কি আছে ভিতরে ? ধর্মরা‌জিক বৌদ্ধ‌বিহার বাসা‌বো,ঢাকা @clickthepoint

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #ধর্মরা‌জিকবৌদ্ধ‌বিহার #clickthepoint
    ষাটের দশকে রাজধানী ঢাকায় নির্মিত হয় বাসাবো বৌদ্ধবিহার। কেবল বাসাবোই নয়, দূর-দূরান্ত এমনকি অন্য বিদেশ থেকেও এখানে বৌদ্ধধর্মাবলম্বীরা আসেন প্রার্থনার জন্য।মন্দিরটির ভেতরে রয়েছে একটি পুকুর যার সামনেই রয়েছে গৌতম বুদ্ধের বিশাল এক মূর্তি। ঢাকার সবচেয়ে পরিচিত বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম।জানা যায়, এই মন্দিরে স্থানীয় শিশুদের নাচ-গানও শেখানো হয়। বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের উদ্যোগেই ১৯৬০ সালে এই বৌদ্ধ বিহারের যাত্রা শুরু হয়।
    যুদ্ধ পরবর্তী সময়ে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এখানে গড়ে তোলে নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। আর ধর্ম বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে আহত ও অনাথ শিশুর জন্য প্রতিষ্ঠা করা হয় ধর্মরাজিক অনাথালয়। যা এখনও চলমান। এমনকি রোজার সময় এখানে শিশুসহ অসহায়দের ইফতারও দেওয়া হয়ে থাকে নিয়মিত।
    কি আছে ভিতরে ? ধর্মরা‌জিক বৌদ্ধ‌বিহার বাসা‌বো,ঢাকা ‪@Clickthepoint‬
    #ধর্মরা‌জিকবৌদ্ধ‌বিহার #clickthepoint

ความคิดเห็น • 3

  • @mdalam-ig5fy
    @mdalam-ig5fy 2 ปีที่แล้ว +3

    ধ্যান জ্ঞ্যন এর তীর্থ

  • @MediaExpertbd
    @MediaExpertbd 2 ปีที่แล้ว +2

    Nice place.

  • @Clickthepoint
    @Clickthepoint  ปีที่แล้ว +1

    ষাটের দশকে রাজধানী ঢাকায় নির্মিত হয় বাসাবো বৌদ্ধবিহার। কেবল বাসাবোই নয়, দূর-দূরান্ত এমনকি অন্য বিদেশ থেকেও এখানে বৌদ্ধধর্মাবলম্বীরা আসেন প্রার্থনার জন্য।মন্দিরটির ভেতরে রয়েছে একটি পুকুর যার সামনেই রয়েছে গৌতম বুদ্ধের বিশাল এক মূর্তি। ঢাকার সবচেয়ে পরিচিত বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম।জানা যায়, এই মন্দিরে স্থানীয় শিশুদের নাচ-গানও শেখানো হয়। বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের উদ্যোগেই ১৯৬০ সালে এই বৌদ্ধ বিহারের যাত্রা শুরু হয়