একদম মনের কথাটি বলেছেন দাদা!আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান ছিল এটা!পারতপক্ষে মিস করতাম না!আচ্ছা তারা বাংলা চ্যানেলটি বন্ধ হয়ে গেছে নাকি!আমাদের এখানেতো এখন আর পাইনা।
@@prosenjitdeb1034 চ্যানেলটি আছে।কিছুটা স্বাদ মিটতে পারে ডি ডি বাংলার একই রকম একটি অনুষ্ঠান হয়,সেটা দেখলে।সকালে লাইভ হয়,রাত এগারোটা থেকে রিপিট টেলিকাস্ট।
Ahaaha , Pandit ji JUST LOVE YOUR SINGING , anytime , any day, your singing is so versatile , that we common person like to listen good singing , just become spellbound . Also the philosophy you said , absolutely to follow ,we just love you and respect you .
অপূর্ব এক অনুষ্ঠান, মন ভরে গেল, শুধু দু:খ এটাই এতো ভালো একটা চ্যানেল ডাকাতদের হাতে পড়ে অকালে শেষ হয়ে গেল। মৈত্রেয়ীর মত বাচিক শিল্পীর অনুষ্ঠানে বঞ্চিত হলাম।
+sree bose did wait a min... th-cam.com/video/0zftNo8kAeA/w-d-xo.html here is the another part... I will upload rest of the the part soon as possible..
একবার বিরাজ গো মা,
হৃদি কমলাসনে।।
তোমার ভুবন-ভরা
রূপটি একবার,
দেখে লই মা নয়নে।।
কমলাসলে;
একবার বিরাজ গো মা,
হৃদি কমলাসনে।
তুমি অন্নপূর্ণা মা,
শ্মশানে শ্যামা,
কৈলাসেতে ঊমা,
তুমি বৈকুন্ঠে রমা
ধর বিরিঞ্চি-শিব-বিষ্ণু রূপ,
সৃজন লয় পালনে।।
কমলাসলে;
একবার বিরাজ গো মা,
হৃদি কমলাসনে।
তুমি পুরুষ কি নারী
বুঝিতে নারি,
স্বয়ং না বুঝালে
তা কি বুঝিতে পারি।।
তুমি আধা রাধা অাধা কৃষ্ণ,
সাজিলে বৃন্দাবনে।।
কমলাসলে;
একবার বিরাজ গো মা,
হৃদি কমলাসনে।
তুমি জগতের মাতা,
যোগীজনানুগতা,
অনুগত জনে কৃপা কল্পলতা।।
তোমায় মা ব'লে ডাকিলে,
নাকি কোলে নাও ভক্তজনে।।
কমলাসলে;
একবার বিরাজ গো মা,
হৃদি কমলাসনে।
দুঃখ দৈন্যহারিণী,
চৈতন্যকারিণী,
অন্য কিছুই চাইনা,
বিনা চরণ দু'খানি।।
আমি প্রেম-সরোজে
সাজাব পদ,
বাসনা মনে মনে।।
কমলাসলে;
একবার বিরাজ গো মা,
হৃদি কমলাসনে।
পরিব্রাজক ভিখারী,
সাধ মনেতে ভারী,
মধু হাসিমাখা মার,
মুখখানি হেরি।।
বসে মায়ের কোলে,
'মা' 'মা' বলে,
মাতিব যোগধ্যানে।।
একবার বিরাজ গো মা,
হৃদি কমলাসনে।
তোমার ভুবন-ভরা
রূপটি একবার,
দেখে লই মা নয়নে।।
একবার বিরাজ গো মা,
হৃদি কমলাসনে।।
(কথা-স্বামী কৃষ্ণানন্দ
শিল্পী-নরেন্দ্রনাথ সরকার)
মা আছেন আর আমি আছি ভাবনা কি আর আছে আমার🙏🙏🙏🙏
মাগো কৃপা করো মা সকোলকে ভালো রেখো, আমার প্রণাম রইল তোমার শ্রী চরণে!!🙏🏽🌺🍀🌺🍀🌺🙏🏽
এটি ত্রৈলোক্যনাথ ভট্টাচার্যের রচিত গান, আজও প্রথামত বর্দ্ধমানের রায়নায় রচয়িতার ইষ্ট পূজার সময় গাওয়া হয়।
আর ত্রৈলোক্যনাথ ভট্টাচার্য্য কথাটা লিখেছিলেন "তুমি আধা কালী আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে।"
Pronam janai Guruji ke
@@sisirkumardas7270 o
কি ভক্তি পন্ডীত জি এর কণ্ঠে, অসাধারণ লেগেছে, অসাধারণ শ্যামা সঙ্গীত 👌👌🌹🥀⚘🌷💐🌼🌸🌻💮🌺🏵
❤❤ জয় মা আদ্যাশক্তি মা সারদেশ্বরী মা ,একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে ,❤❤ জয় মা ❤❤ জয় মা❤❤
অবশ্যই শ্রী অজয় চক্রবর্তী এই গানটি ভালো গেয়েছেন তবে বেলুড় মঠের শ্রী শ্রী কৃপা নন্দ মহারাজের মতন সুন্দর এই গানটি আর কেউ গাইতে পারে নি
একদম ঠিক বলেছেন। যদিও অজয় বাবু আমারও প্রিয় ও প্রনম্য শিল্পী ।
Amio ekmot.
Akdom thik
একদম ঠিক বলেছেন, সব গানেই পান্ডিত্য দেখাতে গেলে ভক্তিভাব আর থাকে না
সত্যিকারের একটা ভালো অনুষ্ঠান ছিল,তারা বাংলার" আজ সকালের আমন্ত্রণে"।ভালো কি আর বেশিদিন সয়?তাই বন্ধ হয়ে গেল।
যা বলেছেন।
একদম মনের কথাটি বলেছেন দাদা!আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান ছিল এটা!পারতপক্ষে মিস করতাম না!আচ্ছা তারা বাংলা চ্যানেলটি বন্ধ হয়ে গেছে নাকি!আমাদের এখানেতো এখন আর পাইনা।
@@prosenjitdeb1034 চ্যানেলটি আছে।কিছুটা স্বাদ মিটতে পারে ডি ডি বাংলার একই রকম একটি অনুষ্ঠান হয়,সেটা দেখলে।সকালে লাইভ হয়,রাত এগারোটা থেকে রিপিট টেলিকাস্ট।
@@arpanbhattacharya5484 হ্যাঁ জানি।আর আমি দেখি এই অনুষ্ঠানটি মাঝেমধ্যে।তবে সুরজিৎদা যখন"সকাল সকাল"অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন,তখন নিয়মিতই দেখতাম।
স্বামী কৃপাকরনন্দ মহারাজ, বেলুড় এর কন্ঠে এই গান ও পন্ডিত্ অজয় চক্রবর্তীর গানের মতন হৃদয়স্পর্শী।
মায়ের জন্ম তিথির আগের রাতে শুনলাম।
ধন্যবাদ আজ সকালের আমন্ত্রণে
প্রণাম জানাই
প্রান ভরা গান শুনলাম।
ভীষণ ভাল লাগল।
❤❤
আপনার কন্ঠে গানটি আরো হৃদয়স্পর্শী, প্রণাম গুরুজী
ছোট থেকে শুনি আমার মা ও এ গান করেন।আপনার কন্ঠে গানখানা শুনে মা অভিভূত হয়েছেন।🙏
প্রণাম মা, সবার মঙ্গল করো মা 🌹🥀⚘🌷💐🌼🌸🌻💮🌺🏵
APURBO..ASADHARAN..AMON SUR SPIRITUAL BHAB EXCELLENT..AMI ABSOLUTELY SPELLBOUND..KHOOB BHALO THAKUN AE PRATHANA KORI SATOKOTI PRANAM JANYE
Ahaaha , Pandit ji JUST LOVE YOUR SINGING , anytime , any day, your singing is so versatile , that we common person like to listen good singing , just become spellbound . Also the philosophy you said , absolutely to follow ,we just love you and respect you .
অপূর্ব, অতি বিনম্র নিবেদন...... প্রণাম 🌹 🙏
Mone pore....proti din dekhtam. Abar Suru hok...ai anusthan etai chai
প্রানের প্রণাম গ্রহন করুন।
জয় ঠাকুর, মা,ও স্বামীকে
আমার প্রানে প্রনআমনইও
❤❤❤❤❤❤❤❤❤
Aha mon bhore gelo, Jemon kotha temni apuurbo geyechhen Ajoy mohashoy🙏🙏🙏
Lirik
খুব ভালো লাগলো। 🙏🙏
অসাধারণ ভক্তি গীতি, পণ্ডিতজি 👌👌
পণ্ডিত জী গান শুনতে শুনতে মন ভালো হয়ে গেল ❤❤
Àpurba Joy maa🙏🙏🌺🌺
এমন গুনি শিল্পী গান শুনে মন ভালো লাগালো।
এমন গানে সুরে আত্মা শুদ্ধ পবিত্র হয়ে যায় !
অসাধারণ পরিবেশনা ।❤❤❤
Guruji tomar gan touched my life.
মন কতটা সৎ সরল স্বচ্ছ হলে এই গান করাযায় !!!!
অসাধারণ মনটা জুড়ে গেলো 🙏
অসাধারণ, আমার প্রণাম নিবন।
akdom thik kotha.amader ma bhawni achen.pujo te ai gan ta sobai mile gai.
অসাধারণ!!!!!!!!
অপূর্ব !🙏
👏👏খুব ভালো লাগলো।
Amader Maa Saroda e adi shakti bhagoboti
♥️♥️♥️ Khub Sundor.
মা কি এই আকুতি না শুনে থাকতে পারেন!!!
অসাধারণ ♥️
জয় মা মহামায়া
Pranam
Joy Netai Joy Gour Joy Ma Sarada
মা আপনার হৃদ কমলে তো বসবেন ,না হলে এত দরদ আসবে কেমন করে
জয় মা মহামায়া কৃপা করো মা ।
full of bhakti. gayan pronam
Oshadharon 🙏🙏
অপূর্ব এক অনুষ্ঠান, মন ভরে গেল, শুধু দু:খ এটাই এতো ভালো একটা চ্যানেল ডাকাতদের হাতে পড়ে অকালে শেষ হয়ে গেল। মৈত্রেয়ীর মত বাচিক শিল্পীর অনুষ্ঠানে বঞ্চিত হলাম।
Sir amader khama korben, Ami jeno mayer kache eivabe thakte pari
অপূর্ব
Ei gaan ti amar khub pachend
Thanks a lot for sharing this treasure. Pl upload the full program, if u have.
+sree bose did wait a min...
th-cam.com/video/0zftNo8kAeA/w-d-xo.html
here is the another part... I will upload rest of the the part soon as possible..
THANKS ONCE AGAIN. EAGERLY AWAITING THE NEXT UPLOAD.
অপূব এই গানটি।।
..
জয় মা জয় মা জয় মা
Guru ji Pronab braven thank you so much nice song
Guru ji pronam neben Thank you so much nice song
Really good
জয় জয় মা
Oshadharon.....
Darun osadharan
❤Pronam Pandit Ji❤
Khub sundor laglo
মন ভরে গেলো ।
চমৎকার।
out of this world!
প্রনাম গুরুজী 🙏
খুবসুনদর
opurbo.joto suni aro sunte icche kore
খুব পেলব কন্ঠ। তবে স্বামী কৃপাকরানন্দজীর
কন্ঠে গানটি অন্য মাত্রা পেযেছে।পন্ডিতজীর
বিশ্লেষণ অনবদ্য।
Pronam guruji
Ki je shanti r ei gaan ta
Unparallel
Apurba joy ma saber mongol koro
Khub khub khub Ananda palam
👍👌🙏🙏 Joy maa Durga 🙏🙏
জয় মা
Osadharan guruji
Apurbo.Amar pronam janai.ki sundor
ধন্যবাদ।
Asadharon.
Guruji @🙏🙏🌹
Guruji
Asadharan
Apurba gaan
Opurbo opurbo 🙏🙏🙏
Very nice fine
কত সুন্দর
আহা ❤
Shatty kubsundar gaan
Apurba
Ajayda pronam nin.
Aha🙏🏻
❤❤❤❤❤❤❤❤
Joy ma kali
Verynice
Aaha apurba
🙏🙏🙏🙏🙏 maà
Aha aha .
Guruji 🙏🙏🙏
Vab na hole hole hoi.....emon gan sune vab ase......
জয় মা।
প্রনাম জানালাম
ASADHARN...
❤
Aha chittwa shuddhi hotey pare emon gaan shunle
🙏🙏🙏🙏🙏
Aage bhabtam shudhu Nazrul Shangeet shunbo taar golai, ekhon shabi bhalo laage taar konthe, Respect!