মহান আল্লাহ পাক আপনাকে দীর্ঘজীবী করুক। যেদিন ক্যাডার হতে পারবো সেদিন আপনার সঙ্গে দেখা করব। ক্যাডার হতে না পারলে দেখা করবো না। তবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
Many many many..... Tnx sir, sir admin vs customs,tax ader kajar passer - sujug subida etc sompor ka akta video dila amader cadre choice a onek onek valo hoto sir
Sir this is a very informative video for viva candidates. We need more videos about how to take preparation for viva if the first Choice is Customs. Thanks
ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য ১.কোন ক্যাডার এ পরীক্ষা দিতে হবে ২.কখন থেকে পড়া শুরু করলে ভাল হবে ৩.কিভাবে পড়ব আল্লাহ যদি সহায় দেয় আমি ইনকাম ট্যাক্স অফিসার হতে চাই #please পুরো ডিটেল এ একটি ভিডিও দিন অনেক উপকার হবে।
ধন্যবাদ ভাইয়া,,,আপনার ভিডিও দেখে অনেক উদ্দীপনা পাই,,,আমি ৪৩ তম বিসিএস পরীক্ষার্থী হিসেবে কিভাবে নিজেকে গুছিয়ে নিয়ে ভালো কিছু করতে পারি এবং আমার উচ্চতা ৫" ২ ইঞ্চি সেক্ষত্রে আমার ক্যাডার চয়েস কেমন দিলে ভালো হবে এবং পরিপূর্ণ প্রস্তুতি নেয়ার জন্য কোন কোচিং সেন্টার ভালো হবে বলে আপনি মনে করেন, এ ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছি। ধন্যবাদ,,,,
Vaiya, apner vedio guli khub e informative & helpful. 5 march apnader "Taxation cadre" er picnic a ami giacilam. Apner sathe samne dekha o hycilo, but kotha bolte voy paccilam, ti r bola hy ni🙂
আসসালামু আলাইকুম ভাইয়া... কিছু প্রশ্ন ছিল... আশা করি সময় করে উত্তর দিবেন... ১. ভাইয়া, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের মধ্যে কোনটায় তুলনামূলক সুযোগ-সুবিধা ও প্রমোশন সুবিধা ভালো? আপনি কোনটিকে এগিয়ে রাখবেন? ট্যাক্স ক্যাডার থেকে একজন বেশি সদস্য হওয়ার সুযোগ থাকে, এই বিষয়টা মাথায় রেখে। ২. ভাইয়া একজনকে দেখেছি তিনি কর ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে জয়েন করে আবার কর ক্যাডারে ফেরত এসেছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? ৩. আপনার ৩৭তম বিসিএসে লিখিত নম্বর কতো ছিল? ৪. অন্যান্য ক্যাডারে ৪র্থ গ্রেড নেই। কিন্তু কাস্টমস ও ট্যাক্স ক্যাডারে আছে। এটা কি অতিরিক্ত একটা ধাপের কারণে দেওয়া হয়েছে? নাকি এটা বৈষম্য? ৫. ট্যাক্স ক্যাডারে অফিসার বেশি নাকি কাস্টমস ক্যাডারে? ধন্যবাদ।
১. কাস্টমস ২. তাকে অব্যাহতি দেওয়া হয়নি তখনো, পরে ফিরে এসে চেয়ারম্যানকে অনুরোধ করেছে। ৩. ৩৭ এর মার্কশিট তুলি নি। ৪. এটা সরকারের বিষয়। বৈষম্য না। অন্যান্য ক্যাডারে পঞ্চম থেকে সরাসরি তৃতীয় হয়। ৫. কর ক্যাডারে জনবল বেশি।
Assalamualaikum Sir Ami Honours 17-18 Session er.Amar 2nd Year er 1 ta Subject e fail silo but otar Improvement Already diye diyesi,Result 2-1 Month er moddhe diye dibe.Tay Apatoto Amar Honours 4th year Result er CGPA Incomplete lekha asbe but Improvement result pele Somonnoy hoye jabe Soon. Ekhon ai Situation e Ami ki December er 10 tarikh theke start hoya 45 Tomo BCS Online Formfillup Appeared diye korte parbo ki nah Ekto Sure hoye janaben Please???
ভাইয়া, সৎ পথে থেকে কাস্টমস ক্যাডারে কেমন আয় করা সম্ভব। অনেকে এই ক্যাডার এর কিছু নেতিবাচক দিক বলে, তাই জানতে চাওয়া। আশা করি, জানাবেন। জাযাকাল্লাহ খাইরান।
As a computer science & engineering graduate,how can I apply my subjective knowledge in customs/ tax cadre? What types of ICT initiatives have been taken by NBR so far?
স্যার, আসসালামুয়ালাইকুম। আমি আঃ কাদের লস্কর। আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত আছি। আমি বিসিএস (কাস্টমস) ক্যাডার হতে চাই। আমি কেবল মাত্র ৪ টা সেমিস্টার শেষ করেছি। আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি কোন বইগুলো পড়াশোনা করলে কাস্টমস ক্যাডার হতে পারবো । মানে কোন বইগুলো সাজেস্ট করবেন, স্যার ।
স্যার আসসালামুআলাইকুম।আমার চয়েজ লিস্টে ট্যাস্ক ক্যাডার অডিট ক্যাডারের পরে রেখেছি।সেক্ষেত্রে, ট্যাস্ক ও অডিটের মধ্যে কোনটি আগে রাখা উচিত?প্লিজ জানাবেন স্যার।
আসসালামু আলাইকুম ভাইয়া,,🙂🙂 ভাইয়া আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট কাস্টমস ক্যাডার প্রথম চয়েজ দিলে আমাকে যদি প্রশ্ন করে আপনার সাবজেক্ট থেকে অর্জিত জ্ঞান কিভাবে কাস্টমস ক্যাডার এ প্রয়োগ করবেন,,? ভাইয়া এই প্রশ্নের উত্তর টা দিলে আমার অনেক উপকার হবে ভাইয়া,,🙏🙏
ভাইজান, আপনার কথা শুনতে সব সময়য়ই খুব ভালো লাগে। ভাই, আপনি তো প্রশাসন ক্যাডার পেয়েছেন, কিন্তু এখনো ট্যাক্স ক্যাডারে আছেন কেন ??? আমি জানিনা তাই জানতে চাই। আশা করি বলবেন।
j kono sub porlei hbe Tobe bcs a english er durbolotar karone beshi sonkhak lok jhore pore Tai english a jor dite hbe Chaile english literature niye porte paro. Tahole free hand writing vlo hbe Vlo korte parba. A chara bcs a opukar pabe jodi tmi bangla,english, history sub poro.
ট্যাক্সেশন আইনের loophole নেই বললেই চলে। এর কারণ হলো প্রতিবছর ফাইন্যান্স এক্ট এ এই আইনের সংশোধন, সংযোজন বা বিয়োজন হয়। প্রতি বছর পরিবর্তন বা পরিবর্ধন এর ফলে যখন আইনটি যেরকম করা দরকার সেরকম করা হয়। আইন ঠিক আছে। এরপরও কাঙ্ক্ষিত কর আদায় না হওয়ার কারণ- রাজনৈতিক কমিটমেন্ট এর ঘাটতি, যথেষ্ট কারিগরি এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লোকদের অভাব, সক্ষমতা ও লজিস্টিকস এর অভাব, ডিজিটালাইজেশন এর অভাব, অতিরিক্ত প্রমোটি অফিসার, রাজস্ব সংস্কৃতির বিকাশ না ঘটা ইত্যাদি। তবে কাঙ্ক্ষিত মাত্রায় না হলেও বিগত এক যুগ ধরে রাজস্ব আহরণে বাংলাদেশ যে সাফল্য দেখাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে বিরল।
অসংখ্য ধন্যবাদ। Income Tax Ordinance, 1984 এর কিছু দুর্বলতা জানতে চাইলে ডাবল ট্যাক্সিং ও কোম্পানির ক্ষেত্রে ক্ষতি হওয়া সত্ত্বেও ট্যাক্স দিতে হয় এটা বলা যাবে?
ডাবল ট্যাক্সিং কীসে হয়? ক্ষতি হওয়া সত্ত্বেও ট্যাক্স এর জন্য দায়ী আমাদের একাউন্টিং স্ট্যান্ডারড। গণহারে লস প্রদর্শন এর কারণে মিনিমাম ট্যাক্স এসেছে। ট্যাক্স আইনের প্রধান উদ্দেশ্য কিন্তু রাষ্ট্রের প্রয়োজনীয় রেভিনিউ কালেক্ট করা। মিনিমাম ট্যাক্স ধারণা এখান থেকেই এসেছে।
বিনয়ের সাথে জানাচ্ছি আমার এই বিষয়ে গভীর জ্ঞান নেই। প্রাথমিক ধারণা নিতে চাচ্ছি। একাডেমিক পড়াশোনা ভুলে গেসি। প্র্যাক্টিক্যাল বিষয় গুলো আপনার কাছে জানার আগ্রহ আছে। কৃতজ্ঞতা।
Ami govt renowned ekta scl theke pore ber hoici but result eto valo na thakai clg valo jaigai chance pai nai. Gram side er ekta clg e admit howa lagce. Ekhn eta niye jodi viva te question kore kirkm ans dibo?
Bollam ami valo ekta school theke porci. Kintu ssc te result kharap thakai valo college e chance pai nai. Eta niye ki kono question korte pare? R korle o etar ans ki dibo? Please help
স্থায়ী এবং অস্থায়ী একই ঠিকানা দিতে চাচ্ছি মানে আমার বাবার বাড়ি আমাদের গ্রামের বাড়ি। তাতে তো সমস্যা নেই?? সিগনেচার নিয়ে একটু সমস্যায় আছি অনেক বার চেষ্টা করেছি একই রকম করার কিন্তু হয়না এক বার একরকম তো আরেকবার আরেকরকম একটু সমাধান দিন প্লীজ
@@JonayedHossain ভাইয়া, তথ্য ক্যাডারের সহকারী পরিচালক (সাধারণ) এর (ক্যাডার কোড-১২১) সুযোগ-সুবিধা কেমন, বিশেষ করে প্রমোশন ও পোস্টিং। অডিট ও ট্যাক্স ক্যাডারের সাথে তুলনায়... অগ্রিম ধন্যবাদ।
কাস্টমস/ট্যাক্স/অডিট ক্যাডারে ছুটি কেমন? কাজের চাপ কেমন? এডমিন ক্যাডারে নাকি সরকারি ছুটিগুলোও পাওয়া যায়না দায়িত্বের জন্য? জেনারেল ক্যাডারগুলোর মধ্যে রিলাক্সেবল কোনটি ভাইয়া যদি বলতেন।
মহান আল্লাহ পাক আপনাকে দীর্ঘজীবী করুক। যেদিন ক্যাডার হতে পারবো সেদিন আপনার সঙ্গে দেখা করব। ক্যাডার হতে না পারলে দেখা করবো না। তবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
স্যার অনেক ভালো লাগলো অনেকের উপকার হবে আপনার এই চ্যানেলের মাধ্যমে। আল্লাহ আপনাকে হেফাজত করুক।
ধন্যবাদ স্যার, খুবই সুন্দর উপস্থাপনা। অনেক কিছু শিখলাম।
আসসালামু আলাইকুম।
ভাই আপনার কথাগুলো থেকে অনেক কিছু শিখা যায়।
ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ
Many many many.....
Tnx sir, sir admin vs customs,tax ader kajar passer - sujug subida etc sompor ka akta video dila amader cadre choice a onek onek valo hoto sir
ধন্যবাদ ভাইয়া।
কয়েকটা বিষয়ে জানিয়ে বাধিত করবেন:
*কাস্টম এবং ট্যাক্স ক্যডারের মধ্যে-
১. পোস্টিং ও বদলির বিবেচনায় কোনটা এগিয়ে? অর্থাৎ, ঘনঘন বদলি বা দূরদূরান্তে পোস্টিং কম
২.লজিস্টিকাল (গাড়ি, বাড়ি,ইত্যাদি) সুবিধা ভালো
৩. কাজের চাপ এবং অবৈধ উপার্জনের সম্ভাবমা কম
ভাই আপনার ভিডিওর এই চমৎকার তথ্য গুলো জেনে ভালো লাগলো... অনেক কিছু জানলাম.... ধন্যবাদ!!
স্বাগতম
Sir this is a very informative video for viva candidates.
We need more videos about how to take preparation for viva if the first
Choice is Customs. Thanks
I'll try to make some more videos brother. Thank you
স্যার। আরো অনেক ভিডিও চাই। এই ভিডিওটা চমৎকার ছিল।
Your video duration is very decent ― optimum for learning. Keep that up, Sir. 🤗
Thank you
ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য ১.কোন ক্যাডার এ পরীক্ষা দিতে হবে ২.কখন থেকে পড়া শুরু করলে ভাল হবে
৩.কিভাবে পড়ব
আল্লাহ যদি সহায় দেয় আমি ইনকাম ট্যাক্স অফিসার হতে চাই #please পুরো ডিটেল এ একটি ভিডিও দিন অনেক উপকার হবে।
I can bet you he is a good man.
একরাশ ভালোবাসা স্যার ❤️💙
ধন্যবাদ ভাইয়া,,,আপনার ভিডিও দেখে অনেক উদ্দীপনা পাই,,,আমি ৪৩ তম বিসিএস পরীক্ষার্থী হিসেবে কিভাবে নিজেকে গুছিয়ে নিয়ে ভালো কিছু করতে পারি এবং আমার উচ্চতা ৫" ২ ইঞ্চি সেক্ষত্রে আমার ক্যাডার চয়েস কেমন দিলে ভালো হবে এবং পরিপূর্ণ প্রস্তুতি নেয়ার জন্য কোন কোচিং সেন্টার ভালো হবে বলে আপনি মনে করেন, এ ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছি।
ধন্যবাদ,,,,
Special thank...
May Allah bless you...
Welcome brother
Excellent knowledge ❤
স্যার,উপকারী আলোচনা
ধন্যবাদ ভাই
Many many thanks sir. Please pray for me.
Welcome brother
মাশাল্লাহ্ অনেক ভালো লাগল।
Thank you brother
Vaiya, apner vedio guli khub e informative & helpful. 5 march apnader "Taxation cadre" er picnic a ami giacilam. Apner sathe samne dekha o hycilo, but kotha bolte voy paccilam, ti r bola hy ni🙂
আমাদের পিকনিকে কীভাবে গিয়েছেন (কোন সূত্রে)? 🙂
Costom cadre. A ki সপ্তাহ য় ৭ দিন duty korte y plz janaben,নাকি শুক্রবার ,শনিবার বন্ধ,
ধন্যবাদ ভাই
স্যার,কাস্টমস ক্যাডার নিয়ে অন্য কোন ভিডিওতে বিস্তারিত বলুন।
ধন্যবাদ দাদা 💚💚💚
স্বাগতম ভাই
আসসালামু আলাইকুম ভাইয়া... কিছু প্রশ্ন ছিল... আশা করি সময় করে উত্তর দিবেন...
১. ভাইয়া, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের মধ্যে কোনটায় তুলনামূলক সুযোগ-সুবিধা ও প্রমোশন সুবিধা ভালো? আপনি কোনটিকে এগিয়ে রাখবেন? ট্যাক্স ক্যাডার থেকে একজন বেশি সদস্য হওয়ার সুযোগ থাকে, এই বিষয়টা মাথায় রেখে।
২. ভাইয়া একজনকে দেখেছি তিনি কর ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে জয়েন করে আবার কর ক্যাডারে ফেরত এসেছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে?
৩. আপনার ৩৭তম বিসিএসে লিখিত নম্বর কতো ছিল?
৪. অন্যান্য ক্যাডারে ৪র্থ গ্রেড নেই। কিন্তু কাস্টমস ও ট্যাক্স ক্যাডারে আছে। এটা কি অতিরিক্ত একটা ধাপের কারণে দেওয়া হয়েছে? নাকি এটা বৈষম্য?
৫. ট্যাক্স ক্যাডারে অফিসার বেশি নাকি কাস্টমস ক্যাডারে?
ধন্যবাদ।
১. কাস্টমস
২. তাকে অব্যাহতি দেওয়া হয়নি তখনো, পরে ফিরে এসে চেয়ারম্যানকে অনুরোধ করেছে।
৩. ৩৭ এর মার্কশিট তুলি নি।
৪. এটা সরকারের বিষয়। বৈষম্য না। অন্যান্য ক্যাডারে পঞ্চম থেকে সরাসরি তৃতীয় হয়।
৫. কর ক্যাডারে জনবল বেশি।
আরেকটা ভিডিও করেন ভাই...
চেষ্টা করবো ইনশাআল্লাহ
sir ami customs e sepai pode vaiva debo ki ki proshno hote pare janale upokito hobo.
সেই অসাধারণ
Taxation and customs niye kono likha thakle link pls.
Vaiya love you so much 💞🤗😊♥️🇧🇩🇧🇩
Thank you 😊
@@JonayedHossain ভাইয়া আমার পুলিশ পছন্দ । আমি পুলিশ প্রথম পছন্দ হিসেবে রাখতে চাই
১.পুলিশ
২.admin
3.tax
ঠিক আছে। কাস্টমস ট্যাক্স এর আগে রাখেন।
স্যার,অর্থ ক্যাডারের জন্য কি কি জানতে ও পড়তে হবে?
ধন্যবাদ স্যার
Sir ei duita Cader theke konta beshi valo.. please bolen???
ভাইয়া আপনার কাছ থেকে আমি পারছোনাল একটা বিষয় জানতে চাচ্ছি প্লীজ রিপ্লৈ দিয়েন
Assalamualaikum Sir Ami Honours 17-18 Session er.Amar 2nd Year er 1 ta Subject e fail silo but otar Improvement Already diye diyesi,Result 2-1 Month er moddhe diye dibe.Tay Apatoto Amar Honours 4th year Result er CGPA Incomplete lekha asbe but Improvement result pele Somonnoy hoye jabe Soon.
Ekhon ai Situation e Ami ki December er 10 tarikh theke start hoya 45 Tomo BCS Online Formfillup Appeared diye korte parbo ki nah Ekto Sure hoye janaben Please???
hsc এর পর কোন বিভাগ থেকে custom cader এ যাওয়া যায়
ব্রাদার😊😊
আরও ভিডিও চাই ভাইয়া!
চেষ্টা করবো ইনশাআল্লাহ
Thanks
Welcome
ভাই, কর ও কাস্টম কি পরপর সিরিযাল এ দিতে হয়?
ভাই সহকারী কাস্টমস অফিসার হতে কি কি যোগ্যতার প্রয়োজন।
ভাইয়া, সৎ পথে থেকে কাস্টমস ক্যাডারে কেমন আয় করা সম্ভব। অনেকে এই ক্যাডার এর কিছু নেতিবাচক দিক বলে, তাই জানতে চাওয়া। আশা করি, জানাবেন।
জাযাকাল্লাহ খাইরান।
Honours er porai ki bcs deyar jabe
Arts r students Custom, Audit cadre pai?
As a computer science & engineering graduate,how can I apply my subjective knowledge in customs/ tax cadre? What types of ICT initiatives have been taken by NBR so far?
I'll cover your queries in next video brother..
@@JonayedHossain sathe EEE engineer der tao ektu add koiyen please.
Bcs viva or bcs cadre promotion er khetre height ki matter kore?
Chele, amr height 5'3''
Ete promotion er khetre kono problem hoy kina?
Vaia,,, viva ki English a hoy?? Naki mixed?
arekta video koren suvida osuvida promotion niwe
আচ্ছা।
ধন্যবাদ স্যার৷
স্বাগতম ভাই
Thanks sir
Welcome vai
স্যার,
আসসালামুয়ালাইকুম।
আমি আঃ কাদের লস্কর। আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত আছি।
আমি বিসিএস (কাস্টমস) ক্যাডার হতে চাই। আমি কেবল মাত্র ৪ টা সেমিস্টার শেষ করেছি। আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি কোন বইগুলো পড়াশোনা করলে কাস্টমস ক্যাডার হতে পারবো ।
মানে কোন বইগুলো সাজেস্ট করবেন, স্যার ।
ভাইয়া আপনার সাথে পারছোনাল ভাবে একটু কথা বলা যাবে
thank you vaiya.....
Welcome
Vaia ki ki book follow korbo preliminary r jonno aktu bolle valo hoy
প্রিলিমিনারি ভিডিওগুলো দেখুন।
Vai TDS, VDS,Advanced tax ki jodi bolten? GDP er sathe customs, tax relations?
MonePlan নামে আমার একটা চ্যানেল আছে। ওখানে এই বিষয়ে ভিডিও দিব।
স্যার আসসালামুআলাইকুম।আমার চয়েজ লিস্টে ট্যাস্ক ক্যাডার অডিট ক্যাডারের পরে রেখেছি।সেক্ষেত্রে, ট্যাস্ক ও অডিটের মধ্যে কোনটি আগে রাখা উচিত?প্লিজ জানাবেন স্যার।
অসুবিধা নাই। দুটি ক্যাডার কাছাকাছি
ভাইয়া ভাইভা থেকে সাধারণত ১ম ও ২য় চয়েজ থেকে বেশী প্রশ্ন করা হয়? অনেকে বলে থাকেন কাস্টমস & টেক্স ক্যাডার এর ভাইভা ইংলিশে হয় এটা সঠিক কিনা?
প্রথম চয়েজ থেকেই মূলত ভাইভা শুরু হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থেকেও প্রশ্ন করেও। কাস্টমস, ট্যাক্স এর ভাইভা ইংলিশ, বাংলায় যেকোনো ভাষাতেই হতে পারে।
@@JonayedHossain ধন্যবাদ ভাই।
Marketing subject BBA kore customs ki try kora jabe ar geleo keno jabe???
যাবে।
আসসালামু আলাইকুম ভাইয়া,,🙂🙂
ভাইয়া আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট কাস্টমস ক্যাডার প্রথম চয়েজ দিলে আমাকে যদি প্রশ্ন করে আপনার সাবজেক্ট থেকে অর্জিত জ্ঞান কিভাবে কাস্টমস ক্যাডার এ প্রয়োগ করবেন,,?
ভাইয়া এই প্রশ্নের উত্তর টা দিলে আমার অনেক উপকার হবে ভাইয়া,,🙏🙏
আপনি বিসিএস কাস্টমস ভাইবা সহায়িকা বইটা পড়বেন। আাশা করি উওর পাবেন
ভাইজান, আপনার কথা শুনতে সব সময়য়ই খুব ভালো লাগে। ভাই, আপনি তো প্রশাসন ক্যাডার পেয়েছেন, কিন্তু এখনো ট্যাক্স ক্যাডারে আছেন কেন ??? আমি জানিনা তাই জানতে চাই। আশা করি বলবেন।
ট্যাক্স থেকে প্রশাসনে গিয়ে এক ব্যাচের জুনিয়র হতে চাইনি। আর ট্যাক্সও ভালো ক্যাডার। তাই চেঞ্জ করিনি।
@@JonayedHossain বাহ! চমৎকার ভাইজান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ আপনাকে দেশের সেবায় এগিয়ে নিয়ে যাক। দোয়া করি আপনার জন্য।
স্যার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।কাস্টমস ক্যাডার হতে হলে কোন সাবজেক্ট এ পড়াশোনা করতে হবে স্যার প্লিজ একটু জানাবেন প্লিজ 🙏🙏
j kono sub porlei hbe
Tobe bcs a english er durbolotar karone beshi sonkhak lok jhore pore
Tai english a jor dite hbe
Chaile english literature niye porte paro. Tahole free hand writing vlo hbe
Vlo korte parba.
A chara bcs a opukar pabe jodi tmi bangla,english, history sub poro.
শ্রদ্ধাভাজন,
বাংলাদেশের টেক্সেশন আইনের main loopholes গুলো কি কি? শেয়ার করলে কৃতজ্ঞ থাকব। আইনের ছাত্র তাই এই প্রশ্ন ধরবে মনে হচ্ছে।
ট্যাক্সেশন আইনের loophole নেই বললেই চলে। এর কারণ হলো প্রতিবছর ফাইন্যান্স এক্ট এ এই আইনের সংশোধন, সংযোজন বা বিয়োজন হয়। প্রতি বছর পরিবর্তন বা পরিবর্ধন এর ফলে যখন আইনটি যেরকম করা দরকার সেরকম করা হয়।
আইন ঠিক আছে। এরপরও কাঙ্ক্ষিত কর আদায় না হওয়ার কারণ- রাজনৈতিক কমিটমেন্ট এর ঘাটতি, যথেষ্ট কারিগরি এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লোকদের অভাব, সক্ষমতা ও লজিস্টিকস এর অভাব, ডিজিটালাইজেশন এর অভাব, অতিরিক্ত প্রমোটি অফিসার, রাজস্ব সংস্কৃতির বিকাশ না ঘটা ইত্যাদি। তবে কাঙ্ক্ষিত মাত্রায় না হলেও বিগত এক যুগ ধরে রাজস্ব আহরণে বাংলাদেশ যে সাফল্য দেখাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে বিরল।
অসংখ্য ধন্যবাদ। Income Tax Ordinance, 1984 এর কিছু দুর্বলতা জানতে চাইলে ডাবল ট্যাক্সিং ও কোম্পানির ক্ষেত্রে ক্ষতি হওয়া সত্ত্বেও ট্যাক্স দিতে হয় এটা বলা যাবে?
ডাবল ট্যাক্সিং কীসে হয়?
ক্ষতি হওয়া সত্ত্বেও ট্যাক্স এর জন্য দায়ী আমাদের একাউন্টিং স্ট্যান্ডারড। গণহারে লস প্রদর্শন এর কারণে মিনিমাম ট্যাক্স এসেছে। ট্যাক্স আইনের প্রধান উদ্দেশ্য কিন্তু রাষ্ট্রের প্রয়োজনীয় রেভিনিউ কালেক্ট করা। মিনিমাম ট্যাক্স ধারণা এখান থেকেই এসেছে।
বিনয়ের সাথে জানাচ্ছি আমার এই বিষয়ে গভীর জ্ঞান নেই। প্রাথমিক ধারণা নিতে চাচ্ছি। একাডেমিক পড়াশোনা ভুলে গেসি। প্র্যাক্টিক্যাল বিষয় গুলো আপনার কাছে জানার আগ্রহ আছে। কৃতজ্ঞতা।
Via,taxation,customs amr 3, 4 a kicu ki jante hobe
আমার দুইটা ভিডিও আছে। দেখে নিন।
@@JonayedHossain heading bola jabe kon video
@@bikashchandrabarman1521 ট্যাক্স ও কাস্টমস এর ভাইভা নিয়ে দুইটা ভিডিও আছে।
Via ami national versity theke berole ami ki vivai valo mark pabo na?
কে কোথায় পড়েছে এসব অত গুরুত্বপূর্ণ না।
Assalamualaikum vaia, BCS preliminary to written to viva to result generally koto somoy lage ( 1 ta BCS er total time ) Janaben Please
৩ বছরের কিছুটা কম বা বেশি সময় লাগে।
Ami govt renowned ekta scl theke pore ber hoici but result eto valo na thakai clg valo jaigai chance pai nai. Gram side er ekta clg e admit howa lagce. Ekhn eta niye jodi viva te question kore kirkm ans dibo?
উচ্চ মাধ্যমিক নিয়ে প্রশ্ন করে না। কলেজ বলতে কী বুঝালেন?
Bollam ami valo ekta school theke porci. Kintu ssc te result kharap thakai valo college e chance pai nai. Eta niye ki kono question korte pare? R korle o etar ans ki dibo? Please help
এনবিআর বহির্ভূত কর গুলো কিকি
আসসালামু আলাইকুম স্যার,
জানতে চাচ্ছিলাম--
১. ট্যাক্স ক্যাডারে শুক্র শনি ফুল ছুটি থাকে কি?
২. ট্যাক্সে সকাল ৯- সন্ধ্যা ৫ ডেইলি ডিউটি মেইনটেইন হয় কি?
৩. স্যার, অডিট ক্যাডারের কী অবস্থা? এটাতে কাজের চাপ কেমন?
৪. কাজের কম চাপের বিবেচনায় ক্যাডার চয়েস সিকুয়েন্সে টপ ৩ কী দিলে ভালো হবে? ( ফরেন, এডমিন, পুলিশ, কাস্টম বাদে)
আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
মাঝে মাঝে শনিবার কাজ করা লাগে। সাধারণত ৯-৫ টা। তবে এরপরেও প্রায়ই কাজ করা লাগে। কাস্টমস, ট্যাক্স, অডিট
Custom cadre and tax cadre er detail jnte chai...jmn kontar kaj besi difficult...kontr besi promotion subidha besi?
স্থায়ী এবং অস্থায়ী একই ঠিকানা দিতে চাচ্ছি
মানে আমার বাবার বাড়ি আমাদের গ্রামের বাড়ি।
তাতে তো সমস্যা নেই??
সিগনেচার নিয়ে একটু সমস্যায় আছি
অনেক বার চেষ্টা করেছি একই রকম করার কিন্তু হয়না এক বার একরকম তো আরেকবার আরেকরকম
একটু সমাধান দিন প্লীজ
ঠিকানা একই দেওয়া ভালো।
সিগনেচার না হলে নাম লিখে দেন নরমাল যেভাবে লেখেন। চাকরি হলে তখন ভিন্ন দিতে পারবেন।
@@JonayedHossain অসংখ্য ধন্যবাদ আপনাকে 😊
@Jonayed Hossain ভাইয়া, কাস্টমস, ট্যাক্স, অডিট এই তিনটা ক্যাডার থেকে চয়েজ সিরিয়াল কিভাবে ভালো হবে? ধন্যবাদ।
আপনার সিরিয়ালটাই ঠিক আছে
@@JonayedHossain ভাইয়া, তথ্য ক্যাডারের সহকারী পরিচালক (সাধারণ) এর (ক্যাডার কোড-১২১) সুযোগ-সুবিধা কেমন, বিশেষ করে প্রমোশন ও পোস্টিং। অডিট ও ট্যাক্স ক্যাডারের সাথে তুলনায়...
অগ্রিম ধন্যবাদ।
@@JonayedHossainbhai
🙂
ভাইয়া,আপনিকোথায় পড়াশোনা করেছেন?
আর আপনার এ ধরনের ভিডিও র জন্য ধন্যবাদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
জব কি ৮ টা থেকে ৫ টা।
আর পদোন্নতি কেমন?
দ্রুত নাকি?
জব সাধারণ ৯-৫টা। পদোন্নতি যথাসময়ে হয়।
@@JonayedHossain স্যার কাস্টমস ক্যাডারের কি শুক্র-শনি ছুটি পাওয়া যায়।
রাত-বিরাতে কি কাজ করতে হয়। একটু বলবেন।
আর ভাইয়া যে bcs এ তথ্য ক্যাডার আসছিল সেটার লিখিত মার্কস কত ছিল?
লিখিত ৫৫০
ভাইবা ১০০
কোন ক্যাডার আসতে পারে বলে মনে করেন ভাইয়া আপনি?
৫৪৮ সম্ভবত আসছিল।
এটা বলা যায়না। যেহেতু কোটা নেই শুরুর দিকের ক্যাডারও আসতে পারে
ভাইয়া পুলিশ ক্যাডার হতে হলে লিখিত তে ৫৬০-৭০ মার্কস কে কি যথেষ্ট মনে করেন আপনি?
৪০ তম তে?
@@akibhassan714 যথেষ্ট বলা কঠিন। তবে আমার ধারণা এই নম্বরে পুলিশ আসে।
❤️❤️❤️❤️❤️❤️
প্রিয় স্যার
আপনার ফেসবুক আইডি তে কি ম্যাসেজ করতে পারি???
ক্যাডার চয়েজ বিষয়ে একটু জানতে
যদিও আমি আপনার ফেসবুক ফ্রেন্ড।তাই
এখানেই বলেন। এতে অন্যরাও জানতে পারবে।
vhi apnr 36 th bcs er written marks koto?
NB. plz vhia ans ta boln
৫৭৩
আর ভাইয়া যে bcs এ তথ্য ক্যাডার আসছিল সেটার লিখিত মার্কস কত ছিল?
@@akibhassan714 In 35th bcs - 548 marks.
বিসিএস কাস্টমস কি ইউনিফর্ম জব?
ইউনিফর্ম এখনো না। তবে প্রক্রিয়াধীন।
ধন্যবাদ ভাই
Vaya bcs cadre modde comfortable cadre konta ektu bolben?
কোন হিসেবে?
কাস্টমস/ট্যাক্স/অডিট ক্যাডারে ছুটি কেমন?
কাজের চাপ কেমন?
এডমিন ক্যাডারে নাকি সরকারি ছুটিগুলোও পাওয়া যায়না দায়িত্বের জন্য?
জেনারেল ক্যাডারগুলোর মধ্যে রিলাক্সেবল কোনটি ভাইয়া যদি বলতেন।
ট্যাক্স, অডিট, কাস্টমস এ চাপ প্রশাসন, পুলিশের তুলনায় কম। ছুটি আছে।
দাঁতে সমস্যা থাকলে কাস্টমস ক্যাডার হওয়া যায় 😔
যায়
যায়
ধন্যাবাদ স্যার, খুব চিন্তয় ছিলাম
General cadre modde konta comfortable cadre ektu bolben?