ডাক্তার নীলরতন সরকার : অনন্যসাধারণ মহা জীবনী / Dr. Nilratan Sircar Biography / নীলরতন হসপিটাল NRS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2021
  • This video deals with Dr. Nilratan Sircar / Sarkar Biography ( ডাক্তার নীলরতন সরকার জীবনী ). The history of Nil Ratan Sircar Medical College and Hospital ( নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল / হাসপাতাল : NRS Hospital ) is also discussed here.
    ডাক্তার নীলরতন সরকার ১৮৬১ সালের ১লা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। জন্মস্থান দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ডহার্বারের কাছে নেত্রা গ্রাম। বাবা নন্দলাল সরকার। আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের যশোর জেলায়।
    মা হলেন থাকোমনি দেবী।
    পড়াশোনা করেছিলেন জয়নগরের বহড়ু হাইস্কুলে। ১৮৭৬ সালে সেখান থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে তিনি শিয়ালদার ক্যাম্পবেল মেডিকেল স্কুলে ভর্তি হয়েছিলেন। ১৮৮১ সালে তিনি মেডিকেল স্কুলের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হলেন। অর্জন করলেন ডাক্তারি শাস্ত্রে দেশীয় ভাষায় ডিপ্লোমা ডিগ্রি। এরপর তিনি স্টেট মেডিকেল সার্ভিস এর আন্ডারে সাব এসিস্ট্যান্ট সার্জনের চাকরি পান, কিন্তু আরো পড়াশোনার জন্য তার তীব্র আকাঙ্ক্ষা থাকায় তিনি সেই চাকরিটি করলেন না।
    স্কটিশ চার্চ কলেজে তিনি ভর্তি হলেন এবং সেখান থেকে এফ এ পাশ করলেন। এরপর তিনি মেট্রোপলিটন কলেজ থেকে ১৮৮৩ সালে এল এ এবং ১৮৮৫ সালে বিএ পাশ করেন।১৮৮৫ সালে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেন। সেখানে গুডিভ স্কলারশিপ পেয়ে ১৮৮৮সালে তিনি এমবি ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি, তার পরের বছরেই ১৮৮৯ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। সবশেষে ১৮৯০ সালে তিনি ডাক্তারি শাস্ত্রের এমডি ডিগ্রী অর্জন করলেন। এরপরে মেয়ো হাসপাতলে যুক্ত হলেন হাউসস্টাফ হিসাবে।
    মেয়ো হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করার পর তিনি আই এম এসে যোগ না দিয়ে নিজের বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেছিলেন। ১৮৯০ সালে তিনিই প্রথম কলকাতার বুকে বিদেশ থেকে ইসিজি মেশিন এনে একটা আল্ট্রামডার্ন প্যাথলজিক্যাল ল্যাবরেটরি তৈরি করেছিলেন। দেশে প্রথম এক্সরে ব্যবহারের কৃতিত্ব ছিল তারই। ওই একই বছরে তিনি দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ তৈরি করেন। নাম ছিল : কলেজ অফ ফিজিসিয়ানস এন্ড সার্জেনস অফ বেঙ্গল।
    এই কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জেনস অফ বেঙ্গল আর কলকাতা মেডিকেল স্কুল একসাথে মিশে গিয়ে বেলগাছিয়া স্থানান্তরিত হয়, এবং তার নতুন নামকরণ করা হয় কারমাইকেল মেডিকেল কলেজ। পরবর্তীকালে তা ডাক্তার রাধাগোবিন্দ করের নামানুসারে আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নামে পরিচিত হয়।
    ১৯০১ সালে নিজের বাড়িতেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা মেডিকেল ক্লাব। দীর্ঘ ১৭ বছর তিনি এই ক্লাবের সভাপতি ছিলেন। এই সময় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন গঠনেও তিনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন। ১৯০৬ সালে তাঁরই সক্রিয়তায় জন্ম নিয়েছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, পরবর্তীকালে তা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নামে আত্মপ্রকাশ করে।
    ১৯২০ সালে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের যত ইউনিভার্সিটি ছিল তাদের এক মহা সম্মেলন। সেই সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে তিনি যোগদান করেছিলেন। সেখানে ডাক্তারি শাস্ত্রে তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডি সি এল এবং কেমব্রিজ ইউনিভার্সিটি তাকে বিসিএল উপাধিতে ভূষিত করে। সে বছর দেশে ফিরলেই ব্রিটিশ সরকার তাঁকে নাইটহুড উপাধি দিয়ে সম্মানিত করে।
    ১৯২৮ সালে তিনি যাদবপুর যক্ষ্মা হাসপাতাল তৈরিতে প্রধান উদ্যোগী ভূমিকা নেন। পরবর্তীকালে হাসপাতালটির নামকরণ করা হয় কুমুদ রঞ্জন যক্ষা হাসপাতাল। এছাড়া তিনি বসু বিজ্ঞান মন্দির এবং দেশবন্ধু চিত্তরঞ্জন ট্রাস্টের সদস্য ছিলেন।
    ১৯১২ সাল থেকে ১৯১৯ পর্যন্ত তিনি জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। ১৯১৯ সালে কংগ্রেসের মধ্যে নরমপন্থী ও চরমপন্থী বিভেদ প্রকট হলে তিনি রাজনীতি থেকে সরে আসেন, যদিও ১৯১২ সাল থেকে ১৯২৭ সাল পর্যন্ত বঙ্গীয় আইন পরিষদের তিনি সদস্য ছিলেন।
    যত ব্যস্ততাই থাকুক না কেন, প্রত্যেক রোগীর জন্য দীর্ঘক্ষন সময় তিনি ব্যয় করতেন। রোগীর প্রতি তার গভীর সহানুভূতি ছিল বলেই অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন একজন সত্যিকারের দরদী চিকিৎসক। তার চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রফেসর চিত্তব্রত পালিত মন্তব্য করেছেন:
    “Gentle in manners .... and his behaviour towards the relatives and friends, he inspired the fullest confidence in the patient. It was his nature, I found, to patiently listen to the detailed enumeration of the patient’s symptoms of the disease and variations from the normal...”
    অসামান্য প্রতিভাসম্পন্ন, দরদী ডাক্তার নীলরতন সরকার ১৯৪৩ সালের ১৮ই মে ৮২ বছর বয়সে গিরিডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    Now please, watch the video and express your views in the comment box below.
    For making this video I am grateful to :-
    তথ্যসূত্র:
    ১) চিকিৎসাবিজ্ঞানে বাঙালি by অরুণ কুমার চক্রবর্তী
    ২) Dr. Nilratan Sarkar : A Legendary Medical Scientist by Prof. Chittabrata Palit ( from ‘Propagation’ : A journal of Science Communication)
    ৩) আনন্দবাজার পত্রিকা (৩০শে নভেম্বর, ২০১১)
    ৪) Official Website of NRS Medical College and Hospital
    ৫) উইকিপিডিয়া
    #NilratanSircar #নীলরতনসরকার #NRSHospital #নীলরতনহসপিটাল #NilratanSarkar
    বি: দ্র: ভিডিওতে ব্যবহৃত ছবির সাথে ঘটনার কোনো মিল নেই। There are no similarities between the images and the facts.
    Declaration:
    Photos all are taken from Google Images. All images were used for educational purposes.
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for ‘fair use’ for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

ความคิดเห็น • 269

  • @muktimaity7646
    @muktimaity7646 ปีที่แล้ว +4

    মন ভরে গেল।কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নাই।কিচ্ছু জানতামই না আমার দেশের কৃতী সন্তান দের অনেককেই।আপনার এই অনুষ্ঠানে তাদের সম্পর্কে জানতে পারছি আর আলোকিত হচ্ছি।ডাঃ নিলরতন সরকার আক্ষরিক অর্থেই রতন ,তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রনাম জানাই।ভালো থাকবেন।

  • @afsarmullick6132
    @afsarmullick6132 2 ปีที่แล้ว +9

    N.R.S. নিয়ে তোমার অভাবনীয় প্রতিবেদন। অজানারে হলো জানা!
    ধন্যবাদ তোমার অনেক পাওনা।
    🎺🎷🎻🎸🌹🌻🥦💐💐

  • @blowboywhatever1815
    @blowboywhatever1815 2 ปีที่แล้ว +2

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানালাম । নবজাগণের সময়ের মধ্যেই এই সব মহা মনীষী দের এক আশ্চর্য আবির্ভাব ঘটেছে , ভাবলে অবাক হয়ে যাই ঈশ্বর এর ইচ্ছায় , সেই সময় এই বাংলার বুকে একের পর এক মহা মানবের এক আশ্চর্য আবির্ভাব ঘটেছে আর তাঁরা হলেন প্রত্যেকে প্রচণ্ড ভাবে প্রতিভা সম্পন্ন মহা পুরুষ । যে যার নিজের চেষ্টায় আর অসাধারণ কর্ম কুশলতার, সমাজের সংস্কার করে গেছেন । আজ বাংলা যতটুকু সংস্কৃত হয়েছে , আলোকিত হয়েছে , গর্বিত হয়েছে , সব টুকুই নবজাগণের ফসল এই মহা মনীষী দের জন্যে । কোটি কোটি প্রণাম আর প্রণতি জানাই তাঁদের , যারা সমাজে আলো জ্বেলে দিয়ে গেছেন গত দুই শতাব্দী ধরে ।

  • @dipikakumar1803
    @dipikakumar1803 3 ปีที่แล้ว +5

    ভিডিওটি দেখতে দেখতে আমার চোখও জলে ভরে এল।আহা কি সব মানুষ এসেছিলেন আমাদের এই বাংলা মায়ের কোল আলো করে!কত গৌরবময় আমাদের অতীত ভাবলেও একজন বাঙালি হিসেবে যেমন গর্বিত হই একইসাথে বতর্মান বাঙালির সর্বক্ষেত্রে অবনমন মনকে বড়ই পীড়া দেয়।আমরা কি ছিলাম আর কি হয়েছি!আপনাকে অনেক ধন্যবাদ এইসব অজানা এবং মূল‍্যবান তথ্যসমৃদ্ধ মনীষীদের জীবন ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরার জন্য।আপনি ভালো থাকবেন এবং এই রকম আরো অনেক কিছু জানার অপেক্ষায় রইলাম আমরা।

  • @binoyadak9835
    @binoyadak9835 3 ปีที่แล้ว +9

    এরকম মহান মনিষীদের জীবনি তথ্য সকলের জানা দরকার । ধন্যবাদ । আশা করি আপনি আরো মহান মনিষীদের জীবনি প্রকাশ করবেন

    • @ranjitkumarsengupta6604
      @ranjitkumarsengupta6604 ปีที่แล้ว

      Wonderful deliberation. This types of great life is very much needed for future generation.

  • @abhimanyukirtania1760
    @abhimanyukirtania1760 2 ปีที่แล้ว +7

    আপনার চ্যানেল ডাক্তার নীলরতন সরকারের আত্মজীবনী শুনে অনেকটাই সমৃদ্ধ হতে পারলাম।এখনকার ডাক্টারদের তুলনা করা মানেই তিনাকে ছোট করা।

  • @ParthaPratimBose
    @ParthaPratimBose 2 ปีที่แล้ว +19

    I stay and work in Sweden. I have a 10 years old son. Your videos are those what I show him to justify why we should be proud of being Bengali. My all respect for you.

  • @vladimirlenin3750
    @vladimirlenin3750 3 ปีที่แล้ว +36

    অনেক ধন্যবাদ।উপস্থাপনা খুব ভালো। বাংগালী হিসেবে আমরা গর্বিত।

  • @bholanathbera4876
    @bholanathbera4876 3 ปีที่แล้ว +23

    আপনার প্রদেও তথ্য থেকে আমরা খুবই সমৃদ্ধ হচ্ছি । এজন্য এই চ্যানেল জনপ্রিয় হচ্ছে । আসলে মানুষ সত্য জানতে চায় । সত্য কথনের জন্য আপনাকে ধন্যবাদ।

    • @kalyanbiswas1658
      @kalyanbiswas1658 ปีที่แล้ว

      👑💐❤️❤️❤️🙏🙏🙏

  • @amitavabhattacharjee06
    @amitavabhattacharjee06 3 ปีที่แล้ว +20

    আপনার এই ব্যাপক পড়াশোনা ও গবেষণার মাধ্যমে আমরা একেবারেই চটজলদিভাবে অনেক মহামানব বা বিশ্বের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারছি। আপনাকে শুকনো ধন্যবাদ জানানোর পরিবর্তে জানাই আন্তরিক শুভকামনা। এমনি করেই আপনার ব্যতিক্রমী কাজের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করে চলুন। ভালো থাকবেন।

  • @mokterhossain1355
    @mokterhossain1355 2 ปีที่แล้ว +7

    অজানা তথ্য জেনে খুব খুশি হলাম।হায়রে মানুস আর তার মন। পড়পাড়ে ভাল থাকুন ডাক্তাররা

  • @bibekanandabharati561
    @bibekanandabharati561 ปีที่แล้ว +2

    খুব ভাল লাগলো আজকের এই উপস্থাপনা।অনেক কিছু জানালেন আমাদের তাঁর সম্বন্ধে। আমরা সারা দেশ কৃতজ্ঞ থাকবো চিরদিন। 🌹🌹আজকাল আমরা নিজেদের রোগ বা কষ্টের
    কথা জানাবার সুযোগ বা সময়ই পাইনা ডাক্তারদের কাছে। এতো সময়ই থাকেনা তাদের কাছে শুনবার।

  • @asishkantichatterjee8347
    @asishkantichatterjee8347 2 ปีที่แล้ว +2

    অনেক অজানা তথ্যের অধিকারি এই ভিডিও। সুন্দর উপস্থাপন। বাংলা তথা বাঙালীর গর্ব ডাক্তার নীলরতন সরকার সম্পর্কে অনেক কিছু জানলাম। শ্রদ্ধা এবং ভক্তিতে নতজানু হয়ে শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম জানাই। NRS Hospital এর নামকরনের কাহিনী ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ ।

  • @user-ph4ju5jb4s
    @user-ph4ju5jb4s 26 วันที่ผ่านมา

    খুবই ভালো লালগো।আমাদের যশোর মনিরামপুর ষোলখাদা গ্রামের মানুষ কে নিয়ে এতো সুন্দর আলোচনা করলেন।

  • @railways.sagnik
    @railways.sagnik 3 ปีที่แล้ว +7

    আপনার উপস্থাপনা এক কথায় অসাধারণ। ঐতিহাসিক ঘটনা গুলো আপনার বাক্যের মাধ্যমে পুনর্জীবিত হয়ে ওঠে।
    অনুরোধ রইলো মাইকেল মধুসূদন দত্তের জীবন ও কাহিনী নিয়ে যদি ভিডিও বানান তাহলে খুব ভালো হবে । ধন্যবাদ।।

  • @yousufalam9723
    @yousufalam9723 ปีที่แล้ว

    একজন মহান মানুষের জীবনী জানতে পেড়ে তৃপ্ত হলাম,আসলে এ ধরনের মহান মানুষেমানুষের জীবনী ও ক'ম সমাজের সকল কে জানা দরকার

  • @arghasen4255
    @arghasen4255 3 ปีที่แล้ว +6

    ডাঃ স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী,, ডাঃ স্যার সুভাষ মুখোপাধ্যায়,, ডাঃ স্যার শম্ভুনাথ দে,, ডাঃ স্যার কেদারনাথ দাস, ডাঃ মধুসূদন গুপ্ত। যদি সম্ভব হয় তাহলে এই সকল প্রণম্যদের নিয়েও আলোচনা করার অনুরোধ রইলো। অনেক ধন্যবাদ আপনাকে। 🙏🙏😇😇

  • @subratabanerjee3990
    @subratabanerjee3990 2 ปีที่แล้ว +1

    আপনার সবগুলি অনুষ্ঠান খুবই ভালো লাগে ۔ দয়া করে এই অনুষ্ঠান চালিয়ে যাবেন ۔

  • @debasishkundu5736
    @debasishkundu5736 3 ปีที่แล้ว +6

    নমস্কার স্যার, আমি আপনার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি আপনার চ্যানেল প্রতিনিয়ত ফলো করি ,আমার জানার খুব ইচ্ছে প্রতিটা বিষয়ে ,আপনার চ্যানেল আমি ফলো করি কারণ আপনার চ্যানেলের মাধ্যমে অনেক অজানা কে আমি জানতে পারছি এবং জানার চেষ্টা করছি,

  • @diptinag9250
    @diptinag9250 ปีที่แล้ว +5

    I did MBBS from NRS Medical College long back.Thank you very much for this item.Reminded me of my student days of the college and made me so happy

  • @shaswatidakua121
    @shaswatidakua121 ปีที่แล้ว

    Khub valo laglo Dr. Nilratan Sircar er biography sune r eta jene o j ato mohan bektir toiri NRS Medical College and Hospital theke ami Nursing degree orjon korar sujog pacchi .

  • @subhashpal8216
    @subhashpal8216 ปีที่แล้ว

    আপনারথেকে আমি অনেক কিছু জানতে বা শিখতে পেলাম, দয়া করে সাহায্য করবেন আরো অনেককিছু শেখার জন্য ধন্যবাদ, নমস্কার, , ভালো থাকবেন,

  • @manirulislam338
    @manirulislam338 2 ปีที่แล้ว

    আপনার অনন্য উপস্থাপনায় অনেক তথ্য অনেক অজানা বিষয় আমরা জানতে পাড়ছি। ধন্যবাদ।

  • @brajagopaldebnath2769
    @brajagopaldebnath2769 3 ปีที่แล้ว +5

    Dr. Nilratan Sarkar was an Indian Famous Doctor. Thank you Sir.

    • @mdislam-su6wy
      @mdislam-su6wy 2 ปีที่แล้ว

      His father comes from Jessore, Bangladesh. We, the Bangladeshi are proud for their success.

  • @sougatagmail755
    @sougatagmail755 ปีที่แล้ว

    One of the best channels, apnar anek video ekadhik bar Sona hoy

  • @kanaihaldar225
    @kanaihaldar225 3 ปีที่แล้ว +4

    ধন্যবাদ স্যার,অনেক অজানা তথ্য জানলাম এই ভিডিওতে।।

  • @ic1ndrajeet
    @ic1ndrajeet 3 ปีที่แล้ว +4

    আপনার ভিডিও আমার খুব ভাল লাগে। আপনি কৃষক নেতা হরেকৃষ্ণ কোঙারের উপর একটি ভিডিও তৈরি করুন। এই অনুরোধ রাখলাম। কৃষকদের জমি পাওয়ার পিছনে ওঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

  • @romaghosh7990
    @romaghosh7990 3 ปีที่แล้ว +2

    Apubo sondor, unar jiboni, sune khub khub valo laglo. uni chiro pronamya. thank❤❤🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @pradiptasarkar8750
    @pradiptasarkar8750 ปีที่แล้ว +2

    My grandfather is his own brother. My grandfather also doctor his name was Dr. Gopal Chandra Sarkar. I am thankful to you for this wonderful speech.

  • @bimalsarkar1547
    @bimalsarkar1547 2 ปีที่แล้ว +1

    ভালো লাগলো । ভালো উদ্যোগ। কাজ করে যেতে হবে সাথে সাথে অনেক অনেক পড়াশুনা করতে হবে ।

  • @akromalimolla7467
    @akromalimolla7467 2 ปีที่แล้ว +3

    দাদা খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দাদা কল্যাণী মেডিকেল কলেজের ইতিহাস একটু জানালে খুব খুশি হব

  • @aminulislam2849
    @aminulislam2849 2 ปีที่แล้ว +2

    এ মহামানবদের অজানা তথ্য উ পাস্থাপান করার জন্ন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

  • @arghanaskar3816
    @arghanaskar3816 2 ปีที่แล้ว +2

    Amar bari.. South 24 PGS a..Vill- Uttar para niz ...a
    Baharu te .
    Baharu High school ti. . Joynagar a na...ei school Baharu. . Tei....
    Ami o ei school a porechi. R proud feel kori...j emon akta Mohan Manus o amader ei School a lekha pora korechen.
    Ta chara...ei School a Singer Hemanta Mukhopadhyay O Writer Shakti Chattopadhyay O ei school a lekha pora korechen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rabindralaldas5317
    @rabindralaldas5317 3 ปีที่แล้ว +1

    তোমার নামটা আজ পর্যন্ত জানতে পারলামনা অথচ তোমার প্রায় সব কটা ভিডিওই খুব আগ্রহ সহকারে দেখি কারণ খুব ভাল লাগে, বস্তুনিষ্ঠতো বটেই l ধন্য়বাদ l

  • @asitkumarsasmal5347
    @asitkumarsasmal5347 3 ปีที่แล้ว +2

    অসাধারণ .......… আপনার ভিডিও নিয়ে বলার কোনো ভাষা নেই। 👍👍❤️❤️

  • @plabanchakraborty8358
    @plabanchakraborty8358 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ আপনাকে, আজকের বহু students বাঙালি এই মহান বেক্তির অবদানের কথা জানেননা,আপনার এই প্রতিবেদন একজনের ও কিছু উপলব্ধি হয় তাও বা কম কিসে

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 3 ปีที่แล้ว +24

    হে মহাজীবন লহ প্রনাম। ধন‍্য হল বঙ্গ মাতা ধন্য হলো বাঙালি। এই অভূতপূর্ব ভিডিও টি বানানোর জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।

  • @asimkumarsarkar8385
    @asimkumarsarkar8385 2 ปีที่แล้ว +1

    অত্যন্ত সমৃদ্ধ একটি প্রতিবেদন ! ধন্যবাদ !!

  • @tsamanta7063
    @tsamanta7063 2 ปีที่แล้ว +4

    খুব সুন্দর বর্ণনা, অনেক অজানা কথা জানলাম,অনেক ধন্যবাদ।👍🙏

  • @parthasarkar3285
    @parthasarkar3285 2 ปีที่แล้ว +1

    Dr.Nillratan Sarkar samporke khub ekta vlo Kahini janlam nice video

  • @debashisbasu8626
    @debashisbasu8626 3 ปีที่แล้ว +3

    Khub bhalo laglo dada... Er sathe related boi potrer kichhu reference dile jara porte bhalobasi tara aaro anondito hobo... Apnar channel aar ei proyash er samriddhi aar dirghayu kamona kori 🙏🙏🙏

  • @kalpanasamanta4415
    @kalpanasamanta4415 ปีที่แล้ว

    Anek anuprerana jogay ei V D. O ti. Protibedanti khub valo laglo. Anek ajana tathya jante parlam. Thank you very much, ⛹️‍♂️⛹️‍♂️⛹️‍♂️⛹️‍♂️⛹️‍♂️⛹️‍♂️⛹️‍♂️⛹️‍♂️⛹️‍♂️

  • @biplabroynandi4842
    @biplabroynandi4842 2 ปีที่แล้ว +1

    Thank you very much good knwoladge given for us …really fill proud …

  • @SubrataSarkar-kt9uu
    @SubrataSarkar-kt9uu 2 ปีที่แล้ว +2

    Amar jethu' Dr. Ashuto Sarkar Harrison Roade Rajani Pharmacy theke practice korten .Tnar kachhe anek galpo shunechhi .Apnar binaran khub bhalo laglo .

  • @manishasgharoyarannaghar8086
    @manishasgharoyarannaghar8086 2 ปีที่แล้ว +1

    Thank you sundor eti video uphar deoyar jano khoto ajana kotha jante parlam👌👌👌👌

  • @sonalidatta92
    @sonalidatta92 2 ปีที่แล้ว +1

    Excellent. Way of represent a ton is very nice.

  • @DulalChBasak
    @DulalChBasak 2 ปีที่แล้ว +1

    Very very informative and interesting channel, congratulations.

  • @asishpaul7728
    @asishpaul7728 2 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ🙏💕 খুব ভালো পরিবেশন করার জন্য🎉🎊🎁 ভালো থাকবেন🙏

  • @sharmilavibes3326
    @sharmilavibes3326 2 ปีที่แล้ว +2

    অনেক কিছু জানতে পারলাম অনেক ধন্যবাদ.

  • @abhisekvlogs7104
    @abhisekvlogs7104 ปีที่แล้ว

    সত্যিই আমাদের পূর্বসুরী সকলেই শুধু ভালো ডাক্তার ছিলেননা তারা একই সঙ্গে মানব দরদী দেশপ্রেমিক সমাজ সংস্কারক এবং দেশ নির্মাণের কারিগর। শত কোটি নমস্কার ।

  • @minatisaha1127
    @minatisaha1127 2 ปีที่แล้ว +1

    Darun khub valo laglo anke najana janlam tai dhanna bad janai

  • @ashutoshdas9741
    @ashutoshdas9741 3 ปีที่แล้ว +3

    Many many thanks for the video

  • @khurshidalamsk9852
    @khurshidalamsk9852 2 ปีที่แล้ว +13

    উনার ছিল দেশের প্রতি ভালোবাসা দরিদ্র মানুষের প্রতি ভালোবাসা এই দেখে বোঝা যায় উনি খুবই ভালো মনের মানুষ ছিলো ধন্যবাদ স্যার আপনাকে এমন একটি মহা মানবের জীবন কাহিনী শোনানোর জন্য জন্য

  • @saugata11
    @saugata11 ปีที่แล้ว

    ডাঃ নীলরতন সরকারের রাজনৈতিক জীবনের অন‍্যতম প্রধান কর্মকাণ্ড ১৯৪০ এ বেঙ্গল সেকেন্ডারী এডুকেশন বিল-এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোনে সামিল হয়ে সেই আন্দোলনে একপ্রকার নেতৃত্ব প্রদান করা। এছাড়া ১৯৩৫ এর ভারত শাসন আইন মোতাবেক নতুন নির্বাচনী ব‍্যাবস্হায় হিন্দু ব‍্যতিরেকে বিভিন্ন ধর্ম সম্প্রদায় সহ বিভিন্ন গোষ্ঠীর জন‍্যে যে সংরক্ষণ ব‍্যবস্হা লাগু হয় তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সক্রিয় যোগদান করে নেতৃত্ব দেওয়া। অদ্ভুতভাবে সেই দুই উল্লেখযোগ্য ঘটনার উল্লেখ নেই। উল্লেখ নেই হিন্দু মহাসভায় তার সক্রিয় যোগদানের কথাও।

  • @uttamrajak3672
    @uttamrajak3672 3 ปีที่แล้ว +5

    Sir, your explanation is really praisable.
    Thank you. Please upload this type of more videos so that we can learn our unknown things.
    Thanks again.........

  • @brojogoswami8665
    @brojogoswami8665 3 ปีที่แล้ว +1

    aro samridhhishali korun amader .antorik shuvechha roilo apnake.

  • @sukhendukr.pradhan4781
    @sukhendukr.pradhan4781 2 ปีที่แล้ว +4

    আপনার পান্ডিত্য আমাদের অজানাকে জানতে সাহায্য করছে

  • @tapasbhattacharya5552
    @tapasbhattacharya5552 3 ปีที่แล้ว +10

    I have no language to Express my greeting to you .I am very proud to know that Dr. Nil Ratan Sarkar not only a famous Doctor but also a kind hearted great man. Many Many thanks to you for your ideal presentation

    • @prabirchatterjee6538
      @prabirchatterjee6538 2 ปีที่แล้ว +1

      Nice presentation. Now at present Doctors are treating patients from far end with minimum time spent. Less time & more patients.

    • @namitamukherjee7345
      @namitamukherjee7345 2 ปีที่แล้ว

      Dr sarkarke koti pronam janai.18sh sal tai chilo mahamab

    • @mithudey9669
      @mithudey9669 ปีที่แล้ว

      ডাক্তারি পেশায় আসলে মাথায় বিজনেস এর চিন্তা না করেই ভালো। বিজনেস করার অনেক প্রফেশন আছে

  • @sray3329
    @sray3329 2 ปีที่แล้ว +2

    Beautiful fact came to our notice. Thanks to the producer.

  • @darpanbiswas6309
    @darpanbiswas6309 ปีที่แล้ว

    Thanks for this Great Video.
    He was the pioneer of Indian Medicine practioner. We learnt a lot about Dr. Sarkar from this Video. Great man had Great activities. I convey my best Regards to Dr. Sarkar, incarnation of God.

  • @user-ur2fl9fb9j
    @user-ur2fl9fb9j 3 หลายเดือนก่อน

    What a wonderful presentation . Thank you .

  • @neotymariagomes7895
    @neotymariagomes7895 ปีที่แล้ว

    I Like And Loved the Name Nill Raton,,, One Lovely person is lost from my Life, don't mind, thank You so much,,,

  • @mdislam-su6wy
    @mdislam-su6wy 2 ปีที่แล้ว +4

    যশোরের বাসিন্দা হিসেবে আমাদের গর্ব ডাক্তার নীলরতন।

  • @rezwanurrahman5997
    @rezwanurrahman5997 2 ปีที่แล้ว +3

    Your lectures are excellent. I like your simple yet beautiful interpretation of history

  • @fuxjyiu281
    @fuxjyiu281 2 ปีที่แล้ว

    Brather i like your all videeo lot off thanka iam form singapore

  • @gopalkrishnamandal2770
    @gopalkrishnamandal2770 2 ปีที่แล้ว +1

    ভীষণ ভালো লাগলো আমি ঐগরামেথাকি। চিত্রা মন্ডল।

  • @salilganguly7691
    @salilganguly7691 3 ปีที่แล้ว +1

    Your has been excellent vidio thanks

  • @binodbyapari4957
    @binodbyapari4957 3 ปีที่แล้ว

    Khub valo akta information pelam...onake shata Koti pranam

  • @tinkunath3642
    @tinkunath3642 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ, বাংলার গর্বের ইতিহাস নিয়ে আরও ভিডিও চাই

  • @subirbose2064
    @subirbose2064 11 หลายเดือนก่อน

    Banglar Chiro Saranio Manab Dorodi Ae Moha Manob Der Koti Koti Pranam Salute Binamra Sradhaynjali Janai 💐🖖👏😢🙏

  • @ajitghosh6003
    @ajitghosh6003 ปีที่แล้ว

    Another great and informative presentation ! Lots of Respect 🙏 for you!

  • @NSMism
    @NSMism 2 ปีที่แล้ว +3

    Is any doctor watching this video? I am sure they will get encouraged for better and efficient service towards patients

  • @papiachakraborty6251
    @papiachakraborty6251 2 ปีที่แล้ว +2

    DAKTAR BABU KE AMAR SASRODHYO
    PRONAM🙏🙏🙏🙏

  • @karabimandal5157
    @karabimandal5157 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই

  • @manjusutradhar2366
    @manjusutradhar2366 ปีที่แล้ว

    Extraordinary interpretation and excellent presentation

  • @shasankashekharhalder9549
    @shasankashekharhalder9549 ปีที่แล้ว

    অসাধারণ অসাধারণ sir আপনার কালেকশন এবং আপনার পরিবেশন।
    নমস্কার সুস্থ থাকুন

  • @maitrybannerjee7556
    @maitrybannerjee7556 11 หลายเดือนก่อน

    Onek kichhu janlam, apnake dhonyobad janiye apnake chhoto korbona. Tai apnake 🙏janai.

  • @sudhangsukumarbiswas5641
    @sudhangsukumarbiswas5641 3 ปีที่แล้ว +2

    Extraordinary video.

  • @biplabroy7025
    @biplabroy7025 2 ปีที่แล้ว +1

    Sir,heartily request these type of legend ploymath fact disclose again,we are proud bengalee as well as Indian

  • @subratasen6205
    @subratasen6205 2 ปีที่แล้ว +2

    এগুলো হিন্দি বা ইংরেজি তে commentary রাখলে আরো বেশি প্রচার হবে ও যারা বাংলা বোঝে না তারাও ইতিহাস ঠিক ভাবে জানতে পারবে

  • @radhagopalbasak6899
    @radhagopalbasak6899 3 ปีที่แล้ว +1

    Pranam janai first,ami ekhane 5 yrs service kare chhi,apnar jannya anek jante parlam,dhannya bad.

  • @samirbhattacharjee4685
    @samirbhattacharjee4685 3 ปีที่แล้ว +3

    The thrilling life story as elaborated enriched and widen knowledge

  • @ronidas2162
    @ronidas2162 3 ปีที่แล้ว +1

    Ai moha purusera jodi ajo thakten tahole amader India world ar most powerful country hoto. Enader kotha sunle chokhe jol ase jy ❤🇮🇳❤

  • @Jokefactorykolkata
    @Jokefactorykolkata ปีที่แล้ว

    আপনার গল্পের মাধ্যমে অনেকের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি।এখন কিন্তু আপনার সম্পর্কে আমি জানতে ইচ্ছুক।একটাই কারন,এতো বিশেষ মানুষ দের বিশয়ে এতো কিছু জানা বেক্তি আপনি ও একজন বিশেষ বেক্তি।

  • @sankarbose5928
    @sankarbose5928 2 ปีที่แล้ว +1

    অনন্য উন্নত শির দেশপ্রেমিক
    পরাধীন ভারতের স্বাধীন কৃতি সন্তান নীলরতন সরকার লহ প্রনাম

  • @dipakbiswas944
    @dipakbiswas944 2 ปีที่แล้ว +2

    মহাজীবন l লহো প্রণাম 🙏🙏

  • @drskpal
    @drskpal 2 ปีที่แล้ว +1

    Thanks for info Dr s k pal

  • @samarespradhan9984
    @samarespradhan9984 3 ปีที่แล้ว

    Ami ageo bolechi apni emon ekjan ananya tathyer vander thank you very much

  • @namitamukherjee7345
    @namitamukherjee7345 2 ปีที่แล้ว +1

    Dr sarkar ke koti pronam. Ek kothai 1800 saltai. Mahamabder.kal.tara manabrupi Debota .

  • @debashismondal4604
    @debashismondal4604 2 ปีที่แล้ว +3

    Beautiful presentation

  • @sanchitabiswas3440
    @sanchitabiswas3440 2 ปีที่แล้ว +1

    Khub valo laglo.

  • @sm4817
    @sm4817 3 ปีที่แล้ว +2

    to the common man the place of a skilled Physician is right after God.

  • @vbtktr
    @vbtktr 2 ปีที่แล้ว +1

    उन लोगों को धन्यवाद जो लोग वीडियो को शेयर किये है। कम से कम इतना तो हम उनके लिए कर ही सकते हैं।

  • @taniadhara9693
    @taniadhara9693 2 ปีที่แล้ว +1

    Thank you for your information

  • @debjanichatterjee5124
    @debjanichatterjee5124 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো

  • @MultiDebangshu
    @MultiDebangshu 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো।🙏

  • @sankarsanyal4432
    @sankarsanyal4432 2 ปีที่แล้ว +1

    আপনাকে অনেক ধন্যবাদ ৷

  • @dkmdilipmukherjee6789
    @dkmdilipmukherjee6789 2 ปีที่แล้ว

    Daroon.khub akarshaniya o bhalo.video.

  • @namitasikdar2316
    @namitasikdar2316 2 ปีที่แล้ว +2

    অনেক ধন্যবাদ আপনাকে

  • @sharifrahman6776
    @sharifrahman6776 3 ปีที่แล้ว +3

    অতল শ্রদ্ধা ❤