ওগো মোর বাংলা মা তুমি কেন এভাবে দুভাগ হলে? কেন তোমার অন্তর আজ দুভাগে বিভক্ত। হৃদয়ের প্রতিটা কোনে নারা দিয়ে গেলো আপনার কবিতা আবৃত্তি । সৃষ্টিকর্তা আপনাকে বাচিয়ে রাখুক আমাদের মাঝে আরো বহুদিন । আমি বাংলাদেশ নয়, পূর্ব বাংলা নয়, পশ্চিম বাংলা নয়, সমগ্র বাংলার পক্ষ থেকে আপনার দির্ঘায়ূ কামনা করছি ।
@@triparnaroyhaldar678 আপু এথনিসিটি এক অন্যরকম আবেগের নাম । এই আবেগ ধর্ম বা কাটাতার দিয়ে আটকানো যায় না । সত্যি যখন কোলকাতার লিটারেরি মিটাপ গুলা দেখি আবার বাংলাদেশের সাহিত্য ভাবনা গুলা দেখি বুকের ভেতর শুধু একটা হাহাকার তৈরী হয় তখন শুধু মনে হয় কেন আমরা আজ বিভক্ত? যদি বাংলা আজ একসাথে থাকতো হতে পারতো দক্ষিন এসিয়ায় সবচাইতে সভ্য এবং সমৃদ্ধ জাতি । যখন ইন্ডিয়ান অন্যান্য স্টেটের মানুষজনের বাংঙালীদের নিয়ে দেওয়া স্টেটমেন্ট দেখি সত্যি আনন্দে বুকটা ভরে যায় তখন Because they knows "Bengalees is the shaprest people of this region" যদিও ইন্ডিার বাকি স্টেটের মানুষজন বাংঙালী হিসেবে ব্যাক্তিগত ভাবে তারা কোলকাতার মানুষজনকেই জানে শুনে কিন্তু তারপরেও কথা গুলা শুনলে একদম আপন মনে হয় কারন কথা গুলা বাঙ্গালীকে নিয়ে বাংলাদেশ বা কোলকাতা নিয়ে নয় । তাই এই ”বাঙালী” ই এক বড় বন্ধন, আত্মার অন্তস্থলের বন্ধন বলে মনে হয় ।
৮ মিনিট ২৮ সেকেন্ডের জন্য অন্য একটা জগতে চলে গিয়েছিলাম। 'ঘোর জাগানিয়া' কন্ঠ এই ভদ্রলোকের। আপনার শতায়ু কামনা করি। আর কবি পৃথ্বীরাজ চৌধুরী-কে পৃথিবীর সব অপু ভক্তদের পক্ষ থেকে ভালবাসা।
তিনি ছিলেন আমার বাঙালী ক্রাশ, আমি ছিলাম সেই ভয়ে কবে হারাবো তাকেও আর আজ সেই মহাশুন্যের দিন কখনো কোন সেলিব্রেটির মৃত্যুতে আমি কাদি নি, আজ কান্না হল। যত যাই হোক উনি আর আসবেন নাহ উনার মত আর কেউ আসবেন নাহ। ভালো থেকো ওপারে
আপনার কণ্ঠস্বর এক আলাদা অনুভূতি এনে দেয় , এক অনন্য শিহরণ জাগে ... আমার শরীর এ.... মনে হচ্ছে যেন এক ভিন্ন জগতে আছি, আপনাকে আমার শতকোটি প্রনাম , যেদিন আপনার সাথে যেদিন দেখা হবে প্রণাম টা না হয় সেরে নেব দাদা,
এই কবিতা টা সৌমিত্র গলায় শোনার পর আর কিছু বলার থাকে না শুধু মুদ্ধ হয়ে শোনা যায় কারণ সৌমিত্র চ্যাটার্জি এমন একজন মানুষ যে তার প্রশংসা যত করা যাক না কেন তত কম হয়ে যায়...
অনেক পরিষ্কার গলা। কচি কন্ঠ যে কেমন ছিলো? বয়সের সাথে বেশ মিলে যায়। আর কবিতার কথা কি বলবো? সেতো অসম্ভব বাস্তবতার এক নির্মূল চিত্র। সৌমিত্র বাবুর গলায় প্রান ফিরে পেয়েছে কবিতাটি। অনেক দিন মনে থাকবে কবি, কবিতা আর আবৃতিকার।
অশ্রুসিক্ত ঝাপসা চোখেও যেন স্পষ্ট দেখতে পাচ্ছি "বৃষ্টিতে ভেজা দিদির সাথে গাছের তলায় অপু.... না না এত অপু নয় এত আমি!!!!! " আসলে আমাদের সব ছেলেদের মধ্যেই বিভুতিভুষন অপুর স্বত্তার জন্ম দিয়ে গেছেন!
মিএ (বন্ধু)....বলেই.... সেই কবে থেকে...... মনের মাঝেই বর্তমান........ বাল্যকালে ফেলুদা ছিলে.... শার্লক হোমস নয় ..... নয় জেমস্ বন্ড.... অনবদ্য সৃষ্টি তোমার.... অবিস্মরণীয় ইতিহাস.... বাংলার আপনি গর্ব জানি.... অপু ভারতের অহংকার.....❤❤🙏🙏🙏🙏
শুনতে শুনতে চোখে জল চলে এলো 🥺🥺🥺 সত্যি যেমন কবিতার ছন্দ, শব্দ ঠিক তেমনই কন্ঠ। কিন্তু এই কন্ঠ টা আর শুনতে পাবো না কোনো দিন ও। যেখানেই থাকুন, ভালো থাকুন স্যার। 🙏
The last renaissance man is no more with us, but he is with us because apu is with us. saumitra made us feel that we are all apu. apu, anek durer desher adhibasi hoye gecho.bhalo theko, jatodur bhalo thaka jay, bhalo theko._supriya dhar.
" পুলু, কেমন আছিস, ভালো? বড় তারাতারি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর, কোথা দিয়ে কেটে গেলোরে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিলো কেউ দিনঘড়িটার কাটা, অনেক কষ্টে জোগার করেছি তোর ঠিকানাটা! এই দেখ! পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায়! চিনতে পারছিস? রোল ফরটি-সিক্স, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা, নাগপুর কোলীয়ারী। তারপর জানিস? খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনাতো এখন বাংলাদেশ। ওখানে কে থাকে, আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কোলকাতায়।
ওগো মোর বাংলা মা তুমি কেন এভাবে দুভাগ হলে? কেন তোমার অন্তর আজ দুভাগে বিভক্ত। হৃদয়ের প্রতিটা কোনে নারা দিয়ে গেলো আপনার কবিতা আবৃত্তি । সৃষ্টিকর্তা আপনাকে বাচিয়ে রাখুক আমাদের মাঝে আরো বহুদিন । আমি বাংলাদেশ নয়, পূর্ব বাংলা নয়, পশ্চিম বাংলা নয়, সমগ্র বাংলার পক্ষ থেকে আপনার দির্ঘায়ূ কামনা করছি ।
@kabbo gor আমন্ত্রন করার জন্য ধন্যবাদ ভাই কোন দিন কলকাতা আসলে দেখা হবে । বাংলাদেশে আপনার আমন্ত্রন রইলো এসে ঘুড়ে যাবেন ।
আরো কবিতা - আবৃত্তি শুনুন
#HRIDOYERKOBITA
Ebar to apnar kothae chokhe jol bhore elo....thik bolechen...keno epar Bangla ar Opar Bangla?....Bangla ek hok...🙏🏼
😪😪😪
@@triparnaroyhaldar678 আপু এথনিসিটি এক অন্যরকম আবেগের নাম । এই আবেগ ধর্ম বা কাটাতার দিয়ে আটকানো যায় না । সত্যি যখন কোলকাতার লিটারেরি মিটাপ গুলা দেখি আবার বাংলাদেশের সাহিত্য ভাবনা গুলা দেখি বুকের ভেতর শুধু একটা হাহাকার তৈরী হয় তখন শুধু মনে হয় কেন আমরা আজ বিভক্ত? যদি বাংলা আজ একসাথে থাকতো হতে পারতো দক্ষিন এসিয়ায় সবচাইতে সভ্য এবং সমৃদ্ধ জাতি । যখন ইন্ডিয়ান অন্যান্য স্টেটের মানুষজনের বাংঙালীদের নিয়ে দেওয়া স্টেটমেন্ট দেখি সত্যি আনন্দে বুকটা ভরে যায় তখন Because they knows "Bengalees is the shaprest people of this region" যদিও ইন্ডিার বাকি স্টেটের মানুষজন বাংঙালী হিসেবে ব্যাক্তিগত ভাবে তারা কোলকাতার মানুষজনকেই জানে শুনে কিন্তু তারপরেও কথা গুলা শুনলে একদম আপন মনে হয় কারন কথা গুলা বাঙ্গালীকে নিয়ে বাংলাদেশ বা কোলকাতা নিয়ে নয় । তাই এই ”বাঙালী” ই এক বড় বন্ধন, আত্মার অন্তস্থলের বন্ধন বলে মনে হয় ।
"ইতি অপু".....
কতশতবার শোনা একমাত্র কবিতা আবৃত্তি।
This blessed voice will be missed.
পুলু , একটা সত্যি কথা এবার তবে বলি তোকে , আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে ,আমি মরে যাচ্ছি বিচ্ছেদ - শোকে !!! অসাধারণ আবৃত্তি!!!
৮ মিনিট ২৮ সেকেন্ডের জন্য অন্য একটা জগতে চলে গিয়েছিলাম। 'ঘোর জাগানিয়া' কন্ঠ এই ভদ্রলোকের। আপনার শতায়ু কামনা করি।
আর কবি পৃথ্বীরাজ চৌধুরী-কে পৃথিবীর সব অপু ভক্তদের পক্ষ থেকে ভালবাসা।
Relly....
thanks
নিস্তব্ধ হয়ে শুনছি,সত্যিই অসাধারণ।
Sotti
Asadharon..
বিষের বছর কেড়ে নিল ফেলুদা'কে😭
এক অনবদ্য কবিতা পাঠ
শুধু মুগ্ধ হয়ে শুনে গেলাম
সব অপু ভক্তদের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করি
হে ঠাকুর, আমার জন্য জমানো সব সুখ শান্তি এই মানুষটিকে দিয়ে দাও। আমার অপু।
যারা চলে যায় কে বললো শুধু তাদের ই শব দাহ হয়।
কি অসাধারণ ভাবনা।
শিল্পীর মৃত্যু হয় না,তিনি তাঁর কাজের মাধ্যমে আজীবন অমর হয়ে থাকেন গুণমুগ্ধদের মধ্যে🙏🙏
তিনি ছিলেন আমার বাঙালী ক্রাশ, আমি ছিলাম সেই ভয়ে কবে হারাবো তাকেও
আর আজ সেই মহাশুন্যের দিন
কখনো কোন সেলিব্রেটির মৃত্যুতে আমি কাদি নি, আজ কান্না হল।
যত যাই হোক উনি আর আসবেন নাহ উনার মত আর কেউ আসবেন নাহ।
ভালো থেকো ওপারে
Sottti vison vison kedacilam
খুব পছন্দের একটা আবৃিতি "ইতি অপু"
ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যেখানেই থাকবেন খুব ভালো থাকবেন বাঙালির আইকন।
মনটা আজ ভালো নেই রে তোপসে, বেলাশেষে অপুর সংসারটাও আর রইলনা। তোমার স্পর্শে রিদ্ধ বাঙালী আজ রিক্ত।তিন ভূবনের পারের নতুন ঠিকানায় ভালো থেকো ফেলুদা।
বিদায় প্রাণপুরুষ।
১৫/১১/২০২০।
ভীষণ কষ্ট হয় মানুষটার গলার আওয়াজ শুনলে , ফেলুদা আর কোনোদিন ফিরবে না , অপু আর কোনোদিন ফিরবে না ।
অপু নিজে আবৃত্তি করছে নিজের জীবন আবার কী চাই।।জয় বাংলা সাহিত্যের জয়।জয় গ্রাম বাংলার জয়।
👍
আরো কবিতা - আবৃত্তি শুনুন
#HRIDOYERKOBITA
৮ মিনিট ৩১ সেকেন্ডে কোথায় কোন এক ভিন্ন জগৎ ভ্রমনে ছিলাম!!!!
কি গলা আর স্বর ♥♥♥♥♥♥
Wa
Ekdom
এ তো শুধু অপূর কথা নয়! আমার আপনার প্রত্যেকের জীবন, স্বপ্ন, ব্যার্থতা সব লুকিয়ে রয়েছে। স্যালুট আপনাকে ।
যখন মন খারাপ হয়। তখন অন্ধকার খালি ঘরে শুয়ে এই কবিতাটি শুনি।জানি না প্রতিবার দুই চোখ ভরে জল চলে আসে আর ঠোঁটের কোনে একটা হাসি খেলে যায়।
প্রিয় সৌমিত্র বাবু আপনি আবার আসিবেন এই বাংলার বুকে, আবার জন্ম নেন এই বাংলায়। ❤️❤️❤️ কিংবদন্তি তোমায় প্রনাম
শতকোটি নমস্কার সৌমিত্রবাবু কে ।।।শতকোটি নমস্কার আমার জীবনের প্রথম ও শেষ ফেলুদা কে।।।।🙏🙏🙏
কাঁদছি,শুনছি আর চোখ দিয়ে জল বেয়ে পড়ছে!ইনফ্যাক্ট যতবার শুনি ততবারই কাঁদি!এগুলো ত্রিশ পার করা মধ্যবিত্ত ঘরের ব্যার্থ ছেলেদের পুরোনো গল্প!একদিন আমিও হয়তো অপুর মত এভাবে হারিয়ে যাবো!🤔
বার বার ফিরে এসেছি এখানে। আজ উনি ওপারের পথিক হয়ে গেলেন, তাই আবারও ফিরে এলাম। গলাটা শুনবো বলে। ভাল থাকবেন। 🕯️
চোখ ভিজে যাচ্ছে বারবার। উনি নেই এটা মানতে পারছি না। 😭🙏🙏
@@ratulbormonprotike2585 সত্যিই তাই।
বেলাশেষে বিদায়ের পালা.....😔চির শান্তির জগতে ভালো থাকবেন .....😔.....RIP sir .....😢😢
"জোনাকি ঘুম" থেকে 'ইলেকট্রিক আলোর" দিকে এগিয়ে যাওয়ার এক মনছুয়ে যাওয়া স্মৃতি।
মন ভালো করার জন্য এইরকম একটি কবিতায় যথেষ্ট আর আবৃত্তিকারের কথা কি বলবো যেখানেই থাকুন আপনার আত্মার স্বর্গবাসী হোক 🙏
আপনার কণ্ঠস্বর এক আলাদা অনুভূতি এনে দেয় , এক অনন্য শিহরণ জাগে ... আমার শরীর এ.... মনে হচ্ছে যেন এক ভিন্ন জগতে আছি, আপনাকে আমার শতকোটি প্রনাম , যেদিন আপনার সাথে যেদিন দেখা হবে প্রণাম টা না হয় সেরে নেব দাদা,
সৌমিত্র দা'র কন্ঠে কবিতার যেন প্রানবন্ত জীবন্ত 🖤
এই কবিতা টা সৌমিত্র গলায় শোনার পর আর কিছু বলার থাকে না শুধু মুদ্ধ হয়ে শোনা যায় কারণ সৌমিত্র চ্যাটার্জি এমন একজন মানুষ যে তার প্রশংসা যত করা যাক না কেন তত কম হয়ে যায়...
আপনি বেঁচে থাকবেন ততদিন যতদিন বাঙালি থাকবে এ জগতে সবার হৃদয়ে
🙏 ❤️🙏
কি বলে যে সম্বোধন করবো এই মানুষটি কে..!
যা বলব তাই ছোট হয়ে যাবে.।
অনেক অভিনন্দন রইল,,
রইল অান্তরিক ভালোবাসা। 🙏🙏
প্রতিটা শব্দ শরীরে নীরব ঢেউ তুলে দিলো,,আবেগময় লাইন।
অসাধারণ প্রিয় কবিতা, প্রায়ই শুনি।
"আমি প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি বারবার, বারবার আমি তার প্রেমে পড়েছি" .....জয় বাবা ফেলুনাথ 🙏 .... যেখানেই থাকুন ভালো থাকুন 🙏
অপূর্ব অসাধারণ কোন কিছু বলা ধৃষ্টতা মাত্র
চোখে জল আসে অপুর সংসার দেখার পর যখন এই কবিতাটা শুনি
অসাধারণ এই কন্ঠস্বর ♥️
আর কবিতাটা কবির অনন্য সৃষ্টি
প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়, শতবছর বাঁচুন। ♥
Jotodin Bangla thakbe Soumitra sir totodin thakben
অসাধারণ লাগল ।এই কন্ঠস্বর তুলনাহীন ।মনে হয় যেন শেষ হওয়ার পর ও রেশ রয়ে যায় দীর্ঘ সময় পর্যন্ত ।
মন খারাপ হলে বার বার ছুটে আসি সৌমিত্র বাবু, আপনার এই কবিতা পাঠ শুনতে। আজ আপনি আর নেই, মন আজও খারাপ। আপনার এই স্মৃতিটুকু নিয়েই বাঁচা যাক😢😢😞😞
অপু এবার সত্য সত্যই চলে গেলো। ওপারে ভালো থাকবেন স্যার!
Shorir er lum kata diye utlo....hats off sir...onek din aaro beche takun....bogoban apnake mongol koruk....legend
What a tragic grace in this unparalleled recitation! Each word breathes life...
আপনার জন্য সশ্রদ্ধ প্রণাম রইলো সৌমিত্র স্যার, ঈশ্বর এর কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হন. ধন্যবাদ
অনেক পরিষ্কার গলা। কচি কন্ঠ যে কেমন ছিলো? বয়সের সাথে বেশ মিলে যায়। আর কবিতার কথা কি বলবো? সেতো অসম্ভব বাস্তবতার এক নির্মূল চিত্র। সৌমিত্র বাবুর গলায় প্রান ফিরে পেয়েছে কবিতাটি। অনেক দিন মনে থাকবে কবি, কবিতা আর আবৃতিকার।
আরো কবিতা - আবৃত্তি শুনুন
#HRIDOYERKOBITA
যত বার শুনেছি তত বারই চোখে জল এসেছে,যখনই শুনি তখন মনে হয় যেন মনের ভিতর লুকিয়ে থাকা কষ্ট গুলি যেন একটু একটু দাহ্য হয়ে বেরিয়ে যাচ্ছে, ❤️❤️
ভারতীয় চলচ্চিত্র জগতের মহীরুহ সৌমিত্র চট্টপাধ্যায়ের প্রয়াণ যেন এক নক্ষত্রের পতন! যেখানে থেকো ভালো থেকে প্রিয় অভিনেতা।
গুরুদেব তুমি চলে গেলে ছেড়ে এ ভুবন 😒😞
অশ্রুসিক্ত ঝাপসা চোখেও যেন স্পষ্ট দেখতে পাচ্ছি "বৃষ্টিতে ভেজা দিদির সাথে গাছের তলায় অপু....
না না এত অপু নয় এত আমি!!!!! "
আসলে আমাদের সব ছেলেদের মধ্যেই বিভুতিভুষন অপুর স্বত্তার জন্ম দিয়ে গেছেন!
Mugdho holam.. Chokhe jol chole elo... Valo thakun uni......
সৌমিত্র দার কণ্ঠে বাংলাদেশের কবি জসীমউদ্দিন এর কবর কবিতাটা শুনার শুনার ইচ্ছে হচ্ছে।
মিএ (বন্ধু)....বলেই....
সেই কবে থেকে......
মনের মাঝেই বর্তমান........
বাল্যকালে ফেলুদা ছিলে....
শার্লক হোমস নয় .....
নয় জেমস্ বন্ড....
অনবদ্য সৃষ্টি তোমার....
অবিস্মরণীয় ইতিহাস....
বাংলার আপনি গর্ব জানি....
অপু ভারতের অহংকার.....❤❤🙏🙏🙏🙏
অসাধারন! অনেক শ্রদ্ধা আর ভালবাসা সৌমিত্রদা!
অসাধারণ অপূর্ব। আমাদের ছেলেবেলা ও কিছুটা দেখা হলো ঐ কাশবন কু ঝিকঝিক ট্রেন চোখের কোনা চকচক করে ওঠে।
সৌমিত্র বাবু অনেক অনেক 🙏🙏🙏🙏🙏🙏
প্রতিটি লাইন শুনে গায়ে শিহরণ হতে লাগল। যেমন সুন্দর কবিতা তেমন সুমধুর আবৃত্তি।
সত্যি এক অদ্ভুত অনুভূতি।। কি দারুন কন্ঠ।।
সত্যি অসাধারণ।।।। চোখ দিয়ে জল বের হয়ে গেল
চোখের জল ধরে রাখতে পারিনি অনেক চেষ্টা করেও। সত্যি অসাধারণ
শুনলাম। আবার দেখলাম পথের পাঁচালী, অপরাজিত আর অপুর সংসার। আবারও শুনছি। লেখককে অভিনন্দন। শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় --- কী যে লিখব ! ভালো থাকবেন 🌷❤️🌹
মহারাজা!তোমারে সেলাম! যতবার শুনি এই একই কথা মনে হয় 🙏🏻
অপুর জীবনের ইতিহাস যাপন বাস্তবের অপু(সৌমিত্র চট্টোপাধ্যায়) এর গলায়।আর কী অসাধারণ লেখনীসত্তা আর সুমধুর কন্ঠস্বর। প্রণাম 🙏🙏
সৈামিত্র চট্ট্যোপধ্যায় এর আবৃত্তি পাঠ শুনে মন কেমন হয়ে যায়---অসাধরণ
অপুরূপী সৌমিত্র চট্টোপাধ্যায় কে হাজারো প্রণাম।
apnar chole jawar kosto.....amaar sarajibon theke jabee....apnar ei kobita ta sunee...ami ki6u kobita lekhar inspiration paii ....apni portekk bangalir teacher♥️♥️
মুগ্ধ হয়ে গেলাম। আর চলে গেছিলাম বাস্তব থেকে অনেক দূরে।
সত্যি কথা গুলো এতো অসাধারণ মানুষটা এতো তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারছি না. ভালো থেকো প্রিয় মানুষ ভালো থেকো অপু 🙏🙏🙏🙏🙏
অসাধারণ লাগলো আবৃত্তি টি।ধন্য হোক অপু।
Ufff aapni Aachen aamader hridoye ........
কবিতা মানেই আমার কাছে শ্রেষ্ঠতম পরিশুদ্ধির পথ।আর তা শুদ্ধ আবৃত্তি আহা...
আরো কবিতা - আবৃত্তি শুনুন
#HRIDOYERKOBITA
Today when he is no more...this recital has a different meaning altogether.. will miss you a lot Feluda...Om Shanti 🙏
rip sir...
I really like the fact we remember him as our feluda. Thank you Sir rest in peace
অপুর প্রতি আমার ভালোবাসা রইলো। ভালো থেক অপু।
Poly Das ♥
Opurbo......emon protibha sotabdite aktai jonmai....🙏
অপু, আমার অপু, আমাদের অপু 😘😘😘😘😘😘😘😘
অসাধারণ মানুষ,অপূর্ব আবেশ সমন্নয়।
অসাধারণ লাগল আপনার এই সৃষ্টি...
আরো এমন কিছুর অপেক্ষায় রইলাম...
ইতি অপু.. শুনতে শুনতে হারিয়ে যাওয়া যায়
মন প্রাণ দেহ জুড়িয়ে গেল |
শুনতে শুনতে চোখে জল চলে এলো 🥺🥺🥺
সত্যি যেমন কবিতার ছন্দ, শব্দ ঠিক তেমনই কন্ঠ। কিন্তু এই কন্ঠ টা আর শুনতে পাবো না কোনো দিন ও।
যেখানেই থাকুন, ভালো থাকুন স্যার। 🙏
যখনই,, পথের পাঁচালি,অপরাজিত, অপুর সংসার দেখি, দেখার পরেই এ কবিতা শুনি বারবার।
প্রান ছুয়ে যায়।।
সবাইকে ছেড়ে চলে গেলেন।।।
অন্তঃস্থল থেকে সম্মান আর ভালবাসা। সেই অপু, আর এই অপু। একটুও পার্থক্য নেই।
বাঙালি হয়ে জন্মে জীবন ধন্য।
যত শুনি ততো মুগ্ধ হই!!!!
চোখে জল আসছে শুধু...
Aj apni amdr chere chole gelen🥺 ...তুমি রবে নীরবে 🌼,May your soul rest in eternal peace ❤️
এই কন্ঠ আর এই কবিতা... ❤❤
Osadharon ....🙏Soumitra chaterjee apna k onkkk pronam janai...
চলচ্চিত্র পাশাপাশি এত সুন্দর কথা কন্ঠ আমাই পাগল করে দিল
গপ্পোমীরের ঠেকে পথের পাঁচালি শুনলাম। আবার এখানে এলাম। চোখের জল আটকায় না!
Soumitra ch Apni satau hon ei prarthna P..choudhurik anek dhannabad
অসাধারণ, অদ্ভুত বর্ণনার কোনো বিশেষণ খুঁজে পেলাম না
সব অধিকার ছেড়ে দেব-অসাধারন
অপুর্ব অনুভূতি💚
বার বার শুনেছি আবার ও শুনতে ইচ্ছে করে, প্রতিবার ই নতুন লাগে ।।
অসাধারণ। কিছুক্ষণের জন্য অনেক দূরে কোথায় যেনো হারিয়ে গেছিলাম।
Mon chuye jai ..bar bar shuneo shonar ichhe ta Damon hoi nai ..jno kromosho tribro hoye othe ..Asonkhya dhanyabad sir apnake ..
osadharon....just kono kotha hobe na...!..❤❤❤
অসাধারণ, সৌমিত্র চ্যাটার্জী।
এই কন্ঠ আর শুনতে পাব না। স্যার ভালো থাকবেন ওপারে।
মন্ত্র যেমন ভালো পূরহিতের মুখে প্রান ফিরে পায়, কবিতা ও ঠিক এমন মানুষ এর জন্য অপেক্ষা করে, প্রান পেতে।
ভীষণ সুন্দর কবিতা, সাথেই সৌমিত্র দার আবৃত্তি !!!
আমার চ্যানেল থেকে দাদার জন্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা ❤️🎀🌷🌼
The last renaissance man is no more with us, but he is with us because apu is with us. saumitra made us feel that we are all apu. apu, anek durer desher adhibasi hoye gecho.bhalo theko, jatodur bhalo thaka jay, bhalo theko._supriya dhar.
আমার জীবনে শোনা শ্রেষ্ঠ কবিতা এটি
অসাধারণ কবিতা
" পুলু, কেমন আছিস, ভালো?
বড় তারাতারি নিভে যাচ্ছে এই কলমের আলো।
মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর,
কোথা দিয়ে কেটে গেলোরে এতগুলো বছর?
যেন রেলের চাকায় বেঁধেছিলো কেউ দিনঘড়িটার কাটা,
অনেক কষ্টে জোগার করেছি তোর ঠিকানাটা!
এই দেখ! পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায়!
চিনতে পারছিস? রোল ফরটি-সিক্স, অপূর্ব কুমার রায়।
তোর সাথে শেষ দেখা, নাগপুর কোলীয়ারী।
তারপর জানিস? খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি।
খুলনাতো এখন বাংলাদেশ।
ওখানে কে থাকে,
আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে?
কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কোলকাতায়।
Puro kobitar lyrics to deben please
যতবার শুনি!
একদম হৃদয় জুড়িয়ে যায়।