SUSUNIA র পিছনে দ্বিতীয় ঝর্না দেখা ও পাহাড়ে ওঠা (Moto Vlogging)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 310

  • @mousumidas384
    @mousumidas384 9 หลายเดือนก่อน +1

    Khub sundor jayga dakha mon ta vora galo🥰🌻

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  9 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ 🙏❤️ খুব খুশি হলাম 🥰

  • @samirsardadj6019
    @samirsardadj6019 3 ปีที่แล้ว

    খুব সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য। অসাধারণ ভাবে তুলে ধরেছেন

  • @avijitsircar4044
    @avijitsircar4044 5 ปีที่แล้ว +1

    Khub Bhalo laaglo.

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ বন্ধু ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
      Nirmalya on wheels

  • @amitmondal0123
    @amitmondal0123 4 ปีที่แล้ว +8

    আবারও মেদিনীপুরীয়া হাজির,দাদা আইজকে বাঁকুড়ার নিজস্ব ভাষায় একটা গল্প শুনাবো,এই শুশুনিয়া কে লিয়েই গল্পটা। ইটা ঠিক গল্প লয় বঠ্যে ইটা আমার জীবনের একটা অভিজ্ঞতাও বঠ্যে। আপনার বিডিও টা দিখ্যে ঘটনা গুলান তাজা হয়ৈ গেল। সে অনেক দিন আগের কথা তখন আমি ইস্কুলে পড়ি। জীবনের পথম বেড়াতে আইলম মাসীর ব্যাটার সাথে। মাসীর ব্যাটা টা একটুন হাবাগবা ছিল্য বঠ্যে তাইলেগে উয়ার সঙ্গে মাসি আমাকে পাঠাই দিল। বেড়াতে আইলম,খুবেই ভাল লাইগছে। আনন্দের আর সিমা নাইরে ভাই। এতো সুন্দর পাহাড় আর জীবনে দেখি নাই। তো বাস থিকা হুড়মুড়ায়ে নামে পড়ে চা বিস্কুট টা গবাগব খ্যায়ে লিয়ে ডিম সিদ্দ আর কলা পাকাটা পকটে ঢুকায় লিয়ে ধড়পড়ায়ে আমি,আমার মাসির ব্যাটা আর উয়ার একটা বন্ধু তিনজন মিলে পাহাড়ে উঠতে লাগলম। মনটা ভরে গ্যেল যখন পাহাড়ের টং টাই উঠলম। আনন্দের আর সিমা নাইরে ভাইরে। আর এই আনন্দ আমাদের কাল হলো। হ্যাতা হতা ঘুরতে ঘুরতে আমরা নিজেরাই ঘুরে ঘুরে পথ হারালম। সবাই টুকু ভিড়কে গেলম বঠ্যে,তবে আমি উয়াদের বুজতে দিইনাই ,যে আমি ডরাই গেছি। চেঁচিয়ে বললম কিছু হবেক নাই তিনটা মরদ আছি কি করতে? চল আমার সঙ্গে রাস্তা ঠিক খুঁজে বার করব। কি বলবো এতো খুঁজলম তবু রাস্তা পেলম নি। তখন মাথায় বুদ্ধি এলো আর দেখলম পাহাড় থিকে জল নামার একটা শুকনা লালা'র মত নিচের দিক্যে নেমে গ্যেছে। তো যেমনি ভাবা তেমনি কাজ,উটা ধরেই নামতে লাগলম। কত ক্ষন ধরে নেমেছি আজ আর বলতে লাইরব। পকটের ডিম কলা খাঁইয়ে লিয়েছি তবু খিদায় তিষ্টায় পেট টা কনকন কচ্ছিল। গটা গায়ে পেঁক পেঁক করে কাটা ফুটছিল। পায়ে ঢুলি পড়ে গেল। বুট জুতা গুলান খুলে লিয়ে গলায় ঝুলি দিল্যম। ইদিকে বনের ভিতরে সূজ্জের আলো কমে কমে আসছিল। তিষ্টায় অন্ধকার দেখছি হঠাৎ জল পড়ার শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনে লিয়ে সবাই চমকাই গেলম। তাইর পর ঠাওর কললম নিচে একটা ঝরা থিক্যে জল ঝরছে। কি বলব ভাই রে আনন্দের আর সিমা নাই। আনন্দের তাড়সে টুকু কান্দেই লিলম। বেদম তিষ্টা পেয়েছিল। প্যাট ভরে জল খেলম,তেল সাবন নাই তবু রুখা লেয়ে লিলম। দিয়ে বন থ্যিকা বেরালম। হাটতে হাটতে একটা বাগাল কে শুধাইলম পাহাড়ের কুথাটাই ফিস্টি হচ্ছে বঠ্যে? হাত তুলে সজা দিখায় দিল। যখন বাসের কাছে এসে পোছালম তখন সন্ধ্যা হব হব।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว +1

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা আঞ্চলিক ভাষায় লেখা দেওয়ার জন্য। আমি বাঁকুড়ার ভূমিপুত্র, স্বাভাবিক ভাবেই প্রতিবেশী জেলার প্রতি আমারও বিশেষ দুর্বলতা আছে। হৃদয়ের স্পন্দন শুনতে পেলাম মেন ..... আপনার মতো একজন মননশীল মানুষের সাহচর্যে আমি গর্বিত হলাম। ভালো থাকবেন ভাই। নমস্কার।।

    • @amitmondal0123
      @amitmondal0123 4 ปีที่แล้ว +1

      @@nirmalyaonwheels5525 দাদা তুমিও অনেক ভালো থেকো গো। দাদা বললাম তো,তাই তুমি বলেই সম্বোধন করলাম। তোমাকে তুমি বললাম বলে আবার রাগ টাগ করবে না তো? না গো দাদা আমি সেই ভাবে লেখা লেখি করি না। পেশাগত ভাবে আমি ভারতীয় জীবন বীমা নিগমের একজন এজেন্ট। ইউটিউবে আমারও একটি কচি কাঁচা চ্যানেল আছে এবং ফেসবুকে ব্যাবসা সংক্রান্ত আমার একটি পেজ আছে। সেই সুবাদে একটু আধটু লেখা লেখি করতেই হয়।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว +1

      ভাই,
      আমাকে "দাদা" সম্বোধন করে গর্বিত করলে। আমি খুবই খুশি হলাম। তোমার মতো ভাইদের আপন করে পাওয়াটা আমার কাছে অনেক বড়ো পাওয়া। Thanks to TH-cam for making this relationship.
      শুভেচ্ছান্তে, নির্মাল্য দা

    • @amitmondal0123
      @amitmondal0123 4 ปีที่แล้ว +1

      @@nirmalyaonwheels5525 দাদা, যদি কোন দিন চন্দ্রকোনা রোড এ আস তাহলে আমাকে ফোন করবে। ৯৮৫১৩২৯১৬৮ এটা আমার নম্বর।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว +1

      অবশ্যই। রোড চন্দ্রকোনায় আমার অফিস কলিগ থাকে। ও অনেক বার যেতে বলেছে। পরিমল স্মৃতি কানন পার্কে আমি গিয়েছি দু বার। একবার রসকুন্ড কভার করার ইচ্ছা আছে। তোমার সাহায্য চাই। সঙ্গে থাকবে কিন্তু।।

  • @joydebghosh6685
    @joydebghosh6685 3 ปีที่แล้ว +1

    Good picture clear

  • @barnalimondal882
    @barnalimondal882 3 ปีที่แล้ว +1

    Khub sundor sir.. প্রতিটা ভিডিও এই আপনার অনেক সুন্দর ❤🌸❤

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  3 ปีที่แล้ว

      তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিটি video ধৈর্য ধরে দেখার জন্য। ❤️❤️❤️❤️

  • @aniruddhachakraborty7075
    @aniruddhachakraborty7075 4 ปีที่แล้ว +1

    Khub sundor hoeche nirmalyo da.apnake onek dhonnobad

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। ভালোবেসে পাশে থেকো ....

  • @debumaityvlog2232
    @debumaityvlog2232 4 ปีที่แล้ว +1

    Dada darun laglo.....

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। সাথে থাকুন। After Lockdown when the situation will be controlled wish to upload more videos like this. Stay tuned. Stay safe 🙏❤️

  • @dipankarmalick9204
    @dipankarmalick9204 4 ปีที่แล้ว

    Darun laglo dada apnr sokota video,,,

  • @susritibanerjee8262
    @susritibanerjee8262 3 ปีที่แล้ว +1

    Carry on dada....keep it up

  • @sayanpapercraftchannel5005
    @sayanpapercraftchannel5005 5 ปีที่แล้ว +1

    anek besi kore prakitike dekhte pachchhi. dhannobad

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ বন্ধু, ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন। সাথে থাকুন আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। নমস্কার।।

  • @subratachakraborty5715
    @subratachakraborty5715 4 ปีที่แล้ว

    Khub bhalo laglo.

  • @ratnamukhopadhyay9733
    @ratnamukhopadhyay9733 3 ปีที่แล้ว +1

    Love this video

  • @samarhembram3176
    @samarhembram3176 3 ปีที่แล้ว +1

    Kube sundor

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  3 ปีที่แล้ว

      আডি আডি সারহাও। জোহার।।

  • @zahidhasan1368
    @zahidhasan1368 4 ปีที่แล้ว +1

    সুন্দর ভিডিও

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। আগামী কাল সকাল ১০ টায় এই চ্যানেলে নজর রেখো .. ‌‌

  • @abdurrahimtareq152
    @abdurrahimtareq152 2 ปีที่แล้ว +1

    নমষ্কার দাদা, এই ভিডিওটি অামার খুব প্রিয় একটি ভিডিও ছিলো। তাই অাবার দেখলাম। এমন পাহাড়, অার বনাঞ্চলের ভিডিও গুলোই বেশি ভালো লাগে। এটার চেয়ে অারও বেশি ভালো লেগেছি সুতান এর ভিডিও টি। এইরকম অারও অন্যান্য পাহাড় এবং বনাঞ্চলের নতুন নতুন ভ্রমণ ভিডিও দেখতে চাই

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  2 ปีที่แล้ว +1

      আবার বেরোব এবং তোমার চাহিদা মতো video বানাব ❤️

  • @evergreentunes8587
    @evergreentunes8587 4 ปีที่แล้ว +6

    Thank you Nirmalyababu. Susunia is one of my favourite place. I have visited this hill 14 times from my rock climbing days. I would like to add more information for viewers. From the pick, where you took your video is the 1st peak of the hill (height around 1000 feet). The 2nd peak (1350 feet) is far from the 1st peak. From base (Jharnatala) to highest peak takes around 1.5 hours for general people. The backside sprint you shown is near Shilalipi where you can visit the engraved scripts on rock by Raja Chandrabarma.
    After the 1st peak, there was a down path towards 2nd peak. if you follow the right side narrow path (difficult to trace by new visitors) that will lead you to the rock faces, where rock climbing is conducted in winder. One can trek from Jharnatala and get down to Shilalipi, crossing the two peaks of Susunia. For me, it took almost 4 - 4.5 hours. I know the hill very well because I spend much time there. However, your video is quite informative and interesting, specially for new comers. Thank you.

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      It's really helpful. Thanks for providing information. Please share this video and consider subscribing Nirmalya on wheels. Stay tuned .....

    • @DA-yk7wf
      @DA-yk7wf 4 ปีที่แล้ว

      Mr Ghosh it was a wonderful info from your end. I just wanted to ask you one thing since you were into mountain climbing expeditions. Suppose for e.g we know that the height of Mt Everest is 8848 mts. Is it measured from the base till the top of the summit or is the 8848 mts is it's elevation from sea level and actual height is much less than that. If you would kindly reply Sir. Thank you.

    • @evergreentunes8587
      @evergreentunes8587 4 ปีที่แล้ว

      @@DA-yk7wf Dear Mr. Deb,
      Generally altitudes are measured by altimeter which works on air pressure and altimeters indicate sea level as zero. So the height is measured from sea level. Therefore, Everest is not less than half of its height from its base. If you consider khumbu glacier as the base of Everest , it is nearly 4900 mt. So, Everest is less than 4000 mt from its base. Not only Everest, height of all the peaks are measures from sea level.

    • @DA-yk7wf
      @DA-yk7wf 4 ปีที่แล้ว

      @@evergreentunes8587 Thank you very much for your answer . I gained a great knowledge from you today. Thanks again Sir☺

  • @samirsardadj6019
    @samirsardadj6019 4 ปีที่แล้ว +1

    Khob sondar vedio

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। ভালোবেসে পাশে থেকো.......

  • @PAINTERIST
    @PAINTERIST 5 ปีที่แล้ว +1

    Khub khub sundor

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ ভাই, সাথে থাকুন, আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় ... ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
      Nirmalya on wheels

  • @prmaskc914
    @prmaskc914 5 ปีที่แล้ว +1

    খুব খুব সুন্দর! প্রতিটা ভিডিও ই অসাধারণ!

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ স্যার। আপনিও খুব খুউব সুন্দর আর এটা প্রমাণিত সত্য যে আপনি শুধু বহিরাঙ্গেই সুন্দর নন, ঈশ্বর আপনাকে একটা সুন্দর সংবেদনশীল হৃদয়ও দিয়েছেন। It is proved that "Face is the index of mind". সাথে থেকে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে এগিয়ে নিয়ে চলুন। নমস্কার।।।।।।
      Nirmalya on wheels

  • @shambunathhansda1880
    @shambunathhansda1880 5 ปีที่แล้ว +1

    Adi napai abenah video do..aro benao ben moj moj..johar

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      Thank you for your complement. Please share and stay tuned for viewing my upcoming videos.

  • @Ananta.Ganguly
    @Ananta.Ganguly 4 ปีที่แล้ว +1

    Excellent views & videos also. Wish you all the best.

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      Thanks for your complement. Please share this video and consider subscribing Nirmalya on wheels. Stay tuned for viewing my upcoming videos. Nirmalya on wheels

  • @avishekbiswas9745
    @avishekbiswas9745 2 ปีที่แล้ว +1

    🙏অনেক ধন্যবাদ দাদা ,অনবদ্য প্রয়াস 🙏

  • @ajanapath421
    @ajanapath421 3 ปีที่แล้ว

    dada khub sundor hoyeche

  • @carramboardlover938
    @carramboardlover938 4 ปีที่แล้ว +1

    Sir, এই video টার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ.....
    এই video টা আমি মাঝেমাঝেই বারবার দেখি....সত্যি অপূর্ব শুশুনিয়া পাহাড়........
    Thank you sir আপনাকে 🙏🙏🙏🙏🙏🙏

  • @gaurangabiswas5221
    @gaurangabiswas5221 3 ปีที่แล้ว +1

    আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।অপূর্ব সব ভিডিও আপনি আমাদের জন্য তৈরী করেছেন।শুধু এইটুকু বলবো, আপনার সঙ্গে যেতে পারলে নিজে কে ধন্য মনে করতাম।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  3 ปีที่แล้ว

      আমি গর্বিত হলাম। নমস্কার

  • @ranajoysaha2738
    @ranajoysaha2738 5 ปีที่แล้ว +1

    Gach laganor idea ta kintu daruuuun,chesta korbo,thanks dada

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। আগামী দিনে আরোও ভালো ভালো ভিডিও আসছে .....

  • @rinkubhattacharya9494
    @rinkubhattacharya9494 5 ปีที่แล้ว +1

    Apnar moto blogging valo lagche sir

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ। "স্যার" না বলে আমাকে "দাদা" সম্বোধন করলে আমি গর্বিত হবো। আপনাদের ভালোবাসাই আমার পাথেয়। সাথে থাকুন ..... আপনাদের অনুপ্রেরণাতেই আমার পথ চলা।
      Nirmalya on wheels

  • @priyabratamaitra4697
    @priyabratamaitra4697 4 ปีที่แล้ว

    Moner chokhe ghure nilam

  • @surajbiswas3063
    @surajbiswas3063 5 ปีที่แล้ว +1

    Khub sundor

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই, তোমাদের ভালোলাগার জন্যই তো ছুটে চলেছি দূর দূরান্তে। ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। Nirmalya on wheels

  • @debaleenasstory4409
    @debaleenasstory4409 4 ปีที่แล้ว

    Dekhe khub bhalo laglo👍Ami Bankura te giyechilam February, 2020 te .. Mukutmonipur er somostho spot ghurechi but Susunia paharer dike jauya hoyni bcz amra porer din chole giyechilam Bushnupur berate ar tar porer din Purulia berate☺

  • @avishekbiswas9745
    @avishekbiswas9745 5 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর ও অনবদ্য একটি উপস্থপনা।ধন্যবাদ দাদা।🙏

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। তোমাদের ভালোবাসাই তো আমার পাথেয়। সাথে থেকে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে চলো .....

  • @pratulbarua1017
    @pratulbarua1017 5 ปีที่แล้ว +2

    Very inspiring message for planting trees.awesome

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      Thanks for your complement. Please share this video and consider subscribing Nirmalya on wheels. Stay tuned for viewing my upcoming videos.

  • @debdulalchakrabarti2348
    @debdulalchakrabarti2348 5 ปีที่แล้ว +2

    Darun dada 👍👍👍

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই,
      ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আগামীতে এরকম ভিডিও আরও আপলোড করতে থাকবো। সাথে থাকুন। Need your support. Please ......

    • @debdulalchakrabarti2348
      @debdulalchakrabarti2348 5 ปีที่แล้ว

      Thank you dada dhonnobad

    • @maddytojo6954
      @maddytojo6954 4 ปีที่แล้ว

      Darun nirmalhya da

  • @Budy_and_famliy
    @Budy_and_famliy 5 ปีที่แล้ว +2

    Excellent. Darun

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      Thanks for being first for adding your comment. Here it is .....

  • @piyalighosh5950
    @piyalighosh5950 5 ปีที่แล้ว +1

    sundor laglo dada ajker video....
    akhn to khub jhor bristi hocche bankura te...
    sabdhane chola fera korben...
    valo thakben....
    apnar new video er apakkhai thaklam..

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ বোন। তোমার কথায় আন্তরিকতার পরশ পেলাম। আমার নিজের কোনোও বোন নেই, তাই "দাদা" ডাক শুনে একটু আবেগপ্রবণ হয়ে পড়ি। ভালো থেকো বোন। ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দাও।
      Nirmalya on wheels

  • @vikramchakravarty4348
    @vikramchakravarty4348 3 ปีที่แล้ว +1

    Good

  • @namitamanikdey1599
    @namitamanikdey1599 4 ปีที่แล้ว

    এবারে গিয়ে আমি একা কিছুটা উঠেছিলাম,সঙ্গীরা কেউ উঠতে রাজি না হওয়ায় ।যারা নামছিলেন তারা আমাকে আর একা উঠতে নিষেধ করাতে নেমে এসেছিলাম।খুব এনজয় করছিলাম।আপনার এই ভিডিও খুব ভালো লাগল।

  • @Biswarup355
    @Biswarup355 3 ปีที่แล้ว

    Darun

  • @tanmoychowdhury6355
    @tanmoychowdhury6355 3 ปีที่แล้ว +1

    দাদা একটা অনুরোধ করছি। আপনি বাইক নিয়ে যে শর্টকাট রাস্তা গুলো ধরেন সেই রাস্তায় চারচাকার গাড়ী যাবে কিনা একটু বলে দিলে ভাল হয়। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অজানা রাস্তায় শুশুনিয়া সফরের তথ্য পেয়ে।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  3 ปีที่แล้ว +1

      অসুবিধা হবে না। আসবেন ... 🙏

  • @aviksengupta8087
    @aviksengupta8087 4 ปีที่แล้ว +1

    Mon bhalo hoye galo .... Khub passion niye kaaj koren apni ... tai apnar chokh diye gram-bangla ke dakhata boro sukher....

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      আমি গর্বিত হলাম। আপনার মন্তব্য আমাকে উজ্জীবিত করলো। সাথে থাকুন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি।

  • @kherwalhopanbikeworker5631
    @kherwalhopanbikeworker5631 3 ปีที่แล้ว +1

    ভিডিও এর মধ্যে ব্যবহার করা আপনার কথা গুলো সত্যিই অসাধারণ লাগে৷
    আর ভিডিও গুলোও দেখতে খুব ভালো লাগে ৷

  • @sanjuchakraborty9369
    @sanjuchakraborty9369 5 ปีที่แล้ว +1

    dada tomar video khub bhalo lagche... amar nijer rajjya eto sundor..tomar chok diye deckchi...jan e bankura asbo bangalore theke

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว +1

      ধন্যবাদ ভাই। আমার খুবই ভালো লাগলো যে তুমি সুদূর Bangalore থেকে এই ভিডিও দেখছো। আমিও একটা সময় পড়াশুনা করতে বেশ কয়েক বছর চেন্নাইয়ের St. Thomas Mount এ ছিলাম। অনুভব করতে পারছি তোমার nostalgia. আমার চ্যানেলে বাঁকুড়ার আরও অনেক ভিডিও আপলোড করা আছে দেখে নিতে পারো তবে কখনোই study hamper করে নয়। Please share this video and consider subscribing Nirmalya on wheels.

  • @dhananjoypaul7222
    @dhananjoypaul7222 2 ปีที่แล้ว +1

    পাহাড়ের পেছনর দিকে উপরে রাজ বর্মনেব আমলের শিলালিপি আছে।ওটা অনেকেই জানেন না।শুশুনিয়া পাহাড় হিমালয়ের থেকেও প্রাচীন।এটাও জানালাম।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। সাথে থাকুন আর এই ভাবেই আমাদের উৎসাহ দিন 🙏

  • @rajeshbonikofficialsrkb952
    @rajeshbonikofficialsrkb952 4 ปีที่แล้ว +1

    Dada darun location susuniya aapner shate Dekha Hobe ki asale kono din

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। বাঁকুড়া টাউনের উপর দিয়ে গেলে আগে থেকে জানাবেন প্লিজ। অবশ্যই চেষ্টা করবো। 9475744506 WhatsApp

  • @kamalbaskey874
    @kamalbaskey874 4 ปีที่แล้ว +1

    শাল তলে গানটা অতি মিষ্টি মধুর গান শোনালেন,

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      আডি আডি সারহাও। জোহার।।

  • @maidulkhan6356
    @maidulkhan6356 5 ปีที่แล้ว +1

    Superb from uluberia

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      Thanks for watching. I am proud to have your comment. I am inspired. Please share this video and do consider subscribing Nirmalya on wheels.

  • @subhamdey7980
    @subhamdey7980 4 ปีที่แล้ว +1

    Thnk u dada... For information

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      Thanks for your complement. Stay tuned for viewing my upcoming videos. Please consider subscribing Nirmalya on wheels

  • @supriyaroy3299
    @supriyaroy3299 3 ปีที่แล้ว

    Jhorna kothay

  • @arupgorai2536
    @arupgorai2536 5 ปีที่แล้ว +1

    Nice video.... And... This tribal soung is osom.....

  • @sanumondal6387
    @sanumondal6387 4 ปีที่แล้ว +1

    Dada vai ami apnar chanele notun subscriber . khub valo lage apnar video.. Akdin jayar khub ichaa puro bankura gorar...koto diner tour korle valo hoi...

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว +1

      ভাই, এখন বাড়ি থেকে বেরোবেন না। পুরো বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা গুলো দেখার জন্য কম করে ৫ দিন সময় হাতে নিয়ে আসবেন। ঝামেলা মিটে গেলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি প্রোগ্ৰাম সেট করে দেব। ধন্যবাদ

  • @bappakoley4818
    @bappakoley4818 5 ปีที่แล้ว +1

    Nice video

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      Thanks for your complement. Please share and subscribe.....
      Nirmalya on wheels

  • @riajahamed5003
    @riajahamed5003 5 ปีที่แล้ว +1

    Chhatna station neme susunia jabo..toto ki available? ?fair koto per head ?

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ষ্টেশন থেকে টোটো বা অন্য ভাড়ার গাড়ি পাবেন। মাথাপিছু ২০/- থেকে ২৫/- নেয়। Please share this video and consider subscribing "Nirmalya on wheels". Thanks....

  • @baneswardigar3268
    @baneswardigar3268 4 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karimrezaul4632
    @karimrezaul4632 4 ปีที่แล้ว +1

    bardhaman theke ki bhabe jabo by bike e

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      Bardhaman - Raniganj - Kusthal - Susunia. Or, Bardhaman - Durgapur - Bankura - Chhatna - Susunia. Or Bardhaman - Durgapur - Bankura Heavy More - G. Ghanti - Susunia. Keep supporting 🙏❤️ You

  • @newgamingzone3174
    @newgamingzone3174 3 ปีที่แล้ว +1

    Op

  • @asitsaha8185
    @asitsaha8185 4 ปีที่แล้ว

    Beautiful journey

  • @bimalkumarpatra4475
    @bimalkumarpatra4475 4 ปีที่แล้ว +1

    Apni ghure fire sei samnedike dekhalen, er back side e onek guli jharna acche ja barsa te active thake, back side die otha jai, ebong kichhu pratnatattik nidarsan dekhte paben.

  • @soumyajitsaha4263
    @soumyajitsaha4263 4 ปีที่แล้ว

    খুব সুন্দর।আপনার উপস্থাপনা এবং বাংলা ভাষায় বর্ণনা খুব ভালো।

  • @subratadatta9631
    @subratadatta9631 5 ปีที่แล้ว +2

    আমার প্রিয় nirmalyada আশা করি আপনি খুব ভালো আছেন ।স্বাধীনতা দিবস পালনের আগের দিনে এই informative ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো আর ভালো লাগছে আপনার পরিবেশ সচেতনতা বাড়াতে উদ্যোগী হবার জন্য.. সত্যি এইবার পরিবেশ নিয়ে সকলেই ভাবতে হবে না হলে সব কিছু শেষ হয়ে যাবে। আপনার সৌজন্যে একটা ছোট মানস ভ্রমণ trek হয়ে গেল। আমি শুশুনিযা পাহাড় গেছি কিন্তু এই ভাবে দেখিনি.... সত্যি অসাধারণ। আপনার নেক্সট ভিডিও অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকবেন দাদা ।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের ভালোবাসাকে সম্বল করেই এগিয়ে চলেছি। আপনার মন্তব্য আমাকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করে। চিরকালই এভাবেই আমাকে support করে যাবেন - এই আশা রাখি। খুব ভালো থাকবেন, নমস্কার।।।।।।

    • @prativadeysarkar1435
      @prativadeysarkar1435 2 ปีที่แล้ว +1

      আমি তুলসী গাছ সংগ্রহের চেষ্টা করছি ।
      শুনেছি মোট বারো (১২) ধরণের তুলসী আছে ।
      আমি নাম জানি ৯ (9) ধরণের।আরও খোঁজ করছি।

  • @swadeshworld8022
    @swadeshworld8022 5 ปีที่แล้ว +1

    আমাদের দার্জিলিং যাবার খুব ইচ্ছে আছে শীঘ্রই । যদি একটা সুন্দর করে দার্জিলিং এর ভিডিও করেন তাহলে খুব ভালো হতো। আপনার উপস্থাপনা খুব সুন্দর লাগে দাদা আপনি চালিয়ে যান ।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว +1

      ভাই, এই মুহূর্তে আমার পক্ষে দার্জিলিং গিয়ে ভিডিও করা সম্ভব নয়, তবে ইচ্ছা আমারও আছে। দেখাযাক .....
      সাথে থাকো। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।।।।

    • @swadeshworld8022
      @swadeshworld8022 5 ปีที่แล้ว

      @@nirmalyaonwheels5525 ধন্যবাদ ।

  • @aniketdas2901
    @aniketdas2901 5 ปีที่แล้ว +1

    This is really excellent video

  • @parthapratimghosh4875
    @parthapratimghosh4875 5 ปีที่แล้ว +1

    সত্যিই অসাধারণ ভিডিও।ডাউনলোড় করে রাখতে হবে।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই, ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। নমস্কার - Nirmalya on wheels

  • @sankarchanda4571
    @sankarchanda4571 4 ปีที่แล้ว +1

    দাদা রাত কাটানোর কিছু দেখাবেন.. আমরা যারা kolkata থেকেে দেখছি গিয়ে ফিরে আসা সম্বব নয়. ভালো থাকবেন. আপনার ভিডিও দেখে জায়গা ঠিক কর. ভালোবাসা নেবেন.

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      এই channel এর Susunia series এর অন্যান্য video গুলো দেখুন। Hotels & Resorts of Susunia, Rates and information. Thumbnail :- Susuniar দিন রাত্রি

  • @goldenbengal4638
    @goldenbengal4638 4 ปีที่แล้ว +1

    এখানকার মানুষের আয়ের রাস্তা কি দাদা

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      পশু পালন, চাষবাস ও জঙ্গলের শালপাতা, কেন্দপাতা ও শুকনো পাতা ও কাঠ সংগ্ৰহ। অধিকাংশ মানুষই এভাবেই সামান্য কিছু রোজগার করে সংসার চালান। ধন্যবাদ ভাই। ভালোবেসে পাশে থাকুন। Need your support 🙏

  • @nabanitamallik599
    @nabanitamallik599 4 ปีที่แล้ว

    Aurbo,Ami gechhi shushuniya kintu apnar lence eannyorokom dekhlam ,ganta eto sundor.gantar link Deben??

  • @nibeditachatterjee7201
    @nibeditachatterjee7201 3 ปีที่แล้ว +1

    Apni kothai thaken.

  • @GOUTAM-fx5ch
    @GOUTAM-fx5ch 5 ปีที่แล้ว +2

    খুব সুন্দর দাদা ...🌹🌹

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว +1

      ধন্যবাদ ভাই, আপনাদের ভালোবাসাই আমার পাথেয়। সাথে থেকে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন। Please ask your friends to SUBSCRIBE this channel. ভালো থাকবেন।

  • @smkgan70
    @smkgan70 5 ปีที่แล้ว +1

    Kb sudor dada...ramkanali bole ekta jaiga ache adra teke asansol jaber pothe pore....Sekhane ekta pahar ache otar video banea amader introduce korun...I am existing to know abot.

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      Thanks for providing the information. Please let me know more about the place.

  • @santanakhan8541
    @santanakhan8541 4 ปีที่แล้ว +1

    Anek kichu janlam

  • @DA-yk7wf
    @DA-yk7wf 4 ปีที่แล้ว +1

    Dada khub valo apnar commentary apni to pahar valo Bashen ekta request roilo apni Kanchenjunga ekta video banaben?

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। সময় সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করবো .....

  • @prabirmahata4292
    @prabirmahata4292 4 ปีที่แล้ว +2

    So sweet ❤️

  • @DestinationAhead
    @DestinationAhead 5 ปีที่แล้ว +1

    অসাধারণ দাদা... খুব শীঘ্রই যাচ্ছি...
    যে গান টা ব্যবহার করেছেন সেটা অপূর্ব.... লিঙ্ক টা দেবেন প্লিজ...

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว +1

      আমার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে পাওয়া। সম্ভবত direct recording. বাঁকুড়ার শিল্পী। ধন্যবাদ বন্ধু আপনার কয়েকটি ভিডিও দেখলাম। ভালো লাগলো।

  • @railandactivity3480
    @railandactivity3480 5 ปีที่แล้ว +1

    খুব সুন্দর আপনার দেখানো পথে যাবো পারলে একবার, আমি সামনে দিয়ে গিয়েছি। যাই হোক শুশুনিয়া আমাকে বার বার টানে। ভালো থাকবেন।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। এই ভিডিও তে দেখানো পথে গেলে শুশুনিয়াকে আরও নিবিড় ভাবে উপভোগ করতে পারবেন। শিউলিবনা গ্ৰামের ভেতর দিয়েও যেতে পারেন। আমার চ্যানেলে Shilalipi of SUSUNIA দেখার অনুরোধ রইলো। ভালো থাকবেন। নমস্কার ।।।।।

  • @techsubhambankura2965
    @techsubhambankura2965 5 ปีที่แล้ว +1

    Dada apnar Apache RTR 180 ta koto millege di66e akhon.pls reply diben

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      প্রায় ২ বছর হলো। মাইলেজ এখন busy road এ ৩২ থেকে ৩৩ আর long drive এ ৪০. ধন্যবাদ বন্ধু, ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
      Nirmalya on wheels

  • @pranabkantisom4102
    @pranabkantisom4102 2 ปีที่แล้ว +1

    এই পাহাড় কে ঘিরে চারিদিকে একটা পাকা রাস্তা থাকা দরকার এবং ওপরে ওঠার জন্য রেল লাইনের সাহায্য নিয়ে টরলিকে winch দিয়ে টেনে তূলতে হবে not ropeway

  • @subhadeepbhattacharya2528
    @subhadeepbhattacharya2528 4 ปีที่แล้ว

    শেষের গানটি মন ভরিয়ে দিলো।

  • @birjus3291
    @birjus3291 5 ปีที่แล้ว +1

    Osadharon dada.thank you so much

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ বন্ধু ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
      Nirmalya on wheels

  • @debashreegayen2304
    @debashreegayen2304 3 ปีที่แล้ว +1

    Ok very lagcha

  • @alwaysthinkpositive2181
    @alwaysthinkpositive2181 5 ปีที่แล้ว +2

    U are proud 😌of our district

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว +1

      ধন্যবাদ ভাই। সত্যিই বাঁকুড়া জেলা আমাদের গর্বের। বাঁকুড়ার পর্যটন ঐতিহ্য সংস্কৃতি ও পুরাকীর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরাই আমার চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। সাথে থেকে এভাবেই আমাকে সাহায্য করো।

    • @indranilmukherjee5529
      @indranilmukherjee5529 4 ปีที่แล้ว

      Very good tourIndranil mukherjee.kolkata.Behala.

  • @soumenpramanik646
    @soumenpramanik646 5 ปีที่แล้ว +1

    Dada ekhn thake mukutmonipur koto k.m

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      শুশুনিয়া পাহাড় থেকে বাঁকুড়া টাউন হল ২৬ কিলোমিটার আর বাঁকুড়া টাউন থেকে মুকুটমনিপুর ড্যাম আরও ৫২ কিলোমিটার। ধন্যবাদ ভাই, ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সাথে থাকুন .....

  • @soumenpramanik646
    @soumenpramanik646 5 ปีที่แล้ว +1

    Bakura hotel koto reat dada

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। বাঁকুড়া টাউনে বিভিন্ন মানের হোটেল আছে। মোটামুটিভাবে ৫০০/- থেকে ৪০০০/-

  • @lostbalance547
    @lostbalance547 5 ปีที่แล้ว +1

    Khub Sundor.
    Dada apnar vedio te akta Gan hoc6a oi gan tar jonno vedio ta aro vlo lagchilo.
    Dada gan ta kar ???

  • @jishukarmakar8917
    @jishukarmakar8917 5 ปีที่แล้ว +1

    Dada apni wrong rasta diya susunia paharer pichaner jharna dekhte gachen, susunia busstand paria 1.5km aga giya dan dike galai hoto

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      শিউলি বোনার রাস্তা বৃষ্টিতে নস্ট হয়ে গেছে, বড় বড় গর্ত, কাদায় ভর্তি। চেষ্টা করেও বাইক চালাতে পারিনি। সেইজন্যই তো এতো ঘুরতে হলো, তবে বৃষ্টি ঝরা শ্রাবণের সাথে শুশুনিয়াকে দারুন enjoy করলাম, মন ভরে গেল।

  • @tumpamukherjee7424
    @tumpamukherjee7424 5 ปีที่แล้ว +1

    আপনার সব ভিডিও গুলি ই সুন্দর,আপনি সবসময় সুস্থ থাকুন তাহলে আমরাও আরো অনেক ভিডিও উপহার পাব।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ম্যাম। আপনাদের অনুপ্রেরণাতেই আমার পথ চলা। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানাতে। সাথে থাকুন। ভিডিও শেয়ার করে বাঁকুড়ার পর্যটন, ঐতিহ্য ও সংস্কৃতি কে বিশ্বের দরবারে তুলে ধরতে সাহায্য করুন। নমস্কার।।।
      Nirmalya on wheels

  • @pratulbarua1017
    @pratulbarua1017 5 ปีที่แล้ว +2

    i being mad about for folk song appreciate the folk song dada. really awesome

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว +1

      Bro, it seems to me that you are too a Nature Lover. Please share and subscribe to get more videos like this.

  • @nilanjantechandvlog
    @nilanjantechandvlog 4 ปีที่แล้ว +1

    Amer youTube channel A akber dakhun.. Bankurar chala ka aga ta help karun.. th-cam.com/video/yicl4CarwXo/w-d-xo.html

  • @puspaelectronics9942
    @puspaelectronics9942 5 ปีที่แล้ว +1

    Khub valo laglo ai video ta.thaker hotel ache dada?

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। শুশুনিয়ায় থাকার অনেক ভালো ব্যবস্থা রয়েছে। ইয়ুথ হস্টেল, মুরুৎবাহা ইকো পার্ক এন্ড রিসর্ট, কমলাকান্ত গেস্ট হাউস, বামতারা লজ, রিসর্ট রেড রক ইত্যাদি। আমার চ্যানেলে আপলোড করা আছে দেখে নিতে পারেন। Nirmalya on wheels. Phone number ও দেওয়া আছে ভিডিও তে।

  • @suklagoswami9503
    @suklagoswami9503 4 ปีที่แล้ว

    Apnar vidio theke bankura ke bhalo kore jante parchi

  • @nishanchakraborty9707
    @nishanchakraborty9707 ปีที่แล้ว +1

    Dada Night service bus er time ta share korle bhalo hoy 29th dec Khatra jachhi Arambagh theke jabo, janale khub upokrito hobo.

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  ปีที่แล้ว

      বাঁকুড়ার মসজিদ গোড়া থেকে রাত 9 - 11 টা কলকাতার বাস অনেক আছে। পুরুলিয়া থেকে আসছে। খাতড়া, রানীবাঁধ থেকেও আসছে। এস্প্লানেড থেকেও রাত 9 থেকে বাস পাবেন বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, রানীবাধ আসার জন্য 🙏

    • @nishanchakraborty9707
      @nishanchakraborty9707 ปีที่แล้ว

      Dhonnobad dada.

    • @nishanchakraborty9707
      @nishanchakraborty9707 ปีที่แล้ว

      Dada Mukutmanipur, Jhilmili, 12 mile, Susunia jabo kibhabe gale bhalo hoy step by step jodi bolen?

  • @enachakraborty1572
    @enachakraborty1572 5 ปีที่แล้ว +1

    Asadharan video dada.ajodhya pahar o tar ase pase hotel niye tar budget kmn 1ngt 2days er 1ta video deben plz

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ বন্ধু। আমারও অনেক দিনের ইচ্ছা অযোধ্যা পাহাড়ের উপর একটি তথ্যসমৃদ্ধ ভিডিও বানাবার। উপযুক্ত সঙ্গী পেলেই Bike tour হবে। সঙ্গে থাকুন আর ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
      Nirmalya on wheels

  • @smrider7797
    @smrider7797 4 ปีที่แล้ว +1

    এই রাস্তা টা ফ্যামেলি নিয়ে যাওয়ার জন্য সেফ?

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      Season এ এলে অসুবিধা হবে না কারন তখন কিছু উৎসাহী পর্যটক সাথী হিসাবে পাবেন কিন্তু ফাঁকা সময়ে এলে গ্ৰুপে আসবেন। ধন্যবাদ ভাই ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন। Nirmalya on wheels

    • @smrider7797
      @smrider7797 4 ปีที่แล้ว +1

      অফ সিজিনে গেলে মেন রাস্তা বা জন বহুল এলাকা দিয়ে যাওয়া টাই ভালো হবে তাই না।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      এলাকার মানুষ জন খুবই সহজ সরল তবে মাঝে মাঝেই কিছু বহিরাগত এখানে আসর জমায়। বড় গ্ৰুপে আসবেন।

  • @tirtharenubhattacharya2033
    @tirtharenubhattacharya2033 4 ปีที่แล้ว +1

    Plz make a film on Bandowan, duarnashini, kuchia along with duarnashini mandir. Thanks for your efforts. We are enjoying sitting at home and would love to make a trip to these places, regards

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      Thanks for your complement. Telepathy .... I have already planned to cover those places. Please share this video and consider subscribing Nirmalya on wheels.

    • @tirtharenubhattacharya2033
      @tirtharenubhattacharya2033 4 ปีที่แล้ว

      Dear Mr Nirmalya, I appreciate your devotion in bringing up the hidden treasures of Bankura- Purulia.
      I am a Tourism Management professional with handful of 34 yrs in prestigious organizations.
      Presently having my own firm. During your visit at different lucrative places if you come across any business potential places to make hotel/ guest houses or Restaurant on rental or lease badis please let me know at my no 9432589155 & 9088100177 thanks,& congrats

    • @tirtharenubhattacharya2033
      @tirtharenubhattacharya2033 4 ปีที่แล้ว

      @@nirmalyaonwheels5525 thanks for your gesture

  • @uttamdey7980
    @uttamdey7980 5 ปีที่แล้ว +1

    দাদা ভালো থাকুন

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। তুমিও খুব খুউব ভালো থেকো ....

  • @madantudu4455
    @madantudu4455 5 ปีที่แล้ว +1

    ooooooowwwwww

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      Thanks Bro. Please share and subscribe. Nirmalya on wheels.

  • @somenbangal8009
    @somenbangal8009 5 ปีที่แล้ว +1

    Nice

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      Thanks for watching. Thanks for your complement. Please share and subscribe.
      Nirmalya on wheels

  • @sekharranjanpal4310
    @sekharranjanpal4310 4 ปีที่แล้ว +2

    আপনি বাইকে অনেক টা পথ চলে পাহাড়ের পিছনের ঝর্না দেখলেন। পাহাড়ে ওঠার জন্য পুরো পথটা ফিরতে হলো নিশ্চয়। আমরা যারা কলকাতা থেকে যাবো তাদের অনেক প্রশ্ন রয়ে গেল।পাহাড়ের সামনে এবং পেছন এর সবটা আমরা কি ভাবে ঘুরে দেখতে পারি তার পরিকল্পনা পেতে চাই।

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  4 ปีที่แล้ว

      ধন্যবাদ বন্ধু। শুশুনিয়া পাহাড়ের সামনের দিকে যে ঝর্না আছে তার পাশ দিয়েই পাথুরে প্রাকৃতিক পথ ধরে উঠতে হবে পাহাড়ের চূড়ায়। পথ দুর্গম, কিছুটা বিপদজনকও। সঙ্গে অবশ্যই জলের বোতল নেবেন। বেশ কষ্টকর। শারীরিক কোনো সমস্যা থাকলে চূড়ায় ওঠার বাসনা ত্যাগ করাই ভালো। আর যে পিচের রাস্তা সোজা চলে গেছে ইয়ূথ হস্টেলের পাশ দিয়ে ঐ রাস্তা ধরে কিছুটা যাবার পর ডান দিকের রাস্তা ধরে গেলে পাবেন শিউলিবনা গ্ৰাম। এটা পাহাড়ের পিছন দিক। এদিকেও একটা ঝর্না আছে তবে অনেকেই জানেন না। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই দিক দিয়ে পাহাড়ে উঠলে গুহার মধ্যে দেখতে পাবেন পুস্করানার রাজা চন্দ্র বর্মার আমলের সুপ্রাচীন শিলালিপি। সঙ্গে স্থানীয় কোন ছেলেকে নিলে সেই গাইডের কাজ করবে। আমার চ্যানেলে আপলোড করা শুশুনিয়ার ভিডিও গুলো দেখে নিতে পারেন, সুবিধা হবে। সাথে থাকুন। নমস্কারান্তে, Nirmalya on wheels

  • @MYLIFE-id9vi
    @MYLIFE-id9vi 3 ปีที่แล้ว

    Sir, apnar camera ta ki a6e?

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  3 ปีที่แล้ว

      Action camera Gopro Hero6, Canon M50 Mirror less, SONY, Motorola z2 play.

  • @rathindragoswami5641
    @rathindragoswami5641 5 ปีที่แล้ว +1

    thanks sir ..

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই। ভিডিও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আরও ভালো জায়গা দেখাবো ... Stay tuned

  • @indranildas6169
    @indranildas6169 5 ปีที่แล้ว +1

    Dada ato valo video korchen khub valo lagche dekhte... Tobe abar to ektu bankura ba purulia r baire beron... Khali aki jaygay ghora ghuri korle hobe?

    • @nirmalyaonwheels5525
      @nirmalyaonwheels5525  5 ปีที่แล้ว

      ঠিকই বলেছেন ভাই। সময় এবং সামর্থ্য দুটোরই অভাব আছে। চেষ্টা করছি জেলার বাইরে বেড়িয়ে একটু অন্য স্বাদ দিতে। সাথে থাকুন, আপনাদের ভালোবাসাই আমার পাথেয়।
      Do SUBSCRIBE please......