জমি দান করে অনন্য অবদান রাখলেন ভ্যানচালক সৈয়দ আহমদ | ইত্যাদি ঝালকাঠি পর্ব ২০২২
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
- অর্থ সম্পদ কিংবা ক্ষমতা নয়, মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমেই মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। মহৎ এবং হৃদয়বান হয়ে ওঠার মাধ্যমেই মানুষ অপরের শ্রদ্ধা, ভালোবাসা লাভ করে। ভোগে নয়, ত্যাগেই সুখের সন্ধান করা তেমনই একজন মানবিক মানুষ নোয়াখালীর সুবর্ণচরের সৈয়দ আহমদ। ভ্যান চালিয়ে, দিনমজুরি দিয়ে অনেক কষ্টে কেনা নিজের ১০০ শতাংশ জমি তিনি দান করেছেন একটি কলেজের জন্য, উদ্দেশ্য শিক্ষার আলোয় আলোকিত হবে চারদিক। ঐ এলাকায় অনেক বিত্তবান ব্যক্তি থাকলেও শিক্ষার আলো জ্বালাতে অষ্টম শ্রেণি পাস করা সৈয়দ আহমদই এগিয়ে এলেন। ‘আপনারে লয়ে বিব্রত না থেকে’ তিনি যে দানের দৃষ্টান্ত গড়েছেন সেটি আমাদের মানবতাবোধে উজ্জীবিত করে তোলে। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শুধুমাত্র বিত্তবান হলেই হবে না তাকে চিত্তবানও হতে হবে। নিঃস্বার্থ ও নির্লোভ এই মানুষটির উপর ইত্যাদির গত সেপ্টেম্বর মাসে প্রচারিত ইত্যাদির ঝালকাঠি পর্বে একাটি প্রতিবেদন প্রচার করা হয়েছিলো।
পুরো অনুষ্ঠান: • Ityadi - ইত্যাদি | JHA...
Facebook: / hanifsanketfav
Instagram: / hanifsanketofficial
Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.
Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
#সৈয়দআহমদ #ইত্যাদি #মানবিকমানুষ #নোয়াখালী #শিক্ষারজন্যদান #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ityadi #ittadi #ityadijhalakathiepisode2022 #ইত্যাদিঝালকাঠিপর্ব২০২২ #jhalakathi
- আমি আল্লাহকে দেখিনি!
কিন্ত দেখেছি তাঁর অপরুপ সুন্দর সৃষ্টিকে!
🌸♥
আলহামদুলিল্লাহ♥
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আমি নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের নাগরিক হয়ে সৈয়দ আহমদকে উনার এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি ❤️❤️
এমন মানুষ গুলোর জন্যই পৃথিবী আজও এত সুন্দর। ❤️❤️❤️
ভালো মানুষ এখনো আছেন।কাকার মনটা কত বড়।আলহামদুলিল্লাহ কাকার জন্য দোওয়া ও শুভকামনা রইল
হানিফ সংকেত একজন সত্যিকারের শিক্ষিত মানুষ 🖤
কলেজে যে দিন প্রতিষ্ঠান হবে উনার নামটা থাকলেই আরো মানুষ খুশি থাকবে
🖤❣️🖤
যে ছাত্র ছাত্রী ভাই ও বোনরা এই কলেজে পড়াশোনা করবে তাদের মনমানুষিকতা যেন ওই চাচার মনের মতন করতে পারে তাহলে আমাদের বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হবে।ধন্যবাদ হানিফ সংকেত ভাইকে।
আপনার প্রতি হাজারো শ্রদ্ধা ও ভালোবাসা রইলো.... পৃথিবীতে মানুষের টাকা থাকতে পারে কিন্তু মন নাই। আপনি মহান উদার মনের মানুষ ❤️
চাচার বাড়ি আমাদের পাশে সুবর্ণচর থানারহাট নোয়াখালীর
চাচা আমাদের গর্ব।
জমিদাতা মহান ব্যক্তি "সৈয়দ আহমদ" এর নামে কলেজের নামকরণ করা হোক।
কলেজ হওয়ার পর ছাত্র-ছাত্রীদের বেতন ও অন্যান্য লভ্যাংশ থেকে এই মহান ব্যক্তিকে আজীবন মাসিক আর্থিক সম্মাননা ও উনার মৃত্যুর পর তার উত্তরসূরীদেরকেও অবশ্যই দেয়া উচিত হবে কলেজ কর্তৃপক্ষের ।।
কলেজ কর্তৃপক্ষ সাধারণত অসৎ হয় ।
প্রিয় মানুষটির জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম মহান সৃষ্টিকর্তা তার সকল কাজে সহায় হোক সেই দোয়াই কামনা করছি
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ওনার প্রতি
সত্যিই তার অবদান ভুলবার নয়।তার নামেই কলেজের নামকরন করা হোক।
এরকম ভালো মানুষ এখনোও পৃথীবিতে আছে বলেই, পৃথিবী এখনো ধংনষ হচ্ছে না।
কলেজের নামকরণ করা হোক,
থানার হাট সৈয়দ আহমদ কলেজ।
তিনিই আমাদের গর্ব, আমাদের এলাকার
Sotik
জনাব সৈয়দ আহমেদ এক অনন্য অবদান রেখে গেছেন আর ইত্যাদি টিম তাকে তুলে ধরে প্রসংসায় ভাসছেন আসলেই এই রকম মানুষ গুলোর জন্য পূথিবীটা এতো সুন্দর করে সাজিয়েছেন আমাদের সৃষ্টি কর্তা। আল্লাহ্ ওনাকে সুস্থ রাখুক
❤❤❤আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। কলেজের নাম সৈয়দ আহমেদ হোসেন করা হোক।
আলহামদুলিল্লাহ অভিনন্দন এই রকম ভালো মনের মানুষ কে
আল্লাহ তাকে অনেক অনেক সম্পদ দান করুন তিনি এক মহান ব্যক্তি বাংলাদেশে মোট কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে নাকি আল্লাহই জানে
আল্লাহ্ নিশ্চয়ই এই লোককে উত্তম প্রতিদান দিবেন... ❤️🔥
ধন্যবাদ ইত্যাদি টিম
দান হয় মনে, ধনে না। দারুন উক্তি ♥️
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।"
বর্তমান এই অসুস্থ্য সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারা লোকের খুবই দরকার।
সেলুট অবিন্ধন ধন্যবাদ মহত দৃষটান্ত সাস্থপন করে দেখিয়ে দিলেন চাচার জন্য দোয়া ও ভালবাসা অবিরাম
আল্লাহ তায়ালা যেন উনাকে উওম জাজা দান করুন।
এটাই নোয়াখালীর সৌন্দর্য
ভালো থাকুক ভালো মনের মানুশ গুলো। শুভকামনা কামনা রইলো
ভালো মানুষ আছেন বলেই পৃথিবীটিকে আছে আল্লাহর কাছে তার ভালো থাকাটা কামনা করছি
মহাসিন ওকে ডুবাই 💝💝💝💝
সৈয়দ আহমেদের মত ইতিবাচক চিন্তাভাবনা ধারী লোকদের জন্য মাঝে মাঝে পৃথিবীটাকে অনেক সুন্দর মনে হয়।
শুভ কামনা রইলো নিরন্তর ❤❤❤❤
দান করতে পয়সা লাগে না মন লাগে।
টাকা ওয়ালাদের আর ও টাকা চাই,, গরিবে চায় উন্নয়ন,, তার প্রমান হলো,এই গরিব সৈয়দ আহম্মেদ মহোদয়ের বিশাল মন,আল্লাহ আমাদের সবাইকে সুশীল সমাজ গঠনের মন মানসিকতা দ্বান করুন,শ্রদ্ধেয় ব্যাক্তি সৈয়দ সাহেবের অন্তরের জন্যে অন্তরস্থল থেকে,,দোয়া ভালোবাসা রইলো
সেলুট জানাই মহান বাবা কে
আমাদের পাশের গ্রামেও এমন একজন ছিল যিনি ছিলেন দিন-মজুর, তিনি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জায়গা দেন,❤❤❤❤
পরান টা সত্যি জুড়িয়ে গেল,,,সালাম আপনাকে
এনারা প্রকৃত মানুষ।
কলেজ টি অবশ্যই তার নামে নামকরণ জন্য বিনীত ভাবে অনুরোধ জানানো হলো, কলেজ কতৃপক্ষকে, ধন্যবাদ।।
বড় মনের মানুষ সৈয়দ আহমদ উনার নামে কলেজের নামকরণ করা হোক। ঈশ্বর উনার পরিবারের মঙ্গল করুন 🙏🙏
উনার নামে কলেজের নামকরন করার জোড় দাবি জানাই। সম্মান আর শ্রদ্ধা উনার প্রতি
আলহামদুলিল্লাহ
নোয়াখালী 🥰
তার জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ যেন তাকে অনেক অনেক সম্পদের মালিক করেন এত উদার মনের মানুষ এই বাংলাতে আর খুঁজে পাওয়া যাবে না
তার নামে সৈয়দ আহমেদ আলি কলেজ নামকরন করা হোক। উনি অনেক বড় মনের মানুষ❤️❤️❤️
Proud to be a Noakhailla 🥰
তার নামে প্রতিষ্ঠানটির নাম করা হক
ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ।
তার মানে এখনো সমাজে মানুষ নামের জীব আছে! আমি মনে করতাম পৃথিবীটা তো এখন ধ্বংস হয়ে যাওয়ার কথা; তাহলে যাচ্ছে না কেনো! এখন বুঝলাম কিছু ভালো মানুষ এখনো জীবিত আছেন! বিনম্র শ্রদ্ধা মহান দান বীরের প্রতি।
আলহামদুলিল্লাহ চাচা আপনিই বড় মনের মানুষ
এদেশের শিক্ষা ব্যবস্থায় এই মানুষদের এতো অবদানের পরও যারা জাতীয় শিক্ষাক্রমকে আজ ধ্বংসের দিকে নিয়ে গিয়ে দেশটাকেই শেষ করে দিচ্ছে। তাদের জন্য রাগ হচ্ছে।
দান ধনে না মনে কথাটি ১০০ %খাঁটি,,, ধ ন সম্পদ কোটি কোটি টাকা পয়সা থাকলেও দান করতে পারে না ,, দান করতে হলে সুন্দর একটা মন লাগে
আমাদের সুবর্ণচরের অহংকার
হাজারো সালাম চাচাকে
উনি প্রাকৃতি মানুষ,যিনি গরীর অসহায় লোক হয়েও তার শেষ সম্বল টুকুও দান করে দিছে,
আলহামদুলিল্লাহ❤
আজ থেকে আমি আমার নিত্যপ্রয়োজনিয় জিনিস কেয়া গ্রুপের কিনবো ইনশাআল্লাহ
ধন্যবাদ ❤❤❤
কলেজ হওয়ার পর চাচার ছেলে মেয়েদের এই কলেজে কর্মসংস্থান করা হলে তারা অনেকটা খুশি হবে।
Mohot manush.....choker jol chole aslo...onek bro moner manush
সুবর্ণচর সৈয়দ আহমদ কলেজ নাম দিলে খুব সুন্দর হবে
কলেজটা ওনার নামে কড়ার জন্য আমরা সাধারণ জনগণ এই অনুরোধ করছি আপনাদেরকে
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই
জয় হোক মানবতার
ওনার মত মানুষ আসছে বলে আজও পৃথিবীটা tk. আছে ধন্যবাদ জানাই উনাকে এবং হানিফ সংকেত ভাইকে অনড় অবস্থানে তুলে ধরার জন্য দেশবাসীকে দেখানোর জন্য
এই মহান মানুষ টির নামে কলেজ টা করা হউক।
Alhamdulillah
Koto valo moner manush
কলেজ নাম টা জমি দাতা নামে দিলে আরও বেশি সুন্দর হবে সৈয়দ আহমেদ কলেজ।
কলেজটির নামকরন তার নামানুসারে করা হোক। ৫০ লাখ টাকা দামের যে জমি বিনা পয়সায় কলেজের জন্য দান করতে পারেন তিনি একজন অসাধারন ব্যক্তিত্ব।
Ma sha Allah
Allah kobul Koraun....Ameen
সৈয়দ আহমদ সাহেবের নামে কলেজ টির নাম করণ করা হোক ।
এমন মানুষ পাওয়া যায় না
Hi friend
সত্যিই আমার ভাবতে চোখে জল আসতেছে
__অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে, ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে,,
প্রার্থনার আওয়াজ গুলোও একদিন কবুল হবে-!💙
ইনশাআল্লাহ্🖤🥀
L♥ve!!
পটুয়াখালীর,তিন,নদির,মোহনায়,ইত্যাদি,দেখতে,চাই
Onar moto manus khuje pawa kosto kor. Onek boro mon er manus oni
চোখে পানি আসলো
কলেজ টির নাম সৈয়দ আহমেদ নামে অনুকরণ করা হোক ।
এক দম টিক
সৈয়দ আহমেদ কলেজ
সৈয়দ আহমেদ কলেজ হওক
যারা অবৈধ টাকা উপার্জন করে ওরা দান করতে পারে না যারা সৎ পথে উপার্জন করে ওরাই দান করতে পারে
আললাহ্ ।তাকে।জান্নাত দান।করুক
কলেজ এর জায়গায় একটা মাদ্রাসা হলে আরও সুন্দর হত,,,💙💙💙
Allah unaka nek hayat Dan korun
তার নামে কলেজের নাম করা হোক। এবং তাকে কলেজের সভাপতি বানানো হোক
তার পরিবার এর সবার কর্মকরার সুযোগ করে দেয়া উচিত
কলেজটি তার নামে নামকরন করা হোক।স্যালুট জানাই মহৎ প্রানকে।
, "সৈয়দ আহম্মেদ কলেজ " নামকরণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
ওনার জন্য অনেক অনেক দোয়া রইল
থানারহাট সৈয়দ আহমেদ কলেজ প্রতিষ্ঠানটি নামকরণ করা হোক
অনেক ভালো কাজ।
We should follow his philanthropist work he is a man of generosity
হাজার হাজার সালাম আপনাকে
অশেষ শ্রদ্ধা আজীবন
অবশ্যই তার নামেই কলেজের নামকরণ করা হোক
জমি দাতার নামে কলেজের নামকরণ করা হোক।
সৈয়দ আহমদ কলেজ নামকরণ করা হলে সুন্দর হবে
Ki Bolbo bolar Vasa nei He is honest .
Tome kego
মাসআল্লাহ