বাবা-মা উভয় মারা গেছেন। কিছু শরীকদার ওয়ারিশন সম্পত্তি ইচ্ছাকৃতভাবূ বন্টন করছে না তাদের স্বার্থের জন্য। কিভাবে সঠিকভাবে এই সমস্যার সমাধান করে উত্তরাধীকাররা যার যার সম্পত্তি ভোগ-দখল করতে পারে। আইনতভাবে সহজ পদ্দতি বলে দিলে খুবই উপকৃত হব। সবচেয়ে ছোট শরীকদারের বয়স ৫১ বছর। আমরা ১০ ভাই-বোন। দয়া করে সংক্ষিপ্ল সময়ে বন্টনের একটি আইন তৈরী করলে বহু উত্তরাধিকারের জীবদ্দশায় ভোগ-দখল করতে পারবে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি মতন নামাজ দলিল ছাড়া নামজারী সম্পন্ন বন্ধ রাখায় উত্তম | কারণ বন্টন আমার করলে একদিন না একদিন সমাধান হবেই ৷ দাগে দাগে নাম জারি করে দাগের সবচেয়ে ভালো স্থানটি চৌহদি দিয়ে বিক্রি করে ফেলে অনেক ওয়ারিশ | তখন মামলা একটি পরিবর্তে চার-পাঁচটি সৃষ্টি হয়
স্যার আমার বাবা একজন মালোশিয়া প্রবাশি তিনি গতো ১০/১২/২০২৪ তারিখে মারা গেছেন তার অর্থিক সহায়তার জন্য ওয়েজ আর্নার এ কি ভাবে কি করবো এসব তো কিছুই বুঝি না স্যার একটু জানাবেন । আমি আপনার নিয়মিত ভিডিও দেখি স্যার।
আপনি ক্যাপশনে লিখলেন কি আর বর্ণনা করলেন কি??? এটা কেন করলেন??? কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সম্পত্তি যদি ভাগ বন্টন করে দিয়ে যায় তাহলে আর বন্টনের প্রশ্ন আসবে কেন?? আপনার এই বক্তব্যটি আমার ভালো লাগলো না। তাই আপনার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করলাম
আমি আমার চাচার কাছ থেকে জমি ক্রয় করছিলাম, অনেক আগে কিন্তু আমি নামজারি করার আগে ,চাচা নামজারি করে নিয়েছে , আমি এখন কি করলে নামজারি করতে পারবো উওর দিয়েন??,
স্যার, আমার বাবারা ৩ ভাই। বন্টননামা দলিল ছাড়া আমার বাবা আর আমার বড়ো চাচা যে যেখানে আবাদ করতো সেখান থেকে অংশ অনুযায়ী খারিজ করে নেয় এবং ভোক দখল করেন। ৩০ বৎসর পরে এসে,আমার অন্য চাচা যিনি খারিজ করেন নি কিন্তু এতদিন ভোক দখল করেছেন তিনি এখন প্রত্যেক দাগে থেকে অংশ অনুযায়ী নিতে চাই। এখানে উল্লেখ যে, আমার বাবা এক দাগের সম্পূর্ণ অংশে বাড়ি করেছেন এবং আমার বাবা উক্ত অংশ আমার মা, আমার এবং আমার বড়ো বোন এর নামে দলিল করে দিয়েছে। এখন কি খারিজ বাতিল করতে পারবে? Please reply diben.
বাবা-মা উভয় মারা গেছেন। কিছু শরীকদার ওয়ারিশন সম্পত্তি ইচ্ছাকৃতভাবূ বন্টন করছে না তাদের স্বার্থের জন্য। কিভাবে সঠিকভাবে এই সমস্যার সমাধান করে উত্তরাধীকাররা যার যার সম্পত্তি ভোগ-দখল করতে পারে। আইনতভাবে সহজ পদ্দতি বলে দিলে খুবই উপকৃত হব।
সবচেয়ে ছোট শরীকদারের বয়স ৫১ বছর। আমরা ১০ ভাই-বোন। দয়া করে সংক্ষিপ্ল সময়ে বন্টনের একটি আইন তৈরী করলে বহু উত্তরাধিকারের জীবদ্দশায় ভোগ-দখল করতে পারবে।
অপ্রয়োজনীয় অতিবাচন।
আমার দাদা-দাদি মারা গেছে তারা মারা যাবার আগে অছিয়তনামা দলিল করে দিয়ে গেছে এখন এই অছিয়তনামা দলিল কি খারিজ করা যাবে
যাবে
ভাই আপনার সাথে কথা বলা যাবে
আমি ব্যক্তিগতভাবে মনে করি মতন নামাজ দলিল ছাড়া নামজারী সম্পন্ন বন্ধ রাখায় উত্তম | কারণ বন্টন আমার করলে একদিন না একদিন সমাধান হবেই ৷ দাগে দাগে নাম জারি করে দাগের সবচেয়ে ভালো স্থানটি চৌহদি দিয়ে বিক্রি করে ফেলে অনেক ওয়ারিশ | তখন মামলা একটি পরিবর্তে চার-পাঁচটি সৃষ্টি হয়
বনটন করতে না চাইলে মামলা ছাড়া কি উপায় আছে।দয়া করে জানাবেন।
সাফ কবলা করা কি নামজারী ছাড়া সম্ভব?
রেকর্ড ফেইল দলিল গুলো যেন সহজে নামজারি করা যায় সেই আইন করা হোক
নামজারি করা বন্ধ একন কবে চালু হবে????
Bonton kora khub kothin
স্যার আমার বাবা একজন মালোশিয়া প্রবাশি তিনি গতো ১০/১২/২০২৪ তারিখে মারা গেছেন তার অর্থিক সহায়তার জন্য ওয়েজ আর্নার এ কি ভাবে কি করবো এসব তো কিছুই বুঝি না স্যার একটু জানাবেন । আমি আপনার নিয়মিত ভিডিও দেখি স্যার।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন সব পেয়ে যাবেন এখানে
আপনি ক্যাপশনে লিখলেন কি আর বর্ণনা করলেন কি??? এটা কেন করলেন??? কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সম্পত্তি যদি ভাগ বন্টন করে দিয়ে যায় তাহলে আর বন্টনের প্রশ্ন আসবে কেন?? আপনার এই বক্তব্যটি আমার ভালো লাগলো না। তাই আপনার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করলাম
হেবায় নামজারি বাতিল করা দরকার
খোকন 8:37
ওয়াজ শুরু😂
বাজে বক্তব্য
বের হয়ে জান
পিতা মারা যাওয়ার পর কি বন্টনামা দলিল ছাড়া কি নামজ্বারী করা যাবেনা?
আমি আমার চাচার কাছ থেকে জমি ক্রয় করছিলাম, অনেক আগে কিন্তু আমি নামজারি করার আগে ,চাচা নামজারি করে নিয়েছে , আমি এখন কি করলে নামজারি করতে পারবো উওর দিয়েন??,
মিস কেস করে নামজারি কাটতে হবে তারপর নামজারি করবেন
স্যার, আমার বাবারা ৩ ভাই।
বন্টননামা দলিল ছাড়া আমার বাবা আর আমার বড়ো চাচা যে যেখানে আবাদ করতো সেখান থেকে অংশ অনুযায়ী খারিজ করে নেয় এবং ভোক দখল করেন। ৩০ বৎসর পরে এসে,আমার অন্য চাচা যিনি খারিজ করেন নি কিন্তু এতদিন ভোক দখল করেছেন তিনি এখন প্রত্যেক দাগে থেকে অংশ অনুযায়ী নিতে চাই। এখানে উল্লেখ যে, আমার বাবা এক দাগের সম্পূর্ণ অংশে বাড়ি করেছেন এবং আমার বাবা উক্ত অংশ আমার মা, আমার এবং আমার বড়ো বোন এর নামে দলিল করে দিয়েছে। এখন কি খারিজ বাতিল করতে পারবে? Please reply diben.