না না ,ওখান থেকে তো আপনি কেবল দেখে নেবেন যে, আপনার পছন্দের তারিখে টিকিটের মূল্য কে কত টাকা করে নিচ্ছে। এরপর সেই কোম্পানির নিজস্ব অ্যাপে গিয়ে টিকিট কাটুন। এতে কুপনের মাধ্যমে কিছু টাকা ছাড়ের সুযোগ পাবেন। এছাড়াও আপনি Skyscanner অ্যাপে গিয়েও একইভাবে টিকিট কাটতে পারেন।
কোলকাতা থেকে আন্দামান যাওয়ার জন্য আপনি তিনটি অপশন পাচ্ছেন। ১৷ জাহাজে চেপে যাওয়া ও আসা। ২৷ একটি জাহাজে ও অন্যটি বিমানে চড়ে। ৩৷ বিমানে যাওয়া ও আসা। প্রথমটির ক্ষেত্রে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া পড়বে Rs 3000/-+3000/- =6000/- এরপর আসছি হোটেল ভাড়ায়------ পোর্টব্লেয়ারে আপনি 650/- থেকে 1000/-টাকার মধ্যেই ভালো হোটেল পাবেন। (Park inn--Rs 689/-, Aashiaana Residency inn---645/-) হ্যাভলক দ্বীপে Rs 1450/- থেকে Rs 1600/-(Purnima Residency--1456/-) আর নীলে Rs 950/-থেকে Rs 1200/- (Elephant and four wise men resort--Rs 926/-) ধরি,দৈনিক গড় হোটেল ভাড়া Rs 1000/- তবে,4 রাতে Rs 4000/- প্রতি রুমে দুজন হলে মাথাপিছু হোটেল ভাড়া----Rs 2000/- তাহলে Rs6000/-+2000/-=Rs 8000/- এবার আসছি খাওয়ার ব্যাপারে--- পোর্টব্লেয়ার আদি বাঙালি হোটেলে Rs 150/- করে থালি হিসেবে দুপুর ও রাতের খাবার পেয়ে যাবেন। নীল ও হ্যাভলকে Rs 250/তে থালি পাবেন। খাবার জন্য আপনার মোট খরচ হবে Rs1600/-(জনপ্রতি) নীল ও হ্যাভলক যেতে জাহাজ ভাড়া---Rs2000/- এখন মোট দাঁড়াল Rs 11,600/- পোর্টব্লেয়ার ঘোরার খরচ মাথাপিছু Rs 500/- আর জারোয়া ফরেস্ট যেতে Rs 800/- রস আইল্যান্ড ও নর্থ বে আইল্যান্ড যেতে Rs 800/- জাহাজে খাবার খরচ ‐-1000/- অন্যান্য খরচ 300/- এখন সর্বমোট খরচ দাঁড়াল-----Rs 15,000/- তবে একটা জার্নি বিমানে করলে আপনার খরচ আর একটু বাড়বে।
Breakfast e ki ki food dey hotel gulo te??
Dada...Wego website ta fake na toh ..
Please ektu janaben
না না ,ওখান থেকে তো আপনি কেবল দেখে নেবেন যে, আপনার পছন্দের তারিখে টিকিটের মূল্য কে কত টাকা করে নিচ্ছে। এরপর সেই কোম্পানির নিজস্ব অ্যাপে গিয়ে টিকিট কাটুন। এতে কুপনের মাধ্যমে কিছু টাকা ছাড়ের সুযোগ পাবেন।
এছাড়াও আপনি Skyscanner অ্যাপে গিয়েও একইভাবে টিকিট কাটতে পারেন।
Up down flight er fare pray 12000 taka ? Taholey 17000 takay ki korey somvab ???
কোলকাতা থেকে আন্দামান যাওয়ার জন্য আপনি তিনটি অপশন পাচ্ছেন।
১৷ জাহাজে চেপে যাওয়া ও আসা।
২৷ একটি জাহাজে ও অন্যটি বিমানে চড়ে।
৩৷ বিমানে যাওয়া ও আসা।
প্রথমটির ক্ষেত্রে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া পড়বে
Rs 3000/-+3000/- =6000/-
এরপর আসছি হোটেল ভাড়ায়------
পোর্টব্লেয়ারে আপনি 650/- থেকে 1000/-টাকার মধ্যেই ভালো হোটেল পাবেন। (Park inn--Rs 689/-,
Aashiaana Residency inn---645/-)
হ্যাভলক দ্বীপে Rs 1450/- থেকে
Rs 1600/-(Purnima Residency--1456/-)
আর নীলে Rs 950/-থেকে Rs 1200/-
(Elephant and four wise men resort--Rs 926/-)
ধরি,দৈনিক গড় হোটেল ভাড়া Rs 1000/-
তবে,4 রাতে Rs 4000/-
প্রতি রুমে দুজন হলে মাথাপিছু হোটেল ভাড়া----Rs 2000/-
তাহলে Rs6000/-+2000/-=Rs 8000/-
এবার আসছি খাওয়ার ব্যাপারে---
পোর্টব্লেয়ার আদি বাঙালি হোটেলে Rs 150/- করে থালি হিসেবে দুপুর ও রাতের খাবার পেয়ে যাবেন।
নীল ও হ্যাভলকে Rs 250/তে থালি পাবেন।
খাবার জন্য আপনার মোট খরচ হবে Rs1600/-(জনপ্রতি)
নীল ও হ্যাভলক যেতে জাহাজ ভাড়া---Rs2000/-
এখন মোট দাঁড়াল Rs 11,600/-
পোর্টব্লেয়ার ঘোরার খরচ মাথাপিছু Rs 500/-
আর জারোয়া ফরেস্ট যেতে Rs 800/-
রস আইল্যান্ড ও নর্থ বে আইল্যান্ড যেতে Rs 800/-
জাহাজে খাবার খরচ ‐-1000/-
অন্যান্য খরচ 300/-
এখন সর্বমোট খরচ দাঁড়াল-----Rs 15,000/-
তবে একটা জার্নি বিমানে করলে আপনার খরচ আর একটু বাড়বে।
Aapnar ph no ta deben