Desher Gaan Jodi Prithibita hoy
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- এই গানের কথা কবীর বকুলের - সুর - শওকত আলী ঈমনের। এই গানটার একটা গল্প আছে। গানটা শুভেচ্ছার শেষ অনুষ্ঠানে গিয়েছিলো। তারপর টেলিভিশন অনুষ্ঠানটা রাজনৈতিক প্রভাবে জোর করে বন্ধ করে দেয় । এই গানটার সবকিছু আমার করা। এডিটিংও। আরশাদের জন্ডিস হয়েছিলো। গানটা আমিই তাই সারারাত ধরে একা একা সিদ্ধেশ্বরীর অফিসে বসে এডিট করেছিলাম। স্টক শট দিয়েছিলেন মিঠু ভাই আর বিটিভির সালেহ ভাই। ঝুমু - আবিদা আপা - পলাশ - আসিফ - বেবী নাজনীন । শিল্পীরাও সেই রকম।