমার আবৃত্তিগুলো শুনলে কেমন যেন হারিয়ে যায়। কি যেন একটা মায়া লুকিয়ে আছে। আসলেই অনবদ্য। নমস্কার দিদি।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩থেকে জানাই নাম জানা অজানা সকল ফুলের শুভেচ্ছা।
One of my favourite kobita, and favourite bachik silpi. ata sundar voice apner didi, sunle mone anek sakti pai. aro natun kobita soner jonno apekhay rail am.
Khub proyojon er kotha ta mone pore gelo ...ai abritti ta sune ...or golatei sunte pochondo kortam......ar ki oi suniechilo prothom ....aaj ar se nei ....kintu tar ai kotha gulo mone pore 😞😞
অপূর্ব লাগে আপনার recitation। অসংখ্য বার শুনেছি 'বছর চারেক পর' আবৃত্তি টি। আর একটি বার ও চোখের জল আটকাতে পারিনি। অসম্ভব সুন্দর হয়েছে এটিও, কেবল মাত্র ভিডিওর শুরুর দিকে background music এর volume টি আর একটু কম হলে আরো শ্রুতি মধুর হতো বলে আমার মনে হয়।। 😊 আপনার পরের video এর অপেক্ষায় রইলাম।😊
এই যুগে এসেও যারা কবিতা শুনে তারাই কেবল লাইক করবে ❤
কবিতা শুনলে প্রান জুড়িয়ে যায়
মানুষের জীবনে সব কিছুই সাময়িক।অনুভূতি,প্রকাশ,কষ্ট,দুঃখ,আনন্দ,বেদনা সবই সাময়িক।শুধু এমন কিছু সৃষ্টি,এমন কিছু কবিতা,এমন কিছু কণ্ঠই চিরস্থায়ী।
কেউ কথা রাখেনি,
তেত্রিশ বছর কাটলো,
কেউ কথা রাখেনি।
ছেলেবেলায় এক বোষ্টুমি
তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল
কিন্তু সেই বোষ্টুমী আর এলো না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।
মামা বাড়ির মাঝি নাদের আলি বলেছিল,
বড় হও দাদাঠাকুর,
তোমাকে আমি তিনপ্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে।
নাদের আলি, আমি আর কত বড় হবো?
আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে
আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?
একটাও রয়্যাল গুলি কিনতে পারি নি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে
লস্করবাড়ির ছেলেরা।
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব,
অবিরল রঙের ধারার মধ্যে
সুবর্ণ কঙ্কণ-পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে,
আমার দিকে তারা ফিরেও চায় নি,
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন,
দেখিস, একদিন আমরা ..
বাবা এখন অন্ধ,
আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স,
সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না।
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ রকম আতরের গন্ধ হবে।
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়,
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম
তবু কথা রাখেনি বরুণা,
এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যেকোনো নারী।
কেউ কথা রাখেনি,
তেত্রিশ বছর কাটলো,
কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনা।
vii kobita ta apni vol koray likcen
❤
❤❤❤
😊🥰❤️
ভাই কপি হয়না কেন?
আপনার সব কবিতার মাঝে বছর চারেক পর আর কেও কথা রাখেনি যখনই শুনি, মনে হয় প্রথমবার শুনছি। আপনার কণ্ঠ বুকের ভিতর কেমন সব নাড়িয়ে চলে যায়। ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভাবেই আমাদের মন প্রাণ জুড়ে থাক আপনার কণ্ঠ।
সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা :
"কেউ কথা রাখেনি"
#HRIDOYERKOBITA13
সত্যি🥰
ছলনাময়ী নারী কবিতা...
th-cam.com/video/pxNYFmXrhx8/w-d-xo.html
সনিয়া কবিতা...
th-cam.com/video/rYOmJpybfXY/w-d-xo.html
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
বেকুব কোথাকার ! এইগুলা শয়তানের অনুভূতি যা তোমাকে অতি সহজে জাহান্নামে নিয়ে যাবার জন্য যথেষ্ট !
আপনার কণ্ঠে কবিতাগুলো শুনতে শুনতে যেমন কেঁদে ফেলি ...ঠিক তেমনি কবিতাটা শেষ হয়ে গেলেও একটা অন্য ধরনের কান্না আসে😢❤️
th-cam.com/video/_bsSL9ahor4/w-d-xo.html
bujhlam
ছলনাময়ী নারী কবিতা...
th-cam.com/video/pxNYFmXrhx8/w-d-xo.html
সনিয়া কবিতা...
th-cam.com/video/rYOmJpybfXY/w-d-xo.html
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
Sotti tai
আপনার কবিতা টি খুব খুব সুন্দর হয়েছে। 🙏❤️
সত্যিই কেউ কথা রাখেনা,,,মানুষ কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য।।🙂
কেউ কথা রাখেনি কবিতাটা শুনতে শুনতে কখন যে চোখ দিয়ে জল বেরিয়ে এলো 🙂💔
অনেক অনেক ধন্যবাদ ম্যাম এমন সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেওয়ার জন্যে ♥️♥️
যতবার ই শুনি কবিতাটা অসম্ভব ভালো লাগে। এজন্য আরো বেশি ভালো লাগে আমার জীবনের সাথে মেলে।
বেস্ট আবৃত্তি অনেক শুনেছি এই কবিতার আবৃত্তি। এটা শুনে চোখে জল চলে এসেছে।
চোখওতো পানি আইসাইথাকে
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
একজীবনে আর কতো কতো মুগ্ধতায় ভরাবে দিদি!! তুমি ভালো থেকো সবসময় আর এভাবেই মুগ্ধতায় ভরিয়ে দিও। 💞
অনেক ভালোবাসা, শুভকামনা তোমার জন্য। 💞
ছলনাময়ী নারী কবিতা...
th-cam.com/video/pxNYFmXrhx8/w-d-xo.html
সনিয়া কবিতা...
th-cam.com/video/rYOmJpybfXY/w-d-xo.html
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
@@nababnasim2201 th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
কিছু কবিতা শোনার পর ভাষা হারিয়ে যায়।শুধু বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে হঠাৎ,চোখের কোণ ভিজে যায় অজান্তেই।অনেক ভালোবাসা থাকলো তোমায় ও পুরো টিমকে দিদি..❤
কথা রাখবে ভাবতে ভাবতেই জীবনটা শেষ হয়ে যায় তাও
লোকে আশা করা ছাড়েনা…
অপূর্ব কন্ঠস্বর ও বাচনভঙ্গি..অনেক শুভেচ্ছা
আমার সবচেয়ে প্রিয় কবিতাগুলির মধ্যে একটা।এই কবিতাটির উপস্থাপনাটি আমার অন্যান্য সমস্ত কবিতার চেয়ে সবচেয়ে ভালোবাসা দিয়ে বানানো।প্রিয় কবি এভাবেই ভালোবাসায় বেঁচে থাকবেন।❤️
সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা :
"কেউ কথা রাখেনি"
#HRIDOYERKOBITA13
এই কবিতার যতোগুলো আবৃতি শুনেচি এটাই সেরা।
th-cam.com/video/fBp0forvYKo/w-d-xo.html
সত্যি দিদি তোমার আবৃত্তি শুনে চোখে জল এসে গেল। আবৃতি তো নয় যেন গোলাপের উপরে ছাড়া ভোরের শিশির। একটা কথা মানতেই হবে তোমার কন্ঠে জাদু আছে দিদি জাদু আছে।❤️❤️❤️❤️
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
অনেক কথা স্মৃতি হয়ে জমা ছিল, আজ সে গুলো আবার মনে ঝড় বয়ে আনল।
কথা কেউ রাখেনি, সত্যি র কাছে কথা হার মানল। মন নিয়ে সবাই খেলতে পারেনা, যারা পারেন তারা কথা রাখেনা।
খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
আমার খুব পছন্দের কবিতাটা, তোমার গলায় শুনে ভালোলাগাটা আরও দ্বিগুন হয়ে গেল।
th-cam.com/video/Egow_SkcskQ/w-d-xo.html
Opurbo...
Tumi jemon misti😍tomar abriti o khub sundor.....💖🧡💛💚
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।
মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর
খেলা করে!
নাদের আলী, আমি আর কত বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন প্রহরের বিল দেখাবে?
একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!
ভাই কবিতার লেখক কে?
Thanks
ছলনাময়ী নারী কবিতা...
th-cam.com/video/pxNYFmXrhx8/w-d-xo.html
সনিয়া কবিতা...
th-cam.com/video/rYOmJpybfXY/w-d-xo.html
@Khatuney Zannat plz mention this book name??
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
সত্যি খুব সুন্দর হৃদয় ছুঁয়ে গেল। এটা শুনে চোখে জল চলে এসেছে আমার ।
*এমনিতেই কবিতাটি আমার ভীষণ প্রিয় অনেকেই আবৃত্তি করেছে শুনেছি মুনমুন দির কণ্ঠে তো শুনতেই হবে। অসাধারণ হয়েছে আবৃত্তি। শুভ কামনা।*
ধন্যবাদ বন্ধু,,,, দিদির পাঠ সত্যিই অসাধারণ।
আমিও পাঠ করেছি প্লিজ আসবেন চ্যানেলে।
খুবই আবেগী কথাগুলো.. প্রতিটা কথাই কলিজায় লাগার মতো, শুনে দেখুন “খুশির মা”
th-cam.com/video/QLaD7OxMFXY/w-d-xo.html
সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা :
"কেউ কথা রাখেনি"
#HRIDOYERKOBITA13
আপনার কণ্ঠে কবিতার কথা কবিতার ভাষা কবিতার বোধ এক অন্য মাত্রায় আমাদের পৌঁছে দেয়।
সত্যিই আমারা অভিভূত।
দিদি, তোমার আবৃত্তি শুনেই আবৃত্তি শেখার সাধ জেগেছিল... আরো অনেক বড়ো জায়গায় যেতে চায়... ঠিক তোমারই মতোন করে...
You are my inspiration...
যেমন অসাধারণ লেখা সুনীল বাবুর তেমনই অপূর্ব আবৃত্তি আপনার ❤❤❤
অসম্ভব সুন্দর বাচনভঙ্গি আর আবৃত্তি।
চোখ দিয়ে অনবরত জল এসে পড়ে, নিজের অজান্তেই।
বাংলাদেশ থেকে, ভালোবাসা রইল❤️❤️।
th-cam.com/video/Egow_SkcskQ/w-d-xo.html
অসাধারণ কণ্ঠ
আবৃত্তি সুনতে সুনতে কোথায় হারিয়ে গেলাম অচিনপুরে।
কাঁদিয়ে ফেললে দিদি।
উনার কণ্ঠে কবিতাগুলা প্রাণ ফিরে পায়😍
ছলনাময়ী নারী কবিতা...
th-cam.com/video/pxNYFmXrhx8/w-d-xo.html
সনিয়া কবিতা...
th-cam.com/video/rYOmJpybfXY/w-d-xo.html
Osadharon didi khub sundor bollen, outstanding throwing, "baba kadhe hat rekhe bolechilo" Ay jaygata ato sudor bollen mon sporso korlo.
চোখে- মুখে- কণ্ঠে এক অসাধারণ দীপ্তি।♥
মুগ্ধ হলাম দিদি, অসম্ভব সুন্দর ♥
Amar abriti golo dekben ai channel a
খুবই আবেগী কথাগুলো.. প্রতিটা কথাই কলিজায় লাগার মতো, শুনে দেখুন “খুশির মা”
th-cam.com/video/QLaD7OxMFXY/w-d-xo.html
সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা :
"কেউ কথা রাখেনি"
#HRIDOYERKOBITA13
খুব প্রিয় একটা কবিতা আর তার সাথে আপনার মুগ্ধ করা গলা❤️
মনটা ছুঁয়ে গেলো
Life is strange, some people come in our Life. They make us happy, they make us laugh, they teach us to live, they teach us to love and then someday they go away. Neither You can call them back, nor you can forget them. You just live with the memories you have with you. You remember those beautiful moments, smiles and sighs..and LIFE GOES ON! 😢😢
G to
Eto darun voice apner mugdho hoa sunte echa kore..
Ma'am with all due respect...apnar sob poetry gulo sunlam..ar apna preme pore gechi..🙏🙏🙏
th-cam.com/video/_bsSL9ahor4/w-d-xo.html
Khuub valo lage tomar kobita gulo.... khub sundor... oshadharon feelings
জয় হোক তোমার কন্ঠের, মহিয়সী 😍😍❤️
Khoob sundor didivai.tumi aro agiye jao.tomar misti kantho mone aloron jagai.
বাঁশির আওয়াজটা বেশিই প্রকট মনে হলো। বিশেষ করে প্রথম দিকে বাঁশির শব্দের জন্য আবৃত্তিতে মনোযোগী হতে কষ্ট হচ্ছিলো।বরাবরের মতো আবৃত্তি অনবদ্য ছিল।♥
Onek sundor mon chuye jay
অত্যন্ত সুন্দর✨! আপু, আপনার এই কবিতা আবৃত্তি দেখে শিক্ষা নিয়ে আমি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছি। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ✨❤️
Didi, ami er aage kono dino ebhabe abritti sunini.....dhonnobad aapnake.....didi,you have God gifted voice and the way of recite and the superb musicians who make your recitation LIVE
আপু আপনার কন্ঠ ভয়ংকর !!!
Keep it uP !!
বাংলাদেশ থেকে !!!! 🇧🇩❤🇧🇩
th-cam.com/video/Egow_SkcskQ/w-d-xo.html
কবিতা কখনও পুরাতন কোনো বিষয় নয়
কবিতা তো কবিতা, কবিতা হলো জীবনের একটি অংশ❤ চমৎকার
আজ দু - আড়াই বছর হলো ,নিয়মিত শুনি ।যত বার ই শুনেছি ততবার ই দম বন্ধ হয়ে চেপে রাখা আর্তনাদ নিয়ে কেঁদেছি মাঝে মাঝেই ।। 🙂
এই আবৃত্তিটা তোমার গলায় শোনার ইচ্ছা ছিলো অনেক দিন থেকে। আজ আশা মিটলো।
ধন্যবাদ মুনমুন দি। 😊😊💜💜🙏🙏🙏🙏
খুবই সুন্দর দিদিভাই।তোমার এই style টাই আমার খুব পছন্দ।এটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে দূর ভবিষ্যতে।
অসাধারণ আবৃতি। আমার লেখা আমার আবৃতি কবিতা আমার লেখা প্রেমের কবিতা "যবনিকা" আমার আবৃতি। কবিতাটি শুনে কমেন্টস করে সাবস্ক্রাইব করলে খুশি হবো।।
গায়ে কাটা দেয়। আপনার কবিতা আবৃত্তি খুব ভালো লাগে
সদ্য এক প্রতিশ্রুতি ভঙ্গের বাণে আহত হয়েছি। তাই আরও বুকে এসে লাগলো কবিতাটা। দিদি 💙💙💙💙
প্রিয় কবিতা গুলির মধ্যে অন্যতম একটি হলো এই কবিতাটি। আপনার কন্ঠে শুনে নতুন করে আরও ভালো লাগলো❤
"কেউ কথা রাখেনি" কবিতাটির সম্পূর্ণ Lyrics :
কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো
কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে।
তারপর চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, সেই বোষ্টুমী আর এলো না।
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।
মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর তোমাকে আমি তিনপ্রহরের বিল দেখাতে নিয়ে যাবো।
যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে ।
নাদের আলী আমি আর কত বড় হবো?
আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে ?
একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো,
লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরের রাস উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা
কতরকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি।
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলে ছিলেন দেখিস আমরাও....
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই...
সেই রয়্যাল গুলি ,সেই লাঠি লজেন্স ,সেই রাস উৎসব
আমায় কেউ ফিরিয়ে নেবে না ।
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যে দিন আমায় সত্যিকারের ভালোবাসবে
যেদিন আমায় বুকেও এই রকম আতরের গন্ধ হবে।
ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়,,
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ টা নীল পদ্ম,
তবু কথা রাখেনি বরুণা,
এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ,
এখনো সে যে কোন নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনা , কেউ কথা রাখেনা,,!!
Thank you so much
অসম্ভব ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে
Subscribers
ধন্যবাদ অসংখ্য
Kolome apni mane eto sunil babur kobita
অনেকদিন অপেক্ষায় ছিলাম খুব প্রিয় কবিতা টা পছন্দের আবৃত্তিকারের মুখে শুনবো। দিদি সত্যিই অসাধারণ
ভালবাসার একজন মানুষ...
ভালবাসা অভিরাম❤
Love u di. Jotobar tomar kobita suni totobari mone hoi bastobtake dekhchi, sunchi. Mon chuie jai. Lots of love to u 😍
দিদিয়া তোমার প্রতিটা আবৃতি হৃদয় ছুয়ে যায় 💓
Golar sobdho gulo..........voice......gayr kata dei......asomvob sundor apnr voice o bolar dhoron
শরীরে শিহরণ জাগিয়ে দিল। অসাধারন। 💜💔💘💜💔👹
দিদি ভাই তোমার কন্ঠে যখন কবিতা গুলোর আবৃতি শুনি সত্যিই আমি খুবই মুগ্ধ হই। অসাধারণ আবৃত্তি দিদিভাই।।
তোমার আবৃত্তি আমার এতো ভালো লাগে যে পাগলের মতো শুধু শুনতে থাকি আর অপেক্ষায় থাকি আবার কবে নতুন কবিতা শুনতে পাবো তোমার আবৃত্তিতে! অনেক ভালোবাসা তোমার জন্য!
th-cam.com/video/lW-4x4nTeaE/w-d-xo.html
শুনুন Kabita Rokomari এর "কেউ কথা রাখেনি" আর নিজের ভালো লাগা কে সমৃদ্ধ করুন
Darun laglo.khub valo.
মন জুড়ে গেল কবিতাটা শুনে।
আপনার আবৃত্তি সকলের থেকে আলাদা...খুব ভালো লাগে আমার।
The way of your recitation is really amazing
অসাধারণ আবৃতি। আমার লেখা আমার আবৃতি কবিতা আমার লেখা প্রেমের কবিতা "যবনিকা" আমার আবৃতি। কবিতাটি শুনে কমেন্টস করে সাবস্ক্রাইব করলে খুশি হবো।।
Khub sundor mam apnar abritti khub sundor lage apner gala asadharon wonderful 🙏🙏 apni sob somoy amer abritri te inspiration 🙏🙏
অসাধারণ.. ❤
th-cam.com/video/_bsSL9ahor4/w-d-xo.html
অসাধারণ একটা আবৃত্তি শুনলাম পুরো মন ছুঁয়ে যাওয়া একটা অসাধারণ আবৃত্তি.....আর দিদি তোমার গলা!!!! কোনো কথা হবে না 😍😍😍😍😍😍
সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা -
"কেউ কথা রাখেনি"
#HRIDOYERKOBITA13
আপনার গলাটা ভীষণ পরিষ্কার।। ❤️❤️
মন ছুঁয়ে গেলো, ছোট বেলা থেকে এই কবিতাটা অসংখ্যবার শুনেছি অনেক বাচিকশিল্পীর কন্ঠে। এই কবিতার নাম সামনে আসলেই আমার মনে হত সেই একই ধারায় পড়বেন সবাই, খুব একঘেঁয়েমিতে ছিলাম কবিতাটা নিয়ে আর অপেক্ষায় ছিলাম কেউ একজন এসে এই ধারাটাকে বদলে দিয়ে কিছু করবেন। আজ শুনে অপেক্ষা অবসান ঘটলো আমার। অনেক ভালোবাসা দিভাই❤
এই আবৃতির সাথে তুলনা করতে পারেন th-cam.com/video/tf_Il4dA_-A/w-d-xo.html
Lovely poem Didi.. Remember childhood memories... 👍👍💛💓💓
Sahi bola bhai
কি সুন্দর আবৃত্তি । সত্যি মুগ্ধ হয়ে গেলাম।
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
কি বলব কথা খুজে পাচ্ছি না।যতটা তুমি সুন্দর ঠিক ততটাই সুন্দর তোমার কবিতা বলা।
দিদি তোমার আবৃত্তি গুলো অসাধারণ,,,,তোমার আবৃত্তি গুলো আমার হৃদয় ছুঁয়ে যায়
Your poetry.... just fantastic......i just lost ♥️♥️
অনেকের কন্ঠে বহুল পঠিত এ কবিতার আবৃত্তি শুনেছি। কিন্তু আপনারটাই সেরা আবৃত্তি। আজই প্রথম শুনলাম, বাহঃ কি অপূর্ব আবৃত্তি❤❤
মন ছুয়ে গেলো,জতো বার শুনি ততেই ভালো লাগে 💜💜💜
দিদি তোমার আবৃত্তিগুলো শুনলে কেমন যেন হারিয়ে যায়। কি যেন একটা মায়া লুকিয়ে আছে। আসলেই অনবদ্য। নমস্কার দিদি।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩থেকে জানাই নাম জানা অজানা সকল ফুলের শুভেচ্ছা।
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
"বহুদিন পর দুজনার দেখা হলে,
অজস্র প্রশ্নের উওর হবে কেবল
দীর্ঘশ্বাস"!🖤
অনেক মিস করি সেই সময় ।।।
অসাধারণ দিদি 💜💜
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
কি সুন্দর করে বলো তুমি,'দেখা হল বছর চারেক পর' থেকে শুরু করেছিলাম,চোখে জল আর মুখে হাসিটা এমনিতেই চলে আসে ।
❤️❤️যত শুনি তত মুগ্ধ হই
th-cam.com/video/pJ115POC-Ns/w-d-xo.html
আবৃত্তি
সত্যি মুগ্ধ করেছে এই কবিতা আমার হৃদয়কে।
মন ছুঁয়ে গেল ❤❤
th-cam.com/video/Egow_SkcskQ/w-d-xo.html
কি অসাধাৰণ ৷ অনবদ্য কবিতা আৰু আবৃত্তি ৷ অসমৰ পৰা ৷
দিদি,তোমার কবিতা আবৃত্তি একেবারে মনের কোণে এসে লাগে, অনবদ্য কন্ঠ। ❤❤❤
Tomar kobita sunle.... Mon vlo hoye jay
What a voice 🙂❣️
I really amused 🥺❣️
th-cam.com/video/Egow_SkcskQ/w-d-xo.html
One of my favourite kobita, and favourite bachik silpi. ata sundar voice apner didi, sunle mone anek sakti pai. aro natun kobita soner jonno apekhay rail am.
অসাধারণ একটি আবৃত্তি
প্রথমবার শুনলাম আপু মন ছুয়ে গেল,,,,,,, সত্যিই অপূর্ব। অনেক অনেক শুভ কামনা রইল।❤️❤️❤️❤️❤️
th-cam.com/video/f09TmyGRvUA/w-d-xo.html
U r voice just waooo 😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘.....................i love it 😍😍😍😍
এইরকম কবিতা উপহার দেওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসি
Amazing❤❤ just love your voice di 😘😘
tejxrhxs
দিদি তোমার আবৃতি যতবার শুনি, ততই মুগ্ধ হই, ভালো থেকো তুমি,,,
অসাধরন দিদি।।।। সত্যিই মন ছুয়ে গেল❤️❤️❤️
কি অসাধারণ আবৃত্তি... মুগ্ধতা ছড়িয়ে দিয়ে গেলো মন জুড়ে...
one of my favourite poem🥰😍
Kb sundor abriti......hvyyyyy....very sundor vioce..
i am from Bangladesh..... i am a big fan of yours....love u munmun Ma'am.... 😍😍😍
Wow 😯
I am also a big fan
@@sayanmukherjee6981 yes😍
খুবই আবেগী কথাগুলো.. প্রতিটা কথাই কলিজায় লাগার মতো, শুনে দেখুন “খুশির মা”
th-cam.com/video/QLaD7OxMFXY/w-d-xo.html
Khub proyojon er kotha ta mone pore gelo ...ai abritti ta sune ...or golatei sunte pochondo kortam......ar ki oi suniechilo prothom ....aaj ar se nei ....kintu tar ai kotha gulo mone pore 😞😞
Ashadharon.. @Munmun Di 🎶💗🎶
Sotti appnar aabriti gulo sunle mon bhore jay
অপূর্ব লাগে আপনার recitation। অসংখ্য বার শুনেছি 'বছর চারেক পর' আবৃত্তি টি। আর একটি বার ও চোখের জল আটকাতে পারিনি। অসম্ভব সুন্দর হয়েছে এটিও, কেবল মাত্র ভিডিওর শুরুর দিকে background music এর volume টি আর একটু কম হলে আরো শ্রুতি মধুর হতো বলে আমার মনে হয়।। 😊 আপনার পরের video এর অপেক্ষায় রইলাম।😊
Ekdom sotti
@ Preona Majumder..Amar channel ta ghure aste paren...Amio kobita boli nijer moto kore...Asa kori valo lagbe...
@@SparkUpLife85 খুব ভালো লাগলো আপনার কবিতাগুলো।। 😊👌
@@preronamajumder5818 Thanks...Pase thakun...
Very heart touching poem and also reciting.