বিসিএস পরীক্ষা দিতে কি কি যোগ্যতা লাগে | ক্যারিয়ার তথ্য
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- বিসিএস পরীক্ষা দিতে কি কি যোগ্যতা লাগে | ক্যারিয়ার তথ্য
বিসিএস পরীক্ষা দিতে আবশ্যিক ৪ ধরনের যোগ্যতা লাগবেই। সেই চার ধরনের যোগ্যতাগুলো হলো-
শিক্ষাগত যোগ্যতা
বয়সসীমা
শারীরিক যোগ্যতা এবং
নাগরিকত্ব
এই চার ধরনের যোগ্যতার মধ্যে একটি বাদ থাকলে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন না। তাহলে চলুন দেখে নেই বিসিএস পরীক্ষা দিতে ৪ ধরনের কি কি যোগ্যতা লাগে।
শিক্ষাগত যোগ্যতা
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা অনার্স ডিগ্রী থাকতে হবে। অথবা এইচ.এস.সি পরীক্ষার পর ৪ বছর মেয়াদী সমমানের ডিগ্রী অর্জন করতে হবে।
কেউ যদি এইচ.এস.সি পাশের পর ৩ বছর মেয়াদী ডিগ্রী কোর্স করেন থাকেন তাহলে তাকে ডিগ্রী পাশের পর স্নাতকোত্তর পাশ বা মাস্টার্স পাশ করতে হবে। তবে, এসএসসি, এইচএসসি এবং অনার্স ; এই তিনটি পরীক্ষায় একটির বেশি তৃতীয় শ্রেণি থাকলে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন না।
বয়সসীমা
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য বয়সের যোগ্যতা থাকতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে ২১ থেকে ৩০ বছর বয়স থাকতে হবে। এবং বিদ্যমান কোটা নিয়ম অনুসারে কোটা প্রার্থীরা ২১ থেকে ৩২ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। তবে, সর্বসাধারণের জন্য বয়সসীমা ৩২ করার কথা চলছে।
শারীরিক যোগ্যতা
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে নির্দিষ্ট শারীরিক যোগ্যতার অধিকারী হতে হবে। বিসিএস পরীক্ষার্থীদের জন্য শারীরিক যোগ্যতা শেষভাগে গিয়ে দিতে হয়। অর্থাৎ বিসিএস প্রিলিমিনারী ও বিসিএস লিখিত পরীক্ষা পাশ করার পর শারীরিক পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীদের ওজন-উচ্চতা, বক্ষ পরিমাপ, দৃষ্টিশক্তি, মূত্র পরীক্ষা ইত্যাদি পরীক্ষা করা হয়।
নাগরিকত্ব
বাংলাদেশের নাগরিক না হলে কোন পরীক্ষার্থী বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। আবার বাংলাদেশী কেউ বিদেশী নাগরিককে বিয়ে করলে বা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেও সে বিসিএস পরীক্ষা দিতে পারবেন না।
পরবর্তীতে বিসিএস পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা নিয়ে আলাদাভাবে ভিডিও আপলোড করা হবে। তাই ক্যারিয়ার তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।
#বিসিএস_পরীক্ষা #বিসিএস_পরীক্ষার_যোগ্যতা #ক্যারিয়ার_তথ্য #বিসিএস_পরীক্ষা_দিতে_কি_কি_যোগ্যতা_লাগে
#bcs #bcs_exam #bcsexam
আচ্ছা ভার্সিটির পরেই কি বিসিএস এর আবেদন করা যাবে অথাত অনাস এর পরেই আবেদন করা যাবে???
উন্মুক্ত থেকে ডিগ্রি পাশ করে ১ বছরে প্রিলি মাস্টার পাশ করলে কি BCS দেওয়া যাবে কি ❓
আমি এসএসসিতে 2.78 পেয়েছি, এবং এইচএসসি প্রোগ্রামের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমি কি বিসিএস পরীক্ষা দেওয়ার উপযুক্ত প্রার্থী
Ssc 4:36 HSC 3:45 jodi hounrse a 3 point up hoi tahole ki hobe?
BCS cader o nirbahi magistrate ki eki please reply
Ssc+Diploma+BSC kore ki BCS exam a attend kora jay?
Vaiia ssc te 2.89 hsc 2.79 hns a porci ami ki bsc porika dite prbo
আচ্ছা, যেকোন Subject বা যেকোন বিভাগ থেকে কি বিসিএস পরীক্ষা দেওয়া যায়?.
Hmm
Amr height 4.8" bcs cadre howar kno problem hobe ki?
bmi ক্যালকুলেটর দিয়ে চেক করে নিতে পারেন।
না সমস্যা নাই
বাই আমি বিসিএস ক্যাডার হতে চাই
আমি ৬:১৬ পায়ারের চশমা পরি আমি কি হতে পারবো
চশমার পাওয়ার সমস্যা না। ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনে দৃষ্টি শক্তি ৬/৬ আছে কি না তা দেখতে হবে। ৬/৬ না হলে বাদ পড়বেন।
Mutro porhikka ki
প্রসাব পরীক্ষা।
তৃতীয় শ্রেণি কি.... তৃতীয় শ্রেণী মানে কতো পয়েন্ট
এসএসসি ও এইচএসসি এর ক্ষেত্রে জিপিএ ২ পয়েন্ট এর কম এবং অনার্স এর ক্ষেত্রে সিজিপিএ ২.২৫ এর কম থাকলেই তৃতীয় শ্রেণি হিসেবে গণ্য হবে। ❤️