কারওয়ান বাজার এ নির্মিত মোগল আমলের মসজিদ ! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #মস‌জিদ #মোগল ‪@Clickthepoint‬
    খাজা আম্বর মসজিদ ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকার মুঘল সুবাহদার শায়েস্তা খান এর প্রধান খোজা,খাজা আম্বর কর্তৃক ১৬৮০ খিষ্টাব্দে নির্মিত একটি মসজিদ।
    মসজিদটিতে দুটি শিলালিপি আছে। কেন্দ্রীয় মিহরাবের উপরে স্থাপিত প্রথম শিলালিপিতে রয়েছে কুরআনের একটি আয়াত। আর কেন্দ্রীয় প্রবেশপথের উপরে বাইরের দিকে স্থাপিত দ্বিতীয় শিলালিপিতে নির্মান সাল উল্লেখ আছে।
    মসজিদটির নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয় কারুকাজময়। তিন গম্বুজের এ মসজিদ ভূমি থেকে প্রায় ১২ ফুট (৩.৬৬ মি) উঁচু একটি উত্তোলিত মঞ্চের পশ্চিম অর্ধাংশজুড়ে অবস্থিত। এ ভিত্তিমঞ্চের শীর্ষে রয়েছে বদ্ধ পদ্ম-পাপড়ি নকশার একটি সারি। এর চারকোণে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ববুরুজ। অষ্টভুজাকৃতির বুরুজগুলো ভিত্তিমঞ্চের চেয়ে সামান্য একটু উঁচু এবং এগুলোর শীর্ষে রয়েছে ছোটো ছোটো গম্বুজ। পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তৈরি ফ্রেমবিশিষ্ট খিলানযুক্ত একটি তোরণ পর্যন্ত পৌঁছানো যায়। এ সিঁড়িপথের ডান দিকে খাজা আম্বরের খননকৃত কূপটি ছিল, তবে বর্তমানে এটিকে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। ভিত্তিমঞ্চের পূর্বদিকে রয়েছে খাজা আম্বরের সমাধি। আদিতে এখানে শুধু পাথরের তৈরি কবর ফলক দৃশ্যমান ছিল। তবে বর্তমানে এর উপরে ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে।
    প্রাচীন এ মসজিদে এখনো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মুসলি্লরা। কিন্তু অযত্ন, অবহেলা এবং যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে পুরনো এ মসজিদের প্রকৃত সৌন্দর্য ও জৌলুশ। প্রত্নতত্ত্ব বিভাগও খোঁজ নেয়নি মসজিদটির। ফলে অগোচরেই পড়ে আছে ঐতিহাসিক স্থাপনাটি।কারওয়ান বাজার এ নির্মিত মোগল আমলের মসজিদ !
    #মস‌জিদ #মোগল @Clickthepoint

ความคิดเห็น •