জমিতে বাড়ি, ভবন করা থাকলে যেভাবে হেরন্সের ফর্মূলাতে জমি পরিমাপ করবেন || জমি পরিমাপ পর্ব- ৪৬

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • জমিতে বাড়ি, ভবন করা থাকলে যেভাবে হেরন্সের ফর্মূলাতে জমি পরিমাপ করবেন || জমি পরিমাপ পর্ব- ৪৬
    #জমি_পরিমাপ #Land_Survey

ความคิดเห็น • 117

  • @md.kamruzzamankonok3133
    @md.kamruzzamankonok3133 4 ปีที่แล้ว +2

    ধন্যবাদ ওস্তাদ খুব উপকারী Tutorial.

  • @smsharif4522
    @smsharif4522 4 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌👌গুরু আমার প্রশ্নের ভিডিওটা আপনি করছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতাবোধ মন থেকে ভালোবাসা ও দোয়া রইল আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি। জাজাকল্লাহ।

  • @toriqtawfiq6957
    @toriqtawfiq6957 4 ปีที่แล้ว +2

    সহজ সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ। স্যার
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @landmmeasurement3905
    @landmmeasurement3905 4 ปีที่แล้ว +3

    Sir video টি খুব ভাল হ্য়েছে এবং ভালো ভাবে বুঝতে পেরেছি আর sir আমিও অনেক দিন আগে বলেছিলাম জমির গড় পরিমাপ 100% সঠিক নয় ধন্যবাদ ।

  • @mradmanu
    @mradmanu 4 ปีที่แล้ว +4

    সুপার কোয়ালিটির টেকনিক। আরও টেকনিক শেয়ার করুন যেন সবাই শিখতে পারে। তাহলে সবার উপকার হবে।

  • @ভূমিআইনপরামর্শকেন্দ্র

    আপনি অসাধারণ সত্যিই

  • @amintechbd3611
    @amintechbd3611 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ অনেক অনেক ভাল লাগল।একুরেট মাপটাই অনোক কিছু।

  • @mdalislam3174
    @mdalislam3174 4 ปีที่แล้ว +1

    Very good tutorial, best of luck.

  • @jainulabidin2904
    @jainulabidin2904 4 ปีที่แล้ว +1

    অনেক কিছু শিখলাম স্যার কে অনেক ধন্যবাদ।

  • @rupmiah745
    @rupmiah745 3 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম। স্যার আমি রিকুয়েষ্ট করছি, যে ৪টি সুএ যেমন cos, sin, area এই সুত্র গুলি ম্যানুয়ালি করে খাতায় লিখে একটি ভিডিও দিবেন প্লিজ। অপেক্ষায় রইলাম।ধন্যবাদ অাপনাকে স্যার।

  • @mdalamalamgir9463
    @mdalamalamgir9463 3 ปีที่แล้ว

    ভাল লাগছে

  • @anismia2701
    @anismia2701 4 ปีที่แล้ว +1

    অসাধারণ..
    Love You...Sir♥♥♥

  • @mdballal1498
    @mdballal1498 3 ปีที่แล้ว

    sir apnok thanks

  • @amirulislam4993
    @amirulislam4993 4 ปีที่แล้ว +1

    THANKS ...SIR ...
    USE FULL VIDEO

  • @farshednewaz620
    @farshednewaz620 4 ปีที่แล้ว

    অনেক কিছু জানতে পারলাম স্যার। থ্যাংক ইউ।

  • @jainulabidin2904
    @jainulabidin2904 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার

  • @holya-k8854
    @holya-k8854 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ

  • @mustafamohsin6439
    @mustafamohsin6439 4 ปีที่แล้ว

    ভাল লেগেছে ভাই

  • @f.m.mehedi7799
    @f.m.mehedi7799 3 ปีที่แล้ว

    Thanks vi, learn new Education

  • @mizanurrahman2875
    @mizanurrahman2875 10 หลายเดือนก่อน +1

    Nice

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  10 หลายเดือนก่อน

      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @ruhulaminsarkar8518
    @ruhulaminsarkar8518 3 ปีที่แล้ว

    Thanks

  • @mdalterhussain612
    @mdalterhussain612 3 ปีที่แล้ว

    ছার আপনাকে অসংক ধন্যবাদ ৯০ ডিগ্রী মান বুজানোর জন্য কিনতু ছার আমি ম্যাপে র উপর ইস্টিল এস্কেল দারা কি বাভে মান বের করবো,, আশা করি আপনি দেখাবেন

  • @sharifhossain2425
    @sharifhossain2425 4 ปีที่แล้ว

    ধন্যবাদ, স্যার!

  • @mdmostafizurrahman6130
    @mdmostafizurrahman6130 4 ปีที่แล้ว +1

    ভাই বিযম বাহুর একটা বন্টনের টিউটোরিয়াল তৈরি করে দেখান। যেখানে দুই পরিবারে সমান ভাগ হবে।

  • @mamunsheikh55554
    @mamunsheikh55554 4 ปีที่แล้ว

    ধন্যবাদ দাদা

  • @MDTarek-wy6nt
    @MDTarek-wy6nt 4 ปีที่แล้ว

    sir the law of cosined /the law of sincs/area of triangle এ সূএ গুলো মোবাইল এ্যাপ ছাড়া কাগজে কলমে দেখাইলে ভালো হইত।এবং আমরা শিখতে পারতাম।

  • @creativeeducationcorner1175
    @creativeeducationcorner1175 4 ปีที่แล้ว +1

    Vai chada kothai kinte paoya jabe.dhakai

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว

      সিফাত এন্টারপ্রাইজ, হেমায়েতপুর সাভার অথবা কুরিয়ার সার্ভিস

  • @ভূমিআইনপরামর্শকেন্দ্র

    নদী পরিমাপ বিষয় একটি ভিডিও দেবেন

  • @alaminaj4990
    @alaminaj4990 3 ปีที่แล้ว

    boss jodi jomir majhe bari thake tokhon ki vabe angle ber korbo

  • @chandanhom4090
    @chandanhom4090 2 ปีที่แล้ว

    অনিয়মিত চতুর্ভজের চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কর্ণ কিভাবে বের করবো। দয়া করে জানালে চিরকৃতজ্ঞ থাকবো। আমার সালাম নিবেন।

  • @habiburrahman-ch9hj
    @habiburrahman-ch9hj 4 ปีที่แล้ว

    স্অযার, নেক গুলি পর্বে সিরিয়াল নাম্বার নাই।
    সিরিয়াল থাকলে ভালো হয়।
    ধন্যবাদ

  • @belalsayd6629
    @belalsayd6629 3 ปีที่แล้ว

    vai 100% tik hobeto sar.thanks

  • @nizambinnurislam8226
    @nizambinnurislam8226 4 ปีที่แล้ว

    Super vai

  • @riazsk3755
    @riazsk3755 3 ปีที่แล้ว

    ভাই আমার একটা কথা,কোনটা কোথায় করবো নকসাই না জমিতে ভাই ।আমি বুঝতে পারছিনে

  • @akramhoq9496
    @akramhoq9496 4 ปีที่แล้ว

    বস এ ক্ষেত্রে কি পিতাগোরাসের সূত্র ব্যবহার করে অতিভূজের দৈর্ঘ্য বের করলে হয় না?

    • @Kayes93
      @Kayes93 3 ปีที่แล้ว

      না ভাই। যেহেতু এটি সমকোনি ত্রিভুজ না সেহেতু পিথাগোরাসের সুত্র ব্যবহার করে বের করা সম্ভব না। তবে পিথাগোরাসের সুত্রের বিস্তার অর্থাৎ এ্যাপোলোনিয়াসের সুত্র প্রয়োগ করে যে কোনো বাহুর পরিমাপ নির্নয় করা যায়।।ধন্যবাদ।

  • @foysalahmed1291
    @foysalahmed1291 4 ปีที่แล้ว

    Thanks.!
    App's tar nam ki?

  • @mamunsheikh55554
    @mamunsheikh55554 4 ปีที่แล้ว +2

    ফিতা দিয়ে কিভাবে কোন বের করবো

  • @mdraselhossain580
    @mdraselhossain580 2 ปีที่แล้ว

    এটা কি মিটারে হিসাব করা যায় কি

  • @bdmoonlighttv
    @bdmoonlighttv 5 หลายเดือนก่อน

    এটা Autocads এ করলে….?
    কি এত কিছু লাগবে…?

  • @mdrohul1302
    @mdrohul1302 ปีที่แล้ว

    ভাই অ্যাপসগুলো কিভাবে পাবো প্লে স্টোর থেকে বুঝতে পারছি না

  • @mohammadshakil2177
    @mohammadshakil2177 4 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম।স্যার আমাদের একটা জমি আব্বা বলছেন ২.৫ গন্ডা করে দুইজনের থেকে মোট ৫ গন্ডা কিনেছেন।কিন্তু বছর পাচেক আগে অন্য একটা জমি মাপতে এসে আমাদের জমি নাকি আছে সাড়ে চার গন্ডা।এখন এই জমিটা আসলে কতটুকু আছে,সেটা কিভাবে কোথা থেকে কিভাবে rs খতিয়ানের মালিকের রেকর্ড সহ যাচায় করতে পারি?
    ওখানে একজন দালাল বলতেছে যে জমি কাগজে যা আছে তা সরেজমিনে কম থাকতেও পারে।আমার প্রশ্ন, আসলে কি কম থাকে?বুঝিয়ে বললে উপকৃত হব।ধন্যবাদ

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว

      ভূমি বিষয়ে জ্ঞান আছে এরকম একজন এর শরণাপন্ন হন

  • @MdKhan-mr3im
    @MdKhan-mr3im 4 ปีที่แล้ว +2

    ❤❤

  • @bdlandsurveyor8067
    @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว +3

    স্লো ইন্টারনেট এর জন্য ভিডিও টি আপলোড দিতে ৩ ঘন্টা সময় লেগেছে ।

    • @arifrahaman7234
      @arifrahaman7234 4 ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ।
      1 শতক জমির দাম 20 লাখ,
      .17 শতক জমির দাম কিভাবে বের করলেন বুঝলাম না। যদি কষ্ট করে একটু বলেন....
      অস্সালামালাইকুম

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว

      .17 × 20 লক্ষ

    • @arifrahaman7234
      @arifrahaman7234 4 ปีที่แล้ว +1

      @@bdlandsurveyor8067 আপনাকে ধন্যবাদ।
      এটা আমার বোঝার উচিত ছিল। সোজা একটি বিষয়।
      মাথাটা গুলিয়ে গেছিলো।😁

  • @rjrobiul9226
    @rjrobiul9226 10 หลายเดือนก่อน +1

    Sir Apps er link ta dile vlo hoy

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  10 หลายเดือนก่อน

      ধন্যবাদ।
      play.google.com/store/apps/details?id=com.bdlandsurveyor.rimonsir
      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @rejaulakhan3822
    @rejaulakhan3822 2 ปีที่แล้ว

    স্যার আপনি যে আ্যপ টার নাম বললেন আ্যপ টার নাম টা একটু লিখে দাও আমি ঠিক বুঝতে পারছি না

  • @Sohagshah300
    @Sohagshah300 7 หลายเดือนก่อน

    জমি সট হলে তখন কি করবেন

  • @toriqtawfiq6957
    @toriqtawfiq6957 4 ปีที่แล้ว

    স্যার আপনাদের প্রতিষ্ঠানে কবে নাগাদ আবার সার্ভেয়িং কোর্স শুরু হতে পারে???

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว +1

      দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই

  • @rabiulhossain3650
    @rabiulhossain3650 3 ปีที่แล้ว

    আমার একটা জমির আকার এিভূজ,, তিনবাহূ নিম্নরূপ ১০০" ২০০" ৩০০" ফূট। এখানে মোট জমি কত শতাংশ

    • @Kayes93
      @Kayes93 3 ปีที่แล้ว

      ভাই, ১০০, ২০০ এবং ৩০০ ফুট দিয়ে কোনো ত্রিভুজ আকৃতির জমি হয়না। আপনি হাজার চেষ্টা করেও আকতে পারবেন না। এক্ষেত্রে জমির পরিমান শুন্য শতাংশ।

  • @mamunsheikh55554
    @mamunsheikh55554 4 ปีที่แล้ว +1

    নকশার উপর চাদা দিয়ে কি কোন নির্নয় করা যায় কি না।দাদা

  • @MustafaKhan-xn6nm
    @MustafaKhan-xn6nm 4 ปีที่แล้ว +1

    মহাশয় কটি নকশা হয় একটি তো 16ইঞ্চি 64ইঞ্চি আরও কি হয় থাকলে বলবেন

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว +1

      80" 8" 4"

    • @MustafaKhan-xn6nm
      @MustafaKhan-xn6nm 4 ปีที่แล้ว

      @@bdlandsurveyor8067 তাহলে এগুলির ভিডিও দিলে খুবই উপকৃত হব

  • @mamunsheikh55554
    @mamunsheikh55554 4 ปีที่แล้ว

    দাদা ভাগ বাটোয়ারা নিয়ে ভিডিও করবেন কবে আপনি য়ে ফর্মুলা ব্যাবহার করেন। আপনি তো বলছিলেন ভিডিও করবেন। আর ২/৩ জনের পৃথক পৃথক অংশ সমান ভাবে পরিমাপ কিভাবে করে সেটা বুঝায় দিয়েন।

  • @sharifhossain2425
    @sharifhossain2425 4 ปีที่แล้ว +1

    স্যার!ডিগ্রী জানা না থাকলে ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে সূত্রের মাধ্যমে কর্ণ/অতিভূজ নির্নয় করবো?

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว +1

      video paben

    • @sharifhossain2425
      @sharifhossain2425 4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ! ধন্যবাদ! ধন্যবাদ।!
      অসংখ্য ধন্যবাদ স্যার!
      ভালো থাকেন সুস্থ থাকেন, অনেক কিছু শিখবো আপনার নিকট থেকে ইনশাআল্লাহ্‌। সেই কামনায়।

    • @Kayes93
      @Kayes93 3 ปีที่แล้ว +2

      ভাই শরিফ হাসান, কোণ ছাড়াও বের করা সম্ভব। স্হুলকোনি ত্রিভুজের ক্ষেত্রে এক সুত্র আবার সুক্ষকোনি ত্রিভুজের ক্ষেত্রে আরেক সুত্র ব্যবহার করতে হবে। আবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এ্যাপোলোনিয়াসের সুত্রটি ব্যবহার করে যে কোনো বাহুর দৈর্ঘ বের করা সম্ভব।। ধন্যবাদ

    • @sharifhossain2425
      @sharifhossain2425 3 ปีที่แล้ว

      @@Kayes93 ধন্যবাদ। ভাই।।

    • @wazedali5238
      @wazedali5238 2 ปีที่แล้ว

      @@sharifhossain2425 Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @imrantraders4705
    @imrantraders4705 ปีที่แล้ว

    ভাই সফটওয়্যার এর নামটা দিন

  • @sumitmaiti9783
    @sumitmaiti9783 8 หลายเดือนก่อน

    Apni jinius riman dada

  • @susobhanrafi2693
    @susobhanrafi2693 4 ปีที่แล้ว

    👍

  • @salauddinsala5040
    @salauddinsala5040 4 ปีที่แล้ว

    স্যার কেমন আছেন

  • @mofazzolhossain7049
    @mofazzolhossain7049 4 ปีที่แล้ว

    আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো

  • @entartainwithaminsab
    @entartainwithaminsab 4 ปีที่แล้ว

    এপ্সটির নাম কি? ডাউনলোড লিংক দিন দয়া করে!

  • @allfebrictips9011
    @allfebrictips9011 4 ปีที่แล้ว +1

    স্যার .১৭ শতক জমিতে কত বর্গফুট যায়গা হবে,

  • @isaac123387
    @isaac123387 4 ปีที่แล้ว

    a square + b square = c square formula ki ekhane apply kora jai? Uttor dil a upokar pabo. Thank you.

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว

      na. eta vul

    • @isaac123387
      @isaac123387 4 ปีที่แล้ว +1

      a square + b square = c square formula ki 90 degree kon er khetre projjo?

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว

      @@isaac123387 জি

    • @isaac123387
      @isaac123387 4 ปีที่แล้ว

      @@bdlandsurveyor8067 thank you.

    • @Kayes93
      @Kayes93 3 ปีที่แล้ว

      a2+b2=c2 এটি হলো পিথাগোরাসের ঊপপাদ্য/ সুত্র । সমকোনি ত্রিভুজ ছাড়া সম্ভব না।।

  • @abirvai4923
    @abirvai4923 2 ปีที่แล้ว

    এপস্ এর নাম কি

  • @muhammadrafiqulislamkhan6994
    @muhammadrafiqulislamkhan6994 2 ปีที่แล้ว

    বাড়ির কোন মাপার বিষয়টা পরিষ্কার হয়নি। দ্বিতীয় বিষয়, অতিভূজ বের করতে হলে, ভূমি এবং উচ্চতার কোন ৯০ ডিগ্রী নিতে হয়। এই কোনের উপর দাঁড়িয়ে অতিভূজ বের করা যায়। কোন বাড়ির কোন কোনায় স্কেল মাপলেন সেটা পরিষ্কার হয়নি । সরজমিনে যখন গেলেন, পুরো জায়গাটা ভালো মত দেখিয়ে কোন বাড়ির কোন কোনাটা নিচ্ছেন সেটা দেখালে বিষয়টা পরিষ্কার হতো। ভিডিওর জন্য ধন্যবাদ।

  • @smsharif4522
    @smsharif4522 4 ปีที่แล้ว +1

    👉👉👉👉👉👉গুরু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিও করার সময় বা উপস্থাপনার সময় মন চাই গুরু আপনাকে দেখতে। আর গুরু প্রতি সপ্তাহে you tubeএকটা লাইভ প্রোগ্রাম করা যায় না। কারণ আমাদের অনেক ছোটখাটো প্রশ্ন থাকে যা ভিডিও করা সম্ভব হয়না এসকল ছোটখাটো প্রশlive প্রোগ্রামের মাধ্যমে উত্তর দিতে পারতেন। জি গুরু আমি যেটা বলছি এটা একটু ভেবে দেখতেন কেমন হয় জিনিসটা তাহলে বাংলাদেশের প্রতিটা জেলায় আপনার স্টুডেন্টরা সবাই উপকৃত হতো।আরো অনেক কিছু শিখতে পারতো গুরু।

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว +1

      এই বিষয় টি নিয়ে ইমুতে কথা বলবো জনাব

    • @mohammadshakil2177
      @mohammadshakil2177 4 ปีที่แล้ว

      শরিফ ভাই সুন্দর কথা বলেছেন।এত সুন্দর, অসাধারন কথা বলা মানুষটিকে আমারো দেখতে খুব ইচ্ছে করতেছে।

    • @smsharif4522
      @smsharif4522 4 ปีที่แล้ว

      👉👉👉ইনশাআল্লাহ শীঘ্রই আমি স্যারের সাথে ও আপনাদের সাথে দেখা করব👈

  • @rakibmahmud1466
    @rakibmahmud1466 3 ปีที่แล้ว

    আমি একটি চাদা কিনতে চাই

  • @sukantamishra3723
    @sukantamishra3723 3 ปีที่แล้ว

    App tar name ki sir

  • @MollaTv.1999
    @MollaTv.1999 2 ปีที่แล้ว

    💖💖💖💖💖💖💖💖💖💖🎇💖🎇

  • @MdKhokon-ji9oy
    @MdKhokon-ji9oy 4 ปีที่แล้ว

    Koon = Thita dorle valo hoi , sir.( sorry sir , please don't mind)

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว

      এপস এর নধ্যে কোন A, B, C দিয়ে দেখানো হয়েছে তাই ‌ থিটা ব্যবহার করা হয় নি

  • @miahramjan2581
    @miahramjan2581 4 ปีที่แล้ว

    স্যার ১০৫.৮৯ ফিট কে ইনচিতে কনর্ভাট করলে ১০৫ ফিট ১ইনচি হয়

  • @smalak1591
    @smalak1591 2 ปีที่แล้ว

    please give apps All Triangle Solver

  • @mdjonayed782
    @mdjonayed782 4 ปีที่แล้ว +2

    ভাই আমি আপনাকে পছন্দ করি।আমার একটা বিষয় জানার ছিল যে একটি চার বাহু অসমান জায়গা তিন ভাই ভাগ করে নিবে এবং তারা বলে যে মাঝ কানে ১০ফুট প্রস্ত একটি রাস্ত হবে।যিনি পেছনে থাকবে তার জায়গাটা পরিমাপ করে দেয়ার পর তার সীমানা হইতেই ১০ফুট প্রস্ত রাস্তাটা হারা হারি করে পরিমাপ করে তিন ভাইয়ের অংশ বুঝিয়ে দিতে হবে। রাস্তাটা তিন দিকে দালান দ্বারা আবদ্ধ। এক পাশে প্রস্তর দিকে বাহির হওয়ার জায়গা আছে। ভাইয়া বিষয় টা বুঝিয়ে দিলে কৃতজ্ঞ হব।প্রয়োজ নে ০১৬৮০৩৪৩২৪0

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว +1

      জি এই বিষয় এ ভিডিও পাবেন

  • @mahmudulshibly3246
    @mahmudulshibly3246 3 ปีที่แล้ว

    brother, we want to know and learn about PBM, TBM, RL, bm, mean sea level, leveling, coordinate, GPS, gis, stations,

  • @nasiruddin-fl4pf
    @nasiruddin-fl4pf 4 ปีที่แล้ว

    জনাব বেহুঁশ হয়ে গেলেন না কি নতুন ভিডিও আসছে না যে !

  • @salauddinsala5040
    @salauddinsala5040 4 ปีที่แล้ว

    স্যার আপনার সাতে কি ভাবে কথা বলা জাবে

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว

      চেক ইউটিউবে চ্যানেল এবাউট

  • @nasiruddin-fl4pf
    @nasiruddin-fl4pf 4 ปีที่แล้ว

    আপনার সহকারীর মোবাইল ফোন নম্বর চাইলে দিতে সংশয় করবেন না নিঃশ্চয় ।🌹

  • @Kayes93
    @Kayes93 3 ปีที่แล้ว

    ভাই, গড় পদ্ধতি বলে কোনে পদ্ধতি নেই।এগুলো বানোয়াট একটা পদ্ধতি। কারন বাহুগুলোর পার্থক্য যদি আরও বেশি হয় কিংবা জমির পরিমান অনেক বেশি হয় সেক্ষেত্রে জমির পার্থক্য অনেক বেশি হয়। আমার এলাকায় একটা জমি গড় পদ্ধতিতে করলে ৪৪ শতাংশ হয় আর হেরন্সের সুত্র করলে জমির পরিমান হয় ৩৭ শতাংশ। অর্থাৎ পার্থক্য ৭ শতাংশ। তাহলে বলুন এক্ষেত্রে গড় পদ্ধতিতে কি কালি করা সম্ভব। মুলত কথা হলো গড় পদ্ধতিতে জমি পরিমাপ করা যায়। এটা অনেকেই বোঝে না। গড় দৈর্ঘ আর গড় প্রস্হ গুন করলেই গড় পদ্ধতি বলে না। এক্ষেত্রে গড় লম্বের দৈর্ঘ এবং গড় লম্বের প্রস্হ গুন করলে সঠিক মান পাওয়া যায়। এক্ষেত্রে লম্বের দৈর্ঘ চিনতে হবে। তাহলেই সহজে জমি কালি করা সম্ভব। আর আপনি এত কষ্ট করে কোনের মাপ নিয়ে কোনের বিপরীত বাহুর মান বের করলেন এজন্য অসংখ ধন্যবাদ। তারপরও বলবো কোনের বিপরীত বাহু বের করার জন্য এত কষ্ট করার প্রয়োজন নেই। এ্যাপোলোনিয়াসের সুত্রটি একটু অনুসরন করুন। তাহলে যেকোনো বাহুই বের করতে পারবেন। ধন্যবাদ

  • @biplabdutta6840
    @biplabdutta6840 3 ปีที่แล้ว

    Dada apner phone number ta deben

  • @nasiruddin-fl4pf
    @nasiruddin-fl4pf 4 ปีที่แล้ว

    কোন নির্ণয় ছাড়াব ভূমির পরিমাপ অশুদ্ধ কি ভূমির পরিমাপ করতে কোন নির্ণয় করা একান্ত অপরিহার্য যদি না হয় কোন নিয়ে এতটা ভিডিও দেবর যুক্তিকতা কোথায় নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করবেন এটাই স্বাভাবিক ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বারবার ভিডিও দেওয়া এক ব্যক্তি কে খুশি করার জন্য ভিডিও আপলোড করা কতটুকু গ্রহণযোগ্য আমার জানা নেই বিষয়গুলো আপনার বিবেচনায় রাখা উচিত নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও আপলোড করুন নতুন বিশ্ব সম্পর্কে নিজের অভিজ্ঞতাকে সাধারণ শেয়ার করুন ধন্যবাদ আপনাকে।

    • @arifrahaman7234
      @arifrahaman7234 4 ปีที่แล้ว +1

      দয়া করে নেতিবাচক মনোভাব না দেখালেই ভালো লাগবে।
      অন্যের সমালোচনা না করে ভালো কাজের মর্যাদা দিন। আপনার একার জন্য কেউ ভিডিও করতে আসেন না।
      অন্যের জন্য কি করছে সেটা না দেখে নিজের প্রয়োজন কমেন্টে ব্যক্ত করলেই তো পারেন।

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  4 ปีที่แล้ว

      জনাব!! আপনার এর চেয়ে ভালো টেকনিক জানা থাকলে বলেন। আমার অধিকাংশ ভিডিও আমার ছাত্রদের অনুরোধে করা। যারা আমাকে শিক্ষক হিসেবে মনে করে তাদের জন্য ই ভিডিও দেয়া। কোথাও বলিনি যে যত ভিডিও করবো সব নতুন টপিক নিয়ে। আমার কাছে যে টপিক ভালো মনে হবে সেটা নিয়ে ই করবো

    • @arifrahaman7234
      @arifrahaman7234 4 ปีที่แล้ว +1

      @@bdlandsurveyor8067 পাশে আছি। এগিয়ে চলুন